WBCHSE Class 11 Bengali Question Answer Suggestions 2026 । ক্লাস 11 ২য় সেমেস্টার বাংলা প্রশ্ন

0

WBCHSE Class 11 Bengali Semester 2 Model Question Paper 2026 

WBCHSE Class 11 Bengali Question Answer Suggestions 2026 । ক্লাস 11 ২য় সেমেস্টার বাংলা প্রশ্ন


একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের জন্য WBCHSE Class 11 Bengali Semester 2 Model Question Paper 2026 এবং Class 11 Bengali 2nd Semester Question Paper with Answers 2026 অত্যন্ত সহায়ক। এখানে আপনি পাবেন ক্লাস 11 ২য় বাংলা সাজেশান 2026, একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার সাজেশন, এবং Class 11 Bengali 2nd Semester Question & Answer 2026, যা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রস্তুত। এছাড়াও, শিক্ষার্থীরা Eleven Class Bangla Prorshno O Uttor, একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার বাংলা সাজেশন 2026, এবং HS Class 11 2nd Semester Bengali Suggestion ব্যবহার করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। এই সংকলনে রয়েছে একাদশ দ্বিতীয় সেমিস্টার বাংলা সাজেশন প্রশ্নপত্র, Class 11 Semester 2 BENGALI Suggestion 2026, একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ২০২৬, এবং Class 11 Bengali 2nd Semester Model Question 2026, যা পরীক্ষার্থীদের পরীক্ষায় ভালো নম্বর অর্জনে সাহায্য করবে।



Class 11 Bengali Semester 2 Question & Answer Suggestions 


একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার বাংলা সাজেশন ২০২৬ এবং WB Class 11 Bengali Model Question Paper 2026 PDF ব্যবহার করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। এছাড়াও, WBCHSE Class 11 Bengali Question Answer Suggestions 2026 এবং একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর সহজে ডাউনলোড করে অনুশীলন করা যায়। শিক্ষার্থীরা WB Class 11 Semester 2 Model Paper Bengali এবং West Bengal Class 11 Semester 2 Bengali Model Paper 2026 PDF ব্যবহার করে পুরো সিলেবাস অনুশীলন করতে পারে এবং পরীক্ষায় ভালো নম্বর অর্জনে সহায়তা পাবে। এই মডেল পেপার ও সাজেশনগুলি পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ রেফারেন্স হিসেবে কার্যকর।


WB Class Eleven Second Semestar Bengali Question Paper 2026 

Set - 1 

TIME- 2 HOUR ।।  F.M= 40   


1.অনধিক ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৫×১ = ৫

i)   ছুটি (রবীন্দ্রনাথ ঠাকুর রচিত) গল্পটির প্রকাশকাল লেখ। সেই গ্রামের কথা মনে পড়িত - গ্রামের যে কথা মনে পড়তো তা উল্লেখ কর।

ii)   প্রেমেন্দ্র মিত্রের “তেলেনাপোতা আবিষ্কার' গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প – বিষয়বস্তুর নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা কর। ৫


2. অনধিক দেড়শো শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও ৫×১ = ৫

 i)    ভাবসম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা কর। ২ + ৩ = ৫

 ii)    আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক - কাদের এই দাবি? দাবিটি কতটা যুক্তিসঙ্গত লেখ।


3.অনধিক ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৫×১ = ৫

 i)   “এই আর কডা দিন বউ, বুঝলি।”-কে এ কথা বলেছে? এই ‘আর কডা দিন’-এর কী পরিচয় পাওয়া যায়? এরপরে কী হবে বলে বক্তা প্রত্যাশা করেছে?

ii)   ‘আগুন’ নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্যে যে চিত্র ফুটে উঠেছে তা লেখো।


4.অনধিক ১৫০ শব্দের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২ = ১০ 

 i)   ‘আড্ডা’ রচনা অংশে আড্ডার বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর।

 ii)   মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কি ছিল? আন্দ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা  দিয়েছিলেন?

 iii)   পাঠকের বই কেনার ধরন বিষয়ে লেখক কি বলেছেন তা নিজের ভাষায় লেখ। 

 iv)  ’ আজব শহর কলকাতা ‘, রচনায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখক এর মনে কিরূপভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক- এর কি অভিজ্ঞতা হয়েছিল?


5. অনধিক ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১ = ৫

i)    ছড়ার বৈশিষ্ট্য উদাহরণসহ লেখ। 

ii)   গদ্য সাহিত্যে কালীপ্রসন্ন সিংহ এর অবদান লেখ ।

iii)   মধুসূদন দত্তের কাব্য সাহিত্যে অবদান সংক্ষেপে লেখ।


6. নিম্নলিখিত যেকোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম-বেশি ৪০০ শব্দের মধ্যে  একটি প্রবন্ধ রচনা কর। (10*1=10)

i)   নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা কর। 

বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ 


ii)  প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তি ক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা কর। 

     বর্তমান শিক্ষার্থীদের উপর পড়াশোনার চাপ ও অতি ব্যস্ততা ক্ষতিকর।

   পক্ষে : অবকাশের অভাব, আনন্দের অভাব, যান্ত্রিক শিক্ষা, মনের উপর চাপ, শিক্ষার্থীর সুষম বিকাশে      বাধা, শিক্ষার গুণগতমান হ্রাস।

  বিপক্ষে : বহুমুখী জ্ঞানের বিকাশ, প্রতিযোগিতামূলক শিক্ষায় শিক্ষার্থীর মানসিক শক্তি বৃদ্ধি, প্রতিকূলতা  থেকে শিক্ষা সাধনার প্রেরণা, শিক্ষার প্রসার ও গুণগত মান বৃদ্ধি, প্রতিভা বিকাশের বহুমুখী সম্ভাবনা।



একাদশ শ্রেণীর বাংলা সাজেশন ২০২৬

Set - 1 

TIME- 2 HOUR ।।  F.M= 40   


১। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১ = ৫

১.১ 'ছুটি' গল্পে মামাবাড়িতে গিয়ে ফটিকের যে দুরাবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখ। ৫

১.২ মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিবহু সত্যি নেই - এ কথা কার, কেন মনে হবে ?এই মনে হওয়ার কারণ কি ?


২। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :।  ৫×১ = ৫

২.১ 'কি কহব রে সন্ধি আনন্দ ওর' - কথাটি কে,কার উদ্যোগে বলেছে ?বক্তার এমন আনন্দের কারণ কি ?

২.২ লালন শাহ্ কে ছিলেন? পাঠ্য লালনগীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা কর। ২ + ৩ = ৫


৩। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১ = ৫

৩.১ “আগুন জ্বলছে আমাদের পেটে।”-বক্তা কে? মন্তব্যটির তাৎপর্য সমগ্র নাট্যকাহিনি অবলম্বনে আলোচনা করো।

৩.২  “আরে দুত্তোর নিকুচি করল তোর লাইনের।”-কে, কাকে এ কথা বলেছে এবং কখন? তার এই প্রতিক্রিয়ার কারণ কী ছিল?


৪। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 5×2 = ১০

৪.১ “পঁচিশে বৈশাখ' প্রবন্ধে সৈয়দ মুজতবা আলি গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন্ কোন্ গুণের উল্লেখ করেছেন? তাঁর কাছে কবির গান অসম্পূর্ণ রূপে প্রতিভাত হয় না কেন? ২ + ৩ = ৫

৪.২ “মহা মুশকিল।”-কে, কোথায় মহা মুশকিলে পড়েছিলেন? হঠাৎ মুশকিলে পড়ে, তা থেকে তিনি কীভাবে উদ্ধার পেয়েছিলেন সে প্রসঙ্গ সংক্ষেপে আলোচনা করো।  ২ + ৩ = ৫

৪.৩ মার্ক টুয়েনের লাইব্রেরীর বিশেষত্ব কি ছিল? আঁদ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? ২ + ৩ = ২

৪.৪  “বাড়ির আড্ডায় 'মেল' মেলে না”- এরূপ উক্তির কারণ কী? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন?


৫। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১ = ৫

৫.১ বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা কর।

৫.২ বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে লেখ।

৫.৩ ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো।


৬। নিম্নলিখিত যে-কোনো ১টি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে ১টি প্রবন্ধ রচনা করো : ১০ x ১ = ১০ 

৬.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো।

সবুজায়ন বনাম নগরায়ণ


৬.২ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো।

দূরদর্শন মানবজীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে :-

দূরদর্শনের অপকারিতা নিয়ে আজ অনেকেই সোচ্চার। এটি মানুষকে নেশাগ্রস্ত করে তুলেছে। নানাধরণের অনুষ্ঠানের আকর্ষণে বহু মানুষ এখন অনেকটা সময় দূরদর্শনের সামনে বসে কাটায়। ফলে তাদের নিত্যকর্মে বিঘ্ন ঘটে। এর আকর্ষণে শিক্ষার্থী ভুলে যায় পঠন-পাঠনের কথা, মানুষ ভুলতে বসেছে সামাজিক আদান-প্রদানের প্রয়োজনীয়তা, এর কোনো কোনো অনুষ্ঠানে থাকে নৈতিক অধঃপতনের বীজ। বর্তমান সমাজে কিশোর অপরাধীর সংখ্যা বৃদ্ধির জন্য অনেকেই দূরদর্শনকে দায়ী করে। তাই বলা যায় দূরদর্শন মানবজীবনে যতই আনন্দের আয়োজন করে থাক, তার কু-প্রভাব কোনো অংশে কম নয়।




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)