WB Class 7 Science 3rd Summative Question Paper with Answers 2025 । সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন সাজেশান

1

সপ্তম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৫ 

WB Class 7 Science 3rd Summative Question Paper with Answers 2025 । সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন সাজেশান


সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য Class 7 3rd Summative Question Paper Science Unit Test, ৭ম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৫, এবং Class 7 Science Final Exam Question Paper 2025 এখানে পাওয়া যাবে একসাথে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE Class 7th Science 3rd Summative Question Papers) অনুসারে তৈরি এই প্রশ্নপত্র ও উত্তরগুলি ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এখানে ভৌত পরিবেশ class 7 প্রশ্ন উত্তর, সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর বার্ষিক পরীক্ষার, এবং Class 7 Science Annual Exam Question Answer সহ সম্পূর্ণ Class 7 Third Summative Question Paper Science pdf আকারে ডাউনলোডের সুবিধা রয়েছে। ক্লাস 7 বিজ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৪ ও ২০২৫ সালের জন্য এটি একটি নির্ভরযোগ্য প্রস্তুতি গাইড।


সপ্তম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সাজেশন ও প্রশ্ন উত্তর


পশ্চিমবঙ্গ বোর্ডের শিক্ষার্থীদের জন্য এখানে দেওয়া হলো West Bengal Class Seven Science 3rd Unit Test Suggestion 2025 এবং ৭ম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও প্রশ্নের উত্তর সাজেশন। এই সাজেশনে WBBSE Class 7 All Subjects Third Summative Evaluation 2025 অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই প্রস্তুতি নিতে পারে। এছাড়াও সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্ন পরিবেশ ও বিজ্ঞান, Class Seven Bigyan Proshno o Uttor Final Porikhhar, এবং ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর সহ সম্পূর্ণ Class 7 Science 3rd Unit Test Question Paper 2025 প্রদান করা হয়েছে। এই সাজেশন ও প্রশ্নোত্তরগুলি ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়ক হবে।


📚✨ Final Exam 2025 – Prepare Yourself!

ছাত্রছাত্রীরা! 😃 এখনই সংগ্রহ করে নাও আমাদের 4 Set প্রশ্নপত্র বা অধ্যায় ভিত্তিক সাজেশন 💥।

বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান 

সব প্রশ্নই নতুন সিলেবাস অনুযায়ী তৈরি, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে📝।


📱 সংগ্রহ করতে হলে Click করো: Click Here


West Bengal Class Seven Science 3rd Unit Test Suggestion 2025


-বিভাগ (মোট নম্বর৩৫)

১। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো : (×=)

() পৃথিবীর পৃষ্ঠে অক্সিজেনের ওজনানুপাতিক শতাংশ 46.6, কিন্তু মানুষের দেহে— (18.5 / 65 / 27.7)

Ans : - 65

() 25°C উষ্মতায় প্রশম দ্রবণের pH এর মান— (7 / 5 / 9)

Ans : 7 

() জল কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় তৈরি হয়— (সাইট্রিক / টারটারিক / কার্বনিক অ্যাসিড)

HO + CO → HCO

Ans : কার্বনিক অ্যাসিড

() হলুদ কাঁচে— (আয়রন / কোবাল্ট / ক্রোমিয়াম) অক্সাইড থাকে।

Ans : আয়রন


২। একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি) : (×=)

() SI পদ্ধতিতেকাজপরিমাপের একক কী

Ans : - জুল

() সোডা ওয়াটারে কোন্ অ্যাসিড থাকে

Ans : - কার্বনিক অ্যাসিড

() সালফিউরিক অ্যাসিডের সংকেত লেখো। 

Ans : -  HSO

() নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে কী তৈরি হয়

Ans : -  NH

() মারকিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হবে

Ans : -  O


৩। শব্দছক সাজিয়ে উত্তর খোঁজো : (×=)

() যে যৌগকে উত্তপ্ত করলে পোড়াচুন (CaO) এবং CO উৎপন্ন হয়

Ans : -  চুনাপাথর 

() লোহার পেরেকের ওপর প্রলেপ দেওয়া দস্তার সঙ্গে HCl-এর বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় 

Ans : - হাইড্রোজেন


৪। -স্তম্ভের সঙ্গে মিলিয়ে নাও। -স্তম্ভে একটি অতিরিক্ত বিকল্প রয়েছে :

Ans : ক-স্তম্ভ          খ-স্তম্ভ

(ক) প্রিন্সিপিয়া       (ঈ) আইজ্যাক নিউটন

(খ) ভিনিগার         (উ) অ্যাসেটিক অ্যাসিড

(গ) ফরমিক অ্যাসিড          (অ) (HCOOH)

(ঘ) কাপড় কাচার সোডা      (আ) (Na₂CO₃)

                          (ই) আলেকজান্ডার


৫। সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো পাঁচটি) : (×=১০)

() 'ক্ষার' কাকে বলে? উদাহরণ দাও।

() বর্ষাকালে লবণ ভিজে হওয়ার জন্য দায়ী দুটি যৌগের নাম লেখো।

() নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসরণ করে প্রযুক্ত বলের মান নির্ণয়ের সমীকরণ তৈরি করো।F = ma

() একটি রাসায়নিক সার কীটনাশকের নাম লেখো।

() সাধানগুঁড়ো এবং লেবুর রসের সংস্পর্শে নীল লাল লিটমাসের রঙের কী ধরনের পরিবর্তন হবে ?

() অ্যাম্বুলেন্স গাড়িতে 'অ্যাম্বুলেন্স' কথাটি উলটে লেখা থাকে কেন ?


৬। সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো দুটি) : (×=)

() জলের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কী কী ঘটবে তা সমীকরণসহ বিবৃত করো।

() 'পলিমার' কী ? একটি পলিমারের প্রকৃতি ব্যবহার লেখো। (+)

() আলোর প্রতিফলনের চিত্ররূপ অঙ্কন করে অভিলম্ব, আপতন কোণ প্রতিফলন কোণ চিহ্নিত করো।


৭। যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : x =

() উপযুক্ত সমীকরণসহ 'প্রতিস্থাপন বিক্রিয়া' এবং 'বিনিময় বিক্রিয়া' বুঝিয়ে দাও।

() 60°C কত ডিগ্রি ফারেনহাইটের সমান হবে তা নির্ণয় করো। "লীনতাপ উদাহরণসহ বুঝিয়ে দাও।

() ' ত্বরণ ' কাকে বলে ? তুমি এবং তোমার বন্ধু একসাথে সাইকেলে 10 মি./সেকেন্ড বেগে চলছিলে। আকাশে মেঘ দেখে হঠাৎ তুমি বেগ বাড়িয়ে 15 মি./সেকেন্ড করলে, তোমার বন্ধু 12 মি./সেকেন্ড করল। বেগ বাড়াতে তোমাদের সময় লাগল যথাক্রমে 3 সেকেন্ড 4 সেকেন্ড। প্রত্যেকের ত্বরণ নির্ণয় করো।


-বিভাগ (মোট নম্বর৩৫)


১। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো : (×=)

() পিত্তরসের pH এর মান— (4.6 / 8.6 / 1.05)

Ans : - 8.6

() (ভিটামিন / খনিজ মৌল / ফ্যাট)-এর অভাবে ঠোঁটের কোণে জিভে ঘা হয়।

Ans : - ভিটামিন

() রক্তে জলের পরিমাণ থাকে— (71% / 90% / 64%)

Ans : - 90%

() খাদ্য উৎপাদনে সক্ষম জীবকে বলা হয়— (উৎপাদক / খাদক / গৌণ খাদক)

Ans : - উৎপাদক


২। একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি) : (×=)

() ‘অ্যাকটিন' 'মায়োসিন' মানবদেহে কোথায় থাকে

Ans : -  পেশিতে

() কীসের অভাবে 'ম্যারাসমাস' রোগ হয়

Ans : -  প্রোটিন শক্তি

() মোমো, চাউমিনে কোন ক্ষতিকারক পদার্থ মিশে থাকতে পারে ?

Ans : - আজিনোমোটো

() সুন্দরী গাছের মূলের কাজ কী ?

Ans : - সুন্দরী গাছের মূলের প্রধান কাজ হলো শ্বাসমূল বা নিউম্যাটোফোরের মাধ্যমে বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করা। 

() একটানা 2–3 মাস খেসারি ডাল যথেষ্ট পরিমাণে গ্রহণ করলে কী রোগ হয়

Ans : - ল্যাথিরিজম


৩। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও (যে-কোনো চারটি) : (×=)

() মেটে বা লিভারে ______-এর যৌগ থাকে।

Ans : - সোডিয়াম

() ______ গাছের পাতা দিনের বেলায় খুলে যায় কিন্তু রাতের বেলায় মুদে যায়।

Ans :  লজ্জাবতী

() সূর্যের তাপ আলো কম হলে ব্যাংরা________  চলে যায়।

Ans : শীতঘুমে

() _________-এর অভাবে রাতে দেখতে কষ্ট হয়।

Ans : ভিটামিন A

() ভারতের উল্লেখযোগ্য আন্দামান-নিকোবর অঞ্চলের 'হটস্পট' হলো _____ । 

Ans : সুন্দাল্যান্ড


৪। বুঝে নিয়ে পরিচয় দাও : (×=)

() আমি চামড়ার একটি রঞ্জক পদার্থ। অতি বেগুনিরশ্মি এসে চামড়ায় পড়লে আমি রক্ষাকর্তা হয়ে চামড়াকে বাঁচিয়ে দিই। আমি কে ?

Ans : - মেলানিন।

() আমি একটি মশা। আমি গোদ, ফাইলেরিয়া এনকেফালাইটিসের রোগজীবাণু বহন করি। আমি কে

Ans : - কিউলেক্স


৫। সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো পাঁচটি) : (×=১০)

() 'সোডিয়াম' 'পটাশিয়াম' আয়ন মানবদেহে কী কী কাজে ব্যবহৃত হয় ?

() রক্তের চাপ হঠাৎ বেড়ে গেলে হৃৎপিণ্ডে এবং শিরা-ধমনীতে কী ঘটতে পারে ?

() পারদ ধাতুর যৌগ মানব শরীরের কী কী ক্ষতি করে ?

() কচুরিপানার 'খবধাবক' কী ধরনের কাণ্ড ? এদের কাজ কী ?

() ফুলের পুংকেশর গর্ভকেশরের বিভিন্ন অংশ উল্লেখ করো।

() 'প্রবাল প্রাচীর' কী? এর গুরুত্ব কী ?


৬। সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো দুটি) : (×=)

() ‘গলগণ্ডকী ? ‘গলগণ্ড' সৃষ্টির কারণ কী ? (+)

() ‘ফাইটোকেমিক্যালস্বলতে কী বোঝো? মানবদেহে এদের ভূমিকা উল্লেখ করো। (+)

() একজন ব্যক্তির উচ্চতা 1.50 মিটার এবং ওজন 75 কেজি। ওই ব্যক্তির BMI নির্ণয় করে স্থূলত্বের বিষয়ে মতামত দাও। (+)


৭। যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (×=)

() অ্যালার্জি অ্যালার্জেনের মধ্যে সম্পর্ক লেখো।  পরিবেশে নতুন জীবের আগমনের ফলে কীভাবে জীববৈচিত্র্যের ক্ষতি হয় তার দুটি উদাহরণ দাও। পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়াকে কি বলে?  2 + 2 + 1

() ‘অ্যালার্জিবলতে কী বোঝো ? অ্যালার্জিরসাধারণ লক্ষণএবং প্রতিকার বিষয়ে আলোচনা করো।





একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন