Madhyamik Class 10th Geography 3rd Unit Test Suggestion । দশম শ্রেণীর ভূগোল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র।
Class 10 Geography Questions
Third Unit Test 2024। দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল বিষয়ের প্রশ্নপত্র 2024
শ্রেণী
|
দশম
|
বিষয়
|
ভূগোল |
পূর্ণমান
|
৯০
|
সময়
|
৩
ঘন্টা
১৫ মিনিট |
দশম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৪ । Class 10 Bhugol 3rd unit test Suggestion 2024
Third Summative Evaluation - 2024
Class-VIII Geography
Time: 3 Hours 15 Minutes
Full Marks: 90
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১৪×১=১৪
১. কোন বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা নেয়?
(ক) নদী
(খ) হিমবাহ
(গ) বায়ুপ্রবাহ
(ঘ) সমুদ্র তরঙ্গ
১.২ পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে
(ক) নীলনদের মোহনায়
(খ) হোয়াংহোর মোহনায়
(গ) সিন্ধু নদের মোহনায়
(ঘ) মিসিসিপি-মিসৌরির মোহনায়
১.৩ কোন প্রকার হিমবাহে নুনাটকস দেখা যায় –
(ক) পার্বত্য
(খ) মহাদেশীয়
(গ) পাদদেশীয়
(ঘ) কলীয়
১.৪ কোন প্রক্রিয়ায় বায়ুপ্রবাহের দ্বারা শিলাস্তরের আঁচড়কাটার মতো দাগ পড়ে—
(ক) অবঘর্ষ
(খ) ঘর্ষণ
(গ) অপসারণ
(ঘ) উপলেপন
১.৫ কোন অংশের উপকূলে ফিয়র্ড দেখা যায় –
(ক) নিম্ন অক্ষাংশ
(খ) মধ্য
অক্ষাংশ
(গ) নিম্ন ও মধ্য অক্ষাংশ
(ঘ) উচ্চ
অক্ষাংশ
১.৬ ভারতের প্রমান দ্রাঘিমারেখা হল –
(ক)
12°৩০' পূর্ব
(খ) ৮৮°৩০' পূর্ব
(গ) ৮০°৩০' পূর্ব
(ঘ) ৮৬°৩০' পূর্ব
১.৭ কয়াল বা লেগুন দেখা যায় -
(ক) করমণ্ডল উপকূলে
(খ) উত্তর সরকার উপকূলে
(গ) কোঙ্কন উপকূলে
(ঘ) মালাবার উপকূলে
১.৮ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায় –
(ক) তামিলনাড়ু
(খ) কর্ণাটক
(গ) কেরল
(ঘ) মহারাষ্ট্রে
১.৯ ‘Honey
Comb' দেখা যায় যে মৃত্তিকায় –
(ক) ল্যাটেরাইট
(খ) পডসল
(গ) কৃষ্ণ
(ঘ) মরুমাটি
১.১০ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ –
(ক) NH19
(খ) NH27
(গ) NH44
(ঘ) NH47A
১.১১ গোয়ার ‘মার্মাগাঁও’ বন্দর বিখ্যাত এই জন্য –
(ক) লোহা
রপ্তানিতে
(খ) কফি
রপ্তানিতে
(গ) ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর
(ঘ) স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত শুল্কমুক্ত বন্দর
১.১২ হীরক চতুর্ভুজ বিষয়টি কোন পরিবহণ ব্যবস্থার সাথে যুক্ত ?
(ক) সড়ক
(খ) রেল
(গ) জলপথ
(ঘ) সবকটি
১.১৩ ভারতের সাতপুরা কি ধরনের পর্বতের উদাহরণ ?
(ক) স্তুপ পর্বত
(খ) আগ্নেয় পর্বত
(গ) ক্ষয়্জাত পর্বত
(ঘ) ভঙ্গিল পর্বত
১.১৪ ভাকরা-নাঙ্গাল কোন নদীর ওপর নির্মিত পরিকল্পনা –
(ক) শতদ্রু
(খ) ইরাবতী
(গ) চন্দ্রভাগা
(ঘ) বিতস্তা।
২। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু'
এবং অশুদ্ধ হলে পাশে 'অ'
লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও): ১ x ৬ = ৬
২.১.১ বহির্জাত প্রক্রিয়া ধীর গতিতে কাজ করে।
২.১.২ ব্রহ্মপুত্র একটি আদর্শ নদী।
২.১.৩ হিমবাহের বহন কাজের ফলে ড্রামলিন গঠিত হয়।
২.১.৪ রাজস্থানের চলমান বালিয়াড়ি হল ধান্দ।
২.১.৫ লা নিনার প্রভাবে ভারতবর্ষে প্রচুর বৃষ্টিপাত ঘটে।
২.১.৬ ব্রহ্মপুত্র নদের 'মাজুলি' পৃথিবীর বৃহত্তম নদী-দ্বীপ।
২.১.৭ ভারতের উপকূল অঞ্চলে দিনেরবেলায় স্থলবায়ু প্রবাহিত হয়।
আরও দেখো : - Class 10 History Third Summative Question and Answer। দশম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্নপত্র - Click here
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও): ১ x ৬ = ৬
২.২.১ পর্বতের পাদদেশে ক্ষয়প্রাপ্ত সমতল ভূমিকে বলে, ____।
২.২.২ জলপ্রপাতের পাদদেশে তৈরি গর্তের নাম ____।
২.২.৩ দেশের নবতম দুই কেন্দ্রশাসিত অঞ্চল ____।
২.২.৪ একটি ইলেকট্রনিক ডাক ব্যবস্থা হল ____।
২.২.৫ কর্ণাটক মালভূমির পশ্চিমের ঢেউ খেলানো উঁচু-নীচু ভূভাগ হল ____।
২.২.৬ 'বাদাবন' বলা
হয় ____ অরণ্যকে।
২.২.৭ তুলা উৎপাদনে ভারতের স্থান __________
।
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও): ১×৬=৬
২.৩.১ কোন জলবায়ুতে বায়ুর কার্য বেশি মাত্রায় ক্রিয়াশীল?
২.৩.২ উত্তর চিনের হোয়াংহো নদী অববাহিকায় যে লোয়েশ সমভূমি গঠিত হয়েছে তা কোন মরুভূমির বালুকারাশি ও ধূলিকণা?
২.৩.৩ ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র কোনটি?
২.৩.৪ ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি?
২.৩.৫ সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত?
২.৩.৬ ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক, অগ্রণী?
২.৩.৭ ‘ভারতের ডেট্রয়েট' কোন শহরকে বলে?
২.৩.৮ কোন চাষ পদ্ধতির মাধ্যমে দ্রুতহারে মৃত্তিকা ক্ষয় ঘটে?
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :১×৪ = ৪
বামদিক |
ডানদিক |
(২.৪.১)
কলু
উপত্যকা |
(১)
কেরল |
(২.৪.২)
ভেম্বানাদ |
(২)
মহাদেব
পর্বত |
(২.৪.৩)
আর্মাকোন্ডা |
(৩)
হিমাচল
প্রদেশ |
(২.৪.৪)
পাঁচমারি
শৃঙ্গ |
(৪)
পূর্বঘাট
পর্বত |
৩। সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ২ × 6 =
12
৩.১ মরুদ্যান (Oasis)
কী?
অথবা, নদীর ষষ্ঠঘাতের সূত্র কী?
৩.২ গিরিখাত ও ক্যানিয়ন কী?
অথবা, অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ি কী?
৩.৩ আউটসোর্সিং বলতে কী বোঝ?
অথবা, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কী?
৩.৪ বন্দর সংযোজক পরিকল্পনা কী?
অথবা, প্লাবন খাল কাকে বলে?
৩.৫ সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো।
অথবা, আম্রবৃষ্টি কী?
৩.৬ মেট্রোরেল ব্যবস্থার গুরুত্ব লেখো
অথবা, ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝ?
৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ৩ × ৪ = ১২
৪. কী কী ভাবে জলপ্রপাত গঠিত হতে পারে?
অথবা, মরুভূমির সম্প্রসারণ রোধের তিনটি উপায় লেখো।
৪.২ অক্ষাংশভেদে হিমরেখার 'উচ্চতা ভিন্ন হয়' - ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।
অথবা, সব নদীর মোহনায় ব-দ্বীপ গড়ে ওঠে না কেন?
