Class 9 Geography Third Unit Test Question Paper 2024। ভূগোল প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

0

Class 9 Geography Third Unit Test Question Paper 2024। ভূগোল প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

WBBSE Class 9th Geography Third Unit Test Summative Evaluationনবম শ্রেণীর ভূগোল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র।

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের(West Bengal Board of Secondary Education (WBBSE)) অন্তর্গত নবম শ্রেণীর ভূগোল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন( West Bengal Board Class 9 Geography Third Summative Evaluation Question) ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র(Class 9 Geography 3rd Unit Test Suggestion 2024) পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল নবম শ্রেণীর পরীক্ষার দক্ষতা বাড়িয়ে তুলতে পারে। এর জন্য শিক্ষার্থীদের ক্লাস 9 ভূগোল বিষয়ের মডেল প্রশ্নপত্র অনুশীলন(WBBSE Class 9 Geography Third Unit Test Question Paper), প্রশ্নপত্র অনুশীলন এবং প্রশ্ন ও উত্তর পর্যালোচনার উপর মনোযোগ দেওয়া প্রয়োজন।প্রশ্নপত্র অনুশীলন(Class 9 Geography Question Third Unit Test 2024 Question Paper) শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ সহায়তা প্রদান করে, যাতে তারা নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের(WBBSE Class 9 Geography 3rd Unit Test Question 2024) পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে। তাই তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল প্রশ্নপত্র(Class 9 Bangla 3rd Unit Test Suggestion 2024) ও তার বিস্তারিত সমাধান (Class 9 Geography Third Unit Test Question Paper 2024 with Answer)এরকম আরও অন্যান্য বিষয়ের WB নবম শ্রেণীর ভূগোল সাজেশন 2023 প্রশ্ন ও তার বিস্তারিত সমাধান পাওয়ার জন্য আমাদের Website কে আরও বেশি বেশি করে Follow করো। 


📚✨ Final Exam 2025 – Prepare Yourself!

ছাত্রছাত্রীরা! 😃 এখনই সংগ্রহ করে নাও আমাদের 4 Set প্রশ্নপত্র বা অধ্যায় ভিত্তিক সাজেশন 💥।

বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান 

সব প্রশ্নই নতুন সিলেবাস অনুযায়ী তৈরি, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে📝।


📱 সংগ্রহ করতে হলে Click করো: Click Here


Class 9 Geography Questions Third Unit Test 2024নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল বিষয়ের প্রশ্নপত্র 2024

শ্রেণী

নবম

বিষয়

ভূগোল

পূর্ণমান

৯০

সময়

৩ ঘন্টা ১৫ মিনিট

নবম শ্রেণি ভূগোল বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র। নবম শ্রেণি ভূগোল সাজেশন

Third Summative Evaluation - 2024

Class-IX Geography

Time: 3 Hours 15 Minutes

Full Marks: 90

বিভাগ

1. সঠিক উত্তরটি নির্বাচন করো : - 1 x 14 = 14 

i) Geography' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন

(a) এরাটোসথেনিস, (b) ম্যাজেলান, (c) জেমস কুক, (d) সক্রেটিস।

ii) পরিক্রমণ গতির বেগ বেশি হয়

(a) জলবিষুব, (b) মহাবিষুব, (c) অপসুর, (d) অনুসূর অবস্থানে।

iii) ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয়

(a) 180° দ্রাঘিমা, (b) 82°30' পূর্ব, (c) 82°30' পশ্চিম, (d) 88°30' পূর্ব দ্রাঘিমার সময় অনুসারে।

iv) ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়

(a) মহীভাবক আলোড়নে, (b) পর্যায়ন প্রক্রিয়ায়, (c) অবরোহণ প্রক্রিয়ায়, (d) গিরিজনি আলোড়নে।

v) শল্কমোচন প্রক্রিয়া ঘটে

(a) গ্রানাইট শিলায়, (b) ব্যাসল্ট শিলায়, (c) চুনাপাথর শিলায়, (d) পাথুরে কয়লা শিলায়।

vi) ব্যাগুই ঘূর্ণিঝড় প্রভাবিত অঞ্চল

(a) জাপান, (b) অস্ট্রেলিয়া, (c) ফিলিপাইন দ্বীপপুঞ্জ, (d) ভারত।

vii) সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণির কয়লা হল

(a) অ্যানথ্রাসাইট, (b) বিটুমিনাস, (c) লিগনাইট, (d) পিট।

viii) ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কয়ালি যে রাজ্যে অবস্থিত তা হল

(a) পশ্চিমবঙ্গ, (b) তামিলনাড়ু, (c) গুজরাট, (d) গোয়া।

ix) দ্বারকেশ্বর শিলাবতীর মিলিত প্রবাহ যে নামে পরিচিত

(a) রূপনারায়ণ, (b) হলদি, (c) মুণ্ডেশ্বরী, (d) ইছামতী।

x) ক্ষুদ্রস্কেলের মানচিত্রের RF হল

(a) 1:50,000, (b) 1 : 10,00,000, (c) 1 : 10,000, (d) 1:20,000

xi) পশ্চিমবঙ্গের 'ধানের ভাণ্ডার' বলা হয়

(a) উত্তর 24 পরগনাকে, (b) দক্ষিণ 24 পরগনাকে, (c) বর্ধমানকে, (d) নদিয়াকে।

xii) প্রণালীক্ষয় প্রশস্ত হয়ে

(a) খাতক্ষয়, (b) নালিক্ষয়, (c) দ্রবণক্ষয়, (d) র‍্যাভাইন ক্ষয় সৃষ্টি করে।

xiii) 'পাতগাঠনিক তত্ত্বের জনক' বলা হয়

(a) পিঁচো, (b) ওয়েগনার, (c) গিলবার্ট, (d) প্যাসার্জকে।

xiv) প্রাকৃতিক ঘড়ি বলা হয়

(a) সূর্যকে, (b) চন্দ্রকে, (c) ধ্রুবতারাকে, (d) ক্রোনোমিটারকে।

2. নীচের বিবৃতিগুলি শুষ্ক বা অশুদ্ধ লেখো (যে-কোনো ৬টি): 1 x 6 = 6

i) অপসূর অপেক্ষা অনুসূর অবস্থানে সূর্যকে বড়ো দেখায়।

ii) কোনো স্থান তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘণ্টা।

iii) তিব্বত একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ।

iv) আবহবিকারের ফলে রেগোলিথ-এর সৃষ্টি হয়।

v) প্রকৃতিই হল সম্পদের প্রকৃত জননী।

vi) ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের প্রাচীনতম জেলা।

vii) ল্যাটিন শব্দ ‘Mappa’ থেকে স্কেল কথাটির উৎপত্তি।

3. শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ৬টি): 1 x 6 = 6

i) পশ্চিমবঙ্গের সংকীর্ণ অংশ উত্তর দিনাজপুরের চোপড়া। একে মুরগির গলার সঙ্গে তুলনা করে _________ বলা হয়।

ii) খনিজ তেলের উপজাত দ্রব্য _________ এরোপ্লেন চালাতে ব্যবহৃত হয়।

iii) NTPC নামক সংস্থাটি দেশে তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য __________ সালে গড়ে ওঠে।

iv)__________  রেখা বরাবর পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি।

v) লোয়েস সমভূমি দেখা যায় _____________ অঞ্চলে।

vi) আন্টার্কটিকায় তুষার ঝড়কে______________ বলা হয়।

vii) পশ্চিমবঙ্গের প্রতিবেশী ___________ রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক।

4. নীচের প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ছয়টি): 1 x 6 = 6

i) GPS-এর পুরো নাম কী?

ii) পৃথিবীর পরিক্রমণের গতিবেগ সেকেন্ডে কত কিমি?

iii) উত্তর গোলার্ধে কোন স্থানে ধ্রুবতারার উন্নতি কোন 90°?

iv) ভারতের একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো।

v) হরাইজেন কাকে বলে?

vi) তাল কী?

vii) তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর নির্মিত?

viii) ভারতের প্রথম পারমাণবিক শক্তিকেন্দ্রের নাম কী?

5. বামদিক ডানদিক মিলিয়ে লেখো: 1 x 4 = 4

বামদিক

ডানদিক

চলমান মহাদেশ

a) প্লিউম

লাভার ঊর্ধ্বমুখী প্রবাহ

b) সমোন্নতি রেখা

টোপোগ্রাফিক্যাল ম্যাপ

c) SAIL

ইন্ডিয়ান আয়রন এ্যান্ড স্টিল কোম্পানি

d) আলফ্রেড ওয়েগনার

5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 2 x 6  = 12

(i) দুজন ভারতীয় মহাকাশচারীর নাম লেখো। অথবা, কলকাতার অক্ষাংশ দ্রাঘিমাংশ কত?

(ii) আন্তর্জাতিক তারিখরেখা কাকে বলে? অথবা, অধিবর্ষ (Leap Year) কাকে বলে ?

(iii) জৈবিক আবহবিকার বলতে কী বোঝো? অথবা, লাভা সমভূমি কাকে বলে?

(iv) দুটি পুনর্ভব সম্পদের নাম লেখো। অথবা, স্কেল অনুসারে মানচিত্র কয়প্রকার কী কী ?

(v) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দুটি উল্লেখযোগ্য নদীর নাম লেখো অথবা, পশ্চিমবঙ্গের ধান পাট গবেষণা কেন্দ্রের নাম লেখো।

(vi) সুনামি কী? অথবা, হিমানী সম্প্রপাত কাকে বলে?

7. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 3 x 4 = 12

i) গিরিজনি আলোড়ন মহীভাবক আলোড়নের মধ্যে তিনটি পার্থক্য লেখো।

অথবা, আবহবিকার ক্ষয়ীভবনের মধ্যে তিনটি পার্থক্য লেখো।

ii) সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন বলতে কী বোঝো?

