বিল্পবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর। West Bengal Class 9 History Suggestion 2024

বিল্পবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর। West Bengal Class 9 History Suggestion 2024

বিল্পবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ।  Nepoliyan Question Answer Answer  in  Bengali। 

Class 9 History Chapter 2 Question Answer In Bengali নবম শ্রেণির (Class 9) ইতিহাসের দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর 2024 এর প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। Class 9 ইতিহাস বইয়ের 2 অধ্যায় (Class 9 History Suggestion 2024) এর নিচের দেওয়া প্রশ্ন গুলি তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনাও অনেক বেশি নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর গুলি (Wbbse Class 9 History Chapter 2 Questions And Answers) তোমরা ভালো করে পড়তে থাকো। আশা করি নবম শ্রেণির (Class 9) ইতিহাসের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য জাতীয়তাবাদ এর প্রশ্ন উত্তর গুলি তোমাদের অনেক সাহায্য করবে। এখানে MCQ ,SAQ , সংক্ষিপ্ত এবং রচনাধর্মী সব রকমের প্রশ্নের আলোচনা করা হলো।

 নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের নোটস সাজেশন(Class 10/Madhyamik Suggestion All Subject 2025) পেতে আমাদের সাথে যুক্ত থাকো।  আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact Form) নিজের ডিটেলস সাবমিট(Submit) করো।  খুব শীঘ্রই আমরা Reply  করবো।

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর mcq প্রতিটি প্রশ্নের মান - ১। নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় অনুশীলনী Class 9 history chapter 2 questions and answers in Bengali

1. নেপোলিয়ন জ্যাকোবিন দলের সদস্য হন -

a)    ১৭৯৩ খ্রিস্টাব্দে

b)    ১৮০২ খ্রিস্টাব্দে

c)    ১৭৯৯ খ্রিস্টাব্দে

d)    ১৭৯১ খ্রিস্টাব্দে

উত্তর : - ১৭৯১ খ্রিস্টাব্দে

2. নেপোলিয়ান বোনাপার্ট নিজেকে 'ফ্রান্সের সম্রাট' বলে ঘোষণা করেন -

a)    ১৭৯৩ খ্রিস্টাব্দে

b)    ১৮০২ খ্রিস্টাব্দে

c)    ১৭৯৯ খ্রিস্টাব্দে

d)    ১৮০৪ খ্রিস্টাব্দে

উত্তর : - ১৮০৪ খ্রিস্টাব্দে

3. ফরাসি সমাজের বাইবেল বলা হয় -

a)    সামাজিক চুক্তি গ্রন্থকে

b)    কোড নেপোলিয়ানকে

c)    স্পিরিট অব দ্য লজ গ্রন্থকে

d)    কোনোটিই নয়

উত্তর : - কোড নেপোলিয়ানকে

4. রাশিয়া আক্রমণ করে নেপোলিয়ান ব্যর্থ হন।  কারণ -

a)    তিনি ঠিক সময় রাশিয়া আক্রমণ করেননি

b)    ফরাসি সেনারা নানা কারণে হতোদ্যম হয়ে পড়েছিল

c)    রাশিয়ার জার যুদ্ধ করে ফরাসি সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন

d)    তিনি যুদ্ধে পুরোপুরি মনোনিবেশ করেননি

উত্তর : - ফরাসি সেনারা নানা কারণে হতোদ্যম হয়ে পড়েছিল

5. নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় , কারণ -

a)    তিনি ইউরোপ এক বিশাল ফরাসি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন

b)    তিনি কোড নেপোলিয়ান প্রণয়ন করেছিলেন

c)    তিনি ফ্রান্স বিপ্লবী আদর্শগুলি সুচারুরূপে পালন করেছিলেন

d)    তিনি নিজেকে ফরাসি সম্রাট বলে ঘোষণা করেছিলেন

উত্তর : - তিনি কোড নেপোলিয়ান প্রণয়ন করেছিলেন

6. নেপোলিয়ান এলবা দ্বীপে নির্বাসিত হন -

a)    ফন্টেনব্লু- চুক্তি অনুযায়ী

b)    টিলজিটের সন্ধি অনুযায়ী

c)    ধর্মমিমাংসা চুক্তি অনুযায়ী

d)    প্রেসবুর্গের সন্ধি অনুযায়ী

উত্তর : - ফন্টেনব্লু- চুক্তি অনুযায়ী

7. নেপোলিয়ানের মৃত্যু হয় মে -

a)    ১৮১৫ খ্রিস্টাব্দে

b)    ১৮১৯ খ্রিস্টাব্দে

c)    ১৮১৭ খ্রিস্টাব্দে

d)    ১৮২১ খ্রিস্টাব্দে

উত্তর : - ১৮২১ খ্রিস্টাব্দে

8. নেপোলিয়ান ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান -

a)    ১৭৯৯ খ্রিস্টাব্দে

b)    ১৮০০ খ্রিস্টাব্দে

c)    ১৭৯৮ খ্রিস্টাব্দে

d)    ১৮৫৩ খ্রিস্টাব্দে

উত্তর : - ১৭৯৯ খ্রিস্টাব্দে

9. 'কোড নেপোলিয়ান' - ধারার সংখ্যা ছিল -

a)    ২০০০ টি

b)    ২০৫০ টি

c)    ২০০৩ টি  

d)    ২২৮৭ টি

উত্তর : - ২২৮৭ টি

10. 'কোড নেপোলিয়ান' ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে ?

a)    ১৮০৬ খ্রিস্টাব্দে

b)    ১৮০৭ খ্রিস্টাব্দে

c)    ১৮০৪ খ্রিস্টাব্দে

d)    ১৮০৯ খ্রিস্টাব্দে

উত্তর : - ১৮০৭ খ্রিস্টাব্দে

11. রাইন কনফেডারেশন সংঘটিত হয় -

a)    ১৮১০ খ্রিস্টাব্দে

b)    ১৮০৮ খ্রিস্টাব্দে

c)    ১৮০৬ খ্রিস্টাব্দে

d)    ১৮০৯ খ্রিস্টাব্দে

উত্তর : - ১৮০৬ খ্রিস্টাব্দে

12. টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় -

a)    ১৮০০ খ্রিস্টাব্দে

b)    ১৮০৫ খ্রিস্টাব্দে

c)    ১৮০৭ খ্রিস্টাব্দে

d)    ১৮০৮ খ্রিস্টাব্দে

উত্তর : - ১৮০৭ খ্রিস্টাব্দে

13. নেপোলিয়ানকে নির্বাসিত করা হয় -

a)    নিকোবর দ্বীপে

b)    আন্দামান দ্বীপে

c)    সেন্ট হেলেনা দ্বীপে

d)    রুমানিয়ায়

উত্তর : - সেন্ট হেলেনা দ্বীপে

14. সিজালপায়িন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হয় -

a)    ১৮০১ খ্রিস্টাব্দে

b)    ১৮০২ খ্রিস্টাব্দে

c)    ১৮০৩ খ্রিস্টাব্দে

d)    ১৮০৪ খ্রিস্টাব্দে

উত্তর : - ১৮০২ খ্রিস্টাব্দে

15. নেপোলিয়ন জন্ম গ্রহণ করেন

a)    ১৭৬৯ খ্রিস্টাব্দে

b)    ১৭৭৯ খ্রিস্টাব্দে

c)    ১৭৫৯ খ্রিস্টাব্দে

d)    ১৭৪৯ খ্রিস্টাব্দে

উত্তর : - ১৭৬৯ খ্রিস্টাব্দে

16. নেপোলিয়ানকে নির্বাসিত করা হয় -

a)    নিকোবর দ্বীপে

b)    আন্দামান দ্বীপে

c)    সেন্ট হেলেনা দ্বীপে

d)    কর্সিকা দ্বীপে

উত্তর : - কর্সিকা দ্বীপে

17. 'ব্যাঙ্ক অব ফ্রান্স' প্রতিষ্টা করেছিলেন -

a)    নেপোলিয়ান বোনাপার্ট

b)    তুর্গ

c)    মিরাবো

d)    আবে সিয়েস 

উত্তর : - নেপোলিয়ান বোনাপার্ট

18. টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় -

a)    ইংল্যান্ড রাশিয়ার মধ্যে

b)    ফ্রান্স স্পেনের মধ্যে

c)    ফ্রান্স ইংল্যান্ডের মধ্যে

d)    ফ্রান্স রাশিয়ার মধ্যে

উত্তর : - ফ্রান্স রাশিয়ার মধ্যে

19. পোড়ামাটির নীতি করা অনুসরণ করেন -

a)    ফরাসিরা

b)    রাশিয়ারা

c)    জার্মানরা

d)    ইংরেজরা

উত্তর : - রাশিয়ারা

20. নেপোলিয়নকে 'মুক্তিদাতা' রূপে সম্ভাষণ করেন -

a)    ফরাসিরা

b)    রোমানরা

c)    জার্মানিরা

d)    ইতালীয়রা

উত্তর : - ফরাসিরা

21. নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ কোনটি ছিল ?

a)    উপদ্বীপের যুদ্ধ

b)    আলমের যুদ্ধ

c)    ওয়াটারলুর যুদ্ধ

d)    ফ্রিনল্যান্ডের যুদ্ধ

উত্তর : - ওয়াটারলুর যুদ্ধ

22. নীলনদের যুদ্ধ কবে হয়েছিল ?

