West Bengal Police Constable 2025 Question Paper with Answer। West Bengal Police Answer Key 2025

1

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রশ্নোত্তর | Police Constable Question Paper PDF 

West Bengal Police Constable 2025 Question Paper with Answer। West Bengal Police Answer Key 2025


পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রশ্নোত্তর নিয়ে প্রস্তুতি নিতে চান এমন প্রার্থীদের জন্য এখানে তুলে ধরা হলো সম্পূর্ণ সহায়ক ও পরীক্ষামুখী উপকরণ। Police Constable Question Paper PDF, কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF, এবং WBP Constable Previous Year Question Paper with Answer প্রার্থীদের পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে। আসন্ন পরীক্ষার জন্য West Bengal Police Answer Key 2025, WBP Constable Question Paper and Answer Key 2025, ও West Bengal Police Constable Question Paper 2025 with Answer Key অত্যন্ত কার্যকরী। পাশাপাশি WBP Cut Off 2025 এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রাক্টিস সেট পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও নিখুঁতভাবে গড়ে তুলতে সাহায্য করবে।


WBP Constable Answer Key 2025 | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টবল প্রশ্ন


WB পুলিশ কনস্টেবল 2025 বছরের প্রশ্নপত্র ভিত্তিক প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য এখানে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ বিশ্লেষণধর্মী সহায়িকা। West Bengal Police Constable Question Paper 2025 এবং WBP Constable Answer Key 2025 পরীক্ষার প্রশ্নের ধরন, কঠিনতার স্তর এবং উত্তর যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষভাবে যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টবল প্রশ্ন খুঁজছেন, তাঁদের জন্য এখানে রয়েছে পরীক্ষামুখী সঠিক দিশা। পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এর ৮৫ নাম্বারের সম্পূর্ণ প্রশ্ন-উত্তর সমাধান প্রার্থীদের পূর্ণাঙ্গ ধারণা প্রদান করবে, যা পরীক্ষার আগে চূড়ান্ত রিভিশনে অত্যন্ত কার্যকর। শেষ পর্যন্ত WB Police Constable Question Paper 2025 with Answers প্রার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।


WB পুলিশ কনস্টেবল 2025 বছরের প্রশ্নপত্র


1. সেফোলজি কী?

(A) জিন সংক্রান্ত ব্যাধি নিয়ে চর্চা

(B) মনুষ্য ব্যবহার সংক্রান্ত চর্চা

C) নির্বাচন, ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা

(D) বৃষ্টিপাতের প্যাটার্ন সংক্রান্ত চর্চা

 

2. একটি শ্রেণির 24 জন বালকের বয়সের গড় (average) হল 11 বছর। যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয়, তখন গড় (average) বয়স 1 বছর বেড়ে যায়। শিক্ষকের বয়স কত বছর?

(A) 30

(B) 28

(C) 32

(D) 36

 

Direction: Select the word or group of words that is most similar in meaning to the word in capital letters.

3. PROHIBIT

(A) Forsake

(B) Forbear

(C) Forbid

(D) Forfeit

 

4. আশীষের কাছে 10 টাকার 20 টাকার নোট আছে। যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ হয় এবং তার কাছে মোট 3250 টাকা থাকে, তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে?

 

(A) 185

(B) 200

(C) 195

(D) 205

 

 

5. 'A#B' মানে 'A, B-এর ভাই'

'A@B' মানে 'A, B-এর কন্যা'

'A & B' মানে 'A, B-এর স্বামী'

'A%B' মানে 'A, B-এর স্ত্রী'

 

যদি S%D#F@G&H@J হয়,তবে F, H-এর কে?

(A) মেয়ের মেয়ে

(B) পুত্রবধূ

(C) কন্যা

(D) মা

 

6. একটি বালকের পরিচয় দিতে গিয়ে একটি বালিকা বলল, " হল আমার কাকার বাবার মেয়ের ছেলে।"-বালকটি, মেয়েটির কে হয়?

