তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 - নবম শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্রের সঙ্গে উত্তর সাজেশান

0

পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ইতিহাস 3rd Unit Test সাজেশন 2025 – Question & Answer 

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 - নবম শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্রের সঙ্গে উত্তর সাজেশান


২০২৫ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর খুঁজছেন? আমাদের এই বিশেষ সাজেশনেই রয়েছে West Bengal class 9 history 3rd unit test question paper 2025, WBBSE class 9 history 3rd unit test question paper 2025, এবং পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সাজেশন ২০২৫। এই সাজেশনটি তৈরি করা হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে যাতে তারা সহজেই WB Class 9 History 3rd Unit Test Suggestion 2025, class 9 history 3rd unit test suggestion 2025 ও নবম শ্রেণীর ইতিহাস সাজেশন 2025 একসাথে পেয়ে যায় এবং পরীক্ষার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির প্রস্তুতি সম্পূর্ণ করতে পারে।


Class 9 History 3rd Summative Evaluation Question Paper 2025 

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন class 9, Class 9 history third unit test question paper 2025 mcq, নবম শ্রেণী ইতিহাস সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ও Class 9 3rd summative question history–এর সম্পূর্ণ সংকলন আমরা এক জায়গায় নিয়ে এসেছি। এখানে রয়েছে Class 9 history prak kothon question answer, Wb class 9 history question and answer, নবম শ্রেণীর তৃতীয় পরীক্ষার প্রশ্ন, Class 9 suggestion 2025, ক্লাস 9 ইতিহাস প্রশ্ন উত্তর 2025, 2025 class 9 history question paper, Class 9 History WBBSE PDF, Class 9 history 3nd unit 2025 এবং Class 9 history 3rd summative question paper।এই সংকলনটি তৈরি করা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা একসাথে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পেয়ে তাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করতে পারে।


📚✨ Final Exam 2025 – Prepare Yourself!

ছাত্রছাত্রীরা! 😃 এখনই সংগ্রহ করে নাও আমাদের 4 Set প্রশ্নপত্র বা অধ্যায় ভিত্তিক সাজেশন 💥।

বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান 

সব প্রশ্নই নতুন সিলেবাস অনুযায়ী তৈরি, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে📝।


📱 সংগ্রহ করতে হলে Click করো: Click Here 



নবম শ্রেণী ইতিহাস সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025


বিভাগ - ক 

১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ( 1 × 20 = 20)


(i) ফ্রান্সের কর ব্যবস্থায় ক্যাপিটেশন ছিল –

(a) সম্পত্তি কর, (b) উৎপাদন কর, (c) ধর্মীয় কর, (d) লবণ কর

উত্তর : - (c) ধর্মীয় কর


(ii) Origin of Inequality গ্রন্থের রচয়িতা –

(a) রুশো, (b) ভলতেয়ার, (c) অ্যাডাম স্মিথ, (d) মন্তেস্কু

উত্তর : - (a) রুশো


(iii) ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের সূচনা হয় –

(a) 1792 খ্রিস্টাব্দে, (b) 1794 খ্রিস্টাব্দে, (c) 1795 খ্রিস্টাব্দে, (d) 1715 খ্রিস্টাব্দে

উত্তর : - (c) 1795 খ্রিস্টাব্দে


(iv) নীলনদের যুদ্ধ হয়েছিল –

(a) 1798 খ্রিস্টাব্দে, (b) 1799 খ্রিস্টাব্দে, (c) 1802 খ্রিস্টাব্দে, (d) 1805 খ্রিস্টাব্দে

উত্তর : - (a) 1798 খ্রিস্টাব্দে


(v) নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয় –

(a) স্পেনে, (b) রাশিয়ায়, (c) পোর্তুগালে, (d) ইংল্যান্ডে

উত্তর : -  (b) রাশিয়ায়


(vi) ‘কনফেডারেশন অফ দ্য রাইন’ গঠন করেন –

(a) নেপোলিয়ন, (b) মেটারনিখ, (c) রোবসপিয়র, (d) এঁরা কেউই নন

উত্তর : - (a) নেপোলিয়ন


(vii) ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন –

(a) লুই ফিলিপ, (b) ক্যাসালরি, (c) পলিগন্যাক, (d) টেলির‍্যান্ড

উত্তর : - (c) ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন ট্যালিরান্ড বা চার্লস মরিস ডি ট্যালিরান্ড-পেরিগর্ড


(viii) ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন –

(a) পঞ্চদশ লুই, (b) লুই ফিলিপ, (c) তৃতীয় নেপোলিয়ন, (d) অষ্টাদশ লুই

উত্তর : - (b) ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন লুই ফিলিপ (Louis Philippe)। এই বিপ্লবের ফলে ১৮৪৮ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র (Second French Republic) ঘোষিত হয়। 


(ix) লা মার্টিন কোন অস্থায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন?

(a) ফ্রান্সের, (b) জার্মানির, (c) ইটালির, (d) পোর্তুগালের

উত্তর : -(a) ফ্রান্সের  লা মার্টিন (La Martine) বা লা মার্তিন (Lamartine) নামে পরিচিত আলফোঁস লা মার্তিন (Alphonse de Lamartine) দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র (French Second Republic) এর অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৮৪৮ সালে ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ফ্রান্সের ইতিহাসে প্রথম রাষ্ট্রপতিদের একজন ছিলেন। 


(x) কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল –

(a) 1842 খ্রিস্টাব্দে, (b) 1848 খ্রিস্টাব্দে, (c) 1850 খ্রিস্টাব্দে, (d) 1852 খ্রিস্টাব্দে

উত্তর : - (b) 1848 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ইস্তেহার বা কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রথম প্রকাশ হয় ফেব্রুয়ারি ২১, ১৮৪৮ সালে। জার্মান ভাষায় রচিত এই বইটির নাম ছিলো মানিফেস্ট ডেয়ার কোমুনিস্টেন (Manfest Der Kommunisten)। কার্ল মার্কস এবং ফ্রিডরিখ এঙ্গেলস এটি যৌথভাবে রচনা করেন।


(xi) কঙ্গো ফ্রি স্টেট গঠনের ক্ষেত্রে প্রধান উদ্যোগী দেশটি হল –

(a) ইংল্যান্ড, (b) হল্যান্ড, (c) বেলজিয়াম, (d) পোর্তুগাল

উত্তর : - (c) বেলজিয়াম কঙ্গো ফ্রি স্টেট গঠনের ক্ষেত্রে প্রধান উদ্যোগী দেশ ছিল বেলজিয়াম, এবং রাজা দ্বিতীয় লিওপোল্ড ছিলেন এর প্রধান উদ্যোক্তা ও ব্যক্তিগত মালিক। 


(xii) ‘ওয়েল্ট পলিটিক’ নীতি গ্রহণ করেছিলেন –

(a) অটোভন বিসমার্ক, (b) কাইজার দ্বিতীয় উইলিয়ম, (c) মেটারনিখ, (d) ক্যাভুর

উত্তর : -(b) কাইজার দ্বিতীয় উইলিয়ম  'ওয়েল্ট পলিটিক' (Weltpolitik) নীতি গ্রহণ করেছিলেন জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়াম (Kaiser Wilhelm II)। এই সাম্রাজ্যবাদী নীতিটি জার্মানিকে একটি বিশ্বশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে জার্মানি তার বৈদেশিক উপনিবেশ বৃদ্ধি করে, নৌবাহিনী শক্তিশালী করে এবং বিশ্ব বাণিজ্য সম্প্রসারণ করে। এই নীতিটি বিসমার্কের প্রতিরক্ষামূলক 'রিয়েলপলিটিক' নীতির একটি চূড়ান্ত পরিবর্তন ছিল। 


(xiii) তৃতীয় আন্তর্জাতিক বা কমিন্টার্ন মস্কোয় অনুষ্ঠিত হয় –

(a) 1917 খ্রিস্টাব্দে, (b) 1918 খ্রিস্টাব্দে, (c) 1920 খ্রিস্টাব্দে, (d) 1919 খ্রিস্টাব্দে

উত্তর : - (d) 1919 খ্রিস্টাব্দে 1919 সালের মার্চ মাসে কমিউনিস্ট বা তৃতীয় আন্তর্জাতিক ( কমিন্টার্ন ) সংগঠিত হয়েছিল। 


(xiv) ভাইমার প্রজাতন্ত্র গঠিত হয় কার নেতৃত্বে?

(a) ফ্রেডরিখ ইবার্ট, (b) স্ট্রেসেম্যান, (c) হিন্ডেনবুর্গ, (d) হিটলার

উত্তর : - (a) ফ্রেডরিখ ইবার্ট ভাইমার প্রজাতন্ত্র গঠিত হয়েছিল জার্মানির সমাজতান্ত্রিক নেতা ফ্রেডারিক ইবার্ট-এর নেতৃত্বে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর এবং কাইজার দ্বিতীয় উইলিয়াম হল্যান্ডে পলায়ন করার পর এই প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 


(xv) ইটালিতে মুসোলিনি যে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করেন তা হল –

(a) ধনতান্ত্রিক ব্যবস্থা, (b) গণতান্ত্রিক ব্যবস্থা, (c) নাৎসিবাদী ব্যবস্থা, (d) ফ্যাসিবাদী ব্যবস্থা

উত্তর : -(d) ফ্যাসিবাদী ব্যবস্থা ইতালিতে বেনিটো মুসোলিনি ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা (Fascist State) প্রতিষ্ঠা করেন। তিনি ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন এবং ১৯২৫ সালের মধ্যে একটি স্বৈরাচারী পুলিশ রাষ্ট্র গড়ে তোলেন, যা কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং মুসোলিনির ব্যক্তিগত ক্ষমতার উপর ভিত্তি করে ছিল।


(xvi) ‘আন্তর্জাতিক শান্তি কাপুরুষের স্বপ্ন’ উক্তিটি হল –

(a) লেনিনের, (b) হিটলারের, (c) মুসোলিনির, (d) নেপোলিয়নের

উত্তর : - (c) মুসোলিনির

'আন্তর্জাতিক শান্তি কাপুরুষের স্বপ্ন' – এই উক্তিটি ইতালীয় একনায়ক বেনিতো মুসোলিনি-এর। এটি তার সাম্রাজ্যবাদী দর্শনের অংশ ছিল, যেখানে তিনি মনে করতেন যে কেবলমাত্র শক্তিশালীরাই পৃথিবীতে বাঁচার অধিকারী এবং আন্তর্জাতিক শান্তি হলো দুর্বলদের জন্য একটি অবাস্তব আকাঙ্ক্ষা মাত্র। 


(xvii) পার্ল হারবারের ঘটনার সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন –

(a) রুজভেল্ট, (b) উড্রো উইলসন, (c) জর্জ ওয়াশিংটন, (d) এদের কেউই নন

উত্তর : - (a) রুজভেল্ট

পার্ল হারবারের ঘটনার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট. তিনি ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সালে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 


(xviii) দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল –

(a) 1943 খ্রিস্টাব্দের 6 সেপ্টেম্বর, (b) 1944 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর,

(c) 1945 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর, (d) 1945 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর

উত্তর : -(c) 1945 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর

 ১৯৪৫ সালের মে মাসে হিটলার আত্মহত্যা করলে জার্মানির পতন ঘটে।  তবে আনুষ্ঠানিকভাবে জার্মানি ৯ এপ্রিল সোভিয়েত জেনারেল জর্জ জোকভের নিকট আত্মসমর্পণ করে।    


(xix) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা –

(a) 10, (b) 15, (c) 2, (d) 51

উত্তর : - (a) 10


(xx) সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন –

(a) টি.ভি. লি, (b) উ থান্ট, (c) কোফি আন্নান, (d) পেরেজ দ্য কুয়েলার

উত্তর : - (a) টি.ভি. লি

সম্মিলিত জাতিপুঞ্জের (UNO) প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভে লি (Trygve Lie)। তিনি ছিলেন নরওয়ের একজন আইনজীবী ও রাজনীতিবিদ এবং ১৯৪৬ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।  


২. নিন্মলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দিতে হবে)  ১ x ১৬ = ১৬ 


২.১  নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি) (1×4=4)


(i) গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ কী?

উত্তর : - টিলসিটের চুক্তির পর প্রাশিয়ার অন্তর্ভুক্ত পোল্যান্ড নিয়ে নেপোলিয়ন গ্রান্ড ডাচি অব ওয়ারিশ গঠন করেন।এটি একটি ফরাসি ক্লায়েন্ট রাষ্ট্র যা ১৮০৭ থেকে ১৮১৫ সাল পর্যন্ত বিদ্যমান ছিল। 


(ii) কমিউনিস্ট ম্যানিফেস্টো কারা রচনা করেন?

উত্তর : - কার্ল মার্কস এবং ফ্রেডরিখ এঙ্গেলস দ্বারা লিখিত একটি রাজনৈতিক পুস্তিকা । এটি কমিউনিস্ট লীগ দ্বারা চালু করা হয়েছিল এবং 1848 সালে লন্ডনে প্রকাশিত হয়েছিল।


(iii) চিনের মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেন?

উত্তর : - মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন হে (John Hay) চিনের মুক্তদ্বার নীতি ঘোষণা করেন।


(iv) ইল-দুচে উপাধি কে গ্রহণ করেছিলেন?

উত্তর : - ইল-দুচে (Il Duce) উপাধিটি গ্রহণ করেছিলেন ইতালির ফ্যাসিবাদী নেতা বেনিতো মুসোলিনি (Benito Mussolini)। ১৯২৫ সালে স্বৈরশাসক হিসেবে ক্ষমতা দখলের পর তিনি এই উপাধি ধারণ করেন। 


(v) অপারেশন বারবারোসা কী?

উত্তর : - অপারেশন বারবারোসা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির সোভিয়েত ইউনিয়ন আক্রমণের সাংকেতিক নাম, যা ২২ জুন, ১৯৪১ তারিখে শুরু হয়। এই অভিযানের লক্ষ্য ছিল দ্রুত সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করা।


২.২ . ঠিক বা ভুল নির্ণয় করো (1×4=4)


(i) মস্কো অভিযানে শেষ পর্যন্ত নেপোলিয়ন জয়লাভ করেন।

উত্তর : - ভুল, মস্কো অভিযানে নেপোলিয়ন শেষ পর্যন্ত জয়লাভ করেননি; বরং এটি তাঁর জন্য একটি বিপর্যয় ছিল, যা তাঁর গ্র্যান্ড আর্মি-এর ধ্বংসের কারণ হয় এবং নেপোলিয়নীয় যুদ্ধের সমাপ্তিতে ভূমিকা রাখে।  

(ii) ক্রিমিয়ার যুদ্ধ ইউরোপের ইতিহাসে নিষ্ফলা যুদ্ধ নামে পরিচিত।

উত্তর : - ঠিক

(iii) 1929 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সমগ্র বিশ্বে মহামন্দা দেখা দিয়েছিল।

উত্তর : - ঠিক

(iv) কমিন্টার্ন বিরোধী চুক্তি হয়েছিল জার্মানি ও রাশিয়ার মধ্যে।

উত্তর : - ভুল , জার্মানি ও রাশিয়ার মধ্যে কোনো কমিন্টার্ন-বিরোধী চুক্তি হয়নি; বরং ১৯৩৬ সালে জার্মানি ও জাপানের মধ্যে প্রথম কমিন্টার্ন-বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়, যা পরে ইতালিসহ অন্যান্য দেশও সমর্থন করে। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিস্ট আন্তর্জাতিক (কমিন্টার্ন)-এর প্রভাব মোকাবেলা করা। 


২.৩ . ক স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও (1×4=4)


ক-স্তম্ভ                  খ-স্তম্ভ

(i) মন্তেস্কু – (a) ইতালীয় সেনাপতি 

(ii) রুশো – (b) জার্মান সেনাপতি 

(iii) রোমেল – (c) Social Contract

(iv) মার্শাল গ্রাৎসিয়ানী – (d) The Spirit of the Laws

উত্তর : - 

(i) মন্তেস্কু – (d) The Spirit of the Laws

(ii) রুশো – (c) Social Contract

(iii) রোমেল – (b) জার্মান সেনাপতি

(iv) মার্শাল গ্রাৎসিয়ানী – (a) ইতালীয় সেনাপতি


২.৪ . নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই লেখো : 1 x 4 = 4 


(i) বিবৃতি: বিপ্লবী ফরাসি জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে তার পতন ঘটায় —

