West Bengal Board Business Studies Question Paper of Class 12 Semester 4
WB HS Business Studies Question Paper 2026
Set - 1
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্ন লক্ষণীয়)
(i) প্রবেশন ও নির্বাচনের মধ্যে যেকোনো দুটি পার্থক্য লেখো।
অথবা, কর্মী প্রশিক্ষণের যেকোনো দুটি উদ্দেশ্য লেখো।
(ii) নির্দেশনা বলতে কি বোঝ?
অথবা, নিয়মমাফিক জ্ঞাতকরণ বলতে কি বোঝ?
(iii) “নিয়ন্ত্রণ হল একটি যাচাইকরণ প্রক্রিয়া” – কেন?
অথবা, নিয়ন্ত্রণকে কেন একটি লক্ষ্যমুখী প্রক্রিয়া বলা হয়?
(iv) অসংগঠিত টাকার বাজার বলতে কি বোঝ?
অথবা, মূলধনের বাজার কাকে বলে?
(v) ব্যক্তিগত বিক্রয় বলতে কি বোঝ?
অথবা, বিক্রয় সম্প্রসারণের যেকোনো দুটি কৌশল লেখো।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্ন লক্ষণীয়) : 2×5=10
(i) নিয়ন্ত্রণকে কেন অগ্রমুখী ও পশ্চাৎমুখী উভয়ই বলা হয়?
অথবা, একটি উত্তম নিয়ন্ত্রণ ব্যবস্থার অপরিহার্য গুণাবলী সংক্ষেপে লেখো।
(ii) আর্থিক কাঠামো ও মূলধন কাঠামোর মধ্যে যেকোনো তিনটি পার্থক্য লেখো।
(iii) প্রচার ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
অথবা, বিজ্ঞাপনের মুখ্য বৈশিষ্ট্য লেখো।
(iv) প্রাথমিক বাজার ও গৌণ বাজারের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
অথবা, ডিম্যাট অ্যাকাউন্ট সম্পর্কে সংক্ষেপে লেখো।
(v) সেবির কার্যাবলী সংক্ষেপে লেখো। ব্রিজ ফাইনান্সিং ও সেনসেক্স বলতে কি বোঝ?
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্ন লক্ষণীয়) : 5×3=15
(i) বাহ্যিক উৎস থেকে প্রবেশনের সুবিধাগুলি লেখো।
অথবা, প্রশিক্ষণের মূল বৈশিষ্ট্যগুলি লেখো।
(ii) ম্যাসলোর তত্ত্বটি আলোচনা করো।
অথবা, জ্ঞাতকরণের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।
(iii) আর্থিক কাঠামোকে প্রভাবিত করে এমন বিষয়গুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
অথবা, সম্পদ সর্বাধিকরণের উদ্দেশ্যের পক্ষে যুক্তি দাও।
HS Class 12 Business Studies 4th Semester Suggestion
Set - 2
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্ন লক্ষণীয়) : 2×5=10
(i) কর্মীপদ পূরণ বলতে কি বোঝ?
অথবা, স্বল্পমেয়াদী মানবসম্পদ ব্যবস্থাপনা বলতে কি বোঝ?
(ii) আর্থিক উৎসাহদান বলতে কি বোঝ?
অথবা, জ্ঞাতকরণ বলতে কি বোঝ?
(iii) নিয়ন্ত্রণকে কেন একটি ধারাবাহিক প্রক্রিয়া বলা হয়?
অথবা, ধনাত্মক বিচ্যুতি ও ঋণাত্মক বিচ্যুতি কি?
(iv) সংগঠিত টাকার বাজার বলতে কি বোঝ?
অথবা, মূলধনের বাজার কাকে বলে?
(v) বিক্রয়কলা বলতে কি বোঝ?
অথবা, বিজ্ঞাপন কি?
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্ন লক্ষণীয়) : 3×5=15
(i) পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্কটি বুঝিয়ে দাও।
অথবা, নিয়ন্ত্রণের তিনটি গুরুত্ব আলোচনা করো।
(ii) আর্থিক ব্যবস্থাপনার সংজ্ঞা দাও।
অথবা, সম্পদ সর্বাধিকরণ বলতে কি বোঝ?
