West Bengal Board Class 10 Life Science Suggestions Question Paper 2026
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2026 PDF – Class 10 Life Science Madhyamik Suggestion 2026 MCQ
ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা এখানে প্রকাশ করছি Madhyamik Life Science Suggestion 2026, Class 10 life science madhyamik suggestion 2026 pdf, Class 10 Life Science Madhyamik test exam Question Paper, Class 10 life science madhyamik suggestion 2026 mcq, Class 10 life science madhyamik suggestion 2026 english, মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2026 pdf, Life Sciences Question Paper 2026 with Answers, Class 10 জীবন বিজ্ঞান সাজেশন 2025, এবং Madhyamik life science suggestion 2025 pdf download। এই সমস্ত সাজেশন ও প্রশ্নপত্রের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হবে আরও শক্তিশালী এবং পরীক্ষার্থীরা সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, MCQ ও উত্তরসহ সাজেশন একসাথে পাবে।
WBBSE Class 10 Test & Madhyamik Exam 2026 Suggestions
বিভাগ – ক
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক) (১ × ১৫ = ১৫)
১.১ হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত দুটি হরমোন হল– (ক) ACTH, TSH (খ) অক্সিটোসিন, ভেসোপ্রেসিন (গ) ইনসুলিন, থাইরক্সিন (ঘ) ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন
উত্তর : - (খ) অক্সিটোসিন, ভেসোপ্রেসিন
১.২ কাছের বস্তু দেখার ক্ষেত্রে– (ক) লেন্স স্থূল হয় এবং লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায় (খ) লেন্স সরু হয় এবং লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে (গ) লেন্স স্থূল হয় এবং লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে (ঘ) লেন্স সরু হয় এবং লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায়
উত্তর : - ক) লেন্স স্থূল হয় এবং লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায়
১.৩ নীচের কোন পেশির ক্রিয়ায় পায়ের নিম্নাংশ সামনের দিকে এগিয়ে যায়? (ক) পাইরিফরমিস (খ) ট্রাইসেপস (গ) গ্লুটিয়াস ম্যাক্সিমাস (ঘ) বাইসেপস
উত্তর : - (গ) গ্লুটিয়াস ম্যাক্সিমাস
১.৪ সেন্ট্রোমিয়ারের অবস্থান ক্রোমোজোমের একেবারে প্রান্তে হলে সেই ক্রোমোজোমকে বলা হয়– (ক) টেলোসেন্ট্রিক (খ) অ্যাক্রোসেন্ট্রিক (গ) সাবমেটাসেন্ট্রিক (ঘ) মেটাসেন্ট্রিক
উত্তর : - (ক) টেলোসেন্ট্রিক
১.৫ নীচের কোনটি মিয়োসিস কোশবিভাজনের সংঘটন স্থল নয়? (ক) জনন মাতৃকোশ (খ) উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ভাজক কলা (গ) রেণু মাতৃকোশ (ঘ) কিছু নিম্নশ্রেণির উদ্ভিদের জাইগোট
উত্তর : - (খ) উদ্ভিদের বর্ধনশীল অংগের ভাজক কলা
১.৬ নীচের কোন জীবটি রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে না? (ক) ক্ল্যামাইডোমোনাস (খ) প্ল্যানেরিয়া (গ) পোগোনেটাম (ঘ) ড্রায়পটেরিস
উত্তর : - (খ) প্ল্যানেরিয়া
১.৭ দু’টি সংকর দীর্ঘ মটরগাছের মধ্যে সংকরায়ণ ঘটালে F₁ জনুতে কত ভাগ দীর্ঘ ও খর্ব উদ্ভিদ পাওয়া যাবে? (ক) 50% দীর্ঘ ও 50% খর্ব (খ) 25% দীর্ঘ ও 75% খর্ব (গ) 75% দীর্ঘ ও 25% খর্ব (ঘ) 100% দীর্ঘ
