পশ্চিমবঙ্গ পর্ষদ দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র সাজেশান 2025
Madhyamik 2026 Physical Science Question Paper
Class 10 Physical Science 2nd Unit Test Question Paper 2025
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা August মাসে শুরু হতে চলেছে সব বিদ্যালয়ে। তাই Info Educations ছাত্রছাত্রীদের প্রস্তুতিকে আরও সহজ করে তুলতে নিয়ে চলে এসেছে WBBSE Class 10 All Subject Unit Test Question Papers। Dosom Shrenir Vouto Bigyan Dwitiyo Porjai Kromik Mulyaon Proshnopotro) ভালো করে প্রাকটিস করো। WBBSE Class 10 Physical Science Question Paper টি অনেক অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের মাধ্যম্যে তৈরী করা হয়েছে।
West Bengal Board Class 10 Physical Science 2nd Unit Test Syllabus / Madhyamik 2026 Syllabus
WBBSE Class 10 Physical Science 2nd Unit Test / দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ এর সিলেবাস এ থাকছে তোমাদের রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, চলতড়িৎ, তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ধাতুবিদ্যা। Class 10 ভৌতবিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ পূর্ণমান - ৪০ লিখিত। যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।
West Bengal Board Physical Science Madhyamik Class 10 Second Summative Evaluation
WBBSE Class 10 Physical Science Second Unit Test Question Paper
Set- 1
Class: X, Subject: Physical Science
Full Marks : 40 Time : 1.20 Hrs.
দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান প্রশ্ন
A. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো দুটি ):- 2 x 3 = 6
1. 10gm CaCO, খোলা জায়গায় তীব্র উত্তপ্ত করলে ওজনের কী পরিমাণ হ্রাস ঘটবে?
[ Ca = 40gm, C = 12gm, O = 16gm ]
2. S.T.P. 11.2L NHs তেরি করার জন্য কী পরিমাণ NHCl এর সঙ্গে CaO মিশিয়ে উত্তপ্ত করতে হবে? (N= 14. H = 1, CI = 35.5)
3. 32.5gm দস্তার সঙ্গে অতিরিক্ত লঘু H2SO4 বিক্রিয়া করে যে পরিমাণ Ha গ্যাস উৎপন্ন হয়, S.T.P. তে তার আয়তন কত? [ Zn = 65gm ]
B. সঠিক উত্তরটি নির্বাচন করো (যেকোনো পাঁচটি) : - 1 x 5 = 5
i) গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক-এর মান --
(a) 1/273°C
(b) 273°C
(c) 373K
(d) 1
ii) তরলের প্রকৃত প্রসারণ, আপাত প্রসারণের
(a) সমান হয়
(b) বেশি হয়
(c) কম হয়
(d) বেশি অথবা কম হতে পারে।
iii) CuSO₄ এর জলীয় দ্রবণে অতিরিক্ত জলীয় NH₃ যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে?
(a) হলুদ
(b) সবুজ
(c) গাঢ় নীল
(d) বাদামি।
iv) নীচের কোনটির তাপ পরিবাহীতা সবচেয়ে বেশি।
(a) তামা
(b) সোনা
(c) লোহা
(d) হীরে।
v) লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক a হলে, আয়তন প্রসারণ গুনাঙ্ক কত হবে?