(A) কাকা

(B) জামাই

(C) ভাই

(D) ভাইপো

 

7. একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয়মূল্যের উপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে এবং বিক্রয় করার সময় নির্দিষ্ট দামের উপর 15% ছাড় দেয়। বিক্রেতার শতকরা লাভ বা ক্ষতি কত?

(A) 4% লাভ

(B) 4% ক্ষতি

(C) 2% ক্ষতি

(D) 2% লাভ

 

. গাণিতিক চিহ্নগুলির সঠিক সংমিশ্রণটি নির্বাচন করো যা ক্রমানুসারে * চিহ্নগুলি প্রতিস্থাপন করতে পারে এবং সমীকরণের ভারসাম্য বজায় রাখতে পারে।

33*4*15*3*61=188

(A) + - ÷ x

(B) ÷ x - +

(C) + x ÷ -

(D) x - ÷ +

 

9. 'Blatant' যেভাবে 'Open'-এর সাথে সম্পর্কিত, সেভাবে 'Secret' যার সাথে সম্পর্কিত হবে, তা হল-

 

(A) Overt

(B) Obvious

(C) Free

(D) Covert

 

Direction: Select the word or group of words that is most similar in meaning to the word in capital letters.

10. CONTRADICT

(A) Talk abusively

(B) Contempt

(C) Request politely

(D) Deny emphatically

 

Direction: Below the sentence, three possible situations for the underlined part are given. If one of them (A), (C) or (D) is better than the underlined part, select that part as your answer or else put (B), ifnone of these substitutions improves the sentence.

11. The poor villagers (have waited) in bitter cold for more than four hours now.

(A) has been waiting

(B) No improvement

(C) have been waiting

(D) had waited

 

12. প্রশ্নবোধক স্থানে কী বসবে?

452 + 312 – 16 = 34 x ?

(A) 26

(B) 18.

(C) 22

(D) 24

 

Direction: Below the sentence, three possible situations for the underlined part are given. If one of them (A), (C) or (D) is better than the underlined part, select that part as your answer or else put (B), if none of these substitutions improves the sentence.

13. If it will rain, the match will be abandoned.

(A) If it rained

(B) No improvement

(C) If it rains

(D) If it would rain

 

14. দুটি সংখ্যার যোগফল 506 যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির 5/18 হয়, তবে প্রথম সংখ্যার 4/9  অংশ দ্বিতীয় সংখ্যার 2/11 অংশের মধ্যে অন্তর (difference) কত?

(A) 186

(B) 168

(C) 206

(D) 156

 

15. UN-এর নিরাপত্তা পরিষদের (Security Council) স্থায়ী সদস্যের সংখ্যা হল

 

(A) 5

(B) 6

(C) 3

(D) 4

 

 

16. প্রদত্ত শব্দগুলি ইংরেজি ডিকশনারিতে যেভাবে থাকে তা নির্ণয় করো।

1.Lambast 2. Lighten 3. Legacy 4. Languish 5. Laughter 6. Lightly

 

(A) 1,4, 5, 3, 2,6

(B) 1, 4, 5, 2, 3, 6

(C) 1, 5, 4, 2, 3, 6

(D) 1, 5, 4, 3, 6, 2

 

17. একটি পরীক্ষায় 25টি MCQ আছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর অতিরিক্ত কাটা যায়। যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর

পায়, তবে সেক-টি প্রশ্নের উত্তর দেয়নি?

 

(A) 4

(B) 3

(C) 2

(D) 5

 

18, যদি 5^(a+b) = 5 × 25 × 125 হয়, তবে (a+b)² = ?

 

(A) 36

(B) 64

(C) 9

(D) 25

 

19. এই প্রশ্নে, তিনটি বিবৃতি দেওয়া আছে, সাথে তিনটি সিদ্ধান্ত যথাক্রমে I, II,এবং III বিবৃতিগুলিকে সঠিক ধরে নিয়ে, নির্দেশ করো কোন সিদ্ধান্তটি যুক্তিপূর্ণভাবে বিবৃতিগুলি থেকে পাওয়া যায়।

 

বিবৃতি:-

কিছু কিছু চামচ হয় কালো।

সব কালোই হয় কাক।

কোনো কাকই থালা নয়।-

 

সিদ্ধান্ত:

(I) কিছু কিছু কালো হয় চামচ।

(II) সব কাকই হয় কালো।

(III) কোনো থালাই কাক নয়।

 

(A) শুধুমাত্র II সঠিক।

(B) শুধুমাত্র এবং II সঠিক।

(C) শুধুমাত্র। সঠিক।

(D) শুধুমাত্র I এবং II সঠিক।

 

 

20. বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে, ওই হারে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকার 2/5 অংশ হয়?

 

(A) 6

(B) 5

(C) 2

(D) 4

 


Answer Key 1 to 20

1. (C)     6. (C)     11. (C)    16. (A)

2. (D)     7. (D)     12. (C)    17. (A)

3. (C)     8. (D)     13. (C)    18. (A)

4. (C)     9. (D)     14. (D)    19. (B)

5. (C)     10. (D)    15. (A)    20. (D)



21. যদি 2a = 3b = 4c হয়, তবে a : b : c = ?

 

(A) 8:6:5

(B) 3:6:4

(C) 3:4:6

(D) 6:4:3

 

22. x - 5 y / x + 5y = 7 / 13 হয়, তবে x / y এর মান কত ?

 

(A) 25 / 3

(B) 35 / 13

(C) 25 / 13

(D) 50 / 3

 

 

23. একটি সংখ্যা তার এক-তৃতীয়াংশ অপেক্ষা 124 বেশি হলে, সংখ্যাটি কত?

 

(A) 184

(B) 148

(C) 186

(D) 168

 

24. নন্-স্টিক রান্নার বাসনপত্র কী দিয়ে আচ্ছাদিত করা থাকে?

 

(A) কালো রং

(B) পলিস্টাইরিন

(C) টেফলন

(D) পিভিসি

 

 

25. যদি x = –5 এবং y =– 7 হয়,তবে  (27x³ – 58x²y + 31xy² – y³) -এর মান কত?

 

(A) 1927

(B) - 1927

(C) - 1924

(D) 1924

 

26. প্রশ্নবোধক স্থানে কী বসবে?

 

BCD, ? , BCD, BCD, BCD

 

(A) BCD

(B) BCD

(C) BCD

(D) BCD

 

27. শাহজাহানের চার পুত্রের মধ্যে কে অথর্ব বেদ অনুবাদ

করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান?

(A) দারা

(B) ঔরঙ্গজেব

(C) সুজা

(D) মুরাদ

 

28. A, P, R, X, S এবং Z একটি সারিতে বসে আছে। S এবং Z কেন্দ্রে, A এবং P দু-প্রান্তে এবং R, A-এর বামদিকে বসে আছে। কে P-এর ডানদিকে বসে আছে?

 

(A) S

(B) Z

(C) A

(D) X 

 

Direction: Below the sentence, three possible situations for the underlined part are given. If one of them (A), (C) or (D) is better than the underlined part, select that part as your answer or else put (B), if none of these substitutions improves the sentence.

 

29. You must complete this work up to Sunday.

 

(A) until Sunday

(B) No improvement

(C) within Sunday

(D) by Sunday

 

30. নীচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ?

 

(A) ভারত

(B) ইন্দোনেশিয়া

(C) ব্রাজিল

(D) কিউবা

 

 

31. নীচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে?

(A) ব্রহ্মপুত্র এবং সিন্ধু

(B) সিন্ধু এবং গঙ্গা

(C) ব্রহ্মপুত্র এবং গঙ্গা

(D) তাপ্তী এবং বিপাশা

 

32. কোনো আয়তক্ষেত্রাকার জমির (rectangular plot) দৈর্ঘ্য প্রস্থের অনুপাত (ratio) 6: 5 যদি জমিটির প্রস্থ, তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়,তাহলে ওই আয়তক্ষেত্রাকার

জমিটির পরিসীমা (perimeter) কত মিটার?

 

(A) 784

(B) 874

(C) 894

(D) 748

 

33. কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার 'বন্দে মাতরম' গাওয়া হয়েছিল?

 

(A) 1896

(B) 1886

(C) 1892

(D) 1904

 

34. নীচের কোনটি একটি লিপ-ইয়ার ছিল?

 

(A) 2004

(B) 2002

(C) 1998

(D) 2006 

 

35. চিত্র (a) এবং চিত্র (b) একটি নির্দিষ্ট প্যাটার্নেসম্পর্কিত। একই প্যাটার্নে (c) (d) সম্পর্কিত। প্যাটার্নগুলি দেখে (d)- জায়গায় যে চিত্রটি বসবে, তা চিহ্নিত করো।

 

West Bengal Police Constable 2025 Question Paper with Answer। West Bengal Police Answer Key 2025


36. নীচের কোন পদটি প্রদত্ত সিরিজটির প্রশ্নবোধক স্থানে বসবে?

 

SHP, RIO, PKN, MNM, ?T

(A) IRL

(B) JRL

(C) ISL

(D) IQL

 

37. নীচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর (Gulf)?

 

(A) গিনি উপসাগর

(B) মেক্সিকো উপসাগর

(C) এডেন উপসাগর

(D) পারস্য উপসাগর

 

38. যদি + মানে ÷, × মানে - ,+ মানে × এবংমানে + হয়, তবে 9 + 3 ÷ 4 - 8 × 2-এর মান নির্ণয় করো।

 

(A) 18

(B) 20

(C) 15

(D) 17

 

39. দুটি গাড়ি A এবং B একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে (A উত্তর দিকে, B দক্ষিণ দিকে) যদি A- গতিবেগ 34.5 কিমি প্রতি ঘণ্টা এবং B- গতিবেগ 41.5 কিমি প্রতি ঘণ্টা হয়, তবে কত ঘণ্টা পরে তারা পরস্পরের থেকে 684 কিমি দূরে থাকবে?

 

(A) 8

(B) 10

(C) 9

(D) 7

 

40. নীচের কোন দুটি গ্রহ (Planet) পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী?

 

(A) মঙ্গল এবং শনি (Mars and Saturn)

(B)' বুধ এবং শুক্র (Mercury and Venus)

(C) বৃহস্পতি এবং বুধ (Jupiter and Mercury)

(D) নেপচুন এবং শুক্র (Neptune and Venus)

 


Answer Key 21 to 40

21. (D)    26. (D)    31. (A)    36. (A)

22. (D)    27. (A)    32. (D)    37. (B)

23. (C)    28. (D)    33. (A)    38. (A)

24. (C)    29. (D)    34. (A)    39. (C)

25. (D)    30. (C)    35. (D)    40. (B)



41. জাল্লিকাটু (ষাঁড়-কে বশে আনা) উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত?

 

(A) অন্ধ্রপ্রদেশ

(B) কর্ণাটক

(C) কেরালা

(D) তামিলনাড়ু

 

42. Select the anotonym of 'CONCEAL'.

 

(A) Describe

(B) Explain

(C) Reveal

(D) Show off

 

43. আমাদের জাতীয় পতাকার প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত (Ratio) কত?

 

(A) 3:4

(B) 4:5

(C) 3:5

(D) 2:3

 

44. যদি (x + 1/x) = 10 হয়, তবে x⁴ + 1/x⁴ = ?

 

(A) 10000

(B) 9998

(C) 9602

(D) 9604

 

45. কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে (rate of compound interest) 2 বছরের সুদ 5632 টাকা। ওই একই টাকার ওপর বার্ষিক 12% হারে 3 বছরে সরল সুদ (simple interest) কত টাকা?

 

(A) 4604

(B) 6048

(C) 4608

(D) 4610

 

Direction: Below the sentence, three possible situations for the underlined part are given. If one of them (A), (C) or (D) is better than the underlined part, select that part as your answer or else put (B), if none of these substitutions improves the sentence.

 

46. More than one person (was killed) in the accident.

(A) has been killed

(B) No improvement

(C) were killed

(D) are killed

 

 

47. পাঁচটি সংখ্যা অবিরত অনুপাত (continued proportion)- আছে। চতুর্থ পঞ্চম সংখ্যাটিয থাক্রমে 54 162 হলে, প্রথম সংখ্যাটি নির্ণয় করো।

 

(A) 6

(B) 8

(C) 2

(D)

 

48. আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল-

(A) উর্দুতে

(B) তুর্কিতে

(C) আরবিতে

(D) ফারসিতে

 

49. নীচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয়?

 

(A) ক্যালশিয়াম (calcium)

(B) প্রোটিন (protein)

(C) স্নেহ পদার্থ (fat)

(D) লোহা (iron)

 

50. NITI আয়োগের চেয়ারপার্সন হলেন

(A) অর্থমন্ত্রী

(B) বাণিজ্য শিল্পমন্ত্রী

(C) রাষ্ট্রপতি

(D) প্রধানমন্ত্রী

 

51. নীচের চারটির মধ্যে তিনটি কোনোভাবে সদৃশ এবং একটি গ্রুপ তৈরি করে। নীচের কোনটি ওই গ্রুপের নয়?

 

(A) Pink

(B) Magenta

(C) Blue

(D) Purple

 

52. প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

 

26 28 31 35 ?

(A) 38

(B) 44

(C) 40

(D) 42

 

 

Direction: Select the word or group of words that is most similar in meaning to the word in capital letters.

 

53. VINDICTIVE

 

(A) Rude

(B) Revengeful

(C) Cruel

(D) Harsh

 

54. [890.9 - 512.3] ÷126.2 = ?

(A) 5

(B) 2

(C) 3

(D) 4

 

55. যদি 84 × 13 = 8, 37 × 13 = 6, 26 × 11 = 6 হয়, তাহলে 56 × 22 =?

 

(A) 7

(B) 9

(C) 3

(D) 5

 

56. প্রদত্ত প্রশ্নে প্রশ্নবোধক স্থানে কী বসবে?

750 এর 120% ÷ 25 –16= 1240 এর? % ÷ 31

 

(A) 50

(B) 40

(C) 60

(D) 30

 

57. কোনো সাংকেতিক ভাষায় যদি TOUR-কে 1234, CLEAR-কে 56784 এবং SPARE-কে 90847 লেখা হয়, তবে ওই সাংকেতিক ভাষায় CARE-কে লেখা হবে-

 

(A) 5247

(B) 5847

(C) 1247

(D) 4847

 

58. নীচের বায়ুমণ্ডলের (atmosphere) কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংগঠিত হয়?

(A) আয়নোস্ফিয়ার

(B) ট্রপ্রোস্ফিয়ার

(C) স্ট্যাটোস্ফিয়ার

(D) মেসোস্ফিয়ার 

 

59. কোনো সাংকেতিক ভাষায় COMPAQ কে DQNRBS এবং SONY-কে TQOA লেখা হলে ওই

সাংকেতিক ভাষায় MOTOROLA-কে কী লেখা হবে?

(A NQUQSQMC

(B) OPUPUPIB

(C) NPUPSPMB

(D) INUNSNMB

 

60. 'লিফট'-এর আবিষ্কর্তা কে?

 

(A) থমাস আলভা এডিসন

(B)জন লগি বেয়ার্ড

(C) মাইকেল ফ্যারাডে

(D) .জি. ওটিস

 

Answer Key 41 to 60

41. (D)    46. (B)    51. (C)    56. (A)

42. (C)    47. (C)    52. (C)    57. (B)

43. (D)    48. (D)    53. (B)    58. (B)

44. (C)    49. (D)    54. (C)    59. (A)

45. (C)    50. (D)    55. (A)    60. (D)



61. কোন দিনটিকে 'আন্তর্জাতিক যোগদিবস' রূপে পালন করা হয়?

 

(A) 21 শে জুন

(B) 21 শে মে

(C) 15 এপ্রিল

(D) 15 জানুয়ারি

 

 

62. প্রদত্ত বিকল্পগুলি থেকে এমন একটি সংখ্যা বেছে নাও যা নীচের সিরিজের প্রশ্নবোধক স্থানে বসবে।

189, 532, 316, ?, 377

 

(A) 441

(B) 405

(C) 384

(D) 291

 

63. কোনো সাংকেতিক ভাষায় 'where pre you'-কে 'pit ka ta', 'aye théy there'-কেa da ka' এবং 'they may come'-কে 'dá na ja' লেখা হলে, ওই সাংকেতিক ভাষায় 'there'-কে কীভাবে লেখা হবে?

 

(A) ka

(B) Data inadequate (অপর্যাপ্ত তথ্য)

(C) da

(D) sa

 

64. কোন বর্ণটি (Letter) প্রশ্নবোধক স্থানে বসবে?


West Bengal Police Constable 2025 Question Paper with Answer। West Bengal Police Answer Key 2025


(A) G

(B) H

(C) E

(D) F

 

65. প্রদত্ত প্রতিটি অক্ষরে একটি সংখ্যা চিহ্নিত করা হয়েছে। নীচের সংখ্যাগুলির চারটি বিন্যাসের মধ্যে একটি নির্বাচন করো যা একটি অর্থপূর্ণ শব্দ গঠন করে।

 

E=1, N=2, T=3, S=4, D=5, U=6

 

(A) 4, 3, 6, 1, 5, 3, 2

(B) 2, 1, 4, 5, 3, 3, 6

(C) 4,3,6, 5, 1, 2, 3

(D) 2, 1, 4, 3, 5, 6, 3

 

66. যদি কোনো দ্রব্যের বিক্রয়মূল্য দ্বিগুণ করা হয়, তবে তার লাভ চারগুণ হয়। তাহলে আসল লাভ শতকরা কত?

 

(A) 50

(B) 75

(C) 25

(D) 33 1/3

 

 

67. √98 + √8 - 2/32-এর মান কত?

 

(A) 1

(B) 2√2

(C) 0

(D) 2

 

 

68. নীচের, কোনটি সঠিকভাবে মেলেনি?

 

(A) মিজোরাম - ইটানগর

(B) নাগাল্যান্ডকোহিমা

(C) মণিপুরইম্ফল

(D) মেঘালয়শিলং

 

69. নীচের চিত্রটি যে বিকল্পটিতে (option) খচিত (embedded) করা আছে সেটি নির্বাচন করো। [ঘূর্ণন (rotation) অনুমোদিত নয়]

West Bengal Police Constable 2025 Question Paper with Answer। West Bengal Police Answer Key 2025


 

70. নীচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলি আকবর খান সম্পর্কিত?

 

(A) তবলা

(B) সরোদ

(C) বেহালা

(D) গিটার

 

 

71. প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারদস্তম্ভ দ্রুত নেমে যায়?

 

(A) বায়ুমণ্ডলীয় চাপ (atmospheric pressure) হ্রাসের জন্য

(B) সূর্যের প্রখর তাপশক্তির (heat energy) জন্য

(C) বাতাসে আর্দ্রতা (humidity) বৃদ্ধির জন্য

(D) বায়ুমণ্ডলীয় চাপ (atmospheric pressure) বৃদ্ধির জন্য

 

72. Select the antonym of 'PLENTIFUL'.

 

(A) Small

(B) Scanty

(C) Handful

(D) Rare

 

73. 90 কিমি প্রতি ঘণ্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। প্লাটফর্মটির দৈর্ঘ্য কত মিটার?

 

(A) 900

(B) 1200

(C) 300

(D) 600

 

74. নীচের কোন চিত্রটি সবথেকে ভালোভাবে ভ্রমণকারী, ট্রেন এবং বাসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে?

West Bengal Police Constable 2025 Question Paper with Answer। West Bengal Police Answer Key 2025


 

75. এই প্রশ্নে, একটি বিবৃতির পরে দুটি সিদ্ধান্ত দেওয়া আছে। কোন সিদ্ধান্তটি/গুলি সঠিক?

বিবৃতি:-

A=B>C<D>G<E<F

 

সিদ্ধান্ত:-

I. B>F

II. C<A

 

(A) (I) বা (II) কোনোটিই সঠিক নয়।

(B) (I) এবং (II) উভয়ই সঠিক।

(C) শুধুমাত্র (I) সঠিক।

(D) শুধুমাত্র (II) সঠিক।

 

76. √36 ×18×√1024 = ? x 360 ÷ 5

 

(A) 36

(B) 84

(C) 72

D) 48


77. 512 × 5² × 3 / 45 × 32

(A) 27 ¹⁄

(B) 25 ²⁄

(C) 28 ²⁄

(D) 26 ²⁄

 

78. নীচের কোন বিদ্রোহটি সিধু ও কানুর সাথেসম্পর্কিত?

 

(A) মুন্ডা বিদ্রোহ, 1899 – 1900

(B) ওড়িশা জমিদার বিদ্রোহ, 1804-1817

(C সাঁওতাল বিদ্রোহ, 1855

(D) কোল বিদ্রোহ, 1820 –১৮৩৭

 

79. নীচের কোন পরিপাককারী (digestive) এনজাইম মানুষের লালা রসে উপস্থিত?

 

(A) টায়ালিন

(B) ট্রিপসিন

(C) অ্যামাইলেজ

(D) লাইপেজ

 

80. নীচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে?

 

(A) পশ্চিমবঙ্গ, মণিপুর, মিজোরাম, আসাম

(B) পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম

(C) সিকিম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, মণিপুর

(D) সিকিম, ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড

 

81. পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই_______এর বেশি হওয়া উচিত নয়।

 

(A) 4 মাস

(B) 100 দিন

(C) 3 মাস

(D) 6 মাস

 

82. নীচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে?


West Bengal Police Constable 2025 Question Paper with Answer। West Bengal Police Answer Key 2025


(A) 24

(B) 14

(C) 18

(D) 20

 

83. নীচের বর্ণ-সিরিজে প্রশ্নবোধক স্থানে কী বসবে?

A B C D E F Z Y X W V U A B C D E Z Y X W V U A B V ?

(A) B

(B) Z

(C) U

(D) A

 

84. A এবং B একত্রে একটি ব্যাবসা শুরু করার সময় মূলধন হিসেবে যথাক্রমে 10,400 টাকা এবং 14,300 টাকা বিনিয়োগ করে। 4 মাস বাদে C, 9100 টাকা বিনিয়োগ করে। যদি বার্ষিক মোট লাভের পরিমাণ 11,360 টাকা হয়, তবে C-র লভ্যাংশ (Share of Profit) কত টাকা?

 

(A) 2440

(B) 1840

(C) 2240

(D) 2040

 

Direction: Below the sentence, three possible situations for the underlined part are given. If one of them (A), (C) or (D) is better than the underlined part, select that part as your answer or else put (B), if none of these substitutions improves the sentence.

 

85. Twenty kilometers (are not a great distance) in these days of fast-moving vehicles.

 

(A) aren't a great distance

(B) No improvement

(C) is not a great distance

(D) is no distance


Answer Key 61 to 85

61. (A)    67. (D)    73. (D)    79. (A)

62. (A)    68. (A)    74. (A)    80. (B)

63. (D)    69. (C)    75. (A)    81. (D)

64. (C)    70. (B)    76. (D)    82. (A)

65. (C)    71. (A)    77. (D)    83. (D)

66. (A)    72. (B)    78. (C)    84. (C)

85. (C)





একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন