WBBSE Class 8 Geography Third Unit Test Summative Evaluation। অষ্টম শ্রেণীর ভূগোল বার্ষিক পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র

0

 

WBBSE Class 8 Geography Third Unit Test Summative Evaluation। অষ্টম শ্রেণীর ভূগোল বার্ষিক পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র

WBBSE Class 8 Geography Third Unit Test Question Paper 2024ভূগোল প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের(West Bengal Board of Secondary Education (WBBSE)) অন্তর্গত অষ্টম শ্রেণীর ভূগোল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন( West Bengal Board Class 8 Geography Third Summative Evaluation Question) ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। পশ্চিমবঙ্গ বোর্ডের অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র(Class 8 Geography 3rd Unit Test Suggestion 2024) পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল অষ্টম শ্রেণীর পরীক্ষার দক্ষতা বাড়িয়ে তুলতে পারে। এর জন্য শিক্ষার্থীদের ক্লাস 8 ভূগোল বিষয়ের মডেল প্রশ্নপত্র অনুশীলন(WBBSE Class 8 Geography Third Unit Test Question Paper), প্রশ্নপত্র অনুশীলন এবং প্রশ্ন ও উত্তর পর্যালোচনার উপর মনোযোগ দেওয়া প্রয়োজন।প্রশ্নপত্র অনুশীলন(Class 8 Geography Question Third Unit Test 2024 Question Paper) শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ সহায়তা প্রদান করে, যাতে তারা অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের(WBBSE Class 8 Geography 3rd Unit Test Question 2024) পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে। তাই তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল প্রশ্নপত্র(Class 8 Geography 3rd Unit Test Suggestion 2024) ও তার বিস্তারিত সমাধান (Class 8 Geography Third Unit Test Question Paper 2024 with Answer)এরকম আরও অন্যান্য বিষয়ের WB অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন 2023 প্রশ্ন ও তার বিস্তারিত সমাধান পাওয়ার জন্য আমাদের Website কে আরও বেশি বেশি করে Follow করো। 

Class 8 Geography 3rd Unit Test Question Paper 2024অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল বিষয়ের প্রশ্নপত্র 2024

শ্রেণী

অষ্টম

বিষয়

ভূগোল

পূর্ণমান

70

সময়

2 ঘন্টা 30 মিনিট

অষ্টম শ্রেণি ভূগোল বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র। Class 8 Geography Model Question Paper Third Unit Test 2024

Third Summative Evaluation - 2024

Class-VIII Geography

Time: 2 Hours 30 Minutes

Full Marks: 70

. প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত চিহ্ন প্রতীকসহ চিহ্নিত করো :

() রকি পর্বত।

() গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি।

() আয়ার হ্রদ।

() কলোরাডো নদী।

() শিকাগো।

. সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্য সম্পূর্ণ করো :  x =

() উপপাতালিক শিলা হলো — (ডোলেরাইট/গ্র্যানাইট / ব্যাসল্ট)

() (সিরাস/সিরোস্ট্যাটাস/সিরোকিউমুলাস) মেঘযুক্ত আকাশকে ম্যাকারেল আকাশ বলে।

() মৌসিনরামে বছরে গড়ে (২০০/১২০০/৬০০) সেমি বৃষ্টিপাত হয়।

() ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী হলো (মারে-ডার্লিং/ক্লাথা/হান্টার)

() নিউজিল্যান্ডে অবস্থিত একটি আগ্নেয়গিরি হলো — (সামোয়া/ রুহাপেহু/ইস্টার)

২। নিম্নলিখিত বিবৃতিগুলি যাচাই করে শুদ্ধ/অশুদ্ধ লেখো : 1 x 4 = 4

() এস্কিমোদের বরফের ঘরকে বলে টিউপিক।

() ইউরেশিয়া ভারতীয় মহাদেশীয় পাতের মাঝের টেথিস সাগরের পলি ভাঁজ খেয়ে 'হিমালয়' সৃষ্টি হয়েছে।

