পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অন্তৰ্গত অষ্টম শ্রেণী প্রশ্নপত্র পরিবেশ ও বিজ্ঞান 2025
অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025
অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আমরা নিয়ে এসেছি পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল প্রশ্নপত্র(Class 8 Science 2nd Unit Test Model Question Paper 2025)। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের (Wbbse Class 8 Science Question Paper) মডেল প্রশ্ন পত্র (Model Question Paper) এখানে দেওয়া হয়েছে। আমরা এখানে 2টি মডেল সেট দিয়েছি। আশা করি ছাত্রছাত্রীরা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এই মডেল সেট গুলোর প্রশ্ন ও উত্তর(Class 8 Science Second Unit Test Question 2025) পড়ে অনেক উপকৃত হবে এবং পরীক্ষা অনেক ভালো ফলাফল করবে। কারণ, ১০০ % পরীক্ষাই Common আসবে এখান থেকে।
WBBSE Class 8 Science 2nd Unit Test Syllabus 2025
অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (Class 8 2nd Unit Test Question Paper Bangla) পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ১. ভৌত পরিবেশ : ১.৩ তাপ ২. মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া : ২.৩ রাসায়নিক বিক্রিয়া ২.৪ তড়িতের রাসায়নিক প্রভাব। ৫. প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। ৮. মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন পর্যন্ত পরীক্ষা হবে। তাই এই অধ্যায় গুলি থেকে প্রশ্নপত্র(Ostom Shrenir Bigyan Proshnopotro Uttorsoho) তৈরী করা হয়েছে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(Bigyan Proshno 2025) 50 নম্বরের হবে যেখানে নির্ধারিত সময় 100 মিনিট।
Class 8 2nd Unit Test Science Question Paper 2025
Class 8 Science Second Unit Test Question 2025
Model Set – 1
2nd Summative Evaluation 2025 । দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025
বিষয় - দ্বিতীয় । পূর্ণমান - 50। সময় -100 মিনিট
ক্লাস 8 2 য় ইউনিট পরীক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র 2025
জীবন বিজ্ঞান (পূর্ণমান – 24)
১. সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো : (1 x 8 = 8)
1) ফসল সঞ্চয়ের জন্য ব্যবহৃত বায়ুহীন ঘরকে বলা হয় –
(ক) খামার
(খ) হারভেস্টার
(গ) ফডার
(ঘ) সিলো
2) তন্তুজাতীয় ফসল হল –
(ক) ধান, গম
(খ) আলু, আদা
(গ) তুলো, পাট
(ঘ) তিল, সরষে
3) নন-সিটার মুরগি হল –
(ক) লেগহর্ন
(খ) আসিল
(গ) ব্রাহ্মা
(ঘ) কোচিন
4) নিচের কোনটি আগাছা নয় –
(ক) পার্থেনিয়াম
(খ) অ্যামারাস্থাস
(গ) সিলভার ওক
(ঘ) চেনোপোডিয়াম
5) একটি ডিম উৎপাদনকারী মুরগির জাত হল –
(ক) লেগহর্ন
(খ) আসিল
(গ) গ্রামা
6) মানুষের শরীরের পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায় যে হরমোন সেটি হল –
(ক) ইনসুলিন
(খ) অ্যাড্রিনালিন
(গ) সোমাটোট্রপিক হরমোন
7) একটি মিত্রগ্রন্থির উদাহরণ হল –
(ক) পিট্যুইটারি
(খ) থাইরয়েড
(গ) অগ্ন্যাশয়
8) তারা মাছের বাহুর সংখ্যা –
(ক) পাঁচটি
(খ) দশটি
(গ) দুটো
2) নিচের যেকোনো চারটি প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর দাও: (1 x 4 = 4)
২.১) চায়ে উপস্থিত ___________ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। (শূন্যস্থান পূরণ করো)
২.২) বিসদৃশ শব্দটি নির্বাচন করো: গোলাপখাস, হিমসাগর, রত্না, ফজলি
২.৩) সত্য বা মিথ্যা লেখো:
কার্পের দেহে অতিরিক্ত শ্বাসযন্ত্র ও পটকা থাকে।
২.৪) এপিয়ারি কী?
২.৫) পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ বেশি হয়?
২. সংক্ষিপ্ত উত্তর দাও (১×৪ = ৪)
ক) জৈবসার কেন অজৈব সারের থেকে ভালো — একটি কারণ লেখো।
খ) অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির একটি পার্থক্য লেখো।
গ) মৌমাছির জীবনচক্রের তৃতীয় দশা কোনটি?
ঘ) রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে কোন হরমোন?
৩. নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : (2 x 4 = 8)
1) কার্প কী?
2) শৈবাল বিস্ফোরণ বলতে কী বোঝ?
3) বনে আগুন লাগার দুটি কারণ লেখো।
4) ‘জরুরিকালীন হরমোন’ কাকে বলা হয়? একটি উদাহরণ দাও।
5) অণুজীব সার কী? এটি ব্যবহারের একটি সুফল লেখো।
6) কীভাবে কৃত্রিমভাবে ডিমপোনা তৈরি করা হয়?
7) কীটনাশকের রাসায়নিক দমন পদ্ধতির দুটি অসুবিধা লেখো।
পদার্থবিজ্ঞান (পূর্ণমান – 26)
1. সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো : 1 x 5 = 5
1) চাপ বৃদ্ধি করলে জলের স্ফুটনাঙ্ক –
(ক) কমে
(খ) বাড়ে
(গ) একই থাকে
2) যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না, তাকে বলা হয় –
(ক) সদবিশ্ব
(খ) অসদবিশ্ব
(গ) বিবর্ধিত বিশ্ব
3) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সময় আলোকরশ্মি যেতে হবে –
(ক) ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম
(খ) লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম
(গ) বায়ু থেকে জলে
💰 Price of This PDF : - ₹20 only
🛒 Get This PDF — Click Here: 👉 Access Now
4) শুকনো খাবারে সোডা সংকেত –
(ক) Na₂CO₃ — Sodium carbonate
(খ) NaHCO₃ — Sodium bicarbonate (or Sodium hydrogen carbonate)
(গ) K₂CO₃ — Potassium carbonate
(ঘ) KHCO₃ — Potassium bicarbonate (or Potassium hydrogen carbonate)
5) সরল ভোল্টীয় কোষে যে গ্যাস উৎপন্ন হয় –
(ক) NH₃ — Ammonia
(খ) He — Helium
(গ) CO₂ — Carbon dioxide
(ঘ) NO — Nitric oxide (or Nitrogen monoxide)
2. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও : (১×৫ = ৫)
ক) এম জি এর পরমাণু ক্রমাঙ্ক লেখো।
খ) একটি সমপদার্থের (আইসোবার) উদাহরণ দাও।
গ) একটি পদার্থের নাম লেখো যা কেরোসিনে দ্রাব্য।
ঘ) তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো।
ঙ) পেরিস্কোপের একটি ব্যবহার লেখো।
3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে- কোনো আটটি): (2 x 8 = 16)
1) অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ ঘটালে তড়িৎদ্বারে যে বিক্রিয়াগুলি ঘটে তা লেখো।
2) ক্যালসিয়াম সালফেট ও অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণে কী কী আয়ন উৎপন্ন হয়?
3) অনুঘটক কাকে বলে? একটি উদাহরণ দাও।
4) সদবিশ্ব ও অসদবিশ্বের দুটি পার্থক্য লেখো।
5) আলোর প্রতিসরণের দুটি সূত্র লেখো।
6) পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ে নির্ভর করে?
7) তাপ প্রতিরোধে থার্মোফ্লাস ব্যবহার কীভাবে কার্যকর?
8) রাদারফোর্ডের পরমাণু মডেলটি লেখো।
9) একটি সমযোজী বন্ধনের উদাহরণ দাও এবং অনুর প্রাথমিক গঠন লেখো।
10) ফেরাস সালফাইড-এর সঙ্গে হালকা গন্ধক অ্যাসিড যুক্ত করলে কী উৎপন্ন হয় – সমীকরণসহ লেখো।
11) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? একটি উদাহরণ দাও।
Ostom Shrenir Bigyan Proshno Potro
Class 8 Science Important Question 2nd Unit Test Exam
Model Set – 2
2nd Summative Evaluation 2025 । দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025
বিষয় - দ্বিতীয় । পূর্ণমান - 50। সময় -100 মিনিট
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ভৌতবিজ্ঞান (F.M - 26)
১. সঠিক উত্তরটি নির্বাচন করো : (১×৫ = ৫)
১.১ সালফার দ্রবীভূত হয় –
(ক) কেরোসিনে
(খ) জলে
(গ) কার্বন ডাই সালফাইডে
১.২ একটি তরল অধাতু হল —
(ক) জল
(খ) পারদ
(গ) ব্রোমিন
১.৩ একটি জারক দ্রব্য হল –
(ক) NH₃ — Ammonia
(খ) D₂ — Deuterium (Molecular form of heavy hydrogen)
(গ) H₂S — Hydrogen sulfide
১.৪ একটি আম্লিক অক্সাইড –
(ক) CO₂ — Carbon dioxide
(খ) CO — Carbon monoxide
(গ) CaO — Calcium oxide
১.৫ একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ –
(ক) খাদ্য লবণ
(খ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(গ) কেরোসিন
২. নিচের প্রশ্নগুলির উত্তর দাও : (১×৫ = ৫)
২.১ একটি তাপের সুপরিবাহী অধাতুর নাম লেখো।
২.২ ঠাণ্ডা জলে তীব্রভাবে ক্রিয়া করে এমন একটি ধাতুর নাম লেখো।
২.৩ একটি সমযোজী যৌগের উদাহরণ দাও।
২.৪ রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তারকে ছুঁয়ে থাকে তাকে কী বলে?
২.৫ বজ্রপাত থেকে রক্ষা করে যে যন্ত্র তার নাম কী?
৩. প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর দাও (যে কোনো পাঁচটি) : (২×৫ = ১০)
৩.১ সমসমস্থানিক কাকে বলে?
৩.২ তড়িৎ লেপন কী?
৩.৩ জারণ ক্রিয়া কী?
৩.৪ গ্যালভানাইজন কী?
৩.৫ বিজারণ ক্রিয়া কী?
৩.৬ চাপ বাড়ালে স্ফুটন প্রক্রিয়া কীভাবে প্রভাবিত হয়?
৩.৭ মাছ সংরক্ষণের জন্য বিশুদ্ধ বরফ না দিয়ে নুন মেশানো বরফ দেওয়া হল কেন?
৩.৮ বেলা বাড়ার সঙ্গে কুয়াশা মিলিয়ে যায় কেন?
৪. সংক্ষেপে উত্তর দাও (যে কোনো দুটি) : (৩×২ = ৬)
৪.১ 'জারণ ও বিজারণ একসঙ্গে ঘটে' — একটি উদাহরণসহ ব্যাখ্যা করো।
৪.২ অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো।
৪.৩ তড়িৎ বিশ্লেষণে প্রভাবক বিষয়গুলি আলোচনা করো।
৪.৪ কঠিন ও তরল পদার্থের তড়িৎ পরিবাহিতা আলোচনা করো।
জীববিজ্ঞান (F.M - 24)
১. সঠিক উত্তরটি নির্বাচন করো : (১×৪ = ৪)
১.১ কোন দিনটি বিশ্ব হেপাটাইটিস দিবস হিসাবে ঘোষণা করা হয় —
(ক) ২৮ জুলাই
(খ) ২৫ জুলাই
(গ) ২৪ আগস্ট
(ঘ) ৬ সেপ্টেম্বর
১.২ তন্তু জাতীয় ফসল হল —
(ক) ধান
(খ) আলু
(গ) সূর্যমুখী
১.৩ ধানী-পোনা পালন করা হয় –
(ক) আঁতুড় পুকুরে
(খ) পালন পুকুরে
(গ) সমন্বয়ী পুকুরে
১.৪ চায়ের কোন উপাদান স্নায়ুতে উদ্দীপিত করে —
(ক) পেন্টোথেনিক
(খ) পলিফেনল
(গ) ফলিক
(ঘ) ভিটামিন
২. নিচের প্রশ্নগুলির উত্তর দাও : (১×৫ = ৫)
২.১ উদ্ভিজ্জ রোগের প্রধান উপসর্গ কী?
২.২ কালাজ্বরের বাহকের নাম কী?
২.৩ শষ্যাগারে ফসল সংরক্ষণে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় কেন?
২.৪ চা চাষে কোন জাতীয় গাছ ছায়াতরুর কাজ করে?
২.৫ লিটার কী?
৩. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি) : (২×৩ = ৬)
৩.১ অসংক্রামক রোগঘটিত মহামারির কারণ লেখো এবং দুটি অসংক্রামক রোগঘটিত মহামারির নাম লেখো।
৩.২ ময়লা জলে মাছ চাষ করা হয় কেন?
৩.৩ চালের পুষ্টিগুণ লেখো। ‘সোনালি চাল’-এ কোন ভিটামিন থাকে?
৩.৪ মৌমাছিকে 'সামাজিক পতঙ্গ' বলা হয় কেন? মধুর উপাদান লেখো।
৪. যে কোনো তিনটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও : (৩×৩ = ৯)
৪.১ তড়িৎ আবেশ ও তড়িৎ ক্ষরণ বলতে কী বোঝায়?
৪.২ মহামারির প্রকারভেদগুলি উল্লেখ করো।
৪.৩ জৈবসারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।
৪.৪ মধুকে 'পুষ্টিকর খাদ্য' বলা হয় কেন?
Enter Your Comment