WBCHSE HS Class 11 2nd Semester Philosophy Question Paper Suggestions 2026 । দর্শন সাজেশান

0

দর্শন সাজেশন 2026 – একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার দর্শন প্রশ্নোত্তর ও মডেল পেপার

WBCHSE HS Class 11 2nd Semester Philosophy Question Paper Suggestions 2026 । দর্শন সাজেশান


দর্শন সাজেশন 2026 - একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের জন্য এই সম্পূর্ণ গাইডটি বিশেষভাবে তৈরি। এখানে পাবেন Class 11 Philosophy Semester 2 Suggestion 2026, Class 11th 2nd Semester Philosophy সিলেবাস বিশ্লেষণ এবং একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় সেমিস্টার সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক প্রস্তুতি। পাশাপাশি থাকছে Class XI 2nd Sem Philosophy Question Answer 2026, ক্লাস 11 ২য় সেমেস্টার দর্শন প্রশ্ন ও উত্তর, এবং Class 11 2nd Semester Philosophy Question Paper 2026 সমাধানসহ। শিক্ষার্থীদের পরীক্ষায় আরও ভালো করতে সাহায্য করবে একাদশ শ্রেণির দর্শন 2nd সেমিস্টার প্রশ্ন, Philosophy Suggestion 2026 Class 11 Semester 2, এবং WBCHSE ক্লাস 11 দর্শন সেমিস্টার 2 মডেল প্রশ্নপত্র 2026। এছাড়াও WB HS Semester 2 Philosophy Model Question Paper 2026 ও Class 11 Philosophy 2nd Semester Question 2026 ভিত্তিক সাজেশন এখানে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে।


একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার দর্শন সাজেশন ও প্রশ্নপত্র ২০২৬ 


একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার দর্শন বিষয়ের প্রশ্নপত্র ২০২৬ প্রশ্ন ও উত্তর নিয়ে প্রস্তুতি নিতে ছাত্রছাত্রীরা এখন সহজেই পাবে পূর্ণাঙ্গ সহায়তা। এখানে দেওয়া হয়েছে Class 11 2nd Semester Philosophy Suggestion, যেখানে গুরুত্বপূর্ণ টপিক, সম্ভাব্য দীর্ঘ ও সংক্ষিপ্ত প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হয়েছে। যারা একাদশ দ্বিতীয় সেমিস্টার দর্শন সাজেশন প্রশ্ন খুঁজছেন বা Philosophy class 11 semester 2 question answer পড়ে প্রস্তুতি নিতে চান, তাদের জন্য এই গাইডটি অত্যন্ত সহায়ক। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার দর্শন অধ্যয়নের জন্য প্রয়োজনীয় সব প্রশ্নোত্তর, ব্যাখ্যা ও গুরুত্বপূর্ণ ধারণা যুক্ত করা হয়েছে।


এছাড়াও, পরীক্ষার জন্য প্রয়োজনীয় Class Eleven Philosophy Semester 2 Syllabus অনুযায়ী সাজানো হয়েছে Class 11 Philosophy Question Answer অংশ, যা বিষয়ভিত্তিক ধারণা শক্তিশালী করতে সাহায্য করে। পরীক্ষার কাঠামো বুঝতে সাহায্য করবে Class XI Philosophy 2nd Semester Question Pattern, যেখানে প্রশ্নের ধরন, নম্বর বণ্টন ও লিখনের ধরন স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।


একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার দর্শন বিষয়ের প্রশ্নপত্র ২০২৬


Set - 1 

TIME- 2 HOUR।।  F.M= 40       


Unit – I : Introduction to Logic – 24 Marks

1. নীচের পাঁচটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :- 3 × 2 = 6


a) প্রদত্ত বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত আকারে রূপান্তর কর :-

    i) যুক্তিবাদীরা সাধারণত বিজ্ঞানমনস্ক।

    ii) কেবলমাত্র সত্যবাদীরা সুখী।

b) বাক্য ও বচনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ কর।

c) বিপরীত বিরোধিতা কাকে বলে?

d) অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও।

e) 'বাক্য মাত্রই বচন নয়'—এই বাক্যটিকে বচন করে তার বিরুদ্ধ বিরোধী বচন নির্দেশ কর।


2. নীচের ছয়টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :- 4 × 3 = 12


a) আরোহ যুক্তি কাকে বলে? আরোহ যুক্তির প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

b) পদের ব্যাপ্যতা কাকে বলে? 'O' বচনের কোন্ পদ ব্যাপ্য?

c) গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণিবিভাগ করো এবং উদাহরণ দাও।

d) আবর্তনের সংজ্ঞা দাও ও ব্যাপ্যতার নিয়মটি লেখো।

e) বস্তুগত বিবর্তন কী? এটি কি প্রকৃত বিবর্তন?

f) প্রাকল্পিক ন্যায়ের বৈধতার নিয়ম দুটি লেখো।


3. নীচের দুটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :- 1 × 6 = 6


a) নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কী বোঝো? উদাহরণসহ নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও। (2 + 4)

b) প্রদত্ত যুক্তিটির বৈধতা বিচার করো এবং সংস্থান ও মূর্তির উল্লেখ করো :- কেবলমাত্র জ্ঞানীরাই দার্শনিক, সব মানুষ জ্ঞানী নয়, অতএব সব মানুষ দার্শনিক নয়।


Unit – II

Introduction to Ethics – 16 Marks

1. নীচের চারটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :- 2 × 2 = 4


a) ভারতীয় নীতিশাস্ত্রে ‘ধর্ম’ বলতে কী বোঝানো হয়েছে?

b) পরসুখবাদ বলতে কী বোঝায়?

c) নিষ্কাম কর্ম কাকে বলে?

d) নীতি বহির্ভূত বা অনৈতিক ক্রিয়া কি?


2. নীচের চারটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :- 3 × 2 = 6


a) চার্বাক নীতিতত্ত্বের মূল কথা কী?

b) দ্বাদশ নিদান কাকে বলে?

c) জন রলস (John Rawls) কিভাবে ন্যায়ের স্বরূপ নির্দেশ করেছেন?

d) যথোচিত ও অনুচিত বিষয়ে অধ্যাপক ম্যাকেঞ্জির (Mackenzie) অভিমত ব্যাখ্যা কর।


3. নীচের দুটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :- 1 × 6 = 6


a) নীতিবিদ্যার বিষয় হিসাবে উদ্দেশ্য ও অভিপ্রায়ের স্বরূপ ও সম্বন্ধ ব্যাখ্যা কর।

b) কর্মকর্তব্যবাদ এবং নীতিকতব্যবাদ-এর মধ্যে পার্থক্য আলোচনা করো।



Class XI Philosophy 2nd Semester Question Paper with Answers


Set - 2 

TIME- 2 HOUR।।  F.M= 40        

                   

ইউনিট-১

(A) অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :- 2x3=6


1) 'কেবলমাত্র সাধুরাই সৎ'- বাকাটিকে বচনে পরিণত করে বচনের অংশগুলি চিহ্নিত কর।

অথবা

কদাচিৎ ছাত্ররা অসৎ হয়'- বাক্যটি কে বচনে পরিণত কার কোন কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য  তা লেখো।

2)    বচনের বিরোধিতা কাকে বলে? উদাহরণ দাও।

3)    A বচনের বিরোধী বচনগুলি উল্লেখ কর।

অথবা

A বচন সত্য হলে একই উদ্দেশ্যপদ ও বিধেয়পদ বিশিষ্ট o বচন ও I বচনের সত্য মূল্য কী হবে?


(B) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :- 3x4=12


1)  যুক্তির কটি অংশও কি কি তা লেখে।

অথবা

অবরোহ যুক্তি ও আরোহ যুক্তি কাকে বলে উদাহরণ দাও।

2)  গুন ও পরিমাণের ভিত্তিতে বচনকে কয়ভাগে ভাগ করাহয় ও কি কি?

অথবা

পদের ব্যক্তার্থ ও জ্ঞাতার্থ বলতে কী বোঝায় উদাহরণ সহ লেখ…

3)  আবর্তন কাকে বলে? আবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়?

অথবা 

বিবর্তনের নিয়মগুলি লেখো।

4)  প্রাকল্পিক বচন কাকে বলে? প্রাকল্পিক বচনের কটি অংশ ও কি কি?

অথবা

বৈধতা বিচার করঃ

রবীন্দ্রনাথ কবি অথবা শিল্পী। তিনি শিল্পী নন সুতরাং তিনি কবি। 


C) ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও :- 6X1=6

বৈধতা বিচার কর:

কোন প্রাণী দেবতা নয়, কিন্তু কিছু মানুষ দেবতার মতো। সুতরাং কিছু মানুষ দেবতা নয়।

অথবা,

টীকা লেখঃ অব্যাপ্য হেতুদোষ


ইউনিট  2

A) অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :- 2X2=4


1) সুখবাদ কাকে বলে?

2) অনৈচ্ছিক ক্রিয়া কাকে বলে?

অথবা 

লিলির মতে নীতিবিদ্যা কি?


B) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :--(যেকোলো দুটি)3 x 2 =6


i) বৈদিক মতে কর্মের প্রকার আলোচনা করো।

ii) সকাম কর্মের বৈশিষ্ট্য আলোচনা করো।

iii) ত্রিবর্গ ও চতুর্বর্গ পুরুষার্থ কি?

iv) পঞ্চস্কন্ধ বলতে কী বোঝায়?


C) ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও:-6x1=6


1 ) 'নৈতিক' বলতে কি বোঝায়? মানুষের কোন ধরনের ক্রিয়াগুলি নৈতিক ক্রিয়ার অন্তর্ভুক্ত?

অথবা 

আর্যসত্য কি বৌদ্ধদর্শনে চারটি আর্য সত্য কি কি? চারটি আর্যসত্য সম্বন্ধে আলোচনা কর। 





একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)