Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024

6

Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024

Online সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা প্রশ্ন উত্তর 2024

ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এসেছি সাধারণ জ্ঞান এর প্রশ্ন ও উত্তর।এখানে যে প্রশ্ন ও উত্তর গুলি দেওয়া হয়েছে সেটি Online সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৪ এ নেওয়া Online  Exam । এখানে যে বিষয়ের উপর ভিত্তি করে পরীক্ষাটি ছিল সে বিষয়গুলি হলো - ভূগোল , ইতিহাস , সাধারণ বিজ্ঞান। এরকম আরও প্রতিযোগিতা মূলক পরীক্ষার এর আপডেট পেতে এক্ষুনি যুক্ত হয়ে যাও Info  Educations  এর সাথে। 

এখানে যে প্রশ্ন গুলি দেওয়া হয়েছে সেগুলি বিভিন্ন ধরনের Competitive  Exam  (যেমন WBCS , SSC , WBSSC , Food  SI ,RBPS,SBI ,RBI  প্রভৃতি) এ অনেক কাজে লাগবে। 


General Knowledge Online Mock Test Free PDF

আজকের দিনে শিক্ষার্থীদের জন্য Online Mock Test free for students, Online Test GK with answers, Online Mock Test Free PDF, GK online Test 50 question, Free online Test series, Free online Test for competitive exams, Free online Mock Test for government jobs, Online Test Quiz with answers Online mock test free for students with answers, Online Mock Test Free PDF, Online mock test free for students india, Free online Mock Test for government jobs, Mock Test online, Free online Test series, Online Mock Test free PDF with answers, Free online Test for competitive exams এর মতো বিষয়গুলো এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে সাধারণ জ্ঞান উন্নয়নের জন্য এই ফ্রি অনলাইন টেস্ট সিরিজ ও মক টেস্টগুলো শিক্ষার্থীদের কার্যকরভাবে সহায়তা করছে। এখানে একসাথে মক টেস্ট, কুইজ এবং জিকে প্রশ্নোত্তরের মতো কনটেন্ট পাওয়া যায় যা ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়াতে ও পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করতে সাহায্য করে।


Online Quiz Exam Free With Answers

'সাধারণ জ্ঞান’ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল Info Educations টীম এর পক্ষথেকে তার প্রশ্নপত্র নীচে দেওয়া হল। প্রশ্নপত্রটিতে ২৫ টি প্রশ্ন ছিল আর তার জন্য সময় বরাদ্দ ছিল ১২ মিনিট।

0%
ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য নূন্যতম কত বছর বয়স হওয়া প্রয়োজন -
২৫ বছর
৩০ বছর
৩৫ বছর
৪০ বছর
উত্তর : - ৩৫ বছর

ভারতের মহাকাশ গবেষণার জনক -
এপিজে আব্দুল কালাম
এস সোমনাথ
বিক্রম সারাভাই
সতীশ ধাওয়ান
উত্তর : - বিক্রম সারাভাই

ভারতে ক্রিকেট খেলার সূচনা করেন -
পর্তুগিজরা
ফরাসিরা
ইংরেজরা
আরবরা
উত্তর : - ইংরেজরা

বৈদ্যুতিক বাল্বের ভিতরে কোন গ্যাস থাকে -
হাইড্রোজেন
অক্সিজেন
নাইট্রোজেন
কার্বন-ডাই-অক্সাইড
উত্তর : - নাইট্রোজেন

তেঁতুলে কোন অ্যাসিড থাকে -
টারটারিক অ্যাসিড
ম্যালিক অ্যাসিড
সাইট্রিক অ্যাসিড
অ্যাসকরবিক অ্যাসিড
উত্তর : - টারটারিক অ্যাসিড

বাংলার বাঘ বলে -
সুভাষচন্দ্র বসু
স্বামী বিবেকানন্দ
মাস্টারদা সূর্যসেন
আশুতোষ মুখোপাধ্যায়
উত্তর : - আশুতোষ মুখোপাধ্যায়