(a) বাস্তিল দুর্গ স্বৈরাচারী রাজতন্ত্র ও অত্যাচারী শাসনের প্রতীক ছিল।

(b) বাস্তিল দুর্গ বুরবো রাজাদের রাজধানী ছিল।

(c) বাস্তিল দুর্গ যাজক ও অভিজাত সম্প্রদায়ের প্রধান কার্যালয় ছিল।

উত্তর : - (a) বাস্তিল দুর্গ স্বৈরাচারী রাজতন্ত্র ও অত্যাচারী শাসনের প্রতীক ছিল।


(ii) বিবৃতি: ফ্রান্সের রাজা দশম চার্লসের সঙ্গে উদারপন্থীদের সংঘাত দেখা দেয় —

(a) দশম চার্লস ফেব্রুয়ারি অর্ডিন্যান্স জারি করে উদারপন্থীদের দমনের নীতি নেন।

(b) দশম চার্লস ইংল্যান্ডের সাহায্যে উদারপন্থীদের উৎসাহ দেওয়ার নীতি নেন।

(c) দশম চার্লস রাজতন্ত্র, যাজকতন্ত্র ও অভিজাততন্ত্রের প্রাধান্য পুনঃপ্রতিষ্ঠার নীতি নেন।

উত্তর : - (c) দশম চার্লস রাজতন্ত্র, যাজকতন্ত্র ও অভিজাততন্ত্রের প্রাধান্য পুনঃপ্রতিষ্ঠার নীতি নেন।


(iii) বিবৃতি: 1882 খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি গঠিত হয় —

(a) বিসমার্ক এবং জোট রাজনীতির ফল ছিল এই চুক্তি।

(b) তিন সম্রাটের চুক্তি ছিল ত্রিশক্তি চুক্তির মূল ভিত্তি।

(c) ওয়েল্ট পলিটিক–এর প্রতিক্রিয়া রূপে গঠিত হয় “ত্রিশক্তি চুক্তি”।

উত্তর : - (a) বিসমার্ক এবং জোট রাজনীতির ফল ছিল এই চুক্তি।


(iv) বিবৃতি: তৃতীয় বিশ্বের দেশগুলি ছিল অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া —

(a) তৃতীয় বিশ্বের দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন ছিল।

(b) তৃতীয় বিশ্বের দেশগুলি ছিল এশিয়া, আফ্রিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ।

(c) তৃতীয় বিশ্বের দেশগুলি সোভিয়েত রাশিয়ার অধীন ছিল।

উত্তর : - (b) তৃতীয় বিশ্বের দেশগুলি ছিল এশিয়া, আফ্রিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ।


২.৫ প্রদত্ত মানচিত্রে নিন্মলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো :  1 x 4 = 4 

(i) মস্কো 

(ii) অস্ট্রিয়া 

(iii) ফ্রান্স 

(iv) বেলজিয়াম 



📚✨ Final Exam 2025 – Prepare Yourself!

ছাত্রছাত্রীরা! 😃 এখনই সংগ্রহ করে নাও আমাদের 4 Set প্রশ্নপত্র বা অধ্যায় ভিত্তিক সাজেশন 💥।

বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান 

সব প্রশ্নই নতুন সিলেবাস অনুযায়ী তৈরি, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে📝।


📱 সংগ্রহ করতে হলে Click করো: Click Here



বিভাগ - খ 

৩ ।  নীচের প্রশ্নগুলির দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো এগারোটি) (2×11=22)


১. প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান কাদের বলা হত?

উত্তর : - প্রাচীন রোমে ধনী, অভিজাত ও জন্মগতভাবে প্রভাবশালী নাগরিকদের বলা হত প্যাট্রিশিয়ান, আর সাধারণ, দরিদ্র ও শ্রমজীবী নাগরিকদের বলা হত প্লেবিয়ান।


২. ‘লাল সন্ত্রাস’ বলতে কী বোঝো?

উত্তর : - জ্যাকোবিন দলের পরিচালনায় এবং রোবসপিয়রের নেতৃত্বে 1793 খ্রিস্টাব্দের 2 জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27 জুলাই পর্যন্ত ফ্রান্সে যে নৃশংস সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল, তাকে ‘লাল সন্ত্রাস’ বলা হত। ফ্রান্সে সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে গেলেও রোবসপিয়র সন্ত্রাসের রাজত্ব চালিয়ে যান।


৩. ‘কনস্যুলেটের শাসন’ কী?

উত্তর : - কনসুলেট শাসন ব্যবস্থা নেপোলিয়ন বোনাপার্ট প্রবর্তন করেন, যিনি ১৭৯৯ সালে ডাইরেক্টরি শাসনকে উৎখাত করে ফ্রান্সে এই নতুন শাসন ব্যবস্থার সূচনা করেন এবং তিনি প্রথম কনসাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 


৪. ‘পোড়ামাটি’ নীতি কী?

