নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান তৃতীয় অধ্যায় - পদার্থ - গঠন ও ধর্ম । MCQ Mock Test । Class 9 Physical Science

0

নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান তৃতীয় অধ্যায় - পদার্থ - গঠন ও ধর্ম MCQ Mock Test । Class 9 Physical Science
Physical Science Topic Wise Mock  Test তৃতীয় অধ্যায় পদার্থ : গঠন ধর্ম প্রশ্ন উত্তর

বর্তমান সময়ে MCQ নবম শ্রেণীর পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। এবং এই MCQ সঠিক করলে প্রাপ্ত নম্বরের পরিমান বেড়ে যায় তাই MCQ এর উপর অনেক জোর দেওয়া প্রয়োজন। এবং তার জন্য চায় বেশি বেশি প্রাকটিস এবং পরীক্ষা দেওয়া , যার মধ্য দিয়ে তুমি তোমার দুর্বলতা বা প্রস্তুতি কে যাচাই করতে পারবে। এই প্রস্তুতি কে আরও সুদৃঢ করার জন্য Infoeducations.com  তোমাদের জন্য নিয়ে এসেছে প্রতিটা বিষয়ের MCQ MOCK Test

নবম শ্রেণী ভৌত বিজ্ঞান পদার্থ গঠন ধর্ম Mock Test | ভৌতবিজ্ঞান মক টেস্ট

WBBSE Physical Science Topic Wise Mock Test/ Online MCQ Mock Test For Class 9 / নবম শ্রেণী ভৌত বিজ্ঞান মক টেস্ট : - Info Educations তোমাদের জন্য নিয়ে এসেছে  নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় - পদার্থ - গঠন ধর্ম এর  খুবই গুরুত্বপূর্ণ MCQ MOCK TEST

ভৌতবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় - পদার্থ - গঠন ধর্ম  Mock Test তোমাদের সিলেবাস এর উপর ভিত্তি করে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দিয়ে তৈরী হয়েছে। তাই এই প্রশ্নগুলি নবম শ্রেণীর পর্যায়ক্রমিক মূল্যায়নে আসার সম্ভাবনাও অনেক অনেক বেশি। এই মক টেস্টটি তোমাদের নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান - পদার্থ: গঠন ধর্ম (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর অনুশীলনী  MCQ প্রস্তুতিতেও অনেক বেশি সাহায্য করবে। কারণ তোমরা এখানে নিত্য নতুন প্রশ্নের সম্মুখীন হবে। যাতে করে তোমাদের ধারণাও অনেক বাড়বে।

Physical Science Mock Test in Bengali পদার্থের গঠন ধর্ম mcq

এই মক টেস্টে তোমাদের জন্য থাকছে 20 টি প্রশ্ন , আর প্রতিটি প্রশ্নের মান 5 করে।  সঠিক করলে 5 Points  পাবে আর ভুল করলে 0 পাবে। প্রতিটা প্রশ্নের জন্য 60 Seconds করে সময় পাবে।

মক টেস্ট দেওয়ার জন্য নিচে Start Quiz Button -   ক্লিক করো

মক টেস্ট দেওয়ার পর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে এবং যেগুলি ভুল হয়েছে তার সঠিক উত্তর পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় কোথাও যে , কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে তাহলে তোমরা অবশ্যই Contact Form অথবা কমেন্ট করে (Comment) প্রশ্ন নাম্বার এবং প্রশ্নটি টুকে সঠিক উত্তর সাবমিট (Submit) করবে। আশা করছি তোমাদের এই মক টেস্ট দেওয়ার ফলে অনেক বেশি উপকৃত হবে এবং মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।

Q) প্লবতার ধারণা দাও। 

আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে বলা যায় যে, কোনো বস্তু বায়ুতে যতটা ভারী হয় জলে নিমজি করলে তা ততটা ভারী মনে হয় না। একটি ভারী পাথরকে বায়ু মধ্যে একস্থান থেকে অন্য স্থানে সরানো অনেক হয়। কিন্তু এটিকে জলের মধ্যে তুলনামূলক অনেক সহজেই সরানো যায়। এর কারণ হল পাথরটির অপসারিত পাথরটির উপর ঊর্ধ্বমুখে একটি খাত প্রয়োগ করে, যা এর ওজনকে আপাতভাবে কিছুটা কমিয়ে দেয়। এই ঊর্ধ্বমুখী ঘাতকে বলা হয় প্লবতা (buoyancy)।

