পশ্চিমবঙ্গ ক্লাস 8 ইতিহাস 3য় ইউনিট পরীক্ষার সাজেশন 2025
২০২৫ সালের Class 8 History 3rd Unit Test Question Paper PDF Download এখন ছাত্রছাত্রীদের জন্য একদম সহজলভ্য। এখানে দেওয়া হয়েছে ক্লাস 8 ইতিহাস 3য় ইউনিট পরীক্ষার প্রশ্নপত্র 2025 ও গুরুত্বপূর্ণ History Question Paper Suggestions, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে দারুণ সহায়ক হবে। Class 8 History Third Summative Test Question Paper MCQ অংশে রয়েছে সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন, যা পরীক্ষার আগেই অনুশীলনের জন্য উপযুক্ত। এছাড়াও, Class 8 Third Unit Test Itihas Question Paper Final Exam 2025 ও Class 8 History 3rd Unit Test Question Paper PDF একসঙ্গে পেলে পুরো সিলেবাস কভার করা আরও সহজ হবে। ক্লাস 8 ইতিহাস 3য় ইউনিট পরীক্ষার সাজেশন 2025 অনুসারে পড়াশোনা করলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নিশ্চিত।
Info Educations History 3rd Unit Test Question Paper with Answers
২০২৫ সালের Info Educations History 3rd Unit Test Question Paper with Answers এখন অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে উপযোগী। এখানে তুমি পাবে অষ্টম শ্রেণীর ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র ও Class 8 History Third Unit Test Question সহ সম্পূর্ণ গাইডলাইন ও সাজেশন। অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর অংশে রয়েছে গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন ও বিশ্লেষণধর্মী উত্তর, যা পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। এছাড়াও, WBBSE Class 8 History Questions and Answers, অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর 2025 ও ইতিহাস প্রশ্ন উত্তর Class 8 সেকশনে দেওয়া হয়েছে পাঠ্যক্রমভিত্তিক নির্ভুল উত্তরসমূহ। Info Educations-এর এই অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর অনুসরণ করলে ছাত্রছাত্রীরা সহজেই পরীক্ষায় উচ্চ নম্বর অর্জন করতে পারবে।
WBBSE History Third Unit Test Question Paper with Answers 2025
A. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : (1×15
= 15)
1. রেগুলেটিং অ্যাক্ট আইন পাস হয়—
(a) 1772 খ্রীষ্টাব্দে (b)
1773 খ্রীষ্টাব্দে
(c) 1784
খ্রীষ্টাব্দে।
উত্তর : -(b)
1773 খ্রীষ্টাব্দে
2. ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়—
(a) 1851 (b) 1853 (c) 1882।
উত্তর : -(b)
1853
3. কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন—
(a) উইলিয়ম জোনস্ (b) জোনাথন ডানকান (c) উইলিয়ম পিট।
উত্তর : -(a) উইলিয়ম জোনস্
4. ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল—
(a) কলকাতায় (b) রিষড়ায় (c) চেন্নাইতে।
উত্তর : -(b) রিষড়ায়
5. বাংলা ভাগের উদ্যোগ গ্রহণ করেছিলেন—
(a) লর্ড লিটন
(b) লর্ড রিপন (c) লর্ড
কার্জন।
উত্তর : -(c) লর্ড
কার্জন।
6. মলেমিন্টো সংস্কার আইন পাস হয়—
(a) 1901 (b) 1907 (c) 1909 খ্রীষ্টাব্দে।
উত্তর : -(c)
1909 খ্রীষ্টাব্দে।
7. ‘সীমান্ত গান্ধী’ বলা হয়—
(a) আব্দুল গফ্ফর খান (b) মোতিলাল নেহেরু (c) চিত্তরঞ্জন দাশ।
উত্তর : -(a) আব্দুল গফ্ফর খান
8. রাসবিহারী বসু
সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ তৈরী করেন—
(a) 1940 খ্রীষ্টাব্দে (b)
1942 খ্রীষ্টাব্দে
(c) 1945
খ্রীষ্টাব্দে।
উত্তর : -(b)
1942 খ্রীষ্টাব্দে
9. 'সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্তাঁ হামারা' রচনা করেন—
(a) স্যার সৈয়দ আহমেদ খান (b) মহম্মদ আলি জিন্নাহ্ (c) মহম্মদ ইকবাল।
উত্তর : -(c) মহম্মদ ইকবাল।
10. ভারতের বিভাজন মানচিত্র তৈরী করেন—
(a) স্যার র্যাডক্লিফ (b) র্যামসে ম্যাকডোনাল্ড (c) লর্ড কার্জন।
উত্তর : -(a) স্যার র্যাডক্লিফ
11. বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন—
(a) সিকান্দর হায়াৎ খান (b) এ.
