নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন
Class 9 Physical Science 3rd Unit Test Question Paper 2025
নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য এখানে দেওয়া হলো সম্পূর্ণ পরীক্ষাভিত্তিক Class 9 Physical Science 3rd Unit Test Question, যেখানে যুক্ত আছে ক্লাস 9 ভৌত বিজ্ঞান তৃতীয় ইউনিট পরীক্ষার সাজেশন 2025 এবং পূর্ববর্তী বছরের WBBSE Class 9th Physical Science 3rd Summative Question Papers। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার জন্য সাজানো হয়েছে ক্লাস 9 3য় ইউনিট পরীক্ষা ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র 2025, সাথে রয়েছে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রস্তুত WB Class 9 Physical Science Question Paper 2025 ও নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর। West Bengal Board-এর ছাত্রছাত্রীদের জন্য এখানে দেওয়া হলো বিশেষভাবে তৈরি West Bengal WBBSE Class 9 Physical Science Question Paper, যেখানে অন্তর্ভুক্ত রয়েছে নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর। পরীক্ষার আগে রিভিশনের জন্য সংযুক্ত রয়েছে Class 9 Physical Science Suggestion এবং সবচেয়ে নির্ভরযোগ্য নবম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন 2025।
নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর
Group – A
1. সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লেখো:
1×13 = 13
1.1 নিচের কোন
রাশিটির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত — (a)
চাপ (b) বেগ (c) দ্রুতি (d) ত্বরণ
Ans : - a
1.2 বলের মাত্রা হল— (a)
MLT⁻¹ (b) MLT⁻² (c) ML⁻¹T⁻² (d) M⁻¹LT⁻²
Ans : b
1.3 ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হল— (a)
পৃষ্ঠটান (b) সান্দ্রতা (c) বায়ুমণ্ডলীয় চাপ (d) প্লবতা
Ans :a
1.4 কোন পদার্থের স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি— (a)
ইস্পাত (b) তামা (c) রবার (d) স্পঞ্জ
Ans :a
1.5 নিউট্রনবিহীন
একটি পরমাণু হল—(a) প্রোটিয়াম (b) ডয়টেরিয়াম (c) ট্রাইটিয়াম (d) হিলিয়াম
Ans :a
1.6 2g অণু নাইট্রজেন বলতে বোঝায়— (a)
2g N₂ (b) 14g N₂ (c) 28g N₂ (d) 56g N₂
Ans : (d) 56g N₂
1.7 একটি ইমালসন হল— (a)
কুয়াশা (b) গঁদ (c) সাবানের ফেনা (d) দুধ
Ans : - d
1.8 প্রশন দ্রবণের (pH)-এর
মান— (a) 4 (b) 9 (c) 7 (d)
10
Ans :c
1.9 কেরোসিন ও
জলের মিশ্রণ পৃথক করা হয়—
(a) পাতন পদ্ধতিতে (b) আংশিক পাতন পদ্ধতিতে (c) উর্ধ্ব পাতন (d) সেপারেটরি ফানেলের সাহায্যে
Ans : b
1.10 জলকে জীবাণুমুক্ত করতে জলে যোগ করা হয়— (a)
ব্লিচিং পাউডার (b) চুন (c) ইউরিয়া (d) ফিটকিরি
Ans : a
1.11 জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়— (a)
4°C তে (b) –4°C তে (c) 0°C তে (d)
100°C উষ্ণতায়
Ans : a
1.12 শব্দের তীব্রতা পরিমাপের একক হল— (a)
জুল (b) নিউটন (c) হার্টজ (d) বেল
Ans :d
1.13 প্রতিধ্বনীর সৃষ্টির জন্য প্রয়োজন— (a)
প্রতিফলন (b) প্রতিসরণ (c) শোষণ (d) কোনোটিই নয়
Ans : a
Group – B
2. এক কথায় উত্তর দাও: 1 ×
23 = 23
2.1 কোন ভৌত
রাশির একক মিটার/সেকেন্ড?
উত্তর : - বেগ / দ্রুতি
2.2 MLT-1 কোন
রাশির মাত্রা?
উত্তর : - ভরবেগ (Momentum)
2.3 নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটিকে জাড্যের সূত্র বলা হয়?
উত্তর : - প্রথম গতিসূত্র
অথবা, আলোকবর্ষ – ভৌতরাশির একক।
উত্তর : - দূরত্ব
2.4 ডাইন ও
নিউটনের মধ্যে সম্পর্কটি লেখ।
উত্তর : - 1 N
= 105 dyn
2.5 সত্য না
মিথ্যা: আপেক্ষিক গুরুত্বের কোন একক নেই।
উত্তর : - True
2.6 বার কীসের একক?
উত্তর : - চাপ
2.7 1 amu = কত
গ্রাম?
উত্তর : - 1
amu = 1.67 x 10-24 g
2.8 STP তে 48g CO₂ এর আয়তন
কত?
উত্তর : -24.4
L
2.9 ভাতের ফেন
একটি কী ধরণের দ্রবণ?
উত্তর : - কলয়েড দ্রবণ (Colloidal
solution)
2.10 মিথাইল অরেঞ্জ-এর আল্মিক মাধ্যমে বর্ণ কিরূপ ?
উত্তর : - লাল
(Red)
2.11 ক্ষার জলীয়
দ্রবণে কী উৎপন্ন করে?
উত্তর : - হাইড্রক্সাইড আয়ন (OH⁻)
অথবা, কীসের প্রভাবে মারবেলের স্মৃতিসৌধ ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর : - অম্লবৃষ্টি (Acid rain)
2.12 একটি অ্যান্টাসিডের উদাহরণ দাও।
উত্তর : - ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড (Mg(OH)₂) অথবা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড (Al(OH)₃)
2.13 সত্য/মিথ্যা: বৃষ্টির জল খরজল।
উত্তর : - মিথ্যা (বৃষ্টির জল মৃদু অম্লীয়)
2.14 আর্সেনিক দূষণের ফলে মানুষের কী রোগ হয়?
উত্তর : - ব্ল্যাক ফুট ডিজিজ.
2.15 একটি রাসায়নিক সারের নাম লেখ।
উত্তর : - ইউরিয়া (Urea) : -
CO(NH₂)₂
2.16 সমবৃত্তীয় গতি
কাকে বলে ?
উত্তর : - একটি
বস্তুর যদি একটি নির্দিষ্ট বৃত্তে সমান বেগে গতি করে, তবে তাকে সমবৃত্তীয় গতি বলে।
অথবা, অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালাটি লেখ।
উত্তর : - অভিকর্ষীয় স্থিতিশক্তি হল যে শক্তি কোনো বস্তুকে উচ্চতায় তোলার কারণে ধারণ করা হয়। রাশিমালা:
PE=mgh; যেখানে m হল
ভর, g হল অভিকর্ষজ ত্বরণ, এবং h হল
উচ্চতা।
2.17 কার্য ও
ক্ষমতার সম্পর্কটি লেখ।
উত্তর : - ক্ষমতা = কার্য / সময়
বামস্তম্ভ ও ডানস্তম্ভ মেলাও—
বামস্তম্ভ ডানস্তম্ভ
2.18 উষ্ণতা বাড়ার সঙ্গে দ্রাব্যতা খুব কম বাড়ে (i) HNO₃
2.19 বলয় পরীক্ষা (ii)
Al₂O₃
2.20 উভধর্মী অক্সাইড (iii)
NaCl
উত্তর : -
2.18 উষ্ণতা বাড়ার সঙ্গে দ্রাব্যতা খুব কম বাড়ে (iii) NaCl
2.19 বলয় পরীক্ষা (i)
HNO₃
2.20 উভধর্মী অক্সাইড (ii)
Al₂O₃
2.21 জলের আপেক্ষিক তাপ কত?
উত্তর : - 4200 J kg-1K-1
2.22 জুল তুল্যাঙ্কের SI পদ্ধতিতে মান কত?
উত্তর : - 4.2
J/cal
2.23 শব্দের প্রতিধ্বনির একটি ব্যবহারিক প্রয়োগ লেখ।
উত্তর : - সোনার(SONAR) যন্ত্রে সমুদ্রের গভীরতা নির্ণয়ে ব্যবহৃত হয়।
অথবা শব্দের তীব্রতা কত হলে তা দূষণ ছড়ায়?
উত্তর : - 80-99 db
Group – C
3. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও: 2 ×
15 = 30
3.1 এককের দুটি প্রয়োজনীয়তা লেখ।
Ans : - (i) প্রত্যেক ভৌতরাশি পরিমাপের জন্য একক অবশ্য প্রয়োজন। একক ছাড়া পরিমাপ অর্থহীন। যেমন— কোনো ছাত্রের দৈর্ঘ্য 2 বলা অর্থহীন। কিন্তু, যদি বলা হয় ছাত্রটির দৈর্ঘ্য 2 মিটার, তবে তার উচ্চতা সম্পর্কেসঠিক ধারণা হয়।
(ii) বিভিন্ন ভৌতরাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য এককের প্রয়োজন।
অথবা, তুলাযন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 রাখা হয় কেন?
Ans : ওজন বাক্সের বাটখারাগুলি এমন হওয়া প্রয়ােজন যাতে তাদের সাহায্যে যে-কোনাে বস্তুর ভর পরিমাপ করা যায়। 5 +
2 + 2 + 1 অর্থাৎ বাটখারাগুলির ভর 5 :
2 : 2:1 অনুপাতে নিলে
তাদের একটি, দুটি, তিনটি বা চারটি বাটখারা ব্যবহার করে এক একক থেকে দশ একক পর্যন্ত সমস্ত ভর পরিমাপ করা যাবে। যেমন, একটি 500 মিলিগ্রাম,
একটি 200 মিলিগ্রাম ও একটি 100 মিলিগ্রাম বাটখারা ব্যবহার করে 800 মিলিগ্রাম ভর মাপা যাবে। এইজন্য ওজন বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাত 5 :
2 : 2 : 1 রাখা হয়।
3.2 ত্বরণে “প্রতি সেকেন্ড” কথাটি দু’বার আসে কেন?
Ans : ত্বরণ= বেগেরপরিবর্তন / সময়
ত্বরণের এককে সময়ের একক একবার আসে বেগের পরিবর্তনের ক্ষেত্রে এবং আর একবার আসে পরিবর্তনের হার বোঝাতে। এই কারনে ত্বরণের এককে প্রতি সেকেণ্ড কথাটি দুবার ব্যবহার করা হয়।
অথবা, গতিজাড্য কী? উদাহরণ দাও।
Ans : সচল বস্তুর সবসময়ে সমবেগে সরলরেখা বরাবর চলার প্রবণতাকে গতিজাড্য বলে। উদাহরণ: চলন্ত গাড়ি হঠাৎ থামলে গাড়ির যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। গতিজাড্যের জন্য এরূপ হয়। গাড়িটি গতিশীল থাকার সময় আরোহীর সমস্ত দেহই গতিশীল FORM
থাকে। গাড়ি থামার সঙ্গে সঙ্গে যাত্রীর দেহের নিম্নাংশ গাড়ির সঙ্গে স্থির অবস্থায় আসে, কিন্তু দেহের ঊর্দ্ধাংশ গতিজাড্যের জন্য গতি বজার রাখতে সামনের দিকে এগিয়ে রা আ যেতে চায়। ফলে যাত্রী সামনের দিকে ঝাঁকে পড়ে।
3.3 একটি খালি ট্রাক ও একটি মালবোঝাই ট্রাক একই বেগে গতিশীল। কোনটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে?
Ans : একটি ট্রাক খালি অবস্থায় একটি নির্দিষ্ট বেগ নিয়ে গতিশীল। ট্রাকটিকে থামাতে কিছু পরিমান বল বিপরীত দিক থেকে প্রয়োগ করতে হবে। ওই একই রকম একটি ট্রাক মাল ভরতি অবস্থায় একই বেগে গতিশীল থাকলে মাল ভরতি থাকা ট্রাকটিকে থামাতে অনেক বেশি পরিমান বল প্রয়োগ করতে হবে। কারন মাল-ভরতি ট্রাকটির ভর বেশি হওয়ায় তার ভরবেগ বেশি হয়, তাই সেটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে।
3.4 সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে দুটি পার্থক্য লেখো।
Ans :
|
বিষয় |
সান্দ্রতা (Viscosity) |
ঘর্ষণ (Friction) |
|
১. সংজ্ঞা |
তরলের অভ্যন্তরে স্তরগুলির আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার প্রবণতাকে সান্দ্রতা বলে। |
দুটি কঠিন পৃষ্ঠের আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার প্রবণতাকে ঘর্ষণ বলে। |
|
২. কোথায় ঘটে |
তরল বা গ্যাসের অভ্যন্তরে ঘটে (তরলের স্তরগুলির মধ্যে)। |
মূলত কঠিন পৃষ্ঠের সংস্পর্শে ঘটে। |
|
৩. রাশি |
এটি একটি অন্তর্নিহিত ভৌত বৈশিষ্ট্য। |
এটি বাইরের পৃষ্ঠগত বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। |
অথবা ব্যারোমিটারের সাহায্যে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায় ?প্লবতা উর্দ্ধমুখী না নিন্মমুখী বল ?
Ans : ব্যারােমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস: ব্যারােমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার উপায়গুলি হল—
1) পারদস্তম্ভের
উচ্চতা হ্রাস: ব্যারােমিটারের পারদস্তম্ভের উচ্চতা যদি হঠাৎ নেমে যায়, তবে বুঝতে হবে ওই অঞ্চলের বায়ুর চাপ খুব কমে গেছে। অর্থাৎ সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে ঝড়ঝঞ্ঝা, বৃষ্টিপাত ইত্যাদি ঘটার সম্ভাবনা বেড়ে যায়।
2) পারদস্তম্ভের
উচ্চতার মাত্রাতিরিক্ত হাস: পারদস্তম্ভের উচ্চতা যদি আরও কমে যায় তাহলে বুঝতে হবে সেখানে বায়ুতে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই ধরনের গভীর নিম্নচাপযুক্ত অঞলে পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ছুটে এসে ঝড়বৃষ্টি ঘটাতে পারে।
3) পারদস্তম্ভের
উচ্চতা বৃদ্ধি: পারদস্তম্ভের উচ্চতা বেড়ে গেলে বুঝতে হবে সেখানে বায়ুর চাপ বেশি। অর্থাৎ আবহাওয়া হবে ঝড়ঝঞামুক্ত ও আকাশ পরিষ্কার থাকবে।
প্লবতা একটি ঊর্ধ্বমুখী বল, যা তরল কোনো বস্তুকে নিমজ্জিত করলে তার উপর প্রযুক্ত হয়।
3.5 সান্দ্রতাঙ্কের সংজ্ঞা দাও।
Ans : কোনো তরলের একক দূরত্বে অবস্থিত দুটি স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফল যে পরিমান স্পর্শকীয় বল প্রয়োজন , তাকে
ওই তরলের সান্দ্রতাঙ্ক বলে।
3.6 20% NaOH দ্রবণ বলতে কী বোঝ?
Ans : 20%
NaOH দ্রবণ বলতে বোঝায়—
100 গ্রাম দ্রবণে 20 গ্রাম NaOH
(সোডিয়াম হাইড্রোক্সাইড) উপস্থিত আছে।
অর্থাৎ,
দ্রব পদার্থ (NaOH)
= 20 গ্রাম
দ্রাবক (জল) = 80 গ্রাম
মোট দ্রবণ = 100 গ্রাম
সংক্ষেপে:
➡️ 20% NaOH দ্রবণ = 100 g দ্রবণে 20 g NaOH থাকে।
3.7 দ্রাব্যতা বলতে কী বোঝ?
Ans : নির্দিষ্ট তাপমাত্রায় 100g
দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত করে একে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায় সেই পরিমাণকে বা গ্রাম প্রকাশক সংখ্যাকে ঐ দ্রাবকে দ্ৰবটির দ্রাব্যতা বলে।যেমন: 20°C
তাপমাত্রায় NaCl
এর দ্রাব্যতা 36
g/100 g H2O এর অর্থ হল ঐ তাপমাত্রায় 100g
জলেতে NaCl এর সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 36 g
NaCl প্রয়োজন হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণকে ও দ্রাব্যতা দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে, দ্রাব্যতার একক হল gL-1,
mol L-1 ইত্যাদি
3.8 উদাহরণসহ প্রশমন ক্রিয়া বলতে কী বোঝ তা লেখ।
Ans : অ্যাসিড ও ক্ষারের মধ্যে যে বিক্রিয়ার ফলে অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণভাবে লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে প্রশমন ক্রিয়া বলে ।
যেমন তুল্যাঙ্ক পরিমাণ ক্ষার NaOH
এর সঙ্গে তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড HCl এর
বিক্রিয়ায় NaCl
লবণ ও জল উৎপন্ন হয় । উৎপন্ন দ্রবণে অ্যাসিড বা ক্ষারের কোন ধর্ম প্রকাশ পায় না । এইরূপ বিক্রিয়া কে প্রশমন ক্রিয়া বলে ।
HCl + NaOH = NaCl + H2O
জলীয় দ্রবণে H+ আয়ন
উপস্থিত থাকলে দ্রবণের অ্যাসিড ধর্ম প্রকাশ পায় আবার জলীয় দ্রবণে OH- আয়ন উপস্থিত থাকলে দ্রবণে ক্ষার ধর্ম প্রকাশ পায়। জল তড়িৎ নিরপেক্ষ পদার্থ অর্থাৎ জলের অ্যাসিড ধর্ম বা ক্ষার ধর্ম নেই কারণ জলের প্রতিটি অনু তড়িৎ বিয়োজিত হয়ে সমান সংখ্যক H+ আয়ন
এবং OH- আয়ন
উৎপন্ন করে ।
3.9 উদ্ভিদ দেহে জলের দুটি ভূমিকা লেখ।
Ans : উদ্ভিদ দেহে
জলের দুটি ভূমিকা লেখো :
১. পুষ্টি পরিবহণে সাহায্য করে — মাটি থেকে শোষিত খনিজ লবণ ও পুষ্টি উপাদান জলের মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়।
২. সালোক-সংশ্লেষণে প্রয়োজন — জল ফোটোসিন্থেসিসের একটি অপরিহার্য কাঁচামাল, যার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে।
অথবা, জলের ক্লোরিনেশন বলতে কী বোঝ?
Ans : জলকে জীবাণুমুক্ত করার উদ্দেশ্যে ক্লোরিন (Cl₂) বা ক্লোরিনযুক্ত যৌগ (যেমন ব্লিচিং পাউডার, ক্লোরামিন ইত্যাদি) যোগ করার প্রক্রিয়াকেই জলের ক্লোরিনেশন (Chlorination
of Water) বলে।
এতে জলে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস ও জীবাণু নষ্ট হয় এবং জল পানযোগ্য হয়।
3.10 কোন জলে ফেনা উৎপন্ন হয় না ও কেন?
Ans : খর জলে
ফেনা উৎপন্ন হয়না। সাধারণত প্রাকৃতিক জলের মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের বাই কার্বনেট, ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবীভূত থাকার ফলে জল খর হয়. আর সাধারণ সাবান হলো স্টিয়ারিক, পামিটিক, ওলেয়িক প্রভৃতি উচ্চ আণবিক ভরবিশিষ্ট জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। এই লবণগুলি জলে দ্রবীভূত হয়ে ফেনা সৃষ্টি করে। কিন্তু এইসব অ্যাসিডের ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লবণগুলি জলে অদ্রব্য বলে সাদা সর উৎপন্ন হয়, ফেনা উৎপন্ন হয় না।
3.11 একটি উদাহরণের সাহায্যে স্থিতিশক্তি থেকে গতিশক্তির পরিবর্তন ব্যাখ্যা কর।
Ans : যে শক্তি কোনো বস্তুর অবস্থানের জন্য সঞ্চিত থাকে, তাকে স্থিতিশক্তি (Potential
Energy) বলে।
বস্তু যখন চলতে শুরু করে, তখন সেই শক্তি গতিশক্তি (Kinetic
Energy)-তে রূপান্তরিত হয়।
উদাহরণ : পাহাড়ের উপর স্থির পাথর
একটি পাথর পাহাড়ের চূড়ায় স্থির অবস্থায় আছে।
সেখানে পাথরের উচ্চতা থাকায় তার স্থিতিশক্তি থাকে।
পাথরটি যদি গড়িয়ে নিচে নামতে শুরু করে, তবে ওই স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হয় এবং পাথরটি চলতে থাকে।
অর্থাৎ, স্থিতিশক্তি ⟶ গতিশক্তি
3.12 SI পদ্ধতিতে কার্যের এককের সংজ্ঞা দাও।
Ans : কার্য (Work)-এর SI একক
হলো জুল (Joule)।
যখন 1 নিউটন (1 N)
বলের প্রভাবে বলের দিক বরাবর কোনো বস্তু 1 মিটার (1 m)
দূরত্ব অতিক্রম করে, তখন যে পরিমাণ কার্য সম্পাদিত হয়, তাকে 1 জুল কার্য বলে।
3.13 লীনতাপ বলতে কী বোঝ?
Ans : উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো পদার্থের ভৌত অবস্থার সম্পূর্ণ পরিবর্তনের (কঠিন থেকে তরল বা তার বিপরীত এবং তরল থেকে গ্যাসীয় বা তার বিপরীত) জন্য যে পরিমান তাপ প্রয়োগ (বা তার বিপরীত অর্থাৎ নিষ্কাশন) করতে হয় তাকে ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লীনতাপ বলে ।
·
CGS পদ্ধতিতে লীন তাপের একক, ক্যালরি/ গ্রাম ।
·
SI পদ্ধতিতে একক হল জুল/কেজি ।
অথবা বরফ গলনের লীনতাপ 80
cal/g বলতে কী বোঝ?
Ans : বরফ গলনের লীন তাপ 80
cal/g বলতে বোঝায় 0°C উষ্ণতায় 1 g বরফকে 0°C উষ্ণতায় 1 g জলে
পরিণত করতে 80
cal তাপ দিতে হবে।
অথবা
0°C উষ্ণতায় 1 g জলকে 0°C উষ্ণতার 1 g বরফে
পরিণত করতে 80
cal তাপ টেনে নিতে হবে।
3.14 মেঘ গর্জনের পর একটানা গুড গুড শব্দ শোনা যায় কেন ?
Ans : মেঘের গর্জনের পর অনেকক্ষণ ধরে গুমগুম শব্দ একটানা হতে থাকে। এটা এক রকমের অনুরণন । এর কারণ মূল গর্জনের শব্দ উৎপন্ন পর ঐ শব্দ বিভিন্ন স্তরের মেঘে প্রতিফলিত হতে থাকে এবং অনেক প্রতিধ্বনির সৃষ্টি করে। এজন্য শব্দই বারবার প্রতিধ্বনিত হয়ে গুমগুম শব্দ শোনা যায়।
3.15 শব্দের গুণ বা জাতি বলতে কী বোঝ?
Ans : সুরযুক্ত শব্দের যে বৈশিষ্টের জন্যে বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন সমান প্রাবল্য এবং তীক্ষ্ণতাবিশিষ্ট স্বরগুলির মধ্যে পার্থক্য করা যায়, তাকে স্বরের গুণ বা জাতি বলে।
Group – D
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: 3 ×
8 = 24
4.1 একটি অসম বস্তুর আয়তন কীভাবে নির্ণয় করবে?
4.2 V² = U² + 2as সমীকরণটি প্রতিষ্ঠা কর। (অক্ষরগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত)
অথবা, বলের ঘাত ও ঘাত বলের পার্থক্য লেখ।
4.3 সমান ভরের দুটি ব্লক, একটি কাঠের ও অপরটি লোহার। ব্লক দুটির কোনটির ক্ষেত্রে জলের প্লবতার মান বেশি হবে ? পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখো।
4.4 STP তে 2.8g N₂ এর আয়তন কত? আণবিক ভরের একক লেখো?
অথবা 44.8 L SO₂ = কত মোল SO₂? সংকেত ভর কোন ধরনের অনুর ক্ষেত্রে পরিমাপ করা হয়? অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে?
4.5 টীকা লেখ: ইমালসন
অথবা, কী ঘটে সমীকরণসহ লেখ: গাঢ় সালফিউরিক অ্যাসিড জিংকের সঙ্গে উত্তপ্ত করা হল। জিংক অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয়- উপযুক্ত সমীকরনসহ ব্যাখ্যা করো।
4.6 টীকা লেখ: আর্সেনিক দূষণ।
4.7 অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে তা প্রমাণ কর।
অথবা 50g ভরের একটি বুলেট 200 m/s বেগে একটি বন্দুক থেকে নির্গত হল। নির্গত বুলেটটির গতিশক্তির মান নির্ণয় কর।স্থিতিশক্তিকে ঋণাত্মক কার্য বলা হয় কেন?
4.8 জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝ? শীতপ্রধান দেশে জলচর প্রাণীরা কীভাবে বেঁচে থাকে?
📚✨ Final Exam 2025 – Prepare Yourself!
ছাত্রছাত্রীরা! 😃 এখনই সংগ্রহ করে নাও আমাদের 4 Set প্রশ্নপত্র বা অধ্যায় ভিত্তিক সাজেশন 💥।
বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান
সব প্রশ্নই নতুন সিলেবাস অনুযায়ী তৈরি, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে📝।
📱 সংগ্রহ করতে হলে Click করো: Click Here

.jpg)
Enter Your Comment