WBBSE Class 10 Geography 1st Unit Test Important Question Paper । দশম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন

WBBSE Class 10 Geography 1st Unit Test Important Question Paper । দশম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন

দশম শ্রেণী ভূগোল প্রশ্নপত্র।প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 মাধ্যমিক ভূগোল সাজেশন।

দশম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ এর ২ টি মডেল প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি তোমাদের সামনে।  কেমন ধরণের প্রশ্নপত্র তোমাদের মাধ্যমিক ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ পরীক্ষায় আসবে এই ২ টি মডেল প্রশ্নপত্রতে দেখানো হয়েছে।  আশা করি তোমাদের এই ২টি মডেল প্রশ্নপত্র অনেক সাহায্য করবে। চাইলে তোমরা বাড়িতে বসে এই প্রশ্নপত্রটি সমাধান করে আমাদের কে পাঠাতে পারো সমাধানপত্রটি।

Wbbse Class 10 Geography First Unit Test Question 2024 

মাধ্যমিক ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ এর সিলেবাস এ থাকছে তোমাদের প্রথম অধ্যায় : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। পঞ্চম অধ্যায় : ভারত - ভূমিকা , ভারতের প্রাকৃতিক পরিবেশ। মাধ্যমিক ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ পূর্ণমান - ৪০ লিখিত।  যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।

Madhyamik 2024 first summative suggestion geography | Class 10 Geography 1st unit test suggestion

Model Set – 1

1st Unit Test Geography Question Paper প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪

বিষয় - ভূগোল  ।  পূর্ণমান = ৪০ ।  সময় - ১ ঘন্টা ৩০ মিনিট

১।  বিকল্প গুলি থেকে সঠিকউত্তরটি নির্বাচন করুন : -  1 x 5 = 5

ক ) মূলনদী যে থেকে জলধারা নির্গত হয়, তাকে বলে -

উপনদী / যুগ্মনদী / শাখানদী  / প্রধান নদী

খ ) জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে বলে -

মন্থকূপ  / প্রপাতকূপ / নিকপয়েন্ট  / কোনোটিই নয়

গ ) ভারতের দীর্ঘতম হিমবাহ হলো -

সিয়াচেন  / ল্যাম্বার্ট  / আলিস / হুবার্ড

ঘ ) ভারতের শুষ্কতম মরুভূমির নাম -

গোবি  / আটাকামা / তুর্কিস্তান  / লাদাখ

ঙ ) গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে বলে -

ভাবর  / ভাঙ্গার / খাদার / তরাই

২। একটি বা দুটি বাক্যে উত্তর দাও : - (যেকোনো পাঁচটি) 1 x 5 = 5

ক ) ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি ?

খ ) মরু অঞ্চলের শুস্ক নদী খাতকে কি বলে ?

গ ) নিউসুর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত ?

ঘ ) পুলিকট হ্রদ ভারতের কোন উপকূলে দেখা যায় ?

ঙ ) 'সিফ' শব্দের অর্থ কি ?

চ ) ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো।

ছ ) ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি ?

৩. নীচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও : - (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)  2 x 3 = 6

                           I.        জলবিভাজিকা উন্নয়নের দুটি মুখ্য উদ্দেশ্য লেখো।

অথবা , সামাজিক বনসৃজনের দুটি মুখ্য উদ্দেশ্য লেখো।

             II.        'মৌসুমী বিস্ফোরণ' কাকে বলে ?

অথবা , দুন উপত্যকা কি ?

           III.        কয়াল কি ?

৪।  সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও : -(বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)   3 x 3 = 9

ক ) গঙ্গা নদীর গতিপথের সংক্ষিপ্ত বিবরণ দাও।

অথবা , নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় ব-দ্বীপ গড়ে ওঠেনি কেন ?

খ ) রসেমতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো।

অথবা , নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো।

গ ) মৃত্তিকা সংরক্ষনের তিনটি উপায় সংক্ষেপে লেখো।

অথবা , ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো।

৫।  যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : -(বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)   5 x 2 = 10

ক ) বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা দাও।

অথবা ,

শুস্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও।

খ ) ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। 

অথবা ,

ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির তুলনামূলক আলোচনা করো। 

৬। প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্র নিন্মলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও: - 1 x 5 = 5

1)           1)    মহানদী নদী

2)    আরাবল্লী পর্বত

3)    মালাবার উপকূল

4)    কচ্ছের রণ

5)      পক প্রণালী

Class-10 Geography First-Unit-Test Question-2023।  মাধ্যমিক ভূগোল সাজেশন

Model Set – 2

1st Unit Test Geography Question Paper প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪

বিষয় - ভূগোল  ।  পূর্ণমান = ৪০ ।  সময় - ১ ঘন্টা ৩০ মিনিট

১।  বিকল্প গুলি থেকে সঠিকউত্তরটি নির্বাচন করুন : -  ( যেকোনো ছটি ) 1 x 6 = 6

) পাথুরে মরুভূমিকে মিশরে বলে -

রেগ / কুম  / সেরির / আর্গ

) মরু অঞ্চলে অপসারণের ফলে সৃষ্ট গর্তগুলিকে বলা হয় -

ধান্দ / প্লায়া  / ব্লো আউট  / কেটল

) হাতলযুক্ত ডেক চেয়ারের মতো দেখতে হিমবাহ উপত্যক্যার নাম

করি  / পিরামিড চূড়া  / রসেমতানে / ড্রামলিন

) ভারতের নবীনতম রাজ্য হলো -

ছত্রিশগড়  / ঝাড়খন্ড  / উত্তরাখন্ড  / তেলেঙ্গানা

)দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ -

আনাইমুদি / নীলগিরি  / ধূপগড়  / ডোডাবেতা

) ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় -

হিমরখা  / জলপ্রপাত  / ক্রেভাস / বার্গস্রুন্ড

) ভারতের সরলবর্গীয় বনভূমি যে অঞ্চলে দেখা যায় -

উপকূল অঞ্চলে  / মালভুমি অঞ্চলে  / গাঙ্গেয় সমভূমি অঞ্চলে  / হিমালয় পার্বত্য অঞ্চলে

২। একটি বা দুটি বাক্যে উত্তর দাও : - ( যেকোনো ছটি ) 1 x  6 =  6

) ভারতের শীতলতম স্থানটির নাম কি ?

) মরুভূমির ক্ষণস্থায়ী শুষ্ক নদীখাতকে কি বলে ?

) শিলাময় মরুভূমিকে কী বলে ?

) হিমাদ্রি হিমালয়ের দুটি শৃঙ্গের নাম লেখো।

) কোন মৃত্তিকায় কার্পাস উৎপাদন ভালো হয় ?

) ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম লেখো।

৩।  শুদ্ধ  অশুদ্ধ লেখো : - ( যেকোন দুটি )  1 x 2 = 2

) ভারতে খাল দ্বারা সবচেয়ে বেশি জমিতে জলসেচ করা হয়।

) মৃত্তিকা ক্ষয়ের ফলে বদভূমি সৃষ্টি হয়।

সিফ বালিয়াড়ি দেখতে অর্ধচন্দ্রাকার।

৪।  শুন্যস্থান পূরণ কর : -  ( যেকোন দুটি ) 1 x 2 =  2

) পর্বতের যে সীমারেখা বরাবর সারাবছর বরফ জমে থাকে _________ বলে।

) একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো ________

) গ্রাবরেখা হিমবাহের ______ কাজের ফলে সৃষ্টি হয়।

৫।  নীচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও : - (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়2 x 4 = 8

) ষষ্টঘাতের সূত্র কী ? অথবা , পুঞ্জিত ক্ষয় কী ?

) পার্বত্য মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো। অথবা , দুন কাকে বলে , উদাহরণ দাও।

) গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। অথবা , হিমশৈল কাকে বলে ?

) স্ক্রাবার কি ? অথবা , কম্পোস্টিং

৬।  সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও : - (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)   3 x 2 = 6

) বার্খান বালিয়াড়ি কিভাবে সৃষ্টি হয়।

অথবা , মরুকরণ রোধের উপায়গুলি কি কি ?

) অতিরিক্ত ভৌমজল উত্তোলনের তিনটি কুপ্রভাব আলোচনা করো।

অথবা , প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণী বিভাগ করো।

৭।  নিন্মলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 5 x 2 = 10

) পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 

অথবা ,

ভারতে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

) হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা দাও।

অথবা , নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।

 

তোমরা যদি প্রশ্নপত্রটি সমাধান করে আমাদের পাঠাতে চাও তাহলে আমাদেরকে পাঠাতে পারো। আমরা সমাধানপত্রটি চেক করে দেব এবং তার সাথে কত পেয়েছো তা জানিয়েও দেব। পাঠানোর জন্য আমাদের সাথে কন্টাক্ট করো - Click Here 

Class 10 Bengali First Unit Test Question Paper দশম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024  - Click Here

Class 10 History First Unit Test Question Paper দশম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024  - Click Here

Class 10 Geography First Unit Test Question Paper দশম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024   - Click Here

Class 10 Physical Science First Unit Test Question Paper দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024   - Click Here

Class 10 Life Science First Unit Test Question Paper দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024   - Click Here

Class 10 Mathematics First Unit Test Question Paper দশম শ্রেণীর গণিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024   - Click Here

আশা করছি তোমাদের এই ২টি মডেল প্রশ্নপত্র অনেক বেশি সাহায্য করবে ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে(1st Unit Test 2024) নিচে অবশ্যই কমেন্ট জানাবে কেমন লাগলো তোমাদের।

তোমরা যদি আমাদের সাথে কন্টাক্ট (Contact) করতে চাও তাহলেClick Here

তোমরা যদি টেলিগ্রাম (Telegram) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলেClick Here

তোমরা যদি হোয়াটস্যাপ (WhatsApp) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলেClick Here

তোমরা যদি ফেসবুক (Facebook) পেজের সাথে যুক্ত হতে চাও তাহলেClick Here

একটি মন্তব্য পোস্ট করুন

Enter Your Comment

নবীনতর পূর্বতন