সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্নপত্র ও উত্তর PDF। West Bengal Class 7 History 3rd Unit Test

0

West Bengal Class 7 History 3rd Unit Test 2025 

সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্নপত্র ও উত্তর PDF। West Bengal Class 7 History 3rd Unit Test


আপনি কি খুঁজছেন Class 7 History 3rd Unit Test Question 2025 বা সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্নপত্র? এখানে আপনি সহজেই Class 7 Third Unit Test History Question Answer পেতে পারেন। আমরা আপনাকে সরাসরি West Bengal Class 7 History 3rd Unit Test Question এবং উত্তরসহ Class 7 history 3rd unit test 2025 সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দিচ্ছি। এই পৃষ্ঠায় আপনি সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর, West Bengal Class 7 History 3rd Unit Test Question PDF, এবং ক্লাস 7 ইতিহাস 3য় ইউনিট পরীক্ষার প্রশ্নপত্র 2025 ডাউনলোড করতে পারবেন। এছাড়াও, আপনি পাবেন Class 7 third unit test history question answer PDF download এবং সপ্তম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর সহ বিস্তারিত নির্দেশিকা। তাই, West Bengal Class 7 History 3rd Unit Test Question 2025 অনুসন্ধান করে সহজে প্রস্তুতি নিন এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করুন।


WEST BENGAL BOARD QUESTION PAPERS | সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য Wbbse class 7 question paper final exam pdf download সহজলভ্য করা হয়েছে। এই পৃষ্ঠায় আপনি পাবেন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন Class 7 History Question Paper with Answers, যা সহায়ক হবে পরীক্ষার প্রস্তুতির জন্য। পশ্চিমবঙ্গ বোর্ড মধ্য শিক্ষা পর্ষদ সপ্তম শ্রেণী প্রশ্নপত্র এবং WBBSE সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ও উত্তর এখানে পাওয়া যাবে। এছাড়াও, শিক্ষার্থীরা Wbbse class 7 question paper final exam term 3 ডাউনলোড করতে পারবে এবং প্রস্তুতি নিতে পারবে। এই রিসোর্সটি West Bengal Board Class 7 Sample Papers, Class 7 Science Final exam question paper 2025, এবং History Question Paper Class 7 সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষা কভারেজও প্রদান করে। এতে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে পারবে এবং ভালো ফলাফল অর্জন করতে পারবে।


WBBSE Class 7 History Third Unit Test Question Paper with Answers


১. সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো: ১ × ১০ = ১০

i) সুহারাবর্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা - (শামসউদ্দিন / আজমশাহ / বদরউদ্দিন)

উত্তর : - শামসউদ্দিন

ii) আলাইদরওয়াজা -আমলে তৈরি হয়। (আকবর / আলাউদ্দিন খলজি / কুতুবউদ্দিন)

উত্তর : - আলাউদ্দিন খলজি

iii) যুদ্ধপটু মারাঠাদের বাস ছিল (কোঙ্কন / বিজাপুর / মাওয়াল) অঞ্চলে

উত্তর : - মাওয়াল

iv) মারওয়াড়ের রাজধানী ছিল (গুজরাট / যোধপুর / মনিপুর)

উত্তর : - যোধপুর

v) বাবর -খ্রিস্টাব্দে পাদশাহ উপাধি নেন। (১৫০৭ / ১৫২৬ / ১৫১৪)

উত্তর : - ১৫২৬

vi) ...............খ্রিস্টাব্দে আমস্টারডামে তৈরি হয়েছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। (১৬০৭ / ১৬০ / ১৫২৮)

উত্তর : - ১৬০

vii) মুঘল রাজসভায় আসা প্রথম ইংরেজ দূত ছিলেন - (আবুল ফজল / টমাস রো / প্রথম জেমস)

উত্তর : - টমাস রো

viii) কুমিল পোশাক তৈরি করেছিলেন - (ভাগ্যচন্দ্র / শাহাজাহান / মানসিং)

উত্তর : - ভাগ্যচন্দ্র

ix) রামায়ন বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন (কাশীরাম দাস / কৃত্তিবাস ওঝা / মালাধর বসু)

উত্তর : - কৃত্তিবাস ওঝা

x) ঘর্ঘরার যুদ্ধ হয় খ্রিস্টাব্দে। (১৫২৭ / ১৫২০ / ১৫২৯)

উত্তর : - ১৫২৯


২। 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মিলিয়ে লেখো:   ১ x ৫ = ৫ 

ক-স্তম্ভ         খ-স্তম্ভ

i) সিরি     ক) পৃথ্বীরাজ

ii) তুঘলকাবাদ    খ) আলাউদ্দিন খলজি

iii) কিলারাই পিথোরা     গ) গিয়াসউদ্দিন তুঘলক

iv) তানসেন     ঘ) সবক-ই-হিন্দ

v) আমির খসরু    ঙ) দীপক

উত্তর : - 

সিরি: পৃথ্বীরাজের রাজধানী

তুঘলকাবাদ: তুঘলক শাসনের রাজধানী

কিলারাই পিথোরা: আলাউদ্দিন খলজির সময়ের দুর্গ

তানসেন: সবক-ই-হিন্দের সঙ্গীতজ্ঞ

আমির খসরু: দীপক (কবিতার আলো)


৩। নীচের বিষয়গুলির মধ্যে অমিল বিষয়টি চিহ্নিত করো: ১ x ৫ = ৫ 

৩.১ চিতোর, পাঞ্জাব, বাংলা, গুজরাট

উত্তর : - চিতোর (অন্যান্যগুলো রাজ্য/প্রদেশ, চিতোর কেল্লা/নগর)

৩.২ কবীর, মীরাবাঈ, কুতুবউদ্দিন, নানক

উত্তর : - কুতুবউদ্দিন (অন্যান্যরা ভক্তি সাধক, কুতুবউদ্দিন - দিল্লি সুলতান)

৩.৩ চাঁদরায়, ইশাখান, প্রতাপাদিত্য, শঙ্করদেব

উত্তর : - শঙ্করদেব (অন্যান্যরা রাজা/নবাব, শঙ্করদেব ধর্মীয় নেতা/ভক্তি প্রচারক)

৩.৪ কলকাতা, সুরাট, মুসলিপটনম, হুগলি

উত্তর : - কলকাতা (বাকি সব বন্দর বা বাণিজ্যিক শহর)

৩.৫ জম্মু, সরাফ, কাশ্মীর, কাংড়া

উত্তর : - সরাফ (অন্যান্য সব অঞ্চল/প্রদেশ, সরাফ কোনো জায়গার নাম নয়)


৪। দু-এক কথায় উত্তর দাও:   ১ x ১০ = ১০ 

৪.১ সুলতান সলিম কাকে বলা হত?

উত্তর : - জাহাঙ্গীর (মুঘল সম্রাট সলিমের উপাধি)

৪.২ কার আমলে দিল্লি তৈরি হয়েছিল?

উত্তর : - কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লি তৈরী হয়েছিল রাজপুত শাসকদের শহর কিলা রাই পিথোরাকে কেন্দ্র করে। একেই প্রথম দিল্লি বা কুতুব দিল্লি বলা হয়।

৪.৩ তঙ্কা কী?

উত্তর : - রূপার কয়েন বা পয়সা। প্রথম শামসদ্দিন ইলতুৎমিশ তঙ্কার প্রচলন করেন। 

৪.৪ দিনেমার কী?

উত্তর : - ডেনমার্কের অধিবাসীরা দিনেমার নাম পরিচিত। 

৪.৫ হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল?

উত্তর : - হলদিঘাটের যুদ্ধ ১৫৭৬ সালের ১৮ জুন মেওয়ারের রাজা মহারানা প্রতাপের বাহিনী এবং মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মান সিংয়ের নেতৃত্বাধীন মুঘল বাহিনীর মধ্যে সংঘটিত হয়েছিল।

৪.৬ ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : - ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন খাজা মঈনুদ্দিন চিশতী (Mu'in al-Din Chishti), যিনি ১২ শতকের শেষ দিকে ভারতে আসেন এবং ইসলামের প্রচার করেন। 

৪.৭ ওয়াতন কী?

উত্তর : - 'ওয়াতন' মানে হলো নিজের জন্মভূমি, ভিটে বা এলাকা।

৪.৮ ভারতের সংবিধানের রূপকার কে ছিলেন?

উত্তর : - ডঃ বি. আর. আম্বেদকর


📚✨ Final Exam 2025 – Prepare Yourself!

ছাত্রছাত্রীরা! 😃 এখনই সংগ্রহ করে নাও আমাদের 4 Set প্রশ্নপত্র বা অধ্যায় ভিত্তিক সাজেশন 💥।

বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান 

সব প্রশ্নই নতুন সিলেবাস অনুযায়ী তৈরি, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে📝।


📱 সংগ্রহ করতে হলে Click করো: Click Here


৪.৯ স্বায়ত্ত শাসন কাকে বলে?

উত্তর : - স্বায়ত্তশাসন হলো সংবিধান স্বীকৃত উপায়ে প্রদেশে 'স' শাসন প্রতিষ্ঠা করা। অর্থাৎ সংবিধানের আওতাধীন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকে প্রাদেশিক সরকার পরিচালনা করাকে স্বায়ত্তশাসন বলা হয়।

৪.১০ জাবতি কী?

উত্তর : - জাবতি হলো মুঘল সম্রাট আকবরের (১৫৮০ সাল) চালু করা একটি ভূমি রাজস্ব ব্যবস্থা, যা রাজা টোডর মল দ্বারা প্রবর্তিত হয়েছিল।


৫। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও: (যে কোন পাঁচটি) ৩×৫ = ১৫

ক) বনিক সম্রাট কাকে বলে?

খ) বারো ভুঁইয়া কী? এদের মধ্যে কারা উল্লেখযোগ্য ছিলেন?

গ) টোডরমল বন্দোবস্ত কাকে বলে?

ঘ) সুফিদের জনপ্রিয়তা কীভাবে হয়েছিল?

ঙ) দীন-ই-ইলাহি শপথ গ্রহণ অনুষ্ঠান কীরুপ ছিল?

চ) মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানের ভূমিকা কী ছিল?


৬। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (যে কোন পাঁচটি) ৫ x ৫ = ২৫ 

৬.১ চৈতন্যদেবের ভক্তি প্রচার এবং প্রসারের পরিকল্পিত কাঠামোটি বর্ণনা কর।

৬.২ মুঘলদের মেওয়াড় অভিযান সম্পর্কে লেখ।

৬.৩ মধ্যযুগে ভারতে ফারসি ভাষা ও সাহিত্যের জনপ্রিয়তা কীভাবে হয়েছিল

তা বর্ণনা কর।

৬.৪. শিবাজী ও মুঘলদের মধ্যে দ্বন্দ্বের কারণগুলি ব্যাখ্যা কর।

৬.৫ দাক্ষিণাত্য ক্ষত মুঘলদের ওপর কী প্রভাব ফেলেছিল?

৬.৬ পৌর প্রতিনিধি ও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী? ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল?





Extra Questions Very Very Important : - 

1/2 Marks Questions : - 

1. চর্যাপদ কে আবিষ্কার করেন?
Ans : - চর্যাপদ আবিষ্কার করেন ডঃ হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের রয়্যাল লাইব্রেরি থেকে 1907 খ্রিস্টাব্দে। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতর রচনা এটি ।

2. জিজিয়া কর বলতে কী বোঝায়?
Ans : - ইসলামী আইন দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্রের অমুসলিম প্রজাদের উপর আরোপিত এক ধরনের কর ।

3. কবে এবং কাদের মধ্যে পুরন্দরের সন্ধি সংঘটিত হয়েছিল?
Ans : - ১৬৬৫ সালের পুরন্দরের সন্ধি (Treaty of Purandar) মুঘল সেনাপতি মির্জা রাজা জয় সিং এবং মারাঠা নেতা ছত্রপতি শিবাজী মহারাজের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই সন্ধি অনুসারে, শিবাজী তার বেশ কয়েকটি দুর্গ মুঘলদের হাতে তুলে দেন এবং মুঘলদের প্রতি আনুগত্য স্বীকার করেন।

4. “কিতাব – অল হিন্দ” কার লেখা এবং কোন কোন বিষয়ে লেখকের পান্ডিত্য ছিল?
Ans : - 'কিতাবুল হিন্দ' লিখেছেন বিখ্যাত ইরানি পণ্ডিত আল-বিরুনি। তিনি ভারতীয়দের ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি, সামাজিক সংগঠন, বিজ্ঞান এবং বুদ্ধিবৃত্তিক দিকগুলির উপর অগাধ পান্ডিত্য অর্জন করেন। এই বইটিকে ধর্মের ইতিহাসের প্রথম উদ্দেশ্যমূলক বই হিসেবে বর্ণনা করা হয় এবং এটি আল-বিরুনীর ভারত ও এর ব্রাহ্মণ্য ঐতিহ্য নিয়ে করা অধ্যয়নের ওপর ভিত্তি করে লেখা। 


3 Marks : - 

1. বাবরের পার্থনা (টাকা) সম্পর্কে লিখ।
2. দাক্ষিণাত্য ক্ষত সম্পর্কে বিশ্লেষণ দাও।
3. শ্রীচৈতন্যের আহার এবং জীবনধারার সম্পর্কে আলোচনা করো।
4. রাজা লক্ষ্মণ সেনের রাজসভায় সাহিত্যচর্চার পরিচয় দাও।

5 Marks : - 

1. ভক্তিবাদ সম্পর্কে আলোচনা করো। 
2. পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। 
3. হলদিঘাটের যুদ্ধের বিবরণ দাও।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)