৪.৩ ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো।
অথবা, আন্দামানের থেকে মেঘালয়ের বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি অথচ মেঘালয়ের থেকে আন্দামানের স্বাভাবিক উদ্ভিদের ঘনত্ব বেশি কেন?
৪.৪ ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কীভাবে মৃত্তিকাক্ষয় প্রতিরোধ করা সম্ভব?
অথবা, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো।
৫। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ × ২ = ১০
৫.১.১ নদীর সঞ্চয় কার্যে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।
৫.১.২ হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও।
৫.১.৩ সুন্দরবনের ওপর পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো।
৫.১.৪ বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।
৫.২ নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ × ২ = ১০
৫.২.১ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো।
৫.২.২ ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।
৫.২.৩ দুর্গাপুরে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার তিনটি কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো।
৫.২.৪ কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো।
৬। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও : ১ × ১০ = ১০
৬.১ শিবালিক পর্বত।
৬.২ ছোটনাগপুর মালভূমি।
৬.৩ কচ্ছের রান।
৬.৪ ভারতের মূল খণ্ডের দক্ষিণতম স্থান।
৬.৫ লোকটাক হ্রদ।
৬.৬ তাপ্তি নদী।
৬.৭ ভারতের তথ্যপ্রযুক্তিতে প্রথম স্থানাধিকারী শহর।
৬.৮ পূর্ব ভারতের একটি নদী বন্দর।
৬.৯ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল।
৬.১০ ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র।
Class 10 Geography
Question Answer। Wbbse class 10 Geography 3rd Unit Test
Question 2024 Answer
১.১ (ক) নদী
১.২ (ঘ) মিসিসিপি-মিসৌরির মোহনায়
১.৩ (খ) মহাদেশীয়
১.৪ (ক) অবঘর্ষ
১.৫ (ঘ) উচ্চ অক্ষাংশ
১.৬ (খ) ৮৮°৩০' পূর্ব
১.৭ (ঘ) মালাবার উপকূলে
১.৮ (গ) কেরল
১.৯ (ক) ল্যাটেরাইট
১.১০ (গ) NH44
১.১১ (ক) লোহা রপ্তানিতে
১.১২ (খ) রেল
১.১৩ (ক) স্তুপ পর্বত
১.১৪ (ক) শতদ্রু
২.১ শুদ্ধ/অশুদ্ধ
২.১.১ শুদ্ধ
২.১.২ অশুদ্ধ
২.১.৩ অশুদ্ধ
২.১.৪ অশুদ্ধ
২.১.৫ শুদ্ধ
২.১.৬ শুদ্ধ
২.১.৭ অশুদ্ধ
২.২ শূন্যস্থান পূরণ
২.২.১ পেডিমেন্ট
২.২.২ প্রপাতকূপ
২.২.৩ লাদাখ ও জম্মু-কাশ্মীর
২.২.৪ ই-মেল
২.২.৫ মালনাদ
২.২.৬ ম্যানগ্রোভ
২.২.৭ চতুর্থ
২.৩ সংক্ষিপ্ত উত্তর
২.৩.১ উয়মরু জলবায়ুতে
২.৩.২ গোবি মরুভূমি
২.৩.৩ গুজরাটের জামনগর ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র।
২.৩.৪ ডুংরি লা পাস বা মানা পাস
২.৩.৫ 'আর্গ'
২.৩.৬ তামিলনাড়ু
২.৩.৭ চেন্নাইকে দক্ষিণ এশিয়ার ডেট্রয়েট বলা হয়।
২.৩.৮ ঝুম চাষ
২.৪ মিল
২.৪.১ (৩) হিমাচল প্রদেশ
২.৪.২ (১) কেরল
২.৪.৩ (৪) পূর্বঘাট পর্বত
২.৪.৪ (২) মহাদেব পর্বত
Frequently Asked Questions
Q) আধুনিক ভূগোলের জনক কে ?
Ans: - আলেকজান্ডার ফন হাম্বোল্ট।
Q) ভূগোল শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
Ans: - প্রাচীন গ্রিক পণ্ডিত এরাটোসথেনিস।
Q) কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ?
Ans: - কাবেরী নদী।
Q) ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় ?
Ans: - গোদাবরী নদী।
Q) ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
Ans: - মাউন্ট গডউইন অস্টেন (K2)।
Enter Your Comment