ক্লাস 11 ২য় সেমেস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র 2026
Class 11 All Subjects 2nd Semester Question
Class 11 All Subjects 2nd Semester Question খুঁজছেন এমন শিক্ষার্থীদের জন্য এই পর্বে বিশেষভাবে তুলে ধরা হলো একাদশ শ্রেণি দ্বিতীয় সেমেস্টার প্রশ্ন উত্তর সহ পূর্ণাঙ্গ নির্দেশিকা। যারা WBBSE Class 11 Question Paper of Education বা একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান ২য় সেমিস্টার প্রস্তুতি নিচ্ছেন, তারা এখানে সহজেই পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রশ্নোত্তর। পাশাপাশি Class 11 2nd Semester Education Question Paper with Answers এবং Class XI Education 2nd Semester Question Answer পরীক্ষার্থীদের আরও ভালোভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে। একইসঙ্গে Class 11 2nd Semester Question Pattern WBCHSE অনুযায়ী সাজানো এই নির্দেশিকা ছাত্রছাত্রীদের পরীক্ষার সিলেবাস, প্রশ্ন বিন্যাস ও গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে।
একাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান ২য় সেমিস্টার প্রশ্নোত্তর
Set - 1
TIME- 2 HOUR ।। F.M= 40
1. নিম্নলিখিত যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) (10×2=20)
(a) মানব শিশুর জীবন বিকাশের পর্যায় বা স্তর বলতে কি বোঝো ? এই পর্যায়ের গুরুত্ব বা তাৎপর্য লেখো । 2+8=10 ]
(b) বৈদিক শিক্ষা ব্যবস্থার যেকোনো দুটি অনুষ্ঠান ও তার গুরুত্ব লেখো । 10
(c) বৃত্তি ও কারিগরি শিক্ষা এবং বয়স্ক শিক্ষা সম্পর্কে সার্জেন্ট কমিটির সুপারিশ গুলি লেখো । 10
2. নিম্নলিখিত যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। (5×2=10)
(a) থর্নডাইকের শিখনের সূত্র গুলি লেখ এবং শিক্ষাক্ষেত্রে যেকোনো একটির গুরুত্ব আলোচনা কর। 2+3=5
(b) কেস স্টাডির উদ্দেশ্য সম্পর্কে লেখো । 5
(c) প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো । 5
3.নিম্নলিখিত যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। দাও। (2×5=10)
(a) জ্ঞানার্জনের প্রথম স্তরের নাম কী ?
(b) থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের কৌশল কী ?
অথবা
পাজল বক্স কী ?
(c) বৃদ্ধি ও বিকাশ কাকে বলে ?
অথবা
পরিবেশ কাকে বলে? পরিবেশকে প্রধানত কি কি ভাগে ভাগ করা যায় ।
(d) বেগম রোকেয়াকে কেন নারী জগতের অগ্রদূত বলা হয় ।
অথবা
সাবিত্রী বাই ফুলে কিসের জন্য বিখ্যাত ?
(e) প্রাথমিক শিক্ষার শিক্ষার দুটি সমস্যা লেখো ?
অথবা
ECCE-এর পুরো কথাটি কী ?
Class Eleven 2nd Semester Education Question Paper with Answers
Set - 2
TIME- 2 HOUR ।। F.M= 40
অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও: 2 × 5 = 10
1. ধারণার যে-কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
অথবা, সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো।
2. বাল্যকালের যে-কোনো দুটি সামাজিক চাহিদা লেখো।
অথবা, মনোবিশ্লেষণ বলতে কী বোঝ?
3. প্রাথমিক শিক্ষার দুটি প্রয়োজনীয়তা লেখো।
অথবা, কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন?
4. নারীশিক্ষার বিকাশে বেগম রোকেয়ার যে-কোনো দুটি কাজ উল্লেখ করো।
5. চার্টার অ্যাক্ট বা সনদ আইন 1813-এর প্রধান গুরুত্ব কী ছিল?
অথবা, জাতীয় শিক্ষা আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও: 5 × 2 = 10
1. মনোবিজ্ঞান কীভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে, তা ব্যাখ্যা করো।
অথবা, মনোবিশ্লেষণ কাকে বলে? মনোবিশ্লেষণের শিক্ষাগত প্রভাব লেখো। (2 + 3)
2. প্রাথমিক শিক্ষা ও স্ত্রী-শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো।
অথবা, ভারতে শিক্ষার বিকাশে ও সমাজ সংস্কারে সাবিত্রীবাঈ ফুলের অবদান সংক্ষেপে লেখো।
নিন্মলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: 10 × 2 = 20
1. বৃদ্ধি ও বিকাশ কাকে বলে? এই দুটি প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। বৃদ্ধি ও বিকাশ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নিরূপণ করো।
(2 + 3 + 5)
অথবা, কৈশোর বলতে কী বোঝ? কৈশোরের দৈহিক ও মানসিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো। কৈশোরের চাহিদা পূরণে পিতা-মাতার ভূমিকা আলোচনা করো। (1 + 5 + 4)
2. প্রাচীনকালের বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। বৈদিক শিক্ষার সঙ্গে বৌদ্ধ শিক্ষার পার্থক্য নিরূপণ করো। (6 + 4)
অথবা, মধ্যযুগের ইসলামীয় শিক্ষাব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। মুসলিম যুগের শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। (6 + 2 + 2)

.jpg)
Enter Your Comment