West Bengal Board Class 12 Psychology Question Paper 2026 | 4th Semester সম্পূর্ণ প্রস্তুতি সহ
HS Class 12 Psychology 4th Semester Suggestion 2026
Set – 1
1. দুই-তিনটি বাক্যে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2×3 = 6
1.1 মনোভাবের দুটি বৈশিষ্ট্য কী?
অথবা, মনোভাবের উপাদান কয়টি ও কী কী?
1.2 আত্মনিয়ন্ত্রণ কাকে বলে?
অথবা, ব্যক্তিসত্তা কত প্রকার ও কী কী?
1.3 মনঃসমীক্ষণমূলক চিকিৎসার দুটি মূল পদ্ধতির নাম লেখো।
অথবা, ‘মুক্ত অনুষঙ্গ’ কাকে বলে?
2. সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 3×3 = 9
2.1 মনোভাব গঠনের তিনটি উপাদান সম্পর্কে আলোচনা করো।
অথবা, মনোভাবের A, B, C উপাদান বলতে কি বোঝায়?
অথবা, পক্ষপাত কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
2.2 ব্যক্তিসত্তাকে সংস্কৃতি কীভাবে প্রভাবিত করে থাকে?
অথবা, ইদম (ID), অহম (Ego) এবং অধিসত্তা (Super Ego) কী?
2.3 স্কিজোফ্রেনিয়ার লক্ষণগুলি সংক্ষেপে উল্লেখ করো।
অথবা, স্নায়ু বিকাশমূলক অসঙ্গতি বলতে কি বোঝায়? এর প্রকারভেদগুলি কী কী?
অথবা, নেশার দ্রব্যের অপব্যবহার (Substance use disorder) বলতে কি বোঝায়? এর লক্ষণগুলি কী কী?
3. টীকাধর্মী প্রশ্ন (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 4×2 = 8
3.1 স্কিমা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
অথবা, বৈষম্য কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
অথবা, টীকা লেখো : আরোপন (Attribution)।
3.2 মনোবিজ্ঞান অনুযায়ী স্বাভাবিকতা (Normalcy)-র বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
অথবা, মনোচিকিৎসায় (Psychotherapy) নৈতিকতা কি কি কারণে প্রয়োজন?
অথবা, মানসিক অসঙ্গতির চিকিৎসায় পুনর্বাসন (Rehabilitation) কি কি উপায়ে করা যায়?
4. বর্ণনামূলক প্রশ্ন (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 6×2 = 12
4.1 মনোভাব পরিবর্তনের প্রক্রিয়া হিসাবে ভারসাম্য অথবা আচরণ নির্ভরতা কীভাবে কাজ করে?
অথবা, মনোভাব গঠনে পৃথকীকরণের ভূমিকা আলোচনা করো।
অথবা, মনোভাব গঠনে সংহতিকরণের ভূমিকা আলোচনা করো।
4.2 ব্যক্তিত্বের সংজ্ঞা লেখো। ব্যক্তিসত্তার সংলক্ষণ কাকে বলে? ব্যক্তিসত্তার সংলক্ষণের বৈশিষ্ট্যগুলি কী কী?
অথবা, মনোবৈজ্ঞানিক অসঙ্গতির 4D কী?
অথবা, মানসিক চিকিৎসার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি কী?
উচ্চমাধ্যমিক মনোবিজ্ঞান চতুর্থ সেমিস্টার সাজেশন 2026 – গুরুত্বপূর্ণ প্রশ্ন
Set – 2
1. নৈর্ব্যক্তিক প্রশ্নবলী (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2×3 = 6
1.1 বিশ্বাস কাকে বলে?
অথবা, স্কিমার একটা সংজ্ঞা লেখো।
অথবা, মনোভাবের সংজ্ঞা লেখো।
1.2 “Four-D” বলতে কী বোঝায়?
অথবা, স্বাভাবিকতার মূল বৈশিষ্ট্যগুলি কী?
1.3 অসংলগ্ন কথাবার্তা বলতে কি বোঝায়?
অথবা, মনোরোগ চিকিৎসকদের কোন কোন বিষয়ের ক্ষেত্রে সচেতন থাকতে হয়?
অথবা, International Classification of Diseases (ICD-10) কী?
2. সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 3×3 = 9
2.1 বৈষম্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি কী?
অথবা, সামাজিক মিথস্ক্রিয়তা কী?
2.2 আত্মনিয়ন্ত্রণের জন্য কী কী কৌশল ব্যবহার করা হয়?
অথবা, ত্রিদশা কাকে বলে?
অথবা, ত্রিগুণ কাকে বলে?
2.3 জেনেটিক কারণে কোন কোন মানসিক অসঙ্গতি বংশগতভাবে এসে যায়?
অথবা, বিরোধিতামূলক অসঙ্গতি কী?
3. টীকাধর্মী প্রশ্নাবলী (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 4×1 = 4
3.1 মনোভাব গঠনে পৃথকীকরণের ভূমিকা আলোচনা করো।
অথবা, মনোভাব গঠনের উল্লেখযোগ্য উপাদানগুলি কী কী?
3.2 তরঙ্গায়িত মেজাজগত অসঙ্গতি কী?
অথবা, ভ্রান্ত বিশ্বাসমূলক অসঙ্গতি কী?
4. বর্ণনামূলক প্রশ্নাবলী (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 6×2 = 12
4.1 সেলডনের বর্ণনা অনুযায়ী ব্যক্তিত্বের জাতিতত্ত্বটি ব্যাখ্যা করো।
অথবা, ইয়ং বর্ণিত ব্যক্তিত্বের জাতিতত্ত্বটির ব্যাখ্যা করো।
4.2 মনঃসমীক্ষণে ফ্রয়েড বর্ণিত ব্যক্তিত্বের বিকাশমূলক তত্ত্বটি কী?
অথবা, “স্বপ্ন ব্যাখ্যা” কী?
WBCHSE Class 12 Psychology Semester 4 Question Paper 2026
Set – 3
1. নৈর্ব্যক্তিক প্রশ্নবলী (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2×3 = 6
1.1 সমাজ মনোবিদ্যা কাকে বলে?
অথবা, স্কিমার দুটি বৈশিষ্ট্য লেখো।
1.2 ‘স্বাভাবিকতা’ শব্দটির বুৎপত্তিগত অর্থ কী?
অথবা, অতি-সামাজিক আচরণ কাকে বলে?
1.3 অস্তিত্ববাদের চিকিৎসার মূল পদ্ধতিগুলি কী?
অথবা, আচরণবাদের চিকিৎসার মূল পদ্ধতিগুলি কী?
অথবা, মনঃসমীক্ষণবাদ অনুযায়ী মানসিক সমস্যার কারণ কী?
2. সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 3×3 = 9
2.1 মূল্যবোধ কাকে বলে?
অথবা, মনোভাবের আচরণমূলক উপাদান কাকে বলে?
অথবা, সামাজিক সুবিধাপ্রদান বলতে কী বোঝ?
2.2 আচরণগত প্রতিক্রিয়া ও অভ্যাস কীভাবে ঘটে?
অথবা, আবেগগত প্রকাশ কাকে বলে?
2.3 জৈবিক তত্ত্ব অনুসারে মানসিক অসঙ্গতির মূল কারণগুলি কী?
অথবা, স্কিজোফ্রেনিয়ার ইতিবাচক লক্ষণগুলি কি কি তা উল্লেখ করো।
3. যথাযথ উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 4×2 = 8
3.1 মনোভাব (Attitude) গঠনে তিরস্কার ও পুরস্কারের ভূমিকা কী তা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো।
অথবা, মনোযোগের (Attention) অভাব বা চঞ্চলতাজনিত অসংগতির অমনোযোগমূলক লক্ষণগুলি কি কি?
3.2 মানসিক অসঙ্গতির কারণ স্বরূপ জৈবিক তত্ত্বটি কী?
অথবা, মানসিক অসঙ্গতির কারণস্বরূপ মনঃসমীক্ষণ তত্ত্বটি সংক্ষেপে লেখো।
4. বর্ণনামূলক প্রশ্নাবলী (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 6×2 = 12
4.1 মনোবিজ্ঞানী আইজেঙ্কের ব্যাখ্যা অনুযায়ী ব্যক্তিসত্তার (Personality) গুরুত্বপূর্ণ মাত্রাগুলি কি?
অথবা, হিপোক্রিটিস বর্ণিত ব্যক্তিত্বের জাতিতত্ত্বটি আলোচনা করো।
4.2 টীকা লেখো : বায়োফিডব্যাক।
অথবা, পুনর্বাসনের মূল বিষয়গুলি কি কি?
অথবা, মানসিক চিকিৎসার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

.jpg)
Enter Your Comment