পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিহাস একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র ২০১৬
WBSSC SLST Previous Year Question Paper Download with Answers
WBSSC-SLST (State Level Selection Test) হল পশ্চিমবঙ্গের একটি প্রতিযোগিতামূলক শিক্ষক নিয়োগ পরীক্ষা, যা West Bengal School Service Commission (WBSSC) কর্তৃক পরিচালিত হয়। এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকার অনুমোদিত এবং সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হয়। পরীক্ষাটি রাজ্যজুড়ে সমন্বিতভাবে নেওয়া হয় এবং যোগ্য প্রার্থীদের মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়।
WBSSC Geography Question Paper 2016
WBSLST Geography XI-XII Question Paper 2016 | WBSSC ভূগোল একাদশ ও দ্বাদশ প্রশ্নপত্র (Pass/Hons) PDF সহ উত্তরসহ ডাউনলোড করুন। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) পরিচালিত State Level Selection Test (SLST) পরীক্ষার ভূগোল (Geography) বিষয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রশ্নপত্র ২০১৬(WBSSC SLST 2016 Question Paper) সালের সংস্করণ এখানে প্রদান করা হলো। ভূগোল প্রশ্নপত্রটি (SLST 2016 Question Paper Geography pdf Download)অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর দ্বারা যাচাই ও পরিমার্জিত হয়েছে এবং Pass ও Honours উভয় স্তরের জন্য উপযোগী। প্রশ্নের সঠিক উত্তর সহ নিচে দেওয়া রয়েছে। WB SLST Vugol Proshno Ekadosh o Dwadosh Shrenir Proshno Uttorsoho।
West Bengal School Service Commission Previous Year Question Papers
1. পৃথিবীর ভূত্বকের গভীরতা হল – / What is the depth of the Earth's crust?
A. 5-60 কিমি / 5-60 kms
B. 10-60 কিমি / 10-60 kms
C. 15-40 কিমি / 15-40 kms
D. 8-38 কিমি / 8-38 kms
Ans: A
2. কোন পাতটি দক্ষিণ আমেরিকার পশ্চিমে নিচের দিকে প্রবেশ করেছে? / Which plate subducts westward beneath South America?
A. প্রশান্ত মহাসাগরীয় পাত / Pacific Plate
B. ক্যারিবিয় পাত / Caribbean Plate
C. ন্যাজকা পাত / Nazca Plate
D. অ্যান্টার্কটিকা পাত / Antarctic Plate
Ans: C
3. হাওয়াই দ্বীপটি গড়ে উঠেছে – / The Hawaiian Islands were formed at –
A. অভিসারী পাত সীমানায় / Convergent plate boundary
B. প্রতিসারী পাত সীমানায় / Divergent plate boundary
C. ট্রান্সফর্ম চ্যুতি সীমানায় / Transform fault boundary
D. নিরপেক্ষ অঞ্চলে / Intraplate setting (Neutral zone)
Ans: A
4. অফিওলাইট সুট কি? / What is an ophiolite suite?
A. মহাদেশের উপর প্রতিস্থাপিত মহাসাগরীয় ভূত্বকের অংশ / Part of oceanic crust emplaced over a continent
B. মহাসাগর তলদেশের চৌম্বকীয় উপাদান / Magnetic components of ocean floor
C. মহাদেশের প্রান্ত সীমায় সঞ্চিত পলিরাশি / Sediments accumulated at the continental margin
D. ক্ষুদ্র মহাদেশ / Microcontinent
Ans: A
5. রূপান্তর সাধন প্রক্রিয়ায় শিলার উপাদানের আকারের পরিবর্তনকে বলে – / In the process of metamorphism, the change in the size of rock components is called –
A. ভাঁজ / Folding
B. পুনর্বিন্যাস / Rearrangement
C. পুনর্কেলাসন / Recrystallization
D. স্তরায়ন / Stratification
Ans: C
6. সর্বনিম্ন পরিমাণ সিলিকা সমন্বিত আগ্নেয় শিলাকে বলা হয় – / Igneous rock with the lowest silica content is called –
A. ক্ষারকীয় শিলা / Basic rock
B. পারফাইরি / Porphyry
C. অতিক্ষারকীয় শিলা / Ultrabasic rock
D. আম্লিক শিলা / Acidic rock
Ans: C
7. গুটেনবাগ বিযুক্তি যে দুটি স্তরকে পৃথক করে – / The Gutenberg discontinuity separates which two layers?
