সপ্তম শ্রেণির ভাষা চর্চা এক কথায় প্রকাশ – বাংলা ব্যাকরণ | Ek Kothay Prokash Vashachorcha Class 7

0

সপ্তম শ্রেণী বাংলা - এককথায় প্রকাশ

সপ্তম শ্রেণির ভাষা চর্চা এক কথায় প্রকাশ – বাংলা ব্যাকরণ | Ek Kothay Prokash Vashachorcha Class 7


তোমাদের সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইটে। সপ্তম শ্রেণীর এক কথায় প্রকাশ - বাংলা ব্যাকরণ, সপ্তম শ্রেণির বাংলা ব্যাকরণ ভাষা চর্চা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এককথায় প্রকাশ, এক কথায় প্রকাশ - সপ্তম শ্রেণি, ভাষাচর্চা – সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর, এবং সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ভাষাচর্চা অংশগুলি ছাত্রছাত্রীদের ভাষাগত দক্ষতাকে আরও সমৃদ্ধ করে। WB Class 7 Bengali Grammar, ভাষা চর্চা বই Class 7, এবং সপ্তম শ্রেণির বাংলা ব্যাকরণ বই–এই সমস্ত মাধ্যমে শিক্ষার্থীরা বাংলা ব্যাকরণের ভিত্তি আরও মজবুত করতে পারে। আজকের আর্টিকেলে আজকে আমরা এক কথায় প্রকাশ বিষয়টি তুলে ধরেছি । 

বাংলা এক কথায় প্রকাশ (১–১৩৫)

১. অণুকে যার দ্বারা দেখা যায় — অণুবীক্ষণ
২. অতিথির অ্যাপ্যায়ন — আতিথ্য
৩. অর্থহীন উক্তি — প্রলাপ
৪. অতি দুর্গম স্থান — গহন
৫. আয়ুর পক্ষে হিতকর — আয়ুয্য
৬. আসল কথা বলার আগে মুখবন্ধধ — ভণিতা
৭. আয় বুঝে ব্যয় করে যে — মিতব্যয়ী
৮. আগমনে যার কোনো তিথি নেই — অতিথি
৯. ইন্দ্রের হস্তী — ঐরাবত
১০. ইতিহাস জানেন যিনি — ঐতিহাসিক
১১. ঈশানকোণের অধিপতি — শিব
১২. উপযুক্ত বয়স হয়েছে যার — সাবালক
১৩. উভয় পাশে বৃক্ষশ্রেণিযুক্ত পথ — বীথি
১৪. উৎকৃষ্ট কাজ — সুকৃতি
১৫. উপন্যাস রচনা করেন যিনি — ঔপন্যাসিক
১৬. উল্লেখ করা হয় না যা — ঊহ্য
১৭. ঊর্ধ্ব ও বক্রভাবে যা গমন করে — তরঙ্গ
১৮. ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি — ঋত্বিক
১৯. একই সময়ে বর্তমান — সমসাময়িক
২০. এক পাড়ার লোক — পড়শি
২১. ঐক্যের অভাব — অনৈক্য
২২. ওজন করে যে ব্যক্তি — তৌলিক
২৩. ঔষধের গাছ–গাছড়া — বক্কাল
২৪. এক স্থান থেকে অন্য স্থানে গমন করে যে — যাযাবর
২৫. কোথাও উঁচু কোথাও নীচু — বন্ধুর
২৬. কোনো কিছুর চারদিকে আবর্তন — পরিক্রমা
২৭. শ্বেতবর্ণের পদ্ম — পুণ্ডরীক
২৮. পরিব্রাজকের জীবন — প্রব্রজ্যা
২৯. বৎসের প্রতি স্নেহ — বাৎসল্য
৩০. ব্যাকরণ জানেন যিনি — বৈয়াকরণ
৩১. বিশেষ অর্থে সীমাবদ্ধ শব্দ — যোগরুঢ়
৩২. কুকুরের ডাক — বুক্কন
৩৩. একবার শুনলেই মনে থাকে — শ্রুতিধর
৩৪. রাত্রিকালীন যুদ্ধ — সৌপ্তিক
৩৫. সর্বজনের কল্যাণে — সর্বজনীন
৩৬. স্থপতির কাজ — স্থাপত্য
৩৭. হৃদয়ের প্রীতিকর — হৃদ্য
৩৮. শিক্ষালাভই যার উদ্দেশ্য — শিক্ষার্থী
৩৯. যার দুটি হাতই সমান দক্ষ — সব্যসাচী
৪০. সুধাধবলিত গৃহ — সৌধ
৪১. পুণ্যকর্মের ফল — ফলশ্রুতি
৪২. পৃষ্ঠ থেকে পোষকতা — পৃষ্ঠপোষক
৪৩. বয়সের তুল্য সখা — বয়স্য
৪৪. নৌ চলাচলের যোগ্য — নাব্য
৪৫. কাজ করতে দেরি করে যে — দীর্ঘসূত্রী
৪৬. স্বপ্নে শিশুর হাসিকান্না — দেয়ালা
৪৭. চৈত্র মাসের ফসল — চৈতালি
৪৮. আকাশে চরে যে — খেচর
৪৯. ইন্দ্রজালে পারদর্শী — ঐন্দ্রজালিক
৫০. যা উদিত হচ্ছে — উদীয়মান
৫১. দোষ নেই — নির্দোষ
৫২. বিশ্বজনের পক্ষে হিতকর — বিশ্বজনীন
৫৩. বিধানসভার সদস্য — বিধায়ক
৫৪. যিনি রসায়ন জানেন — রসায়নবিদ
৫৫. ভ্রমরের শব্দ — গুঞ্জন
৫৬. নকল নয় এমন — অকৃত্রিম
৫৭. বাঘের চামড়া — কৃত্তি
৫৮. হাতের পঞ্চম অঙ্গুলি — কনিষ্ঠা
৫৯. বিশেষ খ্যাতি আছে যার — বিখ্যাত
৬০. যেখানে যেতে হবে — গন্তব্য
৬১. যা গতিশীল — জঙ্গম
৬২. একতার অভাব — অনৈক্য
৬৩. উত্তর–পূর্ব কোণ — ঈশান
৬৪. যা পানের অযোগ্য — অপেয়
৬৫. যা পানের যোগ্য য — পানীয়
৬৬. দেওয়ার অযোগ্য — অদেয়
৬৭. যে সব কিছু খায় — সর্বভুক
৬৮. যার দুইবার জন্ম — দ্বিজ
৬৯. আমি, তুমি ও সে — আমরা
৭০. ত্যাগ করার যোগ্য — ত্যাজ্য
৭১. হরিণের চামড়া — অজিন
৭২. অনন্যসাধারণ — অন্য সকলের মধ্যে নেই যা
৭৩. যা বলার যোগ্য — বক্তব্য
৭৪. হজম হয় না — গুরুপাক
৭৫. যা বলা হবে — উক্ত
৭৬. পূজার যোগ্য — পূজনীয়
৭৭. যার দাম নেই — অমূল্য
৭৮. বনে জন্মায় — বনজ
৭৯. যুদ্ধে যিনি স্থির থাকেন — যুধিষ্ঠির
৮০. যিনি ন্যায়শাস্ত্র জানেন — নৈয়ায়িক
৮১. যার শত্রু জন্মায়নি — অজাতশত্রু
৮২. ময়ূরের ডাক — কেকা
৮৩. মনুষ্য গণনা — আদমশুমারি
৮৪. মধু পান করে যে — মধুপ
৮৫. মনুর পুত্র — মানব
৮৬. ফুলহীন ফলদায়ী বৃক্ষ — বনস্পতি
৮৭. আগে যা ঘটেনি — অভূতপূর্ব
৮৮. উপকারের প্রতিদান — প্রত্যুপকার
৮৯. উপকারীর উপকার স্বীকার করে যেতি — কৃতজ্ঞ
৯0. উপকারীর উপকার স্বীকার করে না যে — অকৃতজ্ঞ
৯১. উপযুক্ত বয়স হয়েছে যার — প্রাপ্তবয়স্ক
৯২. উঁচু–নীচু স্থান — বন্ধুর
৯৩. উপকার করার ইচ্ছা — উপচিকীর্ষা
৯৪. মৃত জীবজন্তু ফেলা হয় যেখানে — ভাগাড়
৯৫. মাটি ভেদ করে ওঠে — উদ্ভিদ
৯৬. দর্শনশাস্ত্র জানেন — দার্শনিক
৯৭. তীর্থে বাস করেন — তীর্থবাসী
৯৮. মৃত্যু পর্যন্ত — আমৃত্যু
৯৯. মাটিতে নির্মিত — মৃন্ময়
১০০. মৃত্যু যার নিকটবর্তী — মুমূর্ষু
১০১. বিজ্ঞান জানেন — বিজ্ঞানী
১০২. বছরে দু’বার ফসল — দোফসলি
১০৩. ফল পাকলে মরে যায় — ওষধি
১০৪. একই সময়ে বর্তমান — সমসাময়িক
১০৫. ঋণ দান করে যে — ঋণদাতা
১০৬. একই মায়ের সন্তান — সহোদর
১০৭. পা থেকে মাথা পর্যন্ত — আপাদমস্তক
১০৮. চোখে চোখে রাখা — নজরবন্দি
১০৯. জয়লাভের ইচ্ছা — জিগীষা
১১০. জানার ইচ্ছা — জিজ্ঞাসা
১১১. জানার ইচ্ছুক — জিজ্ঞাসু
১১২. পান করার ইচ্ছা — পিপাসা
১১৩. পান করতে ইচ্ছুক — পিপাসু
১১৪. জয়সূচক ধ্বনি — জয়ধ্বনি
১১৫. কোকিলের ডাক — কুহু
১১৬. বিষ্ণুর উপাসক — বৈষ্ণব
১১৭. বেশি কথা বলে যে — বাচাল
১১৮. বৃষ্টির অভাব — অনাবৃষ্টি
১১৯. যিনি ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন না — নাস্তিক
১২০. ঈশ্বরে বিশ্বাসী — আস্তিক
১২১. নতুন কচি পাতা — কিশলয়
১২২. পরিণত বয়সের আগে মৃত্যু যু — অকালমৃত্যু
১২৩. পরের মুখ চেয়ে থাকে — পরমুখাপেক্ষী
১২৪. না খুব শীত, না খুব উষ্ণ — নাতিশীতোষ
১২৫. উপায় নেই যার — অনন্যোপায়
১২৬. যার কোনো কিছুতেই ভয় নেই — অকুতোভয়
১২৭. যা জানা কষ্টকর — দুর্বোধ্য
১২৮. যতদিন জীবন থাকবে — — যাবজ্জীবন
১২৯. পরিণত বয়স যার — সাবালক/সাবালিকা
১৩০. দিনের মধ্যভাগ — মধ্যাহ্ন
১৩১. পনেরো দিন অন্তর প্রকাশিত — পাক্ষিক
১৩২. পরের সৌভাগ্যে কাতর — পরশ্রীকাতর
১৩৩. উপস্থিত আছে যা — বর্তমান
১৩৪. নদী মাতৃক দেশ — নদীমাতৃক
১৩৫. বহুর মধ্যে একটি — অন্যতম


১.অর্থ ও ভাব অক্ষুণ্ণ রেখে নীচের বাক্যগুলিকে সংক্ষিপ্ত করো :

১.১. তাঁর কোনো কিছুতেই ভয় নেই। 

১.২. সে খুব বেশি কথা বলে।

১.৩. তমাল অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই কথা বলে।

১.৪. সুজন হরেক রকম বোল বলতে পারে।

১.৫. হাতি চলার রাস্তার দুধারে বড়ো বড়ো গাছ । 

১.৬. সুধার মতো ধবল গৃহ দেখে চোখ জুড়িয়ে গেল।

১.৭. রোজের উপার্জন ভুলে সে আর্তের সেবা করে চলেছে।

১.৮. যার কিছু নেই, ঈশ্বর তাঁর সহায় হন।

১.৯. আমাদের বিদ্যালয়ের বীক্ষণাগারে একটি মাথার খুলি রয়েছে।

১.১০. দিনের শেষ ভাগে এবার বাড়ি ফেরার পালা।


২.নীচের বাক্যগুলিকে প্রসারিত করো :

২.১. আজ সন্ধায় প্রহসন দেখতে যাব 

২.২. জিঘাংসা নিন্দনীয়।

২.৩. পল্লবগ্রাহী হয়ে কোনো লাভ নেই।

২.৪. সর্বজনীন উৎসবে সামিল হব।

২.৫. পাশুজন্য বেজে উঠেছে।

২.৬. ঢেউ উদ্বেল হয়ে উঠেছে।

২.৭. উদ্বাস্তুদের সাহায্য করো।

২.৮. আধিকারিকেরা আসবেন।

২.৯. অর্ঘ্য সাজাও।

২.১০. ডাকহরকরাদের গল্প শুনতে আমার ভালো লাগে।





একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)