পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন জীবন বিজ্ঞান একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র ২০১৬
SLST 2016 Biological Science 11 12 Question Paper and Answer Key
WBSSC-SLST (State Level Selection Test) হল পশ্চিমবঙ্গের একটি প্রতিযোগিতামূলক শিক্ষক নিয়োগ পরীক্ষা, যা West Bengal School Service Commission (WBSSC) কর্তৃক পরিচালিত হয়। এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকার অনুমোদিত এবং সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হয়। পরীক্ষাটি রাজ্যজুড়ে সমন্বিতভাবে নেওয়া হয় এবং যোগ্য প্রার্থীদের মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়।
WB School Service Commission Life Science 11 12 Question paper 2016
WB SLST Biological Science XI-XII Question Paper 2016 | WBSSC জীবন বিজ্ঞান একাদশ ও দ্বাদশ প্রশ্নপত্র (Pass/Hons) PDF সহ উত্তরসহ ডাউনলোড করুন। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) পরিচালিত State Level Selection Test (SLST) পরীক্ষার জীবন বিজ্ঞান (Life Science) বিষয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রশ্নপত্র ২০১৬(SLST 2016 Life Science Question Paper) সালের সংস্করণ এখানে প্রদান করা হলো। জীবন বিজ্ঞান প্রশ্নপত্রটি (SLST 2016 Question Paper Life Science pdf Download)অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর দ্বারা যাচাই ও পরিমার্জিত হয়েছে এবং Pass ও Honours উভয় স্তরের জন্য উপযোগী। প্রশ্নের সঠিক উত্তর সহ নিচে দেওয়া রয়েছে। WB SLST Life Science Proshno Ekadosh o Dwadosh Shrenir Proshno Uttorsoho।
WB SLST XI - XII Biological Science (Botany , Zoology , Physiology) Question Paper 2016
1. বহুসংখ্যক বহিঃত্বক কোথায় পাওয়া যায় ?
Where do you find multiple epidermis?
(A) Nerium Sp. – নেরিয়াম স্পি.
(B) Orchid – অর্কিড
(C) Pandanus Sp. – প্যান্ডানাস স্পি.
(D) Beta Sp. – বিটা স্পি.
উত্তর : - (A) Nerium Sp. – নেরিয়াম স্পি.
2. নিম্নলিখিতগুলির কোনটি একটি এন্ডোফাইটিক শৈবাল ?
Which one of the following is an endophytic alga?
(A) Oedogonium Sp. – ঈডোগোনিয়াম স্পি.
(B) Gelidium Sp. – জেলিডিয়াম স্পি.
(C) Nostoc Sp. – নস্টক স্পি.
(D) Chondrus Sp. – কনড্রাস স্পি.
উত্তর : - (C) Nostoc Sp. – নস্টক স্পি.
3. একটি সমরেণুপ্রসু টেরিডোফাইট কোনটি ?
Which is a homosporous pteridophyte?
(A) Psilotum Sp. – প্সিলোটাম স্পি.
(B) Selaginella Sp. – সেলাজিনেলা স্পি.
(C) Marsilea Sp. – মার্সিলিয়া স্পি.
(D) Isoetes Sp. – আইসোইটিস স্পি.
উত্তর : - (A) Psilotum Sp. – প্সিলোটাম স্পি.
4. নিচের কোন উদ্ভিদ হরমোনটি ফল পাকাতে সাহায্য করে ?
Which of the following phytohormones helps in fruit ripening?
(A) GA₃ – জিএ ৩
(B) IAA – আইএএ
(C) Cytokinin – সাইটোকাইনিন
(D) Ethylene – ইথিলিন
উত্তর : - (D) Ethylene – ইথিলিন
5. নিচের কোনটি প্রোক্যারিওটিক জীবের বৈশিষ্ট্য ?
Which of the following is a prokaryotic character?
(A) Cell wall with peptidoglycan – পেপটিডোগ্লাইক্যানযুক্ত কোষপ্রাচীর
(B) 70s ribosome – ৭০ এস টাইপের রাইবোজোম
(C) Absence of membrane-bound organelle – পর্দাবদ্ধ অঙ্গাণুর অনুপস্থিতি
(D) All of these – উপরের সবগুলি
উত্তর : - (D) All of these – উপরের সবগুলি
6. নিচের কোন হরমোনটি বাষ্পমোচন প্রতিরোধী পদার্থ হিসেবে কাজ করে ?
Which of the following hormones acts as a transpiration retardant?
(A) ABA – এবিএ (অ্যাবসিসিক অ্যাসিড)
(B) Cytokinin – সাইটোকাইনিন
(C) IAA – আইএএ
(D) Florigen – ফ্লোরিজেন
উত্তর : - (A) ABA – এবিএ (অ্যাবসিসিক অ্যাসিড)
7. নালিসোমিক উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা কত ?
The chromosome number in a nullisomic plant is:
(A) 2n - 1 – ২n - ১
(B) 2n + 2 – ২n + ২
(C) 2n - 2 – ২n - ২
(D) 2n + 1 – ২n + ১
উত্তর : - (C) 2n - 2 – ২n - ২
8. ETS-এর মাধ্যমে FADH₂ অক্সিডেশন হলে কয়টি ATP তৈরি হয় ?
How many ATP molecules are formed from FADH₂ oxidation in terminal oxidation through ETS?
(A) 1 – ১
(B) 2 – ২
(C) 3 – ৩
(D) 4 – ৪
উত্তর : - (B) 2 – ২
9. Rauvolfia serpentina উদ্ভিদের কোন অংশ ব্যবহৃত হয় ?
Which part of the plant Rauvolfia serpentina is used?
(A) Flower – ফুল
(B) Fruit – ফল
(C) Root – মূল
(D) None of these – উপরের কোনোটিই নয়
উত্তর : - (C) Root – মূল
10. নিশ্চল কলোনিযুক্ত শৈবাল কোনটি ?
Which is a non-motile colonial alga?
(A) Chlorella – ক্লোরেলা
(B) Hydrodictyon – হাইড্রোডিক্টিওন
(C) Ulva – আলভা
(D) Volvox – ভলভক্স
উত্তর : - (C) Root – মূল
11. Coal ball কোন ধরনের জীবাশ্ম ?
Coal ball is a type of –
(A) Petrified fossil – অশ্মীভূত জীবাশ্ম
(B) Cast fossil – ছাঁচ জীবাশ্ম
(C) Pseudo-fossil – নকল জীবাশ্ম
(D) Impression fossil – ছাপ জীবাশ্ম
উত্তর : - (A) Petrified fossil – অশ্মীভূত জীবাশ্ম
12. যে চলমান জেনেটিক উপাদান মিউটেশন ঘটাতে পারে, তাকে বলা হয় –
Motile genetic element capable of causing mutation is called –
(A) Plasmid – প্লাসমিড
(B) Transposon – ট্রান্সপোজন
(C) Cosmid – কসমিড
(D) Mutagen – মিউটাজেন
উত্তর : - (B) Transposon – ট্রান্সপোজন
13. ক্লিস্টোগ্যামি দেখা যায় কোন উদ্ভিদে ?
Cleistogamy is observed in which plant?
(A) Cuscuta reflexa – কাস্কাটা রিফ্লেক্সা
(B) Pisum sativum – পিসাম স্যাটিভাম
(C) Zea mays – জিয়া মেইজ
(D) Commelina benghalensis – কমেলিনা বেঙ্গালেনসিস
উত্তর : - (D) Commelina benghalensis – কমেলিনা বেঙ্গালেনসিস
14. একগুচ্ছ পুংকেশর কোন উদ্ভিদ গোত্রের বৈশিষ্ট্য ?
Monadelphous stamen is a characteristic of which family?
