2. বার্নৌলির নীতি কোন রাশির সংরক্ষনের উপর ভিত্তি করে প্রতিষ্টিত ?
a) ভর
b) ভরবেগ
c) শক্তি
d) সবগুলোই
উত্তর: - c) শক্তি
3. SI পদ্ধতিতে ঘাতের একক হলো -
a) N m2
b) N / m2
c) N
d) N / m
উত্তর: - c) N
4. স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কোন ভৌতরাশির এককের সঙ্গে সমান -
a) চাপ
b) ভর
c) বেগ
d) বল
উত্তর: - a) চাপ
5. বিকৃতির একক হলো –
a) N m2
b) N / m2
c) N. Kg / m
d) একক নেই
উত্তর: - d) একক নেই
6. পীড়নের একক কোনটি নয় ?
a) N / m2
b) dyn /cm2
c) Pa
d) N
উত্তর: - d) N
7. পৃষ্ঠটানের মাত্রা হলো –
a) MLT-2
b) MLT-1
c) MT-2
d) MT-1
উত্তর: - c) MT-2
8. ক্ষুদ্র বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ হলো -
a) সান্দ্রতা
b) প্লবতা
c) বায়ুমণ্ডলীয় চাপ
d) পৃষ্ঠটান
উত্তর: - d) পৃষ্ঠটান
9. তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর ওজনের আপাত হ্রাস -
a) বস্তুর ওজনের সমান
b) অপসারিত তরলের ওজনের সমান
c) অপসারিত তরলের ওজন অপেক্ষা বেশি
d) অপসারিত তরলের ওজন অপেক্ষা কম
উত্তর: - b) অপসারিত তরলের ওজনের সমান
10. একটি বস্তুর বায়ুতে ওজন 25 g এবং জলে নিমজ্জিত অবস্থায় ওজন 20 g। বস্তুর আয়তন কত হবে ?
a) 5 cc
b) 20 cc
c) 22.5 cc
d) 25 cc
উত্তর: - a) 5 cc
11. স্প্রিং তৈরিতে কোনটি ব্যবহার করা হয় ?
a) তামা
b) লোহা
c) ইস্পাত
d) কার্বন
উত্তর: - c) ইস্পাত
12. কোন পদার্থটির স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি ?
a) তামা
b) রবার
c) ইস্পাত
d) স্পঞ্জ
উত্তর: - c) ইস্পাত
13. তরল বা কঠিনের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ে জলের তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড রাখা হয় ?
a) 0
b) 4
c) 2
d) 10
উত্তর: - b) 4
14. বল ধ্রুবকের একক হলো –
a) N /m
b) N
c) N m
d) dyne
উত্তর: - a) N /m
15. একটি বস্তুর ভর 2 kg এবং আয়তন 200 cm3। বস্তুটির ঘনত্ব কত?
a) 20 g /cm3
b) 10 g /cm3
c) 40 g /cm3
d) 100 g /cm3
উত্তর: - b) 10 g /cm3
16. সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ হল 1.04 x 105 Pa। বায়ুর গড় ঘনত্ব 1.3 kg / m3 এবং g = 10 m / s2 হলে বায়ুমণ্ডলের উচ্চতা কত?
a) 2000 m
b) 4000 m
c) 8000 m
d) 10000 m
উত্তর: - c) 8000 m
17. একটি তারের বিকৃতি 0.1 এর 2% হলে 10 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য পরিবর্তন কত হবে ?
a) 1 cm
b) 2 cm
c) 3 cm
d) 4 cm
উত্তর: b) 2 cm
18. 2 m দীর্ঘ এবং 0.5 mm ব্যসের একটি তামার তারের একপ্রান্তে 3 kg ভর ঝোলানো হল। এর ফলে তারটির দৈর্ঘ্য 2.38cm বৃদ্ধি পায়। তামার ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো।
a) 26 x 1010 N /m2
b) 2.6 x 1010 N /m2
c) 0.26 x 1010 N /m2
d) 0.026 x 1010 N /m2
উত্তর: c) 0.26 x 1010 N /m2
19. প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
a) বস্তুর নিমজ্জিত অংশের আয়তন
b) তরলের ঘনত্ব
c) অভিকর্ষজ ত্বরণ
d) সবকটির উপরে
উত্তর: - d) সবকটির উপরে
20. বার্নৌলির নীতি কোন ধরণের প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য?
a) অশান্ত প্রবাহ
b) ধারারেখ প্রবাহ
c) অশান্ত প্রবাহ ও ধারারেখ প্রবাহ
d) কোনোটিই নয়
উত্তর: - b) ধারারেখ প্রবাহ
Result
মক টেস্ট দেওয়ার পর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে এবং যেগুলি ভুল হয়েছে তার সঠিক উত্তর পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় কোথাও যে , কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে তাহলে তোমরা অবশ্যই Contact Form অথবা কমেন্ট করে (Comment) প্রশ্ন নাম্বার এবং প্রশ্নটি টুকে সঠিক উত্তর সাবমিট (Submit) করবে। আশা করছি তোমাদের এই মক টেস্ট দেওয়ার ফলে অনেক বেশি উপকৃত হবে এবং মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।