WBBSE Class 10 Geography MCQ Question Answer
বর্তমান সময়ে West Bengal Board Class 10 Geography MCQ Questions with Answers খুঁজছেন এমন ছাত্রছাত্রীদের জন্য এই গাইডটি খুবই সহায়ক। এখানে Class 10 Geography MCQ (Multiple Choice Questions) ও বিশদ সমাধান দেওয়া হয়েছে যাতে সহজে প্রস্তুতি নেওয়া যায়। দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় MCQ, দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর, এমনকি WBBSE Class 10 Geography Chapter 2 Question Answer এবং WBBSE Class 10 Geography Chapter 1 Question Answer–এর মতো গুরুত্বপূর্ণ টপিকগুলিও অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা অনলাইনে পড়তে বা প্র্যাকটিস করতে চান, তারা সহজেই West Bengal Board Class 10 Geography Book PDF Download করে পড়াশোনা করতে পারেন। আমাদের এই বিশেষ কনটেন্টে রয়েছে Geography Multiple Choice Questions with Answers এবং বাছাই করা Top 50 Madhyamik Geography 2026 MCQ Questions and Answers Part 1 যা আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দশম শ্রেণীর ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর ও অনুশীলনী – সম্পূর্ণ প্রস্তুতি গাইড
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দশম শ্রেণীর ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর আজকের অন্যতম প্রয়োজনীয় রিসোর্স। আমাদের ওয়েবসাইটে দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর থেকে শুরু করে Multiple Choice Geography questions and Answers পর্যন্ত সবকিছু পাওয়া যায়। ২০২৫ সালের পরীক্ষার জন্য বিশেষভাবে তৈরি দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর 2025 এবং ভূগোল সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর তোমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি West Bengal Board Class 10 Geography Question Answer এবং সহজে পড়ার জন্য Geography Class 10 MCQ PDF ডাউনলোডের সুবিধাও রয়েছে। শিক্ষার্থীরা এখন সহজেই ভূগোল mcq প্রশ্ন উত্তর Class 10, ভূগোল প্রশ্ন উত্তর দশম শ্রেণী ও ভূগোল ক্লাস 10 অধ্যায় 5 প্রশ্ন উত্তর এক জায়গায় পেতে পারেন, যা মাধ্যমিক ভূগোল পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য নিখুঁত সহায়ক।
50 Best MCQ Questions and Answers for Madhyamik Geography 2026 – Part 1
১. পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট ব-দ্বীপ দেখা যায় –
(ক) মিসিসিপি মিসৌরী নদীতে
(খ) নীল নদীতে
(গ) গঙ্গা নদীতে
(ঘ) হোয়াংহো নদীতে
উত্তর: (ক) মিসিসিপি মিসৌরী নদীতে
২. মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে বলে –
(ক) করি
(খ) নুনাটাকস
(গ) বার্গক্রন্ড
(ঘ) ফিয়র্ড
উত্তর: (খ) নুনাটাকস
৩. বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম –
(ক) থার্মোমিটার
(খ) ব্যারোমিটার
(গ) হাইগ্রোমিটার
(ঘ) অ্যানিমোমিটার
উত্তর: (ঘ) অ্যানিমোমিটার
৪. পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় তা হল –
(ক) অ্যানাবেটিক বায়ু
(খ) স্থানীয় বায়ু
(গ) মৌসুমী বায়ু
(ঘ) ক্যাটাবেটিক বায়ু
উত্তর: (ঘ) ক্যাটাবেটিক বায়ু
৫. পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত শীতল সমুদ্র স্রোত হল –
(ক) ল্যাব্রাডর স্রোত
(খ) হামবোল্ড স্রোত
(গ) ক্যানারি স্রোত
(ঘ) বেঙ্গুয়েলা স্রোত
উত্তর: (গ) ক্যানারি স্রোত
৬. পৃথিবীর গুরুত্বপূর্ণ মৎস্য আহরন কেন্দ্রগুলি উন্নতি লাভ করেছে –
(ক) উষ্ণ ও উষ্ণ স্রোতের মিলনস্থলে
(খ) শীতল ও শীতল স্রোতের মিলনস্থলে
(গ) উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে
(ঘ) কোনোটি নয়
উত্তর: (গ) উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে
৭. একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ হল –
(ক) প্লাস্টিক
(খ) কাঁচ
(গ) ডি.ডি.টি
(ঘ) ধানের খোসা
উত্তর: (ঘ) ধানের খোসা
৮. সাতপুরা হল একটি –
(ক) স্তুপ পর্বত
(খ) আগ্নেয় পর্বত
(গ) ভঙ্গিল পর্বত
(ঘ) অবশিষ্ট পর্বত
উত্তর: (ক) স্তুপ পর্বত
৯. একটি পশ্চিমবাহিনী নদী হল –
(ক) গঙ্গা
(খ) মহানদী
(গ) কৃষ্ণা
(ঘ) নর্মদা
উত্তর: (ঘ) নর্মদা
১০. ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত –
(ক) কানপুর
(খ) চেন্নাই
(গ) কলকাতা
(ঘ) দেরাদুন
উত্তর: (ঘ) দেরাদুন
১১. একটি তন্তুজ ফসলের উদাহরণ হল –
(ক) কফি
(খ) আখ
(গ) তুলা
(ঘ) চা
উত্তর: (গ) তুলা
১২. আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি পদ্ধতি হল –
(ক) মোবাইল ফোন
(খ) ইন্টারনেট
(গ) রিমোট সেন্সিং
(ঘ) উপরের সবগুলোই
উত্তর: (ঘ) উপরের সবগুলোই
১৩. ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল –
(ক) পশ্চিমবঙ্গ
(খ) বিহার
(গ) মহারাষ্ট্র
(ঘ) উত্তরপ্রদেশ
উত্তর: (খ) বিহার
১৪. ডিগ্রিশিটের R.F. হল –
(ক) 1:2,50,000
(খ) 1:50,000
(গ) 1:1,00,000
(ঘ) 1:10,00,000
উত্তর: (ক) 1:2,50,000
১৫. ভূমিভাগের উচ্চতা বৃদ্ধিকে বলে –
(ক) আরোহন
(খ) অবরোহন
(গ) পর্যায়ন
(ঘ) সঞ্চয়ন
উত্তর: (ক) আরোহন
১৬. অনেকগুলি করি একসাথে মিলিত হলে তাকে বলে –
(ক) করি হ্রদ
(খ) এরিটি
(গ) পিরামিড চূড়া
(ঘ) মার্ক
উত্তর: (ক) করি হ্রদ
১৭. মৌক্তিক মেঘ দেখা যায় –
(ক) উপোস্ফিয়ার
(খ) স্ট্র্যাটোস্ফিয়ার
(গ) মেসোস্ফিয়ার
(ঘ) আয়নোস্ফিয়ারে
উত্তর: (খ) স্ট্র্যাটোস্ফিয়ার
১৮. বৃষ্টিচ্ছায় অঞ্চল দেখা যায় পর্বতের –
(ক) অনুবাত ঢালে
(খ) প্রতিবাত ঢালে
(গ) দুই ঢালেই
(ঘ) কোনো ঢালে নয়
উত্তর: (খ) প্রতিবাত ঢালে
১৯. দিনে কোন নির্দিষ্ট স্থানে ‘জোয়ার’ হয় –
(ক) দুবার
(খ) তিনবার
(গ) চারবার
(ঘ) ছয়বার
উত্তর: (ক) দুবার
২০. শৈবাল সাগর দেখা যায় –
(ক) আটলান্টিক মহাসাগরে
(খ) ভারত মহাসাগরে
(গ) বঙ্গোপসাগরে
(ঘ) আরবসাগরে
উত্তর: (ক) আটলান্টিক মহাসাগরে
২১. আর্সেনিক একটি –
(ক) গৃহস্থালির বর্জ্য
(খ) বিষাক্ত বর্জ্য
(গ) মিউনিসিপ্যাল বর্জ্য
(ঘ) কৃষিজ বর্জ্য
উত্তর: (খ) বিষাক্ত বর্জ্য
২২. ‘দূন’ কথার অর্থ হল –
(ক) উপত্যকা
(খ) হ্রদ
(গ) উপহ্রদ
(ঘ) সাগর
উত্তর: (ক) উপত্যকা
২৩. ভারতের নবীনতম রাজ্য হল –
(ক) উত্তরাখণ্ড
(খ) তেলেঙ্গানা
(গ) ছত্তিশগড়
(ঘ) গোয়া
উত্তর: (খ) তেলেঙ্গানা
২৪. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হল –
(ক) দোদাবেতা
(খ) পরেশনাথ
(গ) আর্মাকোণ্ডা
(ঘ) আনাইমুদি
উত্তর: (ঘ) আনাইমুদি
২৫. ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি অবস্থিত –
(ক) নাগপুরে
(খ) কটকে
(গ) মুম্বাইয়ে
(ঘ) পুষাতে
উত্তর: (ঘ) পুষাতে
২৬. শিল্পদানব বলা হয় –
(ক) পেট্রোরসায়ন শিল্পকে
(খ) লৌহ ইস্পাত শিল্পকে
(গ) পাট শিল্পকে
(ঘ) কার্পাস বস্ত্রবয়ন শিল্পকে
উত্তর: (ক) পেট্রোরসায়ন শিল্পকে
27. ভারতের বৃহত্তম খনিজতেল শোধনাগার হল –
(ক) জামনগর
(খ) ডিগবয়
(গ) হুগরিজনন
(ঘ) মোরান
উত্তর: (ক) জামনগর
28. ISRO-এর সদর দপ্তর অবস্থিত –
(ক) বেঙ্গালুরু
(খ) মুম্বাই
(গ) চেন্নাই
(ঘ) কলকাতা
উত্তর: (ক) বেঙ্গালুরু
মাধ্যমিক ভূগোল ২০২৬ – সেরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (প্রথম পর্ব)
Set - 2
১. যে প্রক্রিয়ায় ভূ-পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে –
(ক) আরোহন
(খ) অবরোহন প্রক্রিয়া
(গ) আবহবিকার প্রক্রিয়া
(ঘ) নগ্নীভবন প্রক্রিয়া
উত্তর: (ক) আরোহন
২. শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় হল –
(ক) অবঘর্ষ ক্ষয়
(খ) ঘর্ষণ ক্ষয়
(গ) ক্ষয়
(ঘ) দ্রবণ ক্ষয়
উত্তর: (ঘ) দ্রবণ ক্ষয়
৩. বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে –
(ক) নিরক্ষীয়-জলবায়ু অঞ্চলে
(খ) মৌসুমী জলবায়ু অঞ্চলে
(গ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে
(ঘ) স্তেপ -জলবায়ু অঞ্চলে
উত্তর: (ক) নিরক্ষীয়-জলবায়ু অঞ্চলে (সমুদ্রবেষ্টিত অঞ্চল)
৪. অশ্ব অক্ষাংশ অবস্থিত –
(ক) নিরক্ষীয় নিম্নচাপ বলয়
(খ) উপক্রান্তীয় উচ্চচাপ বলয়
(গ) মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়
(ঘ) মেরু উচ্চচাপ বলয়
উত্তর: (খ) উপক্রান্তীয় উচ্চচাপ বলয়
৫. সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয়, তাকে বলে –
(ক) হিমপ্রাচীর
(খ) হিমশৈল
(গ) হিমানীসম্প্রপাত
(ঘ) হিমগুল্ম
উত্তর: (ক) হিমপ্রাচীর
৬. মহাকোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে –
(ক) 180°
(খ) 360°
(গ) 90°
(ঘ) 120°
উত্তর: (গ) 90°
৭. যানবাহনের কার্বনকণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় –
(ক) পরিস্রাবক ঘূর্ণায়ন
(খ) তাড়িতিক অধঃক্ষেপক
(গ) স্ক্র্যাবার
(ঘ) আস্তরণযুক্ত অ্যালুমিনা
উত্তর: (ক) পরিস্রাবক ঘূর্ণায়ন
৮. উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়, তা হল –
(ক) কালবৈশাখী
(খ) আঁধি
(গ) পশ্চিমী ঝঞ্ঝা
(ঘ) লু
উত্তর: (খ) আঁধি
৯. শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে –
(ক) খাদার
(খ) ভাঙ্গর
(গ) ভাবর
(ঘ) বেট
উত্তর: (গ) ভাবর
১০. ভারতের ‘সিলিকন ভ্যালি’ বলা হয় –
(ক) চেন্নাই
(খ) বেঙ্গালুরু
(গ) বিহার
(ঘ) পশ্চিমবঙ্গ
উত্তর: (খ) বেঙ্গালুরু
১১. সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় –
(ক) ইক্ষু চাষে
(খ) চা চাষে
(গ) পাট চাষে
(ঘ) কফি চাষে
উত্তর: (গ) পাট চাষে
১২. ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হল –
(ক) ৪০০০
(খ) ৫০০০
(গ) ৬০০০
(ঘ) ৭০০০
উত্তর: (খ) ৫০০০
১৩. লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল –
(ক) আকরিক লৌহ
(খ) কয়লা
(গ) ম্যাঙ্গানিজ
(ঘ) সবগুলি প্রযোজ্য
উত্তর: (ঘ) সবগুলি প্রযোজ্য
১৪. টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতিরেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল –
(ক) বাদামি
(খ) কালো
(গ) লাল
(ঘ) নীল
উত্তর: (ক) বাদামি
১৫. অবরোহন প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা হল –
(ক) মালভূমি
(খ) পর্বত
(গ) সমুদ্রপৃষ্ঠ
(ঘ) সমভূমি
উত্তর: (গ) সমুদ্রপৃষ্ঠ
১৬. দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী করিডরকে বলে –
(ক) বিউট
(খ) প্যান
(গ) ওয়াদি
(ঘ) গাসি
উত্তর: (ঘ) গাসি
১৭. বায়ুমণ্ডলে যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণবৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হল –
(ক) জলীয় বাষ্প
(খ) ধূলিকণা
(গ) লবণ কণা
(ঘ) জেনন গ্যাস
উত্তর: (ক) জলীয় বাষ্প
১৮. এলনিনোর বছরগুলিতে ভারতে হয় –
(ক) ধন্যা
(খ) ভূমিকম্প
(গ) অগ্ন্যুদগম
(ঘ) খরা
উত্তর: (ঘ) খরা
১৯. যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে তা হল –
(ক) অমাবস্যা
(খ) পূর্ণিমা
(গ) শুক্ল পক্ষের অষ্টমী তিথি
(ঘ) কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি
উত্তর: (খ) পূর্ণিমা
২০. আগুলহাস স্রোত দেখা যায় –
(ক) প্রশান্ত মহাসাগরে
(খ) ভারত মহাসাগরে
(গ) সুমেরু মহাসাগরে
(ঘ) আটলান্টিক মহাসাগরে
উত্তর: (খ) ভারত মহাসাগরে
২১. তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস –
(ক) কয়লা
(খ) পেট্রোরসায়ন শিল্প
(গ) কাগজ শিল্প
(ঘ) পারমাণবিক শিল্প
উত্তর: (ঘ) পারমাণবিক শিল্প
২২. ম্যাকমোহন লাইনটি দেখা যায় –
(ক) জম্মু-কাশ্মীরে
(খ) অরুণাচল প্রদেশে
(গ) সিকিমে
(ঘ) রাজস্থানে
উত্তর: (খ) অরুণাচল প্রদেশে
২৩. আম্রবৃষ্টি সংঘটিত হয় –
(ক) শীতকালে
(খ) বর্ষাকালে
(গ) শরৎকালে
(ঘ) গ্রীষ্মকালে
উত্তর: (ঘ) গ্রীষ্মকালে
২৪. ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় –
(ক) গাঙ্গেয় সমভূমি অঞ্চলে
(খ) মরু অঞ্চলে
(গ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে
(ঘ) সুন্দরবন অঞ্চলে
উত্তর: (গ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে
২৫. রেটুন প্রথা প্রয়োগ করা হয় –
(ক) ইক্ষু চাষে
(খ) ধান চাষে
(গ) গম চাষে
(ঘ) কৃষিভিত্তিক শিল্পে
উত্তর: (ক) ইক্ষু চাষে
২৬. উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় –
(ক) কানপুরকে
(খ) কানহাকে
(গ) গোয়ালিয়রকে
(ঘ) কোয়েম্বাটুরকে
উত্তর: (ক) কানপুরকে
২৭. ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হল –
(ক) NH3
(খ) NH19
(গ) NH44
(ঘ) NH27
উত্তর: (গ) NH44
২৮. টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল –
(ক) বাদামি
(খ) লাল
(গ) কালো
(ঘ) নীল
উত্তর: (ক) বাদামি
Enter Your Comment