উত্তর : - শত্রুপক্ষকে খাদ্য ও আশ্রয় থেকে বঞ্চিত করতে দেশের ভেতরে পশ্চাদপসরণের সময় সমস্ত ফসল, ঘরবাড়ি ও সম্পদ জ্বালিয়ে দেওয়ার যে সামরিক কৌশল, তাকে পোড়ামাটি নীতি বলে। (রাশিয়ায় নেপোলিয়নের বিরুদ্ধে ব্যবহৃত)।


৫. কার্লসবাড ডিক্রি কী?

উত্তর : - অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক ফরাসি বিপ্লব প্রসূত উদারনৈতিক ও প্রগতিশীল ভাবধারার অগ্রগতি রোধ করার জন্য সংবাদপত্র, সভাসমিতি, বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং বাকস্বাধীনতার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেয়। মূলত এই উদ্দেশ্যেই ১৮১৯ সালে জার্মানিতে তিনি যে কালোকানুন জারি করেছিলেন তা-ই কার্লসবাড ডিক্রি নামে পরিচিত।


৬. ‘রিসর্জিমেন্টো’ বলতে কী বোঝো?

উত্তর : - ‘রিসর্জিমেন্টো’ একটি ইতালীয় শব্দ। অর্থ রেনেসাঁস বা পুনর্জন্ম। উনিশ শতকে ঐক্যবদ্ধ ইতালি গঠনের আগে সেখানকার শাসক শ্রেণি হাজার হাজার মানুষকে বিভিন্ন অজুহাতে জেলে কিংবা নির্বাসনে পাঠাতো। এই ঘটনার বিরুদ্ধে ইতালির জনগণ একটি বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের কথা ভাবে। এই ভাবনা বা চেতনাকে ইতালির জনগণ পুনর্জন্ম বা ‘রিসর্জিমেন্টো’ বলে অভিহিত করেন। পিয়েডমন্ডের নাট্যকর ভিট্টোরিও আলফিয়েরি এই শব্দটি প্রথম ব্যবহার করেন ইতালির ঐক্য নিশ্চিত করতে জনগনের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার উদ্দেশ্যে নিয়ে।


৭. সুয়েজ খালের দুটি গুরুত্ব উল্লেখ করো।

উত্তর : -i. বিশ্ব বাণিজ্যের প্রধান পথ: সুয়েজ খাল মধ্যপ্রাচ্য এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাথে ইউরোপের সংযোগকারী একটি প্রধান জলপথ।

ii. বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট খাল: এটি পৃথিবীর বৃহত্তম মানবসৃষ্ট খালগুলির মধ্যে অন্যতম, যা মানুষের প্রকৌশল ও নির্মাণ ক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।


৮. ‘ট্রিপল আঁতাত’ কবে ও কাদের মধ্যে হয়েছিল?

উত্তর : - 'ট্রিপল আঁতাত' বলতে প্রথম বিশ্বযুদ্ধের আগের একটি জোটকে বোঝানো হয়, যা প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তির কেন্দ্র ছিল। এই জোটটি গঠিত হয়েছিল রাশিয়া, ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন-এর মধ্যে ১৯০৭ সালের মধ্যে।


৯. 1917 সালের রুশ বিপ্লবকে ‘নভেম্বর বিপ্লব’ ও ‘বলশেভিক বিপ্লব’ বলা হয় কেন?

উত্তর : - ১৯১৭ সালের রুশ বিপ্লবকে 'অক্টোবর বিপ্লব' বলা হয় কারণ এটি জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবর মাসে ঘটেছিল, কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বরে সংঘটিত হয়। 'বলশেভিক বিপ্লব' বলা হয় কারণ এই বিপ্লবে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি ক্ষমতা দখল করেছিল এবং জারবাদী শাসনের অবসান ঘটিয়ে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল।  


১০. ‘চোদ্দো দফা নীতি’ কে, কী উদ্দেশ্যে ঘোষণা করেন?

উত্তর : - আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসন মিত্রপক্ষ ও জার্মানির মধ্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য চোদ্দোটি শর্তযুক্ত এক ঘোষণা জারি করেন, যা 'চোদ্দোদফা শর্ত’ নামে পরিচিত । ১৯১৮ খ্রিস্টাব্দে এটি ঘোষণা হয়।


১১. ‘গণতন্ত্রের বিপর্যয়’ কোন সময়কে, কেন বলা হত?