(a) 4a
(b) 2a
(c) 3a
(d) a²
vi) নীচের কোনটির ওপর ধাতুর তাপ পরিবাহীতাঙ্ক নির্ভর করে।
(a) উষ্ণতা
(b) দৈর্ঘ্য
(c) উপাদানের প্রকৃতি
(d) প্রস্থচ্ছেন।
C. নিন্মলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : - 2 + 1 + 1 = 4
1) কোন পরিবাহীর বেধ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে, ওই পরিবাহীর তাপীয় রোধ ও তাপ পরিবাহীতার মধ্যে সম্পর্ক কি? 2
অথবা,
বিভবপ্রভেদ ও তড়িৎচালক বলের পার্থক্যগুলি লেখো।
ii) তাপ পরিবাহীতাক্ষের S.I একক কি ? 1
অথবা,
ওহমের সূত্রটি লেখো ।
iii) সত্য না মিথ্যা লেখো : 1
কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়।
অথবা,
D. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : - 11
6)
i) FeCl₃ জলীয় দ্রবণে NH₃-এর জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পরে তার সংকেত কি ? 1
ii) লাইকার NH₃ কী লেখো। 1
iii) হেবার পদ্ধতিতে NH₃ -এর শিল্পোৎপাদনের শর্তাবলি ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো। 2
iv) কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। 1
v) ক্ষেত্র প্রসারণ গুণান্তের সংজ্ঞা দাও। এর S.I. একক লেখো। 2 + 1
vi) তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝায়? এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? 2 + 1
অথবা,
i) FeS-এর সঙ্গে লঘু H₂SO₄-এর বিক্রিয়ায় 1.7gm H₂S গ্যাস পেতে কত গ্রাম FeS প্রয়োজন? 2
ii) S.T.P. তে 2.24 লিটার N₂ এর ভর কত গ্রাম? (N = 14) 2
iii) তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1K উষ্ণতায় A1 Sqm ও T2k উষ্ণতায় A2s Sqm ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি এককসহ লেখো। 1+2=3
iv) অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয়দ্রবণ যোগ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো। 1
v) নেসলার বিকারকের সঙ্গে NH₃ -এর বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? 1
vi) তড়িৎ লেপন কী ? তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? 1 + 1
i) ভরের নিত্যতা সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। তরল পদার্থের তাপীয় প্রসারণ কয় প্রকার ও কী কী ? 2 + 2
অথবা,
পরিবাহীর রোধ পরিবাহী দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ওপর কিভাবে নির্ভর করে ? 220V - 100w কথাটি বাল্বে লেখা আছে এর অর্থ কী ? 2 + 2
ii) অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। অ্যানোড মাড কী ? কোন যন্ত্র দ্বারা তড়িৎ বিশ্লেষণ করা হয় ? ফিউজ তারের উপাদানগুলি কী কী ? 1 + 1 + 1 + 1
iii) দ্বিধাতব পাত কাকে বলে ? জুলের তড়িৎ প্রবাহ জনিত তাপ উৎপাদনের সূত্রগুলি লেখো। 1 + 3
ক্লাস টেনের দ্বিতীয় ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন পত্র
Class 10 Physical Science Second Unit Test Question 2025
Set- 2
Class: X, Subject: Physical Science
Full Marks : 40 Time : 1.20 Hrs.
ক্লাস 10 ভৌত বিজ্ঞান ২য় ইউনিট পরীক্ষার প্রশ্নপত্র 2025
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 x 7 = 7
1.1 গ্যাসের বাষ্প ঘনত্ব (D) ও আনবিক ভর (M)-এর সম্পর্ক হল -
a)
b) D = 2 M
c) M = 2 D
d)
1.2 কোনো পদার্থের মধ্য দিয়ে t সময়ে Q তাপ প্রবাহিত হলে
a)
b)
c)
d)
1.3 ভারতে গৃহবর্তনীর লাইভ তারে যে বিভব থাকে তার মান হলো
a) 110V
b) 220V
c) 440V
d) 50V
1.4 ফ্লেমিং-এর বামহস্ত নিয়মে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে -
a) তর্জনী
b) বৃদ্ধাঙ্গুলী
c) মধ্যমা
d) অনামিকা
1.5 তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা –
(A) সর্বদা সমান হয়
(B) সর্বদা অসমান হয়
(C) সমান হতেও পারে, নাও হতে পারে
(D) গণনা করা যায় না
উত্তর: (A) সর্বদা সমান হয়
ব্যাখ্যা: তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন ও অ্যানায়নের পরিমাণ সমান থাকে, কারণ বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় রাখার জন্য ইলেকট্রনের সংখ্যা সমানভাবে বিনিময় হয়।
1.6 কোন অ্যাসিডটি "অয়েল অফ ভিট্রিয়ল" নামে পরিচিত?
