পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন জীবন বিজ্ঞান নবম ও দশম শ্রেণীর প্রশ্নপত্র ২০১৬
সমস্ত WBSSC SLST Aspirants দের স্বাগত Info Educations ওয়েবসাইট এ। তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে বিগত SLST 2016 এর সমস্ত বিষয়ের প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি উভয় ভাষায় একসাথে উত্তরসহ।SLST 2016 Life Science Question Paper with Answers
WBSSC-SLST (State Level Selection Test) হল পশ্চিমবঙ্গের একটি প্রতিযোগিতামূলক শিক্ষক নিয়োগ পরীক্ষা, যা West Bengal School Service Commission (WBSSC) কর্তৃক পরিচালিত হয়। এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকার অনুমোদিত এবং সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হয়। পরীক্ষাটি রাজ্যজুড়ে সমন্বিতভাবে নেওয়া হয় এবং যোগ্য প্রার্থীদের মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়।
WB School Service Commission Life Science IX - X Question paper 2016
SLST 2016 Life Science Question Paper | WBSSC জীবন বিজ্ঞান নবম ও দশম প্রশ্নপত্র (Pass/Hons) PDF সহ উত্তরসহ ডাউনলোড করুন। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) পরিচালিত State Level Selection Test (SLST) পরীক্ষার জীবন বিজ্ঞান (Life Science) বিষয়ের নবম ও দশম শ্রেণির প্রশ্নপত্র ২০১৬(SLST Life Science Practice Set Graduate (IX-X) সালের সংস্করণ এখানে প্রদান করা হলো। জীবন বিজ্ঞান প্রশ্নপত্রটি (SLST 2016 Question Paper Life Science pdf Download)অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর দ্বারা যাচাই ও পরিমার্জিত হয়েছে এবং Pass ও Honours উভয় স্তরের জন্য উপযোগী। প্রশ্নের সঠিক উত্তর সহ নিচে দেওয়া রয়েছে। WB SLST Life Science Proshno Nobom o Dosom Shrenir Proshno Uttorsoho।
WB SLST IX X Biological Science Question Paper
1. নিম্নে বিবৃত কোনটির কারণে হিমোগ্লোবিন বাফার হিসাবে কাজ করে ?
Hemoglobin acts as a buffer because of its –
(A) গ্লাইকোপ্রোটিন প্রকৃতি (Glycoprotein nature)
(B) লৌহ অণুর উপস্থিতি (Presence of iron molecule)
(C) হিস্টাডিন অ্যামাইনো অ্যাসিড অংশের উপস্থিতি (Presence of histidine residue)
(D) দুর্বল অম্লধর্মী (Weak acidic nature)
Ans: - C
2. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির মধ্যে প্রচুর পরিমাণ ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে ?
Which of the following contains a rich supply of omega fatty acids?
(A) সারলোইন (Sirloin)
(B) মুরগীর মাংস (Chicken)
(C) ব্রোকোলি (Broccoli)
(D) সালমন (Salmon)
Ans: - D
3. হাইপারক্যাপনিয়া জনিত কারণে শ্বাস প্রক্রিয়া মূলত প্রভাবিত হয় কাকে উদ্দীপ্ত করতে ?
Hypercapnia affects respiration primarily by stimulating the –
(A) ক্যারোটিড এবং অ্যাওটিক বডি (Carotid and aortic bodies)
(B) হাইপোগ্লসাল নার্ভ (Hypoglossal nerve)
(C) কেন্দ্রীয় মেডুলারী রসায়ন গ্রাহক (Central medullary chemoreceptors)
(D) আর্টেরিয়াল ব্যারোরিসেপটর (Arterial baroreceptors)
Ans: - C
4. নিম্নলিখিত কোন রস বা ক্ষরণটির সবচেয়ে বেশি পি-এইচ (pH) পরিলক্ষিত হয় ? / Which of the following has highest pH?
(A) লালা ক্ষরণ / Salivary secretion
(B) পাকস্থলীয় রস / Gastric juice
(C) অগ্ন্যাশয় রস / Pancreatic juice
(D) আন্ত্রিক ক্ষরণ / Intestinal secretion
Ans: - C
5.ত্বকে উপস্থিত মেলানিনের একটি গুরুত্বপূর্ণ কাজ কী? / What is an important function of melanin in the skin?
