Political Science Mock Test Part-01 for Competitive Exams | রাষ্ট্রবিজ্ঞান MCQ Mock Test
byInfo Educations-
0
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞানের উপর মক টেস্ট পর্ব - 1
স্বাগত Info Educations -এ। আমাদের পুরোপুরি টার্গেট বিভিন্ন ধরণের পরীক্ষার প্রশ্নপত্র পাঠক্রম অনুযায়ী যেমন Quantative Aptitude , Reasoning , English , GK , Computer etc. Mock Test বানিয়ে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপনা করা। যাতে ছাত্রছাত্রীরা বেশি বেশি করে প্রাকটিস করতে পারে। আর আমাদের এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে তাই ছাত্রছাত্রীরা অনেক অনেক বেশি উপকৃত হবে।
রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ MCQ Test Series ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরলাম। এই টেস্টের প্রশ্নগুলি বিগত কয়েক বছর ধরে সব রকমের চাকরির পরীক্ষায় এসেছে। এবং তার সাথে ভবিষ্যতে সব ধরণের চাকরির পরীক্ষায় আসার সম্ভবনাও অনেক বেশি। তাই প্রশ্নগুলি বেশি বেশি করে প্রাকটিস করো।
বাংলায় রাষ্ট্রবিজ্ঞান মক টেস্ট পার্ট-০১ । Political Science MCQ Quiz in বাংলা
টেস্টগুলো অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকাদের দ্বারা তৈরী , যেগুলো বিভিন্ন ধরণের চাকরির পরীক্ষায় যেমন ব্যাংকের পরীক্ষায় ( IBPS, SBI) রেলের পরীক্ষার (Locopilot, RRB NTPC) SSC CGL, LIC, IAS, UPSC, etc. প্রস্তুতিতে অনেক বেশি সাহায্য করবে।
প্রিয় ছাত্রছাত্রীরা আজ Political Science Mock Test Part - 01 for Competitive Exams তোমাদের সাথে শেয়ার করলাম। যেখানে তোমাদের জন্য থাকছে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর প্রতিটি প্রশ্নের মান - 5। কোনো প্রকারের নেগেটিভ মার্ক্স্ থাকছেনা।
বিষয়
রাষ্ট্রবিজ্ঞান
পর্ব
01
প্রশ্নসংখ্যা
20
পূর্ণমান
100
সময়
60 Seconds প্রতিটিপ্রশ্নেরজন্য
টেস্টটি দেওয়ার জন্য নীচের দেওয়া Start Quiz Button - এ ক্লিক করো ।
Political Science Test
Time Left: 60 seconds
1. লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে ?
a) 545
b) 550
c) 552
d) 560
উত্তর: - c) 552
2. এখন পর্যন্ত কতজন প্রাক্তন রাষ্ট্রপতিকে ভারতরত্ন দেওয়া হয়েছে ?
a) 2
b) 3
c) 5
d) 6
উত্তর: - d) 6
3. নীচের কোনটি একজন নাগরিকের মৌলিক কর্তব্য নয়?
a) সংবিধানের প্রতি শ্রদ্ধা
b) জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা
c) জাতীয় সঙ্গীতে র প্রতি শ্রদ্ধা
d) সরকারের প্রতি শ্রদ্ধা
উত্তর: - d) সরকারের প্রতি শ্রদ্ধা
4. নিচের কোন সাংবিধানিক সংশোধনী আইনে ভোট দেওয়ার বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে?
a) 59 তম সংশোধনী আইন
b) 60 তম সংশোধনী আইন
c) 61তম সংশোধনী আইন
d) 62 তম সংশোধনী আইন
উত্তর: - c) 61তম সংশোধনী আইন
5. কোন সালে উত্তরাঞ্চলের নাম পরিবর্তন করে উত্তরাখন্ড করা হয়?
a) 2004
b) 2005
c) 2006
d) 2007
উত্তর: - c) 2006
6. আমাদের সংবিধানের পরিপ্রেক্ষিতে 13 ডিসেম্বর 1946 তারিখটি নীচের কোনটির জন্য পরিচিত?
a) ক্যাবিনেট মিশন প্ল্যান
b) গণপরিষদ গঠন
c) গণপরিষদের প্রথম সভা বসেছিল
d) উদ্দেশ্য বলা হয়েছিল সভার
উত্তর: - d) উদ্দেশ্য বলা হয়েছিল সভার
7. সংবাদপত্রের স্বাধীনতা ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্নিহিত?
a) ধারা 19
b) ধারা 20
c) ধারা 21
d) ধারা 22
উত্তর: - a) ধারা 19
8. নীচের কোনটির সংসদের নাম Riksdag?
a) ইরান
b) নরওয়ে
c) সুইডেন
d) কাজাখস্তান
উত্তর: - c) সুইডেন
9. এখন পর্যন্ত ভারতের সংবিধানে প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে?
a) পাঁচবার
b) একবার
c) দুবার
d) তিনবার
উত্তর: - b) একবার
10. ভারতের সুপ্রিম কোর্টের বিচারকদের জন্য সর্বোচ্চ বয়স কত?
a) 60 বছর
b) 70 বছর
c) 62 বছর
d) 65 বছর
উত্তর: - d) 65 বছর
11. নিম্নলিখিত কোন প্রধান বিচারপতি কিছুসময়ের জন্য ভারতের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন?
a) বিচারপতি গজেন্দ্র গাদকর
b) বিচারপতি এইচ কানিয়া
c) বিচারপতি পি এন ভগবতী
d) বিচারপতি এম হিদায়াতুল্লাহ
উত্তর: - d) বিচারপতি এম হিদায়াতুল্লাহ
12. নিচের কোন রিটটি অন্যায়ভাবে আটকের বিরুদ্ধে জারি করা হয়?
a) মান্দামুস
b) হ্যাবিয়াস কর্পাস
c) নিষেধ
d) কুও ওয়ারেন্ট
উত্তর: - b) হ্যাবিয়াস কর্পাস
13. নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন?
a) ভারতের প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি
b) প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি
c) আইন মন্ত্রণালয়
d) বিচারকদের একটি কলেজিয়ামের পরামর্শে রাষ্ট্রপতি
উত্তর: - a) ভারতের প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি
14. কত তারিখে ভারতের সুপ্রিম কোর্ট স্বাধীন ভারতে কাজ শুরু করে?
a) 25 জানুয়ারী, 1950
b) 28 জানুয়ারী, 1950
c) 4 জুন, 1951
d) 27 অক্টোবর, 1949
উত্তর: - b) 28 জানুয়ারী, 1950
15. নিন্মলিখিতদের মধ্যে কে ভারতের সংবিধানের আদর্শ সংরক্ষক?
a) ভারতের রাষ্ট্রপতি
b) ভারতের প্রধানমন্ত্রী
c) লোকসভা সচিবালয়
d) ভারতের সুপ্রিম কোর্ট
উত্তর: - d) ভারতের সুপ্রিম কোর্ট
16. নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যেকোনটি সঠিক নয়?
a) রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স 35 বছর হতে হবে
b) উপ-রাষ্ট্রপতি হলেন রাজ্যসভার চেয়ারম্যান
c) উপরাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন
d) ভারতের প্রথম রাষ্ট্রপতি ডাঃ রাজেন্দ্র প্রসাদ ছিলেন
উত্তর: - c) উপরাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন
17. সংবিধানে আমাদের দেশের কি নাম উল্লেখ করা হয়েছে?
a) ভারত এবং ইন্ডিয়া
b) ভারত মাত্র
c) হিন্দুস্থান ও ভারত
d) ভারত, হিন্দুস্থান ও ইন্ডিয়া
উত্তর: - a) ভারত এবং ইন্ডিয়া
18. ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 1 অনুসারে, ভারত হ'ল -
a) রাজ্যমণ্ডলী
b) রাষ্ট্রসমেল
c) কনফেডারেশন অফ স্টেটস
d) ইউনিয়ন অফ স্টেটস
উত্তর: - d) ইউনিয়ন অফ স্টেটস
19. ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত?
a) 30 বছর
b) 35 বছর
c) 40 বছর
d) 37 বছর
উত্তর: - b) 35 বছর
20. মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে কার প্রতি দায়বদ্ধ?
a) রাষ্ট্রপতি
b) সংসদ
c) প্রধানমন্ত্রীর
d) জনগণের
উত্তর: - b) সংসদ
Result
মক টেস্ট দেওয়ার পর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে এবং যেগুলি ভুল হয়েছে তার সঠিক উত্তর পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় কোথাও যে , কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে তাহলে তোমরা অবশ্যই Contact Form অথবা কমেন্ট করে (Comment) প্রশ্ন নাম্বার এবং প্রশ্নটি টুকে সঠিক উত্তর সাবমিট (Submit) করবে। আশা করছি তোমাদের এই মক টেস্ট দেওয়ার ফলে অনেক বেশি উপকৃত হবে এবং মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।