Q) প্লবতা (Buoyancy) কাকে বলে | প্লবতার  বৈশিষ্ট্য গুলি লেখো। 

উত্তর : - কোনো বস্তুকে কোনো প্রবাহীতে (তরল বা গ্যাসে) আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে ওই প্রবাহী বস্তুটির উপর মোট যে পরিমাণ ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করে তাকেই প্লবতা বলে।

Q) প্লবতার  বৈশিষ্ট্য গুলি লেখো। 

Q) প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর ?

1. উত্তর : - বস্তুর উপর প্রবাহীর প্লবতা নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে –

(i) বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, 

(ii) তরলের ঘনত্ব এবং 

(iii) অভিকর্ষজ ত্বরণ। 

Q) প্লবতার মান কি গভীরতার উপর নির্ভর করে ?

2. উত্তর : - প্রবাহীর মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুটি কতটা গভীরতায় আছে তার উপর প্লবতা নির্ভর করে না। 

Q) 3. প্রবাহীর প্লবতা বস্তুর উপর বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে।

4 .বস্তুর আয়তন অপরিবর্তিত থাকলে - 

(i) সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর উপর প্রবতা তার আকৃতি, অবস্থা অথবা ভরের উপর নির্ভর করে না। (ii) আংশিক নিমজ্জিত বস্তুতে প্লবতা তার ভরের উপর নির্ভরশীল হয় কিন্তু আকার বা অবস্থার উপর নির্ভর করে না।

Q) প্রাত্যহিক অভিজ্ঞতা থেকে পৃষ্ঠটানের ধারণা দাও। 

প্রাত্যহিক অভিজ্ঞতা থেকে পৃষ্ঠটানের ধারণা : - 

উত্তর : - বৃষ্টির একটি ফোঁটা বা খুব অল্প পরিমাণ পারদ লক্ষ করলে দেখা যায় যে তা সর্বদা গোলাকার হয়। আমরা নি কোনো নির্দিষ্ট আয়তনে, গোলকের ক্ষেত্রফল সর্বাপেক্ষা কম হয়। সুতরাং, তরল বিন্দু নিজে থেকেই এমন একটি জ্যামিতিক আকার গ্রহণ করে যার ক্ষেত্রফল সব থেকে কম হয়।

একটি তলবিহীন ছুঁচ জলের উপর সাবধানে রাখলে দেখা যায় যে ছুঁচটি জলের উপর ভেসে থাকছে। ছুচাট যেখানে ভাসে জলের তল সেখানে একটু নীচু হয়ে যায়। একইরকমভাবে যখন মাকড়সা জলের উপর দিয়ে হেঁটে যায়, তখন মাকড়সার পা জলের যে জায়গায় পড়ে সেই স্থানটি একটু নেমে যায়; টান করা রবারের পাতের উপর কিছু রাখলে সেটি যেমন একটু নেমে যায় সেইরকম।

আরও একটি উদাহরণের সাহায্যে তরলের মুক্তপৃষ্ঠের প্রকৃতি জানা যায়। দাড়ি কামানোর ব্রাশকে জলের মধ্যে ডোবালে ব্রাশের প্রত্যেকটি চল পরস্পরের থেকে আলাদা হয়ে যায়। আবার, জল থেকে তুলে আনলে চুলগুলোর ভিতরে আবদ্ধ জলস্তরের ক্ষেত্রফল হ্রাসের দরুন চুলগুলি একসঙ্গে লেগে থাকে। রং করার তুলিকে জলে ডোবালে এবং জল থেকে তুলে আনলেও একই ঘটনা ঘটে।

উপরোক্ত উদাহরণগুলি থেকে বোঝা যায় যে, তরলের মুক্তপৃষ্ঠে সর্বদা একটা টান কাজ করে, যা ক্ষেত্রফলের ওপরে নির্ভর করে না এবং তরলপৃষ্ঠ একটা পাতলা পাতের ন্যায় আচরণ করে। তরলপৃষ্ঠের এই টানকে তরলের পৃষ্ঠটান বলা হয়। পৃষ্ঠটানের কারণ হল সংসক্তি বল।

পৃষ্ঠটান সম্পর্কিত আরও কয়েকটি ঘটনা ( Some other phenomena related to surface.

tension)

Q) উত্তাল সমুদ্র তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় কেন?

