WBBSE Class 10 Geography Map Pointing Important Questions
WBBSE Class 10 Geography Map Pointing Suggestion 2026
মাধ্যমিক পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং এমন একটি অংশ যেখানে সঠিক অনুশীলন থাকলে খুব সহজেই পূর্ণ নম্বর তোলা যায়। তাই এখানে দেওয়া হলো Madhyamik Geography Map Pointing Suggestion 2026, যাতে অন্তর্ভুক্ত আছে Geography Important Map Pointing Suggestion, পরীক্ষাভিত্তিক দৃষ্টিকোণ থেকে বাছাই করা ম্যাপ পয়েন্টিং মাধ্যমিক সাজেশন 2026, এবং সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তৈরি মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং সাজেশন 2026। বিশেষত WBBSE-এর শিক্ষার্থীদের জন্য এই WBBSE Class 10 Geography Map Pointing Suggestion 2026 প্রস্তুত করা হয়েছে যাতে প্রতিটি প্রশ্ন সঠিকভাবে চিহ্নিত করা যায়। তাই যারা ভালো নম্বর পেতে চান, তাদের জন্য এই ম্যাপ পয়েন্টিং মাধ্যমিক 2026 ভূগোল সাজেশন একদম পারফেক্ট।
ম্যাপ পয়েন্টিং মাধ্যমিক 2026 ভূগোল সাজেশন
(1) ভারত - অবস্থান, প্রশাসনিক বিভাগঃ
(i) উত্তর ভারতের বৃহত্তম মহানগর / দিল্লি
(ii) ভারতের রাজধানী / দিল্লি
(iii) ভারতের দক্ষিণতম স্থূল বিন্দু / ইন্দিরা পয়েন্ট
(iv) কন্যাকুমারিকা অন্তরীপ
(v) ভারতের নবীনতম রাজ্য / তেলেঙ্গানা রাজ্য
(vi) লাইন অফ কন্ট্রোল (LOC)
(vii) কলকাতা
(viii) চেন্নাই
(ix) বেঙ্গালুরু
(x) ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য — গোয়া
(xi) ভারতের প্রবেশদ্বার / মুম্বাই
(2) ভারতের ভূ-প্রকৃতি
(i) বিন্ধ্য পর্বত
(ii) আরাবল্লি পর্বত
(iii) কচ্ছের রন
(iv) শিবালিক পর্বত
(v) নীলগিরি পর্বত
(vi) খাম্বাত উপসাগর
(vii) কোঙ্কন উপকূল
(viii) মালাবার উপকূল
(ix) ভারতের শীতল মরুমালভূমি — লাদাখ মালভূমি
(x) দক্ষিণাত্য মালভূমি / ডেকানট্রাপ
(xi) কাথিয়াবাড় উপদ্বীপ
(xii) মান্নার উপসাগর
(xiii) পক প্রণালী
(xiv) কাশ্মীর উপত্যকা
(xv) ছোটোনাগপুর মালভূমি
(3) জলসম্পদ
(i) ভারতের একটি অন্তর্বাহিনী নদী — লুনি নদী
(ii) ভারতের একটি পশ্চিমবাহিনী নদী — নর্মদা নদী
(iii) ভারতের বৃহত্তম উপহ্রদ — চিল্কা
(iv) সর্বাধিক লবণাক্ত জলের হ্রদ — সম্বর হ্রদ
(v) দক্ষিণ ভারতের গঙ্গা — গোদাবরী
(vi) তাপ্তী নদী
(vii) কাবেরী নদী
(viii) ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ — কল্লেরু হ্রদ
(ix) ইন্দিরা গান্ধী খাল
(x) ভেম্বানাদ হ্রদ
(4) জলবায়ু
(i) বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল — শীতকালীন বৃষ্টি যুক্ত অঞ্চল
(ii) একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল — শিলং
(iii) ভারতের শুষ্কতম অঞ্চল
(iv) একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল
(v) ভারতের শীতলতম স্থান — দ্রাস
(5) মৃত্তিকা
(i) কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল — দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল/ রেগুর মৃত্তিকা বলয়
(ii) পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল
(iii) মরু মৃত্তিকা অঞ্চল — সিরোজেম মৃত্তিকা
(iv) পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল
(v) একটি পলি মৃত্তিকা অঞ্চল
(6) ভারতের স্বাভাবিক উদ্ভিদ
(i) ভারতের একটি চিরহরিৎ অরণ্য
(ii) ভারতের অরণ্য গবেষণাগার
(iii) মরু উদ্ভিদ অঞ্চল
(iv) পর্ণমোচী অরণ্যাঞ্চল
(v) সরলবর্গীয় উদ্ভিদ
(7) ভারতের কৃষি
(i) ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য
(ii) দক্ষিণ ভারতের তুলা উৎপাদক অঞ্চল
(iii) উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল
(iv) পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল
(v) ভারতের কফি গবেষণাকেন্দ্র
(vi) ভারতের কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্র
(8) ভারতের শিল্প
(i) ভারতের বৃহত্তম তেল শোধনাগার — জামনগর
(ii) পূর্ব ভারতের একটি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র
(iii) ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র— ভিলাই
(iv) পূর্ব ভারতের একটি পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র
(v) ভারতের ম্যানচেস্টার — আহমেদাবাদ
(vi) ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র
(vii) মুম্বাই হাই
(viii) ভারতের প্রাচীনতম তেল শোধনাগার
(ix) ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র
(x) দক্ষিণ ভারতের ম্যানচেস্টার
(xi) ভারতের রূঢ়
(9) ভারতের জনসংখ্যা
(i) ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল
(ii) ভারতের একটি অতি জনবিরল রাজ্য
(iii) ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য
(iv) পশ্চিম উপকূলের একটি মহানগর
(v) উত্তর ভারতের একটি প্রশাসনিক শহর
(10) ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা
(i) একটি পণ্য শুল্কমুক্ত বন্দর
(ii) দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর
(iii) ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর
(iv) পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর
(v) কোচি বন্দর
(vi) বিশাখাপত্তনম বন্দর
(vii) ভারতের বৃহত্তম বন্দর
(viii) পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর
(ix) পূর্ব উপকূলে একটি কৃত্রিম গভীর বন্দর
(x) ভারতের নবীনতম বন্দর — জওহরলাল নেহরু বন্দর
মাধ্যমিক 2026 অধ্যায়ভিত্তিক সাজেশন বা Top 4 Set Question Paper এখন উপলব্ধ!
যারা পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে চাও, তাদের জন্য এখানে সাজানো আছে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন এবং ৪ সেট প্রশ্নপত্র — এক জায়গায়, সহজেই।
সংগ্রহ করে নাও — Click করে।


Enter Your Comment