সপ্তম শ্রেণির ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট ২০২৫ প্রশ্নপত্র ও সাজেশন
ক্লাস 7 ভূগোল তৃতীয় ইউনিট পরীক্ষার সাজেশন 2025
এই অংশে আমরা প্রদান করেছি ক্লাস 7 3য় ইউনিট পরীক্ষার প্রশ্নপত্র 2025 এবং তার সঠিক উত্তরসহ বিশদ ব্যাখ্যা। শিক্ষার্থীরা এখানে পাবে Class Seven Geography Third Summative Question Paper with Answers, যা পরীক্ষার আগে পুনরাবৃত্তির জন্য অত্যন্ত কার্যকর। এছাড়াও, ক্লাস সেভেন ভূগোল সাজেশন ফাইনাল পরীক্ষা অংশে ফাইনাল পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও গুরুত্বপূর্ণ টপিকগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। পরীক্ষার্থীদের প্রস্তুতি আরও সুসংহত করতে এখানে Class 7 Geography 3rd Unit Test Question with Answers এবং ক্লাস 7 ভুগোল তৃতীয় ইউনিট পরীক্ষার সাজেশন 2025 একত্রে উপস্থাপন করা হয়েছে, যা পূর্ণ নম্বর পাওয়ার জন্য একটি নির্ভরযোগ্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
📚✨ Final Exam 2025 – Prepare Yourself!
ছাত্রছাত্রীরা! 😃 এখনই সংগ্রহ করে নাও আমাদের 4 Set প্রশ্নপত্র বা অধ্যায় ভিত্তিক সাজেশন 💥।
বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান
সব প্রশ্নই নতুন সিলেবাস অনুযায়ী তৈরি, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে📝।
📱 সংগ্রহ করতে হলে Click করো: Click Here
Class 7 Geography 3rd Unit Test Question with Answers
ক বিভাগ
১.১ প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত চিহ্ন ও প্রতীকসহ চিহ্নিত করো : (১ × ৫ = ৫)
(ক)
আর্মেনীয় গ্রন্থি
(খ)
কঙ্গো নদী অববাহিকা
(গ)
ইউরোপের স্তেপ তৃণভূমি
(ঘ)
ইউরোপের উত্তর-পশ্চিমের উচ্চভূমি
(ঙ)
লোহিত সাগর
১.২ সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্য সম্পূর্ণ করো : (১ × ৫ = ৫)
(ক)
লন্ডন অববাহিকার বিখ্যাত মুদ্রণ শিল্প কেন্দ্র হল — (গিলফোর্ড / ওয়াচফোর্ড / লিচেস্টার)
উত্তর : -ওয়াচফোর্ড
(খ)
(চিলটার্ন / হোয়াইট হর্স / পোল্ডার ভূমি) – হল সমুদ্র থেকে উদ্ধার করা নিম্ন সমতলভূমি।
উত্তর : -পোল্ডার ভূমি
(গ)
ভারতের প্রমাণ দ্রাঘিমা হল – (৮২°৫০´ পূর্ব / ৮২°৩০´ পূর্ব / ৮০০০° পশ্চিম) দ্রাঘিমা।
উত্তর : - ৮২°৩০´ পূর্ব
(ঘ)
হোয়াংহো সমভূমি একটি — (লোয়েস / লাভা / ব্যবচ্ছিন্ন) সমভূমি।
উত্তর : -লোয়েস
(ঙ)
গঙ্গা ও যমুনা নদীর দোয়ার হল — (ইটানগর / গৌহাটি / আগ্রা) শহর।
উত্তর : -আগ্রা
খ বিভাগ
২। নিম্নলিখিত বিবৃতিগুলি যাচাই করে শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় করো : (১ × ৪ = ৪)
(ক)
ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গ্রাম্পিয়ান।
উত্তর : - অশুদ্ধ
(খ)
‘রোন’ এবং ‘পো’ নদী আল্পস থেকে উৎপন্ন হয়ে যথাক্রমে লিয় উপসাগর এবং আড্রিয়াটিক সাগরে পড়েছে।
উত্তর : - শুদ্ধ
(গ)
দ্রাঘিমারেখা পরস্পর সমান ও সমান্তরাল।
উত্তর : - অশুদ্ধ
(ঘ)
বায়ুর চাপ সর্বমুখী।
উত্তর : - শুদ্ধ
৩। বেমানান শব্দটিকে চিহ্নিত করো : (১ × ৩ = ৩)
(ক)
ভলগা, এলব, নিপার, ঘর্ঘরা।
উত্তর : -ঘর্ঘরা
(খ)
আরাবল্লী, ভিসুভিয়াস, কিলিমাঞ্জারো, ফুজিয়ামা।
উত্তর : -আরাবল্লী
(গ)
প্লাবনভূমি, ক্যানিয়ন, বদ্বীপ, মোহানা।
উত্তর : - ক্যানিয়ন
৪। ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে দাও। খ-স্তম্ভে একটি অতিরিক্ত বিকল্প রয়েছে : (১ × ৪ = ৪)
(ক) সিসিলি (অ) ফিনল্যান্ড
(খ) হাজার হ্রদের দেশ (আ) ব্যারোমিটার
(গ) বায়ুর চাপ মাপক যন্ত্র (ই) তিব্বত
(ঘ) পর্বতবেষ্টিত মালভূমি (ঈ) এটনা
Ans:(ক)
সিসিলি (ঈ)
এটনা
(খ)
হাজার হ্রদের দেশ (অ)
ফিনল্যান্ড
(গ)
বায়ুর চাপ মাপক যন্ত্র (আ)
ব্যারোমিটার
(ঘ)
পর্বতবেষ্টিত মালভূমি (ই)
তিব্বত
৫। শব্দছক সাজিয়ে উত্তর খোঁজো : (১ × ২ = ২)
(ক)
পোল্যান্ডের দীর্ঘতম নদী —
|
স |
লা |
চু |
ভি |
উত্তর : - ভিচুলাস
(খ)
বৃঢ় শিল্পাঞ্চলের লৌহ-ইস্পাত ও রাসায়নিক দ্রব্য উৎপাদক কেন্দ্র —
|
স |
র্গ |
বা |
ডু |
ই |
উত্তর : - ডুইসবার্গ
গ বিভাগ
৬। সঠিক পরিচয় খোঁজো : (১ × ২ = ২)
(ক)
আমি লন্ডন অববাহিকার প্রধান নদী। আমার উপনদী হল লি, রোডিং, ওয়ে। আমার উৎস হল কটসওল্ড পাহাড়। আমি কে?
উত্তর : - টেমস নদী
(খ)
যানবাহনের ধোঁয়া থেকে সৃষ্ট বায়ুদূষণের কারণে আমার সৃষ্টি। বৃষ্টির আকারে আমি নেমে এসে মৃত্তিকা দূষণ করি। আমি কে?
উত্তর : - অ্যাসিড বৃষ্টি (Acid
Rain)
৭। দু-একটি শব্দে উত্তর দাও (যে-কোনো ছয়টি): (১ × ৬ = ৬)
(ক)
ফ্রান্সের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর : - সিন
(খ)
আল্পস পর্বতশ্রেণির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর : - মন্ট ব্ল্যাঙ্ক, এটি ৪,৮১০ মিটার (১৫,৭৮০ ফুট) উঁচু।
(গ)
ইউরোপের কোন অরণ্যে জলপাই, ডুমুর, সিডার, ওক প্রভৃতি উদ্ভিদ দেখা যায়?
উত্তর : - ভূমধ্যসাগরীয় অরণ্যে
(ঘ)
ভারতের লাভাগঠিত মালভূমির উদাহরণ দাও।
উত্তর : - দাক্ষিণাত্য মালভূমি।
(ঙ)
সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন, টর্নেডো শব্দগুলি কোন প্রাকৃতিক বিষয়কে ইঙ্গিত করে?
উত্তর : - প্রাকৃতিক ঝড়
(চ)
পশ্চিমঘাট পর্বতের একটি জলপ্রপাতের নাম লেখো।
উত্তর : - অথিরাপ্পিল্লী জলপ্রপাত।
(ছ)
নদীর কোন প্রবাহে বা গতিতে মিয়েন্ডার দেখা যায়?
উত্তর : - মধ্যপ্রবাহে
৮। সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো সাতটি): (২ × ৭ = ১৪)
(ক) পৃথিবীর আবর্তন গতির কারণে সৃষ্ট বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ কোন কোন অঞ্চলে দেখা যায়?
উত্তর : - পৃথিবীর আবর্তন ও কোরিওলিস প্রভাবে উচ্চচাপ সাধারণত ধ্রুবীয় অঞ্চলে এবং নিম্নচাপ উষ্ণ অক্ষাংশের সমুদ্রপৃষ্ঠে দেখা যায়।
(খ) নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : - যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলের বরফ গলা জলে পুষ্ট হয় এবং সারা বছর ধরে জলপ্রবাহ বজায় রাখে, তাদের নিত্যবহ নদী বলা হয়। উদাহরণস্বরূপ, ভারতের গঙ্গা, সিন্ধু, তিস্তা ইত্যাদি হল নিত্যবহ নদীর উদাহরণ।
(গ) GPS বলতে কী বোঝো?
উত্তর : - GPS
(গ্লোবাল পজিশনিং সিস্টেম) হলো একটি স্যাটেলাইট-ভিত্তিক নেভিগেশন সিস্টেম যা পৃথিবীর যেকোনো স্থানে সঠিক অবস্থান, বেগ এবং সময় সম্পর্কে তথ্য সরবরাহ করে। এটি মহাকাশে থাকা উপগ্রহ থেকে সংকেত গ্রহণ করে এবং এই সংকেত বিশ্লেষণ করে ব্যবহারকারীর অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করে।
(ঘ) উঁচু পার্বত্য অঞ্চলে কোনো কিছু সিদ্ধ হতে অসুবিধা হয় কেন?
উত্তর : - উঁচু পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ কম থাকার কারণে জলের স্ফুটনাঙ্ক কমে যায়, যার ফলে জল দ্রুত ফুটে গেলেও তা যথেষ্ট গরম হতে পারে না এবং খাবার সিদ্ধ হতে বেশি সময় লাগে।
(ঙ) ইউরোপের রূঢ় শিল্পাঞ্চলের রাইন নদীর পার্শ্ববর্তী মৃত্তিকার প্রকৃতি লেখো।
উত্তর : - রূঢ় অঞ্চলের প্রধান নদী রাইন নদী। এই নদী দক্ষিণে কোলন শহরের কাছে রুঢ় অঞ্চলে প্রবেশ করে পশ্চিম সীমানা বরাবর প্রবাহিত হয়েছে। রুঢ় এবং লিপে এই দুটি নদী এই অঞ্চলের পূর্বদিক থেকে প্রবাহিত হয়ে এসে রাইন নদীতে মিশেছে। নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে উর্বর পলিমাটি দেখা যায়। আর দক্ষিণে চার্নোজেম ও উত্তরে পড়সল মাটি দেখা যায়।
(চ) দানিয়ুব নদীর গতিপথ উল্লেখ করো।
উত্তর : -দানিয়ুব নদী জার্মানির ব্ল্যাক ফরেস্ট অঞ্চলে উৎপন্ন হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ২৮৫০ কিলোমিটার পথ অতিক্রম করে রোমানিয়ার উপকূলে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে। এর গতিপথে অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, সার্বিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, মলদোভা এবং ইউক্রেন সহ মোট ১০টি দেশ রয়েছে, যার মধ্যে চারটি দেশের জাতীয় রাজধানী (ভিয়েনা, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট এবং বেলগ্রেড) এর তীরে অবস্থিত।
(ছ) জলদূষণ প্রতিরোধের দুটি ব্যবস্থা উল্লেখ করো।
উত্তর : - জলদূষণ প্রতিরোধের দুটি ব্যবস্থা হল: (১) শিল্প ও গৃহস্থালির বর্জ্য জল পরিশোধনের পর নদী বা জলাশয়ে ছাড়া এবং (২) রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করে কৃষি থেকে আসা দূষণ কমানো।
৯। সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো পাঁচটি): (৩ × ৫ = ১৫)
(ক) “সমচাপ” রেখা কাকে বলে? সমচাপ রেখার বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর : - ভূ- পৃষ্ঠের যে সব স্থানের গড় বায়ুর চাপ কোন নির্দিষ্ট সময়ে সমান বা একই থাকে, মানচিত্রে সেই সব স্থানের ওপর কোন কাল্পনিক রেখা টানা হলে যে রেখা পাওয়া যায়, তাকে সমচাপ রেখা বলে।
সমচাপ রেখার বৈশিষ্ট্য গুলি : -
a. সমচাপ রেখা গুলি মিলিবার এককে দেখানো হয়ে থাকে। b. সমচাপ রেখা গুলির বায়ু চাপের মান সমুদ্র পৃষ্ঠের বায়ু চাপের সাপেক্ষে দেখানো হয়ে থাকে। c. সম
চাপ রেখা গুলি কখনোই পরস্পর কে স্পর্শ বা চ্ছেদ করে না। d. সম
চাপ রেখা গুলি খুব কাছাকাছি চলে আসলে সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি
(খ) উদাহরণসহ ‘পলিগঠিত সমভূমি’ বিবৃত করো।
উত্তর : - উঁচু পর্বত থেকে নদী খরবেগে নীচে নামে । নামার সময়ে নুড়ি, পাথর, বালি,কাঁকর, কাদা নিয়ে আসে । নীচে নেমে নদীর স্রোতের বেগ কমে যায় । নদী
তার নিম্নগতিতে সমুদ্রের কাছাকাছি চলে এলে নদীপথের ঢাল হ্রাস পায় এবং নদীবাহিত শিলাখন্ড, নুড়ি, বালি প্রভৃতি নদী তার দুই তীরে জমা করতে থাকে । ক্রমশ এই পলিমাটি জমে নদীর দুই তীরের নিচু জায়গা ভরাট হয়ে যায় ও সমভূমির রূপ নেয় । পলি দিয়ে এই সমভূমি গঠিত হয় বলে এর নাম পলিগঠিত সমভূমি [Alluvial
Plain] ।
উদাহরণ:-উত্তর ভারতের সুবিশাল সমভূমি সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্রের পলি দিয়ে গড়ে উঠেছে। ইয়াংসিকিয়াং, মেকং, মেনাম, ইরাবতী, ইউফ্রেটিস, টাইগ্রিস, মিসিসিপি-মিসৌরী প্রভৃতি নদীর অববাহিকার সমভূমি পলিমাটি দিয়ে তৈরি ।
(গ) অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদীর মধ্যে তফাত কী?
উত্তর : - i. প্রবাহের সীমা:
অন্তর্বাহিনী নদী: নদী পুরোপুরি এক দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যে হ্রদ, জলাশয় বা সমুদ্রে মিশে যায়।
আন্তর্জাতিক নদী: নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
ii. উদাহরণ:
অন্তর্বাহিনী নদী: ভারতের লুনি, রাশিয়ার আমুদরিয়া।
আন্তর্জাতিক নদী: সিন্ধু, ব্রহ্মপুত্র, ইউরোপের রাইন, দানিয়ুব।
iii.
আইনি নিয়ন্ত্রণ:
অন্তর্বাহিনী নদী: নদীর ব্যবস্থাপনা ও ব্যবহার শুধুমাত্র সেই দেশের নিয়ন্ত্রণে থাকে।
আন্তর্জাতিক নদী: নদীর পানি ব্যবহার, বাঁধ বা চ্যানেল নির্মাণে দুটি বা ততোধিক দেশের মধ্যে সমঝোতা প্রয়োজন।
iv. ব্যবহার ও নিয়মাবলি:
অন্তর্বাহিনী নদী: স্থানীয় পর্যায়ে কৃষি, শিল্প ও পানীয় জলের জন্য স্বাধীনভাবে ব্যবহার করা যায়।
আন্তর্জাতিক নদী: আন্তর্জাতিক চুক্তি বা আইন অনুযায়ী নদীর ব্যবহার ও সংরক্ষণ করতে হয়।
(ঘ) রূঢ় শিল্পাঞ্চলের জলবায়ুর প্রকৃতি লিপিবদ্ধ করো।
উত্তর : - রূঢ় অঞ্চলের জলবায়ু প্রাকৃতিকভাবে শীতল ও নাতিশীতোয় প্রকৃতির। এই অঞ্চলের পরিবেশ বিশেষভাবে মানুষের জীবনযাপন, কৃষিকাজ এবং উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তারকে প্রভাবিত করে। গ্রীষ্মকালে তাপমাত্রা মাঝারি (১৫°–২০° সে.) থাকে, যা তুলনামূলকভাবে নরম হলেও প্রকৃতির অন্যান্য অঞ্চলগুলোর সঙ্গে মিলিয়ে দেখতে গেলে তা বেশ স্বস্তিদায়ক। শীতকালে তাপমাত্রা বেশ শীতল (২°–৫° সে.) হয়ে যায়, যার ফলে দীর্ঘ শীতকাল মানুষের জীবনযাত্রা ও স্থানীয় বাস্তুসংস্থানকে প্রভাবিত করে।
পশ্চিমা বায়ুর প্রভাবে এই অঞ্চলে সারাবছর বর্ষা হয়, যা পরিবেশকে সবুজ রাখে এবং মাটির উর্বরতা বজায় রাখতে সাহায্য করে। যদিও বর্ষার পরিমাণ বেশি নয়, তবে ৫০–৭০ সেমি বৃষ্টিপাত যথেষ্ট জল সরবরাহ করে নদী, হ্রদ ও জমির আর্দ্রতা বজায় রাখতে। এই জলবায়ুতে বনজ, তৃণভূমি এবং পাহাড়ি উদ্ভিদ সহজে জন্মায়, যা পশুপালন ও কৃষিকাজের জন্য সহায়ক।
এছাড়া, রূঢ় অঞ্চলের জলবায়ু মানব জীবনের জন্য চ্যালেঞ্জ তৈরি করে, যেমন শীতকালে বাড়িতে উত্তাপের প্রয়োজন এবং গ্রীষ্মকালে মাঝারি তাপমাত্রা কৃষিকাজের সময়সীমা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পশ্চিমা বায়ুর প্রভাবে বর্ষার ধারা নিয়মিত হওয়ায় নদী ও হ্রদের পানি স্তর বজায় থাকে, যা পরিবেশ ও স্থানীয় অর্থনীতির জন্য অপরিহার্য।
(ঙ) পোল্ডার ভূমির কৃষিকার্যের পরিচয় দাও।
উত্তর : - পোল্ডার ভূমি হলো সমুদ্র থেকে উদ্ধার করা নিম্ন সমতলভূমি, যা ইউরোপের নেদারল্যান্ডস এবং অন্যান্য অঞ্চলে বিস্তৃত। এই ভূমির কৃষিকাজের ধরণ বেশ বৈচিত্র্যময় এবং পরিবেশ ও জমির ধরন অনুযায়ী পরিকল্পিত।
নতুন পোল্ডারগুলিতে সাধারণত মাটির লবণাক্ততা বেশি থাকে, তাই সেগুলিকে চাষযোগ্য করার জন্য বিশেষ ধরণের ঘাস, যেমন হে (Hay)
এবং ক্লোভার (Clover)
চাষ করা হয়। এই উদ্ভিদগুলি মাটির লবণাক্ততা কমাতে সাহায্য করে এবং জমিকে দীর্ঘমেয়াদে উর্বর রাখে। একবার মাটি লবণমুক্ত হলে সেখানে গম, ওট, যব, রাই এবং আলু প্রভৃতি ফসল চাষ করা হয়।
পোল্ডার ভূমির বেশিরভাগ খামারে মিশ্রকৃষি পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে এক সঙ্গে বিভিন্ন ফসল ও উদ্ভিদ চাষ করা হয়। এটি মাটির পুষ্টি বজায় রাখতে সাহায্য করে এবং কৃষিজমির সর্বাধিক ব্যবহার নিশ্চিত করে। এছাড়াও, পোল্ডার ভূমির বিস্তীর্ণ এলাকা ফুল চাষের জন্য খুবই উপযোগী। এখানে টিউলিপ, কসমস, গ্লাডিওলি প্রভৃতি নানারঙের ফুল চাষ করা হয়, যা স্থানীয় অর্থনীতি ও রফতানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শীতল ও কম আলোযুক্ত অঞ্চলে গ্রিনহাউস বা কাচের ঘরে সবজি চাষ করা হয়। এই পদ্ধতিতে আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়, ফলে ফসলের উৎপাদন বাড়ে এবং মৌসুমী পরিবর্তনের প্রভাব কমে।
(চ) ফ্লুরোসিস, ইতাই-ইতাই এবং মিনামাটা রোগগুলির কারণ উল্লেখ করো।
উত্তর : - ফ্লুরোসিস: অতিরিক্ত ফ্লোরাইড গ্রহণ, যেমন ফ্লোরাইড-সমৃদ্ধ জল বা পানীয়ের মাধ্যমে।
ইতাই-ইতাই: ক্যাডমিয়াম (Cd) দূষণ। শিল্প কার্যক্রমের ফলে, বিশেষ করে খনি থেকে, ক্যাডমিয়ামযুক্ত জল এবং খাবার গ্রহণের ফলে এই রোগ হয়।
মিনামাটা: পারদের বিষক্রিয়া, বিশেষত মিথাইলমারকারি দ্বারা। দূষিত জল থেকে মাছ বা অন্যান্য সামুদ্রিক খাবার খাওয়ার মাধ্যমে এটি ঘটে।
ঘ বিভাগ
১০। নিম্নলিখিত যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (৫ × ২ = ১০)
(ক) জলদূষণের কারণ হিসেবে আর্সেনিক, খনিজ তেল ও তাপীয় দূষণ বিবৃত করো। ইউট্রোফিকেশন কী?
(খ) লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশের পরিচয় দাও। এই অঞ্চলের উৎপাদিত ফসল ও ‘ট্রাক ফার্মিং’ ব্যবস্থার বিবরণ দাও।
(গ) ইউরোপের তুন্দ্রা এবং পশ্চিম ইউরোপীয় জলবায়ুর বৈশিষ্ট্য এবং ওই জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদের নাম লিপিবদ্ধ করো।
(ঘ) কৃষিকাজ ও শিল্প উৎপাদন কীভাবে মৃত্তিকা দূষণের সঙ্গে সম্পর্কিত? মৃত্তিকা দূষণ হ্রাসের জন্য দুটি করণীয় ও দুটি বর্জনীয় বিষয় লেখো।

.png)
Enter Your Comment