WBBSE Madhyamik Geography Mock Test 2026। মাধ্যমিক মক টেস্ট ভূগোল প্রশ্নপত্র 2026

0

মাধ্যমিক ভূগোল 2026 ভূগোল মক টেস্ট | পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল মক টেস্ট

WBBSE Madhyamik Geography Mock Test 2026। মাধ্যমিক মক টেস্ট ভূগোল প্রশ্নপত্র 2026


মাধ্যমিক ভূগোল 2026 ভূগোল মক টেস্ট প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা এখন পাচ্ছেন সবচেয়ে নির্ভুল ও পরীক্ষাভিত্তিক সামগ্রী। এখানে দেওয়া হলো Madhyamik Geography Mock Test Question Paper 2026, মাধ্যমিক ভূগোল মক টেস্ট, এবং WBBSE Madhyamik Geography Mock Test 2026–এর উপর ভিত্তি করে সাজানো সম্পূর্ণ প্র্যাকটিস সেট। যারা মাধ্যমিক ভূগোল সাজেশন 2026 PDF, মাধ্যমিক ভূগোল সাজেশন 2026 MCQ, অথবা Class 10 Geography Mock Test in Bengali খুঁজছেন, তাঁদের জন্য এটি একটি উপযোগী প্ল্যাটফর্ম। পাশাপাশি পশ্চিমবঙ্গ বোর্ড মাধ্যমিক ভূগোল মক টেস্ট প্রশ্ন 2025 PDF, WBBSE Geography Mock Test in Bengali PDF, এবং Madhyamik Geography Question Paper 2026 PDF Download শিক্ষার্থীদের আগের বছরের প্রশ্নপত্রসহ পূর্ণ পরীক্ষাভিত্তিক অনুশীলনের সুযোগ করে দেবে।


Madhyamik Geography Mock Test Question Paper 2026 


বিভাগ – ক (1×14=14)

1. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :


1.1 গৌর সৃষ্টি হয় যে প্রক্রিয়ার দ্বারা—

(ক) আরোহন

(খ) অবরোহন

(গ) পর্যায়ন

(ঘ) অগ্ন্যুদ্‌গম


1.2 নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় যে দুটি স্রোতের প্রভাবে—

(ক) ওয়াশিয়ো ও কুরোশিয়া

(খ) উপসাগরীয় ও ল্যাব্রাডর

(গ) ফকল্যান্ড ও ব্রাজিল স্রোত

(ঘ) ক্যানারী ও নিরক্ষীয় স্রোত


1.3 একটি তন্তু ফসলের উদাহরণ হল—

(ক) বাজরা

(খ) ভুট্টা

(গ) পাট

(ঘ) যব


1.4 সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমান হল প্রায়–

(ক) 1,003 মিলিবার

(খ) 1,013 মিলিবার

(গ) 1,030 মিলিবার

(ঘ) 1,043 মিলিবার


1.5 প্রতিযোগ অবস্থান লক্ষ করা যায় যে তিথিতে তা হল—

(ক) অষ্টমী

(খ) দশমী

(গ) পূর্ণিমা

(ঘ) অমাবস্যা


1.6 একটি জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ হল—

(ক) পলিথিন

(খ) কাগজ

(গ) মৃতদেহ

(ঘ) ফলের খোসা


1.7 একটি শিকড় আলগা শিল্প হল—

(ক) লৌহ-ইস্পাত শিল্প

(খ) চিনি শিল্প

(গ) কার্পাস শিল্প

(ঘ) রবার শিল্প


1.8 ভারতের সবচেয়ে কম জনঘনত্বযুক্ত রাজ্য হল—

(ক) অরুণাচল প্রদেশ

(খ) গোয়া

(গ) উত্তরপ্রদেশ

(ঘ) পশ্চিমবঙ্গ


1.9 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে বাদামি রং দ্বারা বোঝানো হয়—

(ক) উচ্চতা

(খ) নদী

(গ) সড়কপথ

(ঘ) রেলপথ


1.10 মরু অঞ্চলে অবস্থিত শুষ্ক নদী উপত্যকা বলা হয়—

(ক) বোলসন

(খ) ওয়াদি

(গ) প্লায়া

(ঘ) রেলপথ


1.11 চিনি শিল্প কারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থ কে বলে—

(ক) লিচেট

(খ) ব্যাগাসি

(গ) ফ্লাই অ্যাস

(ঘ) কার্বন


1.12 জলপ্রপাতের নীচে জলের আঘাতে সৃষ্ট বিশালাকার গর্ত কে বলে—

(ক) মন্থকূপ

(খ) হাড়িয়াকূপ

(গ) প্রপাতকূপ

(ঘ) ক্যানিয়ন


1.13 কমলালেবুর শহর বলা হয়—

(ক) বেঙ্গালুরু

(খ) নাগপুর

(গ) চন্ডীগড়

(ঘ) দিল্লী


1.14 15' × 15' অক্ষাংশ ও দ্রাঘিমাযুক্ত ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক হতে পারে—

(ক) 73

(খ) 73A

(গ) 73 A/15

(ঘ) 73 A/19


বিভাগ – খ

2. নীচের বাক্যগুলি “শুদ্ধ” না “অশুদ্ধ” নির্ণয় কর : (ছয়টি) (1×6=6)


2.1.1 শীতকালে হিমরেখার উচ্চতা হ্রাস পায়।

2.1.2 মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বাড়ে।

2.1.3 নিক বিন্দুতে জলপ্রপাত গঠিত হয়।

2.1.4 RADAR একটি সক্রিয় সংবেদক।

2.1.5 ভারতের একটি বনজভিত্তিক শিল্প হল কাগজ শিল্প।

2.1.6 অশিক্ষা দ্রুত জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী নয়।

2.1.7 উষ্ণ সমুদ্র স্রোতের সাথে হিমশৈল থাকে।


2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূণ্যস্থান পূরণ কর : (ছয়টি) (1×6=6)


2.2.1 হিম প্রাচীর দেখা যায় ________ মহাসাগরে।

2.2.2 ভারতের মূল ভূ-খন্ডের দক্ষিণতম বিন্দু ________।

2.2.3 পৃথিবীর ________ বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়।

2.2.4 ল্যান্ডফিল থেকে উৎপন্ন একটি গ্যাস হল ________।

2.2.5 ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ________।

2.2.6 ________ শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়।

2.2.7 বল উইভিল পোকা ________ চাষে ক্ষতি করে।


2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও : (ছয়টি) (1×6=6)


2.3.1 ক্র্যাগের পশ্চাৎ দেশের শিলাস্তুপের নাম কি?

2.3.2 পেরিজি ও সিজিগির যৌথ অবস্থাকে কি বলে?

2.3.3 হিমালয় পর্বত কোন পর্বত গ্রন্থি থেকে উৎপন্ন হয়েছে?

2.3.4 ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে কি বলে?

2.3.5 উপগ্রহ চিত্রে অরণ্য কোন বর্ণে দেখানো হয়?

2.3.6 কোন তিথিতে মরা জোয়ার হয়?

2.3.7 কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়?

2.3.8 জল প্রবাহ দ্বারা মাটির ওপরের স্তর চাদরের আকারে অনুসৃত হলে, তাকে কি বলে?


2.4 বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো : (1×4=4)



বামদিক                  ডানদিক


2.4.1 কুমায়ন হিমালয় (i) মহানদী

2.4.2 আউট সোর্সিং (ii) রেগুর মাটি 

2.4.3 মহারাষ্ট্র (iii) নৈনিতাল

2.4.4 ওড়িশা (iv) তথ্যপ্রযুক্তি শিল্প


বিভাগ – গ 

3. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :(2×6=12)

3.1 নগ্নীভবন কাকে বলে?

অথবা

কার্যকরী সৌর বিকিরন বলতে কী বোঝো?


3.2 আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও।

অথবা

ঘূর্ণবাতের চক্ষু কী?


3.3 জৈব ভঙ্গুর বর্জ্য কী?

অথবা

স্ক্র্যাবার বলতে কী বোঝো?


3.4 মরুস্থলী বলতে কী বোঝো?

অথবা

করমন্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয় কেন?


3.5 ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে?

অথবা

বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও।


3.6 ভূ সমলয় উপগ্রহ বলতে কী বোঝো?

অথবা

মিলিয়ন শিট বলতে কী বোঝো?


বিভাগ – ঘ 

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :(3×4=12)


4.1 অণুদৈর্ঘ্য ও বার্খান বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখ।

অথবা

ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে তিনটি পার্থক্য লেখ।


4.2 বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকাগুলি লেখ।

অথবা

উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার আলোচনা করো।


4.3 মৃত্তিকাক্ষয়ের তিনটি কারণ লেখ।

অথবা

ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখ।


4.4 উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য নির্ণয় করো।

অথবা

ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য লেখ।


বিভাগ – ঙ 

5.1 যে কোনও দুটি প্রশ্নের উত্তর দাও :(5×2=10)


5.1.1 নদীর উচ্চ গতিতে সৃষ্ট যে কোন তিনটি ভূমিরূপের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা কর।

5.1.2 সমুদ্র স্রোতের উৎপত্তির কারণগুলি আলোচনা কর।

5.1.3 বায়ুমন্ডলের তাপমাত্রার তারতম্যের পাঁচটি কারণ বর্ণনা কর।

5.1.4 মৌসুমি জলবায়ু ও ভূমধ্য সাগরীয় জলবায়ুর পার্থক্য আলোচনা কর।


5.2 যে কোনও দুটি প্রশ্নের উত্তর দাও : (5×2=10)


5.2.1 ভারতে চা উৎপাদনের অনুকূল ভৌগলিক পরিবেশের বর্ণনা দাও।

5.2.2 পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্পের একদেশীভবনের কারণ বিশ্লেষণ কর।

5.2.3 ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা কর।

5.2.4 পশ্চিম ভারতে বস্ত্র বয়ন শিল্পের উন্নতির কারণগুলি কি কি?


বিভাগ – চ 

6. ভারতের প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত গুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত কর :(1×10=10)


6.1 শিবালিক পর্বত

6.2 নর্মদা নদী

6.3 মালাবার উপকূল

6.4 ভারতের শুষ্কতম অঞ্চল

6.5 উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল

6.6 বিশাখাপত্তনম বন্দর

6.7 পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র

6.8 দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার

6.9 উত্তর ভারতের বৃহত্তম মহানগর

6.10 বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল


বি:দ্রঃ— তোমরা তোমাদের Mock Test-এর উত্তর আমাদের কাছে পাঠাতে পারো। ৯০-এর মধ্যে ৮০ বা তার বেশি নম্বর পেলে তোমাদের জন্য থাকছে এক দারুণ সারপ্রাইজ!


Send Your Answer Sheet : - Send Here 



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)