নবম শ্রেণীর কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি (মুকুন্দ চক্রবর্তী) কবিতার প্রশ্ন উত্তর। Kolingo Deser Jhor Bristi Question Answer In Bengali

নবম শ্রেণীর কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি (মুকুন্দ চক্রবর্তী) কবিতার প্রশ্ন উত্তর। Kolingo Deser Jhor Bristi Question Answer In Bengali

West Bengal Board Class 9 Bengali Chapter 1 কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতা question answer

নবম শ্রেণীর বাংলা বিষয়ের 'কলিঙ্গদেশের ঝড় বৃষ্টি' (মুকুন্দ চক্রবর্তী) কবিতার প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে।কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার ছোট প্রশ্ন উত্তর , কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার বড় প্রশ্ন উত্তর, সব রকমের প্রশ্নোত্তর  আমরা তুলে ধরেছি ক্লাস ছাত্র ছাত্রীদের কাছে। মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার Question Answer গুলি তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরত্ব পূর্ণ। তাই নবম শ্রেণীর কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার প্রশ্ন উত্তর গুলি তোমরা ভালো করে পড়তে থাকো।

নবম শ্রেণীর কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি (মুকুন্দ চক্রবর্তী) কবিতার প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের নোটস সাজেশন(Class 9 Suggestion All Subject 2024) পেতে আমাদের সাথে যুক্ত থাকো।  আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact Form) নিজের ডিটেলস সাবমিট(Submit) করো। 

কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার mcq প্রশ্ন উত্তর   প্রতিটি প্রশ্নের মান - ১। কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার বিষয়বস্তু Kolingo Deser Jhor Bristi Question Answer

1. 'কলিঙ্গদেশের  ঝড় - বৃষ্টি' কবিতাটি কোন মঙ্গলকাব্যের অন্তর্গত ?

A)   মনসামঙ্গল

B)   চন্ডীমঙ্গল

C)   ধর্মমঙ্গল

D)   শিবমঙ্গল

উত্তর: চন্ডীমঙ্গল

2. 'কলিঙ্গদেশের  ঝড় - বৃষ্টি' কবিতাটির রচয়িতা ---

A)   মুকুন্দ চক্রবর্তী

B)   দ্বিজ মাধব

C)   মুক্তারাম সেন

D)   মানিক দত্ত

উত্তর : মুকুন্দ চক্রবর্তী।

3. মুকুন্দ চক্রবর্তী কোন উপাধি পেয়েছিলেন?

A)   মঙ্গল কবি

B)   কঙ্কন কবি

C)   কবিকঙ্কণ

D)   চন্ডীমঙ্গলের কবি

উত্তর: কবিকঙ্কণ

4. 'মেঘে কৈল অন্ধকার' --- বাক্যটি কবিতায় কতবার আছে?

A)   একবার

B)   তিনবার

C)   দুইবার

D)   একবারও না

উত্তর: দুইবার

5. ' ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর'--- এখানে 'চিকুর' বলতে বোঝানো হয়েছে ---

A)   আকাশে

B)   বিদ্যূৎকে

C)   বাতাসকে

D)   কোনোটিই নয়

উত্তর: বিদ্যূৎকে

6. 'মুষলধারে ' শব্দের অর্থ কী?

A)   গদা

B)   পেষণদণ্ড

C)   অত্যন্ত মোটা ধারায়

D)   অত্যন্ত বেগে

উত্তর: অত্যন্ত মোটা ধারায়

7. কবিতায় কোন দেশের ঝড় - বৃষ্টির কথা বলা হয়েছে?

A)   বঙ্গদেশ

B)   কলিঙ্গদেশ

C)   অঙ্গদেশ

D)   উত্তর দেশ

উত্তর: কলিঙ্গদেশ

8. ' ভবন ছাড়ি প্রজা দিল রড় '-- 'রড় ' শব্দের অর্থ কী?

A)   ভয়

B)   ছুট বা দৌড়

C)   শান্ত হওয়া

উত্তর: ছুট বা দৌড়।

9. 'করি - কর' কথাটির অর্থ কী?

A)   করিৎকর্মা

B)   হাতির শুঁড়

C)   হাতির কান

D)   হাতির সমান

উত্তর: হাতির শুঁড়

10. কলিঙ্গে লোকেরা কার নাম স্মরণ করছিলো?

A)   ইন্দ্র দেবতার

B)   বরুণ দেবতার

C)   পবন দেবতার

D)   জৈমিনির

উত্তর: জৈমিনির

11. 'ভুজঙ্গ ' শব্দের অর্থ কী?

A)   সাপ

B)   ব্যাঙ

C)   টিকটিকি

D)   সরীসৃপ জাতীয় প্রাণী

উত্তর: সাপ

12. নিরবধি কতদিন নিরন্তন বৃষ্টি হলো?

A)   তিনদিন

B)   পাঁচদিন

C)   সাতদিন

D)   একমাস

উত্তর: সাতদিন।

13. শিলগুলির আকার কেমন ছিল?

A)   ছোটো শস্যদানার মতো

B)   বড়ো বড়ো পাথরের মতো

C)   ভাদ্রের তালের মতো

D)   পর্বতের সমান

উত্তর: ভাদ্রের তালের মতো

14. কে চণ্ডীর আদেশ পান?

A)   কলিঙ্গের রাজা

B)   কবি চন্ডীদাস

C)   বীর হনুমান

D)   কলিঙ্গের প্রজারা

উত্তর: বীর হনুমান

15. কী দলমল করছিল?

A)   ঘরগুলি

B)   পর্বত গুলি

C)   মাঠ- অট্টালিকা

D)   কলিঙ্গ - দেশ

উত্তর: ঘরগুলি।

16. কে অম্বিকামঙ্গল গান?

A)   মঙ্গলকাব্যের কবি

B)   চণ্ডীদাস

C)   শ্রীকবিকঙ্কন

D)   বীর হনুমান

উত্তর: শ্রীকবিকঙ্কন

কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার ছোট প্রশ্ন উত্তর প্রতিটি প্রশ্নের মান - ১। কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার বিষয়বস্তু Kolingo Deser Jhor Bristi Question Answer

1. 'কবিকঙ্কন ' কোন কবির উপাধি ?

উত্তর: 'কবিকঙ্কন ' কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি

2. কবি মুকুন্দ চক্রবর্তীর পিতা মাতার নাম কী?

উত্তর: কবি মুকুন্দ চক্রবর্তীর পিতার  নাম হৃদয় মিশ্র মাতার নাম দৈবকী

3. মুকুন্দ চক্রবর্তী কোন সময়ের কবি?

উত্তর: মুকুন্দ চক্রবর্তী ষোড়শ শতকের কবি। বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাজন পর্বের বিচারে তিনি মধ্যযুগের কবি।

4. কবি মুকুন্দ কোন রাজ্যসভার কবি ?

উত্তর: কবি মুকুন্দ চক্রবর্তী বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের সভাকবি ছিলেন।

5. কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা মঙ্গলকাব্যের নাম কী?

উত্তর: কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা মঙ্গলকাব্যের নাম ' অভয়ামঙ্গল'

6. 'কলিঙ্গদেশে ঝড় - বৃষ্টি ' কোন কাব্যার অন্তর্গত ?

উত্তর: 'কলিঙ্গদেশে ঝড় - বৃষ্টি ' পদ্যাংশটি কবি মুকুন্দ চক্রবর্তী মুকুন্দ রচিত 'অভায়ামঙ্গল ' কাব্যের 'আখেটিক' খন্ডের অন্তর্গত

7. কলিঙ্গের বর্তমান নাম কী?

উত্তর: কলিঙ্গের বর্তমান নাম ওড়িশা

8. কলিঙ্গ দেশে অন্ধকার নেমে এল কীভাবে?

উত্তর: মুকুন্দ চক্রবর্তী রচিত 'কলিঙ্গদেশে ঝড়- বৃষ্টি' কবিতায় ঘন মেঘে আকাশ আচ্ছন্ন হয়ে  কলিঙ্গদেশে অন্ধকার নেমে এসেছিল।

9. কোন্ প্রান্তে চিকুর সঘনে উড়িল?

উত্তর: ঈশান কোণে চিকুর সঘনে উড়ল।

10. কত প্রকার মেঘে জল দেয়?

উত্তর: মুকুন্দ চক্রবর্তী রচিত ' কলিঙ্গদেশে ঝড়- বৃষ্টি' কবিতায় চার প্রকার মেঘে জল দেয়। পুরাণ মতে সেই চার প্রকার মেঘ হলো--- সম্বর্ত, অবর্ত, পুষ্কর, দ্রোণ

11. 'নাদ ' শব্দের অর্থ কী?

উত্তর: 'নাদ' শব্দের অর্থ হলো তীব্র আওয়াজ।

12. কারা প্রলয় গুণল ?

উত্তর: কবি মুকুন্দ চক্রবর্তী রচিত ' কলিঙ্গদেশে ঝড়- বৃষ্টি' কবিতায় কলিঙ্গদেশের প্রজারা প্রলয় গুণল।

13. প্রজা চমকিত হয়েছিল কেনো?

উত্তর: কলিঙ্গদেশে ঝড়- বৃষ্টি বজ্রপাতের ফলে এক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়। ঝড়ের দাপটে মাঠের শস্য উপড়ে পড়ে লন্ডভন্ড হয়ে যায়। তা দেখে প্রজা চমকিত হয়েছিল।

14. অষ্ট গজরাজ কী করেছিল?

উত্তর: অষ্ট গজরজ চার মেঘের সহায়তায় প্রবল বৃষ্টিপাত ঘটিয়েছিল। পুরাণ মতে অস্টগজরাজ হলো -- ঐরাবত, পুণ্ডরীক, বামন, কুমুদ, অঞ্জনপুষ্পদত্ত, সার্বভৌম সুপ্রতীক

15. 'মাহী' শব্দের দুটি সমার্থক শব্দ লেখো?

উত্তর: 'মাহী' শব্দের দুটি সমার্থক শব্দ হলো --- পৃথিবী , বিশ্ব

16. পথ চেনা যায়না কেন?

উত্তর: কলিঙ্গদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে জলস্থল একাকার হয়ে পথ হারিয়ে যায়।

17. কলিঙ্গদেশে 'সন্ধ্যা দিবস রজনী' - কী অবস্থা?

উত্তর: কলিঙ্গদেশের আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন। প্রবল বৃষ্টিপাতের ফলে সন্ধ্যা দিবস রজনী পৃথকভাবে দৃশ্যমান হচ্ছে না। একটানা আঁধারে দিনরাতে সীমানা মুছে গেছে।

18. 'কলিঙ্গে সোঙরে' -- কথার অর্থ কী?

উত্তর: 'কলিঙ্গে সোঙরে' কথার অর্থ কলিঙ্গদেশ স্মরণ করে

19. 'না পায় দেখিতে কেহ' -- কী দেখতে পায়না?

উত্তর: কলিঙ্গদেশের প্রজারা ঘন কালো মেঘে ছাওয়া অন্ধকারে দিনে নিজের অঙ্গ বা দেহ দেখতে পায় না।

20. 'হেজ্যা গেল'--- কী হেজ্যা গেল?

উত্তর: 'কোনলিঙ্গদেশে ঝড়- বৃষ্টি ' কবিতায় কলিঙ্গবাসীর ঘর 'হাজ্যা ' গেল।

21. কবিতায় কোন মাসের সঙ্গে তুলনা করা হয়েছে?

উত্তর: মুকুন্দ চক্রবর্তী রচিত 'কলিঙ্গদেশে ঝড়- বৃষ্টি ' কবিতায় ভদ্রা মাসের কথা পাওয়া যায়।

22. কী কী ভেঙে খানখান হয়েছে?

উত্তর: 'কলিঙ্গদেশে ঝড়- বৃষ্টি ' কবিতায় মঠ , অট্টালিকা ভেঙে খানখান হয়েছে।

23. নদনদীগণ কার আদেশ ধায়?

উত্তর: কবিকঙ্কণ রচিত ' কলিঙ্গদেশে ঝড়- বৃষ্টি ' কবিতায় চন্ডীর আদেশে নদনদীগণ ধায়।

24. 'শ্রীকবিকঙ্কণ' কার গান গেয়েছেন?

উত্তর: শ্রীকবিকঙ্কণ দেবী অম্বিকার তথা চণ্ডীর স্তুতিগান 'অম্বিকামঙ্গল' গেয়েছেন।

কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার বড় প্রশ্ন উত্তর প্রতিটি প্রশ্নের মান - 3 নবম শ্রেণীর  কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি (মুকুন্দ চক্রবর্তী) কবিতার প্রশ্ন উত্তর Kolingo Deser Jhor Bristi Question Answer

1. মঙ্গলকাব্য কাকে বলে? এটি কয় প্রকার কী কী?

উত্তর: যে ধর্মমূলক কাব্যে লৌকিক পৌরাণিক দেবদেবীদের অলৌকিক মাহাত্ম্যের প্রতিষ্ঠা ঘটে লোক সমাজে তাঁদের পূজা প্রচারিত হয়, যার পাঠে কিংবা শ্রবণে ব্যক্তি সমষ্টির ঐহিক পারত্রিক মঙ্গল ঘটে, তাকে মঙ্গলকাব্য বলা হয়।

বাংলা সাহত্যের মঙ্গলকাব্য ধারায় প্রধান অপ্রধান দুটি শাখাপ্রশাখা বিস্তৃত হতে দেখা যায়। 'মনসামঙ্গল' , ' চন্ডীমঙ্গল', 'অন্নদামঙ্গল' 'ধর্মমঙ্গল' কাব্যাগুলিকে মঙ্গলকাব্য ধারায় প্রধান শাখা হিসেবে ধরা হয়। এছাড়া অপ্রধান শাখা গুলি হলো -- 'শিবমঙ্গল' , 'কালিকামঙ্গল' , 'রাধিকামোঙ্গল' ইত্যাদি।

2. ভণিতা কাকে বলে? পাঠ্যাংশে কবি যে ভণিতা প্রয়োগ করেছেন , তা উল্লেখ করো।

উত্তর: মধ্যযুগে রচিত দেবদেবীর মাহাত্ম্যমূলক কাহিনি কাব্যগুলির পদশেষে কবিকর্তৃক নিজ নামের উল্লেখকে ভণিতা বলাহয়।

মুকুন্দ চক্রবর্তীর 'চন্ডীমঙ্গল' কাব্যর 'আখেটিক' খন্ডে ' কলিঙ্গদেশে ঝড় - বৃষ্টি' নামক নির্বাচিত পাঠ্যাংশটির শেষাংশে কবি যে 'ভণিতা ' প্রয়োগ করেছেন তা হলো--- 'অম্বিকামঙ্গল  গান শ্রীকবিকঙ্কণ' বলাবাহুল্য কবি এখানে নিজ নামের পরিবর্তে প্রাপ্ত উপাধিটি বব্যহার করেছেন।

3.  'দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার'--- কে, কেন এই কথা ব্যক্ত করেছেন?

উত্তর: 'কলিঙ্গদেশে ঝড়- বৃষ্টি ' কবিতায় কবি মুকুন্দ চক্রবর্তী তাঁর কাব্য বর্ণনা প্রসঙ্গে প্রশ্নোক্ত কথাটি ব্যক্ত করেছেন। বর্ণনানুসারে দেখা যায়, কলিঙ্গদেশে হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে মুহূর্তমধ্যে আকাশ কালো মেঘে আচ্ছন্ন, যার বুক বিদীর্ণ করে ঘনঘন আবির্ভূত হচ্ছে ভয়াল বিদ্যুৎতের ঝলক মেঘান্ধকার এমন আলোকহীনতা সৃজন করেছে , তার গাঢ় প্রলেপ পরিবেশকে এতো কালো করে দিয়েছে যে প্রজারা কেউ কারো দেহ দেখতে পাচ্ছে না।

4. 'সঘনে চিকুর পরে বেঙ্গ - তড়কা বাজে' -- তাৎপর্য লেখো।

উত্তর: মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠকবি মুকুন্দ চক্রবর্তীর 'কলিঙ্গদেশে ঝড়- বৃষ্টি' কাব্যাংশে এক অকাল দুর্যোগের পত্তন দেখানো হয়েছে। দৈবী প্রভাবজাত এই দুর্যোগের পরিস্থিতির ছবি আঁকতে গিয়ে কবি আকাশে সঞ্চারিত ঘন কালো মেঘের বর্ণনা দিয়েছেন। একসময় সেই মেঘের বুকে ঘন ঘন  তীব্র  বিদ্যুৎতের ঝলকানি লক্ষ্য করা যায় যাক ফলশ্রুতি বজ্রপতন ব্যাঙের মতো অহরহ লাফিয়ে পড়তে থাকে সে বাজ।

5. ' ভাদ্রপদ' মাসে যেন পড়ে থাকা তাল '-- তাৎপর্য বিশ্লেষণ করো

উত্তর: মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ মঙ্গলকাব্যকার মুকুন্দ চক্রবর্তীর 'কলিঙ্গদেশে ঝড়- বৃষ্টি ' কাব্যাংশে কলিঙ্গরাজ্যের ঝড় বৃষ্টি বন্যা জনিত এক প্রবল প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা আছে হঠাৎ আকাশ কালো করে আসা  মেঘে থেকে যেন অকাল ধারাবর্ষণ নেমে এসে সমগ্র কলিঙ্গদেশে প্লাবিত করেছিল। সেই সঙ্গে শুরু হয়েছিল ভাদ্রমাসের তাল পড়ার ন্যায় ভয়ানক শিলা বৃষ্টি। ঘরের চাল ভেদ করে এই শিলা মেঝেতে এসে পড়ে ঘরবাড়ি নষ্ট করতে বসেছিল বলে লেখক এমন কথা বলেছেন।

কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার বড় প্রশ্ন উত্তর প্রতিটি প্রশ্নের মান5  প্রতিটি প্রশ্নের মান - 3 নবম শ্রেণীর  কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি (মুকুন্দ চক্রবর্তী) কবিতার প্রশ্ন উত্তর Class 9 bengali kalinga deshe jhar bristi

1)    'কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি' কবিতা অবলম্বনে প্রজাদের দুরবস্থার বর্ণনা দাও।
2)    'প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদে।'--- কোন দেশের প্রজার কথা বলা হয়েছে? তাদের এমন দুর্দিন কেন তা লেখো।
3)    'কলিঙ্গে সোঙরে সকল লোকে যে জৈমিনি ' --- জৈমিনি কে? 'সোঙরে' শব্দের অর্থ কী? কলিঙ্গের প্রজারা কী কারণে জৈমিনিকে স্মরণ করেছিল?
4)    'নিরিবধি সাতদিন বৃষ্টি নিরন্তর / আছুক শস্যের কার্য হেস্তা গেল ঘর।।' -- পঙক্তিটির অর্থ কী? প্রসঙ্গ আলোচনা করো।
5)    'চন্ডীর আদেশ পান।' --- কে চণ্ডীর আদেশ পান এবং আদেশ পেয়ে তিনি কী করেছিলেন? এখানে 'হনুমান' প্রসঙ্গটি কেন এসেছে বলে তুমি মনে করো ? তাঁর অপর নাম কী?
6)    'ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল' -- ব্যাখ্যা করো।

নবম শ্রেণীর বাংলা বিষয়ের সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর WBBSE Class 9 Geography Question and Answer / Suggestion / Notes  পেতে প্রতিদিন Visit  করো www.infoeducations.com এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এখানে ক্লিক করে বিভিন্ন রকম  আপডেট পেতে।

আরও দেখুন:-

নবম শ্রেণীর বাংলা সাজেশন Class 9 Bengali Suggestion 2024 – Click Here

আরও দেখুন:-

নবম শ্রেণীর ভূগোল সাজেশন Class 9 Geography Suggestion 2024 – Click Here

আরও দেখুন:-

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন Class 9 Life Science Suggestion 2024 – Click Here

আরও দেখুন:-

নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান সাজেশন Class 9 Physical Science Suggestion 2024 – Click Here

আরও দেখুন:-

নবম শ্রেণীর ইতিহাস সাজেশন Class 9 History Suggestion 2024 – Click Here

আরও দেখুন:-

নবম শ্রেণীর গণিত সাজেশন Class 9 Mathematics Suggestion 2024 – Click Here


নবম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের নোটস সাজেশন পেতে আমাদের সাথে যুক্ত থাকো।

তোমরা যদি আমাদের সাথে কন্টাক্ট (Contact) করতে চাও তাহলে – Click Here

তোমরা যদি টেলিগ্রাম (Telegram) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে -  Click Here

তোমরা যদি হোয়াটস্যাপ (WhatsApp) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে - Click Here

তোমরা যদি ফেসবুক (Facebook) পেজের সাথে যুক্ত হতে চাও তাহলে -  Click Here

 

1 মন্তব্যসমূহ

Enter Your Comment

নবীনতর পূর্বতন