উত্তর : - (গ) 75% দীর্ঘ ও 25% খর্ব
১.৮ একটি সংকর কালো (Bb) ও একটি সাদা (bb) গিনিপিগের মধ্যে সংকরায়ণে উৎপন্ন গিনিপিগগুলো হবে— (ক) 100% কালো (খ) 50% কালো ও 50% সাদা (গ) 75% কালো ও 25% সাদা (ঘ) 25% কালো ও 75% সাদা
উত্তর : - (খ) 50% কালো ও 50% সাদা
১.৯ একজন বর্ণান্ধ মাতা ও স্বাভাবিক পিতার ছেলে-মেয়েরা– (ক) সকলেই বর্ণান্ধ হবে (খ) সকল পুত্র সন্তান বর্ণান্ধ হবে (গ) সকল কন্যাসন্তান বর্ণান্ধ হবে (ঘ) কেউ বর্ণান্ধ হবে না
উত্তর : - (খ) সকল পুত্র সন্তান বর্ণান্ধ হবে
১.১০ রাসায়নিক অভিব্যক্তি ঘটার সময় প্রাথমিকভাবে উৎপন্ন মূল যৌগ দু’টি হল— (ক) হাইড্রোসায়ানিক অ্যাসিড (HCN) ও ফরম্যালডিহাইড (HCHO) (খ) গ্লাইসিন ও DNA (গ) অ্যাডেনিন ও রাইবোজ শর্করা (ঘ) DNA ও RNA
উত্তর : - (ক) হাইড্রোসায়ানিক অ্যাসিড (HCN) ও ফরম্যালডিহাইড (HCHO)
১.১১ উটের RBC এর আকার হল– (ক) দ্বি-অবতল (খ) দ্বি-উত্তল (গ) গোলাকার (ঘ) ডিম্বাকার
উত্তর : - (ঘ) ডিম্বাকার
১.১২ আধুনিক ঘোড়া ইক্যুয়াসের উচ্চতা হল– (ক) 74 ইঞ্চি (খ) 60 ইঞ্চি (গ) 80 ইঞ্চি (ঘ) 110 ইঞ্চি
উত্তর : - (খ) 60 ইঞ্চি
১.১৩ নীচের কোনটি হাঁপানি রোগের কারণ নয়? (ক) বিভিন্ন উদ্ভিদের পরাগরেণু (খ) রাইনোভাইরাস (গ) গন্ধযুক্ত উদ্বায়ী জৈব পদার্থ (ঘ) তেজস্ক্রিয় পদার্থ
উত্তর : - (ঘ) তেজস্ক্রিয় পদার্থ
১.১৪ জমির ব্যবহার রীতির পরিবর্তনের ফলে বাসস্থান ধ্বংস – এর সংগে নীচের কোন প্রজাতির বিপন্নতা সম্পর্কযুক্ত? (ক) মেরুভল্লুক (খ) মৌরলা (গ) রয়্যাল বেঙ্গল টাইগার (ঘ) শুশুক
উত্তর : - (গ) রয়্যাল বেঙ্গল টাইগার
১.১৫ নীচের কোনটি জাতীয় উদ্যান নয়? (ক) নীলগিরি (খ) কানহা (গ) গরুমারা (ঘ) কাজিরাঙা
উত্তর : - (ক) নীলগিরি
বিভাগ – খ
২. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো : 1 x 21 = 21
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে-কোনো পাঁচটি): 1 x 5 = 5
২.১ সংশ্লেষিত উদ্ভিদ হরমোন প্রয়োগ করে অপরিণত ________ রোধ করা যায়।
উত্তর : - ফলমোচন
২.২ মিয়োসিসের দ্বিতীয় বিভাজন, ________এর ন্যায়।
উত্তর : - মাইটোসিস
২.৩ মটরগাছের সংকরগুলো, ________ হওয়ায় মেন্ডেলের পরীক্ষা করা সহজ হয়েছিল।
উত্তর : - উর্বর
২.৪ অনুকূল ________ যুক্ত জীবেরা পরিবেশের সংগে অভিযোজিত হয়ে জীবন সংগ্রামে জয়ী হয়।
উত্তর : - প্রকরণ
২.৫ ________ এর ফলে জলের মধ্যে জীবের অক্সিজেনের চাহিদা বাড়ে।
উত্তর : - ইউট্রফিকেশন
২.৬ ওরাংওটাং ________ হট স্পটের একটি বিপন্ন জীব।
উত্তর : - সুন্দ্যলান্ড
নীচের বাক্যগুলো ‘সত্য’ অথবা ‘মিথ্যা’ নিরূপণ করো (যে-কোনো পাঁচটি): 1 x 5 = 5
২.৭ দ্বিনেত্র দৃষ্টিতে কোনো বস্তুর দূরত্ব সঠিকভাবে নির্ণয় করা যায়।
উত্তর : - সত্য
২.৮ ইউক্রোমাটিন সর্বদাই কুণ্ডলিত থাকে এবং গাঢ় রং নেয়।
উত্তর : - মিথ্যা
২.৯ একটি জিনের দু’টি অ্যালিল বা বহু অ্যালিলও থাকতে পারে।
উত্তর : - সত্য
২.১০ অত্যধিক জন্মহার ল্যামার্কের মতবাদের অন্যতম প্রধান একটি সূত্র।
উত্তর : - মিথ্যা
২.১১ CO₂ ও CH₄ ছাড়া অপর একটি গ্রিন হাউস গ্যাস হল N₂O।
উত্তর : - সত্য
২.১২ সংজ্ঞাবহ নিউরোন স্নায়ুকেন্দ্র থেকে আবেগ কারক অংশে প্রেরণ করে।
উত্তর : - মিথ্যা
‘A’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো (যে-কোনো পাঁচটি): 1 x 5 = 5
‘A’ স্তম্ভ ‘B’ স্তম্ভ
২.১৩ খাদ্যের স্বাদে লালাক্ষরণ - (ক) সেন্ট্রোমিয়ারের বিভাজন ও অপত্য ক্রোমোজোম গঠন
২.১৪ ইমাসকুলেশন - (খ) বায়োম্যাগনিফিকেশন
২.১৫ সমবৃত্তি অঙ্গ - (গ) উভলিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ
২.১৬ অভঙ্গুর কীটনাশক - (ঘ) সহজাত প্রতিবর্ত ক্রিয়া
২.১৭ অ্যানাফেজ দশা - (ঙ) অপসারী বিবর্তন
২.১৮ S দশা - (চ) DNA এর সংশ্লেষ ও ক্রোমোজোমের দ্বিককরণ
- (ছ) বেমতর বিলুপ্তি
উত্তর : -
২.১৩ - ঘ
২.১৪ - গ
২.১৫ - ঙ
২.১৬ - খ
২.১৭ - ক
২.১৮ - চ
📚 দশম শ্রেণী – Madhyamik Test + Final Suggestions 2026
✨ সব বিষয়ের 4টি করে সেট প্রশ্নপত্র + উত্তরপত্র
⬇️ এখনই সংগ্রহ করুন : - Get Now
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ছয়টি): 1 x 6 = 6
২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো।
অপটিক স্নায়ু, হাইপোগ্লোসাল স্নায়ু, টুকলিয়ার স্নায়ু, অ্যাবডুসেন্স স্নায়ু।
উত্তর : - অপটিক স্নায়ু
২.২০ নিউরোনের কোন অংশগুলো মিলিত হয়ে স্নায়ুগ্রন্থি গঠন করে।
উত্তর : - কোষদেহ
২.২১ নীচের প্রথম শব্দজোড়টির সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দ জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
44 AA + XX ডিপ্লয়েড : 22A + Y = ________
উত্তর : - হ্যাপ্লয়েড
২.২২ YYrr ও Yyrr জিনোটাইপের ফিনোটাইপিক প্রকাশ কী।
উত্তর : - হলুদ ও কুঞ্চিত বীজযুক্ত মটরগাছ
২.২৩ Tt একটি লোকাসের জন্য হেটেরোজাইগাস দু’টি লোকাসের জন্য হেটোরোজাইগাস অবস্থা জিনোটাইপ কী হতে পারে।
উত্তর : - BbRr / TrRr
২.২৪ সকল প্রাণীদের মেরুদণ্ডী ভ্রুণের গলবিল অঞ্চলে কী সাদৃশ্য দেখা যায়?
উত্তর : - বহিঃস্থ ফুলকা খাঁজ এবং একসারি অন্তঃস্থ যুগ্ম ফুলকা থলি
২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো–
ধূমপান, কীটনাশক, ক্যানসার, তেজস্ক্রিয় পদার্থ।
উত্তর : - ক্যানসার
২.২৬ ক্রমবর্ধমান জনসংখ্যার সংগে সম্পর্কিত একটি সমস্যার নাম উল্লেখ করো।
উত্তর : - জলবায়ুর পরিবর্তন
বিভাগ – গ
নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো: 2 x 12 = 24
৩.১ সিমপ্যাথেটিক ও প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র দু’টির নিম্নলিখিত অংগসমূহের ওপর প্রভাবের তুলনা করো – ফুসফুসের ক্লোমশাখা, পিত্তাশয়, মূত্রথলি, হূৎপিণ্ড, লালাগ্রন্থি ও পৌষ্টিক নালি, ধর্ম গ্রন্থি।
৩.২ হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত একটি কাজের তালিকা তৈরি করো।
৩.৩ প্রতিবর্ত চাপের অংশগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও।
৩.৪ CSF কীভাবে মস্তিষ্কের সুস্থতার সঙ্গে সংশ্লিষ্ট?
৩.৫ মাইটোসিস কোশ বিভাজনের প্রোফেজ দশায় নিউক্লিয়াসে কী কী পরিবর্তন ঘটে?
৩.৬ ইতর পরাগযোগে বিভিন্ন বাহকের ভূমিকা উদাহরণসহ লেখো।
৩.৭ মানববিকাশের শৈশব দশায় কী কী বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
৩.৮ মেন্ডেলের বংশগতির পরীক্ষায় ইতর পরাগযোগ ও স্বপরাগযোগের ভূমিকা কী কী?
