Madhyamik Physical Science 3rd Unit Test & Madhyamik Exam Suggestion 2026 । দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার প্রশ্ন 2025

0

দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর ও সাজেশন ২০২৫ | Madhyamik Physical Science Exam Suggestion 2026

Madhyamik Physical Science 3rd Unit Test & Madhyamik Exam Suggestion 2026 । দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার প্রশ্ন 2025


দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখানে দেওয়া হলো Class 10 Physical Science 3rd Unit Test Question Paper with Answers সহ গুরুত্বপূর্ণ সাজেশন। এই Madhyamik Physical Science Exam Suggestion 2026 এবং ভৌত বিজ্ঞান দশম শ্রেণী সাজেশন 2025 তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এখানে রয়েছে Class 10 Physical Science Question Answer in Bengali অর্থাৎ সম্পূর্ণ দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার প্রশ্ন 2025 ও দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর ২০২৫ তার উত্তরসহ ব্যাখ্যা। পাশাপাশি দেওয়া হয়েছে Madhyamik Physical Science Test Exam Suggestion 2025 যা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য উপযোগী। সমস্ত বিষয় একত্রে সাজানো হয়েছে যাতে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সহজে অনুশীলন করা যায়। শিক্ষার্থীদের সুবিধার্থে এখানে Class 10 Vouto Bigyan Proshno o Uttor সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। 


ক্লাস 10 ভৌত বিজ্ঞান ৩য় ইউনিট পরীক্ষার সাজেশন 2025


২০২৫ সালের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান (Physical Science) পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে এখনই দেখে নাও এই বিশেষ সাজেশন। এখানে দেওয়া হয়েছে WB Class 10 Physical Science 3rd Unit Test 2025 এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সম্ভাব্য নমুনা প্রশ্নপত্র। শিক্ষার্থীদের সুবিধার্থে ভৌত বিজ্ঞান দশম শ্রেণী সাজেশন 2025 অংশে পরীক্ষায় আসতে পারে এমন অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজানো হয়েছে। এছাড়া WBBSE Class 10 All Unit Test Question and Answer অংশে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। তাই যারা ২০২৫ সালের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন Class 10 Physical Science question answer খুঁজছো, তাদের জন্য এটি হবে সবচেয়ে নির্ভরযোগ্য ও পরীক্ষাভিত্তিক প্রস্তুতির গাইড।


WB Class 10 Physical Science 3rd Unit Test 2025 প্রশ্ন ও সাজেশন

 

বিভাগ -

. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: x ১৫ =১৫

1.1) নীচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? a) NO  b) NO  c) CFC  d) CO

উত্তর : - d) CO


1.2) STP তে 2.24L অধিকার করে a) 4.4g CO  b) 0.64g SO  c) 28g CO  d) 16g O

উত্তর : - a) 4.4g CO


1.3) তাপীয় রোধের রাশিমালাটি হল a)   b)    c)   d)

উত্তর : - c


1.4) রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH + 2O → CO + 2HO, 10 মোল CH পোড়াতে STP তে কত আয়তন O লাগবে?

a) 448L  b) 224L  c) 44.8 L d) 22.4 L

উত্তর : - a) 448L


1.5) সর্বদা অসৎ খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে a) উত্তল লেন্স  b) অবতল দর্পণ  c) সমতল দর্পণ  d) উত্তল দর্পণ

উত্তর : - d) উত্তল দর্পণ


1.6) একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পনের বক্রতা কেন্দ্র স্থাপিত হলে, উৎস থেকে দর্পনে আপতিত দর্পন থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হবে a) 0°  b) 180°  c) 90°  d) 360°

উত্তর : - b) 180° 


1.7) ফিউজ তারের বৈশিষ্ট্য হল – (a) রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ (b) রোধ নিন্ম, গলনাঙ্ক নিন্ম (c) রোধ নিন্ম, গলনাঙ্ক উচ্চ (d) রোধ উচ্চ, গলনাঙ্ক নিন্ম।

উত্তর : -  (d) রোধ উচ্চগলনাঙ্ক নিন্ম।


1.8) নীচের কোনটি 1 ওয়াট বোঝায় না? a) 1V × 1A  b) 1A² × 1Ω  c) 1V² / 1Ω   d) 1V × 1Ω

উত্তর : - d) 1V × 1Ω


1.9) পুরানো জিনিসের বয়স নির্ধারণে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? a) ¹³N  b) ¹⁴C  c) ³²P d) ⁶⁰Co

উত্তর : - b) ¹⁴C


1.10) কোনটি সন্ধিগত মৌল নয়? a) Fe  b) Cu  c) N  d) Zn

উত্তর : - c) N


1.11) নীচের কোন যৌগটির মধ্যে কোনো অনুর অস্তিত্ব নেই?

a) হাইড্রোজেনক্লোরাইড  b) ক্যালসিয়াম অক্সাইড  c) মিথেন  d) অ্যামোনিয়া

উত্তর : -  b) ক্যালসিয়াম অক্সাইড


1.12) জলের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে 11.2L গ্যাস উৎপন্ন হল। একই চা উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হয়?

a) 5.6L  b) 22.4L  c)  6.4L d) 44.8L

উত্তর : - a) 5.6L


1.13) নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নীচের কোন যৌগটি উৎপন্ন হয়a) CaCl b) NO  c) HNO / d) NO

উত্তর : - b) NO


1.14) নীচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? a) বক্সাইট  b) হিমাটাইট  c) ম্যালাকাইট  d) চ্যালকোপাইরাইটস

উত্তর : - a) বক্সাইট


1.15) অ্যালকিনের সাধারণ সংকেত হল a) C n H 2n-2  b) C n H 2n   c) C n H 2n+2   d) C n H 2n+1 

উত্তর : - b) C n H 2n 


বিভাগ -

. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) x ২১ = ২১ 

2.1) বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়?

উত্তর : - ট্রপোস্ফিয়ার (Troposphere) স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়।

অথবা, সৌরকোশে কোন মৌল ব্যবহৃত হয়?

উত্তর : - সিলিকন (Silicon)

2.2) একটি চিরাচরিত কিন্তু -পুনর্নবীকরণ যোগ্য শক্তি উৎসের নাম লেখো।

উত্তর : - পেট্রোলিয়াম (Petroleum)

2.3) বয়েল চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো।

উত্তর : - গ্যাসের ভর (Mass of the gas) বা গ্যাসের পরিমাণ ধ্রুবক ধরা হয়।

2.4) উষ্ণতার সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 10° হলে, কেলভিন স্কেলে ওই পার্থক্য কত হবে?

উত্তর : - 10 K হবে।

2.5) প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা: তাপ পরিবাহিতাঙ্কের CGS একক হল Cal/C-1

উত্তর : - মিথ্যা

অথবা,

তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যম ছাড়াই তাপ পরিবাহিত হতে পারে?

উত্তর : - বিকিরণ 

2.6) ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে চৌম্বকক্ষেত্র তড়িৎক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত?

উত্তর : - 90° (চৌম্বকক্ষেত্র ও তড়িৎধারার দিকের মধ্যে কোণ ৯০° হয়)।


2.7) লাল নীল বর্ণের আলোর জন্য কোনও মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে μr μb হলে কোনটির মান বেশি?

উত্তর : -  নীল বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্ক (μb) বেশি।

2.8) কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ কত সময় ধরে গেলে প্রবাহিত তড়িদাধান 1200 কুলম্ব হবে ?

উত্তর : - সময় = আধান / প্রবাহ = 1200 ÷ 2 = 600 সেকেন্ড।

2.9) 1 কুলম্ব তড়িৎ আধানকে ভোল্টবিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে?

উত্তর : - কার্য = আধান × বিভব প্রভেদ = 1 কুলম্ব × 1 ভোল্ট = 1 জুল।

2.10) আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মির নাম লেখো।

উত্তর : - গামা (γ) রশ্মি

অথবা, 92U238 থেকে α কণার নির্গমনের ফলে যে মৌল উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত?

উত্তর : - 90

2.11) বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো:

বামস্তম্ভ                                            ডানস্তম্ভ:

2.11.1) একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু      i) অ্যালুমিনিয়াম

2.11.2) সংকর ধাতু পিতলে উপস্থিত     ii) প্লুটোনিয়াম

2.11.3) থার্মিট পদ্ধতিতে উচ্চ তাপমাত্রায় FeO কে বিজারিত করে          iii) তামা

2.11.4) একটিই ইউরেনিয়ামোত্তর যৌগ  iv) ক্যালসিয়াম                                                      

উত্তর : -    2.11.1) একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু — iv) ক্যালসিয়াম

2.11.2) সংকর ধাতু পিতলে উপস্থিত — iii) তামা

2.11.3) থার্মিট পদ্ধতিতে উচ্চ তাপমাত্রায় Fe₂O₃ কে বিজারিত করে — i) অ্যালুমিনিয়াম

2.11.4) একটিই ইউরেনিয়ামোত্তর যৌগ — ii) প্লুটোনিয়াম


2.12) একটি পরমানুর ইলেকট্রন বিন্যাস 2,8,1 হলে এটি তড়িৎযোজী না সমযোজী যৌগ গঠন করে?