(A) ত্বককে শীতলতর করা / Cause the skin to be cooler
(B) ত্বকে রক্ত প্রবাহের পরিমাণ বৃদ্ধি করা / Increase the amount of blood flow
(C) ত্বককে শক্তিশালী করা / Strengthen the skin
(D) ক্ষতিকারক বিকিরণ শোষণ করা / Absorb harmful radiation
Ans: - D
6.নিম্নলিখিতগুলির মধ্যে কোন ক্ষেত্রে উদ্দীপনা পরিবহণের গতিবেগ সর্বাপেক্ষা কম? / Which of the following has the lowest impulse conduction velocity?
(A) A নার্ভতন্তু / A nerve fibre
(B) Ag নার্ভতন্তু / Ag nerve fibre
(C) B নার্ভতন্তু / B nerve fibre
(D) C নার্ভতন্তু / C nerve fibre
Ans: - C
7.নিম্নলিখিত কোন অংশে শ্বসন কেন্দ্র অবস্থিত? / The respiratory centre is located in
(A) সেরিব্রাম / Cerebrum
(B) সেরিবেলাম / Cerebellum
(C) মেডুলা ও পনস / Medulla and Pons
(D) হাইপোথ্যালামাস / Hypothalamus
Ans: - C
8. নিম্নে বিবৃত কোন্ অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ পিটুইটারী দ্বারা নিয়ন্ত্রিত নয় ? / The secretion of which of the following is not under the control of pituitary?
(A) অ্যাড্রিনাল কটেক্স / Adrenal cortex
(B) থাইরয়েড / Thyroid
(C) অ্যাড্রিনাল মেডুলা / Adrenal medulla
(D) শুক্রাশয় / Testis
Ans: - C
9.দেহের তাপ নিয়ন্ত্রণ, নিম্নে বিবৃত কাদের দ্বারা প্রভাবিত হয় ? / The temperature regulation of the body is influenced by
(A) চর্মের তাপ গ্রাহকগুলি / Temperature receptors of the skin
(B) মস্তিষ্কে অবস্থিত তাপ নিয়ন্ত্রক কেন্দ্রে সঞ্চলনকারী রক্তের উষ্ণতা / Temperature of the blood circulating the heat regulation centres of the brain
(C) স্নায়ুজ ও হরমোনীয় নিয়ন্ত্রণ / Both neuronal and hormonal control
(D) উপরে উল্লিখিত সকল মাধ্যম / All of these
Ans: - D
10. যখন রক্তের পি-এইচ (pH) অতিশয় অল্প তখন পার্শ্ববর্তী কৈশিক নালী থেকে নিম্নে বিবৃত কোন আয়ন নেফ্রনে নিঃসৃত হয় ? / When pH of the blood is too low, the ions secreted into the nephron from the surrounding capillaries are
(A) HCO₃⁻
(B) Cl⁻
(C) H⁺ অথবা NH₄⁺ / H⁺ or NH₄⁺
(D) Na⁺
Ans: - C
11. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কার্বনিক অ্যানহাইড্রেজের কো-ফ্যাক্টর হিসাবে কাজ করে ? / Which of the following acts as a cofactor of carbonic anhydrase?
(A) Cu
(B) Zn
(C) Fe
(D) Mg
Ans: - B
12. গর্ভাবস্থায় কোন ভিটামিন গ্রহণ স্নায়ু নালিকার ত্রুটি যেমন স্পাইনা বিফিডা-কে প্রতিরোধ করতে সাহায্য করে? / Which vitamin, when consumed during pregnancy, can help to prevent neural tube defects like ‘Spina bifida’?