(A) HCl
(B) HNO₃
(C) H₂SO₄
(D) CH₃COOH
উত্তর: (C) H₂SO₄
H₂SO₄ বা সালফিউরিক অ্যাসিড তার ঘন আকারে তেলের মতো দেখায় বলেই একে "অয়েল অফ ভিট্রিয়ল" বলা হয়।
1.7 দিল্লির কুতুব মিনার তৈরি হয়েছে কোনটি দিয়ে?
(A) কাস্ট আয়রন
(B) রট আয়রন
(C) ইস্পাত
(D) অ্যালুমিনিয়াম
উত্তর: (B) রট আয়রন
ব্যাখ্যা: কুতুব মিনারে ব্যবহৃত প্রধান ধাতব উপাদান হচ্ছে রট আয়রন (Wrought Iron), যা খাঁটি লোহার কাছাকাছি ও জং প্রতিরোধী।।
2. অতি সংক্ষিপ্ত উত্তর দাও : 1 X 9 = 9
2.1 E = mc² সমীকরণে C-এর মান কত?
2.2 গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের ক্ষেত্রে ধ্রুবক কী কী?
অথবা, সত্য বা মিথ্যা লেখো : থার্মোস্ট্যাট এক প্রকারের দ্বিধাতব পাত।
2.3 শূন্যস্থান পূরণ করো : - তাপের সুপরিবাহী তরল পদার্থ হলো __________।
2.4 S.I. পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী?
2.5 শূন্যস্থান পূরণ করো : দুটি 2 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্যাঙ্ক রোধ ______।
2.6 বামপক্ষের সাথে ডানপক্ষ মেলাও : -
বামপক্ষ ডানপক্ষ
2.6.1 একটি নির্দিষ তড়িৎদ্বার FeSO₄
2.6.2 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পরিশোধন করা যায় এমন ধাতু Pt
2.6.3 নাইট্রিক অ্যাসিডের বলয় পরীক্ষায় ব্যবহৃত যৌগ Cu
2.7 পিতলের উপাদানগুলির শতকরা পরিমাণ লেখো।
অথবা, Zn + CuSO₄ = __________বিক্রিয়াটি সম্পূর্ণ করো।
3. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : 2 x 3 = 6
3.1 ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও।
অথবা, ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো।
3.2 পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতি ও সমীকরণ লেখো।
অথবা, H₂S গ্যাস শুরু করতে অনার্দ্র CaCl₂ ব্যবহার করা হয় না কেন?
3.3 তামার একটি ধাতু সংকরের নাম ও ব্যবহার লেখো।
অথবা, মরচে পড়ার ফলে লোহার জিনিস ক্ষয় হয় কেন?
4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও : - 3 x 6 = 18
4.1 16 g অক্সিজেন তৈরি করতে কী পরিমাণ পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন।
(K = 39, Cl = 35.50, O = 16 )
অথবা, 32.5 g দস্তার সঙ্গে অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে যে, পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় STP তার আয়তন কত? (Zn-63)
4.2 কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো? রেল লাইনের দুই লাইনের জোড়ের মুখে একটু ফাঁক রাখা হয় কেন?
অথবা, একটি কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ প্রবাহমাত্রা রাশিমালাটি নির্ণয় করো। :
4.3 রোধ ও রোধাঙ্ক এর মধ্যে পার্থক্য লেখো। অতি পরিবাহী কাকে বলে? 2+1
4.4 তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃত করো এবং উৎপন্ন তাপের রাশিমালাটি লেখো। 2+1
4.5 জলের তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করা হয় কেন?
4.6 অসওয়াল্ড পদ্ধতিতে HNO₃ এর শিল্প প্রস্তুতির নীতিটি ও সমীকরণ লেখো। 1 + 2
অথবা, পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির নীতি, সমীকরণ ও সংগ্রহ পদ্ধতি লেখো। 1+1+1
Enter Your Comment