পঞ্চম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র 2025
Class 5 Bengali Question Paper Third Unit Test 2025
যারা পঞ্চম শ্রেণির বাংলা বিষয়ের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য এখানে দেওয়া হয়েছে Class 5 Bengali 3rd Unit Test Question Paper pdf with Answers এবং Class 5 Bengali 3rd Summative Test Question Paper Suggestions 2025। শিক্ষার্থীরা সহজেই Class 5 bengali 3rd unit test question paper pdf download করে অনুশীলন করতে পারবে, যাতে পরীক্ষার আগে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া যায়। পাশাপাশি ক্লাস 5 বাংলা 3য় ইউনিট পরীক্ষার সাজেশন 2025 অনুযায়ী প্রশ্নোত্তর অনুশীলন করলে ভালো নম্বর পাওয়া সম্ভব। এখানে পঞ্চম শ্রেণির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা প্রশ্নপত্র এবং পঞ্চম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন এমনভাবে সাজানো হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিতে পারে।
WBBSE Class V 3rd Unit Test Bengali Question Paper with Answers
১. সঠিক উত্তরটি লেখঃ (যে কোনো ছয়টি) (১×৬ = ৬)
ক) আমাদের দেশে স্বাধীনতা দিবস কোন দিনটিতে পালিত হয়?
(১৪ই আগস্ট / ১৫ই আগস্ট / ২৩শে জানুয়ারি / ২৬শে জানুয়ারি)
উত্তর : - ১৫ই আগস্ট
খ) কোন ঋতুতে সাধারণত পথ-ঘাট পিছল হয়ে পড়ে?
(গ্রীষ্ম / বর্ষা / শরৎ / শীত)
উত্তর : - বর্ষা
গ) আউশ ধান কোন ঋতুতে ঘরে ওঠে?
(গ্রীষ্ম / বর্ষা / শরৎ / হেমন্ত)
উত্তর : - শরৎ
ঘ) পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে?
(বাঁকুড়া / বর্ধমান / পুরুলিয়া /পূর্ব মেদিনীপুর)
উত্তর : - বাঁকুড়া
ঙ) কোন কোন উৎসবে তুমি ঘুড়ি উড়তে দেখেছ?
(দুর্গাপূজা ও কালীপূজা / কালীপূজা ও লক্ষ্মী পূজা / বিশ্বকর্মা পূজা ও সরস্বতী পূজা / কার্তিক পূজা ও গণেশ পূজা)
উত্তর : - বিশ্বকর্মা পূজা ও সরস্বতী পূজা
চ) ‘মিষ্টি’ কবিতাটি কার লেখা?
(রবীন্দ্রনাথ ঠাকুর / কাজী নজরুল ইসলাম / সুকুমার রায় / প্রেমেন্দ্র মিত্র)
উত্তর : - প্রেমেন্দ্র মিত্র
ছ) ‘মাস্টারদা’ বইটির লেখক কে?
(সত্যজিৎ রায় / বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় / সুকুমার রায় / অশোক কুমার মুখোপাধ্যায়)
উত্তর : - অশোক কুমার মুখোপাধ্যায়
২. অতি সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো ছয়টি) (১×৬ = ৬)
ক) জোছনা রাতে বোম্বাগড়ে কারা কী করে?
উত্তর : - জোছনা রাতে বোম্বাগড়ে সবাই চোখে আলতা মাখায় আর ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয়।
খ) আকাশে তুমি কী কী উড়তে দেখেছ?
উত্তর : - আকাশে পাখি, ঘুড়ি, হেলিকপ্টার, বিমান উড়তে দেখা যায়।
গ) কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না?
উত্তর : - শীতকালে
ঘ) আমাদের দেশের নাম কী?
উত্তর : - ভারতবর্ষ
ঙ) কোন মাসে তাল পাকে?
উত্তর : - ভাদ্র মাসে
চ) চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত?
উত্তর : - বাংলাদেশ
ছ) গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝড়ে ?
উত্তর : - শীতকালে
৩. ব্যাকরণ (যে কোনো পাঁচটি) (১×৫ = ৫)
ক) আমরা বিদ্যালয়ে পড়াশোনা করি। “আমরা” – কোন পুরুষ?
(উত্তম পুরুষ / মধ্যম পুরুষ / প্রথম পুরুষ)
উত্তর : - উত্তম পুরুষ
খ) সে ফুটবল খেলে। “সে” – কোন পুরুষ?