(A) B6
(B) নিয়াসিন / Niacin
(C) রাইবোফ্লাভিন / Riboflavin
(D) ফোলিক অ্যাসিড / Folic acid
Ans: - D
13. মায়োফাইব্রিলের একটি অংশ যাকে সারকোমিয়ার বলা হয়, সেটির বিস্তৃতি / The segment of myofibril that is called a sarcomere runs from
(A) একটি Z রেখা থেকে পরবর্তী Z রেখা পর্যন্ত / One Z line to the next Z line
(B) একটি H অঞ্চল থেকে পরবর্তী H অঞ্চল পর্যন্ত / One H zone to the next H zone
(C) একটি A ব্যাণ্ড থেকে পরবর্তী A ব্যাণ্ড পর্যন্ত / One A band to the next A band
(D) ঐচ্ছিক পেশীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত / One end of skeletal muscle to the opposite end
Ans: - A
14. অর্গান অব কটির ককলিয়াতে অবস্থিত সংজ্ঞাবহ কেশ কোষগুলি প্রোথিত থাকে / Sensory hair cells of cochlea in organ of Corti are anchored on the —
(A) ব্যাসিলার পর্দায় / Basilar membrane
(B) ভেস্টিবুলার পর্দায় / Vestibular membrane
(C) টেক্টোরিয়াল পর্দায় / Tectorial membrane
(D) টিম্প্যানিক পর্দায় / Tympanic membrane
Ans: - A
15. গ্লোমেরুলার পরিস্রতের বেশির ভাগ পুনর্বিশোষিত হয় / Major portion of glomerular filtrate is reabsorbed in —
(A) হেনলীর লুপ-এ / Loop of Henle
(B) দূর সংবর্ত নালিকায় / Distal convoluted tubule
(C) সংগ্রাহী নালিকায় / Collecting tubule
(D) অগ্র নালিকায় / Proximal tubule
Ans: - D
16. নিম্নলিখিত কার দ্বারা শুক্রাণুর পুষ্টির যোগান হয় ? / Nutrition of spermatozoa is provided by —
(A) শুক্রোৎপাদক নালিকা / Seminiferous tubule
(B) সারটোলি কোষ / Sertoli's cells
(C) লেডিগ কোষ / Leydig's cells
(D) উল্লিখিত সবকটি / All of these
Ans: - B
17. বৃদ্ধ বয়সে দৃষ্টির ত্রুটিকে বলা হয় / Visual error in old age is known as —
(A) মায়োপিয়া / Myopia
(B) হাইপারমেট্রোপিয়া / Hypermetropia
(C) প্রেসবায়োপিয়া / Presbyopia
(D) অ্যাস্টিগম্যাটিজম / Astigmatism
Ans: - C
18. নার্ভের অনাবৃত শেষাংশ থেকে উদ্ভূত আবেগ নিম্নলিখিত কোন সংবেদনকে সূচনা করে ? / Which sensation is initiated by the impulse from naked nerve endings?
(A) ঘ্রাণ / Smell
(B) স্পর্শ / Touch
(C) শৈত্য / Cold
(D) বেদনা / Pain
Ans: - D
19. নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রোক্যারিওটিক ? / Which one of the following is prokaryote?
(A) ইডোগোনিয়াম / Oedogonium
(B) কনড্রাস ক্রিসপাস / Chondrus crispus
(C) অসিলেটোরিয়া / Oscillatoria
(D) কারা / Cara
Ans: - C
20. কোনটি ইউকার্পিক ছত্রাক ? / Which one is eucarpic fungus?
(A) মিউকর / Mucor
(B) অ্যাসপারজিলাস / Aspergillus
(C) পেনিসিলিয়াম / Penicillium
(D) ফিউসেরিয়াম / Fusarium
Ans: - A
21. ইলেটার দেখতে পাওয়া যায় / Elater is found in —
(A) রিক্সিয়া / Riccia
(B) মারকেনশিয়া / Marchantia
(C) ফিউনেরিয়া / Funaria
(D) স্ফ্যাগনাম / Sphagnum
Ans: - B
22. নিম্নলিখিতদের মধ্যে কোনটি জলে নিমজ্জিত জলজ উদ্ভিদ ? / Which one of the following is submerged aquatic hydrophyte?
(A) আইপোমিয়া / Ipomoea
(B) ইউফরবিয়া / Euphorbia
(C) ইউট্রিকুলেরিয়া বাইফিডা / Utricularia bifida
(D) ডেন্টেলা রেপেনস / Dentella repens
Ans: - C
23. লিগিউল কোথায় দেখা যায় ? / Where do you find ligule?
(A) অ্যাজোলা / Azolla
(B) ইকুইজিটাম / Equisetum
(C) মার্সিলিয়া / Marsilea
(D) সেলাজিনেলা / Selaginella
Ans: - D
24. কোনটি C₄ উদ্ভিদ ? / Which one is a C₄ plant?
