পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর 2026
WBBSE Class 10 3rd Unit Test 2025 (Madhyamik Test 2025)
আপনি পাবেন মাধ্যমিক ভূগোল সাজেশন 2025, মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 PDF, CLASS 10 3RD UNIT TEST QUESTION PAPER 2025, Class 10 Geography Question 3rd Unit Test Exam 2025, Class 10 Geography 3rd Unit Test Question Paper 2025,Class 10 Geography 3rd Unit Test Question Paper 2025 PDF , দশম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর, Class 10 Geography 3rd Unit Test Question Paper PDF, Class 10 Geography 3rd Unit Test Question Paper 2025 – সব এক জায়গায়। এই প্ল্যাটফর্মে পরীক্ষার্থীরা সহজেই ২০২৫ সালের তৃতীয় ইউনিট টেস্টের জন্য ভূগোল বিষয়ের প্রশ্নপত্র, উত্তর ও সাজেশন সংগ্রহ করতে পারবেন যা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করবে।
Madhyamik Geography Suggestions Model Question Paper 2026
বিভাগ - 'ক'
১. বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ x ১৪ = ১৪
১.১ যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা ক্রমশ হ্রাস পায় —
(ক) অবরোহণ, (খ) আরোহণ, (গ) অবঘর্ষ, (ঘ) নগ্নীভবন।
উত্তর : - (ক) অবরোহণ
১.২ পর্বতগাত্র ও হিমবাহের মধ্যবর্তী ফাঁককে বলে —
(ক) ক্রেভাস, (খ) বার্গস্রুন্ড, (গ) স্নাউট, (ঘ) হিমদ্রোণী।
উত্তর : - (খ) বার্গস্রুন্ড
১.৩ বায়ুমণ্ডলের যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় —
(ক) ট্রপোস্ফিয়ার, (খ) স্ট্র্যাটোস্ফিয়ার, (গ) মেসোস্ফিয়ার, (ঘ) থার্মোস্ফিয়ার।
উত্তর : - (খ) স্ট্র্যাটোস্ফিয়ার
১.৪ যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যম ছাড়াই বায়ুমণ্ডলের মধ্যে সঞ্চালিত হয় তাকে বলে —
(ক) উত্তাপের ক্ষমতা, (খ) পরিচলন, (গ) বিকিরণ, (ঘ) অ্যাডভেকশন।
উত্তর : - (গ) বিকিরণ
১.৫ যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার পরিবর্তন হয় না —
(ক) ভূমধ্যসাগরীয়, (খ) তুন্দ্রা, (গ) নিরক্ষীয়, (ঘ) মরু।
উত্তর : - (গ) নিরক্ষীয়
১.৬ শীতল ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয় —
(ক) প্রশান্ত মহাসাগরে, (খ) ভারত মহাসাগরে, (গ) কুমেরু মহাসাগরে, (ঘ) আটলান্টিক মহাসাগরে।
উত্তর : - (ক) প্রশান্ত মহাসাগরে
১.৭ মরা কোটাল দেখা যায় যখন চন্দ্র ও সূর্য অবস্থান করে —
(ক) সমান্তরালে, (খ) 90° কোণে, (গ) 45° কোণে, (ঘ) কোনোটিই নয়।
উত্তর : - (খ) 90° কোণে
১.৮ বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল —
(ক) পূর্ণ ব্যবহার, (খ) পুনর্নবীকরণ, (গ) পরিমাণগত হ্রাস, (ঘ) এর সবগুলি প্রযোজ্য।
উত্তর : - (ঘ) এর সবগুলি প্রযোজ্য
১.৯ মহারাষ্ট্র উপকূল অঞ্চলকে —
(ক) মালাবার, (খ) করমণ্ডল, (গ) উত্তর সরকার, (ঘ) কোঙ্কন উপকূল বলে।
উত্তর : - (ঘ) কোঙ্কন উপকূল বলে।
১.১০ বহুসংখ্যক পলল ব্যজনী সংযুক্ত হয়ে সৃষ্টি হয় —
(ক) ভাবর, (খ) তরাই, (গ) ভুর, (ঘ) ডুয়ার্স।
উত্তর : - (ক) ভাবর
১.১১ উৎস স্থলে গঙ্গা নদীর নাম —
(ক) অলকানন্দা, (খ) মন্দাকিনী, (গ) ভাগীরথী, (ঘ) কোনোটিই নয়।
উত্তর : - (গ) ভাগীরথী
১.১২ অম্লবৃষ্টি সংগঠিত হয় —
(ক) শীতকালে, (খ) বর্ষায়, (গ) গ্রীষ্মকালে, (ঘ) শরৎকালে।
উত্তর : - (গ) গ্রীষ্মকালে
১.১৩ জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য —
(ক) মহারাষ্ট্র, (খ) বিহার, (গ) উত্তর প্রদেশ, (ঘ) পশ্চিমবঙ্গ।
উত্তর : - (ক) মহারাষ্ট্র
১.১৪ উপগ্রহ মানচিত্র প্রস্তুতকারী সংস্থা —
(ক) ভারতীয় জরিপ বিভাগ (SOI),
(খ) ন্যাশানাল অ্যাটলাস থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন (NATMO),
(গ) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO),
(ঘ) NASA
উত্তর : - (খ) ন্যাশানাল অ্যাটলাস থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন (NATMO)
বিভাগ – খ
২।
২.১ নীচের বাক্যগুলির শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি) : ১ x ৬ = ৬
২.১.১ সুপেয় জলের প্রধান উৎসস্থল হিমবাহ।
উত্তর : - শু
২.১.২ মিথেন একটি গ্রীন হাউস গ্যাস।
উত্তর : - শু
২.১.৩ পর্বতের প্রতিবাত ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল।
উত্তর : - অ
২.১.৪ কম্পোস্ট সার ল্যান্ডফিলিং-এ সৃষ্টি হয়।
উত্তর : -শু
২.১.৫ দক্ষিণ ভারতের নদনদীগুলি অধিক বন্যাপ্রবণ।
উত্তর : - অ
২.১.৬ আউশ ধান জায়িদ শস্য।
উত্তর : - শু
২.১.৭ জিওস্টেশনারি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর ন্যায় আবর্তন করে।
উত্তর : - শু
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) : ১ x ৬ = ৬
২.২.১ বার্থান বালিয়াড়ির প্রতিবাত পার্শ্ব ……… ঢাল যুক্ত হয়।
উত্তর : - উত্তল
২.২.২ ট্রপোস্ফিয়ার স্তরে তাপ হ্রাসের স্বাভাবিক হার হয় ……… °C প্রতি ১০০০ মিটার উচ্চতায়।
উত্তর : - ৬.৫
২.২.৩ ……… জলবায়ু অঞ্চলে শীতকালে অধিক বৃষ্টি হয়।
উত্তর : - ভূমধ্যসাগরীয়
২.২.৪ ইউরোপ উপকূল শীতকালে বরফমুক্ত ……… সমুদ্র স্রোতের প্রভাবে।
উত্তর : - উষ্ণ-আটলান্টিক স্রোত
২.২.৫ _________ভারতের বৃহত্তম রাজ্য।
উত্তর : - রাজস্থান
২.২.৬ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কন্যাকুমারী থেকে ……… পর্যন্ত বিস্তৃত।
উত্তর : - বারাণসী
২.২.৭ টপো মানচিত্রে নিত্যবহ নদী ……… রঙের হয়।
উত্তর : - নীল
২.৩ দু-একটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) : ১ x ৬ = ৬
২.৩.১ কোন অঞ্চলে বায়ুর কার্য সর্বাধিক হয়?
উত্তর : - মরু
২.৩.২ বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উষ্ণ হয়?
উত্তর : -বিকিরণ
২.৩.৩ বায়ুর চাপ পরিমাপক যন্ত্রটির নাম কী?
উত্তর : - ফর্টিন ব্যারোমিটার
২.৩.৪ কোন তিথিতে জোয়ারের তীব্রতা সর্বাধিক হয়?
উত্তর : - অমাবস্যা
২.৩.৫ পশ্চিম ঘাট পর্বতমালায় অবস্থিত নাসিকের কাছের গিরিপথের নাম কী?
উত্তর : - থলঘাট
২.৩.৬ ভারতের কাশী কোন শহরকে বলা হয়?
উত্তর : - মাদুরাই
২.৩.৭ ISRO এর সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর : - বেঙ্গালুরু
২.৩.৮ ভারতের বৃহত্তম ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরটি কোন শহরে অবস্থিত?
উত্তর : - ইন্দিরা গান্ধী
২.৪ বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো : ১ x ৪ = ৪
বামদিক ডানদিক
২.৪.১ শান্তমণ্ডল ১. বিশাখাপত্তনম
২.৪.২ কার্পাস গবেষণাগার ২. মরু অঞ্চলে
২.৪.৩ বৃহৎ জাহাজ নির্মাণ শিল্প ৩. স্ট্যাটোস্ফিয়ার
২.৪.৪ সিরোজেম মাটি ৪. নাগপুর
উত্তর : -
২.৪.১ শান্তমণ্ডল ৩. স্ট্যাটোস্ফিয়ার
২.৪.২ কার্পাস গবেষণাগার ৪. নাগপুর
২.৪.৩ বৃহৎ জাহাজ নির্মাণ শিল্প ১. বিশাখাপত্তনম
২.৪.৪ সিরোজেম মাটি ২. মরু অঞ্চলে
বিভাগ – গ
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো ছয়টি) : ২ x ৬ = ১২
৩.১ পর্যায়নের সংজ্ঞা দাও।
অথবা, লোয়েস সমভূমি কাকে বলে ?
৩.২ সমুদ্রস্রোতের সংজ্ঞা দাও।
অথবা,আপেক্ষিক আর্দ্রতা কী ?
৩.৩ ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো।
অথবা, ভারতের প্রধান অভ্যন্তরীন জলপথের যুক্তকারী কেন্দ্রদুটির নাম লেখো।
৩.৪ মিলিয়ন শিট বলতে কী বোঝো ?
অথবা, পশ্চিমি ঝঞ্ঝার সংজ্ঞা দাও।
৩.৫ পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝো ?
অথবা, তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো ?
৩.৬ কম্পোস্টিং বলতে কী বোঝো ?
অথবা, ভগ্নাংশ - সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো।
📚 দশম শ্রেণী – Madhyamik Test + Final Suggestions 2026
✨ সব বিষয়ের 4টি করে সেট প্রশ্নপত্র + উত্তরপত্র
⬇️ এখনই সংগ্রহ করুন : - Get Now
বিভাগ – ঘ
৪. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ৩ x ৪ = ১২
৪.১ নদীর মোহনায় ব-দ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো।
অথবা, নদীর ক্ষয় কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো।
৪.২ বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যেকোনো তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।
অথবা, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী ?
৪.৩ সামাজিক বনসৃজন ও কৃষি বন সৃজনের মধ্যে পার্থক্য লেখো।
অথবা, ভারতের অর্থনীতিতে পরিবহনের ভূমিকা লেখো।
৪.৪ উপগ্রহ চিত্রের গুরুত্ব ও ব্যবহার আলোচনা করো।
অথবা, ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো।
বিভাগ – ঙ
৫.১ যে কোনো দু’টি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০
৫.১.১ হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও।
৫.১.২ বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো।
৫.১.৩ সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো।
৫.১.৪ গ্রিনহাউস গ্যাসের প্রভাবগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
৫.২ যে কোনো দু’টি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০
৫.২.১ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো।
৫.২.২ পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের ৫ টি কারণ আলোচনা করো।
৫.২.৩ ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো।
৫.২.৪ ভারতে জনসংখ্যা বন্টনের পাঁচটি কারণ লেখো ?
৬. ভারতের প্রদত্ত রেখা-মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীকসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও : ১ × ১০ = ১০
৬.১ আরাবল্লি পর্বত
৬.২চিল্কা হ্রদ
৬.৩ একটি অতি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল
৬.৪ কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল
৬.৫ ভারতের প্রধান চা উৎপাদক অনল
৬.৬ ভারতের প্রধান প্রশাসনিক শহর
৬.৭ বন্দরভিত্তিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র
৬.৮ ভারতের ডেট্রয়েট
৬.৯ পূর্ব ভারতের বৃহত্তম মহানগর
৬.১০ নর্মদা নদী
Enter Your Comment