উত্তর : -  তড়িৎযোজী যৌগ (ইলেকট্রন একটিই বাহ্যিক স্তরে থাকায় সহজে ধাতু বা অ-ধাতুর সঙ্গে জোড়া গঠন করে)।

2.13) অ্যাসিটিক অ্যাসিড (CHCOOH) এর ক্ষারগ্রাহিতা কত?

উত্তর : -  অ্যাসিটিক অ্যাসিডের (CH₃COOH) ক্ষারগ্রাহিতা ≈ 4.7।

2.14) কোনো পদার্থের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করবে?

উত্তর : -  তড়িৎ বিশ্লেষ্য রূপে নিকেল সালফেট (NiSO₄) দ্রবণ ব্যবহার করা হয়।


2.15) একটি ধাতব পরিবাহী একটি অধাতব পরিবাহীর উদাহরণ দাও।

উত্তর : -  ধাতব পরিবাহী উদাহরণ: তামা (Copper), অধাতব পরিবাহী উদাহরণ: গ্রাফাইট (Graphite)।

অথবা, সত্য না মিথ্যা লেখো: তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে বিজারণ বিক্রিয়া ঘটে?

উত্তর : -সত্য

2.16) হাইড্রোজেন সালফাইড গ্যাসের মধ্যে লেড অ্যাসিটেট সিক্ত কাগজ ধরলে কী রঙ ধারণ করে?

উত্তর : - কালো বর্ণ (PbS) উৎপন্ন হয়।

2.17) ইথিলিন যৌগে H-C=C বন্ধন কোণের মান কত?

উত্তর : -H–C=C বন্ধনের কোণ ≈ 120°।

2.18) IUPAC নাম লেখো CH-CO-CH

উত্তর : -প্রোপানোন (Propanone) বা সাধারণ নাম অ্যাসিটোন (Acetone)।

অথবা, ইথানোয়িক অ্যাসিড অ্যাসিটোনে উপস্থিত কার্যকরী মূলকের সংকেত লেখো।

উত্তর : -ইথানোয়িক অ্যাসিডে কার্বক্সিল কার্যকরী মূলক (-COOH) এবং অ্যাসিটোনে কিটোন কার্যকরী মূলক >C=O উপস্থিত।


বিভাগ-


নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2 x 9 = 18

3.1  ওজোনস্তর কীভাবে সৃষ্টি হয় সমীকরণসহ লেখো।

অথবা,

বায়ুমণ্ডলের স্তর গুলির মধ্যে কোনটিতে চাপ সবথেকে বেশি কারণসহ লেখো?


3.2 কোসেল আয়োনীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন ?


3.3 তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় , কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম - ব্যাখ্যা করো।

অথবা,

লুইস ডট গঠন দেখাও : আমোনিয়া।


3.4 লাইকার আমোনিয়ার বোতলটি খোলার আগে ঠান্ডা করে নেওয়া হয় কেন ?

অথবা,

অ্যামোনিয়া গ্যাসকে গাড় HSO দ্বারা শুষ্ক করা হয় না কেন ?


3.5 জিঙ্ক লোহার প্রধান একটি আকরিকের নাম সংকেত লেখো।

অথবা,

CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কী হয়? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া।


3.6 থার্মোপ্লাস্টিক পলিমার থার্মোসেটিং পলিমার কাকে বলে ? উদাহরণ দাও।

অথবা,

দুটি ভিন্ন জৈব যৌগ A এবং B একই আণবিক সংকেত C2H6O, A ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে কিন্তু B ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না A এবং B যৌগ দুটির গঠন সংকেত লেখো। A এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ার সমিত সমীকরণ দাও।


3.7 একটি প্রিজমের প্রতিসারক কোণ 60° প্রিজমের একটি প্রতিসারক তলে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিসরণ কোণ হয় 35° অপর প্রতিসারক তলে আপতন কোণ কত?

অথবা,

বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 Å হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে ?


3.8 27oC উষ্ণতায় 76 cm Hg চাপে নির্দিষ্ট পরিমান গ্যাসের আয়তন 900 cc কোন উষ্ণতায় 57 cmHg চাপে ওই গ্যাসের আয়তন 400cc হবে।

অথবা,

27oC উষ্ণতায় 570 mm Hg চাপে 2.2 gm CO2 এর আয়তন কত?


3.9  গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্র গুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন?

অথবা,

দুটি ধাতব তারের দৈর্ঘ্য,ব্যাসার্ধ্যের অনুপাত 2 : 1 রোধাঙ্কের অনুপাত 2 : 3 হলে রোধের অনুপাত কত ?


বিভাগ-


নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 3 x 12 = 36

4.1 তীব্র তড়িদবিশ্লেষ্য মৃদু তড়িদবিশ্লেষ্য উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো।


4.2 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্তাবলি বিক্রিয়ার শমিত সমীকরণ লেখো।


4.3 কঠিন তরল পদার্থের ক্ষেত্রে প্রসারণের সময় শুধুমাত্র উষ্ণতার উল্লেখ করা হয় কেন? কি শর্তে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রায় শূন্য হয়ে যায়? 2 + 1

অথবা

গ্যাসের আয়তন প্রসারণে উষ্ণতা চাপের উল্লেখ করা হয় কেন? তাপ পরিবহনের কোন অবস্থায় পরিবহন শোষণ একসঙ্গে হয় ?


4.4 মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝায় একটি উদাহরণসহ লেখো। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয়।

অথবা,

মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী ? পর্যায়-সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী ?


4.5 বয়েলের সূত্র,চার্লসের সূত্র অভোগেড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো।

অথবা,

একটি ফুটবলকে পাম্প করার সময় তার ভিতরের আয়তন চাপ দুই বাড়ে এই ঘটনা কি বয়েলের সূত্রের বিরোধী ?পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝ ?


4.6 গামা রশ্মির একটি ক্ষতিকর প্রভাব লেখো। কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে একটি α -কণা নির্গত হলে অপত্য পরমাণুর পারমাণবিক সংখ্যা ভরসংখ্যার কীভাবে পরিবর্তিত হয় ?

অথবা,

বন্ধন শক্তি কী ? এর রাশিমালাটি প্রতিষ্ঠিত করো। নিউক্লিয়ার রিয়াক্টরে জ্বালানি হিসাবে কী ব্যবহৃত হয় ?

4.7 লোহার সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়। আবার লোহার সঙ্গে স্টিমের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়। 4 গ্রাম হাইড্রোজেন তৈরী করতে হলে কোন ক্ষেত্রে লোহার পরিমান কম হবে ? [Fe=56, H=1, O=16]

অথবা,

কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে উৎপন্ন অক্সিজেন 2.5 গ্রাম হাইড্রোজেনকে সম্পূর্ণভাবে জারিত করে জলে পরিণত করবে ? [K=39, Cl=35.5, O=16]


4.8 বার্লোচক্রের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো।

অথবা,

কার্যের ধারণা থেকে তড়িৎবিভবের সংজ্ঞা লেখো। তড়িৎবিভবের SI একক কি ?


4.9 পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে ব্যাখ্যা করো।


4.10 অবতল দর্পণ কীভাবে কোনো বিস্তৃত বস্তুর অসদ, বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।

অথবা,

একটি উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত?


4.11 একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি. এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি. দূরত্বে রেখে 10 সেমি. প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন প্রতিবিম্ব দূরত্ব কত? সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলিসবুজদেখায় কেন?


4.12 ইথাইল অ্যালকোহল এর সঙ্গে অ্যাসিটিক অ্যসিডের বিক্রিয়া সমীকরণ সহ লেখ। ডিনেচার্ড স্পিরিট কি? এর ব্যবহার লেখ।

অথবা,

একটি জৈব যৌগের আণবিক সংকেত C2H4O2 যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO3যোগ করলে CO2 নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত শমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।


📚✨ Madhyamik Exam 2026 – Prepare Yourself!

ছাত্রছাত্রীরা! 😃 এখনই সংগ্রহ করে নাও আমাদের 4 Set প্রশ্নপত্র বা অধ্যায় ভিত্তিক সাজেশন 💥। 

বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, ভৌতবিজ্ঞান , জীবন বিজ্ঞান 

সব প্রশ্নই নতুন সিলেবাস অনুযায়ী তৈরি, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে📝। 


📱 সংগ্রহ করতে হলে Click করো: Click Here






একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)