A. ভূত্বক ও গুরুমণ্ডল / Crust and Mantle
B. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল / Mantle and Core
C. বহিঃ গুরুমণ্ডল ও অন্তঃ গুরুমণ্ডল / Outer Mantle and Inner Mantle
D. বহিঃ কেন্দ্রমণ্ডল ও অন্তঃ কেন্দ্রমণ্ডল / Outer Core and Inner Core
Ans: B
8. নিম্নের কোন ভূমিকম্প তরঙ্গ সর্বাধিক ক্ষয়ক্ষতি করে? / Which of the following earthquake waves causes the most damage?
A. S তরঙ্গ / S-wave
B. P তরঙ্গ / P-wave
C. R তরঙ্গ / R-wave
D. L তরঙ্গ / L-wave
Ans: D
9. দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী উন্নত সংকীর্ণ ভূভাগটি হল – / The elevated narrow landmass between two normal faults is –
A. গ্রাবেন / Graben
B. হোর্স্ট / Horst
C. ন্যাপ / Nappe
D. মধ্যমাভূমি / Median Mass
Ans: B
10. পৃথিবী পৃষ্ঠের দীর্ঘ অবনমিত অঞ্চল যেখানে প্রচুর পরিমাণ পলি সঞ্চিত হয় তা হল – / A long, depressed area on the Earth's surface where a large amount of sediment accumulates is a –
A. মহীখাত / Geosyncline
B. বেনিয়ফ মণ্ডল / Benioff Zone
C. ফোরল্যান্ড / Foreland
D. টেবিলল্যান্ড / Tableland
Ans: A
11. নিম্নের কোনটি আগ্নেয়গিরির সাথে সম্পর্কিত নয়? / Which of the following is not associated with a volcano?
A. ক্যালডেরা / Caldera
B. লাভা / Lava
C. জ্বালামুখ / Crater
D. উপকেন্দ্র / Epicenter
Ans: D
12. নিম্নের কোনটি কাস্ট অঞ্চলে দেখা যায়? / Which of the following is seen in a Karst region?
A. ল্যাপিস / Lapies
B. এস্কার / Esker
C. ইনসেলবার্গ / Inselberg
D. বাজাদা / Bajada
Ans: A
13. মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপের সংযোগকারী বালি বাঁধটিকে বলে – / The sandbar connecting an island to the mainland is called –
A. সমুদ্র ভৃগু / Sea Cliff
B. সমুদ্র গুহা / Sea Cave
C. ট্রম্বলো / Tombolo
D. তটভূমি / Beach
Ans: C
14. সমুদ্র পৃষ্ঠের জলের গড় উষ্ণতা হল – / The average temperature of the sea surface water is –
A. 22°C
B. 17°C
C. 26.7°C
D. 20.6°C
Ans: C
15. ক্রমাগত উথ্থানকারী পর্বতশ্রেণীর ক্ষয়জাত পদার্থকে বলে – / Erosional material from a continuously uplifting mountain range is called –
A. মোলেস / Molasse
B. নুড়ি / Gravel
C. শিলাচূর্ণ / Rock fragments
D. শিলাস্তর / Rock layers
Ans: A
16. পৃথিবীর মধ্যে থেকে কোথায় শক্তির মুক্তি ঘটলে ভূমিকম্প ঘটে? / Where does energy release occur from within the Earth, causing an earthquake?
A. অন্তঃ কেন্দ্রমণ্ডল থেকে / From the inner core
B. ভূত্বক ও ম্যান্টেলের সীমানা থেকে / From the crust-mantle boundary
C. ম্যান্টেলের উপর স্তর থেকে / From the upper layer of the mantle
D. ভূত্বকের নিচ থেকে / From beneath the crust
Ans: C
17. চাঁচন তল (Etchplain) সৃষ্টি হয় – / Etchplain is formed by –
A. নদী ক্ষয় দ্বারা / River erosion
B. সমুদ্র তরঙ্গ ক্ষয়ের দ্বারা / Sea wave erosion
C. হিমবাহ সঞ্চয়ের দ্বারা / Glacial deposition
D. আবহবিকার প্রক্রিয়ার দ্বারা / Weathering process
Ans: D
18. ইয়াজু নদী দেখা যায় – / Yazoo river is seen in –
A. উপকূলীয় সমভূমিতে / Coastal plains
B. প্লাবনভূমিতে / Floodplains
C. মরুভূমির সমভূমিতে / Desert plains
D. পার্বত্য উপত্যকায় / Mountain valleys
Ans: B
19. নিভেসন (Nivation) হল – / Nivation is –
A. তুষারের দ্বারা ক্ষয় / Erosion by snow
B. তুষার গলন / Melting of snow
C. তুষার সঞ্চয় / Accumulation of snow
D. কোনটিই নয় / None of these
Ans: A
20. ড্রিপস্টোন দেখা যায় – / Dripstone is found in –
A. সার্কে / Cirques
B. পোলজি / Polje
C. অন্ধ উপত্যকায় / Blind valley
D. চুনাপাথরের গুহায় / Limestone caves
Ans: D
21. ভারত মহাসাগরের লবণতা – / The salinity of the Indian Ocean is –
A. 35%
B. 25%
C. 30%
D. 40%
Ans: A
22. ত্রিকোষীয় দ্রাঘিমা অনুগামী বায়ু সংবহন (Tricellular Meridional Circulation Model)-এর প্রবক্তা ছিলেন – / The proponent of the Tricellular Meridional Circulation Model was –
A. হ্যাডলি / Hadley
B. পলম্যান / Pallmann
C. রসবী / Rossby
D. বাইসব্যালট / Buys Ballot
Ans: B
23. খামসিন হল – / Khamsin is –
A. খুব উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহ / Very warm and dry air current
B. শীতল বায়ুপ্রবাহ / Cold air current
C. পার্বত্য বায়ুপ্রবাহ / Mountain air current
D. উপত্যকা বায়ুপ্রবাহ / Valley air current
Ans: A
24. বায়ুমণ্ডল সৌর বিকিরণ শোষণ করে মোট বিকিরণের – / The atmosphere absorbs how much of the total solar radiation?
A. ২১ একর / 21%
B. ১৭ একর / 17%
C. ৩৪ একর / 34%
D. ১৪ একর / 14%
Ans: B
25. কর্দম দোঁয়াস মাটিতে কর্দমের পরিমাণ হল – / The amount of clay in clay loamy soil is –
A. ৪০% – ৫০% / 40% – 50%
B. ৩০% – ৩৫% / 30% – 35%
C. ২৭% – ৪০% / 27% – 40%
D. ৩৫% – ৪৫% / 35% – 45%
Ans: C
26. সাইক্রোফাইট (Psychrophyte) উদ্ভিদ জন্মায় – / Psychrophyte plants grow in –
A. ঠান্ডা / শীতল তুষারাবৃত মৃত্তিকায় / Cold snow-covered soil
B. লবণাক্ত মৃত্তিকায় / Saline soil
C. জলাভূমিতে / Waterlogged areas
D. প্রস্তর খণ্ডের উপর / On rocky surfaces
Ans: A
27. সামাজিক ও গ্রামীণ উন্নয়নের জন্য বনসৃজনকে বলে – / Afforestation for social and rural development is called –
A. কৃষি বনসৃজন / Agroforestry
B. বাণিজ্যিক বনসৃজন / Commercial afforestation
C. সাম্প্রদায়িক বনসৃজন / Community afforestation
D. সামাজিক বনসৃজন / Social afforestation
Ans: D
28. যে ব্যক্তি প্রাণী সম্প্রদায় নিয়ে কাজ করেন তাকে বলা হয় – / A person who works with animal communities is called a –
A. পরিবেশ বিজ্ঞানী / Environmental Scientist
B. বাস্তুতন্ত্রবিদ / Ecologist
C. জীব ভূগোলবিদ / Biogeographer
D. জীব বিজ্ঞানী / Biologist
Ans: D
29. বাস্তুতন্ত্রে সংখ্যার পিরামিড ধারণাটির প্রবক্তা হলেন – / The concept of the Pyramid of Numbers in an ecosystem was proposed by –
A. E.P. Odum
B. A.G. Tansley
C. C.J. Krebs
D. চার্লস এল্টন / Charles Elton
Ans: D
30. পৃথিবীর কাষ্ঠশিল্পে নরম বৃক্ষের চাহিদার শতকরা হার হল – / The percentage demand for softwoods in the world's timber industry is –
A. 40%
B. 70%
C. 75%
D. 80%
Ans: B
31. দোহ (Dairy Farming) শিল্পে সর্বাপেক্ষা উন্নত হল – / The most developed country in the dairy farming industry is –
A. ভারত / India
B. ফ্রান্স / France
C. ডেনমার্ক / Denmark
D. ফিনল্যান্ড / Finland
Ans: C
32. কোন দেশে সর্বাপেক্ষা অধিক সোনা উৎপাদিত হয়? / Which country produces the most gold?
