সপ্তম শ্রেণীর কম্পিউটার শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ গাইড: ৭ম ক্লাস কম্পিউটার প্রশ্নপত্র ২০২৫
সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 7th Class Computer Question paper 2025 প্রস্তুতি এখন সহজ ও সুবিধাজনক। এই সংকলনে আপনি WB Class 7 Computer 3rd Unit Test 2025 Question Paper থেকে শুরু করে সপ্তম শ্রেণী কম্পিউটার সম্পূর্ণ প্রশ্নপত্র পর্যন্ত সবকিছু এক জায়গায় পাবেন। এছাড়াও, শিক্ষার্থীরা Class VII computer Third summative Evaluation 2025 Question & Answer এবং সপ্তম শ্রেণীর কম্পিউটার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র দেখে সহজেই পরীক্ষা প্রস্তুতি নিতে পারবেন। পরীক্ষার পূর্বে Class 7 Computer Final Exam Question Paper 2025 এবং সপ্তম শ্রেণীর তৃতীয় টেস্ট কম্পিউটার অধ্যয়ন করলে ফলাফল অনেক উন্নত হবে। চাইলে আপনি Class 7 Computer Questions with Answers PDF ডাউনলোড করেও ঘরে বসে প্রস্তুতি নিতে পারবেন।
সপ্তম শ্রেণীর কম্পিউটার সাজেশন ও MCQ গাইড ২০২৫
পরীক্ষার প্রস্তুতি আরও সহজ করতে সপ্তম শ্রেণি কম্পিউটার সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক। এতে অন্তর্ভুক্ত রয়েছে West Bengal Board Class 7 Question Paper with Answer 2025, যা পরীক্ষার ধরণ ও গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। এছাড়াও, শিক্ষার্থীরা Class VII 3rd Unit Test Computer Question Paper 2025 MCQ দেখে MCQ প্রশ্নের প্রস্তুতি নিতে পারবে এবং WBBSE Class Seven Computer Question Paper with Answers ব্যবহার করে ঘরে বসেই পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নিতে সক্ষম হবে।
বি.দ্রঃ - সপ্তম শ্রেণীর কম্পিউটার বিষয়ের 4 সেটের প্রশ্নপত্রের উত্তরপত্র পেতে হলে আপনাকে 40 টাকা Payment করতে হবে। Payment করার জন্য Click করুন।
WBBSE Class Seven Computer 3rd Unit Test Question Paper 2025
Set – 1 | F.M – 70 | Time – 2 hr 30 Minutes
A. শূণ্যস্থান পূরণ কর : - 1
x 10 = 10
1. অ্যাবাকাস যন্ত্রটি ________________দেশে
আবিষ্কৃত হয়।
2. ইন্টিগ্রেশন সার্কিট ব্যবহৃত হয় ____________প্রজন্মে।
3. ___________একটি ডিজিট্যাল কম্পিউটার।
4. ___________কে CUI বলা
হয়।
5. জয়স্টিক ______________ডিভাইস।
6. একটি CRT মনিটরে সর্বাধিক____________ টি
লাইন থাকে।
7. ____________একটি ইনপুট ডিভাইস।
8. 1 মেগাবাইট =_____________ কিলোবাইট।
9. ROM এর প্রকারভেদ হল________________।
10. RAM -এর সম্পূর্ণ নাম হল_________________।
B. সত্য / মিথ্যা নির্ণয় করো: 10
x 1 = 10
1. VLC Player একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
2. লিনাক্স অপরেটিং সিস্টেমের মূল অংশ র্যাম।
3. সফটওয়্যার ব্যবহারকারী এক কম্পিউটারের মধ্যে যোগসূত্র স্থাপন করে।
4. লিনাক্স কার্নেলের।
5. অপরেটিং সিস্টেমের গঠনকে ছয়ভাগে ভাগ করা যায়।
6. সফটওয়্যারগুলি ব্যবহারকারীর কমান্ড জানতে সাহায্য করে।
7. শেল কার্নেলের জটিল ফাংশন ব্যবহারকারী থেকে লুকিয়ে রাখে।
8. সমগ্র কম্পিউটার সিস্টেমের কার্য নিয়ন্ত্রণ করে কার্নেল।
9. লিনাক্স একধরনের GNOME
ইউজার ইন্টারফেস যুক্ত অপারেটিং সিস্টেম।
10. লিনাক্স একধরনের ফাইল সিস্টেম হল EXT4।
11. শেল কার্নেলের জটিল ফাংশন ব্যবহারকারী থেকে লুকিয়ে রাখে।
C. প্রশ্নগুলির উত্তর দাও: 10 × 3 = 30
1. কম্পিউটারের সংজ্ঞা দাও।
2. অ্যানালগ কম্পিউটার কি? তার ব্যাখ্যা করো।
3. কম্পিউটারের বৈশিষ্ট্য লেখো।
4. কম্পিউটারের গঠন ও ব্লক চিত্র এঁকে বর্ণনা করো।
5. কী বোর্ডের কী কয়প্রকার? বর্ণনা দাও।
6. CRT ও LCD মনিটরের পার্থক্য লেখো।
7. প্রাইমারি মেমোরি ও সেকেন্ডারি মেমোরির মধ্যে পার্থক্য লেখো।
8. ফাইল কি? তার বিবরণ দাও।
9. সাব-ফোল্ডার তৈরী করার পদ্ধতি লেখ।
10. ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার পদ্ধতি লেখো।
D. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: 10 × 2 = 20
1. Word Document অ্যাবাকাস এর লিবরে অফিস রাইটারে কয় প্রকার Alignment
দেওয়া যায়? তার সংক্ষিপ্ত বিবরণ দাও।
2. রাইটার Document
-এ Tab -এর
প্রকারভেদ ও তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
3. (a) মেনুবারের মাধ্যমে লিস্ট তৈরীর পদ্ধতি লেখ।
(b) ডকুমেন্ট প্রিন্ট করার পদ্ধতি লেখ।
Set – 2 | F.M – 50 | Time – 1 hr 30 Minutes
A. Fill in the blanks with the
correct words: 10 x 1 = 10
(নিচের
শব্দগুলি বসিয়ে শূন্যস্থান পূরণ কর:)
[ Expression, Variable,
Statement, String, Constant, Assignment, .sb, Google, Draft, Information]
1. ______ is a value that can't be changed during program
execution.
2. ______ constants must be enclosed in double Quotes.
3. N$ is an example of a ______.
4. The Piece of program code A*B is called a/an ______.
5. A Command or instruction in Qbasic is called a/an ______.
6. The statement ______ assigns a value to a variable.
7. The extension of Small Basic Program is ______.
8. A popular search engine is ______.
9. ______ contains e-mail messages that are incomplete and
unsent.
10. The internet is frequently used to retrieve ______.
B. Write TRUE or FALSE: 10 x 1
= 10
(সত্য অথবা মিথ্যা লেখ:)
1. A variable name can have a space.
2. The arithmetic operator for multiplication is *.
3. The MOD operator gives you the remainder after division.
4. The Command for reading a value from the keyboard is REM.
5. The PRINT statement is used to write output on the screen.
6. The internet is a network of only ten thousand computers.
7. A web page is a document written in HTML.
8. The index page of any web site is called the HOME page.
9. Press F5 key to run a basic program.
10. In Basic, upper and lower case letters have the same meaning.
C. Answer the following
question: 4 x 5 = 20
(নিচের
প্রশ্নগুলির উত্তর দাও:)
1. What are the rules for
naming a Qbasic variable?
(ভেরিয়েবল এর
নামকরণের নিয়মগুলি লেখ।)
2. What is a reserved word?
Name any two reserved words.
(বেসিক এ
সংরক্ষিত শব্দ বলতে কি বোঝ? দুটি সংরক্ষিত শব্দের নাম লেখ।)
3. Write a basic program to
calculate sum of any two numbers.
(যে কোনো
দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার বেসিক প্রোগ্রাম লেখ।)
4. Write a Basic program to
input a number and display its square and cube.
(কোনো সংখ্যার square এবং
cube বের করার
বেসিক প্রোগ্রাম লেখ।)
D. Write the full forms : 10 x 1 = 10
(পূর্ণরূপ
লেখ:)
1. ISP -
2. MODEM -
3. URL -
4. WWW -
5. Cc -
6. Bcc -
7. E-mail -
8. BASIC -
9. REM -
10. MOD -
Set – 3 | F.M – 30 | Time – 50 Minutes
1. সঠিক উত্তরটি নির্বাচন করো:
1 x 10 = 10
i) কোনটি আউটপুট যন্ত্র - a) কী বোর্ড b) স্ক্যানার c) প্রিন্টার d) কোনোটিই নয়
ii) - এর মধ্যে কোনটি সফটওয়্যার - a) মাদারবোর্ড b) ইউ.পি.এস.
c) উইন্ডোস d) কোনোটিই নয়
iii) কী বোর্ডের কোন key এর
সাহায্যে দুটি অক্ষরের মাঝে ফাঁকা দেওয়া যায় - a)
Enter key b) Back space key c) Spacebar key d) কোনোটিই নয়
iv) RAM একপ্রকার কোন
মেমোরি - a) সেকেন্ডারী b) প্রাইমারী c) ম্যাগনেটিক d) কোনটিই নয়
v) ROM কে সাধারণত কয়টি শ্রেণিতে ভাগ করা যায় - a) দুটি
b) তিনটি c) চারটি d) কোনোটিই নয়
vi) C-Language হলো
- a) প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ b) নন-প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ c) অবজেক্ট ওরিয়েন্ট ল্যাঙ্গুয়েজ d) কোনোটিই নয়
vii) কপি করার
সার্কিটটি হল - a)
Alt + V b) Ctrl + C c) Ctrl + R d) কোনোটিই নয়
viii) কম্পিউটার ভাষার জনক কোনটি - a)
"Java" b) "C" c) "Cobal" d) "Pascal"
ix) কোন মনিটরে সবথেকে বেশি বিদ্যুতের খরচ হয় - a)
CRT মনিটর b)
LCD মনিটর c)
LED মনিটর d) কোনোটিই নয়
x) কম্পিউটারের গাণিতিক সমস্যার সমাধান করে CPU-এর
কোন অংশটি - a)
ALU b) CU c) RAM d) ROM
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো:
4 x 5 = 20
1. কম্পাইলার ও
ইন্টারপ্রিটার বলতে কী বোঝ। কয়েকটি প্রচলিত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর নাম লেখ। (2+2+1=5)
2. ওয়ার্ড প্রসেসর কি? রাইটারে ডকুমেন্টে টেক্সট লেখার পদ্ধতি লেখ। ডকুমেন্টে টেক্সটটি কাট ও পেষ্ট করার পদ্ধতিটি লেখ। (1+2+2=5)
3. পার্থক্য লেখ: (2 x 2.5 = 5)
a) প্রাইমারী মেমোরি ও সেকেন্ডারী মেমোরি
b) LCD মনিটর ও
LED মনিটর
4. প্রসেসিং ডিভাইস ও স্টোরেজ ডিভাইস কী? উদাহরণ লেখ।
টীকা লেখ - স্ট্যান্ডার্ড টুলবার। (3+2=5)
Set – 4 | F.M – 30 | Time – 50 Minutes
A) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ:
10 x 1 = 10
1. একাধিক কম্যান্ডকে বারবার চালাতে ব্যবহার হয় — রিসেট / রিপিট / ক্লিয়ার কম্যান্ড।
2. প্রোগ্রাম লেখার জন্য ব্যবহার হয় — ক্যানভাস / ইন্সপেক্টর / উইন্ডো।
3. Ctrl + P চেপে — Edit / Print / Open করা হয়।
4. রাইটারে ইনডেন্ট পাওয়া যায় — 2 / 3 / 4 টি।
5. টারটেল পেনের রং করতে ব্যবহার হয় — cc / pw / pc কম্যান্ড।
6. পোর্টেট / ল্যান্ডস্কেপ — কাগজ উচ্চতায় বড়ো।
7. Save অপশনটি থাকে — File / Edit / View মেনুতে।
8. মুছে ফেলা ফাইলগুলি জমা হয় — Documents / Trash / Home এ।
9. টারটেলে কম্যান্ডগুলি সর্বদা লেখা হয় — ছোটো
/ বড়ো / উভয় হরফে।
10. VRGB–তে R দ্বারা বোঝানো হয় — সবুজ
/ নীল / লাল রং।
B) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: 10
x 1 = 10
1. EDP–র সম্পূর্ণ নাম কী?
2. মাউসের প্রধান কাজ কী?
3. ট্র্যাশ কী?
4. ট্যাব কয় প্রকার ও কী কী?
5. ফোল্ডারের প্রয়োজনীয়তা লেখ।
6. টেক্সট অ্যালাইনমেন্ট কী কী?
7. রাইটার কেন ব্যবহার করা হয়?
8. বুলেটসের প্রয়োজনীয়তা কী?
9. মেমোরি কয় প্রকার ও কী কী?
10. ফন্টওয়ার্ক গ্যালারি আইকনটি কোন টুলবারে অবস্থিত?
C) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: 4 x 2.5 = 10
1. সফটওয়্যারের প্রয়োজনীয়তা লেখ।
2. কপি ও মুভ করার মধ্যে পার্থক্য লেখ।
3. bw ও tr কম্যান্ডের কাজ কী?
4. নিম্নলিখিত কম্যান্ডটির আউটপুট কী হবে?
fw 100
ir 90
fw 50
Enter Your Comment