Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024

Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024

Online সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা প্রশ্ন উত্তর 2024

ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এসেছি সাধারণ জ্ঞান এর প্রশ্ন ও উত্তর।এখানে যে প্রশ্ন ও উত্তর গুলি দেওয়া হয়েছে সেটি Online সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৪ এ নেওয়া Online  Exam । এখানে যে বিষয়ের উপর ভিত্তি করে পরীক্ষাটি ছিল সে বিষয়গুলি হলো - ভূগোল , ইতিহাস , সাধারণ বিজ্ঞান। এরকম আরও প্রতিযোগিতা মূলক পরীক্ষার এর আপডেট পেতে এক্ষুনি যুক্ত হয়ে যাও Info  Educations  এর সাথে। 

এখানে যে প্রশ্ন গুলি দেওয়া হয়েছে সেগুলি বিভিন্ন ধরনের Competitive  Exam  (যেমন WBCS , SSC , WBSSC , Food  SI ,RBPS,SBI ,RBI  প্রভৃতি) এ অনেক কাজে লাগবে। 

Online Quiz Exam Free With Answers

'সাধারণ জ্ঞান’ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল Info Educations টীম এর পক্ষথেকে তার প্রশ্নপত্র নীচে দেওয়া হল। প্রশ্নপত্রটিতে ২৫ টি প্রশ্ন ছিল আর তার জন্য সময় বরাদ্দ ছিল ১২ মিনিট।

0%
ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য নূন্যতম কত বছর বয়স হওয়া প্রয়োজন -
২৫ বছর
৩০ বছর
৩৫ বছর
৪০ বছর
উত্তর : - ৩৫ বছর

ভারতের মহাকাশ গবেষণার জনক -
এপিজে আব্দুল কালাম
এস সোমনাথ
বিক্রম সারাভাই
সতীশ ধাওয়ান
উত্তর : - বিক্রম সারাভাই

ভারতে ক্রিকেট খেলার সূচনা করেন -
পর্তুগিজরা
ফরাসিরা
ইংরেজরা
আরবরা
উত্তর : - ইংরেজরা

বৈদ্যুতিক বাল্বের ভিতরে কোন গ্যাস থাকে -
হাইড্রোজেন
অক্সিজেন
নাইট্রোজেন
কার্বন-ডাই-অক্সাইড
উত্তর : - নাইট্রোজেন

তেঁতুলে কোন অ্যাসিড থাকে -
টারটারিক অ্যাসিড
ম্যালিক অ্যাসিড
সাইট্রিক অ্যাসিড
অ্যাসকরবিক অ্যাসিড
উত্তর : - টারটারিক অ্যাসিড

বাংলার বাঘ বলে -
সুভাষচন্দ্র বসু
স্বামী বিবেকানন্দ
মাস্টারদা সূর্যসেন
আশুতোষ মুখোপাধ্যায়
উত্তর : - আশুতোষ মুখোপাধ্যায়

প্রথম ভারতীয় নোবেল বিজয়ী ছিলেন -
রবীন্দ্রনাথ ঠাকুর
মাদার টেরেসা
চন্দ্রশেখর ভেক্টর রমন
মহাত্মা গান্ধী
উত্তর : - রবীন্দ্রনাথ ঠাকুর

পৃথিবীর ছাদ বলা হয় -
পামির মালভুমি
তিব্বত মালভুমি
লাদাখ মালভুমি
ছোটনাগপুর মালভুমি
উত্তর : - পামির মালভুমি

ব্ল্যাকফুট ডিজিজ হয়ে থাকে কোন দূষণের ফলে -
আর্সেনিক
ক্যাডমিয়াম
পারদ
ফ্লোরাইড
উত্তর : - আর্সেনিক

পলাশীর যুদ্ধ কত সালে হয় -
১৭৫৬ খ্রিস্টাব্দে
১৭৫৮ খ্রিস্টাব্দে
১৭৫৭ খ্রিস্টাব্দে
১৭৫৯ খ্রিস্টাব্দে
উত্তর : - ১৭৫৭ খ্রিস্টাব্দে

পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি -
গোলাপ
শিউলি
রজনীগন্ধা
জারুল
উত্তর : - শিউলি

মানবদেহের সবচেয়ে বড়ো গ্রন্থির নাম হল -
যকৃত
বৃক্ক
হৃদপিন্ড
পাকস্থলী
উত্তর : - যকৃত

বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি -
বাইবেল
ত্রিপিটক
পুরান
বেদ
উত্তর : - ত্রিপিটক

"গণিতের জনক" কাকে বলা হয়?
কার্ল ফ্রেডরিখ গাউস
আইজ্যাক নিউটন
এভারিস্ট গ্যালোইস
আর্কিমিডিস
উত্তর : - আর্কিমিডিস

বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রণয়ন করেন -
লর্ড কর্নওয়ালিস
লর্ড ওয়েলেসলি
লর্ড ক্যানিং
লর্ড ক্লাইভ
উত্তর : - লর্ড কর্নওয়ালিস

পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয় -
১৫৫৬ খ্রিস্টাব্দে
১৫২৬ খ্রিস্টাব্দে
১৪২৬ খ্রিস্টাব্দে
১৬২৬ খ্রিস্টাব্দে
উত্তর : - ১৫২৬ খ্রিস্টাব্দে

পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা আছে -
৩০ টি
২৩ টি
২৭ টি
২৮ টি
উত্তর : - ২৩ টি

স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি -
মমতা বন্দোপাধ্যায়
সরোজিনী নাইডু
ইন্দিরা গান্ধী
সুচেতা কৃপলানী
উত্তর : - ইন্দিরা গান্ধী

ইতিহাসের জনক কাকে বলা হয় ?
থুকিডিডিস
আর্যভট্ট
অ্যারিস্টটল
কোনোটিই নয়
উত্তর : - কোনোটিই নয়

সূর্যের উত্তাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি -
ব্যারোমিটার
পাইরোমিটার
থার্মোমিটার
হাইগ্রোমিটার
উত্তর : - পাইরোমিটার

ভারতের কোন রাজ্যে শিক্ষিতর হার অনেক বেশি -
কেরালা
কর্ণাটক
পশ্চিমবঙ্গ
বিহার
উত্তর : - কেরালা

পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয় -
তিস্তা
গঙ্গা
দামোদর
সুবর্ণরেখা
উত্তর : - তিস্তা

দৈর্ঘ্যের সবথেকে বড়ো একক হল -
পারসেক
অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট
আলোকবর্ষ
অ্যাংস্ট্রম
উত্তর : - পারসেক

স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কে ?
আলেক্সজান্ডার ফ্লেমিং
লুই পাস্তুর
উপেন্দ্রকিশোর ব্রহ্মচারী
এডওয়ার্ড জেনার
উত্তর : - এডওয়ার্ড জেনার

ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি -
বিন্ধ্য পর্বত
আরাবল্লী পর্বত
সাতপুরা পর্বত
হিমালয় পর্বত
উত্তর : - আরাবল্লী পর্বত

Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

--

তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই পরীক্ষাটি দাও এবং নীচে জানাও কত পেয়েছো। Info Educations প্লাটফর্ম Students দের জন্য এরকম আরও অনেক নতুন ধরণের Exam ভবিষ্যতেও নেবে তার জন্য তোমরা এক্ষুনি যুক্ত হয়ে যাও বিভিন্ন রকম আপডেট পেতে। নীচের লিঙ্ক গুলিতে ক্লিক করে : - 

তোমরা যদি আমাদের সাথে কন্টাক্ট (Contact) করতে চাও তাহলে – Click Here

তোমরা যদি টেলিগ্রাম (Telegram) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে -  Click Here

তোমরা যদি হোয়াটস্যাপ (WhatsApp) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে - Click Here

তোমরা যদি ফেসবুক (Facebook) পেজের সাথে যুক্ত হতে চাও তাহলে -  Click Here

Winners List : - 

Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024

Download Quiz Exam Results Here : - Click Here 

Winners Certificate : - 

Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024


6 মন্তব্যসমূহ

Enter Your Comment

  1. Onek Onek Valo Laglo Quiz Competition A Ongshogrohon Kore. Future a arou onek jeno erokom Protijogita Korai Info Educations Team Etai Chaibo

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. খুব শীঘ্রই আমরা Notifications পাবলিশ করবো। পশে থেকো এভাবেই।

      মুছুন
  2. Ami 20 Peyechi. Next Quiz A Ami Ongshogrohon Korte Chai Kivabe Korbo

    উত্তরমুছুন
  3. স্যার এই টেস্ট টা দিয়ে খুবই উপকৃত হলাম।😌🙏 অনেক অজানা বিষয়ে জানতে পারলাম। 😊এরম আরো টেস্ট নিলে খুব ভালো হয় ধন্যবাদ 🙏

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Welcome, খুব শীঘ্রই আমরা Notifications পাবলিশ করবো। পশে থেকো এভাবেই।

      মুছুন
নবীনতর পূর্বতন