Class 8 Bengali First Unit Test Question Paper 2025 in Bengali। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025

1

অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র ২০২৫ প্রশ্ন ও উত্তর

Class 8 Bengali First Unit Test Question Paper 2025 in Bengali। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025
অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আমরা নিয়ে এসেছি বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র(Class 8 Bengali 1st Unit Test Model Question Paper 2025)। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ের (Wbbse Class 8 Bengali Question Paper) মডেল প্রশ্ন পত্র (Model Question Paper) এখানে দেওয়া হয়েছে। আমরা এখানে ৩টি মডেল সেট দিয়েছি। আশা করি ছাত্রছাত্রীরা বাংলা বিষয়ের এই মডেল সেট গুলোর প্রশ্ন ও উত্তর পড়ে অনেক উপকৃত হবে এবং পরীক্ষা অনেক ভালো ফলাফল করবে। কারণ, ১০০ % পরীক্ষাই Common আসবে এখান থেকে।

Class 8 Bangla 1st Unit Test Question 2025

অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (Class 8 1st Unit Test Question Paper Bangla)  বাংলা বিষয়ের বোঝাপড়া, অদ্ভুত আতিথিয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি, একটি চড়ুই পাখি।পথের পাঁচালী: - প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ। ভাষাচর্চা: - দল, ধ্বনি পরিবর্তন, প্রবাদ প্রবচন  পর্যন্ত পরীক্ষা হবে।  তাই এই অধ্যায় গুলি থেকে প্রশ্ন পত্র(Ostom Shrenir Bangla Proshnopotro Uttorsoho) তৈরী করা হয়েছে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন(Bangla Proshno 2025) 30 নম্বরের হবে যেখানে নির্ধারিত সময় 60 মিনিট।

অষ্টম শ্রেণীর প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র 2025 

Class 8 Bengali 1st unit test question 2025 pdf

Model Set – 1

1st Summative Evaluation 2025 । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025

বিষয় - বাংলা । পূর্ণমান - 30। সময় - 60 মিনিট

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১x৮=৮

১.১ কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা হল – 

(ক) উর্দু, 

(খ) ফারসি, 

(গ) পশতু, 

(ঘ) ইংরেজি।

উত্তর :- (গ) পশতু, 

১.২ চারজনে মিলে চাঁদা উঠেছে – 

(ক) দু'টাকা আট আনা, 

(খ) আট টাকা ছ'আনা, 

(গ) দশ টাকা ছ’ আনা, 

(ঘ) বারো টাকা 

উত্তর :- (গ) দশ টাকা ছ’ আনা, 

১.৩ ‘কথাকলি’ও ‘কত্থক'-এর সঙ্গে যোগ রয়েছে –

(ক) হরিণ ও চিতার, 

(খ) চিতা ও খরগোশের, 

(গ) খরগোশ ও বনময়ূরের, 

(ঘ) চিতা ও বনময়ূরের।

উত্তর :- (ঘ) চিতা ও বনময়ূরের।

১.৪ আতিথেয়তা বিষয়ে জগতে -

(ক) আরবরা, 

(খ) মুররা, 

(গ) ভারতীয়রা, 

(ঘ) গ্রিকরা অতুলনীয়।

উত্তর :- (ক) আরবরা, 

১.৫ যাহার লাগি চক্ষু বুজে / বহিয়ে দিলাম - 

(ক) দুঃখের সাগর, 

(খ) অশ্রুনদী, 

(গ) অশ্রুসাগর, 

(ঘ) রক্তনদী।

উত্তর :- (গ) অশ্রুসাগর, 

১.৬ ব্যাকরণে ‘দল’শব্দের অর্থ – 

(ক) পাপড়ি, 

(খ) অক্ষর, 

(গ) জনতা, 

(ঘ) মিছিল

উত্তর :- (খ) অক্ষর, 

১.৭ পদ্ম > পদ – এক্ষেত্রে ঘটেছে  - 

(ক) প্রগত সমীভবন, 

(খ) পরাগত সমীভবন, 

(গ) অন্যোন্য সমীভবন, 

(ঘ) কোনোটিই নয়

উত্তর :- (ক) প্রগত সমীভবন, 

১.৮ ‘বিশ্বভুবন’শব্দে কয়টি দল রয়েছে? – 

(ক) তিনটি, 

(খ) চারটি, 

(গ) দুটি, 

(ঘ) পাঁচটি

উত্তর :- (খ) চারটি, 

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১ x ১৪ = ১৪

২.১ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন্ পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন ?

উত্তর :-  জোড়াসাঁকো ঠাকুবাড়ি থেকে প্রকাশিত ' ভারতী ' ও ' বালক ' পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। 

২.২ ‘অদ্ভুত আতিথেয়তা' গল্পে কোন্ কোন্ সেনাপতির প্রসঙ্গ রয়েছে ?

উত্তর :- 'অদ্ভুত আতিথেয়তা ' গল্পে আরব সেনাপতি ও মুর সেনাপতির প্রসঙ্গ রয়েছে।

২.৩ ‘রাজার প্রতি রাজার আচরণ!' — উদ্ধৃতাংশের বক্তা কে ? 

উত্তর :- আলোচ্য অংশটির বক্তা হলেন ভারতের বীর বিক্রমী রাজা পুরু, যিনি সেকেন্দার সাহা র কাছে পরাজিত হয়েছিলেন।

২.৪ ‘উস-উস শব্দে নোলার জল টানল টেনিদা: ...' – টেনিদার এমন আচরণের কারণ কী ?

উত্তর :- হাবুল সেনের মুখে বনভোজনের পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোর্মা ইত্যাদি খাবারের কথা শুনে টেনিদা লোভে নোলার জল টেনেছিল।

২.৫ ‘পরবাসী' কবিতাটি কার লেখা ?

উত্তর :- 'পরবাসী ' কবিতাটি কবি বিষ্ণু দে -র লেখা।

২.৬ ‘সবুজ জামা’ কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কী ?

উত্তর :- ' সবুজ জামা ' কবিতার মূল কাব্যগ্রন্থের নাম হলো ' উলুখড়ের কবিতা '।

২.৭ বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল ?

উত্তর :- বিশিষ্ট সাহত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ' বনভোজনের ব্যাপার ' গল্পে ক্যাবলার মামার একটা বাগানবাড়ি তে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল।

২.৮ মহাভারতের কোন চরিত্র অপুর বড়ো ভালো লাগে ? 

উত্তর :- বিভূতিভষণ বন্দোপাধ্যায় এর 'পথের পাঁচালী ' উপন্যাসের সর্বপ্রধান চরিত্র অপুর মহাভারতের ' কর্ণ '  চরিত্র খুব ভালো লাগত। 

২.৯ .‘পথের পাঁচালী' গ্রন্থটি কার লেখা ?

উত্তর :- পথের পাঁচালী গ্রন্থটি বিভূতিভষণ বন্দোপাধ্যায় এর লেখা ।

২.১০ “হাঁ হাঁ, হাত দিয়ো না হাত দিয়ো না,” – বাবা অপুকে কীসে, কেন হাত দিতে বারণ করেছিল ?

উত্তর :- বাবা অপুকে আলকুশি তে হাত দিতে বারণ করেছিল ,কারণ, হাত চুলকালে ফোস্কা হতে পারে।

২.১১ রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম কী ? 

উত্তর :- রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম আশালতা।

২.১২ ‘রুদ্ধদল’ বলতে কী বোঝো ?

উত্তর :- যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে তাকে ব্যঞ্ছনান্ত বা রুদ্ধদল বলা হয়। যেমন: ভুল, মাছ, বল ইত্যাদি।

২.১৩ ‘ধ্বনি-বিপর্যয়'-এর একটি উদাহরণ দাও ।

উত্তর :- ধ্বনি বিপর্যয় এর উদাহরণ: পিশাচ> পিচাশ, বাক্স > বাসক

২.১৪ ‘আকাশপাতাল’ এই শব্দটির দল বিশ্লেষণ করে দেখাও।

উত্তর :- আ(রুদ্ধদল)+কাশ(মুক্তদল)+পা(রুদ্ধদল)+তাল(মুক্তদল) = ( চারটি দল , ২ টো মুক্তদল ও ২ রুদ্ধদল)

৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ২ x ৪ = ৮ 

৩.১ “যাও বীর! মুক্ত তুমি।” বক্তা কে, তা উল্লেখ করে কাকে তিনি মুক্তি দিলেন লেখো। কোন্ অর্থে তাকে বীর বলা যায়? ১+১ 

৩.২ তোতাই সবুজ জামা পরলে কী কী ঘটনা ঘটবে?

৩.৩ ‘সত্য সেলুকস ! কী বিচিত্র এই দেশ!' — উক্তিটি কার লেখা, কোন্ রচনা থেকে নেওয়া হয়েছে? উক্তিটির বক্তা কে? ১+১ 

৩.৪ ‘এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা –– কার লেখা, কোন্ কবিতার অংশ? এখানে কোন্ খেলার কথা বলা হয়েছে ? ১+১ 

Class 8 Bengali Suggestion

Model Set - 2 

1ST SUMMATIVE EXAMINATION 2025। অষ্টম শ্রেণী বাংলা সাজেশন

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :  ১ x ৮ = ৮ 

১.১ “এক-পায়ে দাঁড়িয়ে থাকে” – 

(ক) তোতাইবাবু, 

(খ) দাদু, 

(গ) গাছেরা, 

(ঘ) তোতাইয়ের বন্ধুরা

উত্তর :- (গ) গাছেরা, 

১.২ ‘মেঘনাদবধ কাব্য'-এ মেঘনাদ কোন্ সর্গে মারা গেছে?

(ক) পঞ্চম সর্গে, 

(খ) ষষ্ঠ সর্গে, 

(গ) তৃতীয় সর্গে, 

(ঘ) চতুর্থ সর্গে

উত্তর :- (খ) ষষ্ঠ সর্গে, 

১.৩ ‘আবার কার্নিশে বসে চাহনিতে' – 

(ক) তাচ্ছিল্য গর্বের, 

(খ) তাচ্ছিল্য মজার, 

(গ) তাচ্ছিল্য অহংকারের, 

(ঘ) তাচ্ছিল্য আনন্দের

উত্তর :- (খ) তাচ্ছিল্য মজার, 

১.৪ টুপ করে তার কোলের ওপর নেমে আসবে' – কোন্ রঙের ফুল নেমে আসবে? -

(ক) লাল-নীল, 

(খ) সবুজ, 

(গ) লাল, 

(ঘ) নীল

উত্তর :- (ক) লাল-নীল, 

১.৫ ‘গাত্রোত্থান’ শব্দের অর্থ কী ? – 

(ক) গা ধোওয়া, 

(খ) মুখ ধোওয়া, 

(গ) গায়ে ঢাকা দেওয়া, 

(ঘ) উঠে দাঁড়ানো

উত্তর :- (ঘ) উঠে দাঁড়ানো

১.৬ ‘অপিনিহিতি’-তে কোন্ ধ্বনি কার্যকরী ভূমিকা গ্রহণ করে? -

(ক) ই, 

(খ) ই ও উ, 

(গ) উ, 

(ঘ) কোনোটিই নয়

উত্তর :- (খ) ই ও উ, 

১.৭ ‘স্কুল’ শব্দের মধ্যে ক'টি দল আছে?  - 

(ক) একটি, 

(খ) দুটি, 

(গ) তিনটি, 

(ঘ) চারটি

উত্তর :- (খ) দুটি,

১.৮ ‘রবীন্দ্রনাথ’ শব্দটিতে ক'টি দল আছে? – 

(ক) একটি, 

(খ) দুটি, 

(গ) তিনটি, 

(ঘ) চারটি

উত্তর :- (ঘ) চারটি

অথবা, দুষ্ট > দুষ্টু – এখানে ঘটেছে – 

(ক) আদি-স্বরাগম, 

(খ) মধ্য-স্বরাগম, 

(গ) অন্ত্য-স্বরাগম, 

(ঘ) আদি-ব্যঞ্জনাগম। 

উত্তর :- (গ) অন্ত্য-স্বরাগম, 

২। খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১ x ১৪ = ১৪ 

২.১ রাত্রির নির্জন ঘরে কারা বাস করে? 

উত্তর :- রাত্রির নির্জন ঘরে কবি এবং চড়ুই পাখি একাকী বাস করে। 

২.২ ‘তাঁহার দিকভ্রম জন্মিয়াছিল,' - এখানে কার কথা বলা হয়েছে?

উত্তর :- আলোচ্য অংশ টি  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর লেখা ' অদ্ভুত আতিথেয়তা ' গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে মুর সেনাপতির কথা বলা হয়েছে।

২.৩ ভন্টা কোন্ কোন্ খাবার খেয়ে রাজহাঁসের ডিমের সন্ধান দিয়েছিল?

উত্তর :- ভন্টা দু - আনার পাঁঠার ঘুগনি আর ডজন খানেক ফুলুরি খেয়ে হাঁসের ডিমের সন্ধান দিয়েছিল।

২.৪ “চলে আসছে এমনি রকম” কোন্ সময় থেকে, কী চলে আসছে ? 

উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুরের ' বোঝাপড়া ' কবিতায় কবি বলেছেন মান্ধাতার আমলথেকে অর্থাৎ প্রাচীনকাল থেকে চলে আসছে, জীবনের চলমানতার স্বাভাবিক ধর্ম অনুযায়ী কিছু মানুষ ফাঁকি দেয়, কিছু মানুষ সেই ফাঁক পূরণ করে দেয়। আবার কারোর ভাগের সম্পদ অন্য কারোর ভাগ শূন্য করে দেয়।

২.৫ দ্বিতীয় পত্রে মধুসূদন কোন জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন? 

উত্তর :-  দ্বিতীয় পত্রে মধুসূদন ' সীলোন ' নামক জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন।

২.৬ “হাসচো কেন খোকা, এটা কি নাট্যশালা?” – কার উক্তি?

উত্তর :- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর পথের পাঁচালী গ্রন্থের আলোচ্য অংশ এর বক্তা হলেন গুরুমশায়।

২.৭ অপুর মতে, শ্যাওড়াফল খেলে কী হয়? 

উত্তর :- অপুর মতে শেওরা ফল খেলে পাগল হয়ে যায়।

২.৮ ‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট" - অর্থ লিখে প্রবাদটিকে বাক্যে ব্যবহার করো।

উত্তর :- বেশি লোক কাজ পণ্ড হয়ে।

বাক্য রচনা: পড়ার রাস্তা তৈরিতে নেতা মন্ত্রীরা দেখি এসে উপস্থিত হয়েছে, এত একেবারে অধিক সন্ন্যাসী মিলে গাজন হবার উপক্রম।

২.৯ অপিনিহিতি কাকে বলে? উদাহরণ দাও । 

উত্তর :- শব্দের মধ্যে অবস্থিত ই বা উ ধ্বনির নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হবার যে প্রবণতা বা রীতি তাকে অপনিহিতি বলে। যেমন: কালি> কাইল, আজি>আইজ।

২.১০ ‘স্বরাগম’ কাকে বলে? এটি কয় প্রকার?

উত্তর :- উচ্চারণের সুবিধার্থে কোনো শব্দের আদি, মধ্য বা অন্তে পূর্বে অনুপস্থিত কোনো স্বরধ্বনির আগমন ঘটলে, তাকে স্বরাগম বলে। 

এটি তিন প্রকার যথা : - আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বারাগম।

২.১১ দল বিশ্লেষণ করে মুক্তদল ও রুদ্ধদল চিহ্নিত করো : ভৈরব। 

উত্তর :- ভৈরব: ভৈ - রব ( ভৈ - মুক্তদল ও  রব - রুদ্ধদল) 

২.১২ দল কাকে বলে? উদাহরণ দাও ।

উত্তর :- বাগযন্ত্র এর স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যতটুকু অংশ একটি ঝোঁকে উচ্চারণ করা যায়, তাকে দল বলে। যেমন: অরণ্য: অ - রণ - নো 

২.১৩ একটি ব - শ্রুতির উদাহরণ দাও।

উত্তর :-  খাআ> খাবা

২.১৪ ধ্বনি পরিবর্তনের যে-কোনো দুটি ধারার নাম উল্লেখ করো ।

উত্তর :- ধ্বনি পরিবর্তনের দুটি ধারা হলো - ধ্বনির আগম ও ধ্বনির লোপ।

Read More : - Class 8 Enviroment & Sceince First Unit Test Question Paper 2025 in Bengali। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025 

৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ২ x ৪ = ৮ 

৩.১ “এ সব আমার-ই হবে;” – ‘এ সব’ বলতে কোন্ জিনিসটিকে বোঝানো হয়েছে? 

অথবা, “সেইটে সবার চেয়ে শ্রেয়,” – কোটি সবার চেয়ে শ্রেয়?

৩.২ রাজহাঁসের বাক্সে কে হাত ঢোকায়? তার পরিণতি কী হয় ? ১+১ 

অথবা, “চালাকি ন চলিষ্যতি।” – বক্তব্যটির অর্থ কী? কোন্ চালাকির কথা বলা হয়েছে? ১+১ 

৩.৩ ‘ময়ূর মরেছে পণ্যে’। – এই কথার অন্তর্নিহিত অর্থ কী ?

অথবা, “বন্য প্রাণের কথাকলি বেগ জাগিয়ে।” - বন্যপ্রাণের কথাকলি বেগ কে জাগায়? ‘কথাকলি' কী?১+১ 

৩.৪ “আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যর্পণ করলাম।”— কে, কাকে রাজ্য প্রত্যর্পণ করেছিল? কেন বক্তা রাজ্য প্রত্যর্পণ করেছিল? ১+১ 

অথবা, “দোহাই তবে এ কার্যটা / যত শীঘ্র পারো সারো।” - কোন্ কার্যের কথা বলা হয়েছে? ‘দোহাই’ শব্দের মধ্যে দিয়ে কবি কী বলতে  চেয়েছেন? ১+১ 

N.B: - Model Set - 3 তোমাদের জন্য বাড়ির কাজ রইলো তোমরা বাড়িতে বসে প্রশ্ন সেটটি সমাধান করে আমাদের পাঠাতে পারো। 

Class 8 1st unit test bengali question paper 2025

Model Set - 3

Class 8 bengali 1st unit test question 2025 pdf download

১। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো : ১ × ৮ = ৮

১.১ আরব সেনাপতির লোক তাঁহার নিদ্রাভঙ্গ করাইল – 

(ক) মধ্যরাতে, 

(খ) দিবাবসানে, 

(গ) রজনীশেষে।

১.২ “জীবনখানা নিজের দোষে,” – 

(ক) বরবাদ, 

(খ) অশান্ত, 

(গ) আঁধার করে তোলো।

১.৩ “বাঘের বিক্রম সম মাঘের হিমানী” – ‘চিঠি' গদ্যাংশে উল্লিখিত পক্তিটির কবি হলেন – 

(ক) কৃত্তিবাস ওঝা, 

(খ) জয়দেব, 

(গ) ভারতচন্দ্র।

১.৪ ‘চন্দ্রগুপ্ত’ নাটকের ঘটনাটি ঘটেছে – 

(ক) সকালবেলায়, 

(খ) দুপুরবেলায়, 

(গ) রাত্রিবেলায়।

১.৫ আরবসেনাপতি মুরসেনাপতিকে যে অশ্ব দিয়েছিলেন, সেটি তার নিজের অশ্বের তুলনায়

(ক) দুর্বল ছিল, 

(খ) হীন ছিল, 

(গ) বেশি দ্রুতগামী ছিল।

১.৬ বানর > বান্দর এটি – 

(ক) স্বরাগম, 

(খ) ব্যঞ্জনাগম, 

(গ) ধ্বনিলোপ-এর উদাহরণ।

১.৭ ‘অপরাজিতা' শব্দের দলসংখ্যা  - 

(ক) তিনটি, 

(খ) চারটি, 

(গ) পাঁচটি।

১.৮ স্ক্রু > ইস্তুপ – এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে, তা হল – 

(ক) আদি-স্বরাগম, 

(খ) অন্ত্য-ব্যঞ্জনাগম, 

(গ) আদি ও অন্ত্য-স্বরাগম।

২। অতি সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ১৪ = ১৪

২.১ শুনেছি সিন্ধুমুনির হরিণ-আহ্বান।’-সিন্ধুমুনির হরিণ-আহ্বানের পৌরাণিক প্রসঙ্গটি লেখো।

২.২ বনভোজনে কী কী খাবারের আয়োজন হয়েছিল?

২.৩ “মরণ এলে হঠাৎ দেখি” – কবি কী দেখেন?

২.৪ মাইকেল মধুসুদন দত্ত যে জাহাজ থেকে তাঁর বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন, সেটির নাম কী?

২.৫ বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল?

২.৬ সেজ বউয়ের ছেলের নাম কী?

২.৭ অপুর বইয়ের দপ্তরে কী কী বই ছিল?

২.৮ আলকুশি কী?

২.৯ হরিহর ও তার পরিবার যে গ্রামে থাকত তার নাম কী? 

২.১০ দুর্গা কীসের নোলক পরতে ভালোবাসে ? 

২.১১ যুদ্ধ জিনিসটা উপভোগ করবার জন্য অপু কী করত?

২.১২ ‘স্বরভক্তি'-র অপর নাম কী ?

২.১৩ দল বিশ্লেষণ করো : অকালবোধন, গ্রামবাসী।

২.১৪ অপিনিহিতির দুটি উদাহরণ দাও ।

অথবা, আলনা > আনলা – এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মটি লক্ষ করা যায় ?

৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ২ x ৪ = ৮ 

৩.১ ‘আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি।' বক্তা কে? কীসের প্রতিশোধ নেবার কথা বলেছেন?১ + ১ 

৩.২ সবুজ জামা আসলে কী? তোতাই সবুজ জামা পরলে কী কী ঘটবে ?

৩.৩ “এই রইল তোদের পিকনিক আমি চললাম!” – বক্তা কে? কেন তিনি পিকনিকে থাকতে চাননি? ১ + ১ 

৩.৪ ‘আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই।' – বক্তার একথা বলার কারণ কী?  ১ + ১ 

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন