Education Class 12 Question Paper with Answers 2025 pdf download। শিক্ষাবিজ্ঞান সাজেশান

0

WBCHSE HS Education Suggestion 2025 Test & Final Exam

Education Class 12 Question Paper with Answers 2025 pdf download। শিক্ষাবিজ্ঞান সাজেশান
প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগত Info Educations এ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছে দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান প্রশ্ন উত্তর 2025 (West Bengal Board HS Exam Education Class 12 Question Paper 2025 Download with Answers)। ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান বাংলা মাধ্যমে প্রশ্নের উত্তর - 2025 তোমাদের HS Exam 2025 পরীক্ষার জন্য খুবই গুরুত্ত্বপূর্ণ হতে চলেছে। WBCHSE HS 2025 Education Question Paper with Answers পেপারটি তোমাদের সিলেবাসের (West Bengal HS Education Syllabus)উপর ভিত্তিকরে অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকাদের দ্বারা তৈরী করা হয়েছে। West Bengal Board HS Question Paper 2025 Education Class 12 পেপারটি তোমরা ভালো করে প্রাকটিস করো। তোমরা অবশ্যই Class 12 Education Question Paper 2025 wbchse pdf download পরীক্ষার আগে দেখে যেও। 

একসাথে তোমাদের Education(শিক্ষাবিজ্ঞান)- এর দুটি Mock Paper এখানে দেওয়া আছে।

West Bengal Board HS Question Paper 2025 | টেস্ট ও ফাইনাল উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন 2025

পূর্ণমান - 80

সময় - 3 Hours & 15 Minutes

বিষয় - Education(শিক্ষাবিজ্ঞান)

শ্রেণী - দ্বাদশ (Class 12)

Education Question Paper Class 12 with Answers 2025

Class - XII

Time – 3 Hours & 15 Minutes   Full Marks – 80

( প্রশ্ন পড়ার জন্য 15 মিনিট এবং উত্তর লেখার জন্য বাকি 3 ঘন্টা )

West Bengal Board HS Question Papers with Solutions PDF / ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান প্রশ্নের উত্তর - 2025 Set - 1 

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :  1 x 24 = 24 

(i) মানসিক ক্ষমতা সংক্রান্ত 'দ্বি-উপাদান তত্ত্বের' প্রবর্তক হলেন- 

(a) রাসেল 

(b) স্পীয়ারম্যান 

(c) থাস্টোন 

(d) থর্নডাইক। 

উত্তর : - (b) স্পীয়ারম্যান 

(ii) জ্ঞানে (Gagne)-এর শিখনের শেষ স্তরটি হলো- 

(a) বাচনিক শিখন 

(b) সংকেতমূলক শিখন 

(c) ধারণার শিখন 

(d) সমস্যা সমাধানের শিখন। 

উত্তর : - (d) সমস্যা সমাধানের শিখন। 

(iii) পরিসংখ্যানে '' চিহ্নটি দ্বারা....... বোঝানো হয়। 

(a) বিয়োগফলকে 

(b) ভাগফলকে 

(c) যোগফলকে 

(d) গুনফলকে। 

উত্তর : - (c) যোগফলকে 

(iv) 'প্রোগ্রাম অব 'অ্যাকশন' গঠিত হয়- 

(a) 1992 সালে 

(b) 1990 সালে 

(c) 1986 সালে 

(d) 1982 সালে। 

উত্তর : - (a) 1992 সালে 

(v) ‘অক্টেভ ব্যান্ড’ নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? 

(a) অন্ধত্ব 

(b) তোলামী 

(c) বিকলাঙ্গ 

(d) বধিরত্ব। 

উত্তর : - (d) বধিরত্ব। 

(vi) 6, 8, 14, 6, 10, 7, 6, 8, স্কোরগুলির ভূয়িষ্ঠক হলো— 

(a) 8 

(b) 10 

(c) 6 

(d) 14 

উত্তর : - (c) 6 

(vii) প্রচেষ্টা ও ভুলের' শিখন তত্ত্বের প্রবক্তা হলেন- 

(a) প্যাভলভ 

(b) স্কিনার 

(c) থর্নডাইক 

(d) এদের কেউই নন। 

উত্তর : - (c) থর্নডাইক 

(vii) 'g' উপাদান [জি উপাদান] প্রয়োজন - 

(a) কোন কোন কাজে 

(b) সব কাজে 

(c) কেবলমাত্র শিক্ষামূলক কাজে 

(d) কেবলমাত্র গণনার কাজে। 

উত্তর : - (b) সব কাজে 

(ix) নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? - 

(a) জাতীয় শিক্ষানীতি 1968 

(b) জাতীয় শিক্ষানীতি 1986 

(c) রাধাকৃষ্ণণ কমিশন 

(d) ভারতীয় শিক্ষা কমিশন

উত্তর : - (b) জাতীয় শিক্ষানীতি 1986 

(x) শিক্ষাকে যুগ্মতালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে তা হলো— 

(a) 62 তম 

(b) 42 তম 

(c) 44 তম 

(d) 93 তম

উত্তর : - (b) 42 তম 

(xi) কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো— 

(a) ROM 

(b) CAL 

(c) RAM 

(d) CAL

উত্তর : - (a) ROM 

(xii) মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন- 

(a) কেটি অ্যালকর্ণ 

(b) লুইস ব্রেইল 

(c) সোফিয়া অ্যালকর্ন 

(d) জুয়ান পাবলো বনে। 

উত্তর : - (d) জুয়ান পাবলো বনে। 

(xiii) রাশি বিজ্ঞানের একটি পরিসংখ্যা 11 হলে তার ট্যালি (Tally) চিহ্ন হবে- 

(a) III III III 

(b) IIIII IIII I 

(c) IIIII IIIII I 

(d) IIII IIII। 

উত্তর : - (c) IIIII IIIII I 

(xiv) 2000 সালে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল- 

(a) অন্তর্ভুক্তি শিক্ষা 

(b) পরিবেশ শিক্ষা 

(c) প্রথাগত শিক্ষা 

(d) সকলের জন্য শিক্ষা। 

উত্তর : - (d) সকলের জন্য শিক্ষা। 

(xv) স্কিনার প্রবর্তিত ‘সক্রিয় অনুবর্তনটি হলো- 

(a) R-type অনুবর্তন 

(b) S-type অনুবর্তন 

(c) M-type অনুবর্তন 

(d) G-type অনুবর্তন। 

উত্তর : - (a) R-type অনুবর্তন 

(xvi) ভারতীয় সংবিধানের......ধারায় 14 বৎসর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে - 

(a) 46নং ধারায় 

(b) 45নং ধারায় 

(c) 16নং ধারায় 

(d) 28 নং ধারায়

উত্তর : - (b) 45নং ধারায় 

(xvii) জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়?  - 

(a) 1990 

(b) 1992 

(c) 1986 

(d) 1991

উত্তর : - (b) 1992

(xviii) ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয়- 

(a) 15ই এপ্রিল 

(b) 15ই মাৰ্চ 

(c) 10ই মার্চ 

(d) 10ই এপ্রিল

উত্তর : - (b) 15ই মাৰ্চ 

(xix) সরকারি চাকুরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের যে ধারায় তা হলো- 