(A) Malvaceae – ম্যালভেসি
(B) Leguminosae – লেগুমিনোসি
(C) Rubiaceae – রুবিয়েসি
(D) Labiatae – লাবিয়েটি
উত্তর : - (A) Malvaceae – ম্যালভেসি
15. ফটো-রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি করে এমন যৌগ হল –
Which compound creates photochemical smog?
(A) CO₂ – কার্বন ডাই অক্সাইড
(B) N₂O – নাইট্রাস অক্সাইড
(C) PAN – পারঅ্যাসিটিল নাইট্রেট
(D) CH₄ – মিথেন
উত্তর : - (C) PAN – পারঅ্যাসিটিল নাইট্রেট
16. মোজাইক কী ধরনের রোগলক্ষণ ?
What kind of disease symptom is Mosaic?
(A) Necrosis – কলা-পচন
(B) Hypertrophy – অত্যধিক কোষ বৃদ্ধিজনিত
(C) Hyperplasia – অত্যধিক কোষ বিভাজনজনিত
(D) Hypoplasia – অপর্যাপ্ত কোষ বৃদ্ধিজনিত
উত্তর : - (D) Hypoplasia – অপর্যাপ্ত কোষ বৃদ্ধিজনিত
17. অ্যাম্ফিভেসাল নালিকা বান্ডিলের বৈশিষ্ট্য হল / Amphivasal bundles are characterized by the presence of
(A) ফ্লোয়েমকে বেষ্টন করে থাকে জাইলেম (Phloem remaining surrounded by Xylem)
(B) জাইলেমকে বেষ্টন করে থাকে ফ্লোয়েম (Xylem remaining surrounded by Phloem)
(C) জাইলেম ও ফ্লোয়েম পৃথক গুচ্ছে থাকে (Phloem and Xylem forming separate bundles)
(D) জাইলেম ও ফ্লোয়েম পাশাপাশি সংযুক্ত থাকে (Xylem and Phloem being laterally present)
উত্তর : - (A) ফ্লোয়েমকে বেষ্টন করে থাকে জাইলেম (Phloem remaining surrounded by Xylem)
18. কারসেরুল জাতীয় ফল কোন্ গোত্রে পাওয়া যায়? / Carcerule type of fruit is found in which family?
(A) রুবিয়েসি (Rubiaceae)
(B) ল্যাবিয়েটি (Labiatae)
(C) কম্পোসিটি (Compositae)
(D) সোলানেসি (Solanaceae)
উত্তর : - (B) ল্যাবিয়েটি (Labiatae)
19. চারাগাছের ‘ড্যাম্পিং অফ’ রোগের জীবাণুর নাম হল / The microbe responsible for 'damping off' of seedling is -
(A) ফাইটোফথোরা স্প. (Phytophthora Sp.)
(B) পাইথিয়াম স্প. (Pythium Sp.)
(C) পুসিনিয়া স্প. (Puccinia Sp.)
(D) পেনিসিলিয়াম স্প. (Penicillium Sp.)
উত্তর : - (B) পাইথিয়াম স্প. (Pythium Sp.)
20. গ্লাইকোসাইডিক লিংকেজ কি? / What is a glycosidic linkage?
(A) দুটি জিনের মধ্যে লিংক (Link between two genes)
(B) দুটি গ্লুকোজের মধ্যে লিংক (Link between two glucoses)
(C) দুটি গ্লাইকোজেনের মধ্যে লিংক (Link between two glycogens)
(D) দুটি গ্লাইসিনের মধ্যে লিংক (Link between two glycines)
উত্তর : - (B) দুটি গ্লুকোজের মধ্যে লিংক (Link between two glucoses)
21. সারটোলি কোষ কী? / What is a Sertoli cell?