(A) ওরাইজা স্যাটিভা / Oryza sativa
(B) জিয়া মেজ / Zea mays
(C) অ্যালিয়াম সেপা / Allium cepa
(D) ম্যান্জিফেরা ইন্ডিকা / Mangifera indica
Ans: - B
25. নিম্নের কোন কোষ অঙ্গাণুতে ক্যাটালেজ উৎসেচক থাকে ? / Which of the following cell organelles contains catalase enzyme?
(A) পারক্সিজোম / Peroxisome
(B) স্ফেরোজোম / Spherosome
(C) গ্লাইঅক্সিজোম / Glyoxysome
(D) লাইসোজোম / Lysosome
Ans: - A
26. ভেসেল বা টাকিয়া বিহীন একটি উদ্ভিদ হল / Which one of the following plants is vessel-less or trachea-less?
(A) কাঁঠাল / Jackfruit
(B) তাল / Fan palm (Tal)
(C) পাইন / Pinus
(D) নিটাম / Gnetum
Ans: - C
27. কোনো কোনো উদ্ভিদের শাখামূল বিশেষ অভিযোজনের ফলে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে খাড়াভাবে বৃদ্ধি পায়। তারা হল / Some of the rootlets are specially adapted as negatively geotropic and are known as —
(A) শ্বাসমূল / Pneumatophores
(B) স্তন্তমূল / Prop roots
(C) ঠেসমূল / Stilt roots
(D) অধিমূল / Buttress roots
Ans: - A
28. নিম্নের কোন ক্ষেত্রে সংক্রামিত ও আক্রান্ত উদ্ভিদ কোষগুলির মৃত্যু ঘটে ? / In which of the following infected plant cells die?
(A) হাইপারট্রফি / Hypertrophy
(B) হাইপোপ্লাস্টি বা আট্রফি / Hypoplasty or Atrophy
(C) নেক্রোসিস / Necrosis
(D) হাইপারপ্লাসিয়া / Hyperplasia
Ans: - C
29. জিমনোস্পার্ম গোষ্ঠীভূক্ত নিটাম উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর হল / Female gametophyte of Gnetum under gymnosperm family is —
(A) ট্রাইস্পোরিক / Trisporic
(B) টেট্রাস্পোরিক / Tetrasporic
(C) বাইস্পোরিক / Bisporic
(D) মনোস্পোরিক / Monosporic
Ans: - B
30. ছদ্ম কন্দ দেখা যায় / Pseudo-bulb is found in –
(A) অরেসী / Araceae
(B) জিঞ্জিবারেসি / Zingiberaceae
(C) অর্কিডেমী / Orchidaceae
(D) সাইপেরেসী / Cyperaceae
Ans: - C
31. গোলাকার পারফোরেশন প্লেটকে বলে / Rounded perforation plate is –
(A) স্ক্যালারিফর্ম / Scalariform
(B) ফোরামিনেট / Foraminate
(C) রেটিকুলেট / Reticulate
(D) কৃপাকৃতি / Pitted
Ans: - B
32. ইথিলিন উৎপন্ন হয় / Ethylene is produced from –
(A) মিথিওনিন / Methionine
(B) IBA
(C) MCPA
(D) ট্রিপটোফ্যান / Tryptophan
Ans: - A
🛒 Get This PDF — Click Here: 👉 Click Here
33. C4 চক্রে প্রথম CO₂ গ্রাহক / First CO₂ acceptor in C4 cycle –
(A) RuBP
(B) PGA
(C) OAA
(D) PEP
Ans: - D
34. গুপ্তবীজীর সস্যকলা / Endosperm of angiosperms is –
(A) Diploid (2n)
(B) Haploid (n)
(C) Triploid (3n)
(D) Tetraploid (4n)
Ans: - C
35. অ্যালিয়াম সেপার ক্রোমোজোম সংখ্যা / Somatic chromosome number of Allium cepa –
(A) 12
(B) 16
(C) 20
(D) 24
Ans: - B
36. মেটাফেজ ক্রোমোজোমে DNA এর পরিমাণ / Amount of nuclear DNA in metaphase –
(A) 1C
(B) 2C
(C) 3C
(D) 4C
Ans: - D
37. ক্রিস্টি দেখা যায় / Cristae is found in –
(A) ক্লোরোপ্লাস্ট / Chloroplast
(B) নিউক্লিয়াস / Nucleus
(C) কোষ প্রাচীর / Cell wall
(D) মাইটোকন্ড্রিয়া / Mitochondria
Ans: - D
38. এন্ডোস্টাইল কি? / What is endostyle?