a)    ১৭৯৮ খ্রিস্টাব্দে 

b)    ১৭৯৯  খ্রিস্টাব্দে 

c)    ১৮০৪  খ্রিস্টাব্দে 

d)    ১৮০৮  খ্রিস্টাব্দে 

উত্তর : - ১৭৯৯  খ্রিস্টাব্দে 

23. নেপোলিয়নের পূর্বে ফ্রান্স কোটি আইন প্রচলিত ছিল ?

a)    ৩৬০ টি

b)    ৪৬০ টি

c)    ৩০০ টি

d)    ৩২০ টি

উত্তর : - ৩৬০ টি

24. 'আমি বিপ্লবের সন্তান' একথা বলেছিলেন -

a)    রোবস্পিয়ার

b)    নেপোলিয়ন

c)    টমসন

d)    জোসেফ

উত্তর : - নেপোলিয়ন

25. রাশিয়া অভিযানে নেপোলিয়ান গঠন করেন -

a)    স্প্যানিশ আর্মাডা

b)    গ্র্যান্ড আর্মি

c)    আইবেরিয়ো আর্মি

d)    কিংডম অব ওয়েস্টফেলিয়া

উত্তর : - গ্র্যান্ড আর্মি

26. নেপোলিয়ান নীলনদের যুদ্ধে পরাজিত হন -

a)    ব্রান্স উইকের কাছে

b)    নেলসনের কাছে

c)    রোবস্পিয়ারের কাছে

d)    ওয়েলিংটনের কাছে 

উত্তর : - নেলসনের কাছে

 

নিন্মলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্ণয় করো প্রতিটি প্রশ্নের মান - ১। - বিল্পবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য জাতীয়তাবাদ নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর Class 9 history chapter 2 questions and answers in Bengali

1. বিবৃতি : ফরাসি বিপ্লবের প্রাককলে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হত।

ব্যাখ্যা - : বিপ্লব পূর্বে ফ্রান্সের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা ছিল সংকটময়।

ব্যাখ্যা - : ফরাসি জনগণ ছিল ভ্রান্ত বিদেশনীতির শিকার।

ব্যাখ্যা - : ফরাসি জনগণের মধ্যে শ্রেণীবিভাগ ছিল না।

উত্তর : - ব্যাখ্যা - : ফরাসি জনগণ ছিল ভ্রান্ত বিদেশনীতির শিকার।

2. বিবৃতিনেপোলিয়ন রাশিয়া অভিযানে সম্পূর্ণভাবে বিপর্যস্থ হয়েছিলেন।

ব্যাখ্যা - : রাশিয়া পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল।

ব্যাখ্যা - : রাশিয়া নেপোলিয়নকে সরাসরি আক্রমণ করেছিল।

ব্যাখ্যা - : নেপোলিয়নের সঙ্গে রাশিয়ার চুক্তি করার জন্য।

উত্তর : - ব্যাখ্যা - : রাশিয়া পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল।

3. বিবৃতিনেপোলিয়ন বোনাপার্টকে বলা হয় 'ফরাসি বিপ্লবের শ্রেষ্ট সন্তান'

ব্যাখ্যা - তিনি ইউরোপের এক বিশাল এলাকা জুড়ে ফরাসি সাম্রাজ্য প্রতিষ্টা করেছিলেন।

ব্যাখ্যা - তিনি ফরাসি বিপ্লবের সমতার আদর্শ অনুসরণ করেছিলেন।

ব্যাখ্যা - : তিনি সমগ্র ফরাসি সাম্রাজ্যে স্বাধীনতার আদর্শ প্রতিষ্টা করেছিলেন।

উত্তর : - ব্যাখ্যা - তিনি ফরাসি বিপ্লবের সমতার আদর্শ অনুসরণ করেছিলেন।

4. বিবৃতি : রাশিয়া আক্রমণ ছিল নেপোলিয়নের সাম্রাজ্যের 'শেষ সংগীত'

ব্যাখ্যা - : রাশিয়া আক্রমণের পর তিনি যুদ্ধনীতি ত্যাগ করেছিলেন। 

ব্যাখ্যা - : রাশিয়া আক্রমণের পর তাঁর জীবনে দেখা দেয় একের পর পরাজয়ের গ্লানি।

ব্যাখ্যা - : নানা কারণে ব্যৰ্থ হয়ে ফরাসি সেনাবাহিনী ফ্রান্স প্রত্যাবর্তন করে।

উত্তর : - ব্যাখ্যা - : নানা কারণে ব্যৰ্থ হয়ে ফরাসি সেনাবাহিনী ফ্রান্স প্রত্যাবর্তন করে।

5. বিবৃতি : নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থ্যা গ্রহণ করেন।

ব্যাখ্যা - : ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছিলেন বলে।

ব্যাখ্যা - : ইংল্যান্ডের নৌশক্তিকে দুর্বল করার জন্য।

ব্যাখ্যা - : ইংল্যান্ডের বাণিজ্যে আঘাত করার জন্য।

উত্তর : - ব্যাখ্যা - : ইংল্যান্ডের বাণিজ্যে আঘাত করার জন্য।

6. বিবৃতি : ১৭৯৯ খ্রিস্টাব্দ থেকে ১৮১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয় 'নেপোলিয়নের যুগ'

ব্যাখ্যা - : এই সময়ে নেপোলিয়ন ছিলেন ইউরোপের ভাগ্যনিয়ন্তা।

ব্যাখ্যা - : এই সময় তিনি ফ্রান্সের ক্ষমতা দখল করেছিলেন।

ব্যাখ্যা - : এই সময়ের মধ্যে তিনি ইংল্যান্ডকে অনেকবার পরাজিত করেছিলেন।

উত্তর : - ব্যাখ্যা - : এই সময়ে নেপোলিয়ন ছিলেন ইউরোপের ভাগ্যনিয়ন্তা।

7. বিবৃতি : কোড নেপোলিয়ন ত্রুটিমুক্ত ছিল না।

ব্যাখ্যা - : এই আইন - সংহিতায় নারীসমাজের মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়নি।

ব্যাখ্যা - : এই আইন - সংহিতাকে বাইবেলের সঙ্গে তুলনা করা হয়েছিল

ব্যাখ্যা - : আইন - সংহিতায় রচনার মাধ্যমে নেপোলিয়ান বিপ্লবের সুফলগুলি ফরাসিদের হাতে তুলে দেন।

উত্তর : - ব্যাখ্যা - : এই আইন - সংহিতায় নারীসমাজের মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়নি।

8. বিবৃতি : নেপোলিয়ন বার্লিন ডিক্রি বা হুকুমনামা জারি করেন।

ব্যাখ্যা - : মহাদেশীয় অবরোধ নীতি কার্যকর করে তিনি ইংল্যান্ডকে দুর্বল করতে চেয়েছিলেন।

ব্যাখ্যা - : ইংল্যান্ড অর্ডার-ইন-কাউন্সিল ঘোষণা করে।

ব্যাখ্যা - : লিপজিগের যুদ্ধে জাতিসমূহ জয়লাভ করে।

উত্তর : - ব্যাখ্যা - : মহাদেশীয় অবরোধ নীতি কার্যকর করে তিনি ইংল্যান্ডকে দুর্বল করতে চেয়েছিলেন।

 

ঠিক -ভুল নির্বাচন করো প্রতিটি প্রশ্নের মান - ১। বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য জাতীয়তাবাদ (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর | Class 9 History Nepolian Question and Answer

1. নেপোলিয়নকে বিপ্লবের সন্তান ধ্বংসকারী বলা হয়।

উত্তর : - ঠিক

2. কোড নেপোলিয়নকে বলা হয় ফরাসি সাম্রাজ্যের বাইবেল।

উত্তর : - ঠিক

3. ১৭৯৯ খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান।

উত্তর : - ঠিক

4. ১৮২০ খ্রিস্টাব্দে নেপোলিয়ন গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেন।

উত্তর : - ভুল

5. রাশিয়াকে অর্থনৈতিক দিক থেকে পর্যুদস্ত করার জন্য সম্রাট নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ প্রথা প্রবর্তন করেন।

উত্তর : - ঠিক

 

একটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান - 1 Class 9th History Chapter -2 Questions and Answers | নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় বিল্পবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর

1. কোন যুদ্ধে পরাজিত হয়ে নেপোলিয়ানকে এলবা দ্বীপে নির্বাসিত হতে হয়েছিল ?

উত্তর : - লাইপজিগের যুদ্ধে।

2. নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে 'ইউনিভার্সিটি অফ ফ্রান্স' প্রতিষ্টা করেন ?

উত্তর : - ১৮০৮  খ্রিস্টাব্দে।

3. নেপোলিয়নের শ্রেষ্ট সেনাপতির নাম কি ছিল ?

উত্তর : - ম্যাসেনা।

4. নেপোলিয়ন ডাইরেক্টরি শাসন ব্যাবস্থার অবসান ঘটিয়ে কি ধরণের শাসন ব্যবস্থ্যা চালু করে ছিলেন ?

উত্তর : - কনসুলেট শাসনবাবস্থা  

5. 'মিশরের নায়ক' কোন ফরাসি সম্রাটকে বলা হতো ?

উত্তর : - নেপোলিয়ন বোনাপার্ট

6. নেপোলিয়ন প্রতিষ্ঠিত ফরাসি সাম্রাজ্য কতকগুলি ডিপার্টমেন্টে বিভক্ত ছিল ?

উত্তর : - ১৩০ টি

7. কাকে ফরাসি বিপ্লবের 'অগ্নিময় তরবারি' বলা হয় ?

উত্তর : - নেপোলিয়ন বোনাপার্ট।

8. কোন সময়কে 'নেপোলিয়নের যুগ' বলা হয় ?

উত্তর : -  ১৭৯৯ খ্রিস্টাব্দ থেকে ১৮১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে 'নেপোলিয়নের যুগ' নামে পরিচিত।

9. কত খ্রিষ্টাব্দে লিপজিগের যুদ্ধ হয় ?

উত্তর : - ১৮১৩ খ্রিস্টাব্দে।

10. নেপোলিয়নের সময় কে রাশিয়ার জার ছিলেন ?

উত্তর : - প্রথম আলেকজান্ডার।

11. আমিয়েন্সের সন্ধি কবে , কাদের মধ্যে হয় ?

উত্তর : - ১৮০২ খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে হয়।

12. দ্বিতীয় শক্তিজোটের সদস্য কোন কোন দেশ ছিল ?

উত্তর : - ইংল্যান্ড , রাশিয়া , অস্ট্রিয়া , অটোমান সাম্রাজ্য , পর্তুগাল , নেপলস।

13. তৃতীয় শক্তিজোটের সদস্য কোন কোন দেশ ছিল ?

উত্তর : -  ইংল্যান্ড , রাশিয়া , অস্ট্রিয়া , সুইডেন , নেপলস।

14. কত বছর বয়সে নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি গোলন্দাজ বাহিনীর সদস্য হন ?

উত্তর : - ১৭ বছর।

15. কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট আজীবন কালের জন্য কনসাল পদ লাভ করেন ?

উত্তর১৮০২ খ্রিস্টাব্দে।

16. ট্রাফালগারের যুদ্ধ কবে হয় ?

উত্তর : - ১৮০৫ খ্রিস্টাব্দে।

17. ইতালীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় ?

উত্তর : - নেপোলিয়ন বোনাপার্ট।

18. বাটাভিয়ান প্রজাতন্ত্র কোথায় গড়ে উঠেছিল ?

উত্তর : - হল্যান্ডে।

19. কোন যুদ্ধকে 'সম্মিলিত জাতিবর্গের যুদ্ধ' বলা হয় ?

উত্তর : - লিপজিগের যুদ্ধকে।

20. ফ্রান্সের প্রথম কনসাল কে ছিলেন ?

উত্তর : - ফ্রান্সের প্রথম কনসাল নেপোলিয়ন ছিলেন।

21. কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান ?

উত্তর : - ১৭৯৯ খ্রিস্টাব্দে।

22. সিজলপাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে ?

উত্তর : - ১৮০২ খ্রিস্টাব্দে।

23. কবে , কার বিরুদ্ধে মিলান ডিগ্রি চালু করেন নেপোলিয়ান ?

উত্তর : - ১৮০৭ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে মিলান ডিগ্রি চালু করেন নেপোলিয়ান বোনাপার্ট।

সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর  উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান - 2 Class 9th History Chapter -2 Questions and Answers | বিল্পবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য জাতীয়তাবাদ নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর। West Bengal Class 9 History Suggestion 2024

1. ডাইরেক্টরি শাসন বলতে কি বোঝো ?

উত্তর : - ১৭৯৫ খ্রিস্টাব্দে সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার জন ডিরেক্টর বা ব্যক্তির এক কমিটির হাতে তুলে দেওয়া হয়।  এই শাসন 'ডাইরেক্টরি শাসন' (১৭৯৫ - ১৭৯৯ খ্রিস্টাব্দ) নামে পরিচিত। এই শাসন ব্যবস্থ্যা ছিল অত্যন্ত অদক্ষ দুর্নীতিগ্রস্থ। ডাইরেক্টরি শাসনকালে ফাঁসের শাসন ব্যবস্থ্যা ভেঙে পড়েছিল। 

2. সম্রাট নেপোলিয়ানকে কেনো 'দ্বিতীয় জাস্টিনিয়ান' বলা হয় ?