(A) বর্ধিষ্ণু শুক্রকোষের জন্য পুষ্টিকোষ (Nutritive cell for growing sperms)
(B) বর্ধিষ্ণু ডিম্বকোষের জন্য পুষ্টিকোষ (Nutritive cell for growing ovum)
(C) ডিম্বাশয়ের সাহায্যকারী কোষ (Supporting cell of ovary)
(D) শুক্রাশয়ের সাহায্যকারী কোষ (Supporting cell of testis)
উত্তর : - (A) বর্ধিষ্ণু শুক্রকোষের জন্য পুষ্টিকোষ (Nutritive cell for growing sperms)
22. দ্বিপদ নামকরণ কোন বইটিতে বর্ণনা করা আছে? / Binomial nomenclature is described in the book : -
(A) জেনেরা প্লান্টারিয়াম (Genera Plantarium)
(B) হিস্টোরিয়া প্লান্টারিয়াম (Historia Plantarium)
(C) সিস্টেমা নাটুরি (Systema Naturae)
(D) ফ্লোরা জাপোনিকা (Flora Japonica)
উত্তর : - (C) সিস্টেমা নাটুরি (Systema Naturae)
23. মায়োসিসের কোন দশায় DNA প্রতিলিপিকরণ ঘটে? / During which stage of meiosis does DNA replication occur?
(A) ইন্টারফেজ (Interphase)
(B) প্রফেজ I (Prophase I)
(C) মেটাফেজ II (Metaphase II)
(D) অ্যানাফেজ (Anaphase)
উত্তর : - (A) ইন্টারফেজ (Interphase)
24. উচ্চ তাপমাত্রায় এনজাইম বিক্রিয়ার হার কেন হ্রাস পায়? / Why does the rate of enzyme activity decrease at high temperatures?
(A) pH পরিবর্তিত হয় (pH changes)
(B) এনজাইমের অ্যাকটিভ সাইটের পরিবর্তন হয় (Active site of the enzyme is altered)
(C) অম্ল ও ক্ষারের প্রশমন ঘটে (Neutralization of acids and bases occurs)
(D) এনজাইমের ঘনত্ব বাড়ে (Enzyme concentration increases)
উত্তর : - (B) এনজাইমের অ্যাকটিভ সাইটের পরিবর্তন হয় (Active site of the enzyme is altered)
25. mRNA-র যে সিকোয়েন্স কোড করে না তাকে বলে / The mRNA sequences that do not code for anything are called -
(A) ইনট্রনস (Introns)
(B) ইন্টারফেরনস (Interferons)
(C) একসনস (Exons)
(D) এন্ডনস (Endons)
উত্তর : - (A) ইনট্রনস (Introns)
26. স্পার্মাটোজেনেসিসের কোন দশায় মিয়োটিক বিভাজন ঘটে? / In which stage of spermatogenesis does meiotic division occur?
(A) বহুবিভাজন দশা (Multiplication stage)
(B) বৃদ্ধির দশা (Growth stage)
(C) পরিণতি দশা (Maturation stage)
(D) কোনটিই নয় (None of these)
উত্তর : - (C) পরিণতি দশা (Maturation stage)
27. প্রাচীনতম জীবন্ত মাছ কোনটি? / Which is the oldest living fish?