() হাওয়াই দ্বীপপুঞ্জের উত্তর সীমাকে ওশিয়ানিয়ার পশ্চিম সীমা ধরা হয়।

() মেলানেশিয়ার অধিবাসীদের গায়ের রং কালো।

৩। বেমানান শব্দটিকে চিহ্নিত করো : × =

() ভিসুভিয়াস, ব্যারেন, ক্রাকাতোয়া, উরাল।

() গ্রাফাইট, চুনাপাথর, বেলেপাথর, কাদাপাথর।

() ভিক্টোরিয়া, মার্শাল, গিবসন, গ্রেটস্যান্ডি।

৪। -স্তম্ভের সঙ্গে -স্তম্ভ মিলিয়ে দাও। -স্তম্ভে একটি অতিরিক্ত বিকল্প রয়েছে  : x =

- স্তম্ভ

- স্তম্ভ

() উষ্ম প্রস্রবণ

() ডোলড্রামস।

() নিরক্ষীয় শান্তবলয়

(আ)গ্রেট ব্যারিয়ার রিফ 

() স্ট্যাটোকিউমুলাস

(ম্যাকে।

() পৃথিবীর বৃহত্তম প্রবল প্রাচীর

() বক্রেশ্বর।

 

() বাম্পি ক্লাউড।

 

৫। শব্দছক সাজিয়ে উত্তর খোঁজো :  x =

() নিশীথ সূর্যের দেশ - ________

মা

স্ট

হ্যা

ফে

 

() ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক সম্মেলন - ________

র্থ

মি

সা

 

৬। সঠিক পরিচয় খোঁজো :  x =

() আমি হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরি। আমার বেশিরভাগ অংশ সমুদ্রপৃষ্ঠের নীচে রয়েছে। আমি কে?

() আমি বেনমোর হ্রদ থেকে উৎপন্ন হয়ে প্রশান্ত মহাসাগরে মিলিত হয়েছি। আমাকে নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী বলা হয়। আমি কে?

৭। দু-একটি শব্দে উত্তর দাও (যে-কোনো ছয়টি) :  x =

() পৃথিবীর গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝের বিযুক্তিরেখাকে কী বলে?

() মোহ স্কেল অনুসারে সর্বোচ্চ কাঠিন্যের খনিজের নাম কী?

() কোন্ বায়ুকে 'বাণিজ্য বায়ু' বলা হয়?

() কোন্ প্রকার মেঘকে বজ্রমেঘ বলা হয়?

() অস্ট্রেলিয়ার 'সর্বোচ্চ শৃঙ্গ' কোনটি?

() নিউজিল্যান্ডের বৃহত্তম হিমবাহ-সৃষ্ট মন কোনটি?

() কোন্ শহরকে 'রূপোর শহর' বলা হয়?

৮। সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো সাতটি) : x = ১৪

() 'সিমা' 'সিয়াল' কী?

() 'ম্যাগমা' 'লাভা' কাকে বলে?

() ‘অ্যানাবেটিক বায়ু' কাকে বলে?

() 'আপেক্ষিক আর্দ্রতা' বলতে কী বোঝো?

() "চিপকো আন্দোলন' কী?

() 'পার্কল্যান্ড সাভানা' বলতে কী বোঝো?

() মারে ডার্লিং অববাহিকায় ধাতব শিল্পের বিকাশ না হওয়ার কারণ কী?

() 'প্ল্যায়া ' কাকে বলে?

৯। সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো পাঁচটি) : x = ১৫

() তিন প্রকার ভূ-কম্পন তরঙ্গের পরিচয় দাও।

() মেরুবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো।

() শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত' কীভাবে ঘটে তা বুঝিয়ে দাও।

() নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো।

() ওশিয়ানিয়ার 'ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য' এবং 'ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে' স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও।

() মারে-ডার্লিং অববাহিকার কৃষি পশুপালনের সংক্ষিপ্ত বিবরণ দাও।

১০। নিম্নলিখিত যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : x = ১০

() ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের কৃষিকাজ খনিজ সম্পদের পরিচয় দাও।

() মারে-ডার্লিং অববাহিকার জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও।

() অস্ট্রেলিয়ারমধ্যভাগের সমভূমি অঞ্চলের ভূ-প্রকৃতির বিবরণ দাও।আয়ার রককী কারণে বিখ্যাত?

() মনুষ্য-সৃষ্টউন্নয়ন পরিকল্পনা কীভাবেপরিবেশের অবনমনঘটায় তা উদাহরণসহ বুঝিয়ে দাও।



📚✨ Final Exam 2025 – Prepare Yourself!

ছাত্রছাত্রীরা! 😃 এখনই সংগ্রহ করে নাও আমাদের 4 Set প্রশ্নপত্র বা অধ্যায় ভিত্তিক সাজেশন 💥।

বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান 

সব প্রশ্নই নতুন সিলেবাস অনুযায়ী তৈরি, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে📝।


📱 সংগ্রহ করতে হলে Click করো: Click Here

 


৮ম শ্রেণীর পরীক্ষার ভূগোল উত্তর। Geography Third Unit Test Question Paper 2024 with Answer Class 8

১.২ সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্য সম্পূর্ণ করো :

(ক) উপপাতালিক শিলা হলো — ডোলেরাইট।

(খ) সিরোকিউমুলাস) মেঘ যুক্ত আকাশকে ম্যাকারেল আকাশ বলে।

(গ) মৌসিনরামে বছরে গড়ে ১২০০ সেমি বৃষ্টিপাত হয়।

(ঘ) ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী হলো — মারে-ডার্লিং।

(ঙ) নিউজিল্যান্ডে অবস্থিত একটি আগ্নেয়গিরি হলো —  রুহাপেহু।

২। নিম্নলিখিত বিবৃতিগুলি যাচাই করে শুদ্ধ/অশুদ্ধ লেখো :

(ক)অশুদ্ধ।এস্কিমোদের বরফের ঘরকে বলে ইগলু বলে। 

(খ) শুদ্ধ।

(গ) অশুদ্ধ। পশ্চিমতম বিন্দু হল অকল্যান্ড দ্বীপের

(ঘ) শুদ্ধ।

৩। বেমানান শব্দটিকে চিহ্নিত করো :

(ক)উরাল একটি হ্রদ। ভিসুভিয়াস, ব্যারেন, ক্রাকাতোয়া বাকি তিনটি আগ্নেয়গিরি।

(খ) গ্রাফাইট হলো আগ্নেয় শিলা। চুনাপাথর, বেলেপাথর, কাদাপাথর তিনটি পাললিক শিলার উদাহরণ।

(গ)ভিক্টোরিয়া একটি হ্রদ। মার্শাল, গিবসন, গ্রেটস্যান্ডি তিনটি মরুভুমি।

৪। ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে দাও।

(ক) উষ্ম প্রস্রবণ    - (ঈ) বক্রেশ্বর।

(খ) নিরক্ষীয় শান্তবলয় - (অ)ডোলড্রামস।

(গ) স্ট্যাটোকিউমুলাস  - (উ) বাম্পি ক্লাউড।

(ঘ) পৃথিবীর বৃহত্তম প্রবল প্রাচীর  -  (আ) গ্রেট ব্যারিয়ার রিফ।

৫। শব্দছক সাজিয়ে উত্তর খোঁজো :

(ক) হ্যামারফেস্ট

(খ) আর্থসামিট  

৬।

(ক) হালেকালা আগ্নেয়গিরি।

(খ)  ওয়াইকাটো।

৭।

(ক)  গুটেনবার্গ বিযুক্তি রেখা।

(খ) সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হল হিরে (১০)।

(গ) আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়।

(ঘ)  কিউমুলোনিম্বাস মেঘকে বজ্রমেঘ বলা হয়।

(ঙ) মাউন্ট কোসিয়াসকো ,অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ।

(চ) তাসমান হিমবাহ (আনুষ্ঠানিকভাবে হাউপাপা / তাসমান হিমবাহ ) নিউজিল্যান্ডের বৃহত্তম হিমবাহ।

(ছ) ব্রোকেনহিল শহরকে 'রূপোর শহর' বলা হয়।

৯। সংক্ষেপে উত্তর দাও :

(ক) P wave—এই তরঙ্গ প্রথমে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় বলে একে প্রাথমিক তরঙ্গা (Primary wave/ 'P' wave) বলে। এই wave সবথেকে দ্রুত ( ৬ কিমি / সে.)। কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে ক্রমসংকোচন ও প্রসারণ প্রক্রিয়ায় এই তরঙ্গ প্রবাহিত হয়।

• S wave  - এটি দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ। P-এর পরেই এই তরা ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। এই তরঙ্গ তরল/ গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটিকে Second - any wave / 'S' wave বলে।

● L ওয়েভ - ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর দুধরনের পৃষ্ঠ তরঙ্গ ছড়িয়ে পড়ে। তার মধ্যে একটি Love wave বা L তরঙ্গ। এটির কারণে বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়।

(খ)মেরুবায়ুর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ:

১. উত্তর গোলার্ধে মেরুবায়ু ফেরেলের সূত্র অনুযায়ী ডানদিকে বেঁকে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়, যখন দক্ষিণ গোলার্ধে এটি বাঁ দিকে বেঁকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়।

২. দুই গোলার্ধেই মেরুবায়ু তাদের স্বাভাবিক গতিপথ থেকে প্রায় ৯০° পর্যন্ত বেঁকে যায়।

৩. উত্তর গোলার্ধে স্থানীয় আবহাওয়ার গোলযোগের কারণে মেরুবায়ু প্রায়ই বিভিন্ন দিকে প্রবাহিত হয়।

৪. অপরদিকে, দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু অনেক সময় নিয়মিতভাবে প্রবাহিত হয়।

৫. বরফে ঢাকা মেরু অঞ্চল থেকে আসা মেরুবায়ু অত্যন্ত ঠাণ্ডা ও শুষ্ক।

৬. শীতকালে মেরুবায়ুর প্রভাব বছরের অন্যান্য সময়ের তুলনায় অধিকতর শক্তিশালী হয়।

৭. মেরুবায়ু দুই মেরুবৃত্তের অঞ্চলে তুষার ঝড়ের সৃষ্টি করে।

৮. জলদস্যু ভাইকিংরা উত্তর ইউরোপ (নরওয়ে, সুইডেন) থেকে উত্তর-পূর্ব মেরুবায়ুর গতিপথ অনুসরণ করে উত্তর আমেরিকায় অভিযান চালাত এবং পশ্চিমাবায়ুর গতিপথ ধরে ফিরে আসত। বর্তমানে ইউরোপ থেকে আমেরিকায় বিমানে যেতে হলে মেরুবায়ুর গতিপথ অনুসরণ করা হয়।

(গ)  শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত : 

সমুদ্রের দিক থেকে আসা জলীয়বাষ্পযুক্ত আর্দ্র বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি ভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ঐ বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ঐ পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে ওপরের দিকে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হয় ও ঠান্ডা হয়। আরও ওপরে উঠলে এই বায় সম্পৃক্ত হয়ে পড়ে  এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টি হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত (Orographic Rainfall)পর্বতের যে ঢাল বরাবর বায়ু ওপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢাল হলো প্রতিবাত ঢাল (Windward Slope)আর এর বিপরীতে যে ঢাল বরাবর বায়ু নীচের দিকে নামে, সেই ঢাল হলো অনুবাত ঢাল (Leeward Slope )

প্রতিবাত ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাত ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এছাড়া বায়ু যত নীচের দিকে ঢালের উন্নতর স্থানে নামতে শুরু করে বায়ুর উয়তা তত বাড়তে থাকে। ফলে বায়ুর জলীয়বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে অনুবাত ঢালে প্রতিবাত ঢাল অপেক্ষা

বৃষ্টিপাত খুবই কম হয়।  তাই পর্বতের অনুবাত ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল নাম পরিচিত।

(ঘ)  নিরক্ষীয় জলবায়ু নিরক্ষরেখার উভয়দিকে ৫° – ১০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সাধারণত দেখা যায়। আফ্রিকার কঙ্গো বা জাইরে নদীর অববাহিকা, দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকা, দক্ষিণ- পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনস, ভারতের দক্ষিণ- পশ্চিম অংশ, শ্রীলঙ্কার দক্ষিণ অংশ, মধ্য আমেরিকার পানামা অঞ্চল, কোস্টারিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ প্রভৃতি এই জলবায়ুর অন্তর্গত।

নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য : নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যকিরণ লম্বভাবে পড়ার ফলে উয়তা অনেক বেশি হয়। সারা বছরই এই অঞ্চলে উষ্ণ গ্রীষ্মকাল বিরাজ করে। গড় উয়তা প্রায় ২৮° সেন্টিগ্রেড দিনের মধ্যভাগে যা ৩৮° সেন্ট্রিগ্রেড-এ অবস্থান করে। কিন্তু দৈনিক উয়তার পার্থক্য প্রায় ১০° সেন্টিগ্রেড পর্যন্ত হয়। প্রচন্ড উয়তার কারণে এই অঞ্চলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। প্রায় প্রতিদিন সকালে আকাশ পরিষ্কার থাকলেও বিকালের দিকে ঘন কিউমুলোনিম্বাস মেঘে আকাশ ঢেকে যায় ও প্রচুর পরিমাণ পরিচলন বৃষ্টিপাত ঘটে থাকে। বার্ষিক বৃষ্টিপাত প্রায় ২৫০–৩০০ সেমি। রাত্রে আবার মেঘমুক্ত হয়ে তাপমাত্রা কিছুটা কমে যায়। এই জলবায়ু ITCZ দ্বারা প্রভাবিত।

(ঙ) ওশিয়ানিয়ার 'ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য' এবং 'ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে'র স্বাভাবিক উদ্ভিদ

১. ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য:

আবহাওয়া: এই অরণ্যে সর্বদা উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকে, যেখানে বার্ষিক বৃষ্টিপাত অনেক বেশি।

উদ্ভিদ প্রজাতি:

উচ্চ গাছ: যেমন মেনজিস, ওক, এবং বট গাছ। এসব গাছের উচ্চতা অনেক এবং এদের পাতা সবসময় সবুজ থাকে।

লতাগুল্ম: যেমন ভাইন, সাপ্লিংস এবং মুকুল গাছ। এই গাছগুলি উচ্চ গাছগুলির ওপর উঠতে সাহায্য করে।

মাশরুম ও পত্রক: এখানে বিভিন্ন ধরনের মাশরুম এবং আর্দ্রতা সহ্যকারী পত্রক দেখা যায়, যা মাটিতে পড়ে পুষ্টি সরবরাহ করে।

২. ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য:

আবহাওয়া: এখানে সাধারণত মৌসুমি বৃষ্টি হয়, যেখানে শীতকাল বা শুষ্ক মৌসুমে গাছপালা পাতাগুলি মরে যায়।

উদ্ভিদ প্রজাতি:

পর্ণমোচী গাছ: যেমন বাঁশ, সেগুন, এবং হলগাছ। এই গাছগুলি শুষ্ক মৌসুমে তাদের পাতা ফেলে দেয়।

নিম, গুল্মজাতীয় গাছ: যেমন নিম ও অন্যান্য ছোট গুল্মজাতীয় গাছ, যা শুষ্ক আবহাওয়ায় টিকে থাকে।

ভেষজ উদ্ভিদ: অনেক ভেষজ উদ্ভিদও এখানে পাওয়া যায়, যা গ্রীষ্মকালে ফুল ফোটে এবং শীতকালে মরে যায়।

(চ) মারে-ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালনের সংক্ষিপ্ত বিবরণ :

মারে-ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার সবচেয়ে কৃষি সমৃদ্ধ অঞ্চল।  এখানে উন্নত যন্ত্রের সাহায্যে গম, জব, ওঠ , ভুট্টা , রাই উৎপাদন করা হয়। দক্ষিণের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আঙুর, লেবু, আপেল, পিচ, কমলালেবু, ন্যাসপাতি প্রভৃতি ফলের চাষ হয়।

এই অববাহিকার ডাউনস তৃণভূমিতে মেরিনো, লিঙ্কন, মার্স প্রভৃতি ভালো জাতের ভেড়া পালন করা হয়। এই অঞ্চলের উত্তরে কুইন্সল্যান্ড আর দক্ষিণ-পূর্বে নিউ সাউথওয়েলসে গবাদি পশুপালন করা হয়। এদের থেকে প্রচুর মাংস ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদিত হয়। অস্ট্রেলিয়া গো-মাংস উৎপাদনে পঞ্চম ও পশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে।

এখানকার পশুখামারগুলো খুব বড়ো আর যারা এখানে শ্রমিকের কাজ করে তাদের জ্যাকোস (Jackaos) বলে।

কৃষি ও পশুপালনে উন্নতির কারণ :

i) উন্নত জলসেচ, আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ।

ii) জনসংখ্যার অল্প চাপ।

iii) পর্যাপ্ত জলের যোগান।

iv) নাতিশীতোষ জলবায়ু ও পরিমিত বৃষ্টিপাত।

v) বিস্তীর্ণ উর্বর প্লাবনভূমি ও ডাউনস তৃণভূমি।

(ক) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের কৃষিকাজ ও খনিজ সম্পদের পরিচয় :

কৃষিকাজ : নাতিশীতোয় জলবায়ু, মাঝারি বৃষ্টিপাত এই অঞ্চলকে কৃষিকাজে অত্যন্ত সমৃদ্ধ

করেছে। প্রধান উৎপাদিত ফসল গম। এছাড়া যব, তুলা, জলপাই বাগান ভুট্টা, ধান, তামাক সবজি উৎপাদিত হয়। তুঁত গাছের প্রাচুর্য এই অঞ্চলে রেশম শিল্প গড়ে তুলেছে। ঝলমলে, মনোরম আবহাওয়ায় এই অঞ্চলে প্রচুর মূল্যবান ফল, যেমন –আঙুর, জলপাই, আপেল, ন্যাসপাতি,কমলালেবু, পিচ, খুবানি, আখরোট, বাদাম, কুল, ডুমুর ও নানা ধরনের লেবু প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। একারণে এই অঞ্চলকে ‘ফলের ঝুড়ি” বলা হয়।

খনিজসম্পদ ও শিল্প : এই অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। ক্যালিফোর্নিয়ায় খনিজ তেল, ফ্রান্সে বক্সাইট, ইতালিতে মার্বেল, গন্ধক; স্পেনে লোহা পাওয়া যায়। অর্থনৈতিকভাবে এই অঞ্চল উন্নত। কৃষিকাজ, ফলের চাষ এবং ফলভিত্তিক বিভিন্ন শিল্প, রপ্তানি ব্যবসা বাণিজ্য প্রধান জীবিকা ।

ইতালি, ফ্রান্সে আঙুর থেকে উৎকৃষ্ট মদ, জলপাই থেকে অলিভ অয়েল তৈরির শিল্প প্রসিদ্ধ। এগুলো সারা  পৃথিবীতে রপ্তানি করা হয়। অন্যান্য কৃষিজ শিল্পের মধ্যে কাঁচা ফল, শুকনো ফল, ফলজাত দ্রব্য (জ্যাম, জেলি, আচার), ময়দা শিল্প প্রভৃতি প্রধান। মনোরম, রোদঝলমলে আবহাওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র গড়ে উঠেছে।

(খ) মারে-ডার্লিং অববাহিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের পরিচয় : -

জলবায়ু : এই অববাহিকার জলবায়ু মূলত নাতিশীতোষ্ব প্রকৃতির। গ্রীষ্মকাল ও শীতকালে গড়

তাপমাত্রা থাকে যথাক্রমে ২৫° সে এবং ১০° সে। গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিমে বৃষ্টিছায় অঞ্চলে অবস্থিত বলে বৃষ্টিপাতের পরিমাণ কম, বছরে মাত্র ৫০সেমি --- ৭৫ সেমি। দক্ষিণের সমুদ্র উপকূলে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব দেখা যায় ।

স্বাভাবিক উদ্ভিদ :  নাতিশীতোয় জলবায়ু ও কম বৃষ্টিপাতের জন্য এখানে তৃণভূমির সৃষ্টি হয়েছে যা ডাউনস নামে পরিচিত। কয়েকটি স্থানে ওক, ম্যাপল, পপলার প্রভৃতি পর্ণমোচী গাছ দেখা যায়। অ্যাডিলেড অঞ্চলে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ জন্মায়।

(গ) অস্ট্রেলিয়ার ‘মধ্যভাগের সমভূমি অঞ্চলের ভূ-প্রকৃতির বিবরণ :