কে. ফজলুল হক (c) সি.
রাজাগোপালাচারী।
উত্তর : -(b) এ.
কে. ফজলুল হক
12. সংবিধানের আত্মা বলা হয়—
(a) প্রস্তাবনাকে
(b) মৌলিক কর্তব্যকে (c) নির্দেশাত্মক নীতিকে।
উত্তর : -(a) প্রস্তাবনাকে
13. খলিফা বলা
হত………………… এর
গুলতানকে—
(a) বার্লিন (b) ইরান (c) তুরস্ক।
উত্তর : -(c) তুরস্ক।
14. ভারতের সংবিধান কার্যকরী হয়—
(a) 1947 খ্রীষ্টাব্দে (b)
1949 খ্রীষ্টাব্দে
(c) 1950
খ্রীষ্টাব্দে।
উত্তর : -(c)
1950 খ্রীষ্টাব্দে।
15. সিঙ্গুর জমি
পুনর্বাসন ও উন্নয়ন বিল পশ্চিমবঙ্গের বিধানসভায় পাস হয়—
(a) 2011 খ্রীষ্টাব্দে (b)
2013 খ্রীষ্টাব্দে
(c) 2015
খ্রীষ্টাব্দে।
উত্তর : -(a)
2011 খ্রীষ্টাব্দে
B. নির্দেশ মতো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (1×13
= 13)
1. পূর্ণবাক্যে উত্তর দাও : (যে কোনো পাঁচটি)
i) রাজ্যসভায় কে
সভাপতিত্ব করেন?
উত্তর : -ভারতের ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে শূন্য) হলেন রাজ্যসভার পদাধিকারবলে চেয়ারম্যান, যিনি এর অধিবেশনে সভাপতিত্ব করেন।
ii) ‘বেটিং’ শব্দের অর্থ কী?
উত্তর : -"বেটিং"
শব্দের অর্থ হলো বাজি ধরা বা পণ রাখা।
iii) বঙ্গলক্ষ্মী কটন
মিলস্ কবে চালু হয়?
উত্তর : - বঙ্গোলক্ষী কটন মিলস ১৯০৬ সালে দেশের বিশিষ্ট বাঙালি শিল্পপতি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় প্রতিষ্ঠা করেছিলেন।
iv) কত খ্রীষ্টাব্দে তুরস্কের খলিফা পদের অবসান ঘটে?
উত্তর : - ১৯২৪ সালে ৩ মার্চ তুরস্কের খলিফা পদের অবসান ঘটে।
v) কারা আলি
ভ্রাতৃদ্বয় নামে পরিচিত?
উত্তর : - আলি ভ্রাতৃদ্বয় বলতে মাওলানা মোহাম্মদ আলী এবং মাওলানা শওকত আলীকে বোঝানো হয় ।
vi) কার নেতৃত্বে মেদিনীপুরের তমলুক মহকুমায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়?
উত্তর : - ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর মেদিনীপুরের তমলুক মহকুমায় সতীশচন্দ্র সামন্ত-এর নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল।
vii) আদমশুমারি কী?
উত্তর : - আদমশুমারি হলো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী জনসংখ্যা, বাড়িঘর, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর আনুষ্ঠানিক গণনা ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া।
2. সত্য না মিথ্যা লেখো :
i) জেলাপরিষদে সভাপতিত্ব করেন জেলাশাসক।
উত্তর : - ভুল
ii) মোতিলাল নেহেরু ছিলেন একজন স্বরাজ্যপন্থী নেতা।
উত্তর : - ঠিক
iii) 1928 খ্রীষ্টাব্দে কলকাতা অধিবেশনে গান্ধীর সঙ্গে সুভাষের সংঘর্ষ হয়।
উত্তর : - ঠিক
iv) 1905 খ্রীষ্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়।
উত্তর : - ভুল। 1911 খ্রীষ্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়।
3. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মিলিয়ে লেখো :
'ক' স্তম্ভ 'খ' স্তম্ভউত্তর : -
1) তেভাগা আন্দোলন d)
বাংলা
2) শিবাজী উৎসব a)
তিলক
3) চৌরিচৌরা ঘটনা c)
উত্তর প্রদেশ
4) প্রথম সুতির কাপড় তৈরীর কারখানা b) বোম্বাই
C. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোনো ১০টি) (2×10=20)
1. কবে, কোথায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা হয়?