(উত্তম পুরুষ / মধ্যম পুরুষ / প্রথম পুরুষ)
উত্তর : - প্রথম পুরুষ
গ) ‘আকাশ’ এর শব্দার্থ লেখ।
(মেঘ / গগন / জলধর / বর্ষণ)
উত্তর : - গগন
ঘ) ‘বিশ্রাম’ এর বিপরীত শব্দ লেখ।
(আরাম / পরিশ্রম / নিস্তার / অব্যাহতি)
উত্তর : - পরিশ্রম
ঙ) ‘মস্ত’ এর শব্দার্থ লেখ।
(ছোট / বিশাল / ক্ষুদ্র / সূক্ষ্ম)
উত্তর : - বিশাল
চ) ‘স্বাধীন’ এর বিপরীত শব্দ লেখ।
(মুক্ত / পরাধীন / আজাদ)
উত্তর : - পরাধীন
📚 পঞ্চম শ্রেণী – 3rd Unit Test
✨ সব বিষয়ের 4 টি করে সেট প্রশ্নপত্র + উত্তরপত্র
⬇️ এখনই সংগ্রহ করুন : - Get Now
৪. ব্যাকরণ (যে কোনো পাঁচটি) (১×৫ = ৫)
ক) বিশেষ্য – বিশেষণ : “এই পদটির বিশেষণ কী হবে?”
গাম্ভীর্য → ____________
উত্তর : - গম্ভীর
খ) বিশেষণ – বিশেষ্য : “এই পদটির বিশেষ্য কী হবে?”
অত্যাচার → ____________
উত্তর : - অত্যাচারী
গ) বাক্য রচনা কর : বিদ্যালয়, দুর্গাপূজা।
উত্তর : - আমি বিদ্যালয়ে সকাল ১০ টাই যায়।
বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গাপুজো।
ঘ) লিঙ্গ কয় প্রকার ও কী কী?
উত্তর : - লিঙ্গ চার প্রকার। - ১) পুংলিঙ্গ, ২) স্ত্রীলিঙ্গ ৩) ক্লীব লিঙ্গ ৪) উভয়লিঙ্গ
৫. সংক্ষিপ্ত উত্তর লেখ (যে কোনো চারটি) (২×৪ = ৮)
ক) আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে? স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম লেখ।
উত্তর : - আমাদের দেশ 1947 সালে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা সংগ্রামে প্রাণ উৎসর্গ করেছেন এমন দুজন বীর বিপ্লবী হলেন ক্ষুদিরাম বসু এবং মাস্টারদা সূর্য সেন।
খ) ‘বোম্বাগড়ের রাজা’ কবিতাটি কার লেখা? তাঁর লেখা অন্য দুটি বইয়ের নাম লেখ।
উত্তর : - ‘বোম্বাগড়ের রাজা’ কবিতাটি সুকুমার রায়। তাঁর লেখা অন্য দুটি বইয়ের নাম হলো - 'আবোল তাবোল' ও 'হযবরল'।
গ)পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীর জীবন কেমন?
উত্তর : - পাহাড়ি মানুষরা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে, উৎসব করে, মাছ ধরে, খরা বা বর্ষা—প্রতিটি ঋতুর সঙ্গে তাদের জীবনের গভীর সম্পর্ক আছে।
ঘ) ‘পথের পাঁচালি’ বইটির লেখক লেখক কে? তাঁর লেখা ছোটদের দুটি বইয়ের নাম লেখ।
উত্তর : - 'পথের পাঁচালী' বইটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাঁর লেখা দুটি ছোটদের বই হল 'চাঁদের পাহাড়' এবং 'আরণ্যক'
ঙ) কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? “চড়াই-উৎরাই রাস্তা” কোথায় দেখা যায় ?
উত্তর : - খাড়া বা ঢালু পথ সহজে গড়িয়ে পড়া যায়। চড়াই-উৎরাই রাস্তা সাধারণত পাহাড়ী অঞ্চলে বা পাহাড়ি ঢালে দেখা যায়।
Extra Important Questions: -
৩। দু-একটি বাক্যে উত্তর দাও : (যে কোন তিনটি) ৩×২ = ৬
৩.১) জটিপিসিমার বাড়িতে কি বাড়ে কেন তালের প্রয়োজন হয়েছিল?
উত্তর : - জটিপিসিমার বাড়িতে তালনবমী উৎসব পালনের জন্য তালের প্রয়োজন হয়েছিল। মঙ্গলবার ছিল তালনবমী, তাই এই বিশেষ তিথিতে তালফল, তালপাতা ও অন্যান্য উপাচার দিয়ে দেবদেবীর পুজো করার জন্য তাঁর তালের দরকার ছিল।
৩.২) গাছ আমাদের কী কী দেয় লেখ।
উত্তর : - গাছ আমাদের অক্সিজেন, ফল, কাঠ, ঔষধ, এবং আশ্রয় দেয়। এছাড়াও, গাছ পরিবেশকে বিশুদ্ধ রাখে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে, এবং মাটির ক্ষয় রোধ করে। গাছের কারণে পরিবেশ শীতল থাকে এবং জীববৈচিত্র্য রক্ষা পায়।
৩.৩) পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল?তাদের বন্ধুত্বই বা কীভাবে গড়ে উঠল?
উত্তর : - পেটকাটা ও চাঁদিয়াল দুটি কাগজের ঘুড়ি। এরা আকাশে উড়ছিল। উড়তে উড়তেই এদের দেখা হয়েছিল এরা দুজনেই বুঝেছিল যে, মানুষ এদের নিয়ে শুধুমাত্র খেলা করে। এদের প্রতি মানুষের কোনো অনুভূতি বা সমবেদনা নেই।এরা আকাশে উড়তে উড়তে নানান সুখদুঃখের গল্প করতে থাকে। নীচে নদী, মানুষজন, সবই দেখো প্রাণপণ দুজনেই একসঙ্গে বাঁচার চেষ্টা করে। এভাবেই তাদের বন্ধুত্ব গড়ে উঠল।
৪। সাজিয়ে লেখ : (৪টি) ½×৪ = ২
ক) ল পি তা লি টু
উত্তর : - তালপিটুলি
খ) ঠি প মা কা
উত্তর : - মাপকাঠি
গ) ক র ঘু পা
উত্তর : - ঘুরপাক
ঘ) র পা ত্ত উ ড়া
উত্তর : - উত্তরপাড়া
৫। বিপরীত শব্দ লেখো : (৪টি) ½×৪ = ২
ক) অন্তরঙ্গ – ________
উত্তর : - বহিরঙ্গ
খ) অন্ধকার – ________
উত্তর : - আলো
গ) সাধ্য – ________
উত্তর : - অসাধ্য
ঘ) সুখাদ্য – ________
উত্তর : - অখাদ্য
৬। বিশেষ্য থেকে বিশেষণে পরিণত কর : (৪টি) ½×৪ = ২
ক) গাছ → ________
উত্তর : - গেছো
খ) বন → ________
উত্তর : - বন্য
গ) মাটি → ________
উত্তর : - মেঠো
ঘ) পাথর → ________
উত্তর : - পাথুরে
৭ । চিঠি লেখ : ৫
তোমার তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়ে বাবাকে একটি চিঠি লেখ।
উত্তর : -
নিজের ঠিকানা
প্রিয় বাবা,
বাবা, তুমি জেনে খুশি হবে যে আমি খুব ভালোভাবে পাশ করে পঞ্চম শ্রেনিতে উঠেছি। আগামীকাল থেকে আমার নতুন ক্লাস শুর হয়েছে।
নতুন নতুন বই। পড়তে খুব ভালো লাগছে। স্যারেরা আমার অনেক প্রশংসা করেছে। মা আমাকে রোজ পড়াচ্ছে। মা বলেছে আমি চেষ্টা করলে আসছে বছর প্রথম স্থান অধিকার করতে পারব।
এখানে আমরা ভালো আছি। আসা করি তুমিও ভালো আছ আর ভালো থাকো। কবে বাড়ি আসবে জানাবে। তুমি আমার প্রণাম নেবে।
ইতি
নিজের নাম
বাবার ঠিকানা
৯। রচনা লেখ : (যে কোন একটি) ৮
ক) গাছ আমাদের বন্ধু
উত্তর : - মানুষের বন্ধু শুধু মানুষ নয়। প্রকৃতি মানুষের এক বড় বন্ধু। মানুষ বা যে কোনো প্রাণী বেঁচে আছে প্রকৃতির ওপর নির্ভর করে। গাছপালা হল সেই প্রকৃতির একটি বড়ো উপাদান। গাছ গাছালির জন্যই প্রকৃতি সবুজ। মানুষের কাছে গাছের মূল্য অনেক। শুধু ছায়া, ফুল, ফল বা কাঠ দিয়েই গাছ মানুষের উপকার করে না। গাছের সবচেয়ে বড় দান অক্সিজেন। এই গ্যাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। এটা কৃত্রিমভাবে তৈরি করে প্রকৃতিতে যোগান দেওয়া সম্ভব নয়। একমাত্র গাছই অনবরত অক্সিজেন বাতাসে যোগান দিয়ে চলেছে।
শুধু তাই নয় প্রকৃতি থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস শুষে নিয়ে পরিবেশকে সুস্থ রাখে গাছ। কিন্তু আমরা পৃথিবীর লোভী মানুষেরা সম্পদের লোভে গাছ কেটে চলেছি নির্বিচারে বন কেটে বসতি করে তুলছি। বৃক্ষ হত্যায় মানুষের জুড়ি নেই। তাই আজ প্রকৃতির সর্বাঙ্গে দূষণ ছড়িয়ে পড়েছে। পরিবেশ তাই এত দূষিত যে তাতে মানুষের বাস করা অসম্ভব হয়ে উঠেছে।
গাছ বাঁচলে তবেই মানুষ সহ অন্য প্রাণীরা বাঁচবে নতুবা মানব সভ্যতা নিঃশেষ হয়ে যাবে। তাই আমাদের সকলকে সচেতনভাবে গাছকে রক্ষা করতেই হবে। তবেই নিজেদের ভবিষ্যৎ নিরাপদ থাকবে। পৃথিবীতে গাছ যত কমছে তত পৃথিবী উষ্ণ হয়ে উঠছে। ঋতুর পরিবর্তন ঘটছে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। ঝড়-বৃষ্টি নিম্নচাপ ক্রমশ বেড়েই চলেছে। পৃথিবী থেকে গাছ ধ্বংস হয়ে গেলে পশুপাখি মানুষ সবাই শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে।
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : - ভূমিকা : - রবীন্দ্রনাথ ঠাকুর যিনি “বিশ্বকবি” নামে পরিচিত ছিল। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী যার প্রভাব বিভিন্ন ক্ষেত্রে অনুরণিত। তিনি ছিলেন একজন বিশিষ্ট কবি, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, নাট্যকার এবং প্রথম অ-ইউরোপীয় যিনি 1913 সালে তাঁর কবিতার সংকলন “গীতাঞ্জলি” জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
জন্ম ও বংশ পরিচয় : - ১৮৬১ সালের ৭ মে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা শ্রীমতি সারদা দেবী। তিনি ছিলেন তাঁর পিতামাতার চতুর্দশতম সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুরের বইবাংলা রচনা সংগ্রহ
শিক্ষা : - একটি বিশিষ্ট বাঙালি পরিবারে জন্মগ্রহণকারী,রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাথমিক শিক্ষা সেই সময়ের জন্য অপ্রচলিত ছিল। তিনি মূলত প্রাইভেট টিউটরদের দ্বারা হোমস্কুল করেছিলেন। ১৭ বছর বয়সে, তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ভর্তি হয়ে উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ডে চলে যান। তিনি ভারতে ফিরে আসেন এবং, নিজের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি থেকে ১৯০১ সালে শান্তিনিকেতন নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন।
সাহিত্য–সাধনা : - রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাগুলি হল কবিতা, সঙ্গীত, সাহিত্য এছারাও তিনি রং তুলি দিয়ে আঁকতে ভালোবাসতেন। তাঁরউল্লেযোগ্য কবিতার সংকলন হল “গীতাঞ্জলি”। তার রচিত উল্লেখযোগ্য কাব্য – মানসী, সোনার তরী, চৈতালী, বলাকা, পুনশ্চ প্রভৃতি; উপন্যাস-চোখের বালি, ঘরে-বাইরে, যোগাযোগ, চতুরঙ্গ প্রভৃতি; নাটক– বিসর্জন, রক্তকরবী প্রভৃতি; ছোটগল্পগ্রন্থ- গল্পগুচ্ছ, এছাড়াও তিনি বিভিন্ন সাহিত্যকর্ম লিখে গেছেন। তিনি শুধু একজন কবিই ছিলেন না, সঙ্গীতের একজন প্রখ্যাত রচয়িতাও ছিলেন। তিনি “রবীন্দ্র সঙ্গীত” (ঠাকুরের গান) নামে পরিচিত গানের একটি বিশাল সংগ্রহ তৈরি করেছেন, যার সংখ্যা এখন ২০০০ টিরও বেশি। তিনি ভারতের জাতীয় সঙ্গীত “জন গন মন” রচনা করেন।
উপসংহার : - রবীন্দ্রনাথ ঠাকুর ৭ আগস্ট, ১৯৪১ সালে মারা যান। তিনি ৮০ বছর বয়সে কলকাতায় (বর্তমানে কলকাতা) তার পারিবারিক জমি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে মারা যান। ঠাকুরের মৃত্যু একটি যুগের সমাপ্তি চিহ্নিত করেছে, কিন্তু একজন কবি, দার্শনিক, সঙ্গীতজ্ঞ এবং সাংস্কৃতিক আইকন হিসেবে তাঁর উত্তরাধিকার তাঁর চিরস্থায়ী কাজ এবং সাহিত্য ও শিল্পে অবদানের মাধ্যমে বেঁচে আছে।
Enter Your Comment