WBBSE Class 6 Mathematics 3rd Unit Test Question Paper 2025 with Answers । ষষ্ট শ্রেণীর গণিত সাজেশন

0

ষষ্ঠ শ্রেণীর গণিত তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র ও সাজেশন

WBBSE Class 6 Mathematics 3rd Unit Test Question Paper 2025 with Answers । ষষ্ট শ্রেণীর গণিত সাজেশন


২০২৫ সালের WBBSE Class 6 Math 3rd Unit Test 2025 with Answers নিয়ে হাজির হলাম সকল শিক্ষার্থীর জন্য। এখানে পাবেন ষষ্ঠ শ্রেণীর গণিত তৃতীয় ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের প্রশ্নপত্র ও উত্তরসহ বিশদ সাজেশন। এছাড়াও রয়েছে Class VI Mathematics 3rd Summative Exam 2025–এর গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা পরীক্ষার আগে পুনরাবৃত্তির জন্য অত্যন্ত সহায়ক। এই পোস্টে আপনি পাবেন ষষ্ট শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র ও উত্তর, যাতে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া যায়। পাশাপাশি রয়েছে Class VI Mathematics Question Paper with Answers এবং Class 6 Math 3rd Unit Test Question Paper 2025, যা পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে। আরও দেওয়া হয়েছে ষষ্ট শ্রেণীর অঙ্ক তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র সাজেশন, যাতে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সহজে রিভিশন করা যায়। সবশেষে পাবেন WBBSE Class 6th Mathematics 3rd Summative Question Papers এবং Class 6 Ganit 3rd Unit Test Suggestion 2025, যা পরীক্ষার জন্য আদর্শ প্রস্তুতির সম্পূর্ণ সহায়ক উপকরণ।


ষষ্ঠ শ্রেণির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত সাজেশন


২০২৫ সালের Class 6 Mathematics 3rd Summative Test Question Paper PDF Download এখন সকল শিক্ষার্থীর জন্য উপলব্ধ। এখানে পাবেন ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের গণিত প্রশ্নপত্র এবং পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সাজেশন। এছাড়াও রয়েছে WB Class 6 Mathematics 3rd Unit Test Question Paper PDF এবং ক্লাস 6 গণিত 3য় ইউনিট পরীক্ষার প্রশ্নপত্র 2025, যা পরীক্ষার আগে অনুশীলনের জন্য আদর্শ। যারা পরীক্ষায় ভালো নম্বর পেতে চায়, তাদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে Class 6 Math 3rd Unit Test Suggestion 2025 ও Class 6 Mathematics 3rd Unit Test Question, যাতে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি সহজে বোঝা যায়। আরও পাবেন ষষ্ঠ শ্রেণির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত সাজেশন, যা সম্পূর্ণ পাঠ্যসূচি অনুযায়ী তৈরি। এই সমস্ত উপকরণ পাওয়া যাবে Class 6 Mathematics 3rd Unit Test Question Paper Info Educations পোর্টালে, যেখানে রয়েছে ক্লাস 6 গণিত 3য় ইউনিট পরীক্ষার সাজেশন 2025–এর পূর্ণাঙ্গ সমাধান ও প্রস্তুতির দিকনির্দেশ। 


Class 6 Mathematics 3rd Summative Test Question Paper PDF Download 


1. নীচের বহুবিকল্পীয় প্রশ্নগুলির সঠিক উত্তর চিহ্নিত করো : 1×4 = 4

(i)  - কে শতকরায় প্রকাশ করলে নির্ণেয় মান হবে (a) 60% (b) 45% (c) 90% (d) 75%

উত্তর : - (d) 75%


(ii) 441-এর বর্গমূল হবে (a) 12 (b) 14 (c) 21 (d) 15

উত্তর : - (c) 21


(iii)  ……… + (−7)=(−10) হলে, ফাঁকা ঘরটির মান হবে (a) (+3)   (b) 1   (c) (–3)   (d) 0

উত্তর : - (c) (–3)


(iv) একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হল (a) ছক্কা    (b) পেনসিল      (c) খাতা       (d) বল

উত্তর : - (d) বল


2. নীচের সকল প্রশ্নের উত্তর দাও : 1×7 = 7

(i) অনুপাতের ক্ষেত্রে 5 : 1 এবং 1 : 5 এদের মধ্যে কী সম্পর্ক ?

উত্তর : - পরস্পরের ব্যস্ত অনুপাত 


(ii) 70% - কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো।

উত্তর : - 70% = 70/100 = 7/10


(iii) চিহ্ন প্রতীকের সাহায্যে লেখো :  x-কে দিয়ে ভাগ।

উত্তর : - x ÷ 8 


(iv) নীচের সংখ্যামালাটিকে কথায় লেখো : 3x – 7

উত্তর : - x এর তিন গুণের চেয়ে সাত কম" বা তিন গুণ x বিয়োগ সাত।


(v) –15 মিটার ওপরে ওঠা- বিপরীত রাশি লেখো।

উত্তর : - 15 মিটার নিচে নামা


(vi) সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা -টি ?

উত্তর : - একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি প্রতিসম রেখা থাকে।


(vii) নীচের বাক্যটি ঠিক না ভুল বুঝে লেখো :  বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ।

উত্তর : - ঠিক


3. নীচের সব প্রশ্নের উত্তর দাও : 2×4 = 8

(i) কত টাকার  অংশ 4 টাকা ?

উত্তর : - 12 টাকা


(ii) আমার খাতার দাম y টাকা। কিন্তু মিহিরের খাতার দাম আমার থেকে 18 টাকা বেশি। মিহিরের খাতার দাম নির্ণয় করো।

উত্তর : - (y + 18) টাকা


(iii) কুমুদের বাগানে x টি গাঁদাফুলের চারা আছে। কিন্তু সাহিদার বাগানে কুমুদের বাগানের চারাগাছের তিনগুণ গাঁদাফুলের চারা আছে। সাহিদার বাগানে কতগুলি চারাগাছ আছে নির্ণয় করো।

উত্তর : - 3x টি


(iv) নীচের বাক্যগুলি ঠিক না ভুল লেখো :

(a) সমকোণী ত্রিভুজ কখনও সমবাহু ত্রিভুজ হতে পারে না।

(b) ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 360°

উত্তর : - (a)ঠিক    (b) ভুল । ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 18


4. যে-কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও : 6×6 = 36

(i) ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্ট্যাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পাওয়ায়, যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্ট্যাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন নির্ণয় করো।

উত্তর : - 1944 টাকা


(ii) সরল করো : 1 - [  ) } ]

উত্তর : -


(iii) (a) একটি বই বাঁধাই করতে 1 ঘণ্টা 15 মিনিট সময় লাগে। 7 টি বই বাঁধাই করতে কত ঘণ্টা কত মিনিট সময় লাগবে নির্ণয় করো। 

(b) 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 এবং 35 দিয়ে বিভাজ্য হবে।

উত্তর : - (a) ৮ ঘণ্টা ৪৫ মিনিট   (b) 234


(iv) তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম দ্বিতীয়টির গুণফল 24; দ্বিতীয় তৃতীয়টির গুণফল 48; এবং প্রথম তৃতীয়টির গুণফল 32 সংখ্যা তিনটি কী কী হবে নির্ণয় করো।

উত্তর : -  4, 6, 8


(v) (a) 210 টাকা ফতেমা শাকিলের মধ্যে 3 : 4 অনুপাতে ভাগ করে দিলে, কে কত টাকা পাবে

(b)  বছরের বাংলা পরীক্ষায় আমাদের ক্লাসের 8% ছাত্রছাত্রী 90 এর বেশি নম্বর পেয়েছে। মোট ছাত্রছাত্রী 8 জন হলে কতজন ছাত্রছাত্রী 90 এর বেশি নম্বর পেয়েছে।

উত্তর : - (a) 90, 120   (b) 64 জন


(vi) (a) দুটি সংখ্যার .সা.গু. .সা.গু. যথাক্রমে 2175 এবং 145 যদি একটি সংখ্যা 725 হয়, তাহলে অপর সংখ্যাটি কত হবে নির্ণয় করো।  

(b) একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3.3 cm. তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?  4+ 2

উত্তর : - (a) 435   (b)  10.89 বর্গ সেমি



📚✨ Final Exam 2025 – Prepare Yourself!

ছাত্রছাত্রীরা! 😃 এখনই সংগ্রহ করে নাও আমাদের 4 Set প্রশ্নপত্র বা অধ্যায় ভিত্তিক সাজেশন 💥।

বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান 

সব প্রশ্নই নতুন সিলেবাস অনুযায়ী তৈরি, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে📝।


📱 সংগ্রহ করতে হলে Click করো: Click Here 



(vii) (a) আমার দাদার বয়স আবার বাবার বয়সের  ভাগ। বাবার বয়স যদি 60 বছর হয়, তবে আমার দাদার বয়স কত হবে?  

(b) 625 এর বর্গমূল কত? 4 + 2

উত্তর : - (a) 20 বছর   (b)  25


(viii) আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে নির্ণয় করো।

উত্তর : - 32 জন


(ix) অর্পণ ওদের বাড়িতে লাগাবার জন্য 780 টা কুমড়ার চারা এনেছে। ঠিক করে যে, যতগুলো সারিতে চারা লাগাবে, ততগুলো করে চারা প্রতিসারিতে লাগাবে। এভাবে চারা লাগাতে গিয়ে সে দেখে দ্বৈপায়ন 4 টা চারা নিয়ে চলে যাওয়ায় 4 টা চারা কম পড়েছে। কতগুলো সারিতে চারা লাগাবে ঠিক করেছে অর্পণ।

উত্তর : - 28 টা


5. যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : 5×3 = 15

(i) 4.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ জ্যা-এর নাম লিখে চিহ্নিত করো।

(ii) স্কেল পেনসিলের সাহায্যে AB একটি 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করে স্কেল পেনসিল কম্পাসের সাহায্যে সরলরেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করো এবং প্রতি ভাগের দৈর্ঘ্য মেপে লেখো।

(iii) চাঁদার সাহায্যে একটি 90° কোণ অঙ্কন করে কোণটিকে সমদ্বিখণ্ডিত করো।

(iv) 4 সেমি দৈর্ঘ্যের PQ একটি সরলরেখাংশ অঙ্কন করো। এই সরলরেখাংশের ওপর O একটি বিন্দু নাও। স্কেল পেনসিল কম্পাসের সাহায্যে O বিন্দুতে PQ-এর ওপর OM লম্ব অঙ্কন করো।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)