নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায় - শক্তির ক্রিয়া : কার্য ক্ষমতা ও শক্তি প্রশ্ন উত্তর
বর্তমান সময়ে MCQ
নবম শ্রেণীর পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। এবং এই MCQ
সঠিক করলে প্রাপ্ত নম্বরের পরিমান ও বেড়ে যায় । তাই MCQ
এর উপর অনেক জোর দেওয়া প্রয়োজন। এবং তার জন্য চায় বেশি বেশি প্রাকটিস এবং পরীক্ষা দেওয়া ,
যার মধ্য দিয়ে তুমি তোমার দুর্বলতা বা প্রস্তুতি কে যাচাই করতে পারবে। এই প্রস্তুতি কে আরও সুদৃঢ করার জন্য Infoeducations.com তোমাদের জন্য নিয়ে এসেছে প্রতিটা বিষয়ের MCQ
MOCK Test ।
Wbbse Class 9 Physical Science Mock Test Chapter 5 | ভৌতবিজ্ঞান মক টেস্ট
WBBSE Physical
Science Topic Wise Mock Test/ Online MCQ Mock Test For Class 9 / নবম শ্রেণী ভৌত বিজ্ঞান মক টেস্ট : - Info
Educations তোমাদের জন্য নিয়ে এসেছে নবম
শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের অধ্যায়ের শক্তির ক্রিয়া : কার্য ক্ষমতা ও শক্তির খুবই
গুরুত্বপূর্ণ MCQ
MOCK TEST ।
ভৌতবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় কার্য , ক্ষমতা ও শক্তি Mock Test তোমাদের সিলেবাস এর উপর ভিত্তি করে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকাদের দ্বারা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দিয়ে তৈরী হয়েছে। তাই এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পর্যায়ক্রমিক মূল্যায়নে এ আসার সম্ভাবনাও অনেক অনেক বেশি। এই মক টেস্টটি তোমাদের নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর অনুশীলনী MCQ প্রস্তুতিতেও
অনেক বেশি সাহায্য করবে। কারণ তোমরা এখানে নিত্য নতুন প্রশ্নের সম্মুখীন হবে। যাতে করে তোমাদের ধারণাও অনেক বাড়বে।
Physical Science Mock Test In Bengali এই মক টেস্টে তোমাদের জন্য থাকছে 20 টি প্রশ্ন ,
আর প্রতিটি প্রশ্নের মান 5 করে। সঠিক
করলে 5
Points পাবে আর
ভুল করলে 0 পাবে। প্রতিটা প্রশ্নের জন্য 2
Minutes করে সময় পাবে।
Subject ( বিষয় )
Physical Science ( ভৌতবিজ্ঞান )
Class
( শ্রেণী )
9
( নবম )
Chapter ( অধ্যায় )
5
Name of The Chapter ( অধ্যায়ের
নাম )
শক্তির
ক্রিয়া
- কার্য
ক্ষমতা
ও শক্তি
Total Questions ( প্রশ্ন
সংখ্যা )
20
Total Marks ( পূর্ণমান )
100
Times of each question
60
Seconds
মক টেস্ট দেওয়ার জন্য নিচে Start Quiz Button - এ
ক্লিক করো
Start Quiz
Physical Science Quiz
Time Left: 60 seconds
1. 1জুল = _____ আর্গ
a) 10 7
b) 10 4
c) 10 4\6
d) 10
উত্তর: - a) 10 7
2. SI পদ্ধতিতে কার্যের একক -
a) জুল
b) আর্গ
c) নিউটন
d) ডাইন
উত্তর: - a) জুল
3. 1HP = _______ watt
a) 764
b) 840
c) 746
d) 946
উত্তর: - c) 746
4. বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ হল -
a) সিঁড়ি দিয়ে নিচে নামা
b) সিঁড়ি দিয়ে উপরে ওঠা
c) সমতল ভূমিতে হাটা
d) কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলে দেওয়া
উত্তর: - b) সিঁড়ি দিয়ে উপরে ওঠা
5. কোনো বস্তুকে ভূপৃষ্ট থেকে উঁচু স্থানে নিয়ে গেলে ওর স্থিতিশক্তি -
a) বাড়ে
b) কমে
c) একই থাকে
d) কোনোটি নয়
উত্তর: - a) বাড়ে
6. SI পদ্ধতিতে শক্তির একক -
a) আর্গ
b) ওয়াট
c) জুল
d) নিউটন
উত্তর: - c) জুল
7. শক্তি হল -
a) কার্য করার হার
b) কার্য করার সামর্থ্য
c) উভয়ই
d) কোনোটি নয়
উত্তর: - b) কার্য করার সামর্থ্য
8. 50 গ্রাম ভোরের একটি বুলেট 200 m/s বেগে একটি বন্দুক থেকে নির্গত হল। নির্গত বুলেটটির গতিশক্তির মান নির্ণয় করো ?
a) 100 J
b) 10 J
c) 1 J
d) 1000 J
উত্তর: - d) 1000 J
9. একটি বস্তুর ভর দ্বিগুন এবং গতিবেগ তিনগুন করলে গতিশক্তির মান কত গুন্ হবে ?
a) 9 গুন্
b) 6 গুন্
c) 18 গুন্
d) 36 গুন্
উত্তর: - c) 18 গুন্
10. একটি বস্তুর উচ্চতা দ্বিগুন করলে বস্তুর স্থিতিশক্তি কত গুন্ বৃদ্ধি পাবে ?
a) 2 গুন্
b) 1 গুন্
c) 3 গুন্
d) 4 গুন্
উত্তর: - a) 2 গুন্
11. একটি বস্তুকে বল প্রয়োগ করে 100 সেমি সরাতে 400 আর্গ কার্য করা হল। প্রযুক্ত বলের মান কত ?
a) 8 ডাইন
b) 6 ডাইন
c) 16 ডাইন
d) 4 ডাইন
উত্তর: - d) 4 ডাইন
12. ক্ষমতা হল -
a) কার্য করার সামর্থ্য
b) কার্য করার হার
c) উভয়ই
d) কোনোটি নয়
উত্তর: - b) কার্য করার হার
13. নীচের কোন সমীকরণটি ঠিক -
a) P = W × T
b) F = W . S
c) W = P × T
d) F = W T
উত্তর: -c) W = P × T
14. ক্ষমতা একটি -
a) স্কেলার রাশি
b) ভেক্টর রাশি
c) উভয়ই
d) কোনোটি নয়
উত্তর: - a) স্কেলার রাশি
15. বলের বিরুদ্ধে কার্য কখন হয় -
a) যখন বলের প্রয়োগবিন্দুর সরণ বলের ক্রিয়ার বিপরীত দিকে হয়।
b) যখন বলের প্রয়োগবিন্দুর সরণ বলের ক্রিয়ার দিকে হয়।
c) যখন বলের প্রয়োগবিন্দুর সরণ বলের ক্রিয়ার লম্বভাবে হয়।
d) সবকটি ঠিক
উত্তর: - a) যখন বলের প্রয়োগবিন্দুর সরণ বলের ক্রিয়ার বিপরীত দিকে হয়।
16. একটি বৈদ্যুতিক বালবের গায়ে 60 ওয়াট লেখা আছে। বালবটি যদি 1 মিনিট জ্বলে তাহলে বালবটি কি পরিমান কাজ করবে ?
a) 1800 জুল
b) 3600 জুল
c) 7200 জুল
d) 900 জুল
উত্তর: - b) 3600 জুল
17. অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা -
a) পরিবর্তনশীল
b) স্থির
c) কিছু সময় স্থির এবং কিছু সময় গতিশীল
d) সবকটি ঠিক
উত্তর: - b) স্থির
18. 60 কিগ্ৰা ভরের একটি বালক 2.5 কিগ্ৰা ভরের একটি বাক্স নিয়ে 1.5 মিনিটে 18 মিটার উঁচু বাড়ির ছাদে উঠলো। ওই বালকের ক্ষমতা কত ?
a) 44.3 ওয়াট
b) 44.2 ওয়াট
c) 44 ওয়াট
d) 44.1 ওয়াট
উত্তর: - d) 44.1 ওয়াট
19. কার্য সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয় -
a) কার্য একটি স্কেলার রাশি।
b) কার্যের পরম একক জুল।
c) কার্য শুন্য হয় যখন বস্তুর অভিমুখ বলের অভিমুখের দিকে হয়।
d) কোনোটি নয়
উত্তর: - c) কার্য শুন্য হয় যখন বস্তুর অভিমুখ বলের অভিমুখের দিকে হয়।
20. শক্তি সম্পর্কিত কোন তথ্যটি ঠিক নয় -
a) কার্য করার সামর্থকে শক্তি বলে
b) শক্তি = কৃতকার্য
c) শক্তি = প্রযুক্ত কার্য x বলের প্রয়োগবিন্দুর সরণ।
d) শক্তি একটি ভেক্টর রাশি
উত্তর: - d) শক্তি একটি ভেক্টর রাশি
Previous
Next
Submit
মক টেস্ট দেওয়ার পর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে এবং যেগুলি ভুল হয়েছে তার সঠিক উত্তর পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় কোথাও যে , কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে তাহলে তোমরা অবশ্যই Contact Form অথবা কমেন্ট করে (Comment) প্রশ্ন নাম্বার এবং প্রশ্নটি টুকে সঠিক উত্তর সাবমিট (Submit) করবে। আশা করছি তোমাদের এই মক টেস্ট দেওয়ার ফলে অনেক বেশি উপকৃত হবে এবং মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।