1. ব্লুবেবি সিনড্রোম জল দূষণ ঘটিত যে কারণের জন্য হয় সেটি হল
Blue baby syndrome is caused due to water pollution by:
(A) ফসফেট | Phosphate
(B) সালফার | Sulfur
(C) আর্সেনিক | Arsenic
(D) নাইট্রেট | Nitrate
Ans: D
2. যে জীবেরা মৃত জীব ও জীবিত বর্জ্য খাদ্য হিসাবে গ্রহণ করে, তাদেরকে বলে
Organisms that feed on dead organisms and waste materials are called:
(A) কেমোট্রফ | Chemotrophs
(B) কার্নিভোর (মাংসাশী) | Carnivores
(C) ডেট্রিটিভোর | Detritivores
(D) ডিকম্পোজার | Decomposers
Ans: C
3. নিম্নোক্ত কোনটি এক্স-সিট্যু সংরক্ষণের উদাহরণ?
Which of the following is an example of ex-situ conservation?
(A) বায়োস্ফিয়ার রিজার্ভ | Biosphere Reserve
(B) জিন ব্যাঙ্ক | Gene Bank
(C) স্যাংচুয়ারী | Sanctuary
(D) উল্লিখিত প্রত্যেকটিই | All of the above
Ans: B
4. নিচে উল্লিখিত কোন জাতীয় উদ্যানে বাঘ প্রধান বন্যপ্রাণী নয়?
In which of the following national parks is the tiger not the main wild animal?
(A) গির | Gir
(B) করবেট | Corbett
(C) দুধওয়া | Dudhwa
(D) রণথম্বোর | Ranthambore
Ans: A
5. ভোপাল গ্যাস দুর্ঘটনা যেটির নির্গমনের জন্য ঘটেছিল সেটি হল
Bhopal gas tragedy occurred due to the release of:
(A) MIC
(B) DDT
(C) SO₂
(D) Dioxins
Ans: A
6. সব থেকে বেশি ওজন স্তর ক্ষয় হয়েছে
Maximum ozone layer depletion has occurred in:
(A) নিরক্ষ অঞ্চলে (ইকুয়াটর) | Equatorial region
(B) উত্তর মেরুতে | North Pole
(C) দক্ষিণ মেরুতে | South Pole
(D) ক্রান্তীয় অঞ্চলে | Tropical region
Ans: C
7. সংবিধানের কোন্ ধারা অনুযায়ী প্রত্যেক ভারতীয় নাগরিকের পরিবেশ রক্ষা করা একটি মৌলিক কর্তব্য বলে স্বীকৃত?
Under which Article of the Constitution is environmental protection a fundamental duty of every Indian citizen?
(A) ধারা 42 | Article 42
(B) ধারা 51A (জি) | Article 51A (g)
(C) ধারা 48A | Article 48A
(D) ধারা 211 | Article 211
Ans: B
8. 'ENVIS' যে বিষয়ে পরিসংখ্যান উৎপাদন করে তা হলো
'ENVIS' produces data on:
(A) উপকূল বাস্তবিদ্যা | Coastal ecology
(B) জীববৈচিত্র্য | Biodiversity
(C) পেশাসম্পর্কিত স্বাস্থ্য | Occupational health
(D) উল্লিখিত সবকটিই | All of the above
Ans: D
9. ভারত স্টেজ - II নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত?
Bharat Stage - II is related to:
(A) হ্যাজার্ডাস বর্জ্য ব্যবস্থাপনা | Hazardous waste management
(B) গাড়ীর দূষণ (নির্গমন) | Vehicle emission
(C) শব্দ দূষণ | Noise pollution
(D) ই-বর্জ্য ব্যবস্থাপনা | E-waste management
Ans: B
10. পরিবেশ রক্ষা আইন ভারতবর্ষে কোন্ বছরে চালু হয়?
In which year was the Environment Protection Act enforced in India?
(A) 1986
(B) 1974
(C) 1981
(D) 1972
Ans: A
11. জীববৈচিত্র্য আইন কোন বছরে চালু হয়?
In which year was the Biodiversity Act implemented?