অথবা, অক্ষরেখা দ্রাঘিমারেখার মধ্যে তিনটি পার্থক্য লেখো।

iii) দুর্যোগ বিপর্যয়ের মধ্যে তিনটি পার্থক্য লেখো।

অথবা, বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের তিনটি ভূমিকা ব্যাখ্যা করো।

iv) পশ্চিমবঙ্গের চা শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো।

অথবা পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো।

Class 9 Geography Third Unit Test Question Paper 2024। ভূগোল প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

8. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :  5 x 2 = 10

i) পৃথিবীর অপসূর অনুসূর অবস্থান বলতে কী বোঝো? চিত্রসহ লেখো এবং এর প্রভাব আলোচনা করো।

ii) কলকাতায় (44°33' পূর্ব) যখন স্থানীয় সময় সকাল 10টা 10 মিনিট, তখন মেলবোর্নে (145° পূর্ব) একটি সংবাদ প্রেরণ করা হল। সংবাদটি যেতে সময় লাগে 5 মিনিট। সংবাদটি স্থানীয় সময় অনুসারে কখন মেলবোর্নে পৌঁছাবে?

iii) পর্বতবেষ্টিত মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি কীরূপে সৃষ্টি হয় ব্যাখ্যা করো।

iv) যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি চিত্রসহ সংক্ষেপে লেখো।

9. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :  5 x 2 = 10

i) পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।

ii) পশ্চিমবঙ্গে তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ আলোচনা করো।

iii) ভারতে জরিপ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? টোপোগ্রাফিক্যাল মানচিত্র মৌজা মানচিত্রের তিনটি পার্থক্য লেখো। পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্রের নাম লেখো।

iv) পশ্চিমবঙ্গের পাট চাষের অনুকূল পরিবেশের বিবরণ দাও।


📚 নবম শ্রেণী – 3rd Unit Test 2025

✨ সব বিষয়ের 4 সেট প্রশ্নপত্র + উত্তরপত্র 

⬇️ এখনই সংগ্রহ করুন : - Get Now


10. পশ্চিমবঙ্গের রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম প্রতীক চিহ্নসহ চিহ্নিত করো: 1  x 10 = 10

(i) কলকাতা

(ii) সান্দাকফু পর্বতশৃঙ্গ

Class 9 Geography Third Unit Test Question Paper 2024। ভূগোল প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

(iii) সাগরদ্বীপ

(iv) পুরুলিয়া জেলা

(v) দার্জিলিং

(vi) ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র

(vii) হলদিয়া

(viii) চা উৎপাদক অঞ্চল

(ix) ভাগীরথী-হুগলি নদী

(x) পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল

Class 9 Geography Third Unit Test Question Paper with Answer। Geography Question Paper Solve|নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর

1. সঠিক উত্তর:

i) (a) এরাটোসথেনিস

ii)(d) অনুসূর অবস্থানে।

iii) (b) 82°30' পূর্ব

iv) (d) গিরিজনি আলোড়নে।

v) (a) গ্রানাইট শিলায়

vi) (c) ফিলিপাইন দ্বীপপুঞ্জ

vii) (a) অ্যানথ্রাসাইট

viii) (c) গুজরাট

ix) (a) রূপনারায়ণ

x) (c) 1 : 10,000

xi) (c) বর্ধমান

xii) (d) র‍্যাভাইন ক্ষয়

xiii) (a) পিঁচো

xiv) (a) সূর্য

2. শুষ্ক বা অশুদ্ধ বিবৃতি:

i) শুদ্ধ

ii) শুদ্ধ

iii) অশুদ্ধ

iv) শুদ্ধ

v) শুদ্ধ

vi) অশুদ্ধ

vii) শুদ্ধ

3. শূন্যস্থান পূরণ:

i) সিলিগুড়ি করিডোর

ii) পেট্রোলিয়াম

iii) 1975

iv) নিরক্ষ

v) মঙ্গোলিয়া

vi) ব্লিজার্ড

vii) ঝাড়খণ্ড

4. সংক্ষিপ্ত উত্তর:

i) Global Positioning System

ii) 29.8 কিমি/সেকেন্ড

iii) উত্তর মেরু

iv) মালভূমি - ছত্তিশগড়

v) ভূপ্রকৃতির সমতল রেখা

vi) বৃক্ষের ফল

vii) ময়ূরাক্ষী নদী

viii) তারাপুর

5. বামদিক ডানদিক মেলানো:

i) চলমান মহাদেশ

(d) আলফ্রেড ওয়েগনার

ii) লাভার ঊর্ধ্বমুখী প্রবাহ

(a) প্লিউম

iii) টোপোগ্রাফিক্যাল ম্যাপ

(b) সমোন্নতি রেখা

iv) SAIL

(c) ইন্ডিয়ান আয়রন এ্যান্ড স্টিল কোম্পানি

 

Frequently Asked Questions

Q) তুরানের নিম্নভূমি কি ধরনের সমভূমি ?

Ans: - অবনত সমভূম।

Q) পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন রাজ্যকে বলা হয় ?

Ans: - পশ্চিমবঙ্গ।

Q) পশ্চিমবঙ্গের বড় জেলা কোনটি?

Ans: - উত্তর চব্বিশ পরগনা।

Q) পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি জেলা আছে?

Ans: - ২৩টি।

Q) পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি?

Ans: - আলিপুরদুয়ার।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)