(A) অ্যাসিপেন্সার (Acipenser)
(B) সিলাকান্ত (Coelacanth)
(C) পলিপটেরাস (Polypterus)
(D) এক্সোসিটাস (Exocoetus)
উত্তর : - (B) সিলাকান্ত (Coelacanth)
28. মানবদেহে সংক্রমণক্ষম রক্তক্ষুক কৃমি হল / The blood fluke worm that infects humans is -
(A) উসেরেরিয়া ব্যাঙ্কফুটি (Wuchereria bancrofti)
(B) অ্যাঙ্কাইলোস্টোমা ডুওডেনলি (Ancylostoma duodenale)
(C) সিস্টোসোমা জাপোনিকাম (Schistosoma japonicum)
(D) ফ্যাসিওলা হেপাটিকা (Fasciola hepatica)
উত্তর : - (C) সিস্টোসোমা জাপোনিকাম (Schistosoma japonicum)
29. ক্লাডিস্টিক্স হল (Cladistics is)
(A) উপপ্রজাতি ও প্রজাতির মধ্যে সম্পর্ক (Relationship between subspecies and species)
(B) দুটি উন্নত জাতির মধ্যে সম্পর্ক (Relationship between two most forward races)
(C) লুপ্ত ও জীবিত প্রজাতির মধ্যে সম্পর্ক (Relationship between extinct and surviving species)
(D) শ্রেণিবিন্যাসের একটি প্রক্রিয়া যেখানে প্রজাতিগত সম্পর্কের বিন্যাস করা হয় (Method of classification that attempts to infer phylogenetic relationship)
উত্তর : - (D) শ্রেণিবিন্যাসের একটি প্রক্রিয়া যেখানে প্রজাতিগত সম্পর্কের বিন্যাস করা হয় (Method of classification that attempts to infer phylogenetic relationship)
30. যাদের পলিপ দশা হয় না তারা হলো (Polyp stage is not found in)
(A) হাইড্রোজোয়া (Hydrozoa)
(B) স্কাইফোজোয়া (Scyphozoa)
(C) অ্যাথোজোয়া (Anthozoa)
(D) সি ফার (Sea Fur)
উত্তর : - (B) স্কাইফোজোয়া (Scyphozoa)
31. কোন্ অঙ্গ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে প্রধান ভূমিকা পালন করে?
(Which organ plays a dominant role in development of immune system?)
(A) থাইরয়েড (Thyroid)
(B) থাইমাস (Thymus)
(C) অ্যাড্রিনাল (Adrenal)
(D) প্যারাথাইরয়েড (Parathyroid)
উত্তর : - (B) থাইমাস (Thymus)
32. স্বাভাবিকভাবে হেল্পার T-কোষ ও সাপ্রেসার T-কোষের অনুপাত 2:1 হয়। কোন রোগে এটি বিপরীত হয়?
(The ratio of Helper T-cells to Suppressor T-cells is 2:1. In which case is it reversed?)
(A) টিউবারকিউলোসিস (Tuberculosis)
(B) টাইফয়েড (Typhoid)
(C) এইডস (AIDS)
(D) ক্যান্সার (Cancer)
উত্তর : - (C) এইডস (AIDS)
33. সংক্রমিত মানুষের রক্ত থেকে Wuchereria bancrofti কোন দশায় Culex মশায় প্রবেশ করে?
(Which form of Wuchereria bancrofti enters Culex mosquito from infected human?)
(A) প্রথম দশার নগ্ন মাইক্রোফাইলেরিয়া (1st stage naked microfilaria)
(B) প্রথম দশার আবরণীযুক্ত মাইক্রোফাইলেরিয়া (1st stage sheathed microfilaria)
(C) দ্বিতীয় দশা মাইক্রোফাইলেরিয়া (2nd stage microfilaria)
(D) তৃতীয় দশা মাইক্রোফাইলেরিয়া (3rd stage microfilaria)
উত্তর : - (B) প্রথম দশার আবরণীযুক্ত মাইক্রোফাইলেরিয়া (1st stage sheathed microfilaria)
34. এরি সিল্ক কোন সিল্কওয়ার্ম থেকে পাওয়া যায়? (Eri silk is obtained from which silkworm?)
(A) Bombyx mori (বম্বিক্স মোরি)
(B) Antheraea mylitta (অ্যান্থেরিয়া মাইলিটা)
(C) Antheraea assama (অ্যান্থেরিয়া আসামা)
(D) Philosamia ricini (ফিলোসেমিয়া রিসিনি)
উত্তর : - (D) Philosamia ricini (ফিলোসেমিয়া রিসিনি)
35. কোনটি স্টেরয়েড হরমোন নয়? (Which of the following is not a steroid hormone?)
(A) অ্যালডোস্টেরন (Aldosterone)
(B) অ্যান্ড্রোজেন (Androgen)
(C) ইস্ট্রোজেন (Estrogen)
(D) থাইরক্সিন (Thyroxine)
উত্তর : - (D) থাইরক্সিন (Thyroxine)
36. কুফার কোষ কোথায় পাওয়া যায়? (Kupffer’s cells are found in)
(A) অগ্ন্যাশয় (Pancreas)
(B) বৃক্ক (Kidney)
(C) যকৃৎ (Liver)
(D) ডিম্বাশয় (Ovary)
উত্তর : - (C) যকৃৎ (Liver)
🛒 Get This PDF — Click Here: 👉 Click Here
37. মাইটোকন্ড্রিয়ার কোন অংশে Succinate dehydrogenase ও Cytochrome oxidase থাকে?
(Which part of mitochondria contains succinate dehydrogenase and cytochrome oxidase?)
(A) অন্তঃপর্দা (Inner membrane)
(B) বহিঃপর্দা (Outer membrane)
(C) পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান (Perimitochondrial space)
(D) মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স (Mitochondrial matrix)
উত্তর : - (A) অন্তঃপর্দা (Inner membrane)
38. নিচের কোনটি কোষ ঝিল্লিতে উপস্থিত থাকে না? (Which of the following is not present in the cell membrane?)
(A) কোলেস্টেরল (Cholesterol)
(B) স্টেরয়েড হরমোন গ্রাহক (Steroid hormone receptor)
(C) Na⁺-K⁺ ATPase (Na⁺-K⁺ ATPase)
(D) প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদনের পূর্ববর্তী বস্তু (Precursor of prostaglandin)
উত্তর : - (B) স্টেরয়েড হরমোন গ্রাহক (Steroid hormone receptor)
39. গ্লাইকোলাইসিসের কোন ধাপে সর্বাধিক শক্তি উৎপন্ন হয়?
(Which step of glycolysis produces maximum energy in presence of oxygen?)
(A) Fructose-1,6-bisphosphate → Glyceraldehyde-3-phosphate + Dihydroxyacetone phosphate
(B) Glyceraldehyde-3-phosphate → 1,3-bisphosphoglycerate
(C) 1,3-bisphosphoglycerate → 3-phosphoglycerate
(D) Phosphoenolpyruvate → Pyruvate
উত্তর : - (B) Glyceraldehyde-3-phosphate → 1,3-bisphosphoglycerate
40. Vitamin B₁₂ G.I. tract-এর কোন অংশে শোষিত হয়?
(Where is Vitamin B₁₂ absorbed in the G.I. tract?)
(A) পাকস্থলি (Stomach)
(B) ডিওডেনাম (Duodenum)
(C) জেজুনাম (Jejunum)
(D) ইলিয়াম (Ileum)
উত্তর : - (D) ইলিয়াম (Ileum)
41. একজন প্রাপ্তবয়স্ক অকায়িক পুরুষের দৈনিক ক্যালরি প্রয়োজন কত?
(What is the daily calorie requirement of a sedentary adult male?)
(A) 1200 কিলোক্যালরি (1200 k.cal)
(B) 2000 কিলোক্যালরি (2000 k.cal)
(C) 2400 কিলোক্যালরি (2400 k.cal)
(D) 3000 কিলোক্যালরি (3000 k.cal)
উত্তর : - (D) ইলিয়াম (Ileum)
42. সারফ্যাকট্যান্ট-এর রাসায়নিক প্রকৃতি কী? (What is the chemical nature of surfactant?)
(A) প্রোটিন (Protein)
(B) গ্লাইকোপ্রোটিন (Glycoprotein)
(C) স্ফিংগোলিপিড (Sphingolipid)
(D) ডাইপালমিটয়িল ফসফ্যাটিডিলকলিন (Dipalmitoyl phosphatidylcholine)
উত্তর : - (D) ডাইপালমিটয়িল ফসফ্যাটিডিলকলিন (Dipalmitoyl phosphatidylcholine)
43. কোন বিবৃতি কোষ-নিয়ন্ত্রিত অনাক্রম্যতার সঙ্গে সম্পর্কিত?