উত্তর : - প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে যখন গণতান্ত্রিক সরকারগুলি ব্যর্থ হয় ও একনায়কতন্ত্র (যেমন মুসোলিনি, হিটলার) প্রতিষ্ঠা পায়, তখন 1920–30-এর দশককে ‘গণতন্ত্রের বিপর্যয়’ বলা হয়।


১২. তোষণনীতি বলতে কী বোঝো?

উত্তর : - পূর্ব ইউরোপের সোভিয়েত রাশিয়ার প্রভাবকে আটকাতে ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির হিটলারের আগ্রাসনের প্রতি কোনো বাধা না সৃষ্টি করে তার প্রতি আপসমূলক মনোভাব গ্রহণ করেছিল, তা তোষণ নীতি নামে পরিচিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন এবং ফরাসি প্রধানমন্ত্রী এডওয়ার্ড দালাদিয়ের ছিলেন এই নীতির প্রবক্তা।


১৩. আটলান্টিক সনদ (চার্টার) কী?

উত্তর : - আটলান্টিক সনদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল । যার নাম আটলান্টিক চার্টার বা আটলান্টিক সনদ । রুজভেল্ট ও চার্চিল নিউ ফাউন্ডল্যান্ডে দীর্ঘ আলাপ-আলােচনার শেষে আটলান্টিক মহাসাগরের বুকে ভাসমান যুদ্ধজাহাজ প্রিন্স অব ওয়েলস্ -এ মিলিত হয়ে এক শান্তি চুক্তিতে আবদ্ধ হন ( ১৯৪১ খ্রি. ৯ আগস্ট ) । ১৯৪২ খ্রিস্টাব্দের জানুয়ারিতে বিশ্বের আরও কয়েকটি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে ।


১৪. জাতিপুঞ্জের প্রথম ও বর্তমান মহাসচিবের নাম লেখো।

উত্তর : - জাতিপুঞ্জের প্রথম মহাসচিব: 

নাম: ট্রিগভি লি (Trygve Lie)

মেয়াদ: তিনি ১৯৪৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে ১৯৫২ সালের ১০ নভেম্বর পর্যন্ত এই পদে ছিলেন।

জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব: 

নাম: আন্তোনিও গুতেরেস (António Guterres)

মেয়াদ: তিনি ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন।



৪।  সাত-আটটি বাক্যে উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দাও) ৪ x ৬ = ২৪ 


উপবিভাগ  - ঘ.১ 

৪.১ ফ্রান্সে প্রথম বিপ্লব সংঘটিত হওয়ার কারণ কি ছিল ?

৪.২ বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। 


উপবিভাগ  - ঘ.২  

৪.৩ কোড নেপোলিয়নে কি কি ধারা রয়েছে ?

৪.৪ টীকা লেখো : কনকর্ডেট বা ধর্মমীমাংসা চুক্তি 


উপবিভাগ  - ঘ.৩  

৪.৫ মেটারনিখ সম্পর্কে কি জানো ?

৪.৬ টীকা লেখো : ইয়ং ইতালি 


উপবিভাগ  - ঘ.৪  

৪.৭ কোন কোন বৈজ্ঞানিক আবিষ্কার ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটাতে সহায়তা করেছিল ?

৪.৮ শিল্পবিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। 


উপবিভাগ  - ঘ.৫ 

৪.৯ প্যারিসের শান্তি সম্মেলনে স্বাক্ষরিত বিভিন্ন সন্ধিগুলির উল্লেখ করো। 

৪.১০ স্পেনের গৃহযুদ্ধকে 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া' বলা হয় কেন ?


উপবিভাগ  - ঘ.৬ 

৪.১১ হিরোশিমা- নাগাসাকি ঘটনা বলতে কি বোঝো ?

৪.১২ বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 


৫। পনেরো-ষোলোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের যথাযথ উত্তর দাও : ৮ x ১ = ৮ 

৫.১ প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি উল্লেখ করো। 

৫.২ 'মহাদেশীয় ব্যবস্থ্য' বলতে কি বোঝায় ? নেপোলিয়ানের পতনে এই ব্যবস্থ্য কতখানি দায়ী ছিল ?

৫.৩ ১৯২৯ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি কি ছিল ? এর প্রভাব বা ফলাফল কীরূপ ছিল ?

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)