উত্তর : - ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ সালে কলকাতায় প্রতিষ্ঠা হয়।
2. বাগিচা শিল্প ভারতের কোথায় কোথায় দেখা যায়?
উত্তর : - ভারতের বিভিন্ন অঞ্চলে বাগিচা শিল্প দেখা যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হল আসাম, পশ্চিমবঙ্গ (বিশেষ করে উত্তরবঙ্গ), কর্ণাটক, তামিলনাড়ু (কোয়েম্বাটোর জেলা) এবং কেরালা। এই রাজ্যগুলিতে চা, কফি, মশলা, ফল ও সবজি এবং অন্যান্য বাণিজ্যিক শস্যের বাগান রয়েছে।
3. ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নালিশের আমলে বিচার ব্যবস্থ্যর পার্থক্য লেখো।
উত্তর : - ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার মূল পার্থক্য হলো, হেস্টিংস বিচার বিভাগকে রাজস্ব ব্যবস্থার সাথে একত্রিত রেখেছিলেন, যেখানে জমিদারদের বিচারিক ক্ষমতা ছিল এবং জেলা স্তরে বিচার ব্যবস্থা ছিল। অন্যদিকে, কর্নওয়ালিস বিচার বিভাগকে প্রশাসন থেকে পৃথক করে একটি সুসংহত ও উন্নত বিচার ব্যবস্থা প্রবর্তন করেন, যেখানে দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা, জেলা ও প্রদেশের আদালত স্থাপন এবং সার্কিট কোর্টের মতো উচ্চতর আপিল আদালত স্থাপন করা হয়।
4. তিনদিনের তামাশা কাকে বলে?
উত্তর : -প্রতি বছর জাতীয় কংগ্রেসের অধিবেশন হত তিন দিন যাবৎ। এই তিন দিনের অধিবেশনকেই অনেকে ব্যাঙ্গ করে বলেন '' তিন
দিনের তামাশা।
5. কে, কবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারী করেন?
উত্তর : - ব্রিটিশ ভারতের গভর্নর-জেনারেল লর্ড নর্থব্রুক ১৮৭৬ সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন। এই আইনটি মূলত ব্রিটিশ বিরোধী ও দেশপ্রেমমূলক নাটক মঞ্চায়ন নিষিদ্ধ করার জন্য আনা হয়েছিল।
6. কবে, কোথায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করা হয়?
উত্তর : - এশিয়াটিক সোসাইটি ১৭৮৪ সালের ১৫ জানুয়ারি কলকাতায় স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচ্য বিষয়ক গবেষণা ও চর্চার জন্য।
7. উডের প্রতিবেদনের মূল কথা কী ছিল?
উত্তর : - উডের (Wood’s
Report) প্রতিবেদনের মূল লক্ষ্য ছিল ভারতের শিক্ষাব্যবস্থা সংস্কার করা এবং প্রাকৃতিক ও যুক্তিসঙ্গত শিক্ষার ওপর জোর দেওয়া। তিনি ব্রিটিশদের শিক্ষাব্যবস্থা পর্যালোচনা করে দেখান যে, শিক্ষা শুধুমাত্র ভাষা ও বইয়ের ওপর নির্ভরশীল থাকলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। প্রতিবেদনে বলা হয়েছিল:
i. সাধারণ মানুষের শিক্ষার প্রসার: শিক্ষা শুধু ইংরেজি শিক্ষিতের জন্য নয়, সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে দিতে হবে।
ii. স্থানীয় ভাষায় শিক্ষা: শিক্ষার মাধ্যম হিসেবে স্থানীয় ভাষার ব্যবহার গুরুত্বপূর্ণ।
iii. প্রাকৃতিক ও
যৌক্তিক শিক্ষা: শিক্ষার্থীদের চিন্তাশক্তি, ব্যবহারিক শিক্ষা ও নৈতিক বিকাশে গুরুত্ব দেওয়া।
8. গান্ধী-আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এর আর এক নাম কী?
উত্তর : - গান্ধী-আরউইন চুক্তি ১৯৩১ সালের ৫ মার্চ স্বাক্ষরিত হয়েছিল এবং এটি দিল্লি চুক্তি নামেও পরিচিত।
9. কাদের ও
কেন লালকুর্তা বাহিনী বলা হয়?