(Which statement is related to cell-mediated immunity?)
(A) অ্যান্টিবডি নিঃসরণ ঘটায় (Involves secretion of antibodies)
(B) B-কোষ দ্বারা নিয়ন্ত্রিত (Mediated by B-cells)
(C) কোষ বহিস্থ মুক্ত অ্যান্টিবডির সঙ্গে লিম্ফোসাইটের বন্ধন প্রয়োজন (Requires binding with free antibody)
(D) লক্ষ্য কোষকে সরাসরি ধ্বংস করে (Directly destroys targeted cells)
উত্তর : - (D) লক্ষ্য কোষকে সরাসরি ধ্বংস করে (Directly destroys targeted cells)
44. HIV ভাইরাস কোন কোষকে লক্ষ্য করে?
(HIV virus primarily targets which cell?)
(A) B-কোষ (B-cells)
(B) হেলপার T-কোষ (Helper T-cells)
(C) ম্যাক্রোফাজ (Macrophages)
(D) সাইটোটক্সিক T-কোষ (Cytotoxic T-cells)
উত্তর : -(B) হেলপার T-কোষ (Helper T-cells)
45. রক্তে অধিকাংশ O₂ কীভাবে পরিবাহিত হয়?
(How is most of the O₂ transported in blood?)
(A) প্লাজমায় দ্রবীভূত হয়ে (Dissolved in plasma)
(B) হিমোগ্লোবিনের সাথে সংযুক্ত হয়ে (Combined with haemoglobin)
(C) বাইকার্বনেট আয়ন রূপে (As bicarbonate ions)
(D) প্লাজমা প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে (Attached to plasma proteins)
উত্তর : - (B) হিমোগ্লোবিনের সাথে সংযুক্ত হয়ে (Combined with haemoglobin)
46. পারনিসিয়াস রক্তাল্পতা কেন হয়?
(What causes pernicious anemia?)
(A) অপর্যাপ্ত লৌহের জন্য হিমোগ্লোবিন কম উৎপাদন (Insufficient iron for haemoglobin)
(B) অস্থিমজ্জা ধ্বংস (Destruction of bone marrow)
(C) ইনট্রিনসিক ফ্যাক্টরের অভাব (Deficiency of intrinsic factor)
(D) এরিথ্রোপোয়েটিনের স্বল্পতা (Low erythropoietin secretion)
উত্তর : - (C) ইনট্রিনসিক ফ্যাক্টরের অভাব (Deficiency of intrinsic factor)
47. হৃদপিণ্ডের নিলয় পেশী কোথা থেকে উদ্দীপনা পায়?
(Ventricular muscle gets impulse directly from)
(A) A-V নোড (AV Node)
(B) পারকিঞ্জি তন্তু (Purkinje fibers)
(C) হিজের বান্ডিল (Bundle of His)
(D) ডান ও বাম বান্ডিল শাখা (Right and Left bundle branches)
উত্তর : - (B) পারকিঞ্জি তন্তু (Purkinje fibers)
48. নিম্নলিখিত কোন শিরা সরাসরি হৃদপিণ্ডে উন্মুক্ত হয় না?
Which of the following veins does not directly open into the heart?
(A) ফুসফুসীয় শিরা (Pulmonary vein)
(B) পোঃক্যাভাল শিরা (Post-caval vein)
(C) প্রিক্যাভাল শিরা (Pre-caval vein)
(D) পশ্চাৎদেশীয় মেসেনটেরিক শিরা (Posterior mesenteric vein)
উত্তর : - (D) পশ্চাৎদেশীয় মেসেনটেরিক শিরা (Posterior mesenteric vein)
49. একজন আঘাতপ্রাপ্ত মানুষের রক্তের শ্রেণি পরীক্ষা না করে কোন শ্রেণির রক্ত দেওয়া সম্ভব?
Which blood group can be given to an injured person without checking his blood group?
(A) B
(B) A
(C) AB
(D) O
উত্তর : - (D) O
50. নিম্নলিখিত কোনটির দ্বারা মস্তিষ্ক-মেরুরস উৎপন্ন হয়?
Cerebrospinal fluid is formed by which of the following?
(A) ডুরামেটার (Duramater)
(B) কোরয়েড প্লেক্সাস (Choroid plexus)
(C) অ্যারাকনয়েড ভিলাই (Arachnoid villi)
(D) পিয়ামেটার (Piamater)
উত্তর : - (B) কোরয়েড প্লেক্সাস (Choroid plexus)
51. মস্তিষ্কের কোন নিউক্লিয়াসটিকে ‘জৈবিক ঘড়ি’ নামে চিহ্নিত করা হয়?
Which nucleus in the brain is referred to as the "biological clock"?
(A) সুপ্রাঅপটিক নিউক্লিয়াস (Supraoptic nucleus)
(B) প্রি-অপটিক নিউক্লিয়াস (Pre-optic nucleus)
(C) সুপ্রাকিয়াসম্যাটিক নিউক্লিয়াস (Suprachiasmatic nucleus)
(D) প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস (Paraventricular nucleus)
উত্তর : - (C) সুপ্রাকিয়াসম্যাটিক নিউক্লিয়াস (Suprachiasmatic nucleus)
52. সুষুম্না কাণ্ডের সম্মুখীয় শৃঙ্গীয় কোষ বিনষ্ট হলে কোন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়?
Destruction of anterior horn cells of spinal cord affects which of the following?
(A) অঙ্গাবহ স্নায়ু প্রবাহ (Sensory impulses)
(B) সম্পূরণকারী স্নায়ু প্রবাহ (Integrating impulses)
(C) ঐচ্ছিক চেষ্টীয় স্নায়ু প্রবাহ (Voluntary motor impulses)
(D) এইগুলি সবই (All of these)
উত্তর : - (C) ঐচ্ছিক চেষ্টীয় স্নায়ু প্রবাহ (Voluntary motor impulses)
53. রক্তে কোন উপাদানের গাঢ়ত্ব সরাসরি অ্যালডোস্টেরন ক্ষরণ নিয়ন্ত্রণ করে?
Which substance's concentration in blood directly regulates aldosterone secretion?
(A) পটাসিয়াম (Potassium)
(B) ফসফরাস (Phosphorus)
(C) ক্যালসিয়াম (Calcium)
(D) সোডিয়াম (Sodium)
উত্তর : - (D) সোডিয়াম (Sodium)
54. কোন হরমোনের প্রভাবে গর্ভাবস্থায় রজঃস্রাব বন্ধ থাকে?
Which hormone suppresses menstruation during pregnancy?
(A) এলএইচ (LH)
(B) কোরিয়নিক গোনাডোট্রপিন (Chorionic Gonadotropin)
(C) প্রোজেস্টেরন (Progesterone)
(D) গোনাডোট্রপিন রিলিজিং হরমোন (Gonadotropin-releasing hormone)
উত্তর : - (C) প্রোজেস্টেরন (Progesterone)
55. স্বাভাবিক অবস্থায় নাতিশীতোষ্ণ আবহাওয়ায় দেহ থেকে সবচেয়ে বেশি তাপ বর্জন হয় কোনটির মাধ্যমে?
Under normal temperate conditions, how does the body lose the most heat?
(A) বিকিরণ (Radiation)
(B) বাষ্পীভবন (Evaporation)
(C) পরিবহন (Conduction)
(D) কোনটিই নয় (None of these)
উত্তর : - (A) বিকিরণ (Radiation)
Enter Your Comment