1. শারীর শিক্ষা বলতে কি বোঝেন? / What do you mean by Physical Education?
(A) শরীর চর্চা (Physical training)
(B) শরীর গঠন (Body building)
(C) খেলাধুলা (Games)
(D) ব্যক্তিত্বের সর্বাঙ্গীণ বিকাশ (Wholesome development of personality)
Answer: (D)
2. শারীর শিক্ষার সঙ্গে সরাসরি যুক্ত একটি বিষয় হলো / Physical Education is directly related with the subject
(A) রসায়ন (Chemistry)
(B) বলবিদ্যা (Mechanics)
(C) রাষ্ট্রবিজ্ঞান (Political Science)
(D) সংস্কৃত (Sanskrit)
Answer: (B)
3. শারীরিক ক্রিয়াকলাপ মূলত একটি / Physical activity is basically a
(A) সামাজিক গুণ (Social quality)
(B) ক্রীড়া মনোবিদ্যা (Sports psychology)
(C) জৈবিক প্রয়োজনীয়তা (Biological necessity)
(D) দার্শনিক ধারণা (Philosophical concept)
Answer: (C)
4. অলিম্পিক পতাকার চক্রগুলি কি নির্দেশ করে? / What do the rings of Olympic Flag indicate?
(A) রঙ (Colours)
(B) নদী (Rivers)
(C) দেশ (Countries)
(D) মহাদেশ (Continents)
Answer: (D)
5. ভারতীয় অলিম্পিক সংস্থা গঠিত হয়েছিল / The Indian Olympic Association was formed in the year
(A) ১৯২৭ (1927)
(B) ১৯৫২ (1952)
(C) ১৯৩৭ (1937)
(D) ১৯৪৭ (1947)
Answer: (A)
6. শারীর শিক্ষার জাতীয় পরিকল্পনা, ১৯৫৬-এর রূপদান করেছিলেন / The National Plan of Physical Education, 1956 was formulated by
(A) লক্ষ্মীবাই শারীর শিক্ষা মহাবিদ্যালয় (Lakshmibai College of Physical Education)
(B) কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (Union Ministry of Education)
(C) সর্বভারতীয় ক্রীড়া সংস্থা (All India Council of Sports)
(D) শারীর শিক্ষা ও বিনোদনের কেন্দ্রীয় উপদেষ্টা বোর্ড (Central Advisory Board of Physical Education and Recreation)
Answer: (D)
7. প্রেষণার কোন তত্ত্বের সাথে জীববিজ্ঞানের সম্পর্ক আছে? / With which theories of Motivation has biological orientation?
(A) চাহিদা তত্ত্ব (Need theory)
(B) নিরপেক্ষতার তত্ত্ব (Equity theory)
(C) সহজাত তত্ত্ব (Instinct theory)
(D) লক্ষ্য স্থিরীকরণের তত্ত্ব (Goal Setting theory)
Answer: (C)
8. কোনটি শারীর শিক্ষার ভিত্তিকে জোরালো করে? / What makes the foundations of Physical Education strong?
(A) বৈজ্ঞানিক তথ্য (Scientific facts)
(B) দার্শনিক ধারণা (Philosophical concepts)
(C) সাংস্কৃতিক ঐতিহ্য (Cultural traditions)
(D) সামাজিক রীতিনীতি (Social practices)
Answer: (A)
9. স্পার্টান শিক্ষাব্যবস্থার উদ্দেশ্য ছিল / The aim of Spartan Education was
(A) বৌদ্ধিক বিকাশ (Intellectual development)
(B) সু-নাগরিকত্ব (Good citizenship)
(C) যোদ্ধা প্রস্তুতি (Making warrior)
(D) উপরের সবকটি (All of these)
Answer: (C)
10. নিচের কোনটি শারীর শিক্ষার উদ্দেশ্য হিসেবে অন্তর্ভুক্ত নয়? / Which of the following is not included as an objective of Physical Education?
(A) শারীরিক সক্ষমতা (Physical fitness)
(B) মানসিক স্বাস্থ্য ও যোগ্যতা (Mental health and efficiency)
(C) আবেগের বহিঃপ্রকাশ এবং নিয়ন্ত্রণ (Emotional expression and control)
(D) প্রতিযোগিতামূলক গুণাবলি (Competitive qualities)
Answer: (D)
11. ১৮৯৬ সালে আধুনিক অলিম্পিক ক্রীড়া যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম / Name of the stadium in which the first Modern Olympic Games were held in 1896 is:
(A) প্যান অ্যাথিনিক (Pan Athenic)
(B) ডিডাসক্যালিয়াম (Dedascalium)
(C) অ্যাম্ফিথিয়েটার (Amphitheatre)
(D) কলোসিয়াম (Colosseum)
Answer: (A)
12. দৈহিক গঠন অনুযায়ী একজন এক্টোমর্ফের থাকে / From the viewpoint of body-built, an ectomorphic individual has a:
(A) ভারী ও স্থূল দেহ (Bulky and stock body)
(B) পেশীযুক্ত ক্রীড়া উপযোগী কাঠামো (Muscular and athletic frame)
(C) সুন্দর দেহ ভাবমূর্তি (Body-beautiful image)
(D) লম্বা ও রোগা গড়ন (Tall and slender frame)
Answer: (D)
13. নিচের কোন সালকে প্রথম অলিম্পিক বৎসর হিসেবে অভিহিত করা হয়? / Which of the following years is called the year of the first Olympics?
(A) ৮৮৪ খ্রিঃ পূঃ (884 B.C.)
(B) ৭৭৬ খ্রিঃ পূঃ (776 B.C.)
(C) ৬০০ খ্রিঃ পূঃ (600 B.C.)
(D) ৭৭২ খ্রিঃ পূঃ (772 B.C.)
Answer: (B)
14. “শারীর শিক্ষা শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ” – এটি কার উক্তি? / Who expressed "Physical Education is an integral part of education"?
(A) চার্লস বিউকার (Charles Bucher)
(B) হ্যারল্ড এম. ব্যারো (Harold M. Barrow)
(C) জে. পি. টমাস (J. P. Thomas)
(D) জে. এফ. উইলিয়াম (J. F. William)
Answer: (A)
15. শারীরশিক্ষার যে উপশাখা দৈহিক আকৃতি, আকার ও অনুপাত সংক্রান্ত পরিমাপ আলোচনা করে / The sub-discipline of Physical Education to deal with the measurement of body shape, size and proportion etc. is:
(A) অ্যান্থ্রাপোমেট্রি (Anthropometry)
(B) ক্রীড়া শারীরবিদ্যা (Sports Physiology)
(C) ক্রীড়া মনোবিদ্যা (Sports Psychology)
(D) কিনঅ্যান্থ্রোপোমেট্রি (Kinanthropometry)
Answer: (D)
16. নিম্নলিখিতগুলির কোনটি শারীর শিক্ষার দর্শনের অন্তর্গত নয়? / Which of the following is not involved as the Philosophy of Physical Education?
(A) ভাববাদ (Idealism)
(B) প্রকৃতিবাদ (Naturalism)
(C) বাস্তববাদ (Pragmatism)
(D) মতবাদ (Theory)
Answer: (D)
17. শারীর শিক্ষা সম্পর্কে সর্বাধুনিক ধারণাটি কোনটি? / Which of the following is the most modern concept of Physical Education?
(A) শরীরচর্চার জন্য শারীর শিক্ষা (Physical Education for exercise)
(B) ক্রীড়া দক্ষতার জন্য শারীর শিক্ষা (Physical Education for skill)
(C) প্রতিযোগিতার জন্য শারীর শিক্ষা (Physical Education for competition)
(D) স্বাস্থ্য ও জীবনের উৎকর্ষতার জন্য শারীর শিক্ষা (Physical Education for health and better life)
Answer: (D)
18. Which of the following Universities was popular for Archery training in ancient India?
[প্রাচীন ভারতে কোন বিশ্ববিদ্যালয়টি তীরন্দাজ প্রশিক্ষণের জন্য বিখ্যাত ছিল?]
(A) Nalanda (নালন্দা)
(B) Vaishali (বৈশালী)
(C) Takshila (তক্ষশীলা)
(D) Magadh (মগধ)
Answer: C
19. Which part of the nervous system excites emotion?
[স্নায়ুতন্ত্রের কোন অংশটি প্রক্ষোভের (উদ্দীপনার) উদ্দীপনা ঘটায়?]
(A) Central (কেন্দ্রীয়)
(B) Peripheral (প্রান্তীয়)
(C) Sympathetic (সিমপ্যাথেটিক)
(D) Parasympathetic (প্যারাসিম্প্যাথেটিক)
Answer: A
20. Blood is oxygenated in —
[রক্ত অক্সিজেনযুক্ত হয় —]
(A) Muscles (পেশীতে)
(B) Lungs (ফুসফুসে)
(C) Heart (হৃদপিণ্ডে)
(D) Brain (মস্তিষ্কে)
Answer: B
21. প্রাচীন রোমে কলোসিয়াম কি জন্য বিখ্যাত ছিল? / Colosseum in the ancient Rome was famous for:
(A) ঘোড়দৌড় প্রতিযোগিতা (Horse-race)
(B) জুডো (Judo)
(C) সাঁতার (Swimming)
(D) গ্লাডিটোরিয়াল কমব্যাট (Gladitorial combat)
Answer: (D)
22. খেলার উদ্বৃত্ত শক্তির প্রবক্তা কে? / Surplus energy theory of play was propounded by:
(A) ম্যাকডুগাল (McDougall)
(B) ল্যাজারস (Lazarus)
(C) কার্ল গ্রোস (Karl Groos)
(D) হারবার্ট স্পেন্সার (Herbert Spencer)
Answer: (D)
23. কোন ভিটামিনের অভাবে বেরিবেরি হয়? / Beri-beri occurs in absence of which vitamin?
(A) Vitamin A
(B) Vitamin B
(C) Vitamin C
(D) Vitamin D
Answer: (B)
24. ভারতবর্ষে সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অব ফিজিকাল এডুকেশন এন্ড রিক্রিয়েশন গঠিত হয়েছিল / In which year in India the Central Advisory Board of Physical Education and Recreation was formed?
(A) 1953
(B) 1951
(C) 1949
(D) 1954
Answer: (D)
25. কোন দেশে জিমনাস্টিকসকে শারীর শিক্ষার বিকল্প হিসেবে গ্রহণ করা হত? / In which country, Gymnastics was considered as the alternative of Physical Education?
(A) জার্মানি (Germany)
(B) ইতালি (Italy)
(C) আমেরিকা (USA)
(D) ভারতবর্ষ (India)
Answer: (A)
26. দলবদ্ধভাবে খালি হাতের ব্যায়ামকে কি বলে? / The freehand exercise in a group is known as:
(A) ড্রিল (Drill)
(B) মার্চিং (Marching)
(C) ক্যালিসথেনিকস (Callisthenics)
(D) লেজিম (Lezium)
Answer: (C)
27. প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কোন সালে? / The First Asian Games was held in the year:
(A) 1949
(B) 1951
(C) 1950
(D) 1952
Answer: (B)
28. শারীরিক প্রকারভেদ সম্পর্কে প্রথম চিন্তাভাবনা কে করেছিলেন? / Who was the pioneer thinker of body types?
(A) হিপোক্রেটস (Hippocrates)
(B) সক্রেটিস (Socrates)
(C) শেলডন (Sheldon)
(D) মিলস (Mills)
Answer: (A)
29. ১৯২০ সালে মাদ্রাজে ওয়াই.এম.সি.এ. শারীর শিক্ষা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? / YMCA College of Physical Education was started in 1920 in Madras by:
(A) জে. এল. নেহরু (J. L. Nehru)
(B) হ্যারি ক্রো বাক (Harry Crowe Buck)
(C) জেমস বুকানন (James Buchanan)
(D) লর্ড মাউন্টব্যাটেন (Lord Mountbatten)
Answer: (B)
30. স্নায়ুতন্ত্রের সন্ধিকে কি বলে? / The joint of nerves is known as:
(A) ডেনড্রন (Dendron)
(B) অ্যাক্সন (Axon)
(C) সাইন্যাপস (Synapse)
(D) মায়েলিন সীথ (Myelin sheath)
Answer: (C)
31. হৃদপেশীকে কি বলা হয়? / The heart muscle is called:
(A) পেরিকার্ডিয়াম (Pericardium)
(B) এন্ডোকার্ডিয়াম (Endocardium)
(C) মায়োকার্ডিয়াম (Myocardium)
(D) এপিথেলিয়াম (Epithelium)
Answer: (C)
32. মোচড় হলে তৎক্ষণাৎ কোন চিকিৎসা করতে হয়? / In case of sprain, the immediate treatment recommended is:
(A) হাইড্রোথেরাপি (Hydrotherapy)
(B) ক্রায়োথেরাপি (Cryotherapy)
(C) থার্মোথেরাপি (Thermotherapy)
(D) ইলেক্ট্রোথেরাপি (Electrotherapy)
Answer: (B)
33. সুষম খাদ্যের উপাদান সবচেয়ে বেশি কোন খাদ্যে পাওয়া যায়? / Ingredients of balanced diet are mostly available in:
(A) পাঁঠার মাংস (Goat’s meat)
(B) মুরগীর মাংস (Chicken)
(C) মাছ (Fish)
(D) দুধ (Milk)
Answer: (D)
34. ১১০ মিটার হার্ডল দৌড়ে প্রথম হার্ডলের দূরত্ব কত? / In 110 metre hurdle race, the distance from the starting line to first hurdle is:
(A) 15 মিটার (15 m)
(B) 13.72 মিটার (13.72 m)
(C) 13.50 মিটার (13.50 m)
(D) 13.60 মিটার (13.60 m)
Answer: (B)
35. ডেকাথলনের শেষ ইভেন্টটি হল / The final event of Decathlon is always:
(A) জ্যাভেলিন থ্রো / Javelin throw
(B) ১৫০০ মিটার দৌড় / 1500 mts race
(C) ১১০ মিটার হার্ডলস / 110 mts hurdles
(D) ৮০০ মিটার দৌড় / 800 mts race
Answer: (B)
36. ডঃ কেনেথ কুপার কোন টেস্টটি প্রচলন করেছিলেন / Dr. Kenneth Cooper is the exponent of:
(A) হার্ভার্ড স্টেপ টেস্ট / Harvard step test
(B) জে. সি. আর. টেস্ট / J.C.R. test
(C) ১২ মিনিট দৌড় ও হাঁটা টেস্ট / 12 min Run-walk test
(D) এদের কোনোটিই নয় / none of these
Answer: (B)
37. AAHPER ইয়ুথ ফিটনেস টেস্ট পরিমাপ করে / AAHPER Youth Fitness Test measures:
(A) মোটর ফিটনেস / Motor fitness
(B) মোটর এবিলিটি / Motor ability
(C) মোটর এডুকেবিলিটি / Motor educability
(D) শারীরিক সক্ষমতা / Physical fitness
Answer: (A)
38. 'Let' কোন খেলার সঙ্গে যুক্ত / The term 'let' is connected with the game:
(A) বক্সিং / Boxing
(B) অ্যাথলেটিক্স / Athletics
(C) কুস্তি / Wrestling
(D) ব্যাডমিন্টন / Badminton
Answer: (D)
39. কোন ভারতীয় ক্রীড়াবিদ ছয়টি অলিম্পিকে অংশগ্রহণ করেছেন / Which Indian sports performer has taken part in six Olympics:
(A) ধ্যানচাঁদ / Dhyanchand
(B) লিয়েন্ডার পেজ / Leander Paes
(C) সাইনা নেহওয়াল / Saina Nehwal
(D) সানিয়া মির্জা / Sania Mirza
Answer: (B)
40. হকি খেলায়, পেনাল্টি স্ট্রোক নেওয়ার সময় কোনটি ব্যবহার করা যায় না / In hockey, which skill is not allowed in penalty stroke:
(A) পুশ / Push
(B) ফ্লিক / Flick
(C) স্কুপ / Scoop
(D) হিট / Hit
Answer: (D)
41. অ্যাথলেটিক্সে কোন ইভেন্টের সেক্টরের কোণ ২৯° / In which athletics event is the sector angle 29°:
(A) শটপাট / Shotput
(B) ডিসকাস থ্রো / Discus throw
(C) জ্যাভেলিন থ্রো / Javelin throw
(D) হ্যামার থ্রো / Hammer throw
Answer: (B)
42. বাস্কেটবল প্রথম কোথায় চালু হয় / Basketball was introduced first in:
(A) আমেরিকা যুক্তরাষ্ট্রে / USA
(B) ভারতবর্ষে / India
(C) রাশিয়ায় / Russia
(D) পাকিস্তানে / Pakistan
Answer: (A)
43. শরীরের সবচেয়ে লম্বা পেশী / Longest muscle in the body is:
(A) সারটোরিয়াস / Sartorius
(B) বাইসেপ্স / Biceps
(C) রেক্টাস ফিমোরিস / Rectus Femoris
(D) গ্র্যাসাইলিস / Gracilis
Answer: (A)
44. ক্রীড়া প্রশিক্ষণে ভারতের সর্বোচ্চ পুরস্কার / Highest award given to sports coaches in India is :
(A) অর্জুন পুরস্কার / Arjuna Award
(B) খেলরত্ন পুরস্কার / Khel Ratna Award
(C) পদ্মশ্রী পুরস্কার / Padmashree Award
(D) দ্রোণাচার্য পুরস্কার / Dronacharya Award
Answer: (D)
45. কাইফোসিস মেরুদণ্ডের কোন অংশে হয় / Kyphosis is a deformity of which part of the spine:
(A) বক্ষদেশ / Thoracic
(B) কটিদেশ / Lumbar
(C) গ্রীবাদেশ / Cervical
(D) পেলভিস / Pelvis
Answer: (A)
46. ক্ষুদ্রতম প্রশিক্ষণ চক্রটি হল –
The shortest training cycle is –
(A) মাইক্রোসাইকল (Microcycle)
(B) মেসোসাইকল (Mesocycle)
(C) ম্যাক্রোসাইকল (Macrocycle)
(D) বাইসাইকল (Bicycle)
Answer: (A) মাইক্রোসাইকল (Microcycle)
47. এদের মধ্যে মিশ্রগ্রন্থি কোনটি?
Which one is the mixed gland?
(A) পিটুইটারী (Pituitary)
(B) থাইরয়েড (Thyroid)
(C) অগ্নাশয় (Pancreas)
(D) ডিম্বাশয় (Ovary)
Answer: (C) অগ্নাশয় (Pancreas)
48. নিচের কোন রোগটি শ্রম-বিমুখতাজনিত রোগ?
Which one of the following diseases is a hypokinetics disease?
(A) এইচ.আই.ভি. এইডস্ (HIV AIDS)
(B) কলেরা (Cholera)
(C) মধুমেহ (Diabetes)
(D) জন্ডিস (Jaundice)
Answer: (C) মধুমেহ (Diabetes)
49. ভারতের সবচেয়ে পুরনো ক্রীড়া প্রতিযোগিতা / Oldest sports competition in India:
(A) ডুরান্ড কাপ / Durand Cup
(B) রনজি ট্রফি / Ranji Trophy
(C) সন্তোষ ট্রফি / Santosh Trophy
(D) দলীপ ট্রফি / Duleep Trophy
Answer: (A)
50. ১৭টি দলের নকআউট প্রতিযোগিতায় বাই সংখ্যা / Number of byes in 17-team knockout:
(A) ১৫ / 15
(B) ১৩ / 13
(C) ১১ / 11
(D) ৯ / 9
Answer: (A)
51. বিদ্যালয় স্তরের খেলাধুলার প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব কার ? /Which organisation is responsible to organise the School-level sports competition:
(A) I.O.A.
(B) S.G.F.I.
(C) FIFA
(D) WBCIPE
Answer: (B)
52. জাতীয় স্তরে শিক্ষক শিক্ষণ নিয়ন্ত্রণকারী জাতীয় সংস্থা / National body controlling teacher education:
(A) ইউ.জি.সি / U.G.C.
(B) এ.আই.ইউ / A.I.U.
(C) এন.এ.এ.সি / NAAC
(D) এন.সি.টি.ই / NCTE
Answer: (D)
53. ভারতের জাতীয় ক্রিকেট সংস্থা / National cricket body of India:
(A) সি.এ.বি / C.A.B.
(B) আই.ও.এ / I.O.A.
(C) বিসিসিআই / B.C.C.I.
(D) আই.সি.সি / I.C.C.
Answer: (C)
54. দেহ উপাদান পরিমাপ যন্ত্র / Instrument for measuring body composition:
(A) স্কিনফোল্ড ক্যালিপার / Skinfold Caliper
(B) গনিওমিটার / Goniometer
(C) ম্যানোমিটার / Manometer
(D) ফ্লেক্সোমিটার / Flexometer
Answer: (A)
55. প্রক্ষোভ / Emotion is:
(A) অনুভব / Feeling
(B) ভবিষ্যতের ভয় / Fear of future
(C) মনের চঞ্চলতা / Disturbed state of mind
(D) এদের কোনটিই নয় / None of these
Answer: (C)
Enter Your Comment