প্রথম ভারতীয় নোবেল বিজয়ী ছিলেন -
রবীন্দ্রনাথ ঠাকুর
মাদার টেরেসা
চন্দ্রশেখর ভেক্টর রমন
মহাত্মা গান্ধী
উত্তর : - রবীন্দ্রনাথ ঠাকুর

পৃথিবীর ছাদ বলা হয় -
পামির মালভুমি
তিব্বত মালভুমি
লাদাখ মালভুমি
ছোটনাগপুর মালভুমি
উত্তর : - পামির মালভুমি

ব্ল্যাকফুট ডিজিজ হয়ে থাকে কোন দূষণের ফলে -
আর্সেনিক
ক্যাডমিয়াম
পারদ
ফ্লোরাইড
উত্তর : - আর্সেনিক

পলাশীর যুদ্ধ কত সালে হয় -
১৭৫৬ খ্রিস্টাব্দে
১৭৫৮ খ্রিস্টাব্দে
১৭৫৭ খ্রিস্টাব্দে
১৭৫৯ খ্রিস্টাব্দে
উত্তর : - ১৭৫৭ খ্রিস্টাব্দে

পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি -
গোলাপ
শিউলি
রজনীগন্ধা
জারুল
উত্তর : - শিউলি

মানবদেহের সবচেয়ে বড়ো গ্রন্থির নাম হল -
যকৃত
বৃক্ক
হৃদপিন্ড
পাকস্থলী
উত্তর : - যকৃত

বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি -
বাইবেল
ত্রিপিটক
পুরান
বেদ
উত্তর : - ত্রিপিটক

"গণিতের জনক" কাকে বলা হয়?
কার্ল ফ্রেডরিখ গাউস
আইজ্যাক নিউটন
এভারিস্ট গ্যালোইস
আর্কিমিডিস
উত্তর : - আর্কিমিডিস

বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রণয়ন করেন -
লর্ড কর্নওয়ালিস
লর্ড ওয়েলেসলি
লর্ড ক্যানিং
লর্ড ক্লাইভ
উত্তর : - লর্ড কর্নওয়ালিস

পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয় -
১৫৫৬ খ্রিস্টাব্দে
১৫২৬ খ্রিস্টাব্দে
১৪২৬ খ্রিস্টাব্দে
১৬২৬ খ্রিস্টাব্দে
উত্তর : - ১৫২৬ খ্রিস্টাব্দে

পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা আছে -
৩০ টি
২৩ টি
২৭ টি
২৮ টি
উত্তর : - ২৩ টি

স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি -
মমতা বন্দোপাধ্যায়
সরোজিনী নাইডু
ইন্দিরা গান্ধী
সুচেতা কৃপলানী
উত্তর : - ইন্দিরা গান্ধী

ইতিহাসের জনক কাকে বলা হয় ?
থুকিডিডিস
আর্যভট্ট
অ্যারিস্টটল
কোনোটিই নয়
উত্তর : - কোনোটিই নয়

সূর্যের উত্তাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি -
ব্যারোমিটার
পাইরোমিটার
থার্মোমিটার
হাইগ্রোমিটার
উত্তর : - পাইরোমিটার

ভারতের কোন রাজ্যে শিক্ষিতর হার অনেক বেশি -
কেরালা
কর্ণাটক
পশ্চিমবঙ্গ
বিহার
উত্তর : - কেরালা

পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয় -
তিস্তা
গঙ্গা
দামোদর
সুবর্ণরেখা
উত্তর : - তিস্তা

দৈর্ঘ্যের সবথেকে বড়ো একক হল -
পারসেক
অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট
আলোকবর্ষ
অ্যাংস্ট্রম
উত্তর : - পারসেক