উত্তর : - ভারতের উত্তর-পশ্চিম সিমান্ত অঞ্চলে খান আবদুল গফফর খানের নেতৃত্বে আইন অমান্য আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। গান্ধিবাদী এই নেতা সীমান্ত গান্ধি নামে পরিচিত ছিলেন। তাঁর নেতৃত্বে যে দল গড়ে উঠেছিল, তার নাম ছিল ‘খুদা ই-খিদমতগার’। ‘খুদা ই-খিদমতগার’ দলের সদস্যরা লাল রঙের কুর্তা পরতেন বলে, এই দল লালকুর্তা বাহিনী নামেও পরিচিত ছিল।
10. রানী ঝাঁসি বাহিনীতে নেতৃত্ব দেন কে? ভারতছাড় আন্দোলন কবে হয়?
উত্তর : - রানী লক্ষ্মীবাঈয়ের নামে তৈরি "ঝাঁসি রেজিমেন্টের রানী" নামক মহিলা বাহিনীটির নেতৃত্ব দেন সুভাষচন্দ্র বসু। ভারত ছাড়ো আন্দোলন ১৯৪২ সালের ৮ই আগস্ট শুরু হয়।
11. লাহোর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? “ইনকিলাব জিন্দাবাদ” কথাটির অর্থ কী?
উত্তর : - লাহোর ষড়যন্ত্র মামলা ১৯২৯ সালের জুন মাসে শুরু হয়। অন্যদিকে, 'ইনকিলাব জিন্দাবাদ' এর অর্থ হলো 'বিপ্লব দীর্ঘজীবী হোক'।এই কথাটিকে ভগৎ সিং ও তাঁর অনুগামীরা জনপ্রিয় করেন।
12. কবে, কোথায় মহামেডান এডুকেশন কনফারেন্স-এর অধিবেশন বসে?
উত্তর : - ১৯০৬ খ্রিস্টাব্দে ঢাকায় মহামেডান এডুকেশন কনফারেন্স-এর অধিবেশন হয়।
13. কবে ও কার উদ্যোগে ভারতে পৌরশাসন ব্যবস্থা তৈরী হয়?
উত্তর : - ১৮৮২ খ্রিস্টাব্দে লর্ড রিপনের সময় ভারতে পৌরশাসন ব্যবস্থা চালু হয়।
14. রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হয়?
উত্তর : - ৩৫ বছর।
“হিন্দু স্বরাজ” (১৯০৯)-এর লেখক → মহাত্মা গান্ধি
15. পৌরসভার নির্বাচিত সদস্যদের কী বলে?
উত্তর : - পৌরসভার নির্বাচিত সদস্যদের কাউন্সিলর বলা হয়।
ভারতীয় সংবিধানের প্রধান রূপকার→ ডঃ বি.আর. আম্বেদকর
16. কে, কবে ‘বিধবা বিবাহ আইন’ পাশ করেন?
উত্তর : - ১৮৫৬ সালের ২৬ শে জুলাই, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ঐকান্তিক প্রচেষ্টায়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তত্কালীন গর্ভনর জেনারেল লর্ড ডালহৌসি এই বিধবা বিবাহ আইনের খসড়া প্রস্তুত করেন।
D. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো : (যে কোনো দুটি) (4×2=8)
1. ভারতের সংবিধানে “সাধারণতন্ত্র” শব্দটির তাৎপর্য কী?
2. ক্যাবিনেট মিশন (মন্ত্রী মিশন) কেন গঠিত হয়? এবং এর সদস্য কারা ছিলেন?
3. স্বদেশী আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কী ছিল?
4. কে, কীভাবে, কবে হায়দরাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন?
5. ‘ফারুখশিয়রের ফরমান’ সম্পর্কে টীকা লেখো।
E. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো : (যে কোনো 3টি) (5 × 3 = 15)
1. নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।
2. ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো।
3. ভারতীয় সংবিধানে উল্লিখিত ছয়টি মৌলিক কর্তব্য উল্লেখ কর।
4. লর্ড কার্জনের বাংলা ভাগের উদ্দেশ্য কী ছিল? বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কী প্রভাব পড়েছিল? (3+4=7)
5. মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো।
6. কৃষকদের অধিকার রক্ষায় তেভাগা ও তেলেঙ্গানা আন্দোলনের বিবরণ দাও।
📚 অষ্টম শ্রেণী – 3rd Unit Test
✨ সব বিষয়ের 4 সেট প্রশ্নপত্র + উত্তরপত্র
⬇️ এখনই সংগ্রহ করুন : - Get Now
Enter Your Comment