WB Class 9 Life Science Question Paper 2025 with Answer । নবম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র

0

পশ্চিমবঙ্গ নবম শ্রেণির জীবন বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্ট সাজেশন

WB Class 9 Life Science Question Paper 2025 with Answer । নবম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র


WB Class 9 Life Science Question Paper 2025 with Answer খুঁজছেন? এখানে পাবেন 3rd Unit Test-2025, জীবন বিজ্ঞান সাজেশন এবং Class 9 Life Science Third Unit Test Question 2025 এর সম্পূর্ণ গাইড। পশ্চিমবঙ্গ নবম শ্রেণির জীবন বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র (WBBSE) অনুযায়ী তৈরি এই Class 9 Life Science Question Paper with Answers 2025 আপনাকে পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করবে। ক্লাস 9 জীবন বিজ্ঞান চূড়ান্ত পরীক্ষার সাজেশন 2025 এর পাশাপাশি এখানে থাকছে Class 9 3rd Summative Question Paper Life Science 2025 এবং তৃতীয় ইউনিট টেস্ট জীবন বিজ্ঞান নবম শ্রেণী প্রশ্ন সহ উত্তর। WBBSE Class 9 Life Science Third Unit Test Question Paper with Answers এবং নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর সহ সম্পূর্ণ প্রস্তুতির জন্য এই পোস্টটি আপনার জন্য অত্যন্ত উপকারী। তাই Class 9 Life Science 3rd Unit Test Questions Answers সহ সঠিক সাজেশন পেতে পড়তে থাকুন।


Class 9 Life Science 3rd Unit Test Question | নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র সাজেশান ২০২৫


Class 9 Life Science 3rd Unit Test Question প্রস্তুতির জন্য এখানে পাবেন নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র সাজেশান ২০২৫ অনুযায়ী সম্পূর্ণ তথ্য। Class 9 Life Science 3rd Unit Test Question Paper 2025 মূল সিলেবাস ও পরীক্ষার ধাঁচ অনুযায়ী তৈরি করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আয়ত্ত করতে পারে। নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবনবিজ্ঞান সাজেশন সহ Third Summative Jibon Bigyan Suggestion দেওয়া হয়েছে পরীক্ষায় কমন পাওয়ার লক্ষ্য রেখে। তাই ক্লাস 9 জীবন বিজ্ঞান 3য় ইউনিট পরীক্ষার প্রশ্নপত্র ও সঠিক সাজেশন খুঁজছেন? এই গাইড আপনার পড়াশোনাকে আরও সুসংগঠিত ও পরীক্ষাভিত্তিক করে তুলবে।



📚✨ Final Exam 2025 – Prepare Yourself!

ছাত্রছাত্রীরা! 😃 এখনই সংগ্রহ করে নাও আমাদের 4 Set প্রশ্নপত্র বা অধ্যায় ভিত্তিক সাজেশন 💥।

বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান 

সব প্রশ্নই নতুন সিলেবাস অনুযায়ী তৈরি, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে📝।


📱 সংগ্রহ করতে হলে Click করো: Click Here 



WBBSE Class Nine Jibon Bigyan Proshno Potro o Uttor Suggestions 2025 


1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: x =

(i) বাস্তুতন্ত্রে ক্লোরোফিলযুক্ত স্বভোজী উদ্ভিদ () বিয়োজক () খাদক () উৎপাদক () রূপান্তরক

Ans : -  () উৎপাদক


(ii) মুখ দিয়ে গ্রহণ করা হয় কোন্ ভ্যাকসিন () টাইফয়েড () পোলিও () টিটেনাস () কলেরা

Ans :  () পোলিও


(iii) কক্সাল গ্রন্থি কার রেচন অঙ্গ () চিংড়ি () আরশোলা () স্পঞ্জ () মাকড়সা

Ans :  () মাকড়সা


(iv) কীসের অভাবে উদ্ভিদের অবনমন ঘটে () প্রোটিন () ভিটামিন () সার () জল

Ans :  () সার


(v) পুনর্নবীকরণযোগ্য একটি প্রাকৃতিক সম্পদ () জল () কয়লা () পেট্রোলিয়াম () প্রাকৃতিক গ্যাস

Ans : () জল


(vi) প্রোটোজোয়া ঘটিত একটি রোগের নাম () ডায়রিয়া () ম্যালেরিয়া () ডেঙ্গু () নিউমোনিয়া

Ans :  () ম্যালেরিয়া


(vii) সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায় () কুইনাইন () মরফিন () রেসারপিন () ডাটুরিণ

Ans : () কুইনাইন            

  

(viii) প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে () মস্তিষ্ক () সুযুম্নাকান্ড () নিউরোণ () কশেরুকা

Ans :  () সুযুম্নাকান্ড


2. শূন্যস্থান পূরণ করো: x =

(i) __________ এর অভাবে রিকেট রোগ হয়।

Ans : ভিটামিনD


(ii) দেহ মধ্যস্থিত সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি হল __________

Ans : যকৃত


(iii) কোশান্তর রন্ধ্র থাকে না __________ কলায়।

Ans : ভাজক কলায়


(iv) গ্লাইকোলাইসিস কোশের __________ ঘটে।

Ans : সাইটোপ্লাজম


(v) ডেঙ্গু রোগের জীবাণুর বাহক স্ত্রী __________ মশা।

Ans : এডিস


(vi) BCG __________ রোগের ভ্যাকসিন।

Ans : যক্ষ্মা / টিবি


(vii) বিজ্ঞানী __________ ইকোলজি শব্দটি প্রথম প্রবর্তন করেছেন।

Ans : আর্নস্ট হেকেল


(viii) __________ তারাপুর একটি বিদ্যুৎ কেন্দ্র।

Ans : পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র


3. স্তম্ভ মেলাও: x =

বামস্তম্ভ                                                  ডানস্তম্ভ

(i) জেরোফাইট                                     () ডায়রিয়া

(ii) জলবিদ্যুৎ                                       () গোলকৃমি

(iii) অ্যাপেনডিক্স                                   () PGA গঠন  

(iv) CO স্থিতিকরণ                            () ফ্লোয়েম

(v) খাদ্য সংবহন                                   () সাইকন

(vi) মোলাস্কা                                         () সিকাম            

(vii) অন্তঃপরজীবী                             () টারবাইন

(viii) রোটা ভাইরাস                            () স্বর্ণলতা

Ans : বামস্তম্ভ                    ডানস্তম্ভ

(i) জেরোফাইট                     () স্বর্ণলতা       

(ii) জলবিদ্যুৎ                       () টারবাইন      

(iii) অ্যাপেনডিক্স                   () সিকাম         

(iv) CO স্থিতিকরণ                            () PGA গঠন     

(v) খাদ্য সংবহন                   () ফ্লোয়েম       

(vi) মোলাস্কা                         () সাইকন       

(vii) অন্তঃপরজীবী                             () গোলকৃমি     

(viii) রোটা ভাইরাস                            () ডায়রিয়া


4. অতি সংক্ষিপ্ত উত্তর দাও: (যেকোনো টি) x =

(i) তীব্র সূর্যালোকে যে উদ্ভিদ জন্মায় তাকে কি বলে?

Ans : হেলিওফাইট (Heliophyte) বলা হয়।


(ii) খাদ্যজালের একক কি?

Ans : খাদ্যপিরামিড


(iii) AIDS-এর সম্পূর্ণ নাম কি?

Ans : Acquired Immuno Deficiency Syndrome


(iv) একটি স্বাধীনজীবী N সংবন্ধনকারী ব্যাকটিরিয়ার নাম লেখ।

Ans :   ক্লস্ট্রিডিয়াম এবং সায়ানোব্যাকটেরিয়া।


(v) কোন রক্তকণিকা রক্ততঞ্চনে সাহায্য করে?

Ans : অণুচক্রিকা (Platelet) রক্ততঞ্চনে সাহায্য করে।


(vi) ক্ষুদ্রান্তের শোষণ একক কি?

Ans : ভিলাই (Villi)


(vii) প্রাণীকোশ বিভাজনে সাহায্য করে কোন কোশ অঙ্গাণু?

Ans : সেন্ট্রোজোম


(viii) প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে?

Ans : প্রোটিন বাঁচোয়া খাদ্য বলতে সেই খাদ্যকে বোঝায় যা প্রোটিন সমৃদ্ধ। সাধারণত মাংস, ডিম, দুধ এবং দুধের পণ্য প্রোটিনের ভালো উৎস।


(ix) জলের তলায় থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থকে কি বলে ?

Ans : ডেট্রিটাস


(x) পতঙ্গ পেস্টকে মেরে ফেলে এমন একটি ব্যাকটিরিয়ার নাম লেখ।

Ans : ব্যাসিলাস থুরিনজিনসিস


5. সংক্ষিপ্ত উত্তর দাও: (যেকোনো ৯টি) × = ১৮

(i) পার্থক্য লেখ: জন্মহার মৃত্যুহার।

Ans : জন্মহার মৃত্যুহারের প্রধান প্রধান পার্থক্য গুলি হল

1. সংজ্ঞাগত পার্থক্য

প্রতি এক হাজার জন মানুষ পিছু কত জন জীবন্ত শিশুর জন্ম হয়, তাকে জন্মহার বলে।

অন্যদিকে একটি নিদিষ্ট সময়ে প্রতি ১০০০ হাজারে কত জন লোক মারা যায়, তাকে মৃত্যুহার বলে।

2.জনসংখ্যার বৃদ্ধি- হ্রাস গত পার্থক্য

জন্মহারের পরিমান বৃদ্ধি পেলে জনসংখ্যা বৃদ্ধি পায়।

অন্যদিকে মৃত্যু হার বাড়লে জনসংখ্যা হ্রাস পায়।

3. আর্থ-সামাজিক অবস্থা

উচ্চ জন্মহার অনিয়ন্ত্রিত জন্মহারকে নির্দেশ করে। নিম্ন জন্মহার উন্নত আর্থ-সামাজিক চরিত্রকে প্রকাশ করে।

অন্যদিকে উচ্চ মৃত্যুহার অনুন্নত চিকিৎসা ব্যবস্থার প্রতিফলক এবং  নিম্ন মৃত্যুহার চিকিৎসা ব্যবস্থার সূলভ বিকাশকে ইঙ্গিত করে।


(ii) শক্তি প্রবাহের দুটি বৈশিষ্ট্য লেখ।

Ans : শক্তি প্রবাহের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ A ) শক্তির মূল উৎস সূর্য : সূর্য শক্তি শক্তিপ্রবাহের প্রধান উৎস উদ্ভিদ এই শক্তিকে সালোকসংশ্লেষ দ্বারা খাদ্য সঞ্চয় করে B ) শক্তি প্রবাহ একমুখী : ইহা একমুখী সৌরশক্তি উৎপাদক থেকে খাদ্যশৃঙ্খলের দ্বারা ক্রমান্বয়ে প্রগৌণ খাদক স্তরে পৌঁছায় পরিবেশ ভূগোল৩৫৫ C ) আবর্তনহীন শক্তি : পরিবেশের O2 , CO , প্রভৃতি শক্তির মতো বাস্তুতন্ত্রে সেরূপ শক্তির আবর্তন ঘটে না D ) ক্রমহ্রাসমান শক্তি : বাস্তুতন্ত্রে শক্তির ক্রমান্বয়ে হ্রাস বা অপচয় হয়


(iii) পার্থক্য লেখ: অ্যান্টিজেন অ্যান্টিবডি।

Ans : 1. বৈশিষ্ট্য:অ্যান্টিজেন  দেহে প্রবিষ্ট ক্ষতিকর রোগ সৃষ্টিকারী উপাদান।

অ্যান্টিজেনের উপস্থিতিতে B লিম্ফোসাইট থেকে রক্তরসে মুক্ত প্রতিরোধক উপাদান।

2. রাসায়নিক ধর্ম: অ্যান্টিজেন গঠনগতভাবে প্রোটিন, লিপিড বা বহুশর্করা।

অ্যান্টিবডি গঠনগতভাবে গ্লাইকোপ্রোটিন অণু।

3. কাজ: অ্যান্টিজেন দেহে রোগ সৃষ্টি করে দেহসাম্য নষ্ট করে।

অ্যান্টিবডি জীবাণু বিনাশ করে দেহসাম্য বজায় রাখে।


(iv) কনড্রিকথিস অসটিকথিস -এর দুটি পার্থক্য লেখো। 

Ans :

বৈশিষ্ট্য

কনড্রিকথিস (Cartilaginous fish)

অসটিকথিস (Bony fish)

. কঙ্কাল গঠন

কঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থি (cartilage) দ্বারা গঠিত

কঙ্কাল হাড় (bone) দ্বারা গঠিত

. গিলের গঠন

জোড়া গিল ছিদ্র, অপারকুলাম থাকে না

জোড়া গিল, অপারকুলাম দ্বারা আবৃত

. শরীরের আবরণ

দেহে প্লেকয়েড স্কেল (Placoid scales) থাকে

দেহে সাইক্লয়েড বা টিনয়েড স্কেল (Cycloid / Ctenoid scales) থাকে

. ভাসমান থলি

সুইম ব্লাডার (swim bladder) অনুপস্থিত

সুইম ব্লাডার উপস্থিত, দেহ ভাসাতে সাহায্য করে

 

(v) ফটোলাইসিস কি?

Ans : যে প্রক্রিয়ায় সূর্যালােকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরােফিল কর্তৃক জল হাইড্রোজেন (H+) এবং হাইড্রক্সিল (OH) আয়নে বিশ্লিষ্ট হয় তাকে, অর্থাৎ জলের আয়নীকরণকে ফটোলাইসিস বলে।

সূর্যালোক

HO ________ H + OH


(vi) হলোজোয়িক পুষ্টির পাঁচটি পর্যায় কি কি?

Ans : হলোজোয়িক পুষ্টির পাঁচটি পর্যায় হলো

গ্রহণ (Ingestion) – খাদ্য মুখ দিয়ে গ্রহণ করা।

পরিপাক (Digestion) – খাদ্যকে জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরল দ্রবণীয় পদার্থে ভাঙা।

শোষণ (Absorption) – পরিপাকিত খাদ্য রক্ত বা কোষে শোষিত হওয়া।

সমাকলন / আত্মীকরণ (Assimilation) – শোষিত খাদ্য দেহের বিভিন্ন কাজে ব্যবহৃত হওয়া, যেমন শক্তি উৎপাদন, বৃদ্ধি ইত্যাদি।

বহিস্করণ / নির্গমন (Egestion) – অপরিপাকিত অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ দেহের বাইরে বের করে দেওয়া।


(vii) একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখ।

Ans : একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান তিনটি পার্থক্য নিচে আলোচনা করা হল

প্রথমত, একবীজপত্রী উদ্ভিদ প্রধানত বিরুৎ জাতীয় একবর্ষজীবী হয়, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ সাধারণত বৃক্ষজাতীয় এবং বহুবর্ষজীবী হয়।

দ্বিতীয়ত, একবীজপত্রী উদ্ভিদের কান্ড গুলি শাখা-প্রশাখা হীন হয়, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ড শাখা প্রশাখা যুক্ত হয়।

তৃতীয়ত, একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হল ধান, গম, ভুট্টা আর দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হল আম, জাম।


(viii) নিডারিয়া পর্বের দুটি বৈশিষ্ট্য লেখ।

Ans : (i) দেহ সংগঠন (Body organization): বহুকোশী, কলা সমন্বিত, ডিপ্লোব্লাস্টিক, সামুদ্রিক বা মিষ্টি জলের প্রাণী।

(ii) গ্যাসট্রোভাসকুলার ক্যাভিটি (Gastrovascular cavity): দেহের অভ্যন্তরে দেহত্বক আবৃত কেন্দ্রীয় গহ্বর সিলেনটেরন বা গ্যাসট্রোভাসকুলার ক্যাভিটি বর্তমান।

(iii) মুখছিদ্র (Oral Pore): দেহ একটিমাত্র ছিদ্রযুক্ত। একে মুখছিদ্র বলে। এই পথেই প্রাণীদেহে খাদ্য প্রবেশ করে এবং বর্জ্যপদার্থ নিক্ষিপ্ত হয়।

(iv) জনন (Reproduction): অযৌন (কোরকোদ্গম বা বাডিং) যৌন জনন সম্পন্ন হয়।

উদাহরণ: হাইড্রা- হাইড্রা ভালগারিস (Hydra vulgaris) জেলিফিশ- অরেলিয়া অরিটা (Aurelia aurita)


(ix) ট্যাক্সোনমির উপাদানগুলি কি কি?

Ans : ট্যাক্সোনমির মূল উপাদান গুলি হল : . শনাক্তকরণ . নামকরণ . শ্রেণীবিন্যাস।


(x) থ্যালোফাইটা কাকে বলে? উদাহরণ দাও।

Ans : যে-সমস্ত এককোশী বা বহুকোশী উদ্ভিদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভেদিত নয় অর্থাৎ যাদের দেহ থ্যালাসের ন্যায়, তাদের সমাঙ্গদেহী উদ্ভিদ বা থ্যালোফাইটা বলে।

উদাহরণ:

শৈবাল (Algae) — যেমন স্পাইরোজাইরা, কেল্প

ছত্রাক (Fungus) — যেমন ইস্ট, মাশরুম

লাইকেন (Lichen)


(xi) একাইনোডার্মাটা মোলাস্কা পর্বের প্রাণীদের গমনঅঙ্গ কি কি?

Ans : একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের গমন অঙ্গ হলো নালিকা পদ (tube feet) এবং মলাস্কা পর্বের প্রাণীদের প্রধান গমন অঙ্গ হলো মাংসল পদ (muscular foot)


6. দীর্ঘ উত্তর দাও: ×   = ৪০

(i) মানুষের পৌষ্টিক তন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কণ কর।

অথবা,

নিউক্লিয়াসের গঠন চিত্রসহযোগে বর্ণনা করো।


(ii) শক্তি সম্পদের প্রকারভেদ ছকের সাহায্যে দেখাও। মানুষের দুটি বিকল্প খাদ্যের উৎস লেখ। (4+1)

অথবা,

বাস্তুতন্ত্রের উপাদান ছকের সাহায্যে দেখাও। বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা কি? (3+2)


(iii) পাকাবাড়িতে জল কিভাবে সংরক্ষণ করা যায়? খাদ্য সংকটের তিনটি কারণ লেখ। (2+3)

অথবা,

বন ধ্বংসের কারণ লেখ। কমিউনিটি স্তরে কি কি আন্তঃক্রিয়া দেখা যায়? (2+3)


(iv) রসভিত্তিক কোশভিত্তিক অনাক্রম্য তন্ত্রের দুটি পার্থক্য লেখ। ডিপথেরিয়া রোগের ভ্যাকসিনের নাম কি? জীবাণুর নাম কি? দুটি উপসর্গ লেখ। (2+1+1+1)

অথবা,

অ্যান্টিবডি কয় প্রকার? কি কি? এন্ডোজেনাস এক্সোজেনাস অ্যান্টিজেনের দুটি পার্থক্য লেখ। (2+3)


(v) ক্লোরোপ্লাস্টের গঠন লেখ। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোশের পার্থক্য লেখ। (3+2)

অথবা,

রোগ নিরাময়ে ধৌতকরণের ভূমিকা কি? মানবকল্যাণে জীবাণুর দুটি ভূমিকা লেখ। (3+2)


(vi) রক্তের উপাদান ছকের সাহায্যে দেখাও। ট্যাক্সোনমির জনক কাকে বলে? (4+1)

অথবা,

মানবদেহে প্রশ্বাস ক্রিয়াটি বর্ণনা কর। শুক্রাশয় ডিম্বাশয়ের ক্ষরিত একটি করে হরমোনের নাম লেখ। (3+2)


(vii) নিউক্লিওটাইডের গঠন ছকের সাহায্যে লেখ। পরিযান কি?

অথবা,

বেরো, যকৃত্কৃমি, আরশোলা, সমুদ্রশশা, জোঁক, ব্যালানোগ্লসাসপ্রাণীগুলি কোন পর্বভুক্ত লেখ। ম্যামেলিয়ার দুটি বৈশিষ্ট্য লেখ।


(viii) ভাজক কলা স্থায়ী কলার দুটি পার্থক্য লেখ। আদর্শ নিউক্লিয়াসে কি কি অংশ আছে? (2+3)

অথবা,

সালোকসংশ্লেষের দুটি তাৎপর্য লেখ। একটি মিশ্র গ্রন্থির নাম লেখ। একটি করে শর্করা প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম লেখ এবং কীসের ওপর ক্রিয়া করে তা লেখ। (2+1+2)







একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)