অস্ট্রেলিয়ার মধ্যভাগে পাললিক শিলা দ্বারা গঠিত এক নিম্নভূমি অবস্থান করছে যার ভূ-তাত্ত্বিক গঠন বৈচিত্র্যময়। এই অঞ্চলের পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ এবং পশ্চিমে মালভূমি অঞ্চল অবস্থান করছে। এই অঞ্চলের শিলাস্তরের আকৃতি প্রায় এমন বৃত্তাংশে স্তরে স্তরে সজ্জিত যে কূপ খনন করলে মাটির নীচের জল পাম্প ছাড়াই বাইরে বেরিয়ে আসে। এই ধরনের কূপকে আর্টেজিও কূপ বলে। এই কূপের ভূপ্রকৃতি এমন যে প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলাস্তর উপর-নীচ অবস্থান করে। এই কূপের সাহায্যে জলসেচ করে কৃষিকাজ ও পশুপালন করা হয়ে থাকে।

WBBSE Class 8 Geography Third Unit Test Summative Evaluation। অষ্টম শ্রেণীর ভূগোল বার্ষিক পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র

পাললিক শিলা দ্বারা গঠিত সমভূমি অঞ্চল দুটি ভাগে বিভক্ত। (i) উত্তরের আয়ার হ্রদের অববাহিকা ও (ii) দক্ষিণের মারে-ডার্লিং নদীর অববাহিকা। এই দুই অঞ্চলই কৃষিকাজ ও পশুপালনে উন্নত। এই কারণে জনবসতির ঘনত্বও এই দুই অঞ্চলে বেশি।

আয়ার রক (Ayer Rock):-

লাল স্যান্ডস্টোন শিলায় গঠিত আয়ার রক অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের একটি দর্শনীয় বস্তু । সূর্যোদয় থেকে সূর্যাস্ত - দিনের বিভিন্ন সময় এর রং পরিবর্তন হয় । কখনো এটাকে লালচে বাদামী কখনো হলদে কখনো বা হালকা বেগুনি দেখতে লাগে।

(ঘ) মনুষ্য-সৃষ্ট উন্নয়ন পরিকল্পনা পরিবেশের অবনমন ঘটায় নানা উপায়ে। যেমন, শিল্পায়ন এবং নগরায়ণের ফলে বড় বড় নির্মাণ প্রকল্পের মাধ্যমে বনভূমি ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়। উদাহরণস্বরূপ, ভারতে বেশ কিছু শিল্পাঞ্চলের প্রতিষ্ঠার জন্য বনভূমি উজাড় করা হয়েছে, যা জীববৈচিত্র্যের ক্ষতি করে।

এছাড়া, কৃষির জন্য ফসলের ক্ষেত তৈরিতে প্রাকৃতিক জলাভূমি ও নদী-নালার ভূমি ব্যবহার করা হয়, যা জলবায়ুর ভারসাম্যকে ব্যাহত করে। যেমন, পানভর্তি ক্ষেত্র এবং জলাভূমি ধ্বংস হলে স্থানীয় জলবায়ু পরিবর্তিত হয় এবং মাটির উর্বরতা হ্রাস পায়।

এছাড়া, শহরের উন্নয়নের জন্য বায়ুদূষণ বাড়ছে। যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে বায়ু দূষণ এবং সঙ্গীতের শব্দ দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

পরিশেষে, উন্নয়ন পরিকল্পনা যখন পরিবেশের প্রতি যথাযথ যত্ন নেয় না, তখন তা স্বাভাবিক বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি বিপদের সৃষ্টি করে। সচেতনতা ও সঠিক নীতিমালা গ্রহণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের সমন্বয় করা সম্ভব।


Frequently Asked Questions

১. নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলের বৃহত্তম হ্রদের নাম কী?

উত্তর: তাউপো।

২. মেলানেশিয়ার ‘মেলা’ শব্দের অর্থ কী?

উত্তর: কালো বা কৃষ্ণকায়।

৩. অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নাম পরিচিত?

উত্তর: ডাউনস্।

৪. একটি উপপাতালিক শিলার উদাহরণ দাও।

উত্তর: ডোলেরাইট।

৫. লালকেল্লা কোন ধরনের শিলায় গঠিত?

উত্তর: বেলেপাথর।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)