(a) 16 নং 

(b) 17 নং 

(c) 15 নং 

(d) 18 নং 

উত্তর : - (a) 16নং 

(xx) 8, 6, 10, 12, 9, 14, 4, স্কোরগুলির গড়মান হলো— 

(a) 8 

(b) 12 

(c) 10 

(d) 9 

উত্তর : - (d) 9 

(xxi) থাস্টোনের বহুউপাদান তত্ত্বে M বলতে বোঝায়- 

(a) প্রেষনা 

(b) স্মৃতি 

(c) নড়াচড়া 

(d) পরিমাপ 

উত্তর : - (b) স্মৃতি 

(xxii) 'The Nature of Intelligence' বইটির রচয়িতা হলেন - 

(a) স্কিনার 

(b). স্পিয়ারম্যান 

(c) থার্স্টোন 

(d) প্যাভলভ

উত্তর : - (c) থার্স্টোন 

(xxiii) দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতিটি হলো- 

(a) বাচনিক পঠন 

(b) কম্পিউটার 

(c) হস্তমুদ্রার ভাষা 

(d) ব্রেইল পদ্ধতি

উত্তর : - (d) ব্রেইল পদ্ধতি

(xxiv) মেন্টাল ম্যাপ (Mental Map) ব্যবহার করা হয়...... শিক্ষার জন্য -

(a) দৃষ্টিহীনদের 

(b) বধিরদের 

(c) মূকদের 

(d) মানসিক ক্ষতিগ্রস্তদের

উত্তর : - (a) দৃষ্টিহীনদের 

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও: (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1 × 16 = 16

(i) ভারতীয় সংবিধানের 46নং ধারাতে কী উল্লেখ আছে? 

উত্তর : - ভারতীয় সংবিধানে 46 নং ধারায় বলা হয়েছে যে - "রাষ্ট্র বিশেষ যত্নের সঙ্গে দুর্বল শ্রেণী ভুক্ত মানুষের বিশেষ্যত তফসিলি জাতি ও উপজাতির মানুষের উন্নতিটা সাহায্য করবে এবং তাদের সামাজিক অবিচার ও সমস্ত প্রকার শোষণ থেকে রক্ষা করবে"।  

(ii) ‘ট্রেজার উইদিন’ কথাটির অর্থ কী? 

উত্তর : - অন্তর্নিহিত সম্পদ। 

(iii) 5, 8, 4, 12, 6, 7, 10, রাশিমালার মধ্যমান নির্ণয় করো? 

উত্তর : - 7

(iv) N.C.E.R.T-এর পুরো নাম লেখো। 

উত্তর : - National Council of Educational Research and Training। 

অথবা, N.C.T.E-এর পুরো নাম লেখো। 

উত্তর : - National Council for Teacher Education। 

(v) ‘e-learning’ কী? 

উত্তর : - ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমকেই e-learning বলে। 

অথবা, (a)RTI-এর পূর্ণরূপটি লেখো। 

উত্তর : - Right to Information

(vi) শিক্ষাক্ষেত্রে ‘ড্রপ আউট’ বলতে কী বোঝো। 

উত্তর : - নির্দিষ্ট বয়সে শিক্ষার্তীর বিদ্যালয়ে ভর্তি হলেও অর্থনৈতিক ও সামাজিক সমস্যা, দারিদ্র্য ,অবহেলা ইত্যাদি বিভিন্ন কারণে শিক্ষার্তীর পড়াশোনা থামিয়ে দেয়, স্কুল ছেড়ে দেয়। এদেরকে বলে বিদ্যালয়ছুট বা Dropout শিক্ষার্থী। 

(vii) বিদ্যালয়ে কম্পিউটারের যেকোনো একটি ব্যবহার লেখো। 

উত্তর : - প্রশ্নমালা তৈরী, পরীক্ষা নেওয়া। 

অথবা, C.A.I-এর পুরো নাম লেখো। 

উত্তর : - Computer Aided Instruction। 

(viii) UNESCO-এর পুরো নাম কী? 

উত্তর : - United Nations Educational, Scientific and Cultural Organization। 

(ix) বয়স্ক শিক্ষা কাকে বলে? 

উত্তর : - যে শিক্ষার মাধ্যমে 15 থেকে 35 বছর বয়স পর্যন্ত সমস্ত মানুষকে 3r এর জ্ঞান অর্থাৎ পড়তে পারা, লিখতে পারা ও গণিতের সরলতম জ্ঞান প্রদান করা হয় বা ব্যবহারিক সাক্ষরতা প্রদান করা হয় - তাকে বয়স্ক শিক্ষা বলে। 

অথবা, I.T.I-এর পুরো নাম লেখো। 

উত্তর : - Industrial Training Institute। 

(x) 15-20 শ্রেণি- সীমাটির মধ্যবিন্দু নির্ণয় করো। 

উত্তর : - 17.5। 

(xi) পাজল বক্স কী? 

উত্তর : - বিজ্ঞানী থর্ন ডাইক তার পরীক্ষায় সমস্যা মূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য এক বিশেষ যান্ত্রিক বাক্স তৈরী করেন যা পাজল বক্স নাম পরিচিত। 

(xii) আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখো? 

উত্তর : - আগ্রহ একপ্রকার সুপ্ত মনোযোগ। 

(xiii) স্কুল জোট কী? 

উত্তর : - কোঠারি কমিশনের সুপারিশে বিদ্যালয় গুচ্ছের কথা বলা হয়।  এতে বলা হয় তিন অথবা চারটি উচ্ছ প্রাথমিক বিদ্যালয় এবং দশ-কুড়িটি নিন্ম প্রাথমিক বিদ্যালয়কে একসঙ্গে নিয়ে বিদ্যালয় গুচ্ছ তৈরী করা হবে। এর মূল উদ্দেশ্য ছিল বিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতার মনোভাব তৈরী করা।  

অথবা, N.C.R.H.E-এর পুরো কথাটি লেখো। 

উত্তর : - National Council of Rural Higher Education। 

(xiv) ডাকার সম্মেলনের ‘বিষয়’ কি ছিল? 

উত্তর : - 2000 সালের ডাকারে আয়োজিত ইউনেস্কোর সম্মেলনের মূল বিষয়টি ছিল 'সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করা'। 

(xv) শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তার নাম কী? 

উত্তর : - জ্যাক ডেলোর। 

(xvi) KKW School বলতে কী বোঝ? 

উত্তর : - কোহলার , কুফফা, ওয়ারদাইমা - এদের মতবাদকে একসঙ্গে KKW School বলে। 

অথবা, অন্তর্দৃষ্টিমূলক শিখন কী? 

উত্তর : - সমস্যা মূলক পরিস্থিতে সামগ্রিক রূপ উপলব্ধি হবার পর প্রাণীর কোনো প্রচেষ্টা ও ভুলের প্রয়োজন হয় না ,একে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে। 

3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4 × 1 = 4

(a) মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। 

(b) সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো।

4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4 x 1 = 4

(a) ‘মানুষ হয়ে ওঠার শিক্ষা' এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।

(b) শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। 

5. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 8 x 2 =16

(a) ক্ষমতা কাকে বলে? থাস্টোনের বহুউপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো।

(b) শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন-এর গুরুত্ব লেখো। অপানুবর্তন কাকে বলে? 

(c) গড়ের (Mean) সংজ্ঞা দাও। নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনটির গড় (Mean) নির্ণয় করো :

স্কোর    -পরিসংখ্যা 

6-10     -    1

11-15    -    4

16- 20    -    5    

21-25    -    8    

26-30    -    12

21-35    -    7    

36-40    -    5    

41-45    -    4    

46-50    -    3

51-55    -    1

6. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 8 x 2 =16

(a) ‘জাতীয় শিক্ষানীতি 1986'-এর মূল সুপারিশগুলি আলোচনা করো।

(b) মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? এই

প্রসঙ্গে ‘সপ্তপ্রবাহ' ধারণাটি বর্ণনা করো।

(c) প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারী কমিশনের সুপারিশগুলি আলোচনা করো।


Education Question Paper for H S Final Examination 2025 Set - 2 

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি ৰেছে নিয়ে লেখো: 1 x 24 = 24 

(i) বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন্ কমিশন উল্লেখ করেছেন? 

(a) রাধাকৃষ্ণান কমিশন 

(b) কোঠারি কমিশন 

(c) মুদালিয়র কমিশন 

(d) জাতীয় শিক্ষানীতি

উত্তর : - (c) মুদালিয়র কমিশন 

(ii) পুনরুদ্রেক কথাটির অর্থ - 

(a) স্মরণ করা 

(b) ভুলে যাওয়া 

(c) আগ্রহ 

(d) বুদ্ধি। 

উত্তর : - (a) স্মরণ করা 

(iii) থাস্টোনের প্রাথমিক শক্তি তত্ত্ব অনুযায়ী প্রাথমিক মানসিক শক্তির সংখ্যা হলো-

(a) 7 

(b) 5 

(c) 6 

(d) 21 

উত্তর : - (a) 7 

(iv) কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতিটি হলো- 

(a) মিন 

(b) মিডিয়ান 

(c) মোড 

(d) পরিসংখ্যা

উত্তর : - (a) মিন 

(v) 88-90-এর প্রকৃত ঊর্ধ্বসীমা হলো - 

(a) 88.4 

(b) 90 

(c) 91 

(d) 90.5 

উত্তর : - (d) 90.5 

(vi) 4, 7, 3, 9, 12, 2, 15-এর মধ্যমা হলো- 

(a) 8 

(b) 11 

(c) 9 

(d) 7

উত্তর : - (d) 7

(vii) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো- 

(a) হান্টার কমিশন 

(b) স্যাডলার কমিশন 

(c) জাতীয় শিক্ষানীতি 

(d) রাধাকৃষ্ণান কমিশন

উত্তর : - (d) রাধাকৃষ্ণান কমিশন

(vii) মুদালিয়র কমিশনের সম্পাদক ছিলেন- 

(a) ড. লক্ষণস্বামী মুদালিয়র 

(b) শ্রীমতি হংসমেহতা। 

(c) ড. এস কোঠারি 

(d) অনাথনাথ বসু

উত্তর : - (d) অনাথনাথ বসু

(ix) CABE একটি- 

(a) শিক্ষা প্রতিষ্ঠান 

(b) জাতীয় প্রতিষ্ঠান 

(c) আস্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠান 

(d) আন্তর্জাতিক প্রতিষ্ঠান

উত্তর : - (b) জাতীয় প্রতিষ্ঠান 

(x) যে কমিশনের রিপোর্টে “Education of National Devolopment” শিরোনামে পেশ করা হয়- 

(a) রাধাকৃষ্ণান কমিশন 

(b) মুদালিয়র কমিশন 

(c) কোঠারি কমিশন 

(d) সার্জেন্ট পরিকল্পনা

উত্তর : - (c) কোঠারি কমিশন 

(xi) কোঠারি কমিশন অনুযায়ী যেক'টি ভাষা নিম্নমাধ্যমিকস্তরে শেখানো হবে তা হলো- 

(a) এক 

(b) দুই 

(c) তিন 

(d) চার

উত্তর : - (c) তিন 

(xii) মডেল স্কুলের কথা বলা হয়েছে- 

(a) রাধাকৃষ্ণান কমিশনে 

(b) মুদালিয়র কমিশনে 

(c) জাতীয় শিক্ষানীতি 1986 তে 

(d) কোনোটিই নয়

উত্তর : - (c) জাতীয় শিক্ষানীতি 1986 তে 

(xii) রামমূর্তি কমিটি গঠিত হয়- 

(a) 1989 খ্রিস্টাব্দে 

(b) 1990 খ্রিস্টাব্দে 

(c) 1991 খ্রিস্টাব্দে 

(d) 1992 খ্রিস্টাব্দে

উত্তর : - (b) 1990 খ্রিস্টাব্দে 

(xiv) ‘Each one teach one' শ্লোগানটি কোন্ আন্দোলনের সাথে যুক্ত— 

(a) ভারত ছাড়ো আন্দোলন 

(b) ভাষা আন্দোলন 

(c) সর্বশিক্ষা অভিযান 

(d) চিপকো আন্দোলন

উত্তর : - (b) ভাষা আন্দোলন 

(xv) মানুষ গড়ার শিক্ষা-এর প্রবর্তক হলেন- 

(a) জ্যাকস ডেলর 

(b) বিবেকানন্দ 

(c) গান্ধীজী 

(d) অরবিন্দ

উত্তর : - (b) বিবেকানন্দ 

(xvi) কর্মের জন্য শিক্ষা হলো- 

(a) বৌদ্ধিক শিক্ষা 

(b) নৈতিক শিক্ষা   

(c) পারদর্শিতার শিক্ষা

(d) বসবাসের শিক্ষা

উত্তর : - (c) পারদর্শিতার শিক্ষা

(xvii) কম্পিউটার সহযোগী শিখন হলো- 

(a) CAL 

(b) CMI 

(c) RAM 

(d) ROM 

উত্তর : - (a) CAL 

(xviii) শিক্ষা প্রযুক্তির পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হলো- 

(a) অনুশিক্ষা 

(b) শিক্ষা সম্প্রচার 

(c) ব্যক্তি ভিত্তিক শিখন 

(d) উপরের সবগুলি

উত্তর : - (d) উপরের সবগুলি

(xix) দক্ষ ব্রেইল পাঠক এক মিনিটে পড়তে পারে সর্বোচ্চ - 

(a) 20টি শব্দ 

(b) 30টি শব্দ 

(c) 60টি শব্দ 

(d) 90টি শব্দ

উত্তর : - (c) 60টি শব্দ 

(xx) মূক ও বধির শিশুদের শিক্ষাদানের মৌখিক পদ্ধতির প্রবর্তক –

(a) লুই ব্রেইল 

(b) পিরিয়ার 

(c) জুয়ান পাবলো বনে 

(d) অ্যালকর্ণ

উত্তর : - (c) জুয়ান পাবলো বনে 

(xi) অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষায় শিশুর অধিকার আইন 2009 অপর যে নামে পরিচিত তা হলো- 

(a) NCPCR 

(b) CABE 

(c) FCEB 2004 

(d) RTE 2009  

উত্তর : - (d) RTE 2009  

(xxii) জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয়- 

(a) 1949 

(b) 1952 

(c) 1976 

(d) 1959 

উত্তর : - (d) 1959 

(xxiii) স্কিনারীয় অণুবর্তন— 

(a) উদ্দীপক নির্ভর 

(b) প্রতিক্রিয়া নির্ভর 

(c) সংযোজন প্রকৃতির 

(d) অন্তর্দৃষ্টিমূলক

উত্তর : - (b) প্রতিক্রিয়া নির্ভর 

(xxiv) কোঠারি কমিশনের সভাপতি ছিলেন- 

(a) জে এফ ম্যাকডুগাল 

(b). এম ডি মাথুর 

(c) ডি এস কোঠারি 

(d) জে পি নায়েক

উত্তর : - (c) ডি এস কোঠারি 

2. সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1 × 16 = 16

(i) মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো। 

উত্তর : - মনোযোগ পরিবর্তনশীল। ব্যক্তির মনোযোগ এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে।

(ii) সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার একটি পার্থক্য লেখো। 

উত্তর : - সাধারণ মানসিক ক্ষমতা বা বুদ্ধি সাধারণধর্মী। অন্যদিকে বিশেষ মানসিক ফমতা বিশেষধধর্মী। 

অথবা, সহগতি বলতে কী বোঝো? 

উত্তর : - রাশিবিজ্ঞানের ভাষায়, দুই বা ততোধিক চলের মধ্যে শিখন পারস্পরিক যে সম্বন্ধ, তাকেই 'সম্মতি' বলা হয়। যেমন বৃষ্টি ও জলস্তর হ্রাসবৃদ্ধির সম্বন্ধ। 

(iii) শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের একটি গুরুত্ব লেখো। 

উত্তর : - প্রাচীন অনুবর্তন প্রক্রিয়া শিশুর ভাষা শিখন, অভ্যাস গঠন, কোন বিশেষ দক্ষতা অর্জন, কুঅভ্যাস দূর করা ইত্যাদি বিষয় গুনিতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

(iv) কেন্দ্রীয় প্রবপত্তা পরিমাণের পদ্ধতিগুলি কী কী? 

উত্তর : - কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ ৩টি। তথা ১. গড় ২. মধ্যক ৩. ভূমিষ্ঠক।

অথবা, গড়ের একটি সুবিধা লেখো। 

উত্তর : - যেহেতু গড় নির্ণয় করার সময় বন্টন সমস্ত স্কোর ব্যবহার করা হয়, তাই গড়ের নির্ভরযোগ্যতা অনেক বেশি। 

(v) নারীদের সুযোগসুবিধার কথা সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে? 

উত্তর : - নারীদের সুযোগসুবিধা প্রদানের কথা সংবিধানের ১৫ নং ধারায় বলা হয়েছে।

(vi) কোন্ কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে? 

উত্তর : - গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ প্রথম করেছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন(1948-49)

অথবা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন-এর উচ্চশিক্ষার একটি লক্ষ্য বা উদ্দেশ্য উল্লেখ করো। 

উত্তর : - বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার লক্ষ্য এমন হবে যাতে শিক্ষার্থীরা রাজনীতি, প্রশাসন, কোও নেতৃত্বে সম্পর্কে জ্ঞান করবে। শিক্ষার্থীরা যাতে দেশীয় সংস্কৃতির ভাবকে বুঝতে পারে তার ব্যাবস্থা করতে হবে।

(vii) টকিং বুক কী?

উত্তর : -  টকিং বুক হল এক ধরনের রেকর্ডিং বই, যা শুনে দৃষ্টিহীন শিশুরা শিক্ষালাভ করে। অর্থাৎ এটি হল দৃষ্টি প্রতিবন্ধীদের অন্য ব্যবহৃত একটি শিক্ষা উপকরণ।

(viii) ECCE-এর পুরো নাম লেখো। 

উত্তর : - Early Childhood Care and Education। 

অথবা, ICDS-এর পুরো নাম লেখো। 

উত্তর : - Integrated Child Development Service। 

(ix) কোন ধরণের প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের জন্য ওষ্ঠ পঠন পদ্ধতি ব্যবহার করা হয়? 

উত্তর : - মূক ও বধির শিশুদের শিক্ষাদানের জন্য ওষ্ঠ গঠন পদ্ধতি ব্যবহার করা হয়।

অথবা, কম্পন ও স্পর্শ পদ্ধতির মাধ্যমে শিক্ষণ পদ্ধতির প্রবর্তক কে ? 

উত্তর : - কেটি অ্যালকন ও সোফিয়া অ্যালকন। 

(x) শিক্ষায় Stagnation বলতে কী বোঝায় ? 

উত্তর : - প্রাথনিক শিক্ষায় কোনো একটি শ্রেণিতে পরীক্ষায় অকৃতকার্যতার দরুন বহু ছাত্রছাত্রী বছরের পর বছর একই শ্রেণিতে থেকে যায় এবং পরের শ্রেণিতে উন্নীত না হওয়ায় অনেকেই পড়া ছেড়ে দেয়। যার ফলে তাদের বিকাশ ব্যাহত হয় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই অর্থ, শ্রম ও সময় নষ্ট হয়৷ একেই শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন (Stagnation) বলে।

(xi) স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন্ স্তম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত ? 

উত্তর : - Learning to Know বা জ্ঞান অর্জনের শিক্ষা। 

(xii) কোন শ্রেণির শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের ব্যবহারের কথা বলা হয়েছে ?

উত্তর : -  প্রাথনিক শিক্ষায় প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিলের ব্যবহারের কথা বলা হয়েছে।

অথবা, বাধ্যতামূলক শিক্ষা বলতে কী বোঝো ? 

উত্তর : - ভারতীয় সংবিধানের ৪৫নং ধারায় ৬-১৪ বছর বয়সি দেশের সমস্ত শিশুর জন্য অবৈতনিক যে ন্যুনতম আবশ্যিক শিক্ষার কথা বলা হয়েছে, তাকে বাধ্যতামূলক শিক্ষা বলা হয়।

(xiii) শিক্ষণ ও পরিণমনের একটি পার্থক্য লেখো। 

উত্তর : - শিখন একটি মানসিক প্রক্রিয়া৷

অন্যদিকে, পরিণমন একটি জৈবিক প্রক্রিয়া।

অথবা, প্রেষণা কী? 

উত্তর : - উদ্দেশ্য মূলক আচরণের লক্ষ্য পূরণের জন্য এই যে আভ্যন্তরীণ তারণা বা তাগিদ তাকেই বলে প্রেষণা। অর্থাৎ প্রেষনা এমন একটি মানসিক অবস্থা যা আনাদের বিশেষ একটি ক্রিয়া সম্পাদন করতে উদ্বুদ্ধ করে এবং কাজকে নির্দিষ্ট লক্ষ্য করে ও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের সেই কাজে ব্যাপৃত রাখে।

(xiv) পলিটেকনিক কী ধরণের শিক্ষা প্রতিষ্ঠান? 

উত্তর : - পলিটেকনিক হচ্ছে বহু বিদ্যা বিষয়ক বা কারিগরী শিল্প বিষয়ক প্রতিষ্ঠান৷

(xv) UNESCO-এর পুরো নাম লেখো। 

উত্তর : - The United Nations Educational, Scientific, and Cultural Organization। 

অথবা, কারিগরি ও বৃত্তিশিক্ষার একটি সমস্যা লেখো। 

উত্তর : - এই ধরনের শিক্ষায় শিক্ষকদের বেতন হার অত্যন্ত কম হওয়ায় দক্ষ শিক্ষক পাওয়া কঠিন৷ তা ছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা, গবেষণাগার, পরীক্ষাগার ইত্যাদির অভাব থাকার এই দেশার উপযুক্ত শিক্ষক পাওয়া যায় না।

(xvi) UGC কথাটি কোন শিক্ষার সঙ্গে সম্পর্কিত ?

উত্তর : -  UGC কথাটি বিশ্ববিদ্যালয় শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত।

অথবা, NCTE কী?

উত্তর : - NCTE এর পুরো নাম National Council of Teacher Education (রাষ্ট্রীয় শিক্ষক শিক্ষণ পরিষদ)। 1993 সালে পার্লামেন্টের অইিন অনুযায়ী রাষ্ট্রীয় শিক্ষক শিক্ষণ পরিষদ গঠিত হয়। টিচার এডুকেশন প্রতিষ্ঠানগুলির সার্বিক মানোন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার NCTE প্রতিষ্ঠা করে।

3. যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও: 4 x 1 = 4

(a) প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো।

(b) সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ

লেখো। 2 + 2

4. যে কোনো ১টি প্রশ্নের উত্তর লেখো : 4 x 1 = 4

(a) “মানুষ হয়ে ওঠার শিক্ষা”-র উদ্দেশ্যকে কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।

(b) শিক্ষার্থীদের বহুমুখী চাহিদা পূরণে কম্পিউটারের ভূমিকা আলোচনা করো। 

5. যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও : 8 x 2 = 16

(a) ক্ষমতা কাকে বলে? থার্স্টোনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। 2+6 

(b) আগ্রহ কাকে বলে? শিক্ষা ক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 2+6 

(c) নিম্নলিখিত বন্টনটি থেকে গাণিতিক গড় (Meam) এবং মোড (Mode) নির্ণয় করো। 4+4

স্কোর          -    পরিসংখ্যান 

75-79           -    1

70-74         -     3 

65-69        -     4

60-64        -     9    

55-59        -    11

50-54        -    5

45-49        -    5

40-44        -    1

35-39        -    1

6. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 8 x 2 = 16

(a) 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি কী কী? 4+4

(b) বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। 

(c) মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়র কমিশনের সুপারিশগুলি কী ছিল তা আলোচনা করো।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)