স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কে ?
আলেক্সজান্ডার ফ্লেমিং
লুই পাস্তুর
উপেন্দ্রকিশোর ব্রহ্মচারী
এডওয়ার্ড জেনার
উত্তর : - এডওয়ার্ড জেনার

ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি -
বিন্ধ্য পর্বত
আরাবল্লী পর্বত
সাতপুরা পর্বত
হিমালয় পর্বত
উত্তর : - আরাবল্লী পর্বত

Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

--

তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই পরীক্ষাটি দাও এবং নীচে জানাও কত পেয়েছো। Info Educations প্লাটফর্ম Students দের জন্য এরকম আরও অনেক নতুন ধরণের Exam ভবিষ্যতেও নেবে তার জন্য তোমরা এক্ষুনি যুক্ত হয়ে যাও বিভিন্ন রকম আপডেট পেতে। নীচের লিঙ্ক গুলিতে ক্লিক করে : - 

তোমরা যদি আমাদের সাথে কন্টাক্ট (Contact) করতে চাও তাহলে – Click Here

তোমরা যদি টেলিগ্রাম (Telegram) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে -  Click Here

তোমরা যদি হোয়াটস্যাপ (WhatsApp) চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তাহলে - Click Here

তোমরা যদি ফেসবুক (Facebook) পেজের সাথে যুক্ত হতে চাও তাহলে -  Click Here

Winners List : - 

Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024

Download Quiz Exam Results Here : - Click Here 

Winners Certificate : - 
Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024

Previous year's Question Paper MCQ with Answers. General Knowledge (GK) MCQ Questions Answers.

WBCS State PSC , UPSC , SSC CGL, SSC MTS, SSC CHSL, SSC GD, SSC CPO , Railway etc বিভিন্ন পরীক্ষায়  ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান এবং সমসাময়িক ঘটনা থেকে প্রশ্ন আসে, যা পরীক্ষার্থীদের অনেক সমস্যা ফেলে । তাই  সঠিক প্রস্তুতিতে সাহায্য করার জন্য Info Educations নিয়ে এসেছে General Knowledge MCQ questions and Answer। এই পোস্টে, আমরা ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তর বাংলা ও ইংরেজিতে তুলে ধরেছি। এসব প্রশ্ন বিগত বছরের পরীক্ষায় বারবার এসেছে এবং পরীক্ষার প্রস্তুতিতে অপরিহার্য। WBCS, SSC বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য এই প্রশ্নোত্তরগুলি অবশ্যই সহায়ক হবে।

General Knowledge MCQ Questions and Answers in English & Bengali


1. The power to increase the number of judges in the Supreme Court of India is vested in
ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বাড়ানোর ক্ষমতা কার ওপর ন্যস্ত থাকে ?
a. President of India / ভারতের রাষ্ট্রপতি
b. Parliament / সংসদ
c. Chief Justice of India / ভারতের প্রধান বিচারপতি
d. Law Commission of India / ভারতের আইন কমিশন
Answer: b. Parliament / সংসদ

2. Who is the composer of Allahabad inscription?
এলাহাবাদ স্তম্ভের শিলালিপি কে রচনা করেন?
a. Vishakdatt / বিষ্ণুকথা
b. Harisen / হরিসেন
c. Kalidas / কালিদাস
d. Shudrak / শূদ্রক
Answer: b. Harisen / হরিসেন

3. Farakka Barrage was constructed for the purpose of
ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী?
a. Supplying irrigation water in the lower deltaic plains / নিম্ন বদ্বীপীয় অঞ্চলে সেচের জল সরবরাহ করা
b. Generation of hydro Electricity / জলবিদ্যুৎ উৎপাদন
c. Water treaty between India and Bangladesh / ভারত বাংলাদেশের মধ্যে জল চুক্তি
d. Navigation in the Hooghly river / হুগলি নদীতে নৌচলাচল
Answer: d. Navigation in the Hooghly river / হুগলি নদীতে নৌচলাচল

4. In which substage of Interphase is DNA doubled?
ইন্টারফেজের কোন দশায়  DNA দ্বিগুণ হয়?
a. G1 / জি1
b. G0 / জি0
c. G2 / জি2
d. S / এস
Answer: d. S / এস

5. When is National Sports Day?
জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয় প্রতি বছর ??
a. 25th August / ২৫শে আগস্ট
b. 27th August / ২৭শে আগস্ট
c. 29th August / ২৯শে আগস্ট
d. 31st August / ৩১শে আগস্ট
Answer: c. 29th August / ২৯শে আগস্ট

6. To pass a money bill in the Parliament which of the following is not necessary
সংসদে অর্থবিল পাস করার জন্য নিচের কোনটির প্রয়োজন নেই ?
a. Approval of Lok Sabha / লোকসভার অনুমোদন
b. Approval of Finance Commission / অর্থ কমিশনের অনুমোদন
c. Approval of Rajya Sabha / রাজ্যসভার অনুমোদন
d. None of the above / উপরের কোনোটিই নয়
Answer: b. Approval of Finance Commission / অর্থ কমিশনের অনুমোদন

7. Which of the following is not correctly matched?
নিচের কোনটি সঠিকভাবে মিলছে না?
a. Firoz Tughluq - Futuhat-i-Firoz Shahi / ফিরোজ তুঘলক - ফুতুহাত--ফিরোজ শাহী
b. Zia Uddin Barani - Rehla / জিয়া উদ্দিন বারানি - রেহলা
c. Zia Uddin Barani - Tarik-i-Firoz Shahi / জিয়া উদ্দিন বারানি - তারিখ--ফিরোজ শাহী
d. Minhas uj Siraj - Tabqat-i-Nasiri / মিনহাস উজ সিরাজ - তাবকাত--নাসিরি
Answer: b. Zia Uddin Barani - Rehla / জিয়া উদ্দিন বারানি - রেহলা

8. Mangrove vegetation in India is the most extensive in
ভারতে ম্যানগ্রোভ বনভূমি সবচেয়ে বেশি বিস্তৃত হয়েছে কোথায়?
a. The Rann of Kutch / কচ্ছের রান
b. The Malabar Coast / মালাবার উপকূল
c. Andaman and Nicobar / আন্দামান নিকোবর
d. Sundarban / সুন্দরবন
Answer: d. Sundarban / সুন্দরবন

Online Quiz Exam For Students With Answers | সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা 2024


9. Which one of the following animals is known as a ‘living fossil’?
নিচের কোন প্রাণীটিকে 'জীবন্ত জীবাশ্ম' বলা হয়?
a. Prawn / চিংড়ি
b. Amoeba / অ্যামিবা
c. Peripatus / পেরিপাটাস
d. Apple snail / অ্যাপল স্নেল
Answer: c. Peripatus / পেরিপাটাস

10. The real name of Gulzar, the noted poet and lyricist
প্রখ্যাত কবি গীতিকার গুলজারের প্রকৃত নাম কী?
a. Sampooran Singh Kalra / সম্পূরণ সিং কালরা
b. Sadanand Singh Kalra / সদানন্দ সিং কালরা
c. Surajit Singh Kohli / সুরজিৎ সিং কোহলি
d. Probodh Chandra Bhat / প্রোবোধ চন্দ্র ভাট
Answer: a. Sampooran Singh Kalra / সম্পূরণ সিং কালরা

11. The appropriate writ issued by the court to quash the appointment of a person to a public office is that of
কোনো সরকারি পদে কোনো ব্যক্তির নিয়োগ বাতিলের জন্য আদালত কর্তৃক জারি করা যথাযথ রিট হল ?
a. Habeas Corpus / হেবিয়াস করপাস
b. Mandamus / ম্যান্ডামাস
c. Quo Warranto / কো ওয়ারান্টো
d. Prohibition / প্রোহিবিশন
Answer: c. Quo Warranto / কো ওয়ারান্টো

12. During the reign of which Delhi Sultan the Chahalgani (Council of Forty) came into existence?
দিল্লির কোন সুলতানের শাসনকালে চাহালগনি (চল্লিশের পরিষদ) গঠন করা হয়েছিল?
a. Aibak / আইবক
b. Iltutmish / ইলতুতমিশ
c. Balban / বালবন
d. Alauddin Khilji / আলাউদ্দিন খিলজি
Answer: b. Iltutmish / ইলতুতমিশ

13. Central Rice Research Institute is located in
কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
a. Dhanbad / ধানবাদ
b. Cuttack / কটক
c. New Delhi / নয়াদিল্লি
d. Dehradun / দেরাদুন
Answer: b. Cuttack / কটক

14. LPG is predominantly
এলপিজি প্রধানত কী নিয়ে গঠিত?
a. Propane / প্রোপেন
b. Propane and Butane / প্রোপেন এবং বুটেন
c. Butane / বুটেন
d. Hydrogen and Methane / হাইড্রোজেন এবং মিথেন
Answer: b. Propane and Butane / প্রোপেন এবং বুটেন

15. UNDP Headquarters is located in
UNDP সদর দপ্তর কোথায় অবস্থিত?
a. New York / নিউ ইয়র্ক
b. Geneva / জেনেভা
c. London / লন্ডন
d. Paris / প্যারিস
Answer: a. New York / নিউ ইয়র্ক

16. “The Constitution of India is neither purely federal nor purely unitary but is a combination of both” Who said so?
"ভারতের সংবিধান ফেডারেল বা ইউনিটারি নয় বরং উভয়ের মিলিত সমন্বয়" - কে বলেছেন?
a. Jawaharlal Nehru / জওহরলাল নেহরু
b. D. D. Basu / ডি. ডি. বসু
c. B. R. Ambedkar / বি. আর. আম্বেদকর
d. Rajendra Prasad / রাজেন্দ্র প্রসাদ
Answer: b. D. D. Basu / ডি. ডি. বসু Durga Das Basu

17. Which Mughal Emperor reigned for the shortest 18th century?
১৮ শতকে কোন মুঘল সম্রাট সবচেয়ে কম সময়ের জন্য রাজত্ব করেছিলেন?
a. Bahadur Shah I / বাহাদুর শাহ I
b. Bahadur Shah II / বাহাদুর শাহ II
c. Mahammad Shah / মুহাম্মদ শাহ
d. Jahandar Shah / জাহান্দার শাহ
Answer: d. Jahandar Shah / জাহান্দার শাহ

18. Which city in Gujarat is widely known as a ship-breaking yard?
গুজরাটের কোন শহরটি শিপ ব্রেকিং ইয়ার্ড হিসেবে পরিচিত?
a. Okha / ওখা
b. Alang / আলাং
c. Veraval / ভেরাভল
d. Kandis / কান্দিস
Answer: b. Alang / আলাং

19. The Sun obtains its radiant energy from
সূর্য তার দীপ্তিময় শক্তি পায় কোন প্রক্রিয়ায়?
a. Fission process / বিভাজন প্রক্রিয়া
b. Fusion process / সংযোজন প্রক্রিয়া
c. Photoelectric process / ফটোইলেকট্রিক প্রক্রিয়া
d. Disintegration process / অবক্ষয় প্রক্রিয়া
Answer: b. Fusion process / সংযোজন প্রক্রিয়া

20. Kishtwar National Park is in
কিষ্তোয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
a. Bihar / বিহার
b. Odisha / ওডিশা
c. Jammu and Kashmir / জম্মু কাশ্মীর
d. Assam / আসাম
Answer: c. Jammu and Kashmir / জম্মু কাশ্মীর