(A) 1972
(B) 1998
(C) 1986
(D) 2002
Ans: D
12. 'EIA' কথাটি হল
'EIA' stands for:
(A) এনভায়রনমেন্টাল ইমপরট্যান্স অ্যাসেসমেন্ট | Environmental Importance Assessment
(B) এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট | Environmental Impact Assessment
(C) এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসোসিয়েশন | Environmental Impact Association
(D) উল্লিখিত কোনোটিই নয় | None of the above
Ans: B
13. IUCN কথাটি হল
IUCN stands for:
(A) ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারাল বডি
→ International Union for Conservation of Natural Body
(B) ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস
→ International Union for Conservation of Nature and Natural Resources
(C) ইন্টার-স্টেট ইউনিটি ফর কালচার অ্যান্ড নেচার
→ Inter-State Unity for Culture and Nature
(D) ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং ফর কনজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস
→ International Understanding for Conserving Natural Resources
Ans: B
14. চেরনোবিল বিপর্যয় কোনটির সঙ্গে সম্পর্কিত?
Chernobyl disaster is related to:
(A) নিউক্লিয়ার দুর্ঘটনা | Nuclear Accident
(B) ভূমিধস | Landslide
(C) ভূমিকম্প | Earthquake
(D) অম্লবৃষ্টি | Acid Rain
Ans: A
15. ভূ-পৃষ্ঠ থেকে উপরিভাগে বায়ুমণ্ডলের প্রথম স্তরটি হল
The first layer of the atmosphere from the earth’s surface is:
(A) স্ট্র্যাটোস্ফিয়ার | Stratosphere
(B) ট্রপোস্ফিয়ার | Troposphere
(C) মেসোস্ফিয়ার | Mesosphere
(D) আয়নোস্ফিয়ার | Ionosphere
Ans: B
16. সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
Sardar Sarovar Dam is built on which river?
(A) নর্মদা নদী | Narmada River
(B) তান্সী নদী | Tansi River
(C) সবরমতী নদী | Sabarmati River
(D) চন্দ্রভাগা নদী | Chandrabhaga River
Ans: A
17. ব্যারোমিটার নিম্নলিখিত কোনটি মাপতে সাহায্য করে?
A barometer is used to measure:
(A) আপেক্ষিক আদ্রতা | Relative humidity
(B) বাতাসের দিক নির্ণয় | Wind direction
(C) বায়ুচাপ নির্ণয় | Air pressure
(D) মহাসমুদ্রের স্রোত | Ocean current
Ans: C
18. নিম্নলিখিত কোন মশাটি ডেঙ্গু হওয়ার জন্য দায়ী?
Which mosquito is responsible for dengue?
(A) অ্যানোফিলিস প্রজাতি | Anopheles species
(B) ইডিস প্রজাতি | Aedes species
(C) কিউলেক্স প্রজাতি | Culex species
(D) ম্যানসোনিয়া প্রজাতি | Mansonia species
Ans: B
19. নিম্নলিখিত কোন অসুস্থটি হওয়ার জন্য স্যান্ডফ্লাই দায়ী?
Which disease is caused by sandfly?
(A) ডিসেন্ট্রি | Dysentery
(B) কালাজ্বর | Kala-azar
(C) প্লেগ | Plague
(D) ফাইলেরিয়া | Filariasis
Ans: B
20. তাজমহল কোন কারণের জন্য বিপদগ্রস্ত?
Taj Mahal is endangered due to:
(A) ক্লোরিন | Chlorine
(B) সালফার ডাইঅক্সাইড | Sulphur Dioxide
(C) অক্সিজেন | Oxygen
(D) হাইড্রোজেন | Hydrogen
Ans: B
21. গঙ্গা নদীর গুণগত মান পুনরুদ্ধারের জন্য কোন বছর গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু করা হয়েছিল?
In which year was the Ganga Action Plan launched to restore the quality of the Ganga river?
(A) 1988
(B) 1972
(C) 1985
(D) 1974
Ans: C
22. 'MPN' হল
'MPN' stands for:
(A) মোস্ট পোটেনসিয়াল নাম্বার | Most Potential Number
(B) মোস্ট প্রোবাবল নাম্বার | Most Probable Number
(C) মেজার্ড পলুশন-ইনডেক্সড নাম্বার | Measured Pollution Indexed Number
(D) মোস্ট প্রবলেমেটিক নাম্বার | Most Problematic Number
Ans: B
23. নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়?
Which of the following pairs is not correct?
(A) CNG - কম্প্রেসড ন্যাচারাল গ্যাস | Compressed Natural Gas
(B) GDP - গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট | Gross Domestic Product
(C) BCF - বায়ো কনসেন্ট্রেশন ফ্যাক্টর | Bio Concentration Factor
(D) LPG - লোকাল পেট্রোলিয়াম গ্যাস | Local Petroleum Gas
Ans: D
24. নিম্নলিখিত সঠিক জোড় কোনটি?
Which of the following pair is correct?
(A) মন্ট্রিয়েল প্রোটোকল - বিশ্ব উষ্ণায়ন | Montreal Protocol - Global Warming
(B) রামসর কনভেনশন - ভূগর্ভস্থ জল সংরক্ষণ | Ramsar Convention - Groundwater Conservation
(C) বাসাল কনভেনশন - জীববৈচিত্র্য কনভেনশন | Basel Convention - Biodiversity
(D) কিয়োটো প্রোটোকল - জলবায়ু পরিবর্তন | Kyoto Protocol - Climate Change
Ans: D
25. 'ইকোটোন' হল
What is an Ecotone?
(A) বাস্তুতন্ত্র | Ecosystem
(B) বাস্তুতন্ত্রের একটি এলাকা | A part of an ecosystem
(C) একটি বাস্তুতন্ত্রের পাঠ | A study of an ecosystem
(D) দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চল | Transitional zone between two ecosystems
Ans: D
26. নিম্নলিখিত কোন্ প্রসারিত রূপটি সঠিক?
Which of the following full forms is correct?
(A) UNEP - ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল পলিসি | United Nations Environmental Policy
(B) EPA - এনভায়রনমেন্টাল পলুশন এজেন্সি | Environmental Pollution Agency
(C) IPCC - ইন্টারন্যাশনাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ | International Panel for Climate Change
(D) CITES - কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জারড স্পিসিস | Convention on International Trade in Endangered Species
Ans: D
27. বর্জ্য হ্রাসকরণে নিম্নলিখিত কোন্ পদ্ধতিটি উচ্চ চাপ প্রয়োগ করতে পারে?
Which of the following methods for waste reduction may involve high pressure?
(A) পাইরোলাইসিস | Pyrolysis
(B) কম্পোস্টিং | Composting
(C) ইনসিনিরেশন | Incineration
(D) পালভারাইজেশন | Pulverization
Ans: D
28. কোন্ মহাসমুদ্রকে ঘিরে 'রিং অফ ফায়ার' আছে?
Which ocean is surrounded by the 'Ring of Fire'?
(A) ভারত মহাসাগর | Indian Ocean
(B) আটলান্টিক মহাসাগর | Atlantic Ocean
(C) আর্কটিক মহাসাগর | Arctic Ocean
(D) প্রশান্ত মহাসাগর | Pacific Ocean
Ans: D
29. বিশ্ব বন্যপ্রাণ ভাগের প্রতীক হল
What is the symbol of the World Wildlife Fund?
(A) পেঙ্গুইন | Penguin
(B) বাঘ | Tiger
(C) সিংহ | Lion
(D) পান্ডা | Panda
Ans: D
30. রেড ডেটা বুক কারা প্রকাশ করে?
Who publishes the Red Data Book?
(A) IUCN
(B) BNHS
(C) WWF
(D) গ্রিন পিস | Greenpeace
Ans: A
31. ম্যাগসাসাই পুরস্কার প্রাপ্ত কাকে 'ওয়াটারম্যান অফ ইন্ডিয়া' বলা হয়?
Who is known as the 'Waterman of India' among the Magsaysay award winners?
(A) সুন্দরলাল বহুগুণা | Sunderlal Bahuguna
(B) অনিল আগরওয়াল | Anil Agarwal
(C) মেধা পাটকর | Medha Patkar
(D) রাজেন্দ্র সিং | Rajendra Singh
Ans: A
32. সেপ্টেম্বর 16 - 23 কিরূপে পালিত হয়?
September 16–23 is observed as:
(A) ওজন সপ্তাহ | Ozone Week
(B) বন্যপ্রাণ সপ্তাহ | Wildlife Week
(C) জীববৈচিত্র্য সপ্তাহ | Biodiversity Week
(D) বিপর্যয় হ্রাসকরণ সপ্তাহ | Disaster Reduction Week
Ans: A
33. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন কারণে বিখ্যাত?
Kaziranga National Park is famous for:
(A) একশৃঙ্গ গণ্ডার | One-horned Rhinoceros
(B) নীলগাই | Nilgai
(C) বাঘ | Tiger
(D) হাতি | Elephant
Ans: A
34. পশ্চিম ঘাট কোন্ এন্ডেমিক প্রজাতিরসমূহের জন্য সমৃদ্ধ?
The Western Ghats are rich in which endemic species?
(A) পাখি | Birds
(B) বাঘ | Tigers
(C) উভচর | Amphibians
(D) কচ্ছপ | Turtles
Ans: C
35. নিম্নলিখিত কোনটি বিলুপ্ত প্রজাতি?
Which of the following is an extinct species?
(A) ডুগণ | Dugong
(B) গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড | Great Indian Bustard
(C) ডোডো | Dodo
(D) লাল পান্ডা | Red Panda
Ans: C
36. নিম্নলিখিত কোনটি গৌণ বায়ু দূষক?
Which of the following is a secondary air pollutant?
(A) সালফার ডাইঅক্সাইড | Sulphur Dioxide
(B) ফটোকেমিক্যাল স্মগ | Photochemical Smog
(C) নাইট্রোজেন ডাইঅক্সাইড | Nitrogen Dioxide
(D) ধুলিকণা | Particulate Matter
Ans: B
37. হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং হ্যান্ডলিং রুল কোন বছর চালু হয়?
In which year was the Hazardous Waste Management and Handling Rule implemented?
(A) 1989
(B) 1979
(C) 1969
(D) 1999
Ans: A
38. CBD-র পুরো কথাটি হল
The full form of CBD is:
(A) কনজারভেশন বায়োডাইভারসিটি ডেভেলপমেন্ট | Conservation Biodiversity Development
(B) কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভারসিটি | Convention on Biological Diversity
(C) কনজারভেশন অ্যাসোসিয়েশন ফর বায়োডাইভারসিটি ডেভেলপমেন্ট | Conservation Association for Biodiversity Development
(D) কিউমিউলেটেড প্ল্যান ফর বায়োলজিক্যাল ডাইভারসিটি | Cumulative Plan for Biological Diversity
Ans: B
39. মাইকোরাইজা যার উদাহরণ সেটি হল
Mycorrhiza is an example of:
(A) অ্যামেনসালিজম্ | Amensalism
(B) কমেনসালিজম্ | Commensalism
(C) প্যারাসাইটিজম্ | Parasitism
(D) সিম্বায়োসিস | Symbiosis
Ans: B
40. জাদুগোড়া ইউরেনিয়াম খনি কোথায় অবস্থিত?
Where is the Jaduguda Uranium Mine located?
(A) ঝাড়খণ্ড | Jharkhand
(B) ওড়িশা | Odisha
(C) ছত্তিশগড় | Chhattisgarh
(D) মধ্যপ্রদেশ | Madhya Pradesh
Ans: A
41. লাভ ক্যানালের ঘটনা কোনটির সঙ্গে সম্পর্কিত?
The Love Canal incident is related to:
(A) রাসায়নিক কারখানার দুর্ঘটনা | Chemical factory accident
(B) নদী দূষণ | River pollution
(C) বিষাক্ত বর্জ্যের স্তূপ | Toxic waste dumping
(D) মনুষ্য-সৃষ্ট ব্যাকটেরিয়া | Man-made bacteria
Ans: C
42. ভোপাল গ্যাস বিপর্যয় কোন দিন ঘটেছিল?
On which date did the Bhopal Gas Tragedy occur?
(A) ডিসেম্বর 3, 1984 | December 3, 1984
(B) জানুয়ারি 3, 1984 | January 3, 1984
(C) ডিসেম্বর 23, 1984 | December 23, 1984
(D) ডিসেম্বর 13, 1984 | December 13, 1984
Ans: A
43. একজন ব্যক্তির শ্রবণ ক্ষমতা কোন পরীক্ষার সাহায্যে মাপা হয়?
A person’s hearing ability is measured using which test?
(A) অডিওমেট্রিক পরীক্ষা | Audiometric Test
(B) পোটেনশিওমেট্রিক পরীক্ষা | Potentiometric Test
(C) ভলিউমেট্রিক পরীক্ষা | Volumetric Test
(D) কলোরিমেট্রিক পরীক্ষা | Colorimetric Test
Ans: A
44. বিশ্ব অরণ্য দিবস পালিত হয়
World Forest Day is observed on:
(A) 21 শে ফেব্রুয়ারি | 21st February
(B) 21 শে মার্চ | 21st March
(C) 22 শে মে | 22nd May
(D) 22 শে সেপ্টেম্বর | 22nd September
Ans: B
45. কোন বছরে কেনিয়ার পরিবেশ বিশেষজ্ঞ ওয়ানগারি মাথাই নোবেল শান্তি পুরস্কার পান?
In which year did Kenyan environmentalist Wangari Maathai receive the Nobel Peace Prize?
(A) 2002
(B) 2003
(C) 2004
(D) 2005
Ans: C
46. 1983 সালে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট তৈরি করেন। তা এটির চেয়ারম্যান কে হন?
Who was the Chairperson of the UN World Commission on Environment and Development formed in 1983?
(A) রিচার্ড ডকিন্স | Richard Dawkins
(B) গ্রো হারলেম ব্রান্টল্যান্ড | Gro Harlem Brundtland
(C) ই.ও. উইলসন | E.O. Wilson
(D) আল গোর | Al Gore
Ans: B
47. সাইলেন্ট স্প্রিং হল
Silent Spring is:
(A) একটি বন্যপ্রাণ সংরক্ষণ প্রকল্প | A wildlife conservation project
(B) পাখির উপর DDT -র প্রভাব সম্পর্কিত বই | Book on Effects of DDT on Birds
(C) একটি দূষণ সংক্রান্ত পরীক্ষা | A pollution-related test
(D) একটি পরিবেশ দিবস | An environmental day
Ans: B
48. Where did the Fukushima Daiichi disaster occur in 2011?
ফুকুসিমা দাইচি বিপর্যয় ২০১১ সালে কোন দেশে হয়েছিল?
(A) South Korea | (এ) দক্ষিণ কোরিয়া
(B) North Korea | (বি) উত্তর কোরিয়া
(C) China | (সি) চীন
(D) Japan | (ডি) জাপান
Ans: D
49. Which unit is used to measure ozone in the atmosphere?
বায়ুমণ্ডলে ওজোনের পরিমাপ কোন এককে প্রকাশ করা হয়?
(A) Dobson Unit | (এ) ডবসন ইউনিট
(B) Pascal | (বি) পাস্কাল
(C) Joule | (সি) জুল
(D) None of these | (ডি) এর কোনোটিই নয়
Ans: A
50. Which country has the highest percentage of agricultural land?
সমগ্র জমির মধ্যে কৃষিজমির শতকরা হার সর্বাধিক কোন দেশে?
(A) United States | (এ) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) India | (বি) ভারত
(C) Bangladesh | (সি) বাংলাদেশ
(D) China | (ডি) চীন
Ans: C
51. Which of the following places in India is not associated with thermal power?
ভারতে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি তাপশক্তির সঙ্গে যুক্ত নয়?
(A) Rihand | (এ) রিহান্ড
(B) Narmada | (বি) নর্মদা
(C) Talcher | (সি) তালচের
(D) None | (ডি) কোনোটিই নয়
Ans: B
52. Which earthquake in the last two decades caused over 200,000 deaths?
গত দুই দশকে সংঘটিত ভূমিকম্পগুলির মধ্যে কোনটিতে ২০০,০০০-এর বেশি মানুষ মারা গিয়েছিলেন?
(A) Kashmir Earthquake, 2005 | (এ) কাশ্মীর ভূমিকম্প, ২০০৫
(B) Haiti Earthquake, 2010 | (বি) হাইতি ভূমিকম্প, ২০১০
(C) Tohoku Earthquake, 2011 | (সি) তোহোকু ভূমিকম্প, ২০১১
(D) Nepal Earthquake, 2015 | (ডি) নেপাল ভূমিকম্প, ২০১৫
Ans: B
53. When was the first forest law enacted in India?
ভারতবর্ষের প্রথম অরণ্য আইন প্রণয়ন হয়েছিল কবে?
(A) 1865 | (এ) ১৮৬৫ সালে
(B) 1878 | (বি) ১৮৭৮ সালে
(C) 1882 | (সি) ১৮৮২ সালে
(D) 1894 | (ডি) ১৮৯৪ সালে
Ans: A
54. According to Indian philosophy, the essential element 'Kshiti' stands for what?ভারতীয় দর্শন অনুযায়ী সমগ্র বিশ্বের অত্যাবশ্যক উপাদান ‘ক্ষিতি’-এর অর্থ কী?
(A) Water | (এ) জল
(B) Air | (বি) বাতাস
(C) Earth | (সি) মাটি
(D) Sky | (ডি) আকাশ
Ans: C
55. Which of the following places is not a victim of radioactive pollution?
নিম্নলিখিত স্থানগুলির কোনটি তেজস্ক্রিয় দূষণের শিকার নয়?
(A) Chernobyl | (এ) চেরনোবিল
(B) Kasargod | (বি) কাসারগড়
(C) Rocky Flats Plant | (সি) রকি ফ্ল্যাটস প্ল্যান্ট
(D) Mayak | (ডি) মায়াক
Ans: B
Enter Your Comment