উত্তর : - কোড নেপোলিয়ান বা নেপোলিয়নের আইন সংহিতা গড়ে উঠেছিল মূলত পারকিটিক আইন রোমান আইন - এর সংমিশ্রনে।  কোড নেপোলিয়ন এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে , তা ফ্রান্সের সীমানা অতিক্রম করে ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পরে।  এজন্য ঐতিহাসিক ফিসার নেপোলিয়নকে 'দ্বিতীয় জাস্টিনিয়ান' বলে আখ্যা দিয়েছেন।

3. ধর্মমিমাংসা চুক্তি কি ?

উত্তর : - ১৮০১ খ্রিস্টাব্দে ফরাসি শাসক নেপোলিয়ন এবং পোপ সপ্তম পায়াস-এর মধ্যে 'ধর্ম-মীমাংসা চুক্তি' স্বাক্ষরিত হয়।  এর ফলে - . ফরাসি গির্জা গির্জার সম্পত্তির জাতীয়করণ করা হয় এবং . যাজকদের বেতন দেওয়ার বন্দোবস্ত করা হয়।

4. নেপোলিয়নকে 'বিপ্লবের সন্তান' বলা হয় কেন ?

উত্তর : - নেপোলিয়নকে 'বিপ্লবের সন্তান' বলা হয়।  কারণ -

. ফরাসি বিপ্লবের উদারনীতি নেপোলিয়নকে ক্ষমতা দখলে অনেক বেশি সাহায্য করেছিল।

. ফরাসি বিপ্লব প্রসূত সাম্য মৈত্রীর আদর্শ নেপোলিয়ন তার শাসনকালে কার্যকর করেছিলেন।

. ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি তিনি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে দেন। 

5. কোড নেপোলিয়ান কি ?

উত্তর : - নেপোলিয়ন বোনাপার্ট ১৮০০ খ্রিস্টাব্দে চারজন বিশিষ্ট আইনজীবী কাউন্সিল অব স্টেটকে সঙ্গে নিয়ে একটি নির্দিষ্ট বিধিবদ্ধ ফরাসি আইন সংহিতা রচনার কাজ শুরু করেন।  ৮৪ টি অধিবেশনের পর ১৮০৪ খ্রিস্টাব্দে সিভিল কোড রচনার কাজ সম্পন্ন হয়।  ১৮০৭ খ্রিস্টাব্দে নেপোলিয়নের নামানুসারে তা 'কোড নেপোলিয়ন' বা আইন সংহিতা নামে পরিচিত। এই আইন সংহিতায় মোট ২২৮৭ টি আইন বিধিবদ্ধ আছে।

6. নেপোলিয়নকে 'বিপ্লবের ধ্বংসকারী' বলা হয় কেন ?

উত্তর : - ফরাসি বিপ্লব রাজতন্ত্র উচ্ছেদ করে ফ্রান্স প্রজাতন্ত্র প্রতিষ্টা করেছিল। এই সূত্র ধরেই নেপোলিয়ন ফ্রান্সের কনসাল পদে নিযুক্ত হয়ে ছিলেন। কিন্তু তিনি কনসাল থেকে সম্রাট হয়ে এবং বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্টা করে সংবাদপত্রের স্বাধীনতা হরণ , বাকস্বাধীনতা হরণের মাধ্যমে ফরাসি বিপ্লবের আদর্শকে ধ্বংস করেন। তা ছাড়া তিনি ফরাসি বিপ্লবের স্বাধীনতার আদর্শকে   বিসর্জন দিয়ে ক্ষমতাকে নিজের হাতে তুলে নিয়েছিলেন।  তাই নেপোলিয়নকে 'বিপ্লবের ধ্বংসকারী' বলা হয়।  

7. কাকে , কেন 'আধুনিক যুগের সিজার' বলা হতো ?

উত্তর : - ১৮০৫ খ্রিস্টাব্দ থেকে ১৮১২ খ্রিস্টাব্দের মধ্যে নেপোলিয়ন ফরাসি গ্র্যান্ড এম্পায়ার প্রতিষ্টা করেন , যা উত্তরে জার্মানির হামবুর্গ থেকে দক্ষিণে রোম , পূর্বে ইংল্যান্ড থেকে পশ্চিমে স্পেন পর্যন্ত বিস্তৃত ছিল।  এই কৃতিত্বের জন্য তাঁকে 'আধুনিক যুগের সিজার' বলা হয়।

8. পোড়ামাটি নীতি কি ?

উত্তর : - ফরাসি সম্রাট নেপোলিয়ন ১৮১২ খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়া বাহিনী যুদ্ধ এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছিয়ে পড়তে থাকে।  ফরাসি বাহিনী রাশিয়ায় যাতে সমস্যায় পরে সে উদ্দেশ্যে পিছিয়ে পড়ার সময় রাশিয়া বাহিনী নিজেরদের রাস্তাঘাট সেতু ধ্বংস করে, খাদ্যশস্য , শস্যক্ষেত্র , শহর প্রভৃতি আগুনে পুড়িয়ে , পানীয় জলে  বিষ মিশিয়ে দেয়।  রাশিয়া বাহিনীর এই পদক্ষেপ 'পোড়ামাটি নীতি' নামে পরিচিত।

9. 'স্পেনীয় ক্ষতি' কি ?

উত্তর : - ফরাসি সম্রাট নেপোলিয়ন স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসিয়ে দিলে , স্পেনবাসী নেপোলিয়নের বিরুদ্ধে মুক্তি সংগ্রাম শুরু করে। স্পেনের যুদ্ধে নেপোলিয়নের বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে এবং জোসেফ স্পেন থেকে ফিরে আস্তে বাধ্য হন। স্পেনে নেপোলিয়নের এই সামরিক ব্যর্থতা 'স্পেনীয় ক্ষতি' নাম পরিচিত।

10. শতদিবসের রাজত্ব বলতে কি বোঝো ?

উত্তর : - ১৮১৫ খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন।  সাধারণ মানুষ তাকে সদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এর পর তিনি ২০ মার্চ থেকে ২৯ জুন (১৮১৫ খ্রিস্টাব্দে) পর্যন্ত মোট ১০০ দিন রাজত্ব করেন। এই ঘটনা 'শতদিবসের রাজত্ব' নামে পরিচিত।

11. '১৮ ব্রুমেয়ারের' ঘটনা কি ?

উত্তর : - ফরাসি সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট ডাইরেক্টরীর শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সে 'কনসুলেট' নামে নতুন শাসন ব্যবস্থ্যা চালু করেন এবং নিজে প্রথম কনসাল হিসেবে ফ্রান্সের শাসনক্ষমতা হস্তগত করেন।  বিভিন্ন ঐতিহাসিক এই ঘটনাকে ফরাসি বিপ্লবের সমাপ্তি বলে মনে করেন।  এই ঘটনা ঘটেছিলো ১৭৯৯ খ্রিস্টাব্দের নভেম্বর অর্থাৎ প্রজাতন্ত্রী ফ্রান্সের ক্যালেন্ডার অনুসারে ১৮ ব্রুমেয়ার তারিখে , এজন্য এই ঘটনাকে '১৮ ব্রুমেয়ার' বলা হয়।

12. 'কনফেডারেশন অব দ্য রাইন' কি ?

উত্তর : - ১৮০৬ খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট দ্বিতীয় ফ্রান্সিসকে পরাজিত করে রোমান সাম্রাজ্যের বিলোপ ঘটান এবং জার্মানিদের মধ্যে জাতীয়তাবোধ ঐক্যবোধ জাগ্রত করার জন্য  জার্মানির ব্যাভেরিয়া , ব্যাডেন , উটেমবার্গ , স্যাক্সনি প্রভৃতি রাজ্য নিয়ে গড়ে তোলেন 'কনফেডারেশন অব দ্য রাইন' , যা ১৮১৩ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল।

13. মহাদেশীয় অবরোধ ব্যবস্থ্যা কি ?

উত্তর : - নেপোলিয়ন বার্লিন , মিলান , ওয়ারশ, ফন্তেনব্লু  ইত্যাদি ডিক্রির মাধ্যমে ইংল্যান্ডের বিরুদ্ধে এক অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেন , যার ফলে ইংল্যান্ডের কোনো জাহাজ ইউরোপের কোনো বন্দরে প্রবেশ করতে পারবেনা এবং ইউরোপের কোনো রাষ্ট্র থেকে ইংল্যান্ড কোনোরকম পণ্য আমদানি করতে পারবে না।  এই অবরোধই ইতিহাসে 'মহাদেশীয় অবরোধ ব্যবস্থ্যা' বা 'মহাদেশীয় ব্যবস্থ্যা' নামে পরিচিত।

14. 'কনফেডারেশন অব দ্য রাইন' কেন গঠন করে হয়েছিল ?

উত্তর : - জার্মানি আগে ৩০০ টি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত ছিল।  সম্রাট নেপোলিয়ন জার্মানির ক্ষুদ্র রাজ্যগুলি ভেঙে ৩৯ টি অপেক্ষাকৃত বৃহত্তর রাজ্য গড়ে তোলেন, এরপর রাজ্য গুলি নিয়ে একটি রাষ্ট্র সমবায় বা কনফেডারেশন গঠন করেন। যার ফলে জার্মানির শাসন ব্যবস্থ্যা অপেক্ষাকৃত সহজ হয়।

15. কোড নেপোলিয়নের দুটি ত্রুটি উল্লেখ করো।

উত্তর : - . সমাজে নারীদের মর্যাদা হ্রাস পায়।

. শ্রমিকের গুরুত্ব কমে যায়। ফলে তারা ন্যূনতম মজুরির অধিকার থেকে বঞ্চিত হয়।

. পারিবারিক বন্ধন মজবুত করার জন্য নেপোলিয়ন পিতাকে পরিবারের সর্বময় করতে হিসেবে প্রতিষ্টা করেন।  ফলে স্ত্রী-পুত্রের ব্যক্তিস্বাধীনতা হ্রাস পায়।

16. লিজিয়ন অব অনার কি ?

উত্তর : - ফরাসি সম্রাট নেপোলিয়ন তার শাসনকালে দেশের জনগণ এবং রাজকর্মচারীদের দেশের কাজে উৎসাহ দানের উদ্দেশ্যে একটি বিশেষ রাষ্ট্রীয় সম্মানের আয়োজন করেন , এই বিশেষ সম্মানকে লিজিয়ন অব অনার বলা হতো।  এটি পাঁচটি ডিগ্রিতে বিভক্ত ছিল।

17. ওয়াটারলুর যুদ্ধের ফলাফল আলোচনা করো।

উত্তর : - ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নের পরাজয় ঘটে। এটিই ছিল তাঁর শেষ যুদ্ধ , যুদ্ধের পরে বিজয়ী শক্তিবর্গ নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেন।  নেপোলিয়নের সাম্রাজ্যের পতনের পরে ফ্রান্সের প্রভাব হ্রাস পায় এবং পরবর্তী সময়ে ভিয়েনা সম্মলনে মাধ্যমে ইউরোপের সীমারেখার পুনর্গঠন হয়।

নবম শ্রেণী ইতিহাস (দ্বিতীয় অধ্যায) বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সম্রাজ্য জাতীয়তাবাদ বড়ো প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান - 4 WB Class 9 History Suggestion 2023 WBBSE

1. নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি নিজের ভাষায় লেখো।

2. ট্রাফলগারের যুদ্ধের বিবরণ দাও।

3. টিকা লেখো : কোড নেপোলিয়ন।

4. নেপোলিয়নের রাশিয়া আক্রমণের কি কি কারণ ছিল ?

5. টিকা লেখো : টিলসিটের সন্ধি।

6. নেপোলিয়নের একশত দিবসের রাজত্ব সম্পর্কে কি জানো ?

7. নেপলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করে ?

8. উপদ্বীপের যুদ্ধে ফ্রান্সের বিপর্যয়ের কারণগুলি লেখো।

9. নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান ধ্বংসকারী বলা হয় ?


নবম শ্রেণী ইতিহাস (দ্বিতীয় অধ্যায) বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সম্রাজ্য জাতীয়তাবাদ বড়ো প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান - 8 WB Class 9 History Suggestion 2023 WBBSE  Class 9 History Question and Answer

1. নেপোলিয়ন কি উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেছিলেন ? নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থ্যা ব্যর্থ হওয়ার কারণগুলি কি কি ? 4+4

 

নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর WBBSE Class 9 History Question and Answer / Suggestion / Notes  পেতে প্রতিদিন Visit  করো www.infoeducations.com এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এখানে ক্লিক করে বিভিন্ন রকম  আপডেট পেতে।

আরও দেখুন:-

নবম শ্রেণীর ইতিহাস সাজেশন Class 9 History Suggestion 2024 – Click Here

আরও দেখুন:-

নবম শ্রেণীর ভূগোল সাজেশন Class 9 Geography Suggestion 2024 – Click Here

আরও দেখুন:-

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন Class 9 Life Science Suggestion 2024 – Click Here

আরও দেখুন:-

নবম শ্রেণীর বাংলা সাজেশন Class 9 Bengali Suggestion 2024 – Click Here

আরও দেখুন:-

নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান সাজেশন Class 9 Physical Science Suggestion 2024 – Click Here

আরও দেখুন:-

নবম শ্রেণীর গণিত সাজেশন Class 9 Mathematics Suggestion 2024 – Click Here

 

নবম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের নোটস সাজেশন পেতে আমাদের সাথে যুক্ত থাকো।  আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের দেওয়া কন্টাক্ট ফর্ম (Contact Form) অথবা এখানে ক্লিক করে নিজের ডিটেলস সাবমিট করো, খুব শীঘ্রই আমরা Reply  করবো। এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এখানে ক্লিক করে বিভিন্ন রকম আপডেট পেতে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

Enter Your Comment

নবীনতর পূর্বতন