মাধ্যমিক টেস্ট
জীবন বিজ্ঞান সাজেশন 2025। Class
10 Life Science 3rd Unit Test Suggestion 2024 WBBSE
Class 10 Life Science
Madhyamik test exam Question Paper 2024 | Class 10 Jibon Biggan Suggestion 24। মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024
শ্রেণী |
দশম |
বিষয় |
জীবনবিজ্ঞান |
পূর্ণমান |
৯০ |
সময় |
৩ ঘন্টা ১৫ মিনিট |
Class 10 Third Unit Test Life Science WBBSE Question Paper। দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর
Third Summative Evaluation - 2024
Class-X Life Science
Time: 3 Hours 15 Minutes
Full Marks: 90
বিভাগ - 'ক' : প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো: 1×15=15
1.1 অগ্রস্থ প্রকটতার জন্য বিপরীত ধর্মী ভূমিকা পালনকারী ফাইটো হরমোন জোড়াটি হল-
(a) অক্সিন ও
জিব্বেরেলিন
(b) অক্সিন ও
সাইটোকাইনিন
(c) জিব্বেরেলিন ও
সাইটোকাইনিন
(d) অক্সিন ও
ইথিলিন
1.2 সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ্য অংশটিকে বলে-
(a) স্যাটেলাইট
(b) কাইনেটোকোর
(c) টেলোমিয়ার
(d) ক্রোমাটিড
1.3 কোষচক্রের সঠিক পর্যায়টি হল-
(a) M→G1→S→G2
(b) G2→S→M→G1
(c) G1→S→G2→M
(d) G1→G2→S→M
1.4 হলুদ গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ হলো-
(a) YyRr
(b) YYRr
(c) YyRR
(d) সবকটি
1.5 কোন হরমোনটির সংশ্লেষণে আয়োডিন প্রয়োজন-
(a) ইনসুলিন
(b) গ্লুকাগন
(c) থাইরক্সিন
(d) টেস্টোস্টেরন
1.6 পুনরৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে-
(a) অ্যামিবা
(b) ইস্ট
(c) প্লাসমোডিয়াম
(d) প্ল্যানেরিয়াম
1.7 রাজকীয় রোগ বলা হয়-
(a) হিমোফিলিয়া
(b) লাল-বর্ণান্ধতা
(c) থ্যালাসেমিয়া
(d) হিমোফিলিয়া-B
1.8 মানুষের করোটি স্নায়ু সংখ্যা হল-
(a) 10টি
(b) 10 জোড়া
(c) 12টি
(d) 12 জোড়া
1.9 কোন উদ্ভিদে পতঙ্গের মাধ্যমে পরাগযোগ ঘটে-
(a) পাতাশ্যাওলা
(b) শিমূল
(c) পলাশ
(d) আম
1.10 দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে F₁ সংকর কালো গিনিপিগ হবে-
(a) 25%
(b) 50%
(c) 75%
(d) 100%
1.11 তোমার বাবা দূরের বস্তু দেখতে পান কিন্তু কাছের বস্তু ঝাপসা দেখেন। উনি কোন প্রকার লেন্সযুক্ত চশমা পরবেন-
(a) উত্তল লেন্স
(b) অবতল লেন্স
(c) উত্তল ও
অবতল লেন্স
(d) কোনটিই নয়
1.12 বংশগতির একক হল-
(a) DNA
(b) RNA
(c) ক্রোমোজোম
(d) জিন
1.13 নেগেটিভ জিওট্রপিক চলনের উদাহরণ হল-
(a) উদ্ভিদের প্রধানমূলের চলন
(b) আত্তিকরণ মূলের চলন
(c) অস্থানিক মূলের চলন
(d) শ্বাসমূলের চলন
1.14 নীচের কোন গুণটি প্রকট-
(a) কাণ্ডের দৈর্ঘ্য- বেঁটে
(b) বীজের আকার-
কুঞ্চিত
(c) বীজপত্রের বর্ণ-
হলুদ
(d) ফুলের বর্ণ
সাদা
1.15 অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল-
(a) ব্যাঙ
(b) পাখি
(c) অ্যামিবা
(d) কেঁচো
বিভাগ-‘খ’ ২: নীচের ২৬ টি প্রশ্ন থেকে যে কোন ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো : 1 x 21 = 21
A . নীচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে কোন (৫টি) : 1x5=5
2.1 (a) মানব বিকাশে মোট ____
টি দশা বর্তমান।
২.২ উদ্ভিদ হরমোনের অপর নাম _______।
2.3 DNA-এর ডবল
হেলিক্স অণু তৈরী হয় দুটি পরিপুরোক ______ শৃঙ্খল দ্বারা।
2.4 মুক্ত কানের লতি বৈশিষ্টটি______ জিনদ্বারা নিয়ন্ত্রিত হয়।
2.5 মানবদেহের সচল সন্ধিতে________ তরল থাকে।
2.6 মানুষের ক্ষেত্রে______ হল হোমোগ্যামি।
B. নীচের বাক্যগুলি সত্য/মিথ্যা কিনা নিরুপণ করো (যে কোন ৫টি) :
2.7 প্লাসমোডিয়ামের সাইজন্ট দশায় বহুবিভাজন দেখা যায়।
2.8 রেণুধর দশার প্রথম কোষ হল জাইগোট।
2.9 অক্সিনের প্রবাহ মেরুবর্তী।
Read More :- Class 10 History Third Summative Question and Answer। দশম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্নপত্র
2.10 সকল
টেষ্টক্রসই ব্যাকক্রস।
2.11 থার্মোট্যাকটিক চলন একপ্রকার সামগ্রিক আবিষ্ট চলন।
2.12 অটোজোম জীবের লিঙ্গ নির্ধারণ করে।
C. A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B
স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয়স্তত্ত্বের ক্রমিক নং উল্লেখসহ জোড়টি পুনরায় লেখো (যে কোন (৫টি) : ১ x ৫ = ৫
A Column |
B Column |
(2.13)
অটোজোম
বাহিত
রোগ |
(a) গ্রাফটিং
|
(2.14)
ডিউটেরানোপিয়া |
(b) প্রকল্পিত
হরমোন
|
(2.15)
স্টক
ও সিনে |
(c) 1:2:1 |
(2.16)
ভারনালিন |
(d) থ্যালাসেমিয়া |
(2.17)
পিত
বিন্দু |
(e) অম্পূর্ণ
প্রকটতা |
(2.18)
এক সংকর
জনন |
(f) সবুজ
বর্ণান্ধতা |
|
(g) আলোক
সুবেদী
অংশ |
D. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোন ছ'টি) :
1×6=6
2.19 বিসদৃশটি বেছে লেখো- সিলিয়ারি পেশী, উপযোজন, লেন্স, সাসপেনসারি লিগামেন্ট।
2.20 টেনডনের কাজ কী?
2.21 সস্য
নিউক্লিয়াসের প্রকৃতি লেখো
2.22 নীচে
সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও মধুমেহ ইনসুলিন বহুমুত্র
২.২৩ কোন্ প্রাণী হ্যাপ্পো-ডিপ্লয়েড পদ্ধতিতে লিঙ্গনির্ধারণ করে।
2.24 আমি
একপ্রকার লিঙ্গ সংযোজিত বংশগত রোগ, মানবদেহে সৃষ্ট ক্ষতস্থানে অবিরাম রক্তক্ষরণ ঘটিয়ে থাকি। আমি কে?
2.25 উদ্ভিদ মাইটোসিসে কোথা থেকে বেমতত্ত্ব গঠিত হয়?
2.26 DNA- এর নাইট্রোজেন বেস দুটি কী কী?
বিভাগ-“গ” 3। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো : 2x12=24
3.1 কৃষি
কাজে ও উদ্যান বিদ্যায় উদ্ভিদ হরমোন কীভাবে কাজে লাগানো যায়, তা মূল্যায়ন করো।
3.2 RNA এর রাসায়নিক উপাদান লেখো।
3.3 ইতর
পরাগযোগের অসুবিধা কী?
3.4 দুর্ঘটনাজনিত কারণে কোন ব্যক্তির লঘুমস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলে ওই ব্যক্তির কী কী কাজ ব্যাহত হবে?
3.5 পলিসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে?
3.6 বর্ণান্ধতা কন্যাসস্তান অপেক্ষা পুত্র সন্তান বেশী দেখা যায় কেন?
3.7 টেস্ট ক্রসের গুরুত্ব লেখো।
3.8 অগ্রস্থ প্রকটতা বলতে কী বোঝ?
3.9 “বেঁটে মটর গাছগুলি সর্বদায় খাঁটি”- তাৎপর্য ব্যাখ্যা করো।
3.10 লিগামেন্ট ও মায়োটোম পেশী কী?
3.11 স্নায়ুকোষ, স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো।
3.12 মিউটেশন ও ফিনোটাইপ বলতে কী বোঝ?
3.13 'মিয়োসিসকে হ্রাস বিভাজন বলে' উক্তিটির যথার্থতা বিচার করো।
3.14 একজন
স্বাভাবিক মহিলা ও বর্ণান্ধ পুরুষের বিবাহে কী-রূপ পুত্রদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা কতখানি?
3.15 “অপুংজনি কী? উদাহরণ দাও।
3.16 দ্বি-নিষেক কাকে বলে?
3.17 পায়রার উড্ডয়ন পেশীর কাজ লেখো।
বিভাগ-'ঘ' 4. নীচের ৬টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর দাও : 5×6=
30
4.1 একটি
প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো- (a)
স্নায়ুকেন্দ্র (b)
সংজ্ঞাবহ স্নায়ু (c)
কারক (d) চেষ্টীয় স্নায়ু।
অথবা, একটি আদর্শ নিউরোনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো- (a)
ডেনড্রাইট (b)
প্রাস্তবুরুশ (c)
র্যানভিয়ারের পর্ব (d)
অ্যাক্সন হিলক।
4.2 যে
কোনো তিনপ্রকার প্রাকৃতিক অঙ্গজজনন পদ্ধতি উদাহরণ সহ বর্ণনা করো। অণুবিস্তারের ধাপগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও।
অথবা, ফার্নের জনুক্রম পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। যৌন ও অযৌন জননের পার্থক্য লেখো, নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে - (a)
জননের একক (b)
জৈব অভিব্যক্তি।
4.3 বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেঁটে মটর গাছের এক সংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বর্ণনা করো। মেন্ডেল কর্তৃক মটরগাছ নির্বাচনের কারণ লেখো।
অথবা, মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা আলোচনা করো। জেনেটিক কাউন্সিলিং সম্পর্কে, সংক্ষেপে ব্যাখ্যা করো।
4.4 পার্থক্য লেখো ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন। দুটি কৃত্রিম হরমোনের কৃষিকার্যে ভূমিকা লেখো।
অথবা, অ্যাড্রিনালিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো। ডায়াবেটিস ইনসিপিডাসের ও ডায়াবেটিস মেলিটাসের কারণ ও লক্ষণ লেখো।
4.5 মাইটোসিসের মেটাফেজ ও প্রফেজ দশার তিনটি করে বৈশিষ্ট্য লেখো। ক্রোমোজোমের একটি আম্লিক ও একটি ক্ষারীয় প্রোটিনের নাম লেখো।
অথবা, নিষেক এবং নতুন উদ্ভিদ গঠনের ঘটনাটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। গ্রাফটিং বা জোড়-কলম কাকে বলে?
4.6 দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখের উপযোজনের পদ্ধতি উল্লেখ করো। এক নেত্র ও দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য লেখো।
অথবা, মানুষের দ্বিপদ গমনে পেশী ও অস্থির ভূমিকা ব্যাখ্যা করো। সিসমোন্যাস্টিক চলন কাকে বলে?
Madhyamik Life Science Question Paper 2024 with Answers। মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর
1.1 উত্তর: (d) অক্সিন ও ইথিলিন
1.2 উত্তর: (b)
কাইনেটোকোর
1.3 উত্তর: (c)
G1→S→G2→M
1.4 উত্তর: (d)
সবকটি
1.5 উত্তর: (c)
থাইরক্সিন
1.6 উত্তর: (a)
অ্যামিবা
1.7 উত্তর: (a)
হিমোফিলিয়া
1.8 উত্তর: (d)
12 জোড়া
1.9 উত্তর: (d)
আম
1.10 উত্তর: (c)
75%
1.11 উত্তর: (a)
উত্তল লেন্স
1.12 উত্তর: (d)
জিন
1.13 উত্তর: (d)
শ্বাসমূলের চলন
1.14 উত্তর: (c)
বীজপত্রের বর্ণ- হলুদ
1.15 উত্তর: (c) অ্যামিবা
(উপযুক্ত শব্দ বসাও):
2.1 মানব
বিকাশে মোট ৮ টি দশা বর্তমান।
2.2 উদ্ভিদ হরমোনের অপর নাম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর।
2.3 DNA-এর
ডবল হেলিক্স অণু তৈরী হয় দুটি পরিপূরক পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দ্বারা।
2.4 মুক্ত কানের লতি বৈশিষ্টটি প্রভাবশালী জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
2.5 মানবদেহের সচল সন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে।
2.6 মানুষের ক্ষেত্রে অ্যাসরটেটিভ মেটিং হল হোমোগ্যামি।
(বাক্যগুলি সত্য/মিথ্যা নিরুপণ করো):
2.7 প্লাসমোডিয়ামের সাইজন্ট দশায় বহুবিভাজন দেখা যায়। T
2.8 রেণুধর দশার প্রথম কোষ হল জাইগোট। F
2.9 অক্সিনের প্রবাহ মেরুবর্তী। T
2.10 সকল টেষ্টক্রসই ব্যাকক্রস। T
2.11 থার্মোট্যাকটিক চলন একপ্রকার সামগ্রিক আবিষ্ট চলন। F
2.12 অটোজোম জীবের লিঙ্গ নির্ধারণ করে। F
(A Column-B
Column সমতা বিধান করো):
2.13 অটোজোম বাহিত রোগ - (d)
থ্যালাসেমিয়া
2.14 ডিউটেরানোপিয়া - (f)
সবুজ বর্ণান্ধতা
2.15 স্টক ও সিনে - (a)
গ্রাফটিং
2.16 ভারনালিন - (g)
আলোক সুবেদী অংশ
2.17 পিত বিন্দু - (c)
1:2:1
2.18 এক সংকর জনন - (e) অসম্পূর্ণ প্রকটতা
(একটি
শব্দে বা একটি বাক্যে উত্তর দাও):
2.19 বিসদৃশটি বেছে লেখো- উপযোজন
2.20 টেনডনের কাজ কী? পেশীকে হাড়ের সঙ্গে সংযুক্ত করা।
2.21 সস্য নিউক্লিয়াসের প্রকৃতি লেখো হ্যাপ্লয়েড।
2.22 বহুমুত্র: ইনসুলিন :: মধুমেহ : গ্লুকোজ।
2.23 কোন্ প্রাণী হ্যাপ্লো-ডিপ্লয়েড পদ্ধতিতে লিঙ্গনির্ধারণ করে? মৌমাছি।
2.24 আমি একপ্রকার লিঙ্গ সংযোজিত বংশগত রোগ, মানবদেহে সৃষ্ট ক্ষতস্থানে অবিরাম রক্তক্ষরণ ঘটিয়ে থাকি। আমি কে? হিমোফিলিয়া।
2.25 উদ্ভিদ মাইটোসিসে কোথা থেকে বেমতত্ত্ব গঠিত হয়? সেন্ট্রোসোম থেকে।
2.26 DNA- এর নাইট্রোজেন বেস দুটি কী কী? অ্যাডেনিন ও থাইমিন।
জীববিদ্যা সম্পর্কিত সাধারণ প্রশ্নাবলী
প্রশ্ন) উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম কী?
উত্তর: জিব্রালিন।
প্রশ্ন) মটরগাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কী কী?
উত্তর: বেগুনি ও সাদা।
প্রশ্ন) নাইট্রোজেন চক্রের কোন ধাপের সংগে অণুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্তর সহ্যশ্লপ্ত?
উত্তর: নাইট্রিফিকেশন।
প্রশ্ন) গরুমারা, নীলগিরি ও কুলিক কোন কোন ধরনের ইন-সিটু সংরক্ষণ?
উত্তর: জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য।
প্রশ্ন) পৃথিবীতে জীববৈচিত্র্যের প্রধান কারণ কি?
উত্তর: প্রকরণ।
Enter Your Comment