(iii) বিজ্ঞাপনের তিনটি সামাজিক সুবিধা উল্লেখ করো।
অথবা, বিজ্ঞাপন বাবদ ব্যয় কি অপব্যয়? – আলোচনা করো।
(iv) ভারতীয় আর্থিক বাজারের তিনটি বৈশিষ্ট্য লেখো।
অথবা, ভারতীয় টাকার বাজারের সীমাবদ্ধতাগুলি লেখো।
(v) শেয়ার বাজারের বৈশিষ্ট্যগুলি লেখো।
অথবা, সেবির উদ্দেশ্যগুলি বর্ণনা করো।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্ন লক্ষণীয়) : 5×3=15
(i) কর্মরত অবস্থায় প্রশিক্ষণ পদ্ধতি এবং কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতির মধ্যে পার্থক্য নির্দেশ করো।
অথবা, প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
(ii) নিয়মমাফিক জ্ঞাতকরণ ও অনিয়মমাফিক জ্ঞাতকরণের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
অথবা, জ্ঞাতকরণের বাধা বা প্রতিবন্ধকতাগুলি লেখো।
(iii) আর্থিক ব্যবস্থাপনার কার্যাবলী লেখো।
অথবা, কার্যকরী মূলধন নির্ধারণকারী বিষয়সমূহ আলোচনা করো।
উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা চতুর্থ সেমিস্টার সাজেশন প্রশ্ন
Set - 3
1. নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্ন লক্ষণীয়) : 2×5=10
(i) কর্মী নির্বাচনের কৌশল কী?
অথবা, চাকরির পূর্ব প্রশিক্ষণ (ইনটার্নশিপ) ব্যবস্থা কী?
(ii) নির্দেশনা ও তদারকির মধ্যে দুটি পার্থক্য লেখো।
অথবা, অনার্থিক উৎসাহ প্রদান কী?
(iii) নিয়ন্ত্রণকে ব্যবস্থাপনার কার্যসম্পাদনের বাহন বলা হয় কেন?
অথবা, প্রতিকারমূলক ব্যবস্থা ও প্রতিরোধমূলক ব্যবস্থা কী?
(iv) আর্থিক বাজারের শ্রেণিবিভাগ করো।
অথবা, ব্যাঙ্ক ও ডিপোজিটারির মধ্যে দুটি সাদৃশ্য লেখো।
(v) বিজ্ঞাপন ও বিক্রয় প্রসারের মধ্যে পার্থক্য কী?
অথবা, বিজ্ঞাপন কীভাবে নতুন পণ্যের চাহিদা সৃষ্টি করে?
2. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্ন লক্ষণীয়) : 3×5=15
(i) নিয়ন্ত্রণের তিনটি উদ্দেশ্য সংক্ষেপে বর্ণনা দাও।
অথবা, পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে যেকোনো তিনটি পার্থক্য লেখো।
(ii) কারবারী জগতে কার্যকরী মূলধনের গুরুত্ব অপরিসীম কেন?
অথবা, আর্থিক ব্যবস্থাপনা কীভাবে সম্পদের সর্বাধিকরণকে সাহায্য করে।
(iii) ভারতীয় মূলধন বাজারের তিনটি বৈশিষ্ট্য লেখো।
অথবা, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড (NSEI)-এর প্রধান প্রধান উদ্দেশ্য লেখো।
(iv) শেয়ার বাজারের কুফলগুলি লেখো।
অথবা, সেবির উদ্দেশ্যগুলি সংক্ষেপে বর্ণনা করো।
(v) ব্যক্তিগত বিক্রয়ের তিনটি বৈশিষ্ট্য আলোচনা করো।
অথবা, ভালো বিক্রয় কর্মীর পেশাগত গুণাবলী আলোচনা করো।
3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্ন লক্ষণীয়) : 5×3=15
(i) প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য নির্ণয় করো।
অথবা, অভ্যন্তরীণ উৎস থেকে ও বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো।
(ii) ম্যাসলোর চাহিদার ক্রমস্তর তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো।
অথবা, অনিয়মমাফিক জ্ঞাতকরণের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো।
(iii) আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্য বা গুরুত্ব আলোচনা করো।
অথবা, সুঠাম মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

.jpg)
Enter Your Comment