A. দক্ষিণ আফ্রিকা / South Africa
B. ভারত / India
C. পেরু / Peru
D. অস্ট্রেলিয়া / Australia
Ans: D
33. আমেরিকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এরোপ্লেন তৈরির কেন্দ্র হল – / The important aeroplane manufacturing center in the USA is –
A. ডেট্রয়েট / Detroit
B. লস অ্যাঞ্জেলস / Los Angeles
C. কুইন্সি / Quincy
D. ফিলাডেলফিয়া / Philadelphia
Ans: B
34. বয়স ও লিঙ্গ ভিত্তিক নারী পুরুষের অনুপাত সূচক পিরামিড থেকে জানা যায় – / What does the age and gender-based ratio index pyramid indicate?
A. নারী পুরুষের বয়স গোষ্ঠী / Age groups of males and females
B. নারী পুরুষের বয়সের গঠন বিন্যাস / Age structure distribution
C. নারী পুরুষের গড় বয়স / Average age of males and females
D. কোনোটিই নয় / None of these
Ans: B
35. কোন উন্নত অঞ্চল থেকে অনুন্নত অঞ্চলে পরিব্রাজনকে বলে – / Migration from a developed region to an underdeveloped region is called –
A. প্রত্যাবর্তন পরিব্রাজন / Return migration
B. বিপরীত পরিব্রাজন / Counter migration
C. পথভ্রষ্ট পরিব্রাজন / Deviant migration
D. কোনোটিই নয় / None of these
Ans: B
36. পূর্ব হিমালয়ের প্রস্থ হল – / The width of the Eastern Himalayas is –
A. 250 কিমি / 250 kms
B. 520 কিমি / 520 kms
C. 340 কিমি / 340 kms
D. 320 কিমি / 320 kms
Ans: A
37. ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভুর (Bhur) হল একপ্রকার – / The Bhur of the Upper Gangetic Plain in India is a type of –
A. বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি / Undulating sandy land formed by wind
B. পুরাতন পলি / Old alluvium
C. নতুন পলি / New alluvium
D. কর্দমাক্ত অঞ্চল / Clayey region
Ans: A
38. স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAIL) স্থাপিত হয় – / Steel Authority of India (SAIL) was established in –
A. 1974 সাল / Year 1974
B. 1975 সাল / Year 1975
C. 1973 সাল / Year 1973
D. 1972 সাল / Year 1972
Ans: C
39. মেট্টুর জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? / The Mettur hydroelectric power plant is located in which state?
A. কর্ণাটক / Karnataka
B. কেরালা / Kerala
C. মহারাষ্ট্র / Maharashtra
D. তামিলনাড়ু / Tamil Nadu
Ans: D
40. জহরলাল নেহরু বন্দর কোন রাজ্যে অবস্থিত? / Jawaharlal Nehru Port is located in which state?
A. তামিলনাড়ু / Tamil Nadu
B. মহারাষ্ট্র / Maharashtra
C. গুজরাট / Gujarat
D. কেরালা / Kerala
Ans: B
41. কোন নিয়মের সাহায্যে সমগ্র পরিসংখ্যাকে দুটি ভাগে ভাগ করা যায়? / Which rule is used to divide the entire statistical data into two parts?
A. মধ্যক (Median)
B. প্রচুরতা (Mode)
C. গড় (Mean)
D. কোনটিই নয় / None of these
Ans: A
42. রাশিতথ্যের প্রধান পর্যালোচনার বিষয় হল – / The main subject of data analysis is –
A. তথ্যের শ্রেণীবিভাগ / Classifying data
B. তথ্য সংগ্রহ / Collecting data
C. তথ্য তালিকাভুক্তি / Tabulating data
D. তথ্যের বিন্যাস / Arranging data
Ans: D
43. নির্ভরশীল চলক উপস্থাপিত করা হয় – / The dependent variable is represented on the –
A. X – অক্ষ / X-axis
B. Y – অক্ষ / Y-axis
C. Z – অক্ষ / Z-axis
D. কোনটিই নয় / None of these
Ans: B
44. সমগ্র পৃথিবীকে আবৃত করে এমন আন্তর্জাতিক স্তরে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা – / The number of international topographic maps that cover the whole Earth is –
A. 2100
B. 2111
C. 2210
D. 2222
Ans: D
45. একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ শাখার অভিক্ষেপ হল – / A Simple Conical Projection with One Standard Parallel is a –
A. প্রচলিত অভিক্ষেপ / Conventional Projection
B. আধা দৃষ্টিকোণ অভিক্ষেপ / Semi-Perspective Projection
C. অদৃষ্টিকোণ অভিক্ষেপ / Non-Perspective Projection
D. দৃষ্টিকোণ অভিক্ষেপ / Perspective Projection
Ans: C
46. অ্যাজেন্ডা-২১ কোন সম্মেলনে গৃহীত কর্মসূচি? / Agenda-21 was adopted at which conference?
A. ওয়াশিংটন / Washington
B. স্টকহোম / Stockholm
C. ভিয়েনা / Vienna
D. রিও ডি জেনেরিও / Rio de Janeiro
Ans: D
47. 1:50000 সংখ্যাসূচক মানচিত্রটিকে যদি তিনবার ছোট করা হয়, তবে নতুন স্কেল হবে – / If a 1:50000 scale map is reduced three times, the new scale will be –
A. 1:2500
B. 1:1000
C. 1:15000
D. 1:25000
Ans: C (Note: মূল প্রশ্নে বিভ্রান্তি আছে, সঠিক উত্তর হওয়া উচিত 1:150000)
48. Survey of India কর্তৃক প্রকাশিত 1:50000 স্কেল মানচিত্রে সমোন্নতি রেখার ব্যবধান হল – / The contour interval on a 1:50000 topographic map by Survey of India is –
A. 20 মিটার / 20 meters
B. 40 মিটার / 40 meters
C. 100 মিটার / 100 meters
D. 10 ফুট / 10 feet
Ans: A
49. মানচিত্রে কৃষিজমি বোঝাতে যে প্রচলিত রঙ ব্যবহৃত হয় – / The conventional color used to represent agricultural land on a map is –
A. সবুজ / Green
B. বাদামী / Brown
C. হলুদ / Yellow
D. লাল / Red
Ans: C
50. জনসংখ্যার ঘনত্ব দেখাতে ব্যবহৃত হয় – / Population density is usually shown using a –
A. প্রবাহ মানচিত্র / Flow Map
B. আইসোপ্লেথ মানচিত্র / Isopleth Map
C. বিন্দু মানচিত্র / Dot Map
D. কোরোপ্লেথ মানচিত্র / Choropleth Map
Ans: D
51. যে অভিক্ষেপে লক্সোড্রম (Loxodrome) সরলরেখায় দেখা যায় তা হল – / The projection in which a Loxodrome appears as a straight line is –
A. পলিকনিক / Polyconic
B. মারকেটর / Mercator’s
C. সাইনুসয়ডাল / Sinusoidal
D. সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া / Cylindrical Equal Area
Ans: B
52. নিচের কোন রাজ্যে দীর্ঘতম উপকূলরেখা আছে? / Which Indian state has the longest coastline?
A. গুজরাট / Gujarat
B. মহারাষ্ট্র / Maharashtra
C. অন্ধ্রপ্রদেশ / Andhra Pradesh
D. তামিলনাড়ু / Tamil Nadu
Ans: A
53. উত্তর-পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টিপাতের কারণ হল – / The reason for winter rainfall in Northwest India is –
A. উত্তর-পূর্ব মৌসুমী বায়ু / Northeast Monsoon
B. উত্তর-পশ্চিম মৌসুমী বায়ু / Northwest Monsoon
C. বঙ্গোপসাগরীয় নিম্নচাপ / Low pressure over Bay of Bengal
D. পশ্চিমী ঝঞ্ঝা / Western Disturbances
Ans: D
54. যোজিত জনসংখ্যা বিভাজন দেখাতে ব্যবহৃত হয় – / Cumulative Frequency Distribution is shown using –
A. হিস্টোগ্রাম / Histogram
B. ফ্রিকোয়েন্সি পলিগন / Frequency Polygon
C. ওজাইভ / Ogive
D. প্রচুরতা / Mode
Ans: C
55. দুটি চলকের মধ্যে সম্পর্কের মাত্রা বোঝাতে যে পরিসংখ্যান কৌশল ব্যবহার করা হয় তা হল – / The statistical technique used to show the degree of relationship between two variables is –
A. বিচ্যুতি / Dispersion
B. সূচক সংখ্যা / Index Number
C. সম্বন্ধ / Association
D. সহসম্পর্ক / Correlation
Ans: D
Enter Your Comment