21. Supreme Court of India is a court of record under which Article ?
ভারতের সুপ্রিম কোর্ট একটি রেকর্ডের আদালত কোন ধারা অনুযায়ী ?
a. Article 32 / ধারা ৩২
b. Article 129 / ধারা ১২৯
c. Article 131 / ধারা ১৩১
d. Article 137 / ধারা ১৩৭
Answer: b. Article 129 / ধারা ১২৯

22. The largest standing army of the Sultanate directly paid by the state was created by
সালতানাতের সর্ববৃহৎ স্থায়ী সেনাবাহিনী রাজ্য কর্তৃক প্রত্যক্ষ অর্থ প্রদানে গঠন করেন কে?
a. Iltutmish / ইলতুতমিশ
b. Alauddin Khilji / আলাউদ্দিন খিলজি
c. Bin Tughluq / বিন তুঘলক
d. Sikandar Lodi / সিকান্দার লোদি
Answer: b. Alauddin Khilji / আলাউদ্দিন খিলজি

23. Below are certain statements about a river:
নিচে একটি নদী সম্পর্কে কিছু বিবৃতি দেওয়া হল:
It rises from Ranchi plateau, Jharkhand / এটি ঝাড়খণ্ডের রাঁচি মালভূমি থেকে উঠে
It passes through the northern part of Betla National Park / এটি বেতলা জাতীয় উদ্যানের উত্তর অংশের মধ্য দিয়ে গেছে।
It is a tributary of Son river / এটি শোন নদীর একটি উপনদী
Identify the river based on the information given above.
উপরের তথ্যের ভিত্তিতে নদী চিহ্নিত করুন।
a. Mechi / মেচি
b. Mahananda / মহানন্দা
c. North Koel / নর্থ কয়েল
d. Betwa / বেতওয়া
Answer: c. North Koel / নর্থ কয়েল

24. The highest global warming potential is observed in
সর্বোচ্চ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা পরিলক্ষিত হয় কোন গ্যাসের দরুন ?
a. CO2 / কার্বন ডাই অক্সাইড
b. NO2 / নাইট্রাস অক্সাইড
c. CFC / সিএফসি
d. SF6 / এসএফ৬
Answer: d. SF6 / এসএফ৬

25. Which Indian state has declared Malakhamb as its state sport?
ভারতের কোন রাজ্য মালাখাম্বকে রাজ্য খেলা হিসেবে ঘোষণা করেছে?
a. Kerala / কেরালা
b. Assam / আসাম
c. Madhya Pradesh / মধ্যপ্রদেশ
d. Rajasthan / রাজস্থান
Answer: c. Madhya Pradesh / মধ্যপ্রদেশ

 

Frequently Asked Questions

Q) What is India's national song?

Ans: - Vande Mataram

Q) What is India's national anthem?

Ans: - Jana Gana Mana

Q) What is India's national sport?

Ans: - Field Hockey

Q) What is the national emblem of India?

Ans: - The Lion Capital of Ashoka

Q) Who designed the national emblem of India?

Ans: - Dinanath Bhargava

একটি মন্তব্য পোস্ট করুন

6মন্তব্যসমূহ

Enter Your Comment

  1. Onek Onek Valo Laglo Quiz Competition A Ongshogrohon Kore. Future a arou onek jeno erokom Protijogita Korai Info Educations Team Etai Chaibo

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. খুব শীঘ্রই আমরা Notifications পাবলিশ করবো। পশে থেকো এভাবেই।

      মুছুন
  2. Ami 20 Peyechi. Next Quiz A Ami Ongshogrohon Korte Chai Kivabe Korbo

    উত্তরমুছুন
  3. স্যার এই টেস্ট টা দিয়ে খুবই উপকৃত হলাম।😌🙏 অনেক অজানা বিষয়ে জানতে পারলাম। 😊এরম আরো টেস্ট নিলে খুব ভালো হয় ধন্যবাদ 🙏

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Welcome, খুব শীঘ্রই আমরা Notifications পাবলিশ করবো। পশে থেকো এভাবেই।

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন