WBSSC Group C and D MCQ 2026: GK Questions, PDF ও Mock Test একসাথে
WBSSC Group C & D GK PDF: Important Questions, Mock Test 2025–2026
১. পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
(a) ১৭৫৭
(b) ১৭৬৪
(c) ১৭৪৮
(d) ১৭৭২
উত্তর: (a)
২. বক্সারের যুদ্ধের ফলস্বরূপ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন ক্ষমতা লাভ করে?
(a) দেওয়ানি
(b) নিজামত
(c) প্রশাসনিক
(d) বিচার বিভাগীয়
উত্তর: (a)
৩. ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয় কোন সংশোধনের মাধ্যমে?
(a) ৪২তম
(b) ৪৪তম
(c) ৩৮তম
(d) ৫২তম
উত্তর: (a)
৪. ভারতের সংবিধানে মোট কতটি মৌলিক অধিকার আছে?
(a) ৫টি
(b) ৬টি
(c) ৭টি
(d) ৮টি
উত্তর: (b)
৫. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি?
(a) দামোদর
(b) তিস্তা
(c) ভাগীরথী–হুগলি
(d) অজয়
উত্তর: (c)
৬. ভারতের প্রথম জাতীয় শিক্ষা নীতি (NEP) প্রণীত হয়—
(a) ১৯৬৮
(b) ১৯৮৬
(c) ১৯৯২
(d) ২০২০
উত্তর: (a)
৭. NEP 2020 অনুযায়ী স্কুল শিক্ষার কাঠামো কী?
(a) 10+2
(b) 8+4
(c) 5+3+3+4
(d) 6+3+3
উত্তর: (c)
৮. পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয় কোন সালে?
(a) ২০১০
(b) ২০১২
(c) ২০১৩
(d) ২০১৫
উত্তর: (c)
৯. নারী ও শিশু সুরক্ষা সংক্রান্ত POCSO আইন প্রণীত হয়—
(a) ২০০৮
(b) ২০১০
(c) ২০১২
(d) ২০১৫
উত্তর: (c)
১০. ভারতীয় লোকসংগীত ‘বাউল’ কোন রাজ্যের সঙ্গে যুক্ত?
(a) ওড়িশা
(b) অসম
(c) পশ্চিমবঙ্গ
(d) বিহার
উত্তর: (c)
১১. কম্পিউটারের “Brain” বলা হয়—
(a) RAM
(b) Hard Disk
(c) CPU
(d) Monitor
উত্তর: (c)
১২. MS Word কোন ধরনের সফটওয়্যার?
(a) System Software
(b) Utility Software
(c) Application Software
(d) Firmware
উত্তর: (c)
১৩. গ্রিনহাউস গ্যাস নয় কোনটি?
(a) কার্বন ডাই অক্সাইড
(b) মিথেন
(c) নাইট্রোজেন
(d) নাইট্রাস অক্সাইড
উত্তর: (c)
১৪. পরিবেশ দিবস পালিত হয়—
(a) ২২ এপ্রিল
(b) ৫ জুন
(c) ১৬ সেপ্টেম্বর
(d) ২ ডিসেম্বর
উত্তর: (b)
১৫. ভারতের বর্তমান GDP-তে কৃষি খাতের অবদান প্রায় কত শতাংশ?
(a) ১০%
(b) ১৫%
(c) ২৫%
(d) ৪০%
উত্তর: (b)
১৬. GST ভারতে চালু হয়—
(a) ২০১৬
(b) ২০১৭
(c) ২০১৮
(d) ২০১৯
উত্তর: (b)
১৭. অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী কে?
(a) অভিনব বিন্দ্রা
(b) নীরজ চোপড়া
(c) পি. টি. উষা
(d) লিয়েন্ডার পেজ
উত্তর: (a)
১৮. ক্রিকেটে “LBW” এর পূর্ণরূপ কী?
(a) Leg Before Wicket
(b) Long Bat Width
(c) Legal Batting Way
(d) Left Ball Win
উত্তর: (a)
১৯. টেলিফোন আবিষ্কার করেন—
(a) টমাস আলভা এডিসন
(b) আলেকজান্ডার গ্রাহাম বেল
(c) মারকনি
(d) নিউটন
উত্তর: (b)
২০. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি?
(a) আর্যভট্ট
(b) ভাস্কর
(c) রোহিণী
(d) ইনসাট
উত্তর: (a)
১. আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় কোন রাজা তার মোকাবিলা করেন?
(a) চন্দ্রগুপ্ত মৌর্য
(b) পুরুষোত্তম
(c) পোরাস
(d) বিম্বিসার
উত্তর: (c)
২. আর্য সমাজ প্রতিষ্ঠা করেন—
(a) রাজা রামমোহন রায়
(b) স্বামী বিবেকানন্দ
(c) স্বামী দয়ানন্দ সরস্বতী
(d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: (c)
৩. ভারতের সংবিধানের প্রস্তাবনা (Preamble) কোন দেশ থেকে অনুপ্রাণিত?