৩.৯ একটি TT জেনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে Tt জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সংকরায়ন ঘটালে প্রথম অপত্রজনিতে শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে ব্যাখ্যা কর।
৩.১০ বংশগতি সংক্রান্ত স্বাধীন বন্টনের সূত্রটি বিবৃত করো।
৩.১১ ল্যামার্কের মতবাদের ব্যবহার ও অব্যবহার সূত্রটি ব্যাখ্যা করো।
৩.১২ ঘোড়ার বিবর্তনের ধারায় কোন্ কোন্ বিষয়গুলো বিশেষভাবে লক্ষ করা যায়?
৩.১৩ উদাহরণের সাহায্যে নিষ্ক্রিয় অংগের অভিব্যক্তিগত গুরুত্ব ব্যাখ্যা করো।
৩.১৪ নাইট্রোজেন চক্রে N₂ আবদ্ধকরণে জীবাণুদের ভূমিকা কী কী?
৩.১৫ ভারতবর্ষের বাস্তুতন্ত্রে উপস্থিত বিভিন্ন বহিরাগত প্রজাতির জীবের একটি তালিকা প্রস্তুত করো।
৩.১৬ জীববৈচিত্র্য সংরক্ষণে PBR এর ভূমিকা কী কী?
৩.১৭ খাঁড়ির কুমিরের বিপন্নতার কারণ ও সংরক্ষণের প্রধান ব্যবস্থাটি উল্লেখ করো।
বিভাগ – ঘ (দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন)
৪. নীচের ছয়টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। প্রতিটি প্রশ্নের মান ৫ (প্রশ্নের মান বিভাজন ৩+২, ২+৩ বা ৫ হতে পারে): 5 x 6 = 30
৪.১ স্নায়ুকোশের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করাে : (ক)ডেনড্রন (খ) সোয়ান কোশ (গ) প্রান্ত রুশ (ঘ) অ্যাক্সোলো অথবা,
অথবা,
প্রাণী কোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অংকন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো— (ক) ক্রোমোজোম (খ) অবিচ্ছিন্ন তন্তু (গ) ক্রোমোজোমাল তন্তু (ঘ) মেরু অঞ্চল
৪.২ একটি বিজ্ঞানসম্মত চিত্রের সাহায্যে কোশচক্রটি উপস্থাপন করো। মাইটোসিস ও মিয়োসিসকে যথাক্রমে হোমোটাইপিক ও হেটেরোটাইপিক বিভাজন বলা হয় কেন?
অথবা,
নিম্নলিখিত জীবের ক্ষেত্রে অযৌন জনন প্রক্রিয়া ব্যাখ্যা করো – অ্যামিবা / প্ল্যানেরিয়া / স্পাইরোগাইরা
৪.৩ নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে বংশগতি সংক্রান্ত ফলাফল কী হতে পারে:
• বাবা বা মায়ের এর একজন থ্যালাসেমিক ও অন্যজন থ্যালাসেমিয়ার জিন বাহক
• বাবা ও মা উভয়ই থ্যালাসেমিয়ার জিন বাহক
থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয় ? ২ +৩
অথবা,
মটরগাছের বীজের বর্ণ ও বীজের আকার - এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেল দ্বিসংকর জননের পরীক্ষাকরেছিলেন। এই পরীক্ষার F₂ জনুতে যে-কটি হলুদ ও গোলাকার বীজযুক্ত মটরগাছ উৎপন্ন হয়, তাদের জিনোটাইপগুলো লেখো। মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি বিবৃত করো। ৩ + ২
৪.৪ জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো।
অথবা,
রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কী কী? শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতার দুটি উদাহরণ দাও। ক্রিসক্রস উত্তরাধিকার কী? ২ + ২ + ১
৪.৫ মানুষের শরীরে শব্দদূষণের কী কী পার্শ্বপ্রভাব দেখা যায়। জীববৈচিত্র্য হট স্পট হওয়ার দু’টি বাধ্যতামূলক শর্ত কী কী?
অথবা,
পূর্ব-হিমালয় ও ইন্দো-বার্মা বায়োডাইভারসিটি ২টি স্পটের বিপন্ন প্রাণীর একটি তালিকা তৈরি করো। ‘একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হওয়া সত্ত্বেও সুন্দরবনের একাধিক পরিবেশগত সমস্যা আছে’ — বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।
৪.৬ 'স্তন্যপায়ী প্রাণীদের অবলুপ্তির বা বিপন্নতার অন্যতম কারণ হলো চোরাশিকার' উদাহরণের সাহায্যে বক্ত্যবটির যৌক্তিকতা বিচার করো।
অথবা,
ইন-সিটু সংরক্ষণে কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয় ? ধ্বংসপ্রাপ্ত বনাঞ্চলের পুনরুদ্ধার কিভাবে সম্ভব ?
Enter Your Comment