Class 9 1ST UNIT TEST History Question Paper 2024 | ক্লাস নাইন ইতিহাস প্রশ্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024

  

Class 9 1ST UNIT TEST History Question Paper 2024 | ক্লাস নাইন ইতিহাস প্রশ্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024

নবম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন ২০২৪

নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ এর টি মডেল প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি তোমাদের সামনে।  কেমন ধরণের প্রশ্নপত্র তোমাদের ক্লাস 9 ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ পরীক্ষায় আসবে এই টি মডেল প্রশ্নপত্রতে দেখানো হয়েছে।  আশা করি তোমাদের এই ২টি মডেল প্রশ্নপত্র অনেক সাহায্য করবে। চাইলে তোমরা বাড়িতে বসে এই প্রশ্নপত্রটি সমাধান করে আমাদের কে পাঠাতে পারো সমাধানপত্রটি।

Class 9 History 1st unit test suggestion 2024

নবম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ এর সিলেবাস থাকছে তোমাদের প্রথম অধ্যায় : ফরাসি বিপ্লবের কয়েকটি দিক দ্বিতীয় অধ্যায় : বিপ্লবী আদর্শ ক্লাস ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ পূর্ণমান - ৪০ লিখিত।  যার জন্য সময় ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।

নবম শ্রেণী ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 | Wbbse History 1st Unit Test Question Paper

Model Set – 1

1st Unit Test History Question Paper প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪

বিষয় - ইতিহাস   পূর্ণমান = ৪০   সময় - ঘন্টা ৩০ মিনিট

A ) সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্য পূরণ কর : 1 x5 = 5

) গ্যাবেলা হলো - পথিক / লবনকর / জলকর।

) ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল ফ্রান্সের সাথে - ইংল্যান্ডের / স্পেনের / পর্তুগালের।

) নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে - মহাদেশীয় অবরোধ ব্যবস্থ্যা / পোড়ামাটির নীতি / রক্ত লৌহ নীতি গ্রহণ করেন। 

) টেনিসকোটের শপথ গৃহীত হয় - ১৭৮৯ / ১৯০০ / ১৬১২ খ্রিস্টাব্দে।

) সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন - মন্তেস্কু / ভলতেয়াররুশো। 

B ) একটি বাক্যে উত্তর দাও :  1 x 5 = 5

) "আমিই রাষ্ট্র " উক্তিটি কার ?

) কে ফ্রান্সকে 'ভ্রান্ত অর্থনীতির জাদুঘর' বলেছেন ?

) নীলনদের যুদ্ধ কবে , কাদের মধ্যে হয় ?

) নেপোলিয়ন কত খ্রিষ্টাব্দে "ফন্টেন ব্লু ডিক্রি " জারি করেন ?

) ব্যাঙ্ক অব ফ্রান্স কে প্রতিষ্টা করেন ?

C) বাম স্তম্ভের সঙ্গে ডান স্তভ মেলাও :  1 x 4 = 4

বাম স্তম্ভ

ডান স্তভ

ষোড়শ লুই

রুশজার

নেকার

ইংরেজ সেনাপতি

প্রথম আলেকজান্ডার

বুর্জোয়া বংশ

নেলসন

অর্থমন্ত্রী

D) নীচের বিবৃতির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানাসই তা খুঁজে নাও :  1 x 2 = 2

I ) বিবৃতি : নেপোলিয়ন ১৮০৪ খ্রিস্টাব্দে 'সম্রাট' উপাধি গ্রহণ করেন। 

ব্যাখ্যা - : সম্রাট উপাধি গ্রহণের মাধ্যমে নেপোলিয়ন প্রজাতন্ত্র প্রতিষ্টা করেন।

ব্যাখ্যা - : সম্রাট উপাধি গ্রহণের ফলে ফ্রান্সে বিপ্লবের অগ্রগতি ঘটে।

ব্যাখ্যা - : সম্রাট উপাধি গ্রহন বিপ্লবের বিরোধী ছিল।

II ) বিবৃতি : ফরাসি সম্রাট ষোড়শ লুই স্বেচ্ছাচারি শাসক ছিলেন।

ব্যাখ্যা - : তিনি জনসাধারণের কথা অবিশ্বাস করতেন।

ব্যাখ্যা - : তিনি স্টেটস জেনারেলের অধিবেশন ডাকেননি।

ব্যাখ্যা - : তিনি স্বর্গীয় অধিকারতত্ত্বের আশ্রয় নিতেন।

E ) শুন্যস্থান পূরণ কর : 1 x 2 = 2

) নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসিত হন __________ চুক্তি অনুযায়ী।

) _________ খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতন ঘটে।

F ) নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ( যেকোনো তিনটি )   2 x 3 = 6

) পোড়ামাটি নীতি কী ?

) 'আঁসিয়া রেজিমকী ?

) লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন ?

) ব্রান্সউইক ঘোষণা পত্র বলতে কী বোঝো ?

G ) সাত বা আটটি বাক্যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : -  4 x 2 = 8

) নেপলিয়ন কি উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন ?

টীকা লেখো - একশত দিবসের রাজত্ব।

) বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে বৈষম্যমূলক কর ব্যবস্থ্যা সম্পর্কে কী জানো লেখো।

H ) পনেরো বা ষোলটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: -   8 x 1 = 8

) ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকা মূল্যায়ন করো।

) কোড নেপোলিয়ন বিষয়ে একটি টিকা লেখো। এর বিভিন্ন সংস্কার গুলি বিশ্লেষণ করো। 4 + 4

নবম শ্রেণী ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 | Wbbse History 1st Unit Test Question Paper

Model Set – 2

1st Unit Test History Question Paper প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪

বিষয় - ইতিহাস   পূর্ণমান = ৪০   সময় - ঘন্টা ৩০ মিনিট

A ) সঠিক উত্তরটি নির্বাচন কর :  1 x 8 = 8

) নেপোলিয়নের মৃত্যু ঘটে  - কর্সিকা দ্বীপে / সিসিলি দ্বীপে / সেন্ট হেলেনা দ্বীপে / এলবা দ্বীপে।

) নেপলিয়ন কোন দেশকে গ্রান্ড ডাচ অফ ওয়ারিশ - তে পরিণত করেছিল - রাশিয়া / পোল্যান্ড / ইংল্যান্ড / হল্যান্ড।

) দি পার্সিয়ান লেটার্স - এর রচয়িতা হলেন  - ভলতেয়ার / রুশো / লক / মন্তেস্কু।

) 'কনফেডারেশন অফ দ্যা রাইন ' গঠিত হয় - ১৮০৭ খ্রিস্টাব্দে / ১৮০৬ খ্রিস্টাব্দে / ১৭০৭ খ্রিস্টাব্দে / ১৮০৮ খ্রিস্টাব্দে।

) লেতর দ্যা ক্যাশে হলো - অধিকারপত্র / গির্জার নির্দেশমানা / গ্রেফতারি পরোয়ানা / ফ্রান্সের জাতীয় ব্যাঙ্ক।

) টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় - ইংল্যান্ড রাশিয়ার মধ্যেফ্রান্স স্পেনের মধ্যে / ফ্রান্স ইংল্যান্ডের মধ্যে / ফ্রান্স রাশিয়ার মধ্যে।

) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন  - চতুর্দশ লুই / পঞ্চদশ লুই / ষোড়শ লুই / সপ্তদশ লুই।

) ভারতের কোন শাসক জ্যাকোবিন দলের সঙ্গে যুক্ত ছিলেন - টিপু সুলতান / ঔরঙ্গজেব / নিজাম / কোনোটিই নয়।

B ) একটি বাক্যে উত্তর দাও :  1 x 8 = 8

) টাইথ কী ?

) গ্রান্ড আর্মির অস্ট্রীয় বাহিনীর নেতৃত্বে কে ছিলেন ?

) ফরাসি বিপ্লবের আদর্শ কী কী ছিল ?

) তৃতীয় শক্তি জোট কোন কোন দেশের মধ্যে হয় ?

) সাঁকুলোৎ কারা ?

ফ্রান্সের প্রথম কনসাল কে ছিলেন ?

) কোন শহর কে বিপ্লবের জননী বলা হয় ?

) ফ্রিড ল্যান্ডের যুদ্ধ সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে ?

C ) দু-একটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :  ( যেকোনো চারটি ) 2 x  4 = 8

) টেনিস কোটের শপথ কী ?

) ধর্মমীমাংসা চুক্তি কী ?

) নেপোলিয়নকে 'বিপ্লবের ধ্বংসকারী' বলা হয় কেন ?

) বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কী ছিল?

) '১৮ ব্রুমেয়ারের' ঘটনা কী ?

D ) সাত বা আটটি বাক্যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : -  4 x 2 = 8

) ফ্রান্সকে 'ভ্রান্ত অর্থনীতির জাদুঘর' বলা হয় কেন ?

টিকা লেখো : বাস্তিল দুর্গের পতন।

) উপদ্বীপের যুদ্ধে ফ্রান্সের বিপর্যয়ের কারণগুলি লেখো।

E ) পনেরো বা ষোলটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: -  8 x 1 = 8

) নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থ্যার উদ্দেশ্য কী ? কেন এই ব্যবস্থ্যা ব্যর্থ হয়েছিল ?

) ফরাসি বিপ্লবের কারণগুলি ব্যাখ্যা করো।

 

তোমরা যদি প্রশ্নপত্রটি সমাধান করে আমাদের পাঠাতে চাও তাহলে আমাদেরকে পাঠাতে পারো। আমরা সমাধানপত্রটি চেক করে দেব এবং তার সাথে কত পেয়েছো তা জানিয়েও দেব। পাঠানোর জন্য আমাদের সাথে কন্টাক্ট করো - Click Here

Class 9 Bengali First Unit Test Question Paper নবম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024  - Click Here

Class 9 History First Unit Test Question Paper নবম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024  - Click Here

Class 9 Geography First Unit Test Question Paper নবম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024   - Click Here

Class 9  Physical Science First Unit Test Question Paper নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024   - Click Here

Class 9 Life Science First Unit Test Question Paper নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024   - Click Here

Class 9 Mathematics First Unit Test Question Paper নবম শ্রেণীর গণিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024   - Click Here

আশা করছি তোমাদের এই ২টি মডেল প্রশ্নপত্র অনেক বেশি সাহায্য করবে ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে(1st Unit Test 2024) নিচে অবশ্যই কমেন্ট জানাবে কেমন লাগলো তোমাদের।

তোমরা যদি আমাদের সাথে কন্টাক্ট (Contact) করতে চাও তাহলেClick Here

তোমরা যদি টেলিগ্রাম (Telegram) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলেClick Here

তোমরা যদি হোয়াটস্যাপ (WhatsApp) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলেClick Here

তোমরা যদি ফেসবুক (Facebook) পেজের সাথে যুক্ত হতে চাও তাহলে Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

Enter Your Comment

নবীনতর পূর্বতন