(a) আমেরিকা
(b) কানাডা
(c) ফ্রান্স
(d) আয়ারল্যান্ড
উত্তর: (c)
৪. ভারতকে “রাষ্ট্রসমূহের সংঘ” বলা হয়েছে কোন অনুচ্ছেদে?
(a) অনুচ্ছেদ ১
(b) অনুচ্ছেদ ১৪
(c) অনুচ্ছেদ ২১
(d) অনুচ্ছেদ ৩৬৮
উত্তর: (a)
৫. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি?
(a) কলকাতা
(b) হাওড়া
(c) উত্তর ২৪ পরগনা
(d) কোচবিহার
উত্তর: (a)
৬. সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত?
(a) গঙ্গা-যমুনা
(b) গঙ্গা-ব্রহ্মপুত্র
(c) দামোদর
(d) মহানদী
উত্তর: (b)
৭. NEP 2020 অনুযায়ী মাতৃভাষায় শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে কোন স্তর পর্যন্ত?
(a) প্রাথমিক
(b) মাধ্যমিক
(c) উচ্চমাধ্যমিক
(d) পঞ্চম শ্রেণি পর্যন্ত
উত্তর: (d)
৮. পশ্চিমবঙ্গের “সবুজ সাথী” প্রকল্পের উদ্দেশ্য—
(a) বিনামূল্যে বই
(b) সাইকেল প্রদান
(c) মিড-ডে মিল
(d) ইউনিফর্ম বিতরণ
উত্তর: (b)
৯. কর্মক্ষেত্রে যৌন হেনস্থা প্রতিরোধ আইন কার্যকর হয়—
(a) ২০০৬
(b) ২০১০
(c) ২০১৩
(d) ২০১৫
উত্তর: (c)
১০. ‘চৌ নৃত্য’ কোন রাজ্যের লোকনৃত্য?
(a) ওড়িশা
(b) পশ্চিমবঙ্গ
(c) ঝাড়খণ্ড
(d) উপরের সবকটি
উত্তর: (d)
১১. ই-মেইলের আবিষ্কারক কে?
(a) বিল গেটস
(b) রে টমলিনসন
(c) টিম বার্নার্স লি
(d) চার্লস ব্যাবেজ
উত্তর: (b)
১২. কম্পিউটারে তথ্যের ক্ষুদ্রতম একক—
(a) Byte
(b) Bit
(c) KB
(d) MB
উত্তর: (b)
১৩. ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণ—
(a) CO₂
(b) SO₂
(c) CFC
(d) NO₂
উত্তর: (c)
১৪. “সবুজ গ্যাস” নামে পরিচিত—
(a) নাইট্রোজেন
(b) অক্সিজেন
(c) কার্বন ডাই অক্সাইড
(d) ক্লোরিন
উত্তর: (c)
১৫. ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
(a) SBI
(b) RBI
(c) NABARD
(d) SEBI
উত্তর: (b)
১৬. NITI Aayog প্রতিষ্ঠিত হয়—
(a) ২০১২
(b) ২০১৪
(c) ২০১৫
(d) ২০১৬
উত্তর: (c)
১৭. ভারতের জাতীয় খেলা (সরকারিভাবে স্বীকৃত নয়) বলে পরিচিত—
(a) ক্রিকেট
(b) হকি
(c) কাবাডি
(d) ফুটবল
উত্তর: (b)
১৮. অলিম্পিক প্রতীকতে কতটি রিং রয়েছে?
(a) ৪
(b) ৫
(c) ৬
(d) ৭
উত্তর: (b)
১৯. বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন—
(a) নিউটন
(b) এডিসন
(c) ফ্যারাডে
(d) আইনস্টাইন
উত্তর: (b)
২০. ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO প্রতিষ্ঠিত হয়—
(a) ১৯৬২
(b) ১৯৬৫
(c) ১৯৬৯
(d) ১৯৭২
উত্তর: (c)
২১. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়—
(a) ১৮৮৩
(b) ১৮৮৫
(c) ১৮৯০
(d) ১৯০৫
উত্তর: (b)
২২. ভারতের দীর্ঘতম উপদ্বীপীয় নদী—
(a) গোদাবরী
(b) কৃষ্ণা
(c) কাবেরী
(d) মহানদী
উত্তর: (a)
২৩. সংবিধানের রক্ষক বলা হয়—
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) সুপ্রিম কোর্ট
(d) সংসদ
উত্তর: (c)
২৪. মৌলিক অধিকার স্থগিত করা যায়—
(a) যুদ্ধের সময়
(b) জাতীয় জরুরি অবস্থায়
(c) আর্থিক সংকটে
(d) সব সময়
উত্তর: (b)
২৫. পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিয়োগ করেন—
(a) প্রধানমন্ত্রী
(b) মুখ্যমন্ত্রী
(c) রাষ্ট্রপতি
(d) সুপ্রিম কোর্ট
উত্তর: (c)
২৬. NEP-এ প্রস্তাবিত নতুন বোর্ড পরীক্ষা সংস্কার কোন শ্রেণি থেকে?
(a) পঞ্চম
(b) অষ্টম
(c) দশম
(d) দ্বাদশ
উত্তর: (c)
২৭. ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ শুরু হয়—
(a) ২০১২
(b) ২০১৪
(c) ২০১৫
(d) ২০১৬
উত্তর: (c)
২৮. ভারতের জাতীয় উৎসব নয় কোনটি?
(a) স্বাধীনতা দিবস
(b) প্রজাতন্ত্র দিবস
(c) গান্ধী জয়ন্তী
(d) শিশু দিবস
উত্তর: (d)
২৯. অপারেটিং সিস্টেমের উদাহরণ—
(a) MS Word
(b) Excel
(c) Windows
(d) PowerPoint
উত্তর: (c)
৩০. জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি হয়—
(a) ২০১৩
(b) ২০১৫
(c) ২০১৭
(d) ২০১৯
উত্তর: (b)
৩১. ভারতের মুদ্রা নোট ছাপে—
(a) RBI
(b) মুদ্রণালয়
(c) অর্থ মন্ত্রক
(d) SEBI
উত্তর: (b)
৩২. FIFA সদর দপ্তর কোথায়?
(a) প্যারিস
(b) জুরিখ
(c) লন্ডন
(d) রোম
উত্তর: (b)
৩৩. এক্স-রে আবিষ্কার করেন—
(a) রন্টগেন
(b) কুরি
(c) ডাল্টন
(d) বোর
উত্তর: (a)
৩৪. ভারতের প্রথম মঙ্গল অভিযান—
(a) চন্দ্রযান-১
(b) মঙ্গলযান
(c) গগনযান
(d) আদিত্য-L1
উত্তর: (b)
৩৫. UNESCO সদর দপ্তর—
(a) জেনেভা
(b) নিউইয়র্ক
(c) প্যারিস
(d) ভিয়েনা
উত্তর: (c)
৩৬. ভারতের জাতীয় পশু—
(a) হাতি
(b) সিংহ
(c) বাঘ
(d) গণ্ডার
উত্তর: (c)
৩৭. কম্পিউটার ভাইরাস হলো—
(a) হার্ডওয়্যার
(b) সফটওয়্যার
(c) অপারেটিং সিস্টেম
(d) ডিভাইস
উত্তর: (b)
৩৮. প্লাস্টিক দূষণ কমাতে ৩R নীতি—
(a) Reduce, Reuse, Recycle
(b) Read, Write, Run
(c) Remove, Replace, Repair
(d) Refill, Return, Reuse
উত্তর: (a)
৩৯. ভারতের বৃহত্তম ক্রীড়া স্টেডিয়াম—
(a) ইডেন গার্ডেন্স
(b) ওয়াংখেড়ে
(c) মোতেরা
(d) চিদাম্বরম
উত্তর: (c)
৪০. মানবদেহের শক্তিকেন্দ্র বলা হয়—
(a) নিউক্লিয়াস
(b) মাইটোকন্ড্রিয়া
(c) রাইবোজোম
(d) লাইসোজোম
উত্তর: (b)
৪১. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?
(a) সুষমা স্বরাজ
(b) প্রতিভা দেবীসিং পাটিল
(c) দ্রৌপদী মুর্মু
(d) ইন্দিরা গান্ধী
উত্তর: (b)
৪২. আর্থিক জরুরি অবস্থা সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?
(a) ৩৫২
(b) ৩৫৬
(c) ৩৬০
(d) ৩৬৫
উত্তর: (c)
৪৩. পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি?
(a) পদ্ম
(b) শাল
(c) শিউলি
(d) রজনীগন্ধা
উত্তর: (c)
৪৪. ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি?
(a) PARAM 10000
(b) CRAY
(c) PARAM 8000
(d) ANURAG
উত্তর: (c)
৪৫. জাতীয় শিক্ষাদিবস পালিত হয়—
(a) ৫ সেপ্টেম্বর
(b) ২৬ জানুয়ারি
(c) ১১ নভেম্বর
(d) ১৪ নভেম্বর
উত্তর: (c)
৪৬. বিশ্ব পরিবেশ সংস্থার সংক্ষিপ্ত রূপ কী?
(a) WHO
(b) UNESCO
(c) UNEP
(d) FAO
উত্তর: (c)
৪৭. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) প্রতিষ্ঠিত হয়—
(a) ১৯৩০
(b) ১৯৩২
(c) ১৯৩৪
(d) ১৯৩৫
উত্তর: (d)
৪৮. ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি?
(a) কুমির
(b) নীল তিমি
(c) গাঙ্গেয় শুশুক
(d) ডলফিন
উত্তর: (c)
৪৯. হকি বিশ্বকাপ ২০২৩-এর আয়োজক দেশ ছিল—
(a) অস্ট্রেলিয়া
(b) ইংল্যান্ড
(c) ভারত
(d) জার্মানি
উত্তর: (c)
৫০. DNA-এর গঠন আবিষ্কার করেন—
(a) ডারউইন
(b) মেন্ডেল
(c) ওয়াটসন ও ক্রিক
(d) ল্যামার্ক
উত্তর: (c)
৫১. ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায় অবস্থিত?
(a) ব্যাঙ্গালোর
(b) থুম্বা
(c) শ্রীহরিকোটা
(d) হায়দরাবাদ
উত্তর: (c)
৫২. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
(a) টাইগার হিল
(b) সান্দাকফু
(c) ফালুট
(d) জালধাকা
উত্তর: (b)
৫৩. NEP 2020-এর প্রধান লক্ষ্য কী?
(a) পরীক্ষার সংখ্যা বৃদ্ধি
(b) বেসরকারিকরণ
(c) সমগ্র শিক্ষাব্যবস্থার সংস্কার
(d) শুধুমাত্র উচ্চশিক্ষা উন্নয়ন
উত্তর: (c)
৫৪. ভারতের জাতীয় পাখি কোনটি?
(a) কোকিল
(b) তোতা
(c) ময়ূর
(d) ঈগল
উত্তর: (c)
৫৫. GST কাউন্সিলের সভাপতি কে হন?
(a) প্রধানমন্ত্রী
(b) RBI গভর্নর
(c) কেন্দ্রীয় অর্থমন্ত্রী
(d) লোকসভার স্পিকার
উত্তর: (c)
৫৬. ‘ব্লু ইকোনমি’ শব্দটি সম্পর্কিত—
(a) কৃষি সম্পদ
(b) বনজ সম্পদ
(c) সমুদ্র সম্পদ
(d) খনিজ সম্পদ
উত্তর: (c)
৫৭. ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়—
(a) দিল্লি
(b) মুম্বাই
(c) চেন্নাই
(d) কলকাতা
উত্তর: (d)
৫৮. ‘কম্পিউটারের জনক’ কাকে বলা হয়?
(a) বিল গেটস
(b) স্টিভ জবস
(c) চার্লস ব্যাবেজ
(d) অ্যালান টুরিং
উত্তর: (c)
৫৯. বিশ্ব জল দিবস পালিত হয়—
(a) ৫ জুন
(b) ২২ মার্চ
(c) ১৬ অক্টোবর
(d) ২ ডিসেম্বর
উত্তর: (b)
৬০. ভারতের প্রথম মহিলা নভোচর কে?
(a) সুনীতা উইলিয়ামস
(b) কল্পনা চাওলা
(c) তেসি থমাস
(d) ইন্দিরা গান্ধী
উত্তর: (b)
৬১. ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?
(a) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ
(b) ড. রাজেন্দ্র প্রসাদ
(c) ড. জাকির হুসেন
(d) ভি. ভি. গিরি
উত্তর: (a)
৬২. ভারতের সংবিধানে মৌলিক অধিকার কত নম্বর অনুচ্ছেদ থেকে শুরু হয়েছে?
(a) অনুচ্ছেদ ১২
(b) অনুচ্ছেদ ১৩
(c) অনুচ্ছেদ ১৪
(d) অনুচ্ছেদ ১৫
উত্তর: (a)
৬৩. ভারতের বৃহত্তম রাজ্য (আয়তনের ভিত্তিতে) কোনটি?
(a) মধ্যপ্রদেশ
(b) মহারাষ্ট্র
(c) রাজস্থান
(d) উত্তরপ্রদেশ
উত্তর: (c)
৬৪. ভারতের ক্ষুদ্রতম রাজ্য (আয়তনের ভিত্তিতে) কোনটি?
(a) গোয়া
(b) সিকিম
(c) ত্রিপুরা
(d) মিজোরাম
উত্তর: (a)
৬৫. পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি?
(a) হাতি
(b) বাঘ
(c) গণ্ডার
(d) হরিণ
উত্তর: (b)
৬৬. ‘সেভ দ্য টাইগার’ প্রকল্প শুরু হয়—
(a) ১৯৭০
(b) ১৯৭২
(c) ১৯৭৩
(d) ১৯৭৫
উত্তর: (c)
৬৭. ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি?
(a) কাজিরাঙ্গা
(b) সুন্দরবন
(c) জিম করবেট
(d) বান্ধবগড়
উত্তর: (c)
৬৮. ‘সংবিধানের রক্ষক’ বলা হয়—
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) সুপ্রিম কোর্ট
(d) সংসদ
উত্তর: (c)
৬৯. ভারতীয় সংসদের উচ্চকক্ষ কোনটি?
(a) লোকসভা
(b) রাজ্যসভা
(c) বিধানসভা
(d) বিধান পরিষদ
উত্তর: (b)
৭০. রাজ্যসভার স্থায়ী সদস্য সংখ্যা সর্বাধিক কত?
(a) ২৪৫
(b) ২৫০
(c) ২৩৮
(d) ২৭৫
উত্তর: (a)
৭১. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
(a) বিধানচন্দ্র রায়
(b) প্রফুল্লচন্দ্র ঘোষ
(c) জ্যোতি বসু
(d) সিদ্ধার্থ শংকর রায়
উত্তর: (b)
৭২. ভারতের প্রথম মহিলা নোবেল বিজয়ী—
(a) মাদার টেরেসা
(b) অমর্ত্য সেন
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) সি. ভি. রমন
উত্তর: (a)
৭৩. ভারতের প্রথম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম—
(a) BHIM
(b) UPI
(c) RuPay
(d) NEFT
উত্তর: (d)
৭৪. বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়—
(a) ৫ জুন
(b) ১১ জুলাই
(c) ২২ মার্চ
(d) ১৬ অক্টোবর
উত্তর: (b)
৭৫. ভারতের জাতীয় ফল কোনটি?
(a) কলা
(b) আম
(c) কমলা
(d) আপেল
উত্তর: (b)
৭৬. কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি?
(a) RAM
(b) Cache
(c) ROM
(d) Register
উত্তর: (c)
৭৭. জল দূষণের প্রধান কারণ—
(a) বন উজাড়
(b) শিল্প বর্জ্য
(c) শব্দ দূষণ
(d) যানবাহন
উত্তর: (b)
৭৮. ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়—
(a) ২৩ আগস্ট
(b) ২৯ আগস্ট
(c) ৫ সেপ্টেম্বর
(d) ১৪ নভেম্বর
উত্তর: (b)
৭৯. ‘মিসাইল ম্যান অব ইন্ডিয়া’ কাকে বলা হয়?
(a) হোমি ভাভা
(b) বিক্রম সারাভাই
(c) এ. পি. জে. আব্দুল কালাম
(d) সি. ভি. রমন
উত্তর: (c)
৮০. ভারতের প্রথম মহিলা IPS অফিসার কে ছিলেন?
(a) কিরণ বেদি
(b) অরুন্ধতী ভট্টাচার্য
(c) প্রতিভা পাটিল
(d) মেধা পাটকর
উত্তর: (a)
৮১. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
(a) ড. রাজেন্দ্র প্রসাদ
(b) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ
(c) জওহরলাল নেহরু
(d) ড. জাকির হুসেন
উত্তর: (a)
৮২. ভারতের সংবিধান কার্যকর হয়—
(a) ১৫ আগস্ট ১৯৪৭
(b) ২৬ জানুয়ারি ১৯৫০
(c) ২৬ নভেম্বর ১৯৪৯
(d) ২ অক্টোবর ১৯৫০
উত্তর: (b)
৮৩. ‘ভারতের লৌহমানব’ নামে পরিচিত—
(a) সুভাষচন্দ্র বসু
(b) লাল বাহাদুর শাস্ত্রী
(c) বল্লভভাই প্যাটেল
(d) ভগত সিং
উত্তর: (c)
৮৪. ভারতের বৃহত্তম হ্রদ কোনটি?
(a) চিল্কা
(b) লোকটাক
(c) উলার
(d) ভেম্বানাড
উত্তর: (a)
৮৫. পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি?
(a) অশ্বত্থ
(b) বট
(c) ছাতিম
(d) শাল
উত্তর: (d)
৮৬. ভারতীয় জাতীয় পতাকার নকশাকার কে?
(a) মহাত্মা গান্ধী
(b) পিঙ্গালি ভেঙ্কাইয়া
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) জওহরলাল নেহরু
উত্তর: (b)
৮৭. NEP 2020 অনুযায়ী প্রাক্-প্রাথমিক স্তর শুরু হবে—
(a) ২ বছর
(b) ৩ বছর
(c) ৪ বছর
(d) ৫ বছর
উত্তর: (b)
৮৮. ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন—
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) অর্থমন্ত্রী
(d) RBI গভর্নর
উত্তর: (b)
৮৯. জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইন (MGNREGA) কার্যকর হয়—
(a) ২০০৪
(b) ২০০৫
(c) ২০০৬
(d) ২০০৭
উত্তর: (c)
৯০. ভারতের জাতীয় নদী কোনটি?
(a) যমুনা
(b) গঙ্গা
(c) ব্রহ্মপুত্র
(d) গোদাবরী
উত্তর: (b)
৯১. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
(a) সরোজিনী নাইডু
(b) প্রতিভা পাটিল
(c) ইন্দিরা গান্ধী
(d) সুষমা স্বরাজ
উত্তর: (c)
৯২. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা (আয়তনের ভিত্তিতে) কোনটি?
(a) দক্ষিণ ২৪ পরগনা
(b) জলপাইগুড়ি
(c) পশ্চিম মেদিনীপুর
(d) উত্তর ২৪ পরগনা
উত্তর: (c)
৯৩. ভারতীয় সংবিধানের জনক বলা হয়—
(a) মহাত্মা গান্ধী
(b) জওহরলাল নেহরু
(c) ড. বি. আর. আম্বেদকর
(d) রাজেন্দ্র প্রসাদ
উত্তর: (c)
৯৪. কোন দিনটি ‘জাতীয় বিজ্ঞান দিবস’ হিসেবে পালিত হয়?
(a) ২৮ ফেব্রুয়ারি
(b) ৫ জুন
(c) ২২ মার্চ
(d) ১১ নভেম্বর
উত্তর: (a)
৯৫. ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোন শহরের মধ্যে?
(a) দিল্লি–কানপুর
(b) মুম্বাই–আহমেদাবাদ
(c) চেন্নাই–বেঙ্গালুরু
(d) কলকাতা–দুর্গাপুর
উত্তর: (b)
৯৬. ‘রেড ডাটা বুক’ প্রকাশ করে—
(a) UNEP
(b) WWF
(c) IUCN
(d) UNESCO
উত্তর: (c)
৯৭. ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?
(a) সরোজিনী নাইডু
(b) বিজয়া লক্ষ্মী পণ্ডিত
(c) প্রতিভা পাটিল
(d) ইন্দিরা গান্ধী
উত্তর: (a)
৯৮. কম্পিউটার নেটওয়ার্কে LAN-এর পূর্ণরূপ—
(a) Local Area Network
(b) Large Area Network
(c) Long Area Network
(d) Legal Area Network
উত্তর: (a)
৯৯. ওজোন স্তর রক্ষার জন্য কোন প্রোটোকল স্বাক্ষরিত হয়?
(a) কিয়োটো
(b) প্যারিস
(c) মন্ট্রিয়ল
(d) জেনেভা
উত্তর: (c)
১০০. ভারতের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক কে ছিলেন?
(a) কপিল দেব
(b) সি. কে. নাইডু
(c) বিজয় মার্চেন্ট
(d) মহেন্দ্র সিং ধোনি
উত্তর: (b)
১০১. ভারতের জাতীয় ফুল কোনটি?
(a) গোলাপ
(b) সূর্যমুখী
(c) পদ্ম
(d) শিউলি
উত্তর: (c)
১০২. পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি?
(a) দোয়েল
(b) ময়ূর
(c) শালিক
(d) চিল
উত্তর: (a)
১০৩. ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার—
(a) মীরা কুমার
(b) সুমিত্রা মহাজন
(c) সরোজিনী নাইডু
(d) প্রতিভা পাটিল
উত্তর: (a)
১০৪. ভারতের দীর্ঘতম নদী (ভারতের মধ্যে প্রবাহিত অংশ) —
(a) ব্রহ্মপুত্র
(b) গঙ্গা
(c) গোদাবরী
(d) যমুনা
উত্তর: (b)
১০৫. কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়—
(a) কীবোর্ড
(b) মাউস
(c) স্ক্যানার
(d) প্রিন্টার
উত্তর: (d)
১০৬. ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয়—
(a) ১৯৭২
(b) ১৯৭৪
(c) ১৯৭৫
(d) ১৯৭৭
উত্তর: (b)
১০৭. ‘স্বচ্ছ ভারত অভিযান’ শুরু হয়—
(a) ২০১২
(b) ২০১৩
(c) ২০১৪
(d) ২০১৫
উত্তর: (c)
১০৮. পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত রচনা করেন—
(a) দ্বিজেন্দ্রলাল রায়
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) কাজী নজরুল ইসলাম
(d) অতুলপ্রসাদ সেন
উত্তর: (b)
১০৯. ভারতের প্রথম মহাকাশচারী কে?
(a) কল্পনা চাওলা
(b) রাকেশ শর্মা
(c) সুনীতা উইলিয়ামস
(d) বিক্রম সারাভাই
উত্তর: (b)
১১০. ‘অপারেশন ফ্লাড’ সম্পর্কিত—
(a) কৃষি
(b) দুগ্ধ উৎপাদন
(c) সেচ
(d) খাদ্য নিরাপত্তা
উত্তর: (b)
১১১. ভারতীয় মুদ্রার প্রতীক (₹) ডিজাইন করেন—
(a) রবি শঙ্কর
(b) উদয় কুমার
(c) নন্দলাল বসু
(d) রামকিঙ্কর বেইজ
উত্তর: (b)
১১২. জাতীয় যুব দিবস পালিত হয়—
(a) ১১ জানুয়ারি
(b) ১২ জানুয়ারি
(c) ২৩ জানুয়ারি
(d) ২৬ জানুয়ারি
উত্তর: (b)
১১৩. ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়—
(a) ১৯৪৭
(b) ১৯৪৯
(c) ১৯৫১–৫২
(d) ১৯৫৪
উত্তর: (c)
১১৪. কম্পিউটারের অস্থায়ী মেমোরি—
(a) ROM
(b) Hard Disk
(c) RAM
(d) Pen Drive
উত্তর: (c)
১১৫. সুন্দরবন জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত?
(a) হাতি
(b) সিংহ
(c) রয়্যাল বেঙ্গল টাইগার
(d) চিতা
উত্তর: (c)
১১৬. ভারতের জাতীয় ক্যালেন্ডার অনুসরণ করে—
(a) খ্রিস্টাব্দ
(b) হিজরি
(c) শকাব্দ
(d) বিক্রম সংবত
উত্তর: (c)
১১৭. জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত?
(a) দিল্লি
(b) মুম্বাই
(c) চেন্নাই
(d) কলকাতা
উত্তর: (d)
১১৮. ভারতের প্রথম পরিবেশ মন্ত্রী ছিলেন—
(a) ইন্দিরা গান্ধী
(b) কমল নাথ
(c) ত্রিলোচন সিং
(d) জয়রাম রমেশ
উত্তর: (b)
১১৯. ‘গ্রীন রেভোলিউশন’-এর জনক—
(a) নরম্যান বোরলগ
(b) এম. এস. স্বামীনাথন
(c) ভার্গিস কুরিয়ান
(d) হোমি ভাভা
উত্তর: (a)
১২০. ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী—
(a) নির্মলা সীতারামন
(b) ইন্দিরা গান্ধী
(c) প্রণব মুখার্জি
(d) সুষমা স্বরাজ
উত্তর: (b)
১২১. ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন?
(a) জওহরলাল নেহরু
(b) ড. বি. আর. আম্বেদকর
(c) রাজেন্দ্র প্রসাদ
(d) সর্দার প্যাটেল
উত্তর: (b)
১২২. ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত—
(a) 2:3
(b) 3:2
(c) 4:3
(d) 5:3
উত্তর: (a)
১২৩. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
(a) সুচেতা কৃপালিনী
(b) মমতা বন্দ্যোপাধ্যায়
(c) জ্যোতি বসু
(d) বাসুন্ধরা রাজে
উত্তর: (a)
১২৪. পশ্চিমবঙ্গের রাজ্য দিবস পালিত হয়—
(a) ১ মে
(b) ২০ জুন
(c) ১ বৈশাখ
(d) ২৬ জানুয়ারি
উত্তর: (b)
১২৫. ভারতের প্রথম ডিজিটাল ব্যাংক—
(a) SBI
(b) Paytm Payments Bank
(c) ICICI
(d) Axis
উত্তর: (b)
১২৬. ‘ভারতের ম্যানচেস্টার’ নামে পরিচিত—
(a) মুম্বাই
(b) আহমেদাবাদ
(c) কানপুর
(d) সুরাট
উত্তর: (b)
১২৭. ভারতের প্রথম জাতীয় আয় গণনা করেন—
(a) দাদাভাই নওরোজি
(b) ভি. কে. আর. ভি. রাও
(c) পি. সি. মহলানবিশ
(d) অমর্ত্য সেন
উত্তর: (a)
১২৮. পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী—
(a) দামোদর
(b) তিস্তা
(c) ভাগীরথী–হুগলি
(d) অজয়
উত্তর: (c)
১২৯. জাতীয় সংহতি দিবস পালিত হয়—
(a) ২ অক্টোবর
(b) ১৯ নভেম্বর
(c) ৩১ অক্টোবর
(d) ১৪ নভেম্বর
উত্তর: (c)
১৩০. ভারতের প্রথম মহিলা IAS অফিসার—
(a) আন্না রাজাম মালহোত্রা
(b) কিরণ বেদি
(c) দুর্গা শক্তি নাগপাল
(d) রেণুকা বিশ্বাস
উত্তর: (a)
১৩১. কম্পিউটার হার্ডওয়্যার নয়—
(a) CPU
(b) মনিটর
(c) মাউস
(d) MS Word
উত্তর: (d)
১৩২. ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ রচনা করেন—
(a) বঙ্কিমচন্দ্র
(b) কাজী নজরুল ইসলাম
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তর: (c)
১৩৩. ‘বন্দে মাতরম’ প্রথম প্রকাশিত হয়—
(a) আনন্দমঠ উপন্যাসে
(b) গীতাঞ্জলিতে
(c) ভারতী পত্রিকায়
(d) বঙ্গদর্শনে
উত্তর: (a)
১৩৪. ভারতের প্রথম পরিকল্পনা ছিল—
(a) বার্ষিক পরিকল্পনা
(b) পঞ্চবার্ষিক পরিকল্পনা
(c) দশবার্ষিক পরিকল্পনা
(d) দীর্ঘমেয়াদি পরিকল্পনা
উত্তর: (b)
১৩৫. ভারতের জাতীয় প্রতীক গ্রহণ করা হয়—
(a) ১৯৪৭
(b) ১৯৪৯
(c) ১৯৫০
(d) ১৯৫২
উত্তর: (c)
১৩৬. ভারতের বৃহত্তম জনসংখ্যার রাজ্য—
(a) মহারাষ্ট্র
(b) বিহার
(c) উত্তরপ্রদেশ
(d) পশ্চিমবঙ্গ
উত্তর: (c)
১৩৭. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী—
(a) মমতা বন্দ্যোপাধ্যায়
(b) সুচেতা কৃপালিনী
(c) বাসুন্ধরা রাজে
(d) জয়ললিতা
উত্তর: (a)
১৩৮. ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়—
(a) ১৯৪৭
(b) ১৯৫০
(c) ১৯৫১–৫২
(d) ১৯৫৩
উত্তর: (c)
১৩৯. ভারতের জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়—
(a) ১৯৯১
(b) ১৯৯২
(c) ১৯৯৩
(d) ১৯৯৫
উত্তর: (c)
১৪০. ভারতের প্রথম মহিলা বিচারপতি (সুপ্রিম কোর্ট)—
(a) লীলা শেঠ
(b) ফাতিমা বিবি
(c) ইন্দু মালহোত্রা
(d) রঞ্জনা প্রকাশ দেশাই
উত্তর: (b)
১৪১. ভারতের প্রথম উপগ্রহ ‘আর্যভট্ট’ উৎক্ষেপণ হয়—
(a) ১৯৭২
(b) ১৯৭৫
(c) ১৯৭৮
(d) ১৯৮০
উত্তর: (b)
১৪২. ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়—
(a) ২৩ আগস্ট
(b) ২৯ আগস্ট
(c) ৫ সেপ্টেম্বর
(d) ১৪ নভেম্বর
উত্তর: (b)
১৪৩. পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী—
(a) হাতি
(b) রয়্যাল বেঙ্গল টাইগার
(c) গণ্ডার
(d) হরিণ
উত্তর: (b)
১৪৪. কম্পিউটারের “CPU” এর পূর্ণরূপ—
(a) Central Process Unit
(b) Central Processing Unit
(c) Control Processing Unit
(d) Central Program Unit
উত্তর: (b)
১৪৫. ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার—
(a) সুমিত্রা মহাজন
(b) মীরা কুমার
(c) সরোজিনী নাইডু
(d) প্রতিভা পাটিল
উত্তর: (b)
১৪৬. ভারতের জাতীয় পশু—
(a) সিংহ
(b) হাতি
(c) বাঘ
(d) চিতা
উত্তর: (c)
১৪৭. ভারতের প্রথম মহিলা গভর্নর—
(a) বিজয়া লক্ষ্মী পণ্ডিত
(b) সরোজিনী নাইডু
(c) প্রতিভা পাটিল
(d) মীরা কুমার
উত্তর: (b)
১৪৮. পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত—
(a) বন্দে মাতরম
(b) আমার সোনার বাংলা
(c) ধনধান্য পুষ্প ভরা
(d) জন গণ মন
উত্তর: (c)
১৪৯. ‘ডিজিটাল ইন্ডিয়া’ অভিযান শুরু হয়—
(a) ২০১৩
(b) ২০১৪
(c) ২০১৫
(d) ২০১৬
উত্তর: (c)
১৫০. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি—
(a) দ্রৌপদী মুর্মু
(b) প্রতিভা পাটিল
(c) ইন্দিরা গান্ধী
(d) সরোজিনী নাইডু
উত্তর: (b)

.jpg)
Enter Your Comment