1. উত্তাল সমুদ্রের উপর তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় : আমরা জানি, জলে তেল বা চর্বিজাতীয় কোনো অপদ্রব্য ফেললে পৃষ্ঠটান কমে যায়। সুতরাং, বিশুদ্ধ জলের পৃষ্ঠটান তৈলাক্ত জলের পৃষ্ঠটান অপেক্ষা বেশি। এখন উত্তাল সমুদ্রে তেল ঢাললে ওই তেল সমুদ্রপৃষ্ঠে ছড়িয়ে পড়ে এবং ভাসমান তেলস্তর ঢেউ-এর সঙ্গে সামনের দিকে অগ্রসর হয়। ঢেউয়ের অগ্রবর্তী অংশে জলের পৃষ্ঠটান পেছনের তেলমুক্ত জলের পৃষ্ঠটান অপেক্ষা হ্রাস পায়। এখন পিছনের উচ্চ পৃষ্ঠটানযুক্ত জল সামনের নিম্ন পৃষ্ঠটানযুক্ত জলকে পিছনের দিকে টানে। তাই জলের ঢেউয়ের উচ্চতা এবং গতিবেগ দুটোই কম হয়, অর্থাৎ, সমুদ্র অনেক শান্ত হয়।

Q) জলে তেল ঢাললে তেল জলের উপর ছড়িয়ে পড়ে কেন ?

02. জলে তেল ঢাললে তেল জলের উপর ছড়িয়ে পড়ে :  তেল অপেক্ষা বিশুদ্ধ জলের পৃষ্ঠটান অনেক বেশি। ফলে জল তেলের উপর একটা টান প্রয়োগ করে যার দরুন তেল জলতলের উপর চতুর্দিকে ছড়িয়ে পড়ে।

Q) জলে এক খন্ড কর্পূর ফেললে তা ইতস্ত ছোটাছুটি করতে দেখা যায় কেন ?

3. জলে একখণ্ড কর্পূর ফেললে তাকে ইতস্তত ছোটাছুটি করতে দেখা যায় : কর্পূর জলে অসমভাবে দ্রবীভূত হয়। যে জায়গায় কর্পূর বেশি দ্রবীভূত হয় সেখানে জল কর্পূর দ্বারা দূষিত হওয়ায় সেখানকার পৃষ্ঠটান অন্য জায়গার থেকে কমে যায়। পৃষ্ঠটানের পার্থক্যের জন্য একটি অসমবল কর্পূরের ওপরে কাজ করে। তাই কর্পূরের খণ্ডটি এলোমেলোভাবে ইতস্তত ছোটাছুটি করে।

Q) ছাতা বা তাবুর কাপড়কে কিভাবে জল রোধক করা হয় ব্যাখ্যা কর?

04. ছাতার বা তাঁবুর কাপড় বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় : ছাতা বা তাঁবুর কাপড় ছিদ্রযুক্ত হয়। ওই ছিদ্র দিয়ে সহজে বায়ু চলাচল করতে পারে কিন্তু জল ঢুকতে পারে না, বৃষ্টির সময় ওই ফাঁকগুলিতে জলের সর সৃষ্টি হয়। যার মধ্য দিয়ে বৃষ্টির জল ভিতরে ঢুকতে পারে না।। পৃষ্ঠটানের জন্য জল গোলাকার বিন্দুর আকার ধারণ করে এবং ছাতা বা তাঁবুর উপরে পড়লে তা গড়িয়ে চলে যায়। কিন্তু বৃষ্টির সময়ে ছাতা বা তাঁবুর ভিতরের দিকে যদি স্পর্শ করা হয়, তবে ওইখানে পৃষ্ঠটান কমে যাবে এবং জল ভিতরে ঢুকবে।

Q) তরলের চাপ এর বৈশিষ্ট্য গুলি লেখ?

তরলের চাপের বৈশিষ্ট্যগুলি হলো - 

1) তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ তরলের মুক্ত পৃষ্ঠ থেকে ওই বিন্দুর গভীরতার সঙ্গে সমানুপাতিক হারে বৃদ্ধি পায়।

2) কোনো স্থির তরলের মধ্যে যে-কোনো বিন্দুতে তরলের চাপ সবদিকে সমান হয়।

3) কোনো স্থির তরলের মধ্যে কোনো অনুভূমিক তলের সকল বিন্দুতে চাপ সমান।    

4) স্থির তরলের মুক্ততল সর্বদা অনুভূমিক থাকে। 

5) তরল সমোচ্চশীলতা ধর্ম বজায় রাখে। অর্থাৎ, পরস্পর নলদ্বারা যুক্ত বিভিন্ন পাত্রে তরলের মুক্ততল একই অনুভূমিক তলে থাকে।

Q) ব্যারোমিটারে জলের বদলে পারদের ব্য়বহার বেশি উপযোগী কেন?

অথবা , ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধা লেখো। 

ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধা : 

অন্যান্য তরলের পরিবর্তে ব্যারোমিটারে পারদ ব্যবহারের কয়েকটি সুবিধা আছে। যেমন - 

1) পারদের ঘনত্ব বেশি হওয়ায় ব্যারোমিটারের নলের উচ্চতা ব্যবহারিক সীমার মধ্যে রাখা যায়। 

2)পারদের বাষ্পচাপ নগণ্য হওয়ায় টরিসেল্লির শূন্যস্থানে অবস্থিত বাষ্পের চাপ ব্যারোমিটারের পাঠকে প্রভাবিত করতে পারে না। 

3) পারদ উজ্জ্বল ও চকচকে বলে নলের বাইরে থেকে এর অবস্থান পরিষ্কার বোঝা যায়। 

4) পারদ কাচের গায়ে লেগে থাকে না বলে নলের মধ্যে বিনা বাধায় ওঠানামা করতে পারে। 

5) পারদের হিমাঙ্ক -39°C বলে শীতপ্রধান দেশে অতি কম উন্নতাতেও ব্যারোমিটার ব্যবহারে কোনো অসুবিধা হয় না। 

6) পারদ তাপের সুপরিবাহী বলে পারদস্তম্ভের উন্নতা সর্বত্র একই থাকে।


Frequently Asked Questions 

Q) তেল ঢেলে সমুদ্র কে শান্ত করা হয় কেন?
উত্তর : - সমুদ্রে অনেক বেশি ঢেউ থাকলে , একে শান্ত করার জন্য ঐ সমদ্রে তেল ঢেলে দেয়া হয় । আসলে এখানে সমুদ্রকে শান্ত করতে, তরলের পৃষ্ঠটান ধর্মকে কাজে লাগানো হয়। সমুদ্রে তেল ঢালা হলে ,প্রথমে এই ভাসমান তেল ঢেউ এর সাথে সামনের দিকে যেতে থাকে ,ফলে পেছনের দিকে পরিষ্কার পানি থেকে যায়। আর তেল মিশ্রিত পানির পৃষ্ঠটান অপেক্ষা পরিষ্কার পানির পৃষ্ঠটান বেশি ।ফলে এই বর্ধিত পৃষ্ঠটান পরিষ্কার পানিতে বড় আকারের ঢেউ তুলতে বাধা দেয় ।আর এতে করেই, সমুদ্রের অশান্ত ঢেউ শান্ত হয়ে যায়।
Q) বৃষ্টির ফোটা পড়ার সময় গোলাকার রূপ ধারণ করে কেন ?
উত্তর  - পৃষ্ঠটানের কারণে। 
Q) বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে কারণ- a) সান্দ্রতা b) প্লবতা c) পৃষ্টটান d) কোনোটিই না 
উত্তর : - a) সান্দ্রতা। 
Q) কার সান্দ্রতা বেশি জল না গ্লিসারিন ?
উত্তর : - গ্লিসারিন। 
Q) ঘনত্ব ও সান্দ্রতা রাশি দুটি কি একই ?
উত্তর : - না। 
Q) জলের আপেক্ষিক গুরুত্ব 1 হলে SI পদ্ধতিতে জলের ঘনত্ব কত ?
উত্তর : - 1 কেজি / লিটার।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)