WBBSE Class 10 Bengali First Unit Test Question Paper 2025 । দশম শ্রেণির বাংলা সাজেশন

1

Wbbse Class 10 Bengali Question Paper with Answer 2025

WBBSE Class 10 Bengali First Unit Test Question Paper 2025 । দশম শ্রেণির বাংলা সাজেশন

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা April মাসে শুরু হতে চলেছে সব বিদ্যালয়ে। তাই Info Educations ছাত্রছাত্রীদের প্রস্তুতিকে আরও সহজ করে তুলতে নিয়ে চলে এসেছে WBBSE Class 10 All Subject Unit Test Question Papers।

তোমাদের জন্য একসাথে 2 টি বাংলা মক টেস্ট আলোচনা করা হলো। 

দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর

প্রিয় ছাত্রছাত্রী , আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে  দশম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025। তোমাদের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 40 Marks যার জন্য সময় বরাদ্দ থাকবে 80 Minutes। তোমাদের জন্য দশম শ্রেণীর বাংলা (Class Ten bangla Question Paper) প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাড়িতে বসে তোমরা দশম শ্রেণী বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশনটি (Dosom Shrenir Bangla Prothom Porjai Kromik Mulyaon Proshnopotro) ভালো করে প্রাকটিস করো। WBBSE Class 10 Bengali Question Paper টি অনেক অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের মাধ্যম্যে তৈরী করা হয়েছে। 

West Bengal Board Class 10 Bengali 1st Unit Test Syllabus

WBBSE Class 10 Bengali 1st Unit Test / দশম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ এর সিলেবাস এ থাকছে তোমাদের প্রথম অধ্যায় - জীবন ও তার বৈচিত্র্য, দ্বিতীয় অধ্যায় - জীবন সংঘটনের স্তর । Class 10 ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ পূর্ণমান - ৪০ লিখিত।  যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।

West Bengal Board Bengali Class 10 First Summative Evaluation 

WB Class 10 Bengali Question Paper 2025

Class: X, Subject: Bengali

Full Marks : 40         Time : 1.20 Hrs.

। সঠিক উত্তর নির্বাচন করো :- ১২ x ১ = ১২

১.১ রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে রত্ন ও জহুরি হল- 

ক) তপন ও ছোটমাসি 

খ) তপন ও মা 

গ) তপন ও বাবা 

ঘ) তপন ও ছোটমেসো

১.২  হরিদা ছিলেন পেশায় একজন—

ক) চা-ওলা 

খ) বাস ড্রাইভার 

গ) বহুরূপী 

ঘ) পুলিশ

১.৩ ‘আমাদের ডান পাসে’–

ক) টাকা 

খ) বাঁধ 

গ) বোমারু বিমান 

ঘ) ধ্বস

১.৪ 'এল ওরা লোহার হাতকড়ি নিয়ে’– 'ওরা' হল-

ক) ইউরোপীয় 

খ) ভারতীয় 

গ) আমেরিকান 

ঘ) আফ্রিকান

১.৫ “বৃষ্টিতে ধুয়ে দিল - 

ক) রাস্তার ধুলো 

খ) রক্তের দাগ 

গ) বারান্দা 

ঘ) পায়ের দাগ 

১.৬ পালকের কলমের ইংরেজি নাম হল-

ক) স্টাইলাস 

খ) কুইল

গ) ব্যারেল 

ঘ) রিজার্ভার পেন।

১.৭ ‘ছিঁড়ে পত্র না ছাড়ে মসি।’— মসি’ কথাটির অর্থ হল— 

ক) লোহা 

খ) কাগজ 

গ) কলম 

ঘ) কালি

১.৮ কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন - 

ক) দার্শনিক 

খ) প্রাবন্ধিক 

গ) গল্পকার 

ঘ) ভাবুক

১.৯ আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল-

ক) ঝরণা কলম 

খ) রিজার্ভার পেন 

গ) পাইলট পেন 

ঘ) বলপেন।

১.১০ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে-

ক) বিভক্তি 

খ) কারক 

গ) অনুসর্গ 

ঘ) প্রত্যয়।

১.১১ 'কলমে কায়স্থ চিনি' - কলমে পদটির কারক নির্ণয় করুন - 

ক) কর্ম কারক 

খ) করণ কারক 

গ) অধিকরণ কারক 

ঘ) কর্ম কারক

১.১২ 'কি বাঁধনে বাঁধলে আমায়' - উদাহরণটি হলো - 

ক) হেতুময় করণ     

খ) কালাত্মক করণ     

গ) নিমিত্ত কারক    

ঘ) যন্ত্রাত্মক করণ 


২। কমবেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :- ৮ x ১ = ৮ 

২.১ ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে' - এখানে কোন কথাটার কথা বলা হয়েছে ?

২.২ "কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয।"- কোন ধরনের কাজ তাঁর অপছন্দ?

২.৩ 'ছড়ানো রয়েছে কাছে দূরে'- কী ছড়ানো রয়েছে?

২৪. "বিদ্রুপ করেছিল ভীষণকে' -কে কীভাবে ভীষণকে বিদ্রুপ করেছিল? 

২.৫ সোনার দোয়াত কলম যে সত্যিই হত তা লেখক কীভাবে জেনেছিলেন? 

২.৬ 'লাঠি তোমার দিন ফুরাইয়াছে'?- উক্তিটি কার?

২.৭ পৃথিবী হয়তো বেঁচে আছে। – পৃথিবী পদটির কারক বিভক্তি নির্ণয় করো। 

২.৮ বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ।

Read More : - WBBSE Class 10 Physical Science First Unit Test Question Paper 2025 । Physical Science Question Paper Suggestions

৩। প্রসঙ্গ নির্দেশ সহ কমবেশি ৬০ টি শব্দে উত্তর দাও :- ২ x ৩ = ৬ 

৩.১ সেই মেয়েটির মৃত্যু হল না। – কোন মেয়েটির কথা বলা হয়েছে? তার মৃত্যু হল না কেন ?

অথবা,

"আমরা ভিখারি বারোমাস'- আমরা কারা? কেন “আমরা” বারোমাস ভিখারি ?

৩.২ 'মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।”- কার মেসো? উপযুক্ত কাজti কি ? ১+২

অথবা,

"আমার মনে পড়ে প্রথন ফাউন্টেন কেনার কথা।" - লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা কিরূপ তা লেখ। 


৪। কমবেশি ১৫০ শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- 

৪.১ “তারপর যুদ্ধ এল'- যুদ্ধের বিধ্বংসী রূপটি অসুখী একজন' কবি কীভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 

৪.২ "আয় আরো বেঁধে বেঁধে থাকি।'- কবি কাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন। কোন পরিস্থিতিতে, কেন এরূপ বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে? ১ + ৪ 


৫। কমবেশি ১৫০ শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫ ১ = ৫ 

৫.১ “তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের'- কার দুঃখ- অপমানের কথা বলা হয়েছে? তার দুঃখ ও অপমানের স্বরূপ বিশ্লেষণ কর। ১ + ৪ 

৫.২ ‘বিমর্ষ" ওয়াটার ম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, '... ওয়াটার ম্যান কে? তিনি বিমর্ষ হয়েছিলেন কেন? তাঁর প্রতিজ্ঞার ফল কী হয়েছিল? ১+২+২ 


৬।  চলিত বাংলায় অনুবাদ কর :- ৪ 

Our life is short. But we shall have to do many things. Human life is nothing but collection of moments. So we must not spend a single moment in vain. To kill time is to shorten life.​


West bengal board bengali class 10 first summative evaluation term

Class 10 Bengali First Unit Test Question 2025

Class: X, Subject: Bengali

Full Marks : 40         Time : 1.20 Hrs.

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ x ৯ = ৯ 

১.১  "যেন নেশার পেয়েছে।" - তপনকে কীসের নেশায় পেয়েছে? – 

ক) শঙ্ক গড়ার 

খ) গল্প লেখার 

গ) গান শোনার 

ঘ) মামার বাড়ি যাওয়ার

১.২ পায়ে পায়ে হিমানীর বাঁধ" - "হিমানী' শব্দের অর্থ – 

ক) জল 

খ) আগুন 

গ) তুষার 

ঘ) পর্ব

১.৩ "বৃষ্টিতে ঘুরে দিল।" - বৃষ্টিতে কী ধুয়ে দিল? – 

ক) পায়ের দাগ 

খ) রক্তের দাগ 

গ) চাকার দাগ 

ঘ) চকের দাগ

১.৪ "কালো ঘোমটার নীচে অপরিচিত ছিল" - কী অপরিচিত ছিল? – 

ক) তোমার চেতনাতীত রূপ 

খ) তোমার রহস্যময় রূপ 

গ) তোমার আরন্যক রূপ 

ঘ) তোমার মানব রূপ

১.৫ লাঠি তোমার দিন ফুরাইয়াছে।" - এই কথাটির রচয়িতা হলেন – 

(ক) রবীন্দ্রনাথ 

(খ) বঙ্কিমচন্দ্র 

(গ) শরতন্ত্র 

(ঘ) শ্রীপান্থ। '

১.৬ “চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে” – 

ক) তুলি 

(খ) রোজের শলাকা 

(গ) হাড় 

(ঘ) নলখাগড়া

১.৭ মন্দিরে বাজছিল পুজার ঘন্টা । – 'মন্দিরে' পদটি কোন কারকের উদাহরণ?

(ক) কর্তৃকারক 

(খ) কর্মকারক 

(গ) করণকারক 

(ঘ) অধিকরণ কারক 

১.৮ ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে বলে – 

(ক) কারক 

(খ) সমাস 

(গ) বাচ্য 

(ঘ) বিভক্তি।

১.৯ একটি অকারকের উদাহরণ – 

(ক) কর্মকারক 

(খ) কর্তৃকারক 

(গ) সম্বন্ধ পদ 

(ঘ) নিমিত্ত কারক।


২। কমবেশি ২০টি শব্দে যে কোনো ৬-টি প্রশ্নের উত্তর লেখো :  ১ x ৬ = ৬ 

২.১ “তপন প্রথমটা ভাবে ঠাট্টা” – কোন্ কথাটা তপন ঠাট্টা ভেবেছিল? 

২.২ “বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা।” ― চায়ের টেবিলে কোন কথা ওঠে?

২.৩ অসুখী একজন কবিতাটি বাংলা তড়জমা কে করেন ?

২.৪ দাঁড়াও এই মনিহারা মানবীর দ্বারে” – কবি কাকে এই আহ্বান করেছেন?

২.৫ “বুড়ো-বুড়িরা আশীর্বদ করতেন” - বুড়ো-বুড়িরা কী বলে আশীর্বাদ করতেন ?

২.৬ "সোনার দোয়াত কলম যে সত্যই হতো” – তা লেখক কীভাবে জেনেছিলেন?

২.৭ "সেই মেয়েটির মৃত্যু হলো না।" - মেয়েটি কে?

২.৮ “ছড়ানো রয়েছে কাছে দূরে।” — কী ছড়ানো রয়েছে?

Read More : - WBBSE Class 10 Mathematics First Unit Test Question Paper 2025। দশম শ্রেণির গণিত সাজেশন

৩। কমবেশি ২০টি শব্দে যে কোনো ৫টি প্রশ্নের উত্তর লেখো : ১ x ৫ = ৫ 

৩.১ তির্যক বিভক্তি কাকে বলে?

৩.২ প্রযোজক কর্তা কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

৩.৩ তপন লজ্জায় ভেঙে পড়তে যায়। - 'তপন' পদটির কারক ও বিভক্তি উল্লেখ করো।

৩.৪ সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। - 'কাঠকয়লা' পদটির কারক ও বিভক্তি উল্লেখ করো।

৩.৫  সম্বন্ধ পদ কাকে বলে?

৩.৬  গৌণ কর্ম কাকে বলে? উদাহরণ দাও।

৪। কমবেশি ৬০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৩ x ১ = ৩ 

8. "কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল।" - কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? ১ + ২ 

৪.২. "গায়ে কাটা নিয়ে উঠল তপনের" - কোন রচনার অংশ? তপনের গায়ে কেন কাঁটা দিয়ে উঠল ? ১+2


৫। কমবেশি ৬০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৩ x ১ = ৩ 

৫.১  "আমাদের পথ নেই কোনো" - এখানে 'পথ' বলতে কবি কী বুঝিয়েছেন ?এই পথ না থাকার তাৎপর্য কী? ১ + ২ 

৫.২ "এল ওরা লোহার হাতকড়ি নিয়ে।" - 'ওরা' কারা? ওদের  পরিচয় দাও। 


৬। কমবেশি ১৫০ টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ১ = ৫ 

৬.১ 'জ্ঞানচক্ষু' গল্পের তপন চরিত্রটি আলোচনা করো।

৬.২ “আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন” – এখানে "তার" বলতে করা কথা বলা হয়েছে? দিনটি কীভাবে তার জীবনে 'সবচেয়ে দুঃখের দিন' হয়ে উঠল তার বর্ণনা দাও। ১ + ৪ 


৭। কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ১ = ৫ 

৭.১ অসুখী একজন' কবিতায় কার অসুখী হওয়ার কথা বলা হয়েছে? তার অসুখী হওয়ার কারণ ব্যাখ্যা করো। ১ + ৪ 

৭.২ “হায় ছায়া" - "ছায়াবৃতা' বলার কারণ কী? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো।


৮। কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ১ = ৫ 

৮.১ “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।" - কারা কালি তৈরি করতেন ? তারা কীভাবে কালি তৈরি করতেন?

৮.২ “আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে।" - কী অবলুপ্ত হতে চলেছে। অবলুপ্তির জন্য বক্তা কাকে দায়ী করেছেন। এই অবলুপ্তির কারণ। করো।


৯।  কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ১ = ৫ 

৯.১ জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল? উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল? 

৯.২ "আপনি আমার থেকে চার হাজার গুণ বড়লোক, কিন্তু চার লক্ষ কো শুরু করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে, কেন একথা বলেছিলেন? ১ + ৪ 


১০। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো : ৪ 

Education has no end. So you should keep up your reading Share Many young men close their books when they take are degrees and learn no more. Therefore they very often forget all, they have learnt.


একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন