WB Higher Secondary Geography Mock Test || দ্বিতীয় অধ্যায় - ক্ষয়চক্র
বর্তমান সময়ে MCQ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। এবং এই MCQ সঠিক করলে প্রাপ্ত নম্বরের পরিমান ও বেড়ে যায় । তাই MCQ এর উপর অনেক জোর দেওয়া প্রয়োজন। এবং তার জন্য চায় বেশি বেশি প্রাকটিস এবং পরীক্ষা দেওয়া , যার মধ্য দিয়ে তুমি তোমার দুর্বলতা বা প্রস্তুতি কে যাচাই করতে পারবে। এই প্রস্তুতি কে আরও সুদৃঢ করার জন্য Infoeducations.com তোমাদের জন্য নিয়ে এসেছে প্রতিটা বিষয়ের MCQ MOCK Test।
WB HS Geography MCQ || অধ্যায়- ক্ষয়চক্র : গঠন ও প্রক্রিয়া || ক্ষয়চক্র MCQ
WBCHSE Higher Secondary Geography Mock Test / Wbchse Class 12 Geography Chapter 2 Cycle of Erosion Mock Test / উচ্চ মাধ্যমিক ভূগোল ক্ষয়চক্র মক টেস্ট : - Info Educations তোমাদের জন্য নিয়ে এসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের অধ্যায় ২ ক্ষয়চক্র এর খুবই গুরুত্বপূর্ণ MCQ MOCK TEST।
উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্রের Mock Test তোমাদের সিলেবাস এর উপর ভিত্তি করে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকাদের দ্বারা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দিয়ে তৈরী হয়েছে। তাই এই প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 এ আসার সম্ভাবনাও অনেক অনেক বেশি। এই মক টেস্টটি তোমাদের ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্রের MCQ প্রস্তুতিতেও অনেক বেশি সাহায্য করবে। কারণ তোমরা এখানে নিত্য নতুন প্রশ্নের সম্মুখীন হবে। যাতে করে তোমাদের ধারণাও অনেক বাড়বে।
উচ্চ মাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট সেট।। Class 12 ar geography ক্ষয়চক্র mock টেস্ট
উচ্চ মাধ্যমিক ভূগোল ক্ষয়চক্র দ্বাদশ শ্রেণি MCQ মক টেস্টে তোমাদের জন্য থাকছে 20 টি প্রশ্ন , আর প্রতিটি প্রশ্নের মান 5 করে। সঠিক করলে 5 Points পাবে আর ভুল করলে 0 পাবে। প্রতিটা প্রশ্নের জন্য 2 Minutes করে সময় পাবে।
Subject (বিষয়) |
Geography
( ভূগোল )
|
Class (শ্রেণী) |
12
( দ্বাদশ ) |
Chapter (অধ্যায়) |
2 (দ্বিতীয়
অধ্যায়) |
Name of The Chapter (অধ্যায়ের
নাম) |
ক্ষয়চক্র (Cycle of Erosion) |
Total Questions (প্রশ্ন
সংখ্যা) |
20 |
Total Marks (পূর্ণমান) |
100 |
Times of each question |
60 Seconds |
Mock Test টি দেওয়ার জন্য নিচের দেওয়া Start Quiz Button এ ক্লিক করো।
মক টেস্ট দেওয়ার পর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে এবং যেগুলি ভুল হয়েছে তার সঠিক উত্তর পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় কোথাও যে , কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে তাহলে তোমরা অবশ্যই Contact Form অথবা কমেন্ট করে (Comment) প্রশ্ন নাম্বার এবং প্রশ্নটি টুকে সঠিক উত্তর সাবমিট (Submit) করবে। আশা করছি তোমাদের এই মক টেস্ট দেওয়ার ফলে অনেক বেশি উপকৃত হবে এবং মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।
একনজরে : -
বোর্নহার্ড : গোম্বুজাকৃতির ইনসেলবার্জ।
ক্যাসেল কপিজ : ক্ষয় হয়ে ইনসেলবার্জ এর বোল্ডার স্তুপ ।
খোয়াই : পাহাড়, পর্বতে ঢালে জলধারার ক্ষয় কার্যে গঠিত ছোট ছোট খাত ।
অপবাহন গর্ত : মরুভূমির বালি উড়েগিয়ে সৃষ্ট গর্ত বা অবনমিত অংশ ।
ইনসেলবার্জ: পেডিপ্লেনের মধ্যে কঠিন শিলার অনুচ্চ টিলা।
মেসা ও বিউট : ক্ষয় কম হলে ইনসেলবার্জ আকৃতিতে বড়ো হয়, যা মেসা । মেসা আকৃতিতে ছোট দেখলে তা বিউট।
নদীগ্রাস: মস্তক ক্ষয়ের মাধ্যমে একটি নদীর সাথে আর একটি নদীর পরস্পর মিলন।
পলিসাইক্লিক ল্যান্ডস্কেপ : যে ভূমির উপর একাধিক ক্ষয়চক্রের সুষ্পষ্ট চিন্হ বর্তমান থাকে।
জলবিভাজিকা: দুটি নদী বা নদী অববাহিকার পৃথককারী উচ্চভূমি।
মোনাডনাক: ভূমির বার্ধক্য অবস্থায় সমপ্রায়ভূমির মধ্যে অনুচ্চ টিলা।