(A) অন্তঃত্বকের স্টাইলাস / Stylus in endoderm
(B) মোলাস্কার স্টাইল / Crystalline style in mollusca
(C) অ্যামফিওক্সাসের সিলিয়ারী খাঁজ / Ciliated groove in Amphioxus pharynx
(D) সিলোমের এন্ডোডার্ম / Endodermal derivative in coelom
Ans: - C
39. প্রাণীর কোষঝিল্লি প্রধানত গঠিত / Plasma membrane is mainly made of –
(A) চর্বি / Fat
(B) শর্করা / Carbohydrate
(C) প্রোটিন / Protein
(D) লাইপোপ্রোটিন / Lipo-protein
Ans: - D
40. কোন জিনের ক্ষেত্রে ক্রিস-ক্রস সঞ্চরণ দেখা যায় / Criss-cross inheritance is seen in –
(A) সেক্স ইনফ্লুয়েন্সড জিন / Sex-influenced gene
(B) সেক্স লিংকড জিন / Sex-linked gene
(C) প্রচ্ছন্ন সেক্স লিংকড / Recessive sex-linked gene
(D) প্রকট সেক্স লিংকড / Dominant sex-linked gene
Ans: - B
41. ফ্লাজেলার প্রধান প্রোটিন / Main cytoskeletal protein in flagella –
(A) মায়োসিন / Myosin
(B) অ্যাক্টিন / Actin
(C) গ্লোবিউলিন / Globulin
(D) অ্যালবুমিন / Albumin
Ans: - B
42. সেক্স-লিংকড রোগ / Which one is sex-linked disease –
(A) মায়োপিয়া / Myopia
(B) বসন্ত / Smallpox
(C) স্কার্ভি / Scurvy
(D) বর্ণান্ধতা / Colour blindness
Ans: - D
43. আরশোলার দৃষ্টিকোষ / Visual unit in cockroach's eye –
(A) কর্ণিয়া / Cornea
(B) রেটিনা / Retina
(C) কোনস্ / Cones
(D) ওমাটিডিয়াম / Ommatidium
Ans: - D
44. ফোরামেন অব প্যানিজা দেখা যায় / Foramen of Panizza is found in –
(A) প্রোটোপটেরাস / Protopterus
(B) মোনোট্রিমস / Monotremes
(C) স্যালামান্ডার / Salamanders
(D) ক্রোকোডাইল / Crocodiles
Ans: - D
45. স্পার্মাটিয়োলেসিস হল / Spermiotelosis is –
(A) স্পার্মাটিড উৎপাদন / Spermatid from spermatogonium
(B) শুক্রাণু উৎপাদন / Spermatozoon from spermatogonium
(C) স্পার্মাটিড থেকে শুক্রাণু / Sperm from spermatid
(D) শুক্রাণুর মৃত্যু / Lysis of growing sperm
Ans: - C
46. টোটিপোটেন্সি কী? / What is totipotency?
(A) পরিণত জীবের একটি কোষের যে-কোনো কোষে পরিবর্তনের ক্ষমতা / The ability of a cell to divide and produce all the differentiated cells in an adult
(B) কোষের বিভব পার্থক্য / Potential difference in a cell
(C) স্নায়ুকোষের আধান পার্থক্য / Charge difference in neuron
(D) সাইন্যাপ্সের স্পন্দন প্রেরণ ক্ষমতা / Synaptic impulse transmission
Ans: - A
47. বাস্তুতন্ত্রের ধারণ ক্ষমতা বলতে কি বোঝায়? / What is meant by carrying capacity in ecosystem?
(A) কোনো বাহনের জীব পরিবহণের ক্ষমতা / The number of organisms which can be conveyed by a vehicle
(B) পরিবেশের ক্ষতি না করে বাস্তুতন্ত্রের জীবধারণ ক্ষমতা / The number of organisms an ecosystem can support without environmental degradation
(C) একটি পরিবেশে কোন একটি প্রজাতির মোট জীবনধারণ ক্ষমতা / The number of organisms of a species that can be supported in a given environment
(D) মহাদেশ ব্যাপী বাস্তুতন্ত্রের জীবধারণ ক্ষমতা / The capacity of the ecosystem to carry over the continent
Ans: - C
48. উড়ুক্কু পতঙ্গদের ডানাগুলি যুক্ত থাকে কার সাথে? / The flying insects bear wings on:
(A) প্রথম বক্ষখণ্ডে / First thoracic segment
(B) দ্বিতীয় ও তৃতীয় বক্ষখণ্ডে / 2nd and 3rd thoracic segments
(C) উদরে / Abdomen
(D) প্রথম ও দ্বিতীয় বক্ষখণ্ডে / First and second thoracic segments
Ans: - B
49. ব্যাঙের ভ্রুণ পরিস্ফুরণের পরবর্তীকালে ব্লাস্টোপোরটি পরিণত হয়ে সৃষ্টি হয় / When embryonic development is completed, the blastopore of frog becomes:
(A) মুখ / Mouth
(B) ক্লোএকা / Cloaca
(C) নাসারন্ধ্র / Nasal pore
(D) জননছিদ্র / Gonopore
Ans: - D
50. ম্যালপিঘিয়ান টিউবুলের মধ্যে সংগৃহীত নাইট্রোজেন ঘটিত বর্জ্য মুক্ত হয় / Nitrogenous wastes in the Malpighian tubules flow into the:
(A) সিলোমে / Coelom
(B) হিমোসিলে / Haemocoel
(C) রক্তনালীতে / Blood vessels
(D) অস্ত্রে / Intestine
Ans: - B
51. নিম্নোক্তদের মধ্যে নিওট্রপিক অঞ্চলভুক্ত প্রাণীরা হল / Which one of the following is a Neotropical fauna?
(A) লামা / Lama
(B) ম্যাক্রোপাস / Macropus
(C) জেব্রা / Zebra
(D) গন্ডার / Rhinoceros
Ans: - A
52. ইম্যুনোলজিকাল পরিহার' বলতে কি বোঝেন? / What do you mean by 'immunological evasion'?
(A) পরজীবী দ্বারা ইম্যুনিটি পরিহার / Evasion of immunity by parasites
(B) বাঁচার সম্ভাবনায় পোষকের ইম্যুনিটি পরিহার করার জন্য পরজীবীর একটি কৌশল / A strategy of parasites to evade a host's immune response for their survival probability
(C) পোষকের ইম্যুনিটি বিস্ফোরণ / Immunological explosion of the host
(D) মানুষের ইম্যুনিটি দ্বারা আত্মরক্ষা না করতে পারা / Inability to provide immune protection in man
Ans: - B
53. টি-লিম্ফোসাইটের একটি সক্ষম অ্যান্টিজেন হল / A potent T-lymphocyte antigen is:
(A) কমপ্লিমেন্ট / Complement
(B) ইন্টারলিউকিন-১ / Interleukin-1
(C) ফাইটোহিমাগ্লুটিনিন / Phytohemagglutinin
(D) এন্ডোটক্সিন / Endotoxin
Ans: - D
54. প্যানক্রিয়াসের 'আইলেটস অব ল্যাঙ্গারহানস'-এ সংশ্লেষিত ইনসুলিন ও গ্লুকাগন তাদের লক্ষ্য কোষগুলিতে কার মাধ্যমে পৌঁছায়? / Insulin and Glucagon synthesized by the islets of Langerhans in the pancreas reach their target cells via:
(A) রক্ত / Blood
(B) লিম্ফ / Lymph
(C) প্যানক্রিয়াটিক নালী / Pancreatic duct
(D) সিসটিক নালী / Cystic duct
Ans: - A
55. যে প্রাণীর দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার তারতম্যের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তাকে বলে / An animal whose body temperature fluctuates with the temperature of its environment is called:
(A) হোমোইয়োথার্ম / A homoeotherm
(B) পয়কিলোথার্ম / A poikilotherm
(C) এক্টোথার্ম / An ectotherm
(D) এন্ড্রোথার্ম / An endotherm
Ans: - B
Enter Your Comment