নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল প্রশ্নপত্র। Class 9 Geography Questions Second Unit Test 2025

5

পশ্চিমবঙ্গ পর্ষদ নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল প্রশ্নপত্র সাজেশান 2025

নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল প্রশ্নপত্র। Class 9 Geography Questions Second Unit Test 2025

তোমাদের সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইট এ। আশা করি তোমরা সবাই ভালো আছো। Info Educations নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মডেল প্রশ্নপত্র গুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। পরীক্ষার আগে অবশ্যই ভালো করে প্রাকটিস করে যেতে হবে এখান থেকে। 


WBBSE Class 9 Geography Second Unit Test Question Paper 2025

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা August মাসে শুরু হতে চলেছে সব বিদ্যালয়ে। তাই Info Educations ছাত্রছাত্রীদের প্রস্তুতিকে আরও সহজ করে তুলতে নিয়ে চলে এসেছে Sample Question Paper for Class 9 WBBSE pdf bengali।

তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 40 Marks যার জন্য সময় বরাদ্দ থাকবে 80 Minutes। তোমাদের জন্য নবম শ্রেণীর ভূগোল (Class Nine Vugol Question Paper) প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাড়িতে বসে তোমরা নবম শ্রেণী ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশনটি (Nobom Shrenir Vugol Dwitiyo Porjai Kromik Mulyaon Proshnopotro) ভালো করে প্রাকটিস করো। WBBSE Class 9 History Question Paper টি অনেক অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের মাধ্যম্যে তৈরী করা হয়েছে। 


West Bengal Board Class 9 Geography 2nd Unit Test Syllabus

WBBSE Class 9 Geography 2nd Unit Test / নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ এর সিলেবাস এ থাকছে তোমাদের প্রাকৃতিক ভূগোল : তৃতীয় অধ্যায় : পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। চতুর্থ অধ্যায় : ভূ-গাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। পঞ্চম অধ্যায় : আবহবিকার। আঞ্চলিক ভূগোল : অষ্টম অধ্যায় : পশ্চিমবঙ্গ : অবস্থান ওপ্রশাসনিক বিভাগ। প্রাকৃতিক পরিবেশ : পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি ও নদনদী । পশ্চিমবঙ্গের জল সম্পদের সংক্ষিপ্ত পরিচয়। নদনদী, খাল, কূপ, ভৌমজলের বহুমুখী ব্যবহার ও অতি ব্যবহারের গুণাগুণ। পশ্চিমবঙ্গের জলবায়ু। পশ্চিমবঙ্গের ঋতু। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব। মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব। পশ্চিমবঙ্গের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ । Class 9 ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ পূর্ণমান - ৪০ লিখিত।  যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।


West Bengal Board Geography Class 9 Second Summative Evaluation 

WB Class 9 Geography Question Paper 2025

Set- 1

Class: IX, Subject: Geography

Full Marks : 40         Time : 1.20 Hrs.


মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র Class 9 ভূগোল 


A. প্রদত্ত পশ্চিমবঙ্গের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত প্রতীক চিহ্ন ও নামসহ

চিহ্নিত করো :- 1 x 5 = 5

ফালুট শৃঙ্গ, তিস্তা নদী, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, সাগরদ্বীপ, মৌসুমী বায়ুর গতিপথ।


B. সঠিক উত্তরটি নির্বাচন করো :-- 1 x 4 = 4

i) পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমির প্রাচীন পলিগঠিত উচ্চভূমি অঞ্চলটিকে বলে - 

(a) তরাই 

(b) দিয়ারা 

(c) তাল 

(d) বরেন্দ্রভূমি।

উত্তর : - 


ii) ক্ষুদ্রকণা বিসরণ ঘটে থাকে -

(a) মরুভূমিতে 

(b) মেরু অঞ্চলে 

(c) আর্দ্র অঞ্চলে 

(d) নাতিশীতোষ্ণ অঞ্চলে।

উত্তর : - 


iii) খনিজ সম্পদের ভাঁড়ার ঘর বলা হয়।

(a) মালভূমিকে 

(b) সমভূমিকে

(c) পার্বত্য অঞ্চলকে 

(d) সমুদ্রকে।

উত্তর : - 


iv) আন্তর্জাতিক তারিখরেখা প্রসারিত হয়েছে --

(a) প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে 

(b) ভারত মহাসাগরের ওপর দিয়ে

(c) আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে।

উত্তর : - 


C. শূন্যস্থান পূরণ করো :--1 x 4 = 4

i) 15° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়,_______মিনিট। 

ii) অনেকগুলি পর্বতশ্রেণীর মিলনস্থলকে__________বলে। 

iii) হেমাটাইট জাতীয় লৌহ আকরিক জলযোজনের ফলে,_____পরিণত হয়। 

iv) __________হল পশ্চিমবঙ্গের আর্দ্রতম জেলা।


D. নীচের বাকাগুলির মধ্যে শুদ্ধ হলে 'ও' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো :-- 1 x 4 = 4

i) মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন হয়।

ii) নারকোনডাম একটি সক্রিয় আগ্নেয়গিরি।

ii) ক্ষুদ্রকণা বিসরণের প্রক্রিয়া নিঃশব্দে হয়ে থাকে।

iv) সুন্দরবনের কর্দমাক্ত নীচু জলাভূমি ও বনভূমি বলা নামে পরিচিত।

PDF সংগ্রহ করতে চাইলে Payment করে ডাউনলোড করো 

💰 Price of This PDF : -  ₹20 only 

🛒 Get This PDF  Click Here👉 Click Here


E. নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বা দুটি শব্দে উত্তর দাও :-- 1 x 3 = 3 

i) 30° উত্তর অক্ষাংশের প্রতিপাদ স্থানের অক্ষাংশের মান কত?

ii) ভারতের লাডাক মালভূমি কোন ধরণের মালভূমি ?

iii) কোন আবহবিকারের ফলে ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়?


F. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :-- (যে কোন তিনটি) 2 x 3 = 6 

i) অক্ষরেখার সাহায্যে পৃথিবীকে কী কী তাপমণ্ডলে ভাগ করা যায়?

ii) এলুভিয়েশন কাকে বলে।

iii) ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো।

iv) ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে?


G. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও :-- ( যে কোন তিনটি) 3 x 3 = 9 

i) স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখ।

ii) মাটি সংরক্ষণের পদ্ধতিগুলি বিশ্লেষণ করো। 

iii) বদ্বীপ ও উপকূলীয় সমভূমির পার্থক্য কর।

iv) পশ্চিমবঙ্গের পার্বত্য ও উপকূলীয় জলবায়ুর তুলনা করো।


H. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :-- (যে কোন একটি) 5 x 1 = 5 

i) পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাবগুলি লেখো। 

অথবা,

ii) স্তূপ পর্বত ও গ্রস্থ উপত্যকার উৎপত্তি ব্যাখ্যা কর।



West Bengal Board Geography Class 9 Second Summative Evaluation Questions

WB Class 9 Geography Question Paper 2025

Set- 2

Class: IX, Subject: Geography

Full Marks : 40         Time : 1.20 Hrs.


নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল প্রশ্নপত্র


1। সঠিক উত্তরটি নির্বাচন করো : - 

i) নিম্নলিখিত কোন অক্ষরেখার পরিধি তুলনামূলক বেশী -

(O°/23/2° উত্তর / 661/2° দক্ষিণ / 90°)

উত্তর : - 

ii) গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি -

(ব্যারোমিটার / অ্যানিমোমিটার/ হইগ্রোমিটার / ক্রোনোমিটার)।

উত্তর : - 

iii) ভারতের প্রমাণ দ্রাঘিমার সংখ্যা -

(একটি/দুটি /তিনটি/চারটি)।

উত্তর : - 

iv) একটি স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য -

(6 ঘন্টা/৮ ঘন্টা/ 10 ঘন্টা / 12 ঘন্টা)।

উত্তর : - 

v) বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থিত সেখানে একসময় ছিল - 

(টেথিস সাগর / প্রশান্ত মহাসাগর /ভারত মহাসাগর/বঙ্গোপসাগর)। 

উত্তর : - 

vi) সিক্স বা ট্যালাস সৃষ্টি হয় -

(শঙ্ক মোচনে/তুষার কাজে/ক্ষুদ্রকণা বিশরণে/কোনটিই নয়)।

উত্তর : - 

vii) পশ্চিমবঙ্গের আদ্রতম স্থানটি হল -

(ময়ূরেশ্বর/বক্সাদুয়ার/আসানসোল/ভুটান)।

উত্তর : - 


B. স্তম্ভ মেলাও: -       1 x 4 = 4 

ক - স্তম্ভ            খ - স্তম্ভ 

i) শঙ্কমোচন       a) রূপনারায়ন

ii) মোনাডনক        b) সমাক্ষরেখা

iii) দ্বারকেশ্বর ও শিলাই       c) সৌরশক্তি

iv) অক্ষরেখা       d) সমপ্রায়ভূমি।

উত্তর : - 


C. সত্য/মিথ্যা লেখো :

i) গ্রিনিচ শহরের মান মন্দিরের ওপর দিয়ে 180° দ্রাঘিমারেখা বিস্তৃত। 

ii) রাসায়নিক আবহবিকারে খনিজের মৌলিক পরিবর্তন ঘটে।

iii) ঝাড়খণ্ড রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশী। 

iv) সুন্দরবন গঙ্গা ব-দ্বীপের পরিণত অংশ নয়।


D. দুই-এক কথায় উত্তর লেখো :

i) প্রতিপাদস্থান কাকে বলে।

ii) আরোহন কাকে বলে ।

iii) রেগোলিথ কী?

iv) রাঢ় অঞ্চল কাকে বলে।


E. সংক্ষেপে উত্তর লেখো : 3 x 4 = 12

i) স্থানীয় সময় ও প্রমান সময়ের মধ্যে পার্থক্য লেখ। (3 টি )

ii) স্তুপ পর্বতের বৈশিষ্ট্য লেখো : ( 3 টি )

iii) মৃত্তিকা ক্ষয়ের (ওটি) প্রাকৃতিক কারণ লেখো।

iv) শ্বাসমূল ও ঠেসমূলের মধ্যে পার্থক্য লেখো।


F. নিম্নলিখিত প্রশ্নটির উত্তর লেখো : 5 x 1 = 5

i) গ্রিনিচে যখন দুপুর 12 টা তখন কলকাতার (৪৪° 36 পূর্ব) স্থানীয় সময় কত?

অথবা,

ii) যে-কোনো দু-প্রকার রাসায়নিক আবহবিকার সম্পর্কে লেখো।


একটি মন্তব্য পোস্ট করুন

5মন্তব্যসমূহ

Enter Your Comment

  1. জীবনবিজ্ঞান সাজেশন
    ভৌত বিজ্ঞান
    সাজেশন বাংলা
    সাজেশন ইংলিশ
    সাজেশন অঙ্কুশাল

    উত্তরমুছুন
  2. আমি দুবরাজপুর উচ্চ বালিকা বিদ্যালয় এর ছাত্রী আমায় জিওগ্রাফি সাজেশন দিন 2nd examer

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন