WBBSE Madhyamik Life Science Mock Test Question Paper 2026 । মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট

0

Madhyamik Life Science Mock Test 2026 – পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য সেরা প্ল্যাটফর্ম

WBBSE Madhyamik Life Science Mock Test Question Paper 2026 । মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট


মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট, Madhyamik Life Science Mock Test, WBBSE madhyamik life science mock test question paper 2026, Info Educations Mock Test 2026, Life Science Mock Test Question Paper, Class 10 Life Science Mock Test Exam Question Paper 2026, মাধ্যমিক ২০২৬ টেস্ট পরীক্ষা জীবন বিজ্ঞান সাজেশন, Madhyamik Life Science 2026 Test Exam Suggestion, এবং Class 10 Life Science Test Exam Question 2026– এই সমস্ত গুরুত্বপূর্ণ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের উপযোগী সম্পূর্ণ মক টেস্ট প্যাকেজ। জীবন বিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে সম্ভাব্য প্রশ্ন, আগের বছরের ট্রেন্ড ও পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এমন প্রশ্ন নিয়ে তৈরি এই মক টেস্ট আপনাকে পরীক্ষার আগে সম্পূর্ণ প্রস্তুতি নিতে সাহায্য করবে।


West Bengal Madhyamik Mock Test 2026 Question paper


বিভাগ - ক

1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখঃ 1×15 = 15


1.1) সূর্য শিশির নামক পতঙ্গভূক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি—

(a) সিসমোন্যাস্টি (b) থ্যার্মোন্যাস্টি (c) ফটোন্যাস্টি (d) কেমোন্যাস্টি চলন।


1.2) মহিলাদের ক্ষেত্রে FSH ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ক্ষরিত হয়ে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা জাগায় —

(a) TSH (b) ADH (c) ইস্ট্রোজেন (d) ACTH


1.3) মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি দেখা যায়?

(a) অ্যানাফেজ (b) প্রোফেজ (c) মেটাফেজ (d) টেলোফেজ


1.4) মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপ অনুপাত?

(a) 1:2:1 (b) 3:1 (c) 9:3:3:1 (d) 2:1:2


1.5) প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলির কোনটি আমাদের রাজ্যে অবস্থিত?

(a) বন্দীপুর (b) সিমলিপাল (c) বক্সা (d) কান্হা


1.6) প্রদত্ত কোন্ জোড়টি সঠিক নয় স্থির কর—

(a) চোরাশিকার — গোরিলার বিপন্নতা বৃদ্ধি

(b) বহিরাগত প্রজাতি — তেলাপিয়া

(c) হটস্পট নির্ধারণ — স্থানীয় ও বিপন্ন প্রজাতির সংখ্যা

(d) গ্রিনহাউস গ্যাস — ইউট্রোফিকেশন


1.7) বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে কোন রোগটি প্রতিরোধ করা যায়—

(a) গয়টার (b) ম্যালেরিয়া (c) যক্ষ্মা (d) থ্যালাসেমিয়া


1.8) ইতর পরাগযোগ পদ্ধতির ক্ষেত্রে কোন জোড়টি সঠিক?

(a) বায়ুপরাগী – আম

(b) জলপরাগী – ধান

(c) পতঙ্গপরাগী – হাইড্রিলা

(d) পক্ষীপরাগী – পলাশ


1.9) ফার্ণের জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়?

(a) প্রোথ্যালাস (b) সোরাস (c) রেণুস্থলী (d) রেণুমাতৃকোশ


1.10) কোন একটি খাদ্যশৃঙ্খলে ক্লোরিণযুক্ত কীটনাশক প্রবেশ করলে নীচের কোন ঘটনাটি ঘটে?

(a) জীববিবর্ধন (b) ইউট্রোফিকেশন (c) বধিরতা (d) বিশ্ব উষ্ণায়ন


1.11) মানুষের অটোগোমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না?

(a) রোলার জিভ (b) হিমোফিলিয়া (c) থ্যালাসেমিয়া (d) কানের যুক্তলতি


1.12) সঠিক জোড়টি নির্বাচন করে লেখ—

(a) বহুবিভাজন – হাইড্রা

(b) কোরোদগম – প্ল্যানেরিয়া

(c) পুনরুৎপাদন – ফার্ণ

(d) খন্ডীভবন – স্পাইরোগাইরা


1.13) কোনটি প্রকট গুণ?

(a) কান্ডের দৈর্ঘ্য – বেঁটে

(b) বীজের আকার - কুঞ্চিত 

(c) বীজপত্রের বর্ণ – হলুদ

(d) ফুলের বর্ণ – সাদা


1.14) ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি?

(a) অস্তিত্বের জন্য সংগ্রাম

(b) প্রকরণের উৎপত্তি

(c) অর্জিত গুণের বংশানুসরণ

(d) প্রাকৃতিক নির্বাচন


1.15) কোন দুটি জিনোটাইপ মটরগাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী?

(a) RRyy, rryy

(b) RRYy, RrYy

(c) RRyy, Rryy

(d) rrYY, rrYy


বিভাগ - খ

2. নীচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টির উত্তর লেখো: 1×21 = 21


(শূন্যস্থান পূরণ – যে কোন পাঁচটি)


2.1 স্নায়ুকোশের অ্যাক্সনের মেডুলারি সিথ ও নিউরিলেমার মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার ____ কোশ দেখা যায়।

2.2 ____ কোশবিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না।

2.3 পৃথিবীতে জীবৈচিত্র্যের কারণ হল ____

2.4 বায়ুদূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হল ____

2.5 ____ কোশবিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে।

2.6 প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফুর্ত এবং ____ প্রতিক্রিয়া।


(সত্য-মিথ্যা – যে কোন পাঁচটি)


2.7 ট্রপিক চলন হল উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন।

2.8 হেটারোক্রোমাটিনে বেশি ক্রসিংওভার ঘটে।

2.9 অ্যাসিটাইল কোলিন একটি নিউরোট্রান্সমিটার।

2.10 মানুষের ডিম্বাণুতে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে।

2.11 CO₂ হল প্রধান গ্রিনহাউস গ্যাস।

2.12 সিয়ন ও স্টক কথাটি মিয়োসিসের সঙ্গে সম্পর্কযুক্ত।


A স্তম্ভের সঙ্গে B স্তম্ভের সমতাবিধান করো : (যে-কোনো পাঁচটি)

A স্তম্ভ B স্তম্ভ

2.13 CSF (a) বৃহৎ কোলয়েড সমন্বয়

2.14 ক্রসিংওভার (b) জঙ্গল পুনুরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ 

2.15 হিমোফিলিয়া (c) মিয়োসিস 

2.16 কোয়াসারভেট (d) অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী গমন 

2.17 JFM    (e) মানুষের X ক্রোমোজোমে উপস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ

2.18 গ্রাফটিং (f) মস্তিষ্কের কোশে পুষ্টি সরবরাহ করে   

                      (g) স্টক ও সিয়ন


(একটি শব্দে বা একটি বাক্যে উত্তর – যে কোন ছয়টি)


2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখ: TSH, ACTH, CSF, GTH

2.20 শিশুর হাঁটতে শেখা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া?

2.21 দেহমাতৃকোশ : ডিপ্লয়েড :: জননকোশ : ____

2.22 ফ্লেক্সন → ডেল্টয়েড , এক্সটেনশন → ট্রাইসেপস , অ্যাবডাকশন → বাইসেপস – এদের মধ্যে কোনটি সঠিক?

2.23 তিনটি হাইড্রোজেন বন্ডযুক্ত পিউরিনের উদাহরণ দাও।

2.24 কোশচক্রের চেকপয়েন্টের কাজ বিঘ্নিত হলে কী ঘটবে?

2.25 MAB এর পুরো নাম কী?

2.26 লোকাস কাকে বলে?


বিভাগ - গ

3. নীচের 17টি প্রশ্ন থেকে যে কোন 12টির উত্তর দু-তিনটি বাক্যে লেখো: 2×12 = 24


3.1 চোখের রেটিনার দুটি কাজ লেখ।

3.2 উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিব্বেরেলিনের প্রভাব লেখ।

3.3 কচুরিপানার জলস্রোতের সাহায্যে ভেসে যাওয়াকে কি বিস্তার বলা যাবে? ব্যাখ্যা কর।

3.4 সিস্টার ও ননসিস্টার ক্রোমাটিড বলতে কি বোঝ?

3.5 নিষেক ও নতুন উদ্ভিদ গঠন একটি শব্দচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।

3.6 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকর পরীক্ষায় F2 ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কী হবে?

3.৭ ঘোড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ যা পরিবর্তিত হয়েছে।

3.8 উটের অতিরিক্ত জলক্ষয় সহনের অভিযোজন উল্লেখ কর।

3.9 ইনসিটু ও এক্সসিটু সংরক্ষণের পার্থক্য লেখ।

3.10 কোশের আকার বৃদ্ধি ও কোশীয় বিভাজন- বৃদ্ধির এই দুটি দশায় জীব কীভাবে বৃদ্ধি পায় সেটি উল্লেখ কর।

3.11 জলাভূমিকে কেন প্রকৃতির বৃক্ক বলা হয়?

3.12 অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে – একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ণ কর।

3.13 বিপন্ন প্রজাতি বলতে কি বোঝ?

3.14 বাবা ও মা উভয়ই থ্যালাসেমিয়ার জিন বাহক - এই ক্ষেত্রে বংশগতি সংক্রান্ত ফলাফল কী হতে পারে?

3.15 PBR কীভাবে কোন অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণে সদর্থক প্রভাব ফেলতে পারে ব্যাখ্যা

কর।

3.16 যোগ্যতমের উদ্‌বর্তন বলতে কী বোঝ?

3.17 একটি আর্সেনিক ঘটিত ও একটি ফ্লুরিন ঘটিত রোগের নাম লেখ।


বিভাগ - ঘ

4. নীচের 6টি প্রশ্ন বা তার বিকল্পের উত্তর লেখ: 5×6 = 30


4.1 স্নায়ুকোশের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত কর— 3 + 2 

a) ডেনড্রন b) সোয়ান কোশ c) র‍্যানভিয়ার পর্ব d) সাইন্যাপটিক পর্ব

অথবা

ইউক্যারিওটিক ক্রোমোজোমের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন কর এবং নিম্নলিখিত

অংশগুলি চিহ্নিত কর:  3 + 2 

a) স্যাটেলাইট b) টেলোমিয়ার c) গৌণ খাঁজ d) নিউক্লিওলার অরগানাইজার


4.2 মানুষের লিঙ্গনির্ধারণ পদ্ধতিটি চেকারবোর্ডের সাহায্যে আলোচনা কর। জেনেটিক কাউন্সেলিং এর দুটি গুরুত্ব লেখ। 3+2=5

অথবা

থ্যালাসেমিয়া রোগের কারণ ব্যাখ্যা কর। ক্রিসক্রস উত্তরাধিকার বলতে কি বোঝ?


4.3 মাইক্রোস্ফিয়ার ও হট ডাইলুট স্যুপ কি? সুন্দরী উদ্ভিদের লবণ সহন অভিযোজন উল্লেখ কর।

অথবা

ডারউইনবাদ অনুসারে জিরাফের গলা লম্বা হওয়ার কারণ। মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখ।


4.4 নাইট্রোজেন চক্র মানুষের জীবনযাত্রায় কীভাবে প্রভাবিত হয়? জীববৈচিত্র্য HOTSPOT নির্ধারণের শর্তগুলি উল্লেখ কর। 3 + 2 

অথবা

সুন্দরবনের যে কোন তিনটি পরিবেশগত সমস্যা লেখ। জীববৈচিত্র্য হ্রাসে অতিব্যবহারদুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। 3 + 2 


4.5 ক্রায়োসংরক্ষণের তিনটি বৈশিষ্ট্য লেখ। জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চলের মধ্যেউদাহরণ সহ দুটি পার্থক্য লেখ।

অথবা

ভারতে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? ভারতের কোথায় কোথায় রেডপান্ডা সংরক্ষণ কেন্দ্র রয়েছে? 3+2=5


4.6 ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান ছকের আকারে লেখ। িয়োসিস

কোশ বিভাজনের দুটি তাৎপর্য লেখ। 3+2

অথবা

একটি সপুষ্পক উদ্ভিদের পাতার ক্রোমোজোম সংখ্যা 18 হলে— a) জনন মাতৃকোশ b) সস্য নিউক্লিয়াস c) নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত?

নিম্নলিখিত বিষয়ের ওপর যৌন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখ -

a) কোশবিভাজন b) অপত্য জনুর প্রকৃতি   3+2=5


বি:দ্রঃ— তোমরা তোমাদের Mock Test-এর উত্তর আমাদের কাছে পাঠাতে পারো। ৯০-এর মধ্যে ৮০ বা তার বেশি নম্বর পেলে তোমাদের জন্য থাকছে এক দারুণ সারপ্রাইজ!


Send